অবিশ্বাস্য কমলার বাগান বাংলাদেশে- মিষ্টি রসালো চাইনিজ কমলা-২০২২ আপডেট

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • চোখ জুড়ানো কমলার বাগান। যে বাগান দেখতে ও পেড়ে খেতে শত শত মানুষের ভিড় জমে রোজ। নিজে হাতে কমলা পাড়া যাবে...কেনা যাবে।
    চুয়াডাংগা সদরের, শহরের এপেক্স ইট ভাটার পিছনে অবস্থিত মনমিলা গার্ডেন এ।হাফেজ আব্দুল কাদের সোহানের বাগান।
    বিস্তারিত জানতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন।
    কৃষিই সমৃদ্ধি।
    কমলা কিনতে ও বাগান ভিজিটের জন্য যোগাযোগ করুতে পারেন- 01778255246

Komentáře • 128

  • @atikurrahmananam6107
    @atikurrahmananam6107 Před rokem +8

    সিলেট থেকে দেখছি.মাশাআল্লাহ দেখে অত্যন্ত ভাল লাগল,আমাদের দেশে এমন বাগান এটি আমাদের জন্য আনন্দের বাংলার মাটি সোনার চেয়ে খাটি এটি প্রমাণ করতেছেন আমাদের চাষী ভাইয়েরা.কমলা তথা লেবুজাতীয় ফলগুলো আমাদের সিলেটের মাটিতে ভাল হয়

  • @KrishiBioscope
    @KrishiBioscope  Před rokem +1

    কমলা কিনতে ও বাগান ভিজিটের জন্য যোগাযোগ করুতে পারেন- 01778255246
    হাফেজ আব্দুল কাদের সোহান

  • @BuluGarden
    @BuluGarden Před rokem +12

    ভাই তালহা সাহেব,
    বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ করে সঠিক জাত এবং নির্ধারিত এলাকায় উল্লেখ থাকা জরুরি।সব এলাকার আবহাওয়া একনয়। আপনার প্রতিবেদন দেখে অনেকেই আগ্রহী , আপনি যাদের প্রতিবেদন করেন উনারা চারা বিক্রি করে লাখপতি হয়ে জান।আর যারা করেন তারা নিঃস্ব। ছাড়পত্র জাতগুলি ছাড়া দয়া করে নতুন বিদেশি ফল চাষের জন্য প্রতিবেদন গুলো আইনত অপরাধ হোওয়া উচিৎ। আর প্রতারক চারা বিক্রেতার ও কঠিন শাশ্তির ব্যবস্থা করা প্রয়োজন। ধন্যবাদ

    • @agrovibes780
      @agrovibes780 Před rokem

      আপনাকে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েছে কোন প্রতিষ্ঠান?
      কৃষি নিয়ে আপনারতো কোন জ্ঞান ই নেই

    • @BuluGarden
      @BuluGarden Před rokem +1

      @@agrovibes780 আমি একজন কৃষক কৃষিবিদ তো পড়ে ।আর এমন প্রতিবেদন দেখে যারা বাগান করেছে তাদের একটু খোঁজ নিয়ে দেখেন।তিন, আরবের খেজুর, ভিয়েতনাম নারিকেল ,,,

    • @RanaAhmed-kz4lw
      @RanaAhmed-kz4lw Před rokem

      ভাই এইসব মিথ্যা প্রতিবেদন দেখে চাষীরা একেবারে ধংস হয়ে গেছে

    • @sharifulekramjulu9975
      @sharifulekramjulu9975 Před rokem

      @@BuluGarden Don't listen to Dalal...

  • @ARMamun
    @ARMamun Před rokem +27

    কমলা যে বিদেশি ফল এটা আমরা ভুলে যেতে চাই, হয়তো খুব শীঘ্রই ভুলে যাব। একদিন গাছ ভর্তি কমলা থাকবে সারা বাংলাদেশের প্রত্যেক টা বাড়িতে....

