Suzuki Gixxer বাইকে " Engine Oil Cooler " ইনস্টলেশন পদ্ধতি।

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • Fzs v3/v2 বাইকের রেডিয়েটর লাগানোর পরে তাপমাত্রার ব্যবধানের ভিডিও দেখুন
    • ইঞ্জিন অয়েল কুলার রেডি...
    জিক্সার বাইকে ইঞ্জিন অয়েল কুলার লাগানোর সম্ভাব্য খরচ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি
    ভিডিওতে যেই রেডিয়েটর লাগানো হয়েছে সেটি rtr 4v বাইকের রেডিয়েটর যা পাইপ সহকারে পড়েছে সাড়ে ৫ হাজার টাকার মতো।
    যেটা যশোরের রাজিব অটো থেকে নেওয়া হয়েছিল।
    ইঞ্জিন অয়েল গাড়ির বডিতে ঢুকার সেই জায়গার বাইপাস প্যাচ নব এর মূল্য ১৮০০ টাকা নিয়েছিল।
    কিন্তু আপনি সেটি ব্যবহার না করে নেট থেকে আপনার বাইকের ইঞ্জিন অয়েল ঢুকানোর যে নাইট রয়েছে সেই নাটের প্যাচ করে ২০০ বা ৩০০ টাকার ভিতরে একটি প্যাচ নাট তৈরি করে নিতে পারেন যেটার উপরের অংশে চিকন একটি ফুটো থাকবে যে ফুটাতে আপনি রেডিওতে লাইন বা পাইপ ঢুকিয়ে দিবেন।
    এবং ইঞ্জিন অয়েল আউটপুট লাইনের জন্য বেঞ্জুর মূল্য ৮০ টাকা নিয়েছিল। এবং বেঞ্জু নাটের দাম 50 টাকা নিয়েছিল
    এর বাইরে আর কোন খরচ নেই
    কোম্পানিগুলো এই বাইকের সাথে কখনোই কুলার ইন্সটল করে বাংলাদেশের মার্কেটে বা ইন্ডিয়ার মার্কেটে বিক্রি করেনি।
    তবে আপনারা যদি সঠিক পদ্ধতিতে কুলার লাগাতে পারেন সে ক্ষেত্রে অবশ্যই এটা থেকে ভালো পারফরমেন্স পাবেন বিশেষ করে লং ট্যুরের ক্ষেত্রে।
    তবে এই ধরনের কাজ খুবই টেকনিক্যাল এবং বুদ্ধিমত্তা দিয়ে করতে হয় বিধায় কেউ যদি এই কাজ করতে যে ইঞ্জিনের কোন ক্ষতি করে ফেলেন সে ক্ষেত্রে আমি কোনোভাবেই দায়ী থাকবো না।
    ইঞ্জিনের ক্ষতির কথাটা আমি এজন্যই বললাম কারণ আপনি রেডিওটা লাগানোর পরে কোন কারণে যদি আপনার ইঞ্জিনের কোন কোন লাইনের ভেতর দিয়ে ইঞ্জিন অয়েল প্রবাহ বিঘ্নিত ঘটে সেক্ষেত্রে ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি হতে পারে।
    তাই আপনি যদি এটি ইনস্টল করেন আপনার নিজ দায়িত্বে বুঝে শুনে সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় সঠিক নিয়ম মেনে জিনিসটাকে লাগানোর চেষ্টা করবেন অন্যথায় যাদের মাথায় বুদ্ধি কম কিন্তু এটি লাগাতে যাচ্ছেন তারা নিজে কখনো এটি লাগাতে যাবেন না ভালো একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে লাগিয়ে নিবেন যারা ইতিপূর্বে এই ধরনের ইঞ্জিন অয়েল কুলার রেডিওটা লাগিয়েছেন
    সুজুকি জিক্সার বাইকে ইঞ্জিন অয়েল কুলার ইনস্টলেশন পদ্ধতি || Gixxer engine oil cooler installation
    Suzuki Gixxer engine oil cooler installation guideline
  • Auta a dopravní prostředky

