Weekend Trip to Barrackpore || নদীর ধারে দুদিন দারুন কাটালাম😊|| Weekend Tour Near Kolkata

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #WeekendTrip #DayTrip #TravelGuide
    MANGALDHARA TOURISM PROPERTY earlier Malancha Tourist Lodge
    wbtdcl.wbtouri...
    নদীর পাশে থাকার অনেক দিনের ইচ্ছা ছিল। ছোট নৌকা , জাহাজের আনাগোনা , নদী , আকাশ দেখতে দেখতে অলস ভাবে কাটবে দিন। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো😊।
    কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে , গঙ্গার তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি প্রাচীন শহর হলো ব্যারাকপুর । 1765 সাল নাগাদ ব্রিটিশরা ব্যারাকপুরে ক্যান্টনমেন্ট তৈরি করেছিল । 1857 সালের সিপাহী বিদ্রোহের জন্য বিখ্যাত এই ব্যারাকপুর শহর। এই শহরের সাথে জড়িয়ে আছে বাংলা তথা ভারতের ইতিহাস ।
    Historical place তো বটেই তার সাথে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য । তবে চলুন শুরু করি আমার দুদিনের ব্যারাকপুরে ভ্রমণ কাহিনী।
    Day 1 : শনিবার সকাল দশটা নাগাদ বেরিয়ে পড়লাম , মোটামুটি 11:30 নাগাদ পৌঁছে গেলাম। এক রাতের জন্য আমাদের ঠিকানা ছিল West Bengal Tourism এর MANGALDHARA TOURISM PROPERTY / Malancha Tourist Lodge । একদম নদীর ধারে বেশ নিরিবিলি মনোরম পরিবেশ ছিল। ভিতরে ঢুকে প্রথমে reception তারপর dinning area , আর তার পরে রয়েছে রুম গুলিতে যাওয়ার রাস্তা। রুম গুলো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল । রুমের বড় জানলার সামনে বসে সারা দিন কাটিয়ে দেওয়া যায় । ভিডিওতে ( • Weekend Trip to Barrac... )পুরো রুম ট্যুর দেওয়া আছে দেখে নিতে পারেন। পৌঁছে lunch এর অর্ডার দিয়েছিলাম , দুপুর 1 টা নাগাদ lunch করতে চলে গেলাম। রান্না বেশ হালকা আর সুস্বাদু ছিল। নদীর সামনে বসে এরকম lunch করতে দারুণ লাগছিলো। ব্যারাকপুরে অনেক জায়গা আছে ঘুরে দেখার জন্য -
    1. Mangal Pandey Park
    2 . Gandhi Ghat
    3 . Jawahar Kunj
    4 . Gandhi Smarak Sangrahalaya (Gandhi Memorial Museum)
    5 . Annapurna Temple
    6 . Dhobi Ghat
    7 . Lady Canning Graveyard
    Lunch করে বেরিয়ে পড়বো এই জায়গা গুলো ঘুরে দেখার জন্য। তবে lunch করতে করতে শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি । আকাশ ভর্তি কালো মেঘ , নদীর উপরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে । উফফফ! এক কথায় অসাধারণ লাগছিলো।
    বৃষ্টি কমতে কমতে প্রায় বিকেল সাড়ে চারটে বেজে গেল। তাই ঠিক করলাম Dhobi Ghat গিয়ে ferry তে করে Serampore টা একটু ঘুরে আসি। বাকি জায়গা গুলো কালকে দেখে নেব।
    Dhobi Ghat : Dhobi ghat থেকে Serampore যাওয়ার ferry 10 থেকে 15 mins পরপরই ছাড়ে । ভাড়া মাথাপিছু 6 টাকা করে। সময় লাগলো 15 mins এর মত। সন্ধ্যে হয়ে এসেছে এবার একটু কফি আর স্ন্যাক্স খাবার সময় , তাই ঢুকে পড়লাম The Denmark Tavern এ।
