AFTERMATH - ODHIKAR (OFFICIAL LYRICS VIDEO)

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2021
  • Official lyrics video of ODHIKAR, sixth song from the debut album Jed
    Visuals by www.atamojlish.com/
    Post Production by: Aftermath
    Recorded, Mixed and Mastered in Funk Noodles Studio / funknoodlesstudio
    Jamming Partner: Funkadelic Musician's practice pad service / funkadelic.practisepad
    Facebook: / aftermathbd
    Instagram: / aftermath_bangladesh
    Soundcloud: / aftermathbd
    Lyrics by: Navid
    অধিকার
    শেকল বন্দী বাঘের মত তুমি ভুলে গেছো তোমার হুংকার?
    খাঁচায় রুদ্ধ পাখির মত হারিয়েছ কি শক্তি ডানা মেলাবার?
    নোংরা পশুর লোভী চাহনী দেখে নেই ভয় পাবার দরকার
    শরীরের শেষ রক্ত ফোটা দিয়ে ছিনিয়ে নাও তোমার অধিকার...
    অধিকার............
    অন্ধকারে বন্ধ হয়ে আসা নিষেধের তালা হ্যাঁচকা টানে ফেলো ভেঙ্গে
    ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়
    জীবন যুদ্ধে পিছিয়ে আছে যারা সময় হলো তাদের উল্লাসে ফেটে পরার
    দেয়ালের গায়ে ঠেকে আছে পিঠটা তবু সংগ্রাম করে ছিনিয়ে নাও অধিকার।
    নিশ্চুপ হয়ে অন্যের পুতুল সেজে কাটাবে কি চিরকাল?
    হিংসার তাপে জ্বলছে আজ মানবতা নেই কারো সাধ্য এ শিখা নেভাবার
    মরে গেলে শুধু ধুলোয় মিশে যাবে বলে জন্ম হয়নি তোমার
    বজ্রের মত গর্জে ওঠো তুমি, সময় এসেছে
    ঘুরে দাড়াবার......
    অন্ধকারের বন্ধ হয়ে আসা নিষেধের তালা হ্যাঁচকা টানে ফেলো ভেঙ্গে
    ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়
    জীবন যুদ্ধে পিছিয়ে আছে যারা সময় হলো তাদের উল্লাসে ফেটে পরার
    দেয়ালের গায়ে ঠেকে আছে পিঠটা তবু সংগ্রাম করে ছিনিয়ে নাও অধিকার।
    প্রতিক্ষায় সাজানো কোন অবসাদ ভোরে
    হারিয়ে গেছে কেন তোমার অস্তিত্ব?
    কত স্মৃতি কত হাসি মাখা সময় গুলো
    দীর্ঘশ্বাস জমিয়ে রাখে ওই ছবির ফ্রেমে।
    জানি কে তোমরা, জানি কার হাত কত নোংরা
    জানি কে কেড়ে নিচ্ছে তোমার চোখের ওই অদম্য আলো
    জানি কার হাতে কত রক্ত, জানি কার মুখে জমেছে কত মিথ্যে,
    তবু থাকবে কি বলো চুপ করে?
    অন্ধকারের বন্ধ হয়ে আসা নিষেধের তালা হ্যাঁচকা টানে ফেলো ভেঙ্গে
    ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়
    জীবন যুদ্ধে পিছিয়ে আছে যারা সময় হলো তাদের উল্লাসে ফেটে পরার
    দেয়ালের গায়ে ঠেকে আছে পিঠটা তবু সংগ্রাম করে ছিনিয়ে নাও অধিকার।
    #aftermathbd #debutalbum #jed #backinrage #OfficialLyricsVideo #Odhikar
  • Hudba

Komentáře • 663

  • @m-serise3372
    @m-serise3372 Před 3 lety +108

    এ দেশে যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল
    Aftermath তোমাদের আমি আজ থেকে এ দেশের বিদ্রোহী ব্যান্ড নামে চিনবো ❣️

  • @RakibulIslam-fp8yd
    @RakibulIslam-fp8yd Před 3 lety +191

    "ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়" I Must Say, This Line Is Something Else. ❤️

  • @Azizul-OfficiaI
    @Azizul-OfficiaI Před 3 lety +84

    রাত ১০ টা থেকে ০২ টা পর্যন্ত টামা শুনছি বিশ্বাস করুন ১ সেকেন্ডের জন্যও বিরক্ত লাগেনি, আমার দেশে এমন আন্ডাররেটেড ব্যান্ড আছে জানা ছিলোনা।
    আপনারা হারিয়ে যাবেন না দয়াকরে।