Komentáře • 44

  • @RVBD
    @RVBD  Před měsícem +2

    সংবিধিবদ্ধ সতর্কীকরণ ⚠️⚠️
    আমরা অনেকেই আছি আমাদের বাইকের উপরে অনেক কিছু কাস্টম করে ব্যবহার করি। ইঞ্জিন অয়েল কুলার লাগানো হচ্ছে সেই কাস্টম কাজের একটি অংশ মাত্র। কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে অনেক ধরনের প্রতিকূলতা রয়েছে যেগুলো আপনাকে বুঝতে হবে বা জানতে হবে। আপনি এই ধরনের যেকোনো কাজকেই না জেনে না বুঝে কখনোই করতে যাবেন না৷ যেহেতু আমি এই পদ্ধতিটি জানি তাই আমি যে কোন এয়ার কুল বাইকে এই পদ্ধতিতে কুলার রেডিয়েটর লাগাতে পারব বলে আশা রাখি এবং আমি সব সময় নিজের বাইকের উপরে প্রথমে এক্সপেরিমেন্ট করি। এটা আমার বন্ধুর বাইক এবং আমার বন্ধুও লাগিয়েছে এবং সেও তার নিজ দায়িত্বে এটি লাগিয়েছে।
    মূলত এই ইঞ্জিন অয়েল কুলার সেটআপ এয়ার কুল বাইকে লাগানোর কারণ হচ্ছে যারা মূলত লং ট্যুর করে থাকে তাদের ক্ষেত্রে অনেক ভালো উপকার দিয়ে থাকে।
    আপনি যে কোম্পানির বা যেই সাইজের রেডিও লাগাবেন অবশ্যই সম্পূর্ণ সাইজের হিসেব করে আপনাকে প্রত্যেকবার ইঞ্জিন অয়েল রিফিলের সময় ঘরেভারেজ ১০০ থেকে ৩০০ গ্রামের মত ইঞ্জিন অয়েল দিতে হবে অতিরিক্ত। এটা সম্পূর্ণই নির্ভর করবে আপনার টোটাল রেডিওটারের ভিতরে কতটুকু ওয়েল ধরে তার পরিমাপের উপরে।
    এটা যতই উপকারী হোক না কেন আপনি যদি এটি লাগাতে চান আপনাকে আগে বুঝতে হবে এবং জানতে হবে এবং আপনাকে নিজ দায়িত্বে সজ্ঞানে এটি লাগাতে হবে কারণ যেহেতু এটি ইঞ্জিন এর একটি অপারেশন সেখানে আপনার একটি ভুলের কারণে ইঞ্জিনে বড় যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।
    তাই অবশ্যই এ সকল কাজ করলে নিজ দায়িত্বে করবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানিগুলো এই ধরনের কাজকে সমর্থন করে না।
    কিন্তু আপনি যদি আপনার নিজ দায়িত্বে আপনার নিজ জ্ঞানে এটি লাগাতে চান এবং আপনি যদি এটি সমন্ধে ভালো বুঝেন তাহলে নিশ্চিত লাগিয়ে নিতে পারেন আমি লাগানোর পরে খুব ভালো সাপোর্ট পাচ্ছি।
    আমার কথা হচ্ছে আপনি না বুঝে যদি এটি লাগাতে যেয়ে আপনার বাইকের কোন সর্বনাশ ডেকে আনেন সে ক্ষেত্রে আপনি হয়তো আমাকে বা এই পদ্ধতিকে দোষারোপ করতে পারেন কিন্তু যদি সঠিকভাবে আপনি লাগাতে পারেন তাহলে এই পদ্ধতি সত্যি ফলপ্রসূ এবং লং টুর এর ক্ষেত্রে এই পদ্ধতি খুব ভালো পারফরমেন্স আপনাকে দিয়ে থাকবে।
    আমি কখনোই এই ধরনের সেটআপ আলাদাভাবে তৈরি করে বিক্রি করে থাকি না এবং এ বিষয়ে আমি কাউকে হেল্প করতে পারবো না যা বলার তা আমি ভিডিওতেই বলে দিয়েছি এবং আপনারা দেখেশুনে বুঝে তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন। ❤❤

