Arunachal Pradesh Tawang Tour/ 6 Night 7 Days/ 5 Night 6 Days/ Complete Tour Guide In Bengali

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Arunachal Pradesh tour full guide/ Tawang/ Tawang tourism/ Arunachal Pradesh Tourism/ Arunachal Pradesh tour plan/ Arunachal Pradesh Tourism Bengali/ Arunachal Pradesh tour plan/ Arunachal Pradesh tour budget/ Arunachal Pradesh tour Bangla/ Arunachal Pradesh/ Arunachal Pradesh tour video/ Arunachal Pradesh tour packages/ Arunachal Pradesh tour blog/ Arunachal Pradesh China border tour/ ILP information/ Arunachal Pradesh ILP information/ Arunachal Pradesh vlog
    অরুণাচল ভ্রমণে খাওয়া-দাওয়ার কোন অসুবিধা নেই। হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরোবেন। রাস্তায় সঠিক সময়ে গাড়ির ড্রাইভার দাদা লাঞ্চ করিয়ে দেবেন। গন্তব্যে পৌঁছে ওখানে ডিনার করবেন।
    ILP ( Inner line permit): Online এ per head ₹100 খরচ।
    For online Inner Line Permit Visit
    www.arunachalil...
    গাড়ির ড্রাইভার অথবা হোটেল থেকেও ILP করে নেওয়া যেতে পারে।
    আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে ILP এর জন্য।
    ******
    ☎️☎️ গাড়ি ও হোটেল বুকিং এর জন্য: 7908164168
    *****
    ভালুকপঙ- এ আমরা ছিলাম মন্ডল জং এ।
    কন্টাক্ট নাম্বার 08794994491
    Rate: king size room ₹2000 (29/5/22)
    দিরাং এর Sangti Valley যেন স্বর্গের অপর নাম। আমরা ছিলাম Hotel Snow Lion -এ।
    Contact Number: 8798455958
    Rate: ₹1700 per night (30/5/22)
    দিরাং থেকে তাওয়াং। এক স্বপ্নের সফরে রাস্তার দু'পাশে প্রকৃতি তার সৌন্দর্যের পসরা সাজিয়ে রেখেছে। মাঝেমাঝেই ঝরনা আর তির তির করে বয়ে চলা ছোট পাহাড়ি নদী। রয়েছে ভারতীয় সেনাবাহিনীর বীরগাথা। মংপা উপজাতির দুই মেয়ের বীরপূজা ও আত্মত্যাগের কাহিনী। আর আছে শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতের ক্যারিশমায় নিজস্ব সৌন্দর্য ছড়িয়ে দেওয়া অপূর্ব সুন্দর নুরানাঙ্ ফলস।
    Hotel Zambala : +917641833390
    Room Rate : ₹1400 per night (31/5/22 - 2/6/22)
