Rabindra Sangeet । Aditi Gupta । রবীন্দ্রনাথের গান । অদিতি গুপ্ত । Bengal Jukebox

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • #Bengaljukebox
    Songs of Rabindranath Tagore by Aditi Gupta
    Label: Bengal Foundation
    TRACK LIST :
    1. Ami Kemon Koriya 0:00
    2. Prane Khushir Tuphan 3:56
    3. Sangsar Jobe Mon 7:53
    4. Darao Mon 12:39
    5. Ke Janito Tumi Dakibe 16:27
    6. Asrunodir Sudur Pare 24:14
    7. Tumi Chhere Chhile 29:16
    8. E Ki Koruna Korunamoy 34:05
    9. Rupsagare Doob Diyechhi 39:39
    10. Kemone Rakhibi Tora 46:14
    11. Amar Prane Gabhire 49:57
    12. Hridaybasona 54:21
    Bengal Foundation has been promoting Bengali music for decades in order to nurture and uphold the musical traditions of Bengal. The Foundation releases a wide selection of Bengali albums to the public, conducts workshops, and well as create opportunities to train under distinguished musicians at the Bengal Parampara Sangeetalay. Bengal Foundation’s music programme also frequently organises a number of large scale music events which include the Bengal Classical Music Festival, the world’s largest classical music festival in terms of number of performers on a single stage, audience capacity and duration.
    Bengal Foundation’s music programme aims to pave the way for better appreciation and understanding of the fundamentals of music; as well as to energise, influence and promote the music industry of Bangladesh.
    ________________________________
    Please do Subscribe & enable notifications for more contents from us!
    Website: www.bengalfoundation.org
    Facebook: / bengalfoundation
    Twitter: / bengalfoundation
    Instagram: / bengalfounda. .
    ________________________________
    ©Bengal Foundation 2020
    Category
    Music
  • Hudba