    The Denmark Tavern - 1786 সালে জেমস পার নামে এক হোটেল ব্যবসায়ী নিশান ঘাটের পাশে নদীর ধারে একটি বাড়িকে সরাই খানা হিসাবে চালু করেন। নদীর উল্টো দিকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট , তাই রমরমিয়ে চলতে থাকে ব্যবসা। ব্রিটিশরা চলে যাওয়ার পর আস্তে আস্তে এই বাড়িটি ধ্বংসাবশেষ এ পরিণত হয়। কয়েক বছর আগে অনেক টাকা ব্যয় করে বাড়িটিকে আবার পুনরুদ্ধার করা হয়েছে। ক্যাফেতে বসে কয়েক ঘন্টা কাটাতে পারেন , আবার নদীর ধারে সুসজ্জিত ঘরে কয়েকদিন থেকে যেতে পারেন। একতলায় রয়েছে Flurys গরম কফি , মাফিন আর চকোলেট cake দিয়ে সন্ধের খাবারটা জমিয়ে খেছিলাম।
    অনেকটা সময় কাটিয়ে আবার একই পথে ফিরে এলাম।
    রাতের ডিনার সারলাম ব্যারাকপুর স্টেশন এর একদম পাশে Dada Boudi Restaurant থেকে বিখ্যাত বিরিয়ানি খেয়ে 😋। রুমে গিয়ে নদী দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম ।
    Day 2 : সকালের শান্ত স্নিগ্ধ নদী হাতে গরম চা আর রবীন্দ্রসংগীত আর কি চাই!!! রুমে বসে অনেকটা সময় কাটালাম । একদম ready হয়ে 11 টা নাগাদ চলে গেলাম ব্রেকফাস্ট করতে । ব্রেকফাস্ট complimentary ছিল । গরম গরম লুচি , আলুর তরকারি , মিষ্টি আর চা ।
    Breakfast সেরে checkout করে দুপুর 12 টা নাগাদ বেরিয়ে পড়লাম । বাকি জায়গা গুলো দেখে বাড়ি ফিরবো।
    Jawahar Kunj : হোটেলের একদম পাশেই পার্কটা। নদীর ধরে বড় বড় গাছে ঢাকা , সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো খুব সুন্দর পার্ক।
    Gandhi Ghat :
    Gandhi Smarak Sangrahalaya (Gandhi Memorial Museum):
    Jawahar Kunj এর পাশেই রয়েছে , মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত গান্ধী ঘাট । তবে covid এর জন্য গান্ধী ঘাট , museum বন্ধ আছে।
    Annapurna Temple : হোটেল থেকে গাড়িতে মোটামুটি 10 - 15 mins দূরে ছিল অন্নপূর্ণা মন্দির। অনেক পুরোনো মন্দির , রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জাগাধামভা দেবী 1875 সালে এই মন্দির তৈরি করেছিলেন। অবিকল দক্ষিনেশরের মায়ের মন্দিরের মতো দেখতে।
    মন্দিরের পেছনে ছটি ছোট ছোট শিবমন্দির রয়েছে। এছাড়া খুব সুন্দর একটি নাটমন্দির ও নোহবৎখানাও রয়েছে। সকাল 6 টা থেকে দুপুর 12 : 30 টা ও বিকেল 4 টে থেকে রাত 8 তা অব্দি মন্দিরটি খোলা থাকে।
    Lady Canning Graveyard : মহিয়সী নারী লর্ড Canning এর ভালোবাসার শহর ছিল ব্যারাকপুর। তার সমাধি রাখা হয়েছে এই শহরেই। তবে covid এর জন্য এটি এখন বন্ধ রয়েছে।
    Mangal Pandey Park : 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যারাকপুরে আন্দোলন শুরু হয়। বিখ্যাত বিপ্লবী মঙ্গল পান্ডে ব্রিটিশদের সাথে বিপ্লব শুরু করেন। তবে বেশিদিন আর সেই আন্দোলন চলতে পারলো না । তিনি ধরা পড়লেন , Dhobi ঘাটে তাঁকে ফাঁসি দেওয়া হয় 😔। তার স্মৃতিতে তৈরি করা হয়েছে Mangal Pandey Park । গঙ্গার ধরে সুসজ্জিত পার্ক ,নদীর ধারে সুন্দর করে বসার জায়গা করা আছে , আর রয়েছে Children's Park । তবে সব থেকে সুন্দর লাগলো ঘাটটা , ঘাটে বসে অনেকটা সময় কাটালাম। এবার বাড়ি ফেরার পালা।
    বাড়ির এত কাছে এত সুন্দর একটা জায়গা। Weekend trip বা Day trip এর জন্য একদম আদর্শ।
    #Priyanka_Kanjilal
    #MANGALDHARA TOURISM PROPERTY
    #Malancha Tourist Lodge
    #weekendvibes #weekendtrip #travel