  • @gameslover3501
    @gameslover3501 Před 9 měsíci

    আমার বাড়িতে ছয়টা কমলা গাছ আছে মাশাআল্লাহ অনেক মিষ্টি এবং রসালো যশোর জেলা আমার বাড়ি

  • @mohammadsojib7485
    @mohammadsojib7485 Před rokem +2

    আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই 🇧🇩🇸🇦🇧🇩🇵🇸🇧🇩

  • @mdshamdshafiulalam9261
    @mdshamdshafiulalam9261 Před rokem +3

    মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের মাটিতে অসাধারণ সুন্দর কমলা ধরেছে।

  • @FerdausAlAmin
    @FerdausAlAmin Před rokem +11

    ফ্লোরিডায় প্রচুর কমলা হয়, আবহাওয়া বাংলাদেশের মত।
    সুতরাং বাংলাদেশে প্রচুর ভাল কমলা হতে পারে, সহজেই

  • @Mkbmostafiz700
    @Mkbmostafiz700 Před rokem

    সত্যি কথা বলতে ভিডিওটি দেখতে দেখতে জিহবায় পানি চলে আসছে 😋😋

  • @HabiburRahman-er4bf
    @HabiburRahman-er4bf Před rokem +2

    মাশ আল্লাহ দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ স্যার।

  • @rharun269
    @rharun269 Před rokem +2

    অনেক সুন্দর একটা প্রতিবেদন
    ধন্যবাদ

  • @mohsinkabir221107
    @mohsinkabir221107 Před rokem +1

    আলহামদুলিল্লাহ, কমলা আমদানিতে ডলার ব্যয় কমে যাবে,ইনশাআল্লাহ।

  • @Mofizul.1971.English
    @Mofizul.1971.English Před rokem +2

    Best.

  • @mohammadzahirulislam8501

    আপনার উপস্থাপনা! মাশা-আল্লাহ অনেক সুন্দর লাগছে,

  • @Hossain450
    @Hossain450 Před rokem +2

    আমি আপনার প্রতিবেদনে দেখে এবার দেশে গিয়ে উনার থেকে ৬টা গাছ নিয়ে রোপণ করছি..👍🏻

    • @mdakij5635
      @mdakij5635 Před rokem

      ওনার নাম্বার টা দেওয়া যাবে

  • @kulsumbegum6263
    @kulsumbegum6263 Před rokem

    যেকোনো সুন্দর জিনিস দেখে মাশাআল্লাহ বলতে হয়

  • @mdrabiul9132
    @mdrabiul9132 Před rokem +21

    না খেয়ে না দেখে কেউ চারা কিনবেন না ১০০% টকবেন

    • @mishurobi9524
      @mishurobi9524 Před rokem +2

      ১০০% সত্ত্য কথা। অধিকাংশ চায়না কমলাই তেতুলের মত টক হয়,যা মুখে দেয়া যায় না।আমার নিজেরই দুটো গাছ আছে।কিন্তু এতো টক যে মুখে দেয়া যায় না।

    • @tanzimhasan9882
      @tanzimhasan9882 Před rokem

      এরা কমলা মিষ্টি কেন বলে সেটাই বুঝিনা নাটোর এক বাগান ভিজিট করতে গেলাম দেখি কমলাতে কোন মিষ্টি নামের কিছুই নাই অথচ বলছে কমলা অনেক মিষ্টি।

    • @Shakib121ms
      @Shakib121ms Před rokem

      @@mishurobi9524 আরে ভাই চাইনা কমলার জাত আছে 4 থেকে 5 টা আপনি কিভাবে বুজবেন এটা টক,, এজন্য আপনাকে বাগানে এসে আপনার গাছের পাতার সাথে এই বাগানের পাতা মিলিয়ে দেখেন তাইলেই বুজবেন অরজিনাল জাত কোনটা

  • @sanlearningtubebd6336
    @sanlearningtubebd6336 Před rokem +2

    তারেক মাহমুদুল ইসলাম স্যার তো চাঁদপুর ছিলেন। চাঁদপুর থেকে অনেক অনেক ভালো বাসা রইল।🇧🇩🇧🇩 শাহিন আলম, সহকারী শিক্ষক, গণিত, চাঁদপুর গভ. টেকনিক্যাল হাই স্কুল।