Komentáře • 134

  • @user-de1cy4qv7c
    @user-de1cy4qv7c Před 18 dny

    Apurbo gayoki & excellent nirvachan..shudhoi mugdhota.❤❤

  • @shibashishsarkar2503
    @shibashishsarkar2503 Před 2 lety +4

    অদিতি গুপ্তের কণ্ঠে গান আর গান থাকে না; হয়ে ওঠে পূজা বা আত্মনিবেদন। অবাক হয়ে যাই কি অপরিসীম ধৈর্য্য সহকারে গানের প্রত্যেকটি শব্দ মরমী কণ্ঠে কিন্তু অতি সুস্পষ্ট উচ্চারণে তিনি নিবেদন করে থাকেন ! তাঁর স্বরনিক্ষেপ অত্যন্ত সুনিয়ন্ত্রিত। অনেক বিখ্যাত গায়ক গায়িকার কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনার সৌভাগ্য আমার হয়েছে। তাঁরা তাদের সুনামের সঙ্গে সামঞ্জস্য রেখে অতি বিশ্বস্ততার সাথে (দেবব্রত বিশ্বাস বাদে) নিখুঁত ভাবে স্বরলিপি অনুসরণ করে সংগীত পরিবেশন করে গেছেন। তাঁদের কণ্ঠে গান শোনার অভিজ্ঞতা আর অদিতির কণ্ঠে গান শোনার অভিজ্ঞতা তুলনা করতে গেলে আমি একটি রূপকের সাহায্য নেব। রেলগাড়ি তো সবাই চড়েছেন, কেউ কেউ ঘোড়ায় ও চড়ে থাকবেন। রেল চলে তার লোহার পাটি আঁকড়ে ধরে অতি বিশ্বস্ত ভাবে, আর ঘোড়া চলে মাটি ছুঁয়ে কিন্তু আকাশে উড়ে (অবশ্য যদি ঘোড়া সুশিক্ষিত হয়)। স্বরলিপি হচ্ছে রেলের পাটি। বিখ্যাতরা অতি বিশ্বস্ততার সাথে রেলের পাটি আঁকড়ে ধরে থেকেছেন আর অদিতি রূপকথার পক্ষীরাজ ঘোড়ার মত মাটি ছুঁয়ে আকাশে ডানা মেলে উড়েছেন ! অদিতি যেন বলতে চাইছেন "আরে স্বরলিপি তো একটা রেফারেন্স মাত্র"। এতে গুরুদেবের প্রতি অশ্রদ্ধা করা হয় কি না বা রবীন্দ্রসংগীতের অবমাননা করা হয় কি না; সেই বিচার করবার যোগ্যতা বা স্পর্ধা, কোনওটাই আমার নেই। একজন অতি নগণ্য শ্রোতা হিসাবে আমি আমার অনুভূতি প্রকাশ করলাম মাত্র। গুরুদেব বেঁচে থাকলে অদিতির সংগীত-ধারা অনুমোদন করতেন কিনা তা অনুমান সাপেক্ষ বিষয়। তিনি মুক্তমনা ছিলেন বলেই জানি। যে রবীন্দ্রসংগীত একদা কেবলমাত্র তানপুরা আর তবলা সহযোগে পরিবেশিত হত, সেই রবীন্দ্রসংগীতে তিনি হারমনিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছিলেন; ইওরোপীয় বাদ্যযন্ত্র হওয়া সত্বেও। আবার সেই একই রবীন্দ্রনাথ প্রয়াত দিলীপ কুমার রায় এবং জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন যখন তাঁরা রবীন্দ্রনাথের গানে তান কর্তব যোগ করবার অনুমতি চাইতে গিয়েছিলেন ! রবীন্দ্রনাথ তাঁদের বলেছিলেন "আমি তো আমার গানে কোনও ফাঁক রাখিনি !" । অর্থাৎ তাঁর গান জন্মের সময় থেকেই পূর্ণ, গায়কের কারিকুরির কোনও সুযোগ নেই; যা কিনা ইউরোপীয় ধাঁচের সংগীতের বৈশিষ্ট্য। আর রবীন্দ্রনাথের সংগীত শিক্ষা তো ইউরোপেই হয়েছিল ! কি অদ্ভুত সমাপতন ! আর ডাচ রবীন্দ্র বিশেষজ্ঞ ডঃ আর্নল্ড আঁদ্রিয়ান বাঁকে, যিনি দীনুবাবুর কাছে রবীন্দ্রসংগীত শিক্ষা করেছিলেন, তিনিও বিশ্বাস করতেন যে রবীন্দ্রসংগীত ইউরোপীয় ধাঁচে রচিত, পরিবর্তনের বিশেষ সুযোগ নেই। অপরপক্ষে ভারতীয় রাগসংগীতে ইমপ্রভাইজেসনের (improvisation) সুযোগ আছে; অর্থাৎ গায়কের সুযোগ আছে সুর বা তান যোগ করবার। আর রবীন্দ্রনাথের তো ভাঙা গান প্রচুর, যা কি না ভারতীয় রাগাশ্রিত ! তবে ?
    আর স্বরলিপি থেকে বিচ্যূতি তো অনেক নামজাদা গায়ক ও করেছেন; যেমন দেবব্রত বিশ্বাস। তিনি তো রবীন্দ্রনাথকে শ্রদ্ধাই করতেন, এমন কি তাঁর প্রিয় কমিউনিষ্ট পার্টির মতের বিরোধিতা করেও ! অর্থাৎ তিনি গুরুদেবকে শ্রদ্ধাও করতেন, আবার শিল্পীর স্বাধীনতাও ছাড়তেন না ! স্ববিরোধিতা ? কি জানি !
    মোট কথা, একজন অতি সাধারণ শ্রোতা হিসাবে আমি অদিতির গানে মুগ্ধ ! উনি নীরোগ দীর্ঘজীবি হয়ে অনন্ত কাল ধরে আমাদের রবীন্দ্রসংগীত পরিবেশন করে শোনান।