    • @tapossen09tapos56
      @tapossen09tapos56 Před měsícem +1

      এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এর জন্য আপনাকে এত ভালো লাগে। প্রতিদিন 20 50 কিলো গাড়ি চালানোর জন্য এটা লাগানো যেতে পারে, তাহলে কি ভ্যালু ফর মানি হবে। হয়তো বছরে দুই একবার 100 বা 120 হলো গাড়ি চালানোর পরে। এছাড়া টুকটাক 20 50 কিলো চালানো পড়ে।

    • @RVBD
      @RVBD  Před měsícem

      @tapossen09tapos56 প্রতিদিন ২০/৫০ কিলো চালালে লাগিয়ে নিতে পারেন

    • @tapossen09tapos56
      @tapossen09tapos56 Před měsícem +1

      @@RVBD আসসালামুয়ালাইকুম ভাই আপনি তো অনেক ভিডিও বানান আপনার কাছে আর একটা জিনিস জানতে চাই, বাসার টাংকির লাইনের পাইবে যদি ময়লা জমে আয়রন ট্যাপের পানিতে পানি কম আসে এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি এবং কি দিয়ে পরিষ্কার করতে পারি,

    • @RVBD
      @RVBD  Před měsícem

      @tapossen09tapos56 এ বিশয়ে স্যানিটারি মিস্তিরি সাথে একটু কথা বলুন। আমার কোন অভিজ্ঞতা নেই

  • @jubairalhasan7468
    @jubairalhasan7468 Před měsícem

    Fz V3 te lagano jabe

  • @shanto1017
    @shanto1017 Před měsícem +1

    4v এর এই রেডিয়েটার কি টিভিএস এর শোরুমে পাওয়া যাবে আর পাওয়া গেলে এই রেডিয়েটার কি Fz v3 তে লাগানো সম্ভব?? জানাবেন দয়া করে?

    • @RVBD
      @RVBD  Před měsícem +1

      জি এটা tvs এর শোরুমে পাবেন এবং এটা লাগানো একেবারেই সম্ভব। কিন্তু fzs ভাইকে অন্য সিস্টেমে লাগাতে হবে এজন্য সেটা আরেকটু জটিল প্রক্রিয়া যেখানে ইঞ্জিন অয়েল ফিল্টারের ক্যাপের উপরে দুইটি বেঞ্জির গ্রুপ করাতে হবে আমার চ্যানেলে ঢুকে ইঞ্জিন অয়েল রেডিওতে লিখে সার্চ করুন আশা করি সেই ভিডিওটি পেয়ে যাবেন কিভাবে আমি fz version থ্রি তে লাগিয়েছিলাম

  • @tapossen09tapos56
    @tapossen09tapos56 Před měsícem +1

    আসসালামুয়ালাইকুম ভাই এটাতে কি আপনারা কি কোন অটোমেটিক সেন্সর লাগাইছেন যে টেম্পারেচার উপর অটোমেটিক ফ্যান চালু হবে, নাকে হাতে সুইচ দিয়ে ফ্যান চালু করতে হবে।

    • @RVBD
      @RVBD  Před měsícem +1

      এটার সাথে কোন ধরনের কোন ফ্যান আমরা লাগাইনি।
      তবে আপনি চাইলে কুলার লাগাতে পারেন সে ক্ষেত্রে ফোন সুইচ এর মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারেন।
      আবার আপনি চাইলে টেম্পারেচার সেন্সরও লাগাতে পারেন।
      আসলে আমরা অত বেশি খরচের দিকে যায়নি।
      গাড়ি চললে তুলনামূলক অন্য আরেকটা গাড়ি থেকে অন্তত ১০ ডিগ্রির মতো ডিফারেন্স থাকবে কোন ধরনের ফ্যান লাগানো ছাড়াই