    আমাদের অরুণাচল প্রদেশ সফরের পরের দিন। আজকের গন্তব্য চীন সীমান্ত বুমলা পাস আর স্বপ্নের মাধুরী লেক। এখানে কেবল ভারতীয়রাই ভ্রমণের অনুমতি পায়। ১৫২০০ ফুট উচ্চতায় অবস্থিত বুমলা পাস। এই উচ্চতায় স্বাভাবিকভাবেই বড় বড় গাছ নেই। কিন্তু প্রকৃতি অকৃপণ হাতে সাজিয়ে রেখেছে পুরো যাত্রা পথটি। রয়েছে পাহাড় জোড়া রডোডেনড্রন। রংবেরঙের সেসা ফুল। অজস্র লেক। আর গগনচুম্বি পাহাড় চূড়া। আর রয়েছে পাহাড়ের মতই অবিচল ভারতীয় সেনাবাহিনী। বুমলা পাস ঘুরে আমরা গেলাম মাধুরী লেকে। ভূমিকম্পের ফলে সৃষ্টি এই নৈসর্গিক লেকের। এইজন্যই কি বলে সব খারাপের পিছনেই ভালো কিছু লুকিয়ে থাকে? লেকের জলে দাঁড়িয়ে থাকা গাছগুলি আপনাকে সীমান্তের প্রহরারত ভারতীয় সেনাবাহিনী কে মনে করাবে।
    Car rent ₹5500 বুমলা পাস ও মাধুরী লেকের জন্য।
    অরুণাচল ভ্রমণের শেষ রাত্রি বাসের ঠিকানা বোমডিলা। অপরূপা তাওয়াং ছেড়ে আসার মন খারাপ আর অরুণাচলে স্বপ্নের সফর ফুরিয়ে আসার কষ্ট নিয়ে আমাদের বোমডিলায় আসা। কিন্তু আপার বোমডিলা মনেস্ট্রি সংলগ্ন রিসোর্ট ও তার চারপাশ এত সুন্দর যে মন খারাপ মুহূর্তে উধাও। মনেস্ট্রির ছাত্র শিক্ষক সকলে তখন মন্ত্র পাঠে ব্যস্ত। আর বোমডিলার পাহাড়ে পাহাড়ে তারই অনুরণন। পরদিন সকালেই আমাদের বোমডিলা থেকে চলে আসতে হল অনিচ্ছুক মন নিয়ে। আমাদের গাড়ি বোমডিলার সীমানা ছাড়িয়ে চলে আসছে। পিছনে তাকিয়ে দেখি একরাশ মেঘ এসে ঢেকে দিচ্ছে বোমডিলা শহর।
    Doe Gu Khil Guest House: 7085160806
    Room Rate : ₹2000 per night (3/6/22)
    খরচ: (6 Night 7 Days এর জন্য)
    আমরা ছিলাম 6 জন
    প্রতি জায়গায় দুটি করে ROOM BOOK করেছিলাম।
    Room rent: ₹19800
    Car rent: ₹5800×7 + ₹5500 = ₹46100
    Food: ₹23100 ( per head per day ₹550)
    Total: ₹89000
    Per Head: ₹14840
    Per head per day: ₹2120
    ভালো লাগলে একটি LIKE ও SUBSCRIBE করতে ভুলবেন না।😊
    Day 1: Guwahati
    • Guwahati Complete Trav...
    Day 2: Kaziranga
    • Kaziranga National Par...
    Day 3: Bhalukpong
    • Kaziranga National Par...
    Day 4: Dirang
    • Dirang/ Bhalukpong to ...
    Day 5: Tawang
    • Dirang to Tawang/ Aru...
    Day 6: Tawang city tour
    • Tawang Arunachal Prade...
    Day 7: Tawang to Bumla Pass, Madhuri Lake
    • Bumla Pass, China Bord...
    Day 8: Bomdila
    • Bomdila/ Arunachal Pra...
    Ranchi Netarhat Betla Forest Patratu Lake: • Ranchi Netarhat Betla ...
    BIHAR, JHARKHAND Playlist: • BIHAR, JHARKHAND
    Shimla Kullu Manali:
    • Shimla Kullu Manali To...
    #pcadiary
    #পথ_চলাতেই_আনন্দ