  • @swapanbhattacharjee5866
    @swapanbhattacharjee5866 Před 3 lety +3

    এতদিন পর প্রাণ ভরে রবীন্দ্র সংগীত শুনলাম। শিল্পী অদিতি গুপ্ত'র অসাধারণ রবীন্দ্র গায়কী মনকে মোহিত করেছে। ধন্যবাদ বেঙ্গল ফাউন্ডেশন কে। শিল্পীর সুস্থজীবন কামনা করছি।

  • @kumkumsengupta7686
    @kumkumsengupta7686 Před 3 lety +4

    অনবদ‍্য ,অসাধারণ ,অতুলনীয় মুগ্ধ হয়ে গেলাম এমন শাবলীল গায়কী মন ভরে গেল
    আরো আরো শোনার আশায় থাকলাম

  • @goutamagarwala1280
    @goutamagarwala1280 Před 3 lety +3

    apnar gan sune sakale hriday juraye jai. bhalo thakben.dhanyabad

  • @sumitabhattacharya8436
    @sumitabhattacharya8436 Před 3 lety +3

    Ashadharan !! Ei shob gaan aajkal khoob kom shona jay !! Shokal ta Mon bhore gelo !!

  • @swapanmajhi5946
    @swapanmajhi5946 Před 3 lety +5

    এতদিন কোথায় ছিলাম আমি? আহা, একি শুনছি? এ যে অন্য মাত্রার এক আনন্দধারা।

  • @dipakbiswas944
    @dipakbiswas944 Před 4 lety +7

    অপূর্ব সুন্দর কন্ঠ ও গায়কী । আপনাদের জন্যই আজও রবীন্দ্র সঙ্গীত তার সমহিমায় বিরজিত। ধন্যবাদ ।

  • @user-bu7ve7kf8k
    @user-bu7ve7kf8k Před rokem +1

    হৃদয়বাসনায় অদিতির কন্ঠ আমার হৃদয় স্পর্শ করলো। ধন‍্যবাদ বেঙ্গল ফাউন্ডেশন কে।

  • @biplabroy174
    @biplabroy174 Před 4 lety +6

    গানের বানীর সাবলীলতা প্রকাশে অদিতি গুপ্ত অন্যতম । এখানেও তাই । তাইতো অনেকের মত ‘প্রাণে খুশির তুফান’ নিয়ে আমিও জুটি তাঁর নতুন পরিবেশনা পেলেই । গানে গানে উনি যেন বলেনি, 'এ কেবল সংগীত না । শোনো, রবীন্দ্রনাথ কী বলেছেন' ।

  • @himanidhar4142
    @himanidhar4142 Před 2 lety +1

    অসাধারণ।এক কথায় অতি উচ্চমানের খুব ভালো লাগলো

  • @srabanibhattacharjee45
    @srabanibhattacharjee45 Před rokem +1

    গতকাল রাত্রে কে জানিত তুমি ডাকিবে আমারে.....কতবার শুনেছি মনে নেই।কিছু বলার ভাষা নাই।

  • @pronabkumardeb7854
    @pronabkumardeb7854 Před 2 lety +1

    আহা,,, ভেসে যাচ্ছি রবীন্দ্র ভাব সাগরে,,,!,, মানস মধুপ পদতলে ,,,মুরছি পড়িছে পরিমলে,,,,,,

  • @ritadatta3489
    @ritadatta3489 Před 4 lety +8

    অসাধারণ👌👌
    আরও শুনতে চাই👍
    শুভেচ্ছা রইলো।

  • @surjatapakolkata
    @surjatapakolkata Před 3 lety +2

    আহা কি অনবদ্য, কি অসাধারণ কন্ঠ, কি অসাধারণ গায়কী.... মুগ্ধতার রেশ যে কাটেনা আর, বার বার শুনিতে চাই। নেশার মত হয়ে গেছে এই গায়কী শুনবার আশায়, রোজ সকালে আমায় নেশার মত টানে। অপূর্ব..........

