নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন। Professor Mokhter Ahmad

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2022
  • নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন। Professor Mokhter Ahmad
    ❝নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন❞
    ১) টাস্কঃ ১
    ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।
    সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
    আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
    একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।
    ২) টাস্কঃ ২
    ৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
    সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।
    في صحيح مسلم أن النبي صلى الله عليه وسلم قال: ما من عبد مسلم يصلي لله كل يوم اثنتي عشرة ركعة تطوعا غير فريضة، إلا بنى الله له بيتا في الجنة.
    ৩) টাস্কঃ ৩
    হারাম বর্জন করুন।
    গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।
    হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।
    ৪) টাস্কঃ ৪
    গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন।
    মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কী?
    এতো কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিফাজত করুন।
    বেশি বেশি ইস্তিগফার পড়ুন।
    ৫) টাস্কঃ ৫
    অযথা আড্ডাবাজি, ঘুরাঘুরি, বাজে বন্ধুদের সাথে চলাফেরা ইত্যাদি পরিত্যাগ করুন।
    ৬) টাস্কঃ ৬
    সময়কে কাজে লাগান। অযথা সোস্যাল মিডিয়ায় সময় কাটাবেন না।
    ৭) টাস্কঃ ৭
    আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
    কিছু সময় একা থাকুন।
    বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন।
    নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
    এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
    ৮) টাস্কঃ ৮
    ৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
    সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
    কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
    কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!
    ৯) টাস্কঃ ৯
    মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন।
    কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।
    ১০) টাস্কঃ ১০
    ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।
    سمعتم قول ابن مسعود : "إن الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع"،
    ১১) টাস্কঃ ১১
    প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
    মাত্র ২/৩ মিনিটে এই আমলটি করে নেবেন।
    قال رسول الله صلى الله عليه وسلم : من قال مثل ما قال هذا يقينا دخل الجنة
    ১২) টাস্কঃ ১২
    প্রতিদিন ১০০ বার করে
    ১. সুবহানাল্লাহ
    ২. আলহামদুলিল্লাহ
    ৩. আল্লাহু আকবার
    ৪. লা-ইলাহা ইল্লাল্লাহ
    ৫. আস্তাগফিরুল্লাহ
    ৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
    ৭. সুবহানাল্লাহিল আজিম পড়া।
    আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।
    ১৩) টাস্কঃ ১৩
    এইবার নতুন কিছু শুরু হোক।
    এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
    তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।
    দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
    আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।
    رواه الحاكم في المستدرك عن سهل بن سعد ـ رضي الله عنه ـ قال: جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم، فقال يا محمد عش ما شئت، فإنك ميت، وأحبب من أحببت فإنك مفارقه، واعمل ما شئت، فإنك مجزي به، ثم قال يا محمد: شرف المؤمن قيام الليل، وعزه استغناؤه عن الناس. قال الذهبي في التلخيص: صحيح.
    ১৪) টাস্কঃ ১৪
    প্রতিদিন সকালে একবার
    বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।
    مَنْ قَالَهَا مِنْ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ
    وَمَنْ قَالَهَا مِنْ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ”.
    ১৫) টাস্কঃ ১৫
    যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন।
    আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন।
    ........................................
    professor mokhtar ahmad,bangla waz,mukhtar ahmed,professor mokhtar ahmed hot waz,shaikh professor mokhtar ahmed waz,professor mokhtar ahmed best waz,mokhtar ahmed waz,mokhtar ahmad,mukhtar ahmed waz,professor mukhtar ahmed waz,professor mokhtar ahmad waz,professor mokhter ahmad,professor mukhtar ahmed,professor mokhtar ahmed,মৃত্যূ professor mokhtar ahmed short,mokhtar ahmed,moktar ahmed waz,mokhter ahmed waz,professor mokhter,প্রফেসর মোখতার আহমাদ