  • @syedfarhan881
    @syedfarhan881 Před 5 měsíci +12

    This line""ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায় "🔥🔥

  • @wizard19
    @wizard19 Před 3 lety +385

    বিগত ২০ বছর ধরে বাংলাদেশের underground অনেক band কে frontline এ এসেও হারিয়ে যেতে দেখেছি। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, please হারিয়ে যাবেন না। আপনাদের গানে আপনাদের আত্মাকে উপলব্ধি করছি আর প্রতিনিয়ত নিজেকে নতুন রুপে আবিস্কার করছি। ভালোবাসা রইলো আপনাদের সবার প্রতি। Aftermath💙💙💙

    • @rhitilakash3128
      @rhitilakash3128 Před 2 lety +11

      Support na pele ki korbe bhai😞

    • @aeflv3037
      @aeflv3037 Před 2 lety +1

      😔😔😟😟😞😞😞😞

    • @mahadysadh3745
      @mahadysadh3745 Před 2 lety +1

      সহমত। ভালেবাসা আপনাদের জন্য অনেকককক 🖤🔥

    • @rowgaming69
      @rowgaming69 Před 2 lety +2

      @@AftermathBangladesh
      ভাই আপনাদের গান সুনে মনে হয় জীবনের সকল কিছু পেয়েছি❤️

    • @zubayerhasan4451
      @zubayerhasan4451 Před rokem

      Ja bollen tai holo,hariye gese era

  • @Azizul-OfficiaI
    @Azizul-OfficiaI Před 3 lety +84

    আপনাদের এই অ্যালবামের সব গুলা গানই ইতিহাস হয়ে থাকবে, বাজ্ঞালীর রুচিবোধ একদিন ঠিকই জাগ্রত হবে ।
    লাভ ইউ #Aftermath ❤️

  • @al-mahmudabir4300
    @al-mahmudabir4300 Před 3 lety +17

    প্রায় দুই বছর আগে যখন " মোহ" আর " মাটির রোদ" শুনি তার পর শুধু খুজেছি আর কোনো গান আছে নাকি,,ভেবেছিলাম ব্যান্ডটা আর নাই।
    এরপর হঠাৎ একদিন দেখলাম নতুন এলবাম আসতেছে, আমার মনে হয় এই এলবাম টা আপনাদের অনেক দূর নিয়ে যাবে। আপনাদের কন্সার্টের অপেক্ষায় আছি।
    আর এই গান টা অন্য এই এলবামের সেরা।

  • @NazmulIslam-jc6eh
    @NazmulIslam-jc6eh Před 3 lety +20

    মিলিয়ে নিবেন একদিন মানুষ ঠিকই মর্ম বুঝতে পারবে ❤️
    একের পর এক ❤️❤️❤️সেরা হচ্ছে ❤️

  • @numan9937
    @numan9937 Před 3 lety +11

    আমি জানি না হঠাত করে কি ভেবে গানে ফেরা আর একটার পর একটা সুন্দর গান উপহার দেওয়া। অসাধারণ হচ্ছে সব গুলো গান। আমি ওই মাটির রোদ থেকেই আপনাদের শুনেছি। জানি না এই গান গুলো দেশের দুর্বল রুচিওয়ালা মানুষ গুলো শুনবে কিনা তবে ধৈর্য ধরে থাকতে হবে। মনে রাখতে হবে শহিদ সারণী অনিকেত প্রান্তর মতো গান গুলোও কিন্তু বের হয় ২০০৬ সালে আর ভাইরাল হয় ২০১৮ সালে। শুভ কামনা ব্যান্ডের সকল সদস্যর জন্য।

  • @asifurrahmanimon4746
    @asifurrahmanimon4746 Před 3 lety +83

    পুরো বাংলা ব্যান্ড হিস্ট্রিতে এই অ্যালবাম টা একটা মাইলফলক হয়ে থাকবে!🖤
    শুভকামনা,এগিয়ে যাক বাংলা সংগীত!