Komentáře • 123

  • @Anonymous-xz6mk
    @Anonymous-xz6mk Před 19 dny

    আপনার দেওয়া এই ভ্রমনের ভিডিও খুবই উপকৃত হবে। অনেক বেশি খবরের জন্য। ধন্যবাদ

    • @PCADiary
      @PCADiary  Před 19 dny

      ধন্যবাদ 😊😊

  • @chandrasen9744
    @chandrasen9744 Před rokem +1

    খুবই সুন্দর এবং আকর্ষণীয় স্থান দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম, এই ভিডিও বানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও র জন্য অপেক্ষায় রইলাম।

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      অনেক ধন্যবাদ। আপনার কমেন্ট আমাদের উৎসাহ দেবে। 😊😊

  • @Trendytraveller
    @Trendytraveller Před 10 měsíci +1

    খুবই তথ্যমূলক ভিডিও। আপনার ভিডিও দেখে উপকৃত হলাম। ধন্যবাদ 🙏

    • @PCADiary
      @PCADiary  Před 10 měsíci

      ☺️☺️☺️☺️

  • @Jahangir-1992-
    @Jahangir-1992- Před 6 měsíci

    new subscriber from Jalpaiguri westbengal

  • @dbrvlogs1773
    @dbrvlogs1773 Před rokem +1

    Khub valo laglo video ta ❤️

  • @vaishnodevifamily
    @vaishnodevifamily Před 2 lety

    Very nice vedio . voice or camera dono bhut clear h.. Aise hi bnate rho bhut jld aage badh jaoge ap 👌👌👌👌👌

  • @rrgalaxy4384
    @rrgalaxy4384 Před rokem

    দারুণ পরিবেশন।

  • @monikadas2364
    @monikadas2364 Před měsícem

    Very nice

  • @champaroy3137
    @champaroy3137 Před 3 měsíci

    Nice information
    Thanks

  • @bulbulislam7545
    @bulbulislam7545 Před rokem

    Extremely beautiful informative video

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      Thank you.
      Please subscribe and share

  • @shaktidey2804
    @shaktidey2804 Před 9 měsíci

    PlZ visit namsai and mechuka first village of India visit Ki gea kibetu

  • @bulbulislam7545
    @bulbulislam7545 Před rokem

    Aber dekhlam ...Koob valoo lagloo.

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      Thank you 😊
      ভালো লাগল।

  • @subhrajitpaul9006
    @subhrajitpaul9006 Před rokem

    Excellent description.

  • @rnilu86
    @rnilu86 Před rokem

    Valo laglo. amrao Zambala Hotel e chilam.

  • @krishanupal3135
    @krishanupal3135 Před rokem

    anek help holo

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      ভালো লাগলো ☺️☺️
      আমাদের subscribes সংখ্যা খুব বেশি নয় views ও সামান্যই। আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যদি একজনও উপকৃত হন।

  • @bantilifestyle2006
    @bantilifestyle2006 Před rokem

    Nice video

  • @meghakashdas617
    @meghakashdas617 Před 2 měsíci

    ডিসেম্বরের শেষ দিকে গেলে বরফ পাবেন

    • @PCADiary
      @PCADiary  Před 2 měsíci

      হ্যাঁ পাবেন

  • @user-qr2hw6yb4s
    @user-qr2hw6yb4s Před 2 měsíci

    24th December to 1st Jan ai full tour kora ki somvob??

    • @PCADiary
      @PCADiary  Před 2 měsíci

      হ্যাঁ সম্ভব। তবে শীতের তীব্রতা বেশি থাকবে। আর বুমলা পাস পর্যন্ত রাস্তা খোলা থাকবে কিনা তা ওয়েদারের উপর ডিপেন্ড করবে।

  • @Tabletennis_life
    @Tabletennis_life Před měsícem

    January te kemon weather thake

    • @PCADiary
      @PCADiary  Před měsícem

      ওই সময় খুব ঠান্ডা থাকবে।

  • @biswajitbanerjee2075
    @biswajitbanerjee2075 Před rokem

    দিদি এক কথায় খুব সুন্দর ও Informative Post - একটা কথা জানতে চাই , অরুণাচল ভ্রমণের সব থেকে ভালো সময় কখন এবং বয়স্ক মানুষদের কি কোনও রকম সমস্যা হতে পারে - আপনার মতামত এর অপেক্ষায় রইলাম - ভালো থাকবেন - ধন্যবাদ ।

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      শীতকাল আর বর্ষাকাল ছাড়া বছরের যে কোন সময় অরুণাচল প্রদেশ যেতে পারেন। আমরা যে সময় গিয়েছিলাম 80 ঊর্ধ্ব বয়স্কদের একটি দলকে ঘুরতে দেখেছিলাম। খুব ভালো লেগেছিল। 🙏🙏