Komentáře • 57

  • @asishlala2106
    @asishlala2106 Před rokem

    Khub sundar

  • @himadrisekhardas7838
    @himadrisekhardas7838 Před rokem

    Khub sundar upasthapana.

  • @satyakeeroychowdhury2812
    @satyakeeroychowdhury2812 Před 2 lety +1

    খুব ভাল লাগল। ছবি ও আপনার বিবরণও খুব সুন্দর। আরও বেড়ানোর videoর অপেক্ষায় থাকব।

    • @PriyankaKanjilal
      @PriyankaKanjilal  Před 2 lety

      অসংখ্য ধন্যবাদ 😊😊😊 Subscribe করে Please পাশে থাকবেন 🙏

  • @alokbarande9340
    @alokbarande9340 Před rokem

    Very informative and made in good rhythm

  • @biswajitsarkar3541
    @biswajitsarkar3541 Před 2 lety

    Khub bhalo laglo. Commentaary sundar hoyeche

  • @saktimoydasgupta2177
    @saktimoydasgupta2177 Před 2 lety

    খুব ভালো লাগলো ভিডিওটা। ধন্যবাদ।

  • @riksbose
    @riksbose Před 2 lety +1

    Darun darun

  • @ilaroy3394
    @ilaroy3394 Před 2 lety

    Khub bhalo laglobarracpore

  • @arindam3557
    @arindam3557 Před 2 lety

    Bah Darunn

  • @ratnasengupta1190
    @ratnasengupta1190 Před 2 lety

    Sundor bhabe sob dekhlum o shunlum.

  • @ujjal7632
    @ujjal7632 Před 2 lety

    খুব ভালো লাগলো টুরিস্ট স্পর্ট গুলো, আপনার ভিডিও দারুন হয়েছে, প্রথম বার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম, এরম আরো নতুন নতুন ভিডিও চাই, ধন্যবাদ।।

  • @indrajittalukder1616
    @indrajittalukder1616 Před 2 lety

    খুবই সুন্দর আপনার ভিডিওটি!!

  • @gourprasad
    @gourprasad Před 2 lety

    Very nice presentation. Perfect description. Waiting for more informative videos from you. Thanks.

  • @dkmdilipmukherjee6789
    @dkmdilipmukherjee6789 Před 2 lety

    Sundor poriskar video. Aktu aro details jete hobe.

  • @swaticoomar6478
    @swaticoomar6478 Před 2 lety

    Annapurna Mandir r Mangal pandey park duto sotti khub bhalo lagay jetey.Ami dekhachi.

  • @animeshghosh5318
    @animeshghosh5318 Před 2 lety

    Khoob bhalo laglo..

  • @sukhendubanerjee8157
    @sukhendubanerjee8157 Před 2 lety

    Bhalo laglo 🌹

  • @sankarmondal8138
    @sankarmondal8138 Před 2 lety

    Wonderful

  • @Bhuban2010
    @Bhuban2010 Před 2 lety

    Wah! Mone holo nije ghurte ber holam. Hotel ta shera kintu didi ❤️ amra next video te cameraman ke valo kore dekhte chai 🥳

  • @sandeepkanjilal6971
    @sandeepkanjilal6971 Před 2 lety

    Fantastic repertoire. One can get a feel of travelling along with. The descriptions are apt and most perfect. Makes one want to visit this place immediately. Had heard a lot about Malancha Resort...and such a detailed description is well received.
    Nice to get a trip down history too. No doubt this is steeped in history.
    This is a fantastic upload and sure to benefit lot many people...definitely me.

  • @chandranidewan8923
    @chandranidewan8923 Před 2 lety

    Khub Sundor jaiga. Otranto bhalo laglo.

  • @sujatadutta4210
    @sujatadutta4210 Před rokem

    আমি আজকের ( ১১ , ৬ , ২৩ ) এসি রুমের রিভার সাইট ভাড়া কতো ?

  • @babanbanerjee3437
    @babanbanerjee3437 Před rokem

    Sight seeing korar toto ki hotel theke pawa jai ? Khorcha koto jodi ektu bolen?

    • @PriyankaKanjilal
      @PriyankaKanjilal  Před rokem

      Hotel er ekdom pase Gandhi ghat. Sekhane toto stand chilo. Khoroch depend kore apni kothai kothai jaben ar kotokhon ghurben.

  • @kitiroy710
    @kitiroy710 Před 2 lety

    Ki kore booking korbo seta bolben please

  • @kumkumbhattacherjee381

    9 koti taka kharach kare

  • @sahinislammolla7103
    @sahinislammolla7103 Před 2 lety

    কিন্তু গুগল এ দেখাচ্ছে যে গান্ধী ঘাট খোলা আছে

    • @PriyankaKanjilal
      @PriyankaKanjilal  Před 2 lety +1

      আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল । পুলিশ পোস্টিং ছিল গেটের সামনে।

  • @rimpachowdhury6228
    @rimpachowdhury6228 Před 2 lety

    how to book nd price?

    • @PriyankaKanjilal
      @PriyankaKanjilal  Před 2 lety

      Booking can be done through wbtdcl website, room tariff varies between 2400 - 5500.

  • @ankitabasak6462
    @ankitabasak6462 Před 2 lety

    Booking number ta ???

    • @PriyankaKanjilal
      @PriyankaKanjilal  Před 2 lety

      MANGALDHARA TOURISM PROPERTY earlier Malancha Tourist Lodge
      wbtdcl.wbtourismgov.in/property-details/24

  • @bishalroychowdhury7356

    Unmarried Couple ki allowed!!