  • @imtiazhasandurjoy7664
    @imtiazhasandurjoy7664 Před 2 lety +12

    প্রচন্ড মন খারাপ থাকলে
    এই গানটা শুনি
    বেচে থাকার সাহস শক্তি যোগান দেওয়ার জন্য
    ভালোবাসা অবিরাম আফটারম্যাথ 💙

  • @asif-uz-zamankhan937
    @asif-uz-zamankhan937 Před 2 lety +24

    এত্তসুন্দর একটা লিরিক্স আর এত্ত ভালো একটা ব্যান্ড অথচ আমি এত্তদিন শুনিনি! স্পটিফাই এর কল্যানে আজ ব্যান্ডটাকে চিনলাম। So underrated! Gem! ❤️

  • @tanimchowdhury2245
    @tanimchowdhury2245 Před 3 lety +11

    ম্যাথ করার পর নতুন ব্যান্ডের সাথে পরিচিত হলাম🤣🤣!!নামও আবার Aftermath 🤘🤘!দারুণ একটা অ্যালবাম উপহার দিয়েছেন আপনারা,ধন্যবাদ

  • @anolkd4977
    @anolkd4977 Před 3 lety +148

    হারিয়ে যাওয়া VIBE ব্যান্ড মনে হয় ফিরে পাওয়া যাবে Aftermath এর মাধ্যমে 😇😍

    • @saimunislam44
      @saimunislam44 Před 3 lety +4

      Ekdom vai 💯

    • @shantudebnathamit
      @shantudebnathamit Před 2 lety

      ভাই vibe এর থেকে পুরোনো Aftermath

    • @SHEBBIR55
      @SHEBBIR55 Před 2 lety

      সহমত

    • @fearlahd9169
      @fearlahd9169 Před rokem

      @@shantudebnathamit ke boleche bhai? kichu janen nah andaji fal paren

    • @shantudebnathamit
      @shantudebnathamit Před rokem +1

      @@fearlahd9169 Aftermath this american brand 1985 😑🙂

  • @rabeulaoul7044
    @rabeulaoul7044 Před 3 lety +69

    দোয়া রইলো aftermath যেন দশ বছরের মধ্যে art cell মতো বৃহৎ বটবৃক্ষ হয়ে ওঠবে বাংলা music এ।

  • @evanparvej9716
    @evanparvej9716 Před 3 lety +10

    জীবন যুদ্ধে পিছিয়ে আছে যারা তাদের জন্য অন্যরকম উদ্দীপনা কাজ করবে
    ভালবাসা নিয়েন ❤️

  • @kawsarahammed9691
    @kawsarahammed9691 Před 3 lety +44

    একটা অ্যালবাম'র প্রতিটি গান কী করে এতটা সুন্দর হয়!?
    কীপ গোয়িং ব্রো
    ❤️❤️

  • @bikramaditya1855
    @bikramaditya1855 Před 3 lety +44

    No adjective is enough, I think to descirbe this underrated band's talent. No fat-no nudity-no noise - no copyright breaking. Only song.
    A big thanks should be given to Kishor Alo (কিশোর আলো) to publish your band's feature. I came to know you guys from there. Don't stop rocking!🤘

  • @sabbihabhuiyan8285
    @sabbihabhuiyan8285 Před 3 lety +32

    অসাধারণ সৃষ্টি 💝💝 গানটা সত্যি ভেতরের তেজটাকে নিমিষেই জ্বালিয়ে দেয়ার ক্ষমতা রাখে...আজ না হোক ১০ বছর পরে হলে এটি তরুণ সমাজের মুখে মুখে ধ্বনিত হবে..অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো 🥰🥰❤️❤️❤️

    • @pazi676
      @pazi676 Před 9 měsíci

      সৃষ্টি শব্দটার সঠিক ব‍্যবহার শিখবেন ভাই 🙂

  • @mdnaeemislam2514
    @mdnaeemislam2514 Před rokem +5

    কেন জানি আমার বড় হওয়ার অনুপ্রেরণা হয়ে গেছে গান টি
    শরীরের শেষ রক্ত ফোঁটা দিয়ে ছিনিয়ে নেবো ইন শা আল্লাহ ♥️

  • @rahanraiyan9084
    @rahanraiyan9084 Před rokem +5

    অর্থহীন, আর্টসেল, এলআরবি, জেমস, মাইলস, আর্ক, শিরোনামহীন, ওয়ারফেইজ ইত্যাদি ব্যান্ড যাদের আমরা পাহাড়র চূড়ায় উঠিয়েছি আমাদের ভালোবাসা দিয়ে, সেই পাহাড়ের চূড়ায় দেখতে চাই একদিন #Aftermath কে। কিছুগান বা কয়েকটা অ্যালবামের পড় যেন হাড়িয়ে যেতে না হয়....... ❤️

  • @oheealam3861
    @oheealam3861 Před 3 lety +38

    An anti-authoritarian anti-capitalist feminist pro human rights anthem.
    Hope this reignites the Bangali fire of revolution.