  • @biswanathhalder4800
    @biswanathhalder4800 Před rokem +1

    Osadharon kontho. Aaaahaaaaa

  • @sanjuktabasu2344
    @sanjuktabasu2344 Před 2 lety +1

    অদিতি গুপ্ত, আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার কণ্ঠে রবীন্দ্রনাথের গান মনে শান্তি এনে দেয়।

  • @chandrabanerjee4952
    @chandrabanerjee4952 Před 3 lety +5

    অপরূপ অনবদ‍্য লাগল। গায়কি ও গানের সংকলন অসাধারণ।❤️

  • @swapanchakraborty662
    @swapanchakraborty662 Před rokem +1

    Amazing!

  • @pronabkumardeb7854
    @pronabkumardeb7854 Před 2 lety +1

    অদিতি গুপ্তর কণ্ঠে বীনাবাদিনীর অবস্থান,,,,তার গান শুনতে শুনতে মুগ্ধ হয়ে পড়ছি,,,,

  • @anamitralahiri7674
    @anamitralahiri7674 Před 3 lety +2

    ঈশ্বরদত্ত সপ্তসুরে বাঁধা গলা। এই পর্যন্তই থাক। কি অপূর্ব উচারণ।

  • @mridulbiswas3776
    @mridulbiswas3776 Před 3 lety +2

    Asadharan

  • @suju321
    @suju321 Před 2 lety +1

    মন ভরে গেলো।"তুমি কেমন করে গান করো হে গুণী.....আমি অবাক হয়ে শুনি"......

  • @35.jyotirmayjana73
    @35.jyotirmayjana73 Před rokem +1

    কি অপুর্ব !
    সন্ধান পেতে দেরি হল বড্ড।

  • @hafizqms
    @hafizqms Před rokem +1

    কি অপূর্ব কন্ঠ আর গায়কী!

  • @shibashishsarkar694
    @shibashishsarkar694 Před 2 lety +1

    অন্য ধারা,অন্য স্বাদ। মন,প্রাণ,হৃদয় আনন্দে পূর্ণ হয়ে গেল। আরও আরও শুনতে চাই।

  • @culturecircle
    @culturecircle Před rokem +1

    অপূর্ব 🙏❤️🙏❤️🙏❤️🙏
    এতো ওজনদার বলিষ্ঠ শ্রুতিমধুর রাবীন্দ্রিক কন্ঠ, রাবীন্দ্রিক গায়কী কানায় কানায় পূর্ণ হলো মন প্রাণের সুরের তৃষ্ণা।

  • @manojkdutto7368
    @manojkdutto7368 Před 3 lety +2

    মুগ্ধ বিস্ময় নিয়ে অবগাহন করেছি সুধাসাগরে!!!!

  • @sadhanbasu6505
    @sadhanbasu6505 Před rokem +2

    হৃদয়তন্ত্রী জুড়ে এক পূর্ণতার অনুভূতি পেলাম। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