  • @mahfuzalam1982
    @mahfuzalam1982 Před rokem +2

    আমার একটা গাছ আছে, কমলা ধরছে কিন্তুু অনেক টক

  • @masudahmed4192
    @masudahmed4192 Před rokem +1

    কমলা অনেক ধরে আমাদের গাছ ছিলো পাতা থেকে কমলা বেশি,
    মিষ্টি ছিলো খুব কমলা হয় এই দেশে তবে মিষ্টি জাতের গাছ লাগাতে হবে,

  • @efat449
    @efat449 Před rokem

    Chuadanga is One of the best place for fruit and vegetable production.....

  • @user-cj7kf9ss8e
    @user-cj7kf9ss8e Před rokem

    সঠিক প্রতিবেধন আমার পরিক্ষিত জাত এটা।

  • @sujansarder7553
    @sujansarder7553 Před rokem +1

    আমার এই রকম গাছ প্রয়োজন। কিভাবে পেতে পারি?

  • @borhanuddin6217
    @borhanuddin6217 Před rokem +1

    Mashallah!!

  • @hossainforhad9835
    @hossainforhad9835 Před rokem +3

    একবার ও জাতের কথা উল্লেখ করে নাই,মূলত সোহান চারা বিক্রি করবে লাভবান হবে!!!! স্যার আমাদের বাংলাদেশ কৃষি গবেষনা কি করে?

    • @KhairulIslam-zg3ym
      @KhairulIslam-zg3ym Před rokem

      জাতের নাম কি? চারা কি ভাবে পাবো?

    • @hossainforhad9835
      @hossainforhad9835 Před rokem +1

      বারী-২ সরকারি হটির্কালচার থেকে কিনবেন!!! ২-৩ টা লাগিয়ে দেখবেন ফলন ভালো হয় কি না!!! সব জায়গায় সব কিচু ভালো হয় না!!

    • @assalaalikumvihosen4770
      @assalaalikumvihosen4770 Před rokem

      জাতের না বলেন

  • @farzanazakiakhan1297
    @farzanazakiakhan1297 Před rokem

    MaashaAllah khobe valo fruit

  • @bakuljasmin68
    @bakuljasmin68 Před rokem

    Sir Ami apnaka onek love kori dahka gulshan

  • @sharkerashiq9039
    @sharkerashiq9039 Před rokem +2

    মাশাআল্লাহ

  • @jasimshah2790
    @jasimshah2790 Před rokem

    চাইনিজ মানেই ভাল কিছু, বাংলাদেশিদের জন্য আশীর্বাদ।

  • @patelbhavesh6760
    @patelbhavesh6760 Před rokem +2

    Beautiful

  • @assalaalikumvihosen4770

    আমি BARI গাজীপুর জয়দেবপুর থেকে কালেক্ট করবো

  • @MDSHAMSULHAQUE-ms9qv
    @MDSHAMSULHAQUE-ms9qv Před rokem +1

    sir thank you.

  • @atiqurrahman7982
    @atiqurrahman7982 Před rokem

    সুন্দর বাগান

  • @ruhulamin2264
    @ruhulamin2264 Před rokem +1

    স্যার,
    আমার বাগানেও প্রচুর হইছে এবং রসালো কিন্তু এতো বেশি টক একদমই খাওয়া যায় না।
    কি পরিচর্যা করলে ইহা মিষ্টি হবে যদি জানাতেন।

  • @Shahedaakter1
    @Shahedaakter1 Před rokem +1

    ওমাগো নাইচ ভাইয়া 👌👌👌👌💞💞💞

  • @user-ep2xh1qx5s
    @user-ep2xh1qx5s Před 8 měsíci

    স্যার সিলেটে কি কমলার চাষ করা যাবে বললে উপকৃত হতাম স্যার

  • @md.matiurrahman1299
    @md.matiurrahman1299 Před rokem +1

    কমলার চারা কি বিক্রয় করতেছেন?

