গোড়া ধ’রে মারো টান || UPROOT THE STATUS QUO || জয়দীপ মহারাজ || JOYDEEP MAHARAJ

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • ৬’ই মে তথাগত’র উপনয়ন উপলক্ষ্যে জিজ্ঞাসা-ভিত্তিক আলোচনা হয়েছিল কাটোয়ার অপর্ণা লজে।
    জিজ্ঞাসা - আগের থেকে তো শিক্ষার হার অনেক বেড়েছে। তাও চেতনার উন্মেষ হচ্ছে না কেন?
    এই বিষয়ে ৩০ মিনিটের আলোচনার ভিডিও প্রকাশ করা হোল।
    🙏🏻
    Amazon-এ জয়দীপ মহারাজের যে সকল বইগুলি পাওয়া যাচ্ছে -
    1. www.amazon.in/....
    2. www.amazon.in/....
    3. www.amazon.in/....
    4. www.amazon.in/....
    Flipkart-এ জয়দীপ মহারাজের যে সকল বইগুলি পাওয়া যাচ্ছে -
    1. www.flipkart.c....
    2. www.flipkart.c....
    3. www.flipkart.c....
    4. www.flipkart.c....
    মরমিয়া আশ্রম থেকে বই ও পত্রিকা সংগ্রহ করতে WhatsApp করতে পারেন 9735481259 অথবা 9903656785 নম্বরে।
    অথবা আমাদের সাথে যোগাযোগ করতে মেল করতে পারেন 7maramia@gmail.com
    জয়দীপ মহারাজের আরও লেখা পড়তে আমাদের ওয়েবসাইট maramia.org তে নিজের gmail id দিয়ে লগ ইন করে যুক্ত হতে পারেন।
    আমাদের নতুন ইউটিউব চ্যানেলের নাম Maramia Cultural Expressions
    মুর্শিদাবাদের আজিমগঞ্জে "মরমিয়া" আশ্রমে জয়দীপ মহারাজ থাকেন।

Komentáře • 47

  • @sweetandsourkitchen9104
    @sweetandsourkitchen9104 Před 2 lety +10

    চেতনার জাগরণ হলো জ্ঞানের উন্মেষ ,তাহলেই সমাজ পরিবর্তিত হবে ,মূল উপপাদ্য বক্তব্য,প্রণাম মহারাজ , যথার্থ বলেছেন ।

  • @banik_Bangladesh
    @banik_Bangladesh Před 2 lety +9

    জ্ঞান চক্ষু খুলে দিলেন মহারাজ।সশ্রদ্ধ প্রনাম গ্ৰহণ করুন।🙏🏻💐🙏🏻💐🙏🏻💐

  • @kakalighosh3832
    @kakalighosh3832 Před 2 lety +6

    প্রণাম মহারাজ🙏
    অসাধারণ ব্যখ্যা !!আপনার প্রতিটা শব্দে এত শক্তি যে শুনতে শুনতে ভিতরে আলোড়ন শুরু হয়ে যায়!!ইন্টারনেট ব্যবস্থা কে ধন্যবাদ জানাই আপনার মত শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্যে!
    আশা জাগে মনে আগামীতে আপনার প্রতিটা শব্দ আশীর্বাদ হয়ে আমাদের সমাজের চেতনা কে উজ্জ্বলতা প্রদান করবে!!সেদিন ইন্ডিয়া আবার গোড়া থেকে পবিত্র ভারত হয়ে সারা পৃথিবী তে জ্বলজ্বল করবে।।🙏🙏❤