  • @sreelekhachatterjee3320
    @sreelekhachatterjee3320 Před 2 lety +1

    অসাধারণ ।👌👌

  • @somudro1
    @somudro1 Před 3 lety +18

    প্রথম গানটি শুনেই স্তম্ভিত হয়ে পড়েছি। মুগ্ধতার রেশ কাটছে না কিছুতেই। বলিষ্ঠ কন্ঠ। ঠিক যেমনটি চাই রবীন্দ্রনাথের সৃষ্টিকে নাটকীয়ভাবে তুলে ধরতে। গানের ভাব যেভাবে ফুটিয়ে তুললে কথাগুলো প্রাণ পায়, ঠিক সেই ভাবেই গানটিকে পুরোটা পড়ে, যথেষ্ট প্রস্তুতি এবং অনুশীলনের পরে গাওয়া হয়েছে, এটা স্পষ্ট। আসলে রবীন্দ্রনাথের গানকে একেবারে আত্মস্থ না করলে, তার রূপ রস গন্ধ - এই তিনটে বিশেষণকেই ফুটিয়ে তোলা যায় না। এইখানেই শিল্পীর সার্থকতা। আর তাই এ গান যেন "মরমে গিয়া পশিল" একেবারে। আমি আল্হাদিত এবং বিমোহিত হলাম। বড় ভালো লাগলো এই স্বর্গীয় সুষমা ভরা গান শুনে। যে গান বারবার শুনলেও আঁশ মেটে না, এই গান সেই পর্যায়ে সাফল্যের সঙ্গে পৌঁছেছে।

    • @indranilchatterjee2673
      @indranilchatterjee2673 Před 3 lety +3

      ভারি চমৎকার বললেন!!!🙏🙏🙏

    • @lifelessons3963
      @lifelessons3963 Před 2 lety +1

      খুব খুব সুন্দর সাবলীল ভাবে পরিবেশিত হয়েছে, যথার্থই রবীন্দ্রনাথ সঙ্গীত হয়ে উঠেছে যথাযথ সুর সংযোজনে।

    • @user-sj4yb8pr9g
      @user-sj4yb8pr9g Před 10 měsíci

      Aditir gala ,uposthapona baro sundar

  • @surjatapakolkata
    @surjatapakolkata Před rokem +1

    কি বলিষ্ঠ গায়কি... বার বার শুনতে ইচ্ছা হয়।

  • @bablus7939
    @bablus7939 Před 2 lety +1

    এত দরদ দিয়ে গান, অসাধারণ গলা ।

  • @rakhigoldar9120
    @rakhigoldar9120 Před rokem +1

    দারুন দারুন

  • @ShohidulIslam-vn6xj
    @ShohidulIslam-vn6xj Před rokem +1

    অনবদ্য 🙏🙏

  • @maitrayee22
    @maitrayee22 Před 2 lety +4

    Amazing Rendition of Classic Rabindra Sangeet by Aditi Gupta.
    Her voice is mesmerizing like Pandit Ravi Shankarji's SITAR music.
    Thank you The Bengal Foundation.

  • @anitasircar2352
    @anitasircar2352 Před 3 lety +2

    খুব ভালো লাগলো।

  • @subratachakraborty4325
    @subratachakraborty4325 Před 8 měsíci

    Bengal foundation কে অনেক অনেক ধন্যবাদ জানাই।
    অদিতি .....মা সরস্বতী।

  • @aninditamukherjee8729
    @aninditamukherjee8729 Před rokem +1

    আপনার কন্ঠে স্বাগতালক্ষী দাশগুপ্তকে পেলাম ।মাঝেমাঝে একটু দ্বিধাগ্রস্হ হয়ে পড়ছিলাম😊অপূউউউর্ব ,উদার্ত বলিষ্ঠ কন্ঠ

  • @lifelessons3963
    @lifelessons3963 Před 2 lety +2

    খুব খুব সুন্দর।

  • @kuntaladas7741
    @kuntaladas7741 Před 3 lety +2

    Khubbhalo,good bless you

  • @dulallahiri3919
    @dulallahiri3919 Před 3 lety +2

    অনেক শুভেচ্ছা

  • @user-ny6wp4rs9i
    @user-ny6wp4rs9i Před 3 dny

    Excellent.

  • @mukul5509
    @mukul5509 Před 2 lety +1

    "Ami kemon karia janabo" ganti monke ningre dey, bar bar suni tabu advut ekta anuvuti hay, mon kharap hay. Ki vabe eto sundar ekti rachana karlen, asadharan sur dilen kabi. Aditi eto sundar paribeshan kareche ja bole bojhano jay na. Protita gaan advut munsianar sange geyeche Aditi. Apurba.