Komentáře • 156

  • @mokhterahmad
    @mokhterahmad  Před měsícem +10

    প্রফেসর মোখতার আহমাদ স্যারের দুইটি বই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এই লিংকে অর্ডার করতে পারেন।
    forms.gle/gkj44XJHD9qS1jBX8

    • @sumayashima4924
      @sumayashima4924 Před 18 dny +1

      হুজুর আপনার প্রতি রইলো অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা।আপনাদের শিক্ষার আলোয় পুরো বিশ্ব শিক্ষিত হোক

  • @bloomingdusk6077
    @bloomingdusk6077 Před rokem +31

    স্যার আপনারা আছেন বলেই আমাদের মত পথহীন যুব সমাজ আলোর নিশানা খুঁজে পাই।আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দিন।

  • @1529sr
    @1529sr Před rokem +21

    Very Important topic Thank You Sir...
    ❝নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন❞
    .........................................................................
    ১) টাস্কঃ ১
    ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।
    সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
    আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
    একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।
    ২) টাস্কঃ ২
    ৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
    সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।
    في صحيح مسلم أن النبي -صلى الله عليه وسلم- قال: ما من عبد مسلم يصلي لله كل يوم اثنتي عشرة ركعة تطوعا غير فريضة، إلا بنى الله له بيتا في الجنة.
    ৩) টাস্কঃ ৩
    হারাম বর্জন করুন।
    গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।
    হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।
    ৪) টাস্কঃ ৪
    গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন।
    মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কী?
    এতো কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিফাজত করুন।
    বেশি বেশি ইস্তিগফার পড়ুন।
    ৫) টাস্কঃ ৫
    অযথা আড্ডাবাজি, ঘুরাঘুরি, বাজে বন্ধুদের সাথে চলাফেরা ইত্যাদি পরিত্যাগ করুন।
    ৬) টাস্কঃ ৬
    সময়কে কাজে লাগান। অযথা সোস্যাল মিডিয়ায় সময় কাটাবেন না।
    ৭) টাস্কঃ ৭
    আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
    কিছু সময় একা থাকুন।
    বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন।
    নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
    এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
    ৮) টাস্কঃ ৮
    ৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
    সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
    কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
    কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!
    ৯) টাস্কঃ ৯
    মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন।
    কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।
    ১০) টাস্কঃ ১০
    ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।
    سمعتم قول ابن مسعود : "إن الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع"،
    ১১) টাস্কঃ ১১
    প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
    মাত্র ২/৩ মিনিটে এই আমলটি করে নেবেন।
    قال رسول الله صلى الله عليه وسلم : من قال مثل ما قال هذا يقينا دخل الجنة
    ১২) টাস্কঃ ১২
    প্রতিদিন ১০০ বার করে
    ১. সুবহানাল্লাহ
    ২. আলহামদুলিল্লাহ
    ৩. আল্লাহু আকবার
    ৪. লা-ইলাহা ইল্লাল্লাহ
    ৫. আস্তাগফিরুল্লাহ
    ৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
    ৭. সুবহানাল্লাহিল আজিম পড়া।
    আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।
    ১৩) টাস্কঃ ১৩
    এইবার নতুন কিছু শুরু হোক।
    এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
    তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।
    দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
    আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।
    رواه الحاكم في المستدرك عن سهل بن سعد ـ رضي الله عنه ـ قال: جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم، فقال يا محمد عش ما شئت، فإنك ميت، وأحبب من أحببت فإنك مفارقه، واعمل ما شئت، فإنك مجزي به، ثم قال يا محمد: شرف المؤمن قيام الليل، وعزه استغناؤه عن الناس. قال الذهبي في التلخيص: صحيح.
    ১৪) টাস্কঃ ১৪
    প্রতিদিন সকালে একবার
    বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।
    مَنْ قَالَهَا مِنْ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ
    وَمَنْ قَالَهَا مِنْ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ”.
    ১৫) টাস্কঃ ১৫
    যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন।
    আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন।
    Professor Mokhter Ahmad
    💚🤍🧡