    • @oheealam3861
      @oheealam3861 Před 3 lety +7

      I study lyrics as a passion and I have to say this is so simple and so perfect that is fits so many revolutionary ideas.
      Keep it up guys,I'll for sure be present in your concerts if I can.

  • @afiqhasan6993
    @afiqhasan6993 Před rokem +6

    যারা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে,কাপুরুষের মত জীবন যুদ্ধের রণক্ষেত্র ছাড়ার পরিকল্পনা করছেন 🙂💔
    তাদের জন্যই গানটির জন্ম 🌼🥀

  • @syedaktarul1442
    @syedaktarul1442 Před 3 lety +832

    কার সাথে রাগ করে একটার পরে একটা এত সুন্দর গান উপহার দিচ্ছেন 😳❤এই এলব্যাম টা হবে আপনাদের সেরা একটা সৃষ্টি ❤ \ম/

  • @zeba9799
    @zeba9799 Před 3 lety +19

    আপনাদের প্রত্যেকটা গান আমার প্রিয় প্লেলিস্ট এর প্রথম সারিতেই অবস্থান। অনেক অনেক শুভ কামনা ❤️

    • @thisisasif3120
      @thisisasif3120 Před 2 lety

      যেসব মেয়ে এসব গান শুনে তারা খুব ভালো মনের মানুষ❤️

  • @ishan_shah.
    @ishan_shah. Před 3 lety +26

    এযেন এই যুগের নজরুল 💜🤟

  • @soumyajit1889
    @soumyajit1889 Před 3 lety +38

    অসাধারণ অসাধারণ , অভিভূত বললেও কম বলা হয় ।। অনেক অনেক ভালোবাসা রইলো কোলকাতা থেকে 💛💛

  • @irfanmahmud3213
    @irfanmahmud3213 Před 3 lety +10

    আমি ভাবতেছি, এটা কী নারী অধিকার নিয়ে লিখা??
    একজন নারী এই গানটা একবার শুনলে, সে জীবনে আর পিছনে ফিরে তাকাবেনা।
    ভালোবাসা রইলো aftermath. 🙂🙂

  • @hasibulhossainsayeem1620
    @hasibulhossainsayeem1620 Před 3 lety +4

    এই কি শুরু করলো aftermath.এই কয়েক মুহুর্তে কত বার শোনা শেষ! মাস্টারপিস ❣️
    ভালোবাসা অবিরাম।

  • @bengalcity388
    @bengalcity388 Před 2 lety +5

    এই গান সবার জন্য নয়, এই গান আমাদের জন্য। এই গানের শ্রদ্ধা দেখাতে যে শব্দচয়ন করা দরকার, তা সবার মাঝে নেই। আমরা আফটারমেথকে ভালোবাসি। আফটারমেথ আমাদের অধিকারের পথ দেখায়, এবং আমরা অধিকার আদায়ের পথে থাকতে চাই।

  • @tahosinmasfi3600
    @tahosinmasfi3600 Před 3 lety +20

    জেদ আমার অধিকার !

  • @naimurrahman8914
    @naimurrahman8914 Před 2 lety +13

    আপনাদের সাথে এই গান গলা ফাটিয়ে গাওয়ার সুযোগ পেয়েছি। চোখে পানি আসতে বাধ্য এমন একটি গান। প্রতিটি শব্দ,প্রতিটি হুংকার যেন একেকটি তোপ!!
    নিজের মধ্যে হারিয়ে ফেলা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই গানের বিকল্প হয় না। ধন্যবাদ আফটারম্যাথ প্রায়ই হারিয়ে ফেলা জীবনকে আবার বাঁচতে শিখানোর জন্য! 🖤🖤

  • @Abu.talha_07
    @Abu.talha_07 Před 3 lety +7

    একটার পর একটা অসাধারণ লিরিক্স উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
    ভালোবাসা রইল🥰

  • @umarfoyaz2959
    @umarfoyaz2959 Před 3 lety +13

    হাজার বার শুনলেও ক্লান্তি আসবে না.? ❤️🔥

  • @anupambruh5992
    @anupambruh5992 Před 3 lety +6

    এইধরনের মাস্টারপিস গান শতবার শুনলেও খারাপ লাগবেনা:") Take Love AFTERMATH From Sylhet💥