  • @sarbanihome1620
    @sarbanihome1620 Před rokem +3

    Ashadharon laglo

  • @md.mamunquader5515
    @md.mamunquader5515 Před 4 lety +7

    অসাধারণ সুন্দর গায়কী।
    Mind Blowing. Commendable. ❤💙💚💛💜
    শিল্পীর জন্য অনেক শুভকামনা।
    Bengal Foundation deserved highest appreciation for promoting Rabindra & Nazrul Sangeet Singers of Bangladesh &India.

    • @shibaprasaddutta2550
      @shibaprasaddutta2550 Před 2 lety

      Have a wonderful rendition performance.Many Many Thanks to Aiditi Madam.Ranaghat Nadia.Thanks to Bengal Foundation.

  • @PriyankaDasDas914
    @PriyankaDasDas914 Před rokem +1

    Ist time listening. Excellent voice n very natural throw of Pronounciation. Very much impressed. Praying Almighty for her further success and expecting further newer n beautiful presentation from her to us.

  • @khandkersalahuddin5344
    @khandkersalahuddin5344 Před 2 lety +1

    Awesome! Thank you,

  • @himanisengupta1631
    @himanisengupta1631 Před 3 lety +2

    অসাধারণ!

  • @purnimaroy9058
    @purnimaroy9058 Před 3 lety +4

    যাঁরা রবীন্দ্রনাথের গান শুনে অভ্যস্ত, তাঁরা অদিতি গুপ্ত'র নাম নিশ্চয়ই শুনে থাকবেন। সমকালে প্রথম সারির গায়িকা।

  • @tarunghatak2679
    @tarunghatak2679 Před 3 lety +2

    অদিতি গুপ্তের গান ভালো লাগে।

  • @zahiralam9275
    @zahiralam9275 Před 10 měsíci

    তিন বছর ধরে প্রায় প্রতি সকালে এই অ্যালবামটি শুনছি ❤❤❤

  • @chandrabanerjee4952
    @chandrabanerjee4952 Před 3 lety +4

    দারুণ লাগল আপনার গান।💞

  • @tarunmridha406
    @tarunmridha406 Před 25 dny

    শিল্পীর জন্ম মনে হয় কোন বৈষ্ণব পরিবারে না এমন বিনম্র নিবেদন কিভাবে সম্ভব!!!

  • @barunneogi985
    @barunneogi985 Před 9 měsíci +1

    অসাধারণ গুনী শিল্পী । অপূর্ব সুন্দর গানের গলা । ওনার জন্য থাকলো অনেক শুভকামনা ।

  • @bipashapaul334
    @bipashapaul334 Před 3 lety +2

    kub valo laglo

  • @ashwinahaldar2468
    @ashwinahaldar2468 Před 3 lety +2

    খুব সুন্দর পরিবেশনা।

  • @debasishpaul
    @debasishpaul Před 4 lety +4

    Wonderful rendering....... ! Great. Very nice songs of Rabindra Sangeet collection, it's extremely well maintained by our favourite Artist ADITI GUPTA, love ur soulful brilliant singing. All the best regards.

  • @ratnaroy2048
    @ratnaroy2048 Před 7 měsíci

    Ratnaroy excelent voice

  • @prabesh5339
    @prabesh5339 Před 3 lety +7

    ধন্যবাদ । কোনো আধুনিক যন্ত্রপাতির সংযোগ করা হয়নি । সেজন্য অনেক অনেক ধন্যবাদ । এটা শুনতে অনেক ভালো লাগে । ধন্যবাদ আবারও । ভালো থাকুন । 🙏🙏🙏

  • @alakde6666
    @alakde6666 Před 3 lety +6

    Beautiful rendition Aditi
    Keep it up.My blessings always

  • @anjanghosh3941
    @anjanghosh3941 Před 3 lety +3

    মন প্রাণ ভরে গেল...❤️❤️❤️❤️

  • @sharmisthabhowmick6726
    @sharmisthabhowmick6726 Před 9 měsíci

    ki apurbo laglo Aditi tomar gan sune,sei 1986 er Aditi r ktha mone porche❤❤❤

  • @prabirsaha2660
    @prabirsaha2660 Před rokem

    Khoob bhalo laglo. Thanks.