    • @operamini7769
      @operamini7769 Před měsícem

      9:40

    • @fougiafarhana1338
      @fougiafarhana1338 Před 28 dny

      মাশাআল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহুখইরান

    • @user-bb3cv1bq6l
      @user-bb3cv1bq6l Před 23 dny

      Jajakamullah

    • @LS24-7
      @LS24-7 Před 18 dny

      আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিক

  • @kusomneel5849
    @kusomneel5849 Před 9 dny +1

    মাসা আল্লাহ,,,, কতো সুন্দর কথা গুলো

  • @KahadMondal
    @KahadMondal Před 15 dny +1

    Mashaalla Mashaalla,Allah sobai k bojar toufiq dau Ameen 👍 💯 🕋

  • @user-nd3og3js1z
    @user-nd3og3js1z Před 20 dny +2

    স্যার আপনাকে দেখলে আমার প্রশান্তি অনূভব করি, কারণ আপনি আল্লাহ একনিষ্ঠ বান্দা, আল্লাহ আপনার হায়াত বারিরে দিন

  • @hadisergan1
    @hadisergan1 Před 2 lety +10

    মহান আল্লাহ্‌.. শায়েখ Professor Mokhter Ahmad (হাফেযাহুল্লাহ )-কে অনেক অনেক বড় মর্যাদা দিক জান্নাতুল-ফেরদৌসের ভিতরে আমিন

  • @mdmajidulislamsujonms2793
    @mdmajidulislamsujonms2793 Před 2 lety +24

    ইনশাআল্লাহ আমি পরিবর্তন হবোই হবো।
    আমার জন্য দোয়া করবেন।
    💝💝💝

  • @RafiqulIslam-ig7cz
    @RafiqulIslam-ig7cz Před 16 dny +1

    Zazakallah

  • @salafimanhazmedia
    @salafimanhazmedia Před 2 lety +23

    জাযাকাল্লাহু খাইরান।আল্লাহ সুবহানাহু তাআলা শায়েখকে নেক হায়াত দান করুন।এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।।।আমিন

  • @jamilaakter4671
    @jamilaakter4671 Před 2 lety +12

    আলহামদুলিল্লাহ আমি প্রতি দিন দশ আয়াত করে কোরআন তেলাওয়াত করি অর্থ বুঝে বুঝে
    দোয়া করবেন আমি পাপ কাজ থেকে বেরিয়ে আসতে আপ্রাণ চেষ্টা করছি আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ হিদায়াত দান করে দ্বীনের পথে কবুল করেন

  • @mdashikhosan4047
    @mdashikhosan4047 Před rokem +4

    ❤❤❤❤❤ ইনশাআল্লাহ আমি ও নিজকে পরিবর্তন কবর

  • @asmdhabibullah
    @asmdhabibullah Před 27 dny +1

    আল্লাহ, আমাদেরকে হেফাজত করুন

  • @Naima297
    @Naima297 Před 27 dny +1

    জাজাকাল্লাহ ❤

  • @MdIqbalhossain-oe4bu
    @MdIqbalhossain-oe4bu Před 26 dny +1

    In sha Allah

  • @ummakulsumsweety3508
    @ummakulsumsweety3508 Před 2 lety +4

    ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
    সুবহা'ন আল্লহ।
    শুকরিয়া,
    জাঝাকাল্লহু খইরন প্রিয় শায়েখ💝❤️
    ইং শা আল্লাহ্।

  • @sirajulislam3842
    @sirajulislam3842 Před 2 měsíci +1

    জাযাক্বল্লাহ্‌।

  • @salahuddinkhan1121
    @salahuddinkhan1121 Před rokem +3

    মাশাআল্লাহ অসাধারণ সুন্দর একটি শিক্ষনীয় আলোচনা করার জন্য হুজুর কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিল্লাহি তাকবির আল্লাহু আকবার

  • @meherunnesakhan8149
    @meherunnesakhan8149 Před rokem +2

    আলহামদুলিল্লাহ।আমাদের সবাইকে মেনে চলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমীন।

  • @bdnizam9308
    @bdnizam9308 Před rokem +2

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @mdsadikulislam4465
    @mdsadikulislam4465 Před 26 dny +1

    আমার স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না আপনি দোয়া আপনি হেদায়েতের জন্য দোয়া করবেন

  • @hrkmollah
    @hrkmollah Před 2 lety +1

    জাযাকাল্লাহ খাইরান

  • @pwstudentwellfare2500
    @pwstudentwellfare2500 Před rokem +3

    Mashallah a lot of respect from India.