    • @tapossen09tapos56
      @tapossen09tapos56 Před měsícem

      @@RVBD আর যদি অটোমেটিক সেন্সর লাগানো যায় তাহলে কি এটার পারফরম্যান্স আরো ভালো পাওয়া যাবে।

  • @md.wakilislamnafi8045
    @md.wakilislamnafi8045 Před měsícem +1

    ভাই? আমার একটা প্রশ্ন আছে। FZS v3 বাইকে ওয়েল ফিল্টার পরিবর্তন করলে কতটুকু ইঞ্জিন ওয়েল দিতে হবে?

    • @RVBD
      @RVBD  Před měsícem

      100 milligram

    • @RVBD
      @RVBD  Před měsícem

      যেকোনো বাইকে ইঞ্জিনিয়াল ফিল্টার নতুন লাগালে ১০০ মিলিগ্রাম ইঞ্জিন অয়েল বেশি দিতে হয়।
      ভিডিওটি ভালো লাগলে ভাই অবশ্যই একটু শেয়ার করে দিবেন

  • @tapossen09tapos56
    @tapossen09tapos56 Před měsícem +1

    এটার একটা ফিডব্যাক ভিডিও চাই।

  • @nazmonnoby880
    @nazmonnoby880 Před měsícem +2

    Koto tk khoros hoy?

    • @RVBD
      @RVBD  Před měsícem +2

      Tvs rtr radiator পাইপ সহ ৫৫০০
      বেঞ্জু ৮০ টাকা। আর ইঞ্জিন অয়েল ডুকানোর যাগার কালো বাইপাস টা ১৮০০ কিন্তু আপনি চাইলে সেটা ওয়ার্কশপ থেকে প্যাচ করিয়ে বানিয়ে নিলে ২০০ টাকার ভিতরে সারতে পারবেন।

  • @user-sr2mn8bq3r
    @user-sr2mn8bq3r Před měsícem

    কোথা থেকে লাগানো যাবে।

    • @RVBD
      @RVBD  Před měsícem

      আপনি নিজেই সেটাপ করে নিবেন এটা আপনাকে নিজেকেই বানিয়ে নিতে হবে

  • @hasibahmed556
    @hasibahmed556 Před měsícem +1

    ভাইয়া বেঞ্জো নাট কত নম্বর??

    • @RVBD
      @RVBD  Před měsícem +1

      এটা আট বার দশ নাম্বার নাটের পাস হতে পারে।
      আপনি যখন নাক খুলবেন তখন এটার সাইজটা আপনি দেখতে পারবেন আশা করি তখন সেই অনুপাতে যে কোন ডিজেল ইঞ্জিনের দোকান থেকে একটি বেন জুন নাট এবং পাইপ সহকারে নিয়ে আসবেন

  • @Nazmul872
    @Nazmul872 Před měsícem

    ভাই ইঞ্জিন গাড টা কোথাই পাওয়া যাবে..
    আর কতো টাকা হব?

    • @RVBD
      @RVBD  Před měsícem

      ভাই এটা আমার বন্ধুর বাইক ওকে জিজ্ঞাসা করতে হবে ও কোথা থেকে কিনেছে এবং কত টাকা দিয়ে কিনেছে পরবর্তী কমেন্টে আশা করি জানিয়ে দিব

  • @googlebanglam24
    @googlebanglam24 Před měsícem +1

    price

    • @RVBD
      @RVBD  Před měsícem +1

      ৮ হাজারের মত খরচ পরেছে ঢুকার ক্যাপ সহ।
      সেটা বাদে ৬ হাজার

  • @pialkhan6131
    @pialkhan6131 Před měsícem +1

    Oil filter 100% work korbenah, mobil a dust particles jombe and engine bese khoy hobe!