  • @user-sj4yb8pr9g
    @user-sj4yb8pr9g Před 10 měsíci

    Aditir gala,uposthapona dutoi darun,sabi iswar prodotya.sadhana to achei

  • @shaikhmahmoodreja2721
    @shaikhmahmoodreja2721 Před 3 lety +3

    Amazing! excellent voice.

  • @ajoydutta15
    @ajoydutta15 Před 4 lety +4

    খুব ভাল লাগল । ভালো থাকবেন ।

  • @pbghosh5305
    @pbghosh5305 Před rokem +1

    Excellent singer!!! Voice fills up atmosphere in tune with lyrics - loud and clear.

  • @shyamapadadey4086
    @shyamapadadey4086 Před 3 lety +2

    অপূর্ব

  • @ratnaroy2048
    @ratnaroy2048 Před 7 měsíci

    Ratnaroy good morning have anice day may god bless ur

  • @Soma-wu2fk
    @Soma-wu2fk Před rokem +1

    My fav...👌👍

  • @dharanidharlayek9647
    @dharanidharlayek9647 Před 3 lety +2

    Beautiful production

  • @parimalbose1394
    @parimalbose1394 Před 3 lety +2

    A few gems from the treasure trove of the one and only Gurudev. Exceptionally memorable rendering of Rabindra Sangeet by Adity.

    • @bimaldas7583
      @bimaldas7583 Před 3 lety +2

      অনেক অনেক ধন্যবাদ একটা অনবদ্য পরিবেশনার জন্যে ।
      অতি শ্রুতিমধুর ।

  • @pradipbhattacharya4425
    @pradipbhattacharya4425 Před 3 lety +2

    procharbimukh Aditi Gupta sukhe thakun

  • @bimalkrishnasamanta722
    @bimalkrishnasamanta722 Před 9 měsíci

    অসাধারণ! খুব খুব ভালো লাগলো।শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।

  • @sahabuddinahmed11
    @sahabuddinahmed11 Před 4 lety +3

    Aditi is a super singer and I have always admired her talents .

  • @PrabirSaha-hd4ik
    @PrabirSaha-hd4ik Před 10 měsíci

    Dripto-Kanthhotsarito Rabi-Gaan, jathartho tripto holo Hridoy-Pran. 🙏💐🙏👌🙏💐🙏👌🙏💐🙏

  • @bimaldey2240
    @bimaldey2240 Před 4 lety +3

    Excellente.
    .

  • @chand1769
    @chand1769 Před 4 lety +2

    হৃদয় বাসনা পূর্ণ হলো।

  • @ranjitghoshal1242
    @ranjitghoshal1242 Před 7 měsíci

    দু্ঃসাহসিক প্রঢেষ্টা এবং অবশ্যই সফল । ভাল লাগল আপনার গান।

  • @sujitranjansarkar5160
    @sujitranjansarkar5160 Před 3 lety +3

    Esraj is superb

  • @kashinathghosh5097
    @kashinathghosh5097 Před 2 lety +1

    Wonderful performance.

  • @Anamika1234.
    @Anamika1234. Před 4 měsíci

  • @shiulidutta9028
    @shiulidutta9028 Před 4 měsíci

    👍👍👍

  • @rupasreesengupta5244
    @rupasreesengupta5244 Před 3 lety +2

    Amazing voice😍

  • @shibashishsarkar2503
    @shibashishsarkar2503 Před 3 lety +7

    অদিতির কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনার অভিজ্ঞতা স্বর্গের নন্দনকাননে বিচরণের মতই দুর্লভ অনুভূতি ! অদিতির কণ্ঠে আরও আরও গান শুনতে চাই। উনি কেন এত কম গান করেন?