  • @robelhossain1121
    @robelhossain1121 Před rokem +1

    আল্লাহ আমাকে সৎ পথে চলার তৌফিক দিন... আমিন

  • @oallahiwantyourloveandsati6740

    মাশাআল্লাহ তাবারাক আল্লাহ অপূর্ব সুন্দর নছিহা...🥀🥀

  • @tazrinislam729
    @tazrinislam729 Před 2 lety +4

    Very important & useful message for our Muslim ummah…🕋🕌

  • @lovefood768
    @lovefood768 Před 2 lety +2

    স্যার আপনার কথাগুলা আমাদের অনেক ভালো লাগে অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলেন।

  • @clearevidencetv
    @clearevidencetv Před rokem

    ইনশাআল্লাহ

  • @azammahmood3951
    @azammahmood3951 Před rokem +2

    MashaAllah. Very useful guidance.

  • @salwabintayniazreza3646
    @salwabintayniazreza3646 Před 2 lety +3

    আল্লাহ আপনাকে অতি উত্তম প্রতিদান দান করুক।

  • @farhanaparveen1715
    @farhanaparveen1715 Před 2 lety +1

    ওমা তাওফিক ইল্লা বিল্লাহ

  • @fatemamolla6548
    @fatemamolla6548 Před 2 lety +1

    ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

  • @arakibhosen434
    @arakibhosen434 Před 2 lety +3

    Love from FARIDPUR❤️ MASSALLAH JAJAKALLA KHIRAN ❤️

  • @ইসলামিকপথেIslamicpothe

    Jajakallahu Khairan ❤️❤️❤️

  • @user-mb6ms4df1t
    @user-mb6ms4df1t Před 2 měsíci

    আসসালামু আলায়কুম

  • @hellosouthafrica6920
    @hellosouthafrica6920 Před měsícem

    Mashallah
    May Allah give him nek hayat & put in barakah his life.
    Ameen

  • @mddinislam5
    @mddinislam5 Před 2 lety +1

    Ami allahur junnu hujurke valovashi

  • @muhammadmasumuddaiyan3528

    জাযাকাল্লাহ খাইর!

  • @iqbalbinbilalbuhiya9569
    @iqbalbinbilalbuhiya9569 Před 2 lety +1

    جزاك الله خير
    ما شاء الله
    الحمد الله

  • @AbdusSattar-ps3vk
    @AbdusSattar-ps3vk Před 2 lety +1

    Ma-sha Allah, jajakallahu khairan.

