মানুষ বড় একা আবু জাফর মোঃ ছালেহ্ এর কবিতা |People are alone Abu Jafar Md Saleh's poem

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • মানুষ বড় একা আবু জাফর মোঃ ছালেহ্ এর কবিতা|People are alone Abu Jafar Md Saleh's poem
    মানুষ বড় একা।হ্যাঁ, জীবনে নানা চরাচরে এসেশেষে জেনেছি,প্রতিটা মানুষ একা , বড় একা ;শেষের পথে এসে সেই একলা হাঁটা ।জেনেছি, এ যাবৎ বিশ্ব-ব্রহ্মাণ্ডেমানুষের চেয়ে একা আর কেউ নেই।শরতের রাতেরমেঘভুক্ত আকাশেরনির্বাক তারাগুলো একা,মানুষ হয়তো তার চেয়েও অনেক অনেক একা।এই সীমাহীন মহাবিশ্বেএই প্রাচীন পৃথিবীএক নিঃসঙ্গ গ্রহ, একা ;মানুষ হয়তো তার চেয়েওঅনেক অনেক একা ।সমস্ত দিনের অভিনয়ের পররাতের নিস্তব্ধতা নেমে এলেইখোলস ভেঙ্গে বেরিয়ে আসেমানুষের ভিতরে সেই নিবিড়আসল একাকী মানুষটা,বড় নির্দয়ভাবেতাকে গ্রাস করেএক ভয়াল ধু-ধু নিঃসঙ্গতা ।মহাবিশ্বেরও হয়তোসীমা থাকতে পারে ,কিন্তু মানুষের মনের কিকোনো সীমা আছে ?না,নেই;মানুষের মন তাই অপার,সীমাহীন,রহস্যময়।কত অজস্রবিচিত্র রঙ্গের ঢেউ খেলা করেমানুষের সেই রহস্যময়মনের অতল গহীনেআমি বুঝিনাবুঝতে চাই-ও না,তোমার মনের সেই ঢেউগুলোকে।তুমি বুঝনা ,বুঝতে চাও- ও না,আমার মনের বিচিত্র ঢেউগুলোকে।অতি কাছে থেকেওতাই আমরা পরস্পর থেকে যায়এক অলকবর্ষ দূরে,অচেনা ;শেষের পথে এসেআমরা প্রত্যেকে হয়ে যায় সে একা ,আমাদের রক্তে মাংসকেবীভৎস ভাবে গিলে খায়সেই ভয়াল রহস্যময় ধু-ধু নিঃসঙ্গতা। #motivation #businesstips #guideline #মানুষবড়একাকবিতা #কবিতা #কবিআবুজাফরমোছালেহ

Komentáře • 2