  • @suruchisangeet6926
    @suruchisangeet6926 Před 4 lety +5

    Chamatkaar gaayan. Exceptional.

  • @swadeshkar6146
    @swadeshkar6146 Před 4 lety +6

    Wah, what a rendition of Rabindrasangeet ! Expressive of Tagore's innermost essence in its true voice . Long live, Aditi . Looking for many more from you.
    A Septuagenarian , New Delhi.

    • @indranilchatterjee2673
      @indranilchatterjee2673 Před 3 lety

      Sir, I wholly agree with, if not, exactly echo your view! Expressing "Tagore's inner essence", as you so aptly focused on, is ultimately the pivotal magic wand in Rabindrasangeet.

  • @samujjwalmajumdar7640
    @samujjwalmajumdar7640 Před rokem +1

    Chamatkaar.

  • @chandrabanerjee4952
    @chandrabanerjee4952 Před 3 lety +7

    আর ও চাই শুনতে।👍

  • @ajitandyokothakur7191
    @ajitandyokothakur7191 Před 10 měsíci

    Ms. Gupta Joins an illustrious group of singers like Sailajaranjan Majumdar, Malati Ghoshal, Rajeshwari Basudev (Datta), Kanika Bandyopadhyay, and Ritu Guha (Guhathakurata) for this song. It was a pleasure for my wife Yoko and I listening to this song by her. Dr. Ajit Thakur (US)

  • @ramnachannel-2220
    @ramnachannel-2220 Před 2 lety +1

    অপূর্ব গায়কী।কন্ঠ সুন্দর। ওয়াহিদ মুরাদ। ১৭.০৫.২০২২।রমনা চ্যানেল।ঢাকা। ভালোবাসা অগণন।

  • @deepakbanerjee8168
    @deepakbanerjee8168 Před 4 lety +11

    Bengal Foundation, অদিতি নামক এই রত্ন টি কোথা থেকে আহরণ করলেন? শিল্পী কে আমার শূভেচ্ছ আর অভিনন্দন জানালাম।

  • @suranjanachaudhury6756
    @suranjanachaudhury6756 Před 4 lety +5

    Snigdho poribeshon...gobheer bodh

  • @asitpradhan227
    @asitpradhan227 Před 4 lety +2

    You are the finest artist. I used to listen your album everyday two times.

  • @mohammedislam6230
    @mohammedislam6230 Před 4 lety +10

    This album was released form Kolkata in the same title earlier, I guess. Aditi is superb in rendering the songs, both in pronunciation and style, shows her knowledge and intellectual capacity in Rabindra sangeet. Request BF to include Bass (low frequency) musical instruments in future recordings. LFE sounds provide width and depth to overall music spectrum and enhances listening pleasures. Mohammed, Toronto

    • @chandrabanerjee4952
      @chandrabanerjee4952 Před 3 lety +1

      আরো গান কবে শুনতে পাব?❣️

    • @mitade8606
      @mitade8606 Před 3 lety +1

      অনেক আশীর্ব্বাদ রইল,অনেক বছর ধরে প্রাণ ভ'রে গান করে যাও ,এইকামনা করি।

  • @baidyanathchatterjee5131
    @baidyanathchatterjee5131 Před 4 lety +2

    Such a heart touching voice very rarely heard. May God bless you. Regards.

  • @jharnachatterjee5569
    @jharnachatterjee5569 Před 4 lety +2

    Anobadyyo

  • @00774715
    @00774715 Před 3 lety +2

    sadhu sadhu .

  • @devashishchakravarty6251
    @devashishchakravarty6251 Před 8 měsíci

    সুচিত্রা মিত্রের সুযোগ্য উত্তরসূরি। এবং একমাত্র উত্তরসূরি বললেও অতিশয়োক্তি হবে না। সেই বলিষ্ঠ, দীপ্ত, সুস্পষ্ট পরিবেশনা।