  • @Santo_Creation1
    @Santo_Creation1 Před 3 měsíci +3

    Big fan Of Aftermath 😅,ভাই আপনাদের Band এর গান গুলা শুনলে কেনো জানি শুধু শুধুই মন ভালো হয়ে জায়, পরের প্রজন্ম কে জানিয়ে দিও, এই গান গুলো আমাদের বেলায় মন কেরে নেওয়ার মত গান ছিলো....😅🥺😢

  • @shahriyarmosabbir
    @shahriyarmosabbir Před 2 lety +4

    গানটা দিন দিন খুব বেশি প্রিয় হয়ে যাচ্ছে।
    আগে দুই তিন দিন পরে শুনা হতো আর এখন প্রতিদিন শুনা হয়।
    আসলেই গানটা আলাদা অনুপ্রেরণা জোগায়। আর গানটা যাতে ভাইরাল না হয় কোয়ালিটি ফ্যানবেস বলে একটা কথা আছে🖤

  • @aimukul3314
    @aimukul3314 Před 2 lety +1

    চারপাশের সব কিছু থেকে ভেঙে পরা একটা জীবিত লাশের গান।এমন গান শুনলে আবার বেচে থাকার ইচ্ছা জাগে।ধন্যবাদ আফটারম্যাথ🖤🖤🖤🖤

  • @rajuchowdhury7452
    @rajuchowdhury7452 Před 3 lety +7

    ঘৃনা ছুড়ে মারো তাদের মুখে,
    যারা শ্রদ্ধা দেয়নি তোমায়🖤🖤
    #Aftermath🖤🖤🖤👌
    ভালো বাসা রইলো🖤🖤
    যেতে হবে বহুদূর💪💪
    ভাইব এর মতো মাঝ পথে হারিয়ে গেলে কষ্ট পাবো।😪😪
    Aftermath এর সকলের পরিচয় জানতে চাওয়া আমার মোন।

  • @ismailhossain1019
    @ismailhossain1019 Před 3 lety +11

    বিশ্রীরকমের সুন্দর

  • @rownokrashid7030
    @rownokrashid7030 Před 2 lety +2

    নাভিদ ভাই , এই বজ্র কণ্ঠে মেটাল চাই 🤘
    সামনে এগিয়ে যাবার উৎসাহ দেই , বাংলা বান্ড বেচে থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে ❤️

  • @yasinarafat1275
    @yasinarafat1275 Před rokem +3

    গানখানা ছেড়ে কত রাত কেঁদেছি,ঘৃণা ছুড়েছি তাদের মুখে। যারা আমার সাথে তুলনা করে😔🥀

  • @rashedaeity7723
    @rashedaeity7723 Před 3 lety +6

    নাভিদ ভাই একটার পর একটা অসাধারণ লিরিক লিখেই যাচ্ছে🙏
    শান্তি লাগে🖤

    • @MdrafazMdrafaz
      @MdrafazMdrafaz Před 6 měsíci

      তবে এখন আর আগের মতো শুনতে ভালো লাগেনা কেমন জানি ভয়ংকর ভয় ভয় কাজ করে মনের ভিতর

  • @tcsvampire6391
    @tcsvampire6391 Před 2 lety +6

    I am a fan from India 🇮🇳 বিভিন্ন ভারতীয়, বাংলাদেশী বাংলা ব্যান্ডের গান শুনেছি🙂কিন্তু আপনাদের মতো ব্যান্ড দেখিনি 🙂🙏

  • @mehedihasan5486
    @mehedihasan5486 Před 3 lety +5

    যারা আশাহত কিংবা নিরাশ তাদের জাতীয় সংগীত,,, ❤️❤️❤️

  • @abdulkaderjibon7414
    @abdulkaderjibon7414 Před rokem +2

    একটা কমেন্ট করে রেখে গেলাম।আমি যখন চুড়ান্তভাবে নিজেকে চিনতে পারবো।সফলতা নয় আত্মসুখে বসবাস করবো এই পৃথিবীতে। তখন চিৎকার করে বলবো এই গানটা নিজের জন্য অন্যতম অনুপ্রেরনা চিলো।নিজেকে চেনা।নিজের লক্ষ্যকে শত বাধার বিনিময়ে কেড়ে নেয়া এই গানটাই শিখিয়েছে। মানুষ কখনো অসহায় নয়,যদি সে একবার অন্যায়ের বিরুদ্ধে, নিজের সপ্ন পুরনে, মানবতার মুক্তির জন্য একবার ঘুরে দাড়ায় তবে তাকে কেউ আটকাতে পারবে না।