    • @biswajitbanerjee2075
      @biswajitbanerjee2075 Před rokem

      @@PCADiary আপনারা কোন সময় গিয়েছিলেন ? বৃষ্টি পেয়েছিলেন , নাকি পুরোপুরি dry weather ছিলো ? আর একটা কথা জানতে চাই high altitude এ ঠান্ডা কি রকম ছিলো আর কোনও breathing problem হয়েছিল কি ? আপনার উত্তরের জন্য অনেক ধন্যবাদ , ভালো থাকবেন ।

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      আমরা এপ্রিলের 1st week এ গিয়েছিলাম। পুরো ট্যুরে আমরা বৃষ্টি পাইনি। সেলা পাস এবং বুমলা পাসে হাই অলটিটিউডের জন্য ঠান্ডা ছিল তবে বেশি কিছু নয়। আমাদের ব্রেদিং প্রবলেম সেরকম কিছু হয়নি তবে জোরে হাঁটলে সামান্য হাঁপানি বোধ হচ্ছিল।🙏

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      আমাদের Day 5 Dirang to Tawang video টা দেখলে সেলা পাসের altitude effect সম্পর্কে কিছুটা আইডিয়া হবে।

    • @sujaykoley2123
      @sujaykoley2123 Před rokem

      ​@@PCADiary দিদিভাই 80 ঊর্ধ্ব বয়স্ক বলতে চল্লিশ বছর নাকি আসি বছর বলছেন ??

  • @sankarchattopadhyay1004

    Apni Mandala Top,Durga Mondir,Nag Mandir dekhalen na...

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      না। সময় হয় নি।

  • @ShuvoChakma0174-dx9vp

    very nice ❤

  • @uniquetravelvlog2020
    @uniquetravelvlog2020 Před rokem

    super

  • @kalipadapyne5435
    @kalipadapyne5435 Před 6 měsíci

    25 এপ্রিল নাগাদ অরুণাচলের ঠানদা কেমন থেকে

    • @PCADiary
      @PCADiary  Před 6 měsíci

      খুব বেশি কিছু না। তবে সেলাপাস ও বুমলাপাসে তুলনামূলকভাবে একটু বেশি।

  • @paprinandy
    @paprinandy Před rokem

    May month e weather kemon thake? Apnara kon month e gechhilen ? Video ta khub Sundar

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      1st week of June giechhilam
      Weather valo chhilo

    • @soumennaskar2081
      @soumennaskar2081 Před rokem

      Bumla te ki temperature chilo..broff dekhlam na

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      আমরা যখন গিয়েছিলাম তখন বরফ ছিল না। তবে এ বছরে একই সময়ে বরফ পাওয়াগেছে। আমাদের কিছু ভিউয়ার্স ছবি পাঠিয়েছিলেন দেখলাম।

  • @ReciteTravelwithJuthi

    👍👍👍👍

  • @aaforrko
    @aaforrko Před 8 měsíci

    January first week e sob jaegae jaowa jabe? Tawang obdi pouchano jabe?

    • @PCADiary
      @PCADiary  Před 8 měsíci

      হ্যাঁ, এখন এই সময়েও অনেকেই যাচ্ছেন।

  • @RumaBanerjee-gp2tw
    @RumaBanerjee-gp2tw Před 5 měsíci

    Novembr re konsamay borof pawa jabe

    • @PCADiary
      @PCADiary  Před 5 měsíci

      শেষের দিকে যান, চান্স আছে।

  • @abhijitsen1081
    @abhijitsen1081 Před rokem

    Bike ride e jabo. So avoiding rainy and too much cold. Which month is most suitable based on given condition?

  • @moutanbanerjee
    @moutanbanerjee Před 3 měsíci

    Apnara kon month giyechilen ?pujor chuti te jaoa possible?