    • @pb8857
      @pb8857 Před 2 lety

      আপনি একদম ঠিক বলেছেন।
      আমার ধারণা ইন্টারনেট ব্যবস্থা বা IT বিপ্লব, যা আমাদের সামনে অনেক অজানা তথ্য, জ্ঞান ইত্যাদি উন্মোচন করে দিচ্ছে, সেটা হয়ত কল্কি দেবতারই কোনও রূপ। না হলে ম্যাকলে বা তাদের চ্যালা চামুন্ডাদের প্রচলিত বিদ্যা/শিক্ষা নীতির কল্যানে আমাদের দুচারটে প্রজন্ম যেভাবে অজ্ঞান ও অন্ধকারের দাস হয়ে কাটিয়ে দিয়েছে, সেটা আরও অনেক প্রজন্মেকেই গ্রাস করতে পারত। কিন্তু অশেষ ধন্যবাদ এই IT বিপ্লবকে, যার দরুন সেই অন্ধকারত্ব থেকে একটা আলোর পথ আমাদের সামনে এনে দিয়েছে, যেটা একেবারেই অনস্বীকার্য!

    • @nityagopalnanda2006
      @nityagopalnanda2006 Před 2 lety +1

      Pronam

  • @piyalidutta6462
    @piyalidutta6462 Před 2 lety +7

    Roj apekkhai thaki apnar video kobe asbe..
    Kobe dekha hobe apnar sathe.....
    Love u maharaaj...

  • @sreekamolsaha772
    @sreekamolsaha772 Před 2 lety +2

    Pronam Maharaj

  • @rajumondal2162
    @rajumondal2162 Před 2 lety +4

    Pronam maharaj.

  • @kobitakunja
    @kobitakunja Před 2 lety +6

    গুরুত্বপূর্ণ আলোচনা 🙏🙏

  • @anirbanroy8601
    @anirbanroy8601 Před 2 lety +2

    Khub sundar bollen Maharaj

  • @shibamdutta4642
    @shibamdutta4642 Před 2 lety +1

    Pronam Guruji 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ Pronam Maharaj 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @surupasaha6124
    @surupasaha6124 Před 2 lety +3

    অপূর্ব আলোচনা, সমৃদ্ধ হলাম। আন্তরিক কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ।🙏🙏🙏

  • @rumasarkar1637
    @rumasarkar1637 Před 2 lety +2

    এই আনন্দ সন্ধ্যায় উপস্থিত ছিলাম। এটাই বড়ো পাওনা।
    সশ্রদ্ধ প্রণাম নেবেন মহারাজ জী।

  • @bishalpramanik_
    @bishalpramanik_ Před 2 lety +2

    খুব সুন্দর বলেছেন মহারাজ। প্রণাম।

  • @krishnenduroyadhikary3576

    শতসূর্যসম সত্যের অগ্নিসম তেজ বিচ্ছুরিত হলো 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    মহারাজের চরনে সহস্রকোটি প্রনাম 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 Před 2 lety +1

    🙏🏽🙏🏽🙏🏽Pronam Maharaj !ki apoorba bislesan Putnam alochona ! Sokoler bodhogamya hok ,Ei prarthhona Maharaj ! 🙏🏽🙏🏽🙏🏽

  • @jayaacharya8493
    @jayaacharya8493 Před 2 lety +2

    প্রণাম মহারাজ।
    অসাধারণ আলোচনা! ঋদ্ধ হলাম।
    সত্যিই চেতনার জাগরণের জন্য চাই প্রজ্ঞা, যা পুঁথিগত বিদ্যায় হয় না। তবে একটা কথা আছে- charity begins at home। এটা আগে দরকার। আমরা অভিভাবকরাই তো আমাদের সন্তানদের মধ্যে ঈর্ষা, অনুকরণ, ক্রোধ জাগিয়ে তুলি । খুব কম জনই তাদের প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিই। তাই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যার মান আর হুঁশ আছে সেই মানুষ। কিন্তু আজ সমাজের যা অবক্ষয় হতে শুরু করেছে তার জন্য আমাদের education system অনেকাংশেই দায়ী। এখানে মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় না। আমাদের পশ্চিমবঙ্গে এখন পাঠ্য বইয়ে যেসব কবিতা আর গদ্য রাখা হয়েছে তার মান খুবই নিম্ন। মনীষীদের জীবন সেভাবে পড়ানোই হয় না।আগে শিক্ষকদের বেতন খুবই অল্প ছিল কিন্তু তাদের dedication অনেক বেশি ছিলো। কিন্তু এখন তাঁরা wellpaid হয়েও dedication তলানিতে থেকেছে।