  • @mddelowarhossain1371
    @mddelowarhossain1371 Před rokem

    দেখে খুব ভালো লাগলো। আপনার বাগানের কমলা কিনতে চাই। কিভাবে কি পাব?

  • @shamimaramitu5806
    @shamimaramitu5806 Před rokem +1

    কুরিয়ারে নিতে চাই।

  • @AllTimeMasti-nq9gz
    @AllTimeMasti-nq9gz Před rokem

    আমার গ্রামে এই কমলার বাগান আছে। আমি নিজে গিয়ে হাতে কেটে আনি। ১৫০ টাকা কেজি দাম

  • @parvezbhuiyan7680
    @parvezbhuiyan7680 Před rokem +1

    আপনাদের সকল কথায় ভালো লাগলো এবং ধন্যবাদ কিন্তু সর্বশেষ পর্যায়ে ব্যথা পেলাম যেটাতে হল রপ্তানির জন্য। খুবই অতি আগ্রহের সাথে বললেন। আমাদের কথা অর্থাৎ জনগণের কথাও একটু চিন্তা করে কথা বলবেন দয়া করে। দেশের জনগণের চাহিদা মেটাতে পারেন না। দেশের জিনিস দেশের মানুষ খেতে পারে না, তার আগেই বিদেশে পাঠিয়ে দেন। আবার সেই একই জিনিস বিদেশ থেকে চড়া মূল্য দিয়ে আমাদের কিনে আনতে হয়। এই অতি উৎসাহী কথা। যেমনটা করেছিলেন ইলিশ রপ্তানি অর্থাৎ মাগনা ইলিশ দিয়েছিলেন ভারতে। আর আমি ১৪০০ থেকে ১৮শ টাকা কেজি হওয়াতে ইলিশ মাছ খেতেই পারিনি। 😢😢😢
    আগে দেশের মানুষের চাহিদা কমাতে চেষ্টা করুন তাতে এমনিতেই লাভ বেশি হবে বিদেশে রপ্তানির কথা পরে ভাবেন।

  • @mdsaidur7827
    @mdsaidur7827 Před rokem +3

    ভাই জান চায় না কমলো আমার এক বিঘা জমিতে আছে 100টিগাছ আছে। এবং আমি দার্জিলিং লেবুটা তিন বিঘা জমিতে লাগাইতে চাচ্ছি দয়া করে বলবেন চায়না লাগাবো না দার্জিলিং ধন্যবাদ

    • @gmrabbani3678
      @gmrabbani3678 Před rokem +1

      আপনি পাকিস্তানী কমলা লাগান

    • @ssr5128
      @ssr5128 Před rokem

      দার্জিলিং লাগাবেন।

  • @assalaalikumvihosen4770

    তালহা ভাই এগুলো কি জাতের নাম বলেন

  • @shekhshadi1954
    @shekhshadi1954 Před rokem +1

    ট্রেনিংয়ের সময় সর্বশেষ গিয়েছিলাম।যারা ফলাতে পারে না তারা গালি দেয়।স্যার মিঠাপুকুর উপজেলার লাল মাটি ও অন্যান্য মাটিতেও হচ্ছে....

  • @mdaksh7809
    @mdaksh7809 Před rokem +2

    বধ মিকসার কীভাবে তৈরি করব স্যার..

  • @k.m.rashed2479
    @k.m.rashed2479 Před rokem

    চুয়াডাঙ্গার কোথায় এই বাগানটা

  • @bikercity4441
    @bikercity4441 Před rokem

    Viya,,compost korar jonno kaiso kothyi pawa jba?