  • @sadeksaad8843
    @sadeksaad8843 Před 3 lety +6

    কি ভাইয়া আপনারা,,,,এই গান শুনে তো আপনাদের উপর প্রেম এ পড়ে যাচ্ছি🥺🥺
    কি গান রে মাইরি, পুরাই অমায়িক🔥🔥

    • @sadeksaad8843
      @sadeksaad8843 Před 3 lety

      @@AftermathBangladesh YOU MOST WELCOME 💓💓💓

  • @mesbahulhaque125
    @mesbahulhaque125 Před 3 lety +3

    Osadharon ekta song...pura album tai onk xoss💝💖💖💖

  • @AHR.brokenheart
    @AHR.brokenheart Před 9 měsíci +3

    জীবনে অনেক গান শুনেছি->কিন্তু এরকম অনুপ্রেরণাদায়ক গান আর একটাও চোখে পড়েন💯Aftermath সত্যিই অন্যদের থেকে আলাদা❤️🔥I hope একদিন বাঙালি এইসব গানের মূল্য বুঝবে🙂

    • @alvinalimizi6193
      @alvinalimizi6193 Před 9 měsíci +1

      আসলেই 💯❤

    • @ABYZ1122
      @ABYZ1122 Před 7 měsíci +1

      বিদ্রোহী।। Aurthohin।। শুইনেন ভাই

  • @Mahircretaion
    @Mahircretaion Před 3 lety +7

    ভাই আপনারা এতোদিন কই ছিলেন? বাংলাদেশে এতো ট্যালেন্টেড আন্ডাররেটেড ব্যান্ড আছে আগে জানতাম নাহ!

  • @lonelynayeem3263
    @lonelynayeem3263 Před 3 lety +4

    শরীরের শেষ রক্তফোঁটা দিয়ে ছিনিয়ে নাও তোমার অধিকার❣️❣️🤟🤟🤟

  • @sumontanchangya
    @sumontanchangya Před 2 lety +2

    আমাদের বেচে থাকার জন্য, এই রকমি বিদ্রোহী গান দরকার ছিলো ভাই।।। আমার অফুরন্ত ভালোবাসা নিবেন। এই পৃথিবীকে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।।। ভালোবাসা নিবেন,,,আপনাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো। লাভ ইউ আপটারমেট ❤️❤️❤️

  • @yasinarafat1275
    @yasinarafat1275 Před rokem +3

    Aftermath এর গান শুনি ১.৫ বছর হবে! কখনো কমেন্ট করি নাই।মেন্টাল হেলথ্ কমেন্ট করার মতো ছিল না।শুধু শুনতাম আর কান্না করতাম।আপনাদের জেদ আমায় অনেক সাহস দিয়েছে✨🥀

  • @mithoongupta1921
    @mithoongupta1921 Před 2 lety +4

    যেমন লিরিক তেমন প্রেজেন্টেশন ❤️❤️❤️

  • @risaakondo7695
    @risaakondo7695 Před rokem +3

    ঘৃণা ছুড়ে মারো তাদের মুখে যারা শ্রদ্ধা দেয়নি তোমায়

  • @user-de1rj6zu6n
    @user-de1rj6zu6n Před 2 lety +3

    Thank You Aftermath Bangladesh ❤
    আজকে এই গানটা অনেক হেল্প করেছে❤❤
    Long Live Aftermath Bangladesh❤

  • @ashikurshuvo
    @ashikurshuvo Před 2 lety +4

    প্রতিটা লিরিক্স বুকের মধ্যে লাগছে খুব ❤️👌

  • @whocar3s1350
    @whocar3s1350 Před 3 lety +1

    একটার পর একটা জোস কম্পোজিশন। এলবাম তো জমে ক্ষীর। ভালোবাসা অনেক ভালোবাসা

  • @nomanjim8105
    @nomanjim8105 Před 2 měsíci +1

    এ গান হৃদয়কে টেনে আনে বার বার এবং আকৃষ্ট করে ঘৃণা ছুড়ে মারার জন্য তাদের উপর যারা শ্রদ্ধা দেয়নি তোমায়❤️

  • @crunchycaramel69
    @crunchycaramel69 Před rokem +1

    রক্তের বেগ বাড়িয়ে দেয় গান টা। রিপুর মেঘ কাটিয়ে দেয় মাথার উপর থেকে। মনোবল এবং অনুপ্রেরণা দেয় এগিয়ে যাবার। Aftermath❤

  • @h.m.redowan
    @h.m.redowan Před 3 lety +5

    Sokal shuru hoy ei gaan diye "shei ekta feel pawa jay"