  • @indranimitra8823
    @indranimitra8823 Před 2 lety +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @madhabnath8525
    @madhabnath8525 Před 2 lety +2

    Pranam Maharaj ei rokom Eck ta bishoy discuss korar jonno

  • @dancedance6408
    @dancedance6408 Před rokem

    Pronam Moharaj ,APNAR KOTHA GULO SOTTI MON CHUEA GELO ..

  • @joyeetachatterjee4102
    @joyeetachatterjee4102 Před 2 lety +2

    Oshadharon laglo

  • @geetabose812
    @geetabose812 Před 2 lety +4

    🙏🏾

  • @ranajitsengupta2065
    @ranajitsengupta2065 Před rokem

    গুরুদের প্রনাম আপনাকে 🙏🙏

  • @kinsukbandyopadhyay7857
    @kinsukbandyopadhyay7857 Před 2 lety +2

    Pranam Maharaj

  • @latikagoldar9575
    @latikagoldar9575 Před 2 lety +2

    খুব ভালো লাগলো আপনার কথা। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। প্রনাম

  • @amitsaha2400
    @amitsaha2400 Před rokem

    ধন‍্যবাদ। অসাধারণ কথা।

  • @babludas8870
    @babludas8870 Před rokem

    অসাধারণ লাগলো মহারাজ প্রনাম নিবেন

  • @mallika5064
    @mallika5064 Před rokem

    Pranam Maharaj ji. Khub bhalo laglo.

  • @sanjibghosh9050
    @sanjibghosh9050 Před 2 lety +2

    চেতনা জাগানোর জন্য সৎ গুরু কতোটা প্রয়োজন আজ বুঝতে পারছি 🙂

  • @rinamoulik337
    @rinamoulik337 Před 2 lety +2

    Apnar matamat ke ami sradhyar sange samarthan kori ,Maharaj.ei opinion er mulyaon haoa uchit.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sambodas8238
    @sambodas8238 Před 2 lety +5

    ,🙏🙏🙏

  • @sanjibdas3059
    @sanjibdas3059 Před 2 lety

    Khubsundar

  • @sumanmahu
    @sumanmahu Před 2 lety +2

    this is simply excellent, i could not think about those scenarios which Ram was able to think. in my opinion that king is definitely guilty, but i could not find anybody else guilty even after thinking of 3 - 4 mins. and Kaikei was simply genius who could think about the Guru of the King and held him one of the accountable .

  • @payelthakur1852
    @payelthakur1852 Před 2 lety +2

    Joy guruji

  • @tandramandal5294
    @tandramandal5294 Před 2 lety

    🙏🙏🙏

  • @SenDwaipayan
    @SenDwaipayan Před 2 lety +2

    অসাধারণ, দারুণ।
    আপনাকে আমার প্রণাম।🙏🙏🙏
    ❤️❤️❤️
    পুরো মিথ্যা দিয়ে মুড়ে তথা মুছে দিয়েছে আমাদের গৌরবোজ্জ্বল অতীত। প্রফেসর ধরমপালের The Beautiful Tree পড়লেই বোঝা যায়। এইগুলোর কোনো বাংলা বই বা সংকলন আছে কিনা আমার জানা নেই।

  • @soumenganguly2914
    @soumenganguly2914 Před 11 měsíci

    Dinamick মহারাজ সাধু

  • @ranendramohanchakraborty1817

    প্রশ্ন কর্তা খুব ষ্টাইল করে প্রশ্ন করছেন কেন বুঝতে পারলাম না।

  • @joydey333
    @joydey333 Před 2 lety +3

    Pronam maharaj .