  • @iktekharalam7129
    @iktekharalam7129 Před rokem

    আপনার পরামর্শ কেউ কিছু করতে পারবে না ভালোকিছু সফলতা অর্জন করতে পারবে না,,,

  • @hridoyhidoy
    @hridoyhidoy Před rokem +3

    আপনার চাপাবাজি একটু কমাবেন।আপনাদের প্রতিবেদন এর কারনে অনেক কৃষক মালটা চাষ করতে গিয়ে আজকে পথের ভিখারি

    • @albelal8689
      @albelal8689 Před rokem

      Kisu kisu jigai ar vitore ros hoy na.tobe amar bagabe korsi misti ar sos dutai ase kintu bajare rat 60 taka kore bikkire holo

    • @KrishiBioscope
      @KrishiBioscope  Před rokem +2

      গাছ মাটিতে পুতলেই চাষ হয়না। মালটা আর কমলার পার্থক্যই তো আপনি জানেন না।

    • @sahanabarbhuiya618
      @sahanabarbhuiya618 Před rokem

      hahahahahaha😁😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sahanabarbhuiya618
      @sahanabarbhuiya618 Před rokem +1

      ajib ajib word sikte parlam Bangladesher....Chaapabaaji

  • @siamkhan7474
    @siamkhan7474 Před rokem

    স্যার চারার দাম কত??

  • @mdhossain735
    @mdhossain735 Před rokem

    Sir আমি এই কমলা গাছের চারা কিভাবে সংগ্রহ করব পরামর্শ দিন

  • @syedshamim3269
    @syedshamim3269 Před rokem

    কোথায় এটা

  • @arifurrahman6228
    @arifurrahman6228 Před rokem

    এই জাতের কমলার চারা গাছ ঢাকা কোথায় পাওয়া যাবে?

  • @mdullas9733
    @mdullas9733 Před rokem

    Onek din por.....

  • @sanurmia
    @sanurmia Před rokem +1

    আসসালামু আলাইকুম ভাই আমি গরিবের কৃষি চেনেলের মালিক বলতাছি আমার ভুট্টার ছাড়ানোর একটি মেশিন লাগবে ছোটটাআপনি জনতা ইঞ্জিনিয়ারিং ওখান থেকে ব্যবস্থা করে দিবেন ভালো একটা মেশিন যাতে দেয় আমি কন্ডিশনে পাঠাতে বলেন আমি টাকা দিয়ে দেব আমি প্রথমে ২০০০ টাকা এডভান্স দিয়ে দেবো ওদের একাউন্টে আপনি একটু ব্যবস্থা করে দেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো

    • @KrishiBioscope
      @KrishiBioscope  Před rokem

      আচ্ছা আমার কথা বলেন...হেল্প করবে

    • @sanurmia
      @sanurmia Před rokem

      @@KrishiBioscope আপনি বলেছেন ভাই

  • @iktekharalam7129
    @iktekharalam7129 Před rokem +1

    স্যার এমন জিনিস দেখাবেন না যেটা কোনদিন সম্ভব না,
    বা সেটা কোনদিন কোন কৃষক করতে পারবে না।

  • @mohiuddinsarkar8731
    @mohiuddinsarkar8731 Před rokem

    ভাই কমলা পাওয়া যাবে? হোলসেল করা যাবে....

  • @milonbiswas8781
    @milonbiswas8781 Před rokem

    আসলে সবি হবে চেষ্টা করলে

  • @user-hm4wv1ek2b
    @user-hm4wv1ek2b Před rokem +1

    😋♥️

  • @subrataduttasubratadutta5042

    নাগপুরের কমলালেবু বাংলাদেশে যদি হয়

  • @mkmanjurulislam5685
    @mkmanjurulislam5685 Před rokem

    ভাই লাউ চাষ দেখতে চাই

  • @sohel8059
    @sohel8059 Před rokem

    এটার ভিতর কি বিচি আছে স্যার

  • @entertainmentsany_bd2816

    Ki obstha Valo achn

  • @mdsaidur7827
    @mdsaidur7827 Před rokem

    স্যার আপনার নাম্বারটা প্রয়োজন আমার। বাসা চুয়াডাঙ্গা জেলা থানা দামুড়হুদা আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি

  • @kazishirajulislam6690

    যিনি বলেছেন রস কম তিনিও সঠিক বলেছেন একটা জাত আছে সেটাই আসলে রস কম।

  • @bonyamin3254
    @bonyamin3254 Před rokem

    চাষ পদ্ধতি, কতটুকু জমিতে কি পরিমান গাছ লাগানো যাবে এসব আলোচনা করলে না?