    • @RVBD
      @RVBD  Před měsícem

      আপনি কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন ভাই??

    • @pialkhan6131
      @pialkhan6131 Před měsícem +1

      Aigula kono bissobiddaloy theke sikhaynah, engine khule fully details a lining bujha sesh gixxer er engine oil kon jayga diye kototuku pressur a ber hoy! Manus re boka banaya koto taka e ba kamaiben?​@@RVBD

    • @pialkhan6131
      @pialkhan6131 Před měsícem +1

      Oita kiser line aita janen? Kon bissobiddaloy mane ki? Kaj janen? Engine er to 12 ta bajaiben mia!​@@RVBD

    • @RVBD
      @RVBD  Před měsícem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। বেশী কথা বললে ঝগ্রা হবে।
      আমি ঝগ্রা করতে কখোনোই ইচ্ছুক নই।
      তবে এটা ফুল্লি টেস্টেড পদ্ধতি।
      ইনলাইনের যেখনে কোম্পানি ই আউট অয়েলের লাইন করে রেখেছে সেখানে আপনি যদি নতুন কিছু আবিস্কার করে থাকেন তাহলেতো ভাই আমার কিছু বলার নাই।
      এবং এই পদ্ধতিতে অন্তত কয়েকশ বাইকে রেডিয়েটর লাগিয়ে দিব্বি তারা হাজার হাজার মাইল পথ অতিক্রম করছে কারো ইঞ্জিনেই ১৩ বা ১২ টা বাজেনি। যারা এই পদ্ধতি বক্সাবহার করছে তারা বিরতীহীন একটানা ৩০০+ কিলোমিটার ও চালিয়েছে। ইঞ্জিন একেবারেই সাভাবিক।
      মুল্যবান মতামত এর জন্য অনেক ধন্যবাদ ভাই
      Sample video link
      czcams.com/users/shortsveYmvCO1Dbg?si=LNUbSHU1WZkukk10
      Full video link
      czcams.com/video/3NWUyiy631g/video.htmlsi=FHud-iTxSjjQjF3G

    • @RVBD
      @RVBD  Před měsícem

      এনারা সবাই বোকা। একমাত্র আপনি ই সবজন্তা শমসের 😄।
      এই দেখুন সেইম টু সেইম
      czcams.com/video/OWw5Gq4YHp8/video.htmlsi=rDPyRukZHOtCA5zy

  • @nabidhossanrahab4033
    @nabidhossanrahab4033 Před měsícem

    মাইলেজ কেমন পাওয়া যায়.?

  • @priyamguinvlogs9904
    @priyamguinvlogs9904 Před měsícem +1

    দুঃখিত আমি ভারতীয় হবে কীকরে?😢

    • @RVBD
      @RVBD  Před měsícem +1

      ❤️👌

  • @mdasifalmasud4988
    @mdasifalmasud4988 Před měsícem +1

    এই রেডিয়েটার লাগালে কি ১০০-২০০ গ্রাম ইঞ্জিন ওয়েল বেশি দিতে হয়?

    • @RVBD
      @RVBD  Před měsícem +2

      ১০০ গ্রাম বেশী দিতে হবে। না দিলেও প্রব্লেম নেই। ১০০ গ্রাম দিলে বেটার

    • @mdmoktarhosan372
      @mdmoktarhosan372 Před měsícem

      রেডিওটা লাগালে ইঞ্জিন অয়েল বেশি দিতে হবে কি চলবে না এই সিম ব্র্যান্ডের ইঞ্জিন দিতে হবে

  • @AbuMusha-nz7sw
    @AbuMusha-nz7sw Před měsícem

    ভাই আমি অয়েলকুলার লাগাবো

    • @RVBD
      @RVBD  Před měsícem

      লাগিয়ে নিন

    • @AbuMusha-nz7sw
      @AbuMusha-nz7sw Před měsícem +1

      আপনা দের ঠিকা না টা দিবেন।বা মোবাইন নাম্বার