  • @iqbalbinbilalbuhiya9569
    @iqbalbinbilalbuhiya9569 Před 2 lety +1

    جزاك الله خير جزاك الله خير

  • @iqbalbinbilalbuhiya9569
    @iqbalbinbilalbuhiya9569 Před 2 lety +1

    الله يطول عمرك

  • @ahsankabir3907
    @ahsankabir3907 Před 2 lety +1

    Masha Allah jamilun jeddan

  • @iqbalbinbilalbuhiya9569
    @iqbalbinbilalbuhiya9569 Před 2 lety +1

    Amin

  • @safinas_world
    @safinas_world Před 11 měsíci

    মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।

  • @naharrube6403
    @naharrube6403 Před rokem

    Allah hujurer nek hayat Dan korun amader k ato mulloban kotha shunanor jonno

  • @missessuraya7944
    @missessuraya7944 Před rokem

    জাযাকাল্লাহ খায়র

  • @mohammadsiyam4967
    @mohammadsiyam4967 Před 2 lety +1

    ইনশাআল্লাহ ❤️🥀❤️

  • @md.rezowanmiah6656
    @md.rezowanmiah6656 Před 2 lety +1

    Jajakallahu khairan ❤️❤️

  • @mdfarukofficial7975
    @mdfarukofficial7975 Před rokem

    জাযাকাল্লাহ খায়ের

  • @rebekasultana971
    @rebekasultana971 Před 2 lety

    জাঝাকাল্লাহু খইরন।

  • @iqbalbinbilalbuhiya9569
    @iqbalbinbilalbuhiya9569 Před 2 lety +1

    جزاك الله خير

  • @mohammadrahman4371
    @mohammadrahman4371 Před 2 lety

    Jazakhallahu khairan

  • @goudojphossain3904
    @goudojphossain3904 Před 2 lety

    Zazak Allah hu kairan
    Ins sha allah

  • @mehedihasan3406
    @mehedihasan3406 Před rokem

    জাজাকাল্লাহ খাইরান

  • @md.faridulhaque5193
    @md.faridulhaque5193 Před 2 lety

    জাঝাকাল্লাহু খাইয়ের।

  • @sadakala5324
    @sadakala5324 Před 2 lety +1

    مشاء الله، ،، جزاك الله خيرا

  • @mohammedishaq2546
    @mohammedishaq2546 Před 2 lety

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ স্যার আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি জাযাকুমুল্লাহু খাইরান

  • @anowarhossen4071
    @anowarhossen4071 Před rokem

    জাঝাকিল্লাহু খইরন

  • @asmakhatun3644
    @asmakhatun3644 Před 2 lety

    Masaallh jajakalla hu khair💖

  • @user-fe3lr5or1u
    @user-fe3lr5or1u Před 2 lety

    মা শা আল্লাহ

  • @nurhossainofficial4215

    Jazakallahu khairan

  • @mdmaksudurrahman
    @mdmaksudurrahman Před 2 lety

    জাযাকাল্লাহ খাইরান.. শায়েখ

  • @deenislam9005
    @deenislam9005 Před rokem

    Jajakallah,,,,
    allah amder amol korar taufik dan korun

  • @sanahoque9321
    @sanahoque9321 Před rokem

    Amin ..

  • @rukhsanawahhab
    @rukhsanawahhab Před rokem

    MaShaa’Allah

  • @marofkhan6948
    @marofkhan6948 Před 2 lety

    Jajakalla khair allah aponake naik hait Dan koron amin

  • @arifulislamshohan7631
    @arifulislamshohan7631 Před 2 lety

    Jajakallahu khoiran priya sir💜💜

  • @bachchusk5481
    @bachchusk5481 Před rokem +1

    Subhanallah

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 Před 2 lety

    আসসালামুয়ালাইকুম।
    আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি, স্যার। জাযাকুমুল্লাহু খাইরান

  • @MdRaju-fp5im
    @MdRaju-fp5im Před rokem

    আল্লাহ্ সুবহানাল্লাহ্তালার জন্য আপনাকে ভালোবাসি শাইখ
    সরাসরি যদি আপনার দেখা পেতাম

  • @abubakrhossain7458
    @abubakrhossain7458 Před rokem

    May Allah bless you

  • @user-ys1ex8fx2l
    @user-ys1ex8fx2l Před 3 měsíci

    প্রিয় স্যার❤❤❤

  • @HaiderAli-qr4es
    @HaiderAli-qr4es Před 2 lety

    মাশাআল্লাহ!