    • @PCADiary
      @PCADiary  Před 3 měsíci

      May last week. Possible

  • @sumanadeb211
    @sumanadeb211 Před 2 měsíci

    কোন সময় বেস্ট এই ট্যুর এর? অক্টোবরে কি বরফ পাওয়া যাবে?

    • @PCADiary
      @PCADiary  Před 2 měsíci

      সম্ভাবনা কম। ভাগ্য ভালো থাকলে পেতেও পারেন

  • @atanukumardhara8241
    @atanukumardhara8241 Před rokem

    দিদি , সব কিছু নিয়ে , প্রত্যেকের কত খরচ হয়েছিল?
    মানে, hotel + food + car =? (Approximately)
    বললে খুব উপকার হতো।

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      Description box এ খুঁটিনাটি সমস্ত হিসেব দেওয়া আছে।

    • @tarunkumarkundu4788
      @tarunkumarkundu4788 Před 8 měsíci

      ​@@PCADiary🎉

  • @sutapahalder9351
    @sutapahalder9351 Před 2 měsíci

    October e jaoya jabe??

  • @ruprekhamajumder_vlogs
    @ruprekhamajumder_vlogs Před 4 měsíci

    Swas neoar somossa hoachhe??

    • @PCADiary
      @PCADiary  Před 4 měsíci

      আমাদের হয়নি

  • @sheelaguin1195
    @sheelaguin1195 Před rokem

    Didi aapnara kon mase a arunachal gechilen janale bhalo hoi

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      আমরা মে মাসের শেষে গিয়েছিলাম।

  • @tuhinsaha9289
    @tuhinsaha9289 Před rokem

    Last October month a ki borof pawa jba

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      পাওয়ার সম্ভাবনা আছে। তবে বরফের দেখা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। যেমন,এবছর মে মাসেই বুমলায় বরফের দেখা পেয়েছেন বলে জানিয়েছেন PCA Diary র এক দর্শক।

  • @sharifulislamsumon5510
    @sharifulislamsumon5510 Před 5 měsíci

    As a Bangladeshi I need a protected area permission, could u arrange me?

    • @PCADiary
      @PCADiary  Před 5 měsíci

      Sorry, I have no idea.

  • @paramitamukherjee9706
    @paramitamukherjee9706 Před 3 měsíci

    Apni ki tour koran

  • @sramanadhar7484
    @sramanadhar7484 Před 5 měsíci

    Kon samay gechilen

  • @user-xl2tn7nj8b
    @user-xl2tn7nj8b Před 4 měsíci

    Kobe গেছিলেন

  • @raconteurandgojo
    @raconteurandgojo Před rokem

    Description e bishesh kichu pelam na

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      আপনার কিছু জানার থাকলে comment এ জানান, আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।

  • @subhad33p
    @subhad33p Před rokem

    December last r dike eisob jayga Jaya Jay?rasta khola thake?

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      হ্যাঁ যাওয়া যায়। রাস্তা খোলা থাকে।

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      এই সময় তাওয়াং এ তাওয়াং ফেস্টিবলও হয়।

    • @subhad33p
      @subhad33p Před rokem

      Actually onno ekta video te dekhlam December okhane temparature minus r niche neme Jay, snowfall r dorun rastay prochondo borof pore

    • @PCADiary
      @PCADiary  Před rokem +2

      হ্যাঁ বরফ পরে। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ডাইভারের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, একবার ফোন করে জেনে নিন।

  • @AK.172
    @AK.172 Před rokem

    ജന്മം -പുനർ ജന്മം -പൂർണത ☸️!!! ഈ പരലോക്കത്തെ കുറിച്ച് അറിയാവുന്ന ആൾക്കാർ ഒക്കെ ഭൂമിയിൽ ഉണ്ടോ 🤔🤔🤔. ഈ ദൈവം ഉണ്ടോ... അല്ല ഇവിടുത്തെ ശാന്തി അമ്പലത്തിൽ കിടന്നു കാണിക്കുന്നത് എല്ലാർക്കും അറിയാം 🤔🤔🤔🤔.... അതൊക്ക വെച്ച് നോക്കുമ്പോ ഇത് ഒക്കെ എല്ലാർക്കും സംശയം ആണ്!!!!... ☸️രാവിലെ ഉറങ്ങിയാ കൊണ്ട് melatonin active ആകുന്നില്ല 😊😊😊ഉറക്കം late 😊😊☸️