  • @ifat3634
    @ifat3634 Před rokem +2

    গানটার মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে। যতবারই শুনি তত বারই শরীরে একটা goosebump হয়😇🔥

  • @footballpreviews6106
    @footballpreviews6106 Před 4 měsíci +1

    সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম,গানটাকে নিজের বাস্তবতার সাথে মিলাতে পেরেছি,ইন্সপিরেশন ❤

  • @HasanMahmud-pl7zb
    @HasanMahmud-pl7zb Před 3 lety +5

    এই গানগুলো আজীবন শুনলেও বিরক্ত হবোনা!.. ❤❤

  • @nazmusshakib7943
    @nazmusshakib7943 Před 3 lety +2

    আমার জন্মসাল ২০০০ সাল! আমি একদিন অনেক বড় মুখ করে বলবো আফটারম্যাথ আমার জেনারেশন এর ব্যান্ড!💙

  • @mehdihossain8611
    @mehdihossain8611 Před 2 lety +3

    This is an awesome song...Artcell and VIbe er mixed mone hocche..
    " Ondhokar e bondho hoye asha
    Nishedher tala Hechka tane felo venge
    Ghrina chure maro tader mukhe
    Jara sroddha dei ni tomai.."
    What the awesome lines😍

  • @nasimneyamul575
    @nasimneyamul575 Před 3 lety +1

    এখন পযন্ত ৫০০ বার শুনে পেলেছি,যেমন মিউজিক, তেমন ভোকাল, আর লিরিকের কথা কি বলব সেরা। রাত দিন সারাক্ষণ শুনতেছি, তবুও রেস কাটে না

  • @m.sdhoni3296
    @m.sdhoni3296 Před 2 lety +1

    দেয়ালের গায়ে ঠেকে আছে পিঠটা, তবু সংগ্রাম করে ছিনিয়ে নাও অধিকার।। 🖤

  • @mahmudiqbal460
    @mahmudiqbal460 Před 2 lety +5

    Aftermath এর গান গুলোর মধ্যে ভিন্য একটা জিনিষ আছে 🖤🖤🙂

  • @s.a.h.hridoy8680
    @s.a.h.hridoy8680 Před rokem +2

    এ যেন নিষ্পেষিত জীবনের বিদ্রোহী সঙ্গীত। 🌸🖤

  • @nilldhar6585
    @nilldhar6585 Před měsícem +1

    Aftermath 🌹❤️
    যার প্রতিটা গানের সাথে আমার সাথে মিলে যায়

  • @tareqrahman5230
    @tareqrahman5230 Před rokem +1

    গভীর রাত,মাথাভর্তি টেনশন, ম্যাথ করা, আর তোমার সাজেস্ট করা এই গান।শান্তি🥰

  • @sahariyarfahim3369
    @sahariyarfahim3369 Před 2 lety +1

    Apnara manuser mon porte pare !!!
    Apnara manuser moner na bola kotha sunte pan 🖤
    Apnara mito manusr gulok jibito hoye baste sikhan🖤
    Apnara manuser chokhe dirsti bujen
    Jokhon bd brand er song suni mone hoy ami amar moner nabola kotha sunchi,mone hoy jibontak jibonto onnovhob korchi 🖤
    Allah bless all bd brand music🖤

  • @jubayerbinaslam8403
    @jubayerbinaslam8403 Před rokem +15

    Hello idols
    I'm a student of class 8
    And you guys are inspired us to go on with the music lots of love🧡🧡
    We've opened a band recently
    (The Fever Pickers )

  • @shahporanjihad5132
    @shahporanjihad5132 Před rokem +1

    প্রত্যেকটা লাইন মনে হয় যেনো নিজের ভেতর থেকে আসছে।
    ধন্যবাদ aftermath..
    হারিয়ে যাবেন না।🥹

  • @akash8600
    @akash8600 Před 2 lety +2

    গান নাকি বোম কোনটা বলবো!
    নিজেকেই হারিয়ে ফেলেছি৷
    মিলিয়ন ভিউ পাওয়ার যোগ্য❤

  • @atikulislam9566
    @atikulislam9566 Před 3 lety +3

    অস্থির ভাই 🤟🤟😍

  • @adritaofficial4722
    @adritaofficial4722 Před rokem +1

    জীবনের কঠিন মুহূর্ত গুলোতে ঘুরে দাঁড়ানোর শক্তি হয়ে দারাবার জন্য ধন্যবাদ Aftermath ❤️❤️