  • @moniruzzaman2711
    @moniruzzaman2711 Před 2 lety

    Insaallah💕💕💕

  • @rezaulrezaul6549
    @rezaulrezaul6549 Před rokem

    স্যারের আলোচনা যতো শুনসি ততো ভালো লাগছে আল্লাহ স্যার কে নেক হায়াৎ দান করুন আমিন💜☝️

  • @akmatali9034
    @akmatali9034 Před 2 lety

    Alhamdulillah ki sondor Subhanallah

  • @tanbinakter7020
    @tanbinakter7020 Před 2 lety

    সুবহান আল্লহ।।।।।।

  • @regulartvbangladesh8356

    Ma Sha Allah

  • @iqbalbinbilalbuhiya9569
    @iqbalbinbilalbuhiya9569 Před 2 lety +1

    يا رب

  • @a2zvideowarlord295
    @a2zvideowarlord295 Před 2 lety

    আসসালামুআলাইকুম হুজুর আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ উনি কবরে জীবিত আছে এটা তাহারি চ্যালেঞ্জ করছে আপনাদেরকে

  • @mohammadrapi6642
    @mohammadrapi6642 Před rokem

    Masha allah

  • @sahebalimandal7167
    @sahebalimandal7167 Před 2 lety

    Jajakallah khairon

  • @islamicstudio8719
    @islamicstudio8719 Před rokem

    Alhamdulllillah

  • @schoolofchemistrybymukhles5015

    ইংশাআল্লাহ

  • @iqbalbinbilalbuhiya9569

    الحمد الله شيخ

  • @nasrinjahan4082
    @nasrinjahan4082 Před 2 měsíci

    اِنْشَآ اَللٌَهِ،

  • @iqbalbinbilalbuhiya9569

    ما شاء الله

  • @iqbalbinbilalbuhiya9569

    امين يا رب

  • @iqbalbinbilalbuhiya9569

    الحمد الله

  • @sadiajahan6613
    @sadiajahan6613 Před 2 lety

    Masalla

  • @clearevidencetv
    @clearevidencetv Před rokem

    ❤️❤️❤️

  • @iqbalbinbilalbuhiya9569

    امين

  • @mdayatullahkhan7405
    @mdayatullahkhan7405 Před 2 lety +2

    ওস্তাদ,,,
    আমার দৈর্ঘ দিনের ইচ্ছা কুরআনকে কুরআনের ভাষায় বুঝা অর্থাৎ নাহু-ছরফ সম্পর্কে উচ্চতর নলেজ রাখা কিন্তু অনলাইনে পড়ার জন্য খুব ভালো কনো গাইডলাইন পাচ্ছি না।
    যদি অনুগ্রহ করে কনো ওয়েবসাইটের লিংক দিতেন খুব উপকার হতো। আল্লাহ আপনাকে কবুল করুক। আমিন

    • @mokhterahmad
      @mokhterahmad  Před 2 lety

      আমাদের এ ক্ষেত্রে কোর্স আছে। ফোন করুন ০১৮৪১৫১২৫২৫

  • @MdRaju-fp5im
    @MdRaju-fp5im Před rokem

    ❤❤

  • @iqbalbinbilalbuhiya9569

    يارب

  • @amirhamja4755
    @amirhamja4755 Před 2 lety

    জাজাকাল্লাহু খাইরান।খুব ভালো লাগল।আল্লাহ এই সবগুলো যেন পুঙ্খানুপুঙ্খভাবে মানতে পারি সেই তৌফিক আমায় দাও।আমিন।

  • @JahangirAlam-ny8fm
    @JahangirAlam-ny8fm Před rokem +2

    পাশাপাশি সব মসজিদে যখন একসাথে আজান হয় তখন আজানের উত্তর দেওয়া সম্ভব হয় না!! সেক্ষেত্রে কি করনীয় বলবেন স্যার?

    • @kusomneel5849
      @kusomneel5849 Před 9 dny

      নিজের মসজিদের আজান একটু বেশি বুঝা যায়, কাজেই যেটা বুঝা যায় সেটার উত্তর দিবেন

  • @mdjoynal4536
    @mdjoynal4536 Před 2 lety

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    ফারিক আমার একটা প্রশ্ন
    মানুষ জান্নাতে যাওয়ার পরেই ওখানে কি ঘুমাবে নাকি
    আর ওখানে কি রাত এবং দিন থাকবে নাকি

  • @shiblirahamatullahsiam1419

    শায়খ পীর মুরিদি নিয়ে ভিডিও চাই