সুকুমার সেন : বাঙালি ভাষাবিদ এর জীবন কাহিনী | Sukumar Sen

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • বিখ্যাত ভাষাতাত্ত্বিক, সাহিত্যবিশারদ এবং রবীন্দ্র-গবেষক সুকুমার সেন। বৈদিক, ধ্রুপদি সংস্কৃত, পালি, প্রাকৃত, বাংলা ও প্রাচীন পারসিক ভাষায় তাঁর বিশেষ ব্যুৎপত্তি এবং পাণ্ডিত্য ছিল। তুলনামূলক ভাষাতত্ত্ব ও পুরাণতত্ত্ব আলোচনায়ও তিনি তাঁর বৈদগ্ধ্যের পরিচয় দিয়েছেন।
    কলকাতায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। বর্ধমান জেলার গোতান গ্রামে ছিল তাঁর পৈতৃক নিবাস। এখানেই সুকুমার সেনের পড়াশোনা শুরু হয়।
    ১৯২১ সালে কলকাতার সংস্কৃত কলেজ থেকে সংস্কৃতে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৫ সালে ‘সিনট্যাক্স অব দ্য নাউন ইন দ্য বৈদিক প্রোজ’ নামে একটি থিসিস লিখে প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি লাভ করেন।
    ১৯২৬ সালে তাঁর প্রথম গবেষণা প্রবন্ধ ‘নোটস অফ দি ইউজ অফ কেসেস ইন দ্য কথক সংহিতা’ প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটি জার্নালে। এরপর মধ্য ও আধুনিক (বাংলা) আর্য ভাষার ঐতিহাসিক পদবিচারের ওপর গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
    সুকুমার সেন মিথ-আশ্রিত ভাষাতত্ত্ব এবং পুরাণচর্চার পরিবর্তে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে গবেষণা করতেন। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ, এশিয়াটিক সোসাইটি ও বর্ধমান সাহিত্য সভার প্রায় ১২ হাজার পুথি পরীক্ষা করেছেন। জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রাচীন পুথিটি তিনি আবিষ্কার করেন। সেকশুভোদয়া পুথিটিও তিনি সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো: ভাষার ইতিবৃত্ত, বাংলা স্থাননাম, রামকথার প্রাক-ইতিহাস, ভারত-কথার গ্রন্থিমোচন, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, বঙ্গভূমিকা ইত্যাদি।
    ভাষাতত্ত্ব ও পুরাণ ছাড়া রবীন্দ্রসাহিত্যেও তাঁর ছিল বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা। তিনি ছিলেন রবীন্দ্রনাথের সাহিত্যের ব্যাখ্যাকারী। তিনি রবীন্দ্র পুরস্কার, এশিয়াটিক সোসাইটির ‘যদুনাথ সরকার পদক এবং রবীন্দ্রচর্চা কেন্দ্র থেকে পান ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি।
    এই ভাষাতাত্ত্বিক ১৯৯২ সালের ৩ মার্চ মৃত্যুবরণ করেন।
    #information #biography #sukumarsen #study
    Join this channel to get access to perks:
    / @amiavijitbolchi

Komentáře • 18

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 Před měsícem

    খুব ভালো লাগল প্রতিবেদন।

  • @swapanacharjee5556
    @swapanacharjee5556 Před měsícem +1

    খুব ভালো লাগলো। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Před měsícem

      Channel visit korun anek anek video ache
      Dekhun

    • @user-ub9kb2jz8k
      @user-ub9kb2jz8k Před měsícem +1

      খুব ভালো লাগলো সুকুমার সেনের জীবন কাহিনী জানতে পেরে। ধন্যবাদ জানাই।

  • @anupchoudhury1718
    @anupchoudhury1718 Před měsícem

    আমাদের জেলার অনেক মহামানবের অন্যতম মহামানব ডঃ সুকুমার সেন। ওনার গ্রাম আমি গেছি । ধন্যবাদ ভাই, ভালো থাকুন ও সুস্থ থাকুন।

  • @snag434
    @snag434 Před měsícem

    ভাষাবিদ সুকুমার সেনের জীবন কাহিনী খুব সুন্দর বিশ্লেষণ হয়েছে খুব ভালো লাগলো

  • @mintusaren895
    @mintusaren895 Před měsícem

    No word in santhali.by another sukumar chaterjee.

  • @bodhisattvabhattacharyya1990
    @bodhisattvabhattacharyya1990 Před měsícem +1

    কিছু তথ্যের এদিক ওদিক হচ্ছে। ঠিক করে নিন। সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর সঙ্গে সুকুমার সেনের কিছু তথ্য এদিক ওদিক হয়েছে। ঠিক করে নিন@Ami Avijit Bolchi।

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Před měsícem

      Achha.

    • @snag434
      @snag434 Před měsícem

      ভাষাবিদ সুকুমার সেনের বর্ণময় জীবন বৃত্তান্ত খুব সুন্দর পরিবেশন হয়েছে খুব ভালো লাগলো

    • @bodhisattvabhattacharyya1990
      @bodhisattvabhattacharyya1990 Před měsícem

      @@amiavijitbolchi একটি নিদর্শন দিচ্ছি, যেমন আপনি বলেছেন তাঁর "বাঙ্গালা সাহিত্যের ইতিহাস" বইটি চার খণ্ডে লেখা, আদতে এটি পাঁচ খণ্ডে লেখা। এই সিরিজের প্রথম খণ্ডের ভূমিকা লিখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তারও উল্লেখ নেই। এছাড়াও, তাঁর আত্মজীবনী "দিনের পরে দিন যে গেল", "ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস", "গল্পের গাঁটছড়া" ইত্যাদি বইয়ের উল্লেখ নেই। এমনি ঠিক আছে। কিন্তু যেগুলো বললাম, সেগুলি সংশোধন করে নিলে আপনার সুকুমার সেন, বিষয়ক গবেষণা সম্পূর্ণ হবে বলেই আমার বিশ্বাস। @amiavijitbolchi।

  • @sunandankumarsen6377
    @sunandankumarsen6377 Před měsícem

    আমি ওর নাতি। এই ভিডিও ডিলিট করা উচিত। ভুলে ভরা। বিভ্রান্তিকর মন গড়া তথ্য

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Před měsícem

      কোনটা ভুল যদি একটু বলেন দয়া করে।

  • @kumarkrishnan3351
    @kumarkrishnan3351 Před měsícem

    আপনি থমকে থমকে পড়বেন না। ভালোভাবে প্রস্তুতি নিয়ে পড়ুন বাকি সব ঠিক আছে আরো তথ্য দিলে ভালো হতো।