  • @arafat_hamza
    @arafat_hamza Před 2 lety +1

    সেই মোহ গানটা থেকেই আফটারম্যাথের গান গুলো শুনা শুরু... ৪/৫ দিনেই আফটারম্যাথের প্রেমে পড়ে গেলাম🥰🥰
    ভালোবাসা অবিরাম.... 😍

  • @tushar4993
    @tushar4993 Před 3 lety +1

    view কম দেখে ভালোই লাগে । কারণ এটা অনেক দামি সবাই effort করতে পারবে না। লাভ উ 🖤♥️♥️♥️

  • @abirafzal1139
    @abirafzal1139 Před 2 lety +3

    This band is toooo awesome!!! tooo much underrated!!! why man why they are tooo much underrated!!! i love aftermath❤️❤️❤️❤️❤️

  • @sazzadsunfi1322
    @sazzadsunfi1322 Před 3 lety +12

    ভাই দিন দিন আপনারা পছন্দের তালিকায় চলে আসছেন🥀💘
    এক ছোট্ট ভালোবাসা নিবেন ভাইয়ারা🌺❤️

  • @ishraqjaman6260
    @ishraqjaman6260 Před 3 lety +30

    When will I get the CD of the album JED?
    Take love AFTEMATH 😍😍🖤🖤
    LYRICS 💥💥💥💥

  • @halfbluebloodprince4691
    @halfbluebloodprince4691 Před 3 lety +3

    wow,মাত্র একটা গান শুনে, ভক্ত হয়ে গিয়েছি।😊

  • @mimshahinur8034
    @mimshahinur8034 Před 3 lety +1

    সেই প্রথম দিন থেকেই বার বার শুনতে মন চায়। সারাদিন গানটা মনে বাজে, কখনো বা গুন গুন করি।
    এই গানের ভিউ আরো বাড়া উচিত❤

  • @tasnimzarin2100
    @tasnimzarin2100 Před 3 lety +4

    আপনাদের গান গুলো সত্যি অসাধারণ। এত্ত সুন্দর এত্ত সুন্দর!!♥রোজ রোজ গান গুলো না শুনলে ঘুম এই আসে না।এই ব্যান্ড এর টি-শার্ট কখন বের হবে?🥺

  • @Mahircretaion
    @Mahircretaion Před 3 lety +4

    Khub taratari 1 milion chai

  • @nuhashalsayed5565
    @nuhashalsayed5565 Před 3 lety +5

    This album is going to be legendary in next 10 years! 🖤

  • @johnmichel2458
    @johnmichel2458 Před 2 lety +1

    ❤️ song ta Spotify te shuni onekdin dhore, amr ato favorite ekta song. azke yt te eshe comment kore gelam❤️

  • @NazmulIslam-jc6eh
    @NazmulIslam-jc6eh Před 3 lety +1

    সেরা লিরিক এবং ভোকাল একদম, ❤️❤️❤️

  • @shahriar7shishir84
    @shahriar7shishir84 Před 3 lety +3

    emon shundor gaan gulo keno age ashe na🥀

  • @nazifahanwar
    @nazifahanwar Před 3 lety +8

    Goosebumps!
    I feel like this song is talking to me..So much relatable man!so much!Keep it up

  • @siamkhan7609
    @siamkhan7609 Před 9 měsíci +1

    শরীরের শেষ রক্ত ফোঁটা দিয়ে ছিনিয়ে নাও তোমার অধিকার । Masterpiece line forever 🗿🎉

  • @samin73
    @samin73 Před 3 lety +3

    ভাইরে প্রত্যেকটা গানের লিরিক্স পুরাই আগুন

  • @maidendream8395
    @maidendream8395 Před 3 lety +3

    Ok...I am Motivated ❤️
    Thank You Aftermath

  • @shawonmolla700
    @shawonmolla700 Před 2 lety +4

    প্রতিটি লাইনের অর্থ গভীর ❤️

  • @rashidulkhan6913
    @rashidulkhan6913 Před 3 lety +1

    Lyrics er ei vinnotay ami, preme porechi afthermath er❤️

  • @mynulhasan5741
    @mynulhasan5741 Před 2 lety +1

    Hariye Na jak Aftermath 😔❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @naseeradeen5420
    @naseeradeen5420 Před 2 lety +1

    Apnader protita gaan shune mugdho bar bar, love u boss ❤️

  • @rajosikder7414
    @rajosikder7414 Před rokem +1

    Dear Aftermath❤
    Etto Shundor gaan kno shunaw😵💜🔥