  • @rituislam9014
    @rituislam9014 Před rokem

    চারা কি ভাবে পেতে পারি?

  • @rayhanhazra1693
    @rayhanhazra1693 Před rokem

    কমলার চারা ক্রয় করতে চাই
    ঠিকানাটা দেন প্লিজ।

  • @tuhinkhan745
    @tuhinkhan745 Před rokem

    এর চারা পাবো কিভাবে?

  • @HabiburRahman-er4bf
    @HabiburRahman-er4bf Před rokem

    এই চায়না কমলা ০১ কেজিতে কয় ধরে।

  • @JewelRana-bk5mt
    @JewelRana-bk5mt Před rokem

    স্যার আমি আপনাকে কিছু বলতে চাই। প্লিজ নক মি

  • @mahfuzrahman5458
    @mahfuzrahman5458 Před rokem

    কমলা বাগানের মালিকের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে

  • @mdrasel3210
    @mdrasel3210 Před rokem

    Courier service a gas sale Koran ?

  • @arifahmed8606
    @arifahmed8606 Před rokem

    রিপোর্টার ভাই আপনি বার বার কমলার রস কেমন, মিষ্টি কেমন যাচাই করতে যান কেন? খাওয়ার ধান্দা করছেন না কি🤭😄😄😄

  • @mdfaisal216
    @mdfaisal216 Před 5 měsíci

    Civilian ra sir sir korbe keno ...tara to student na .

  • @md.rabiulislam8887
    @md.rabiulislam8887 Před rokem +2

    এগুলো অনেক টক আর রস কম

    • @KrishiBioscope
      @KrishiBioscope  Před rokem +1

      ফাউ কথা বাদ দেন

    • @albelal8689
      @albelal8689 Před rokem +1

      Na vai komla misti ar rosalo kintu aktu ati ase a sara kono somosa nai.
      Amader bagen koresi 30 tar moto gas ar moto

    • @sahanabarbhuiya618
      @sahanabarbhuiya618 Před rokem +1

      Fau mane ki....itaki bangla word.....hahahahhaahhahhaha....very funny

  • @mnsblog
    @mnsblog Před rokem

    বিচিতে ভরপুর 😄

  • @iktekharalam7129
    @iktekharalam7129 Před rokem +1

    আপনি যেগুলো দেখান বেশিরভাগই ভুয়া।

  • @AnisAnis-mi7of
    @AnisAnis-mi7of Před rokem +3

    চিটার

    • @JamesBond-hm3bw
      @JamesBond-hm3bw Před rokem

      ১৬ বছর পড়ালেখা করেও অনেকে চাকরি পায়না, তাহলে কি পড়ালেখাও চিটার?
      আপনি কি মনে করেন, গাছ নিয়ে লাগিয়ে দিলাম আর ১ বছর পর থেকে থোকায় থোকায় ফল পাড়লাম, এত সোজা সবকিছু?? সবকিছু বুঝে শুনে যত্ন নিয়ে করতে হয়, খালি লাফিয়ে পড়লেই হয় না। বায়োফ্লক করে থাইলান্দ/ভিয়েত্নামের লাখো মানুষ মাসে বিশাল কামাচ্ছে, আমরা পারছি না কারণ আমাদের শেখার টাইম নাই কিভাবে কি করতে হবে/হয়। এই ইউটিউব থেকে অনেকে মাসে কয়েক লাখ করে কামাচ্ছে কারণ তারা শিখেছে, ইমপ্লিমেন্ট করেছে সেইভাবে।

    • @mdimranhossainmdimranhossa7633
      @mdimranhossainmdimranhossa7633 Před rokem +1

      কে চিটার?

    • @sahanabarbhuiya618
      @sahanabarbhuiya618 Před rokem

      😂

  • @santoahmed2949
    @santoahmed2949 Před rokem

    সব দুই নাম্বারী এগুলো খাওয়ার মত না