  • @Tandradebbarma2024
    @Tandradebbarma2024 Před rokem

    Tawang a breathing problem hoi ki

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      তাওয়াং এ অসুবিধা নেই। তবে তাওয়াং যাওয়ার পথে পড়বে sela pass, সেখানে শুনেছি অনেকের সামান্য অসুবিধা হয়। তবে আমাদের হয়নি।

    • @Tandradebbarma2024
      @Tandradebbarma2024 Před rokem

      Breathing problem ta winter a Chance thake? Naki all season a

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      উচ্চতাজনিত কারণে অনেকের এটা হয়। আমরা ডাক্তারের সাথে কথা বলে জেনেছি, সে ক্ষেত্রে গাড়ি থেকে সেলা পাসে না নামলে কোন অসুবিধে হবে না। তাওয়াং এ
      অসুবিধা হওয়ার কথা নয়।

  • @thepilliontraveler
    @thepilliontraveler Před rokem

    Apnara kobe gechilen?

  • @somapradhan9641
    @somapradhan9641 Před rokem

    Apni kon month e giyechilen?

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      May last week June 1st week

  • @pinkydebnath844
    @pinkydebnath844 Před rokem

    March a gele tawang a snow pabo?plz reply

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      Yes. You may ask to the hotel in tawang. Contact number given in description box.

  • @pampapurkait7675
    @pampapurkait7675 Před rokem

    আপনাদের গৌহাটি থেকে গৌহাটি ,গাড়ি কত নিয়েছিল?কি গাড়ি করে গেছিলেন?

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      প্রতিদিন 5800 করে। Innova

    • @pampapurkait7675
      @pampapurkait7675 Před rokem

      Gari ph no ta deya jabe?

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে।

  • @sukanyadas2120
    @sukanyadas2120 Před rokem

    Video guli bochor er kon maser?

  • @nautankimohor4356
    @nautankimohor4356 Před rokem

    May mase a twang Jawa thik hbe

  • @amitroy950
    @amitroy950 Před rokem

    Tell budget

  • @shilpimukherjee1472
    @shilpimukherjee1472 Před rokem

    14840/- ki fooding+ hotel+ gari niye na fooding+ gari niye. r apnara ki packege kore gechilen?? tahole onar contact no ta deben..

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      Food + Hotel + Car
      তবে এখন রেট বেড়ে গেছে আপনি মৃণাল দা কে ফোন করে নিন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর কল করার সময় বলবেন youtube PCA Diary থেকে আপনার নাম্বার পেয়েছি। তাহলে কিছুটা রেট কম করবেন। সেরকমই কথা উনি আমাদের বলেছিলেন। সেই জন্য ওনার নাম্বার দিয়ে রেখেছি।

  • @BangladeshiTrekker
    @BangladeshiTrekker Před rokem

    Bumla pass কি বাংলাদেশীরা যেতে পারে?

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      না। কেবলমাত্র ভারতীয়দের জন্য খোলা।

    • @BangladeshiTrekker
      @BangladeshiTrekker Před rokem

      @@PCADiary Tawang to amra jete pari?

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      অবশ্যই। তবে বিদেশীদের আলাদা পারমিট লাগে।😊

    • @BangladeshiTrekker
      @BangladeshiTrekker Před rokem

      @@PCADiary Thank you very much

    • @ratan123ratan3
      @ratan123ratan3 Před rokem

      Tawang যেতে কোথা থেকে পারমিট নিতে হয়,ঠিকানাটা জানাবেন?