If someone else takes over your ancestral property, how can you get that property back ?

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 198

  • @fazalsarkar9748
    @fazalsarkar9748 Před 4 měsíci +1

    Thankyou so much dear sir video ta khub bhalo laglo details vabe bojhanor jonno

  • @nagansardar3385
    @nagansardar3385 Před 5 měsíci +2

    Very very thanks.

  • @shankarhalder8689
    @shankarhalder8689 Před rokem +2

    স্যার আমার ঠাকুরদার নামে এখনো রেকর্ড কিন্তু উনি পঞ্চাশ শালে ঐসম্পত্তি বিক্রি করে দেয়,তার পর একটি হাত ফিরি হয়। এরপর আবার ও হাত ফিরি হয় ।এখন ছাপ্পান্ন সালে পাটিশান দলিল করেন সেখানে লেখা রয়েছে ।যে কিছু সম্পত্তি বিক্রি করা হোয়েছে।এখন ওয়ারিশান সূত্রে ঐসম্পত্তি সবাই রেকড ভেঙে নিয়ে এখন পারিবারিক অত্যাচার শুরু। আমি রেকর্ড করতে গিয়ে ছিলাম,প্রথমসমস্যা পঞ্চাশ সালের চেন দলিল হাত দিচ্ছেন না। আর আপোষ সুত্রে বণ্টন। এখানে তিয়াত্তর খানা দাগের ব্যাপার।ও যে দাগ গুলো দিয়ে দলিল লেখা হয়েছে সেই দাগ গুলি তে অন্য সবাই রেকর্ড করে নিয়েছে। যেটুকু আছে সেটাই ও অসম্ভব বলছে আগে রেকড করে নি কেন । উপায় কি নেই?

  • @crazy_guy..
    @crazy_guy.. Před 2 měsíci +1

    So many thanks dada

  • @shubhankarmajumder7162
    @shubhankarmajumder7162 Před 10 měsíci +2

    Sir Dabottor sompotti nia akta vedio dila valo hoy

    • @ourprogress4752
      @ourprogress4752  Před 10 měsíci +1

      পরবর্তী সময়ে এবিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো।

  • @goutamkumarpaul840
    @goutamkumarpaul840 Před rokem +2

    নমসকার দাদা বর্গা‌ জমির বর্গদারের নাম‌‌ বদল করা যাবে কি??মালিক কি জোর‌ করে জমি কেড়ে নিয়ে অন্য কাউকে চাষ করতে দিতে পারেন কি ?আইনে কি আছে‌ দ়য়া‌ করে জানাবেন?

  • @facttaaz4744
    @facttaaz4744 Před rokem +2

    Ada amar dolil ache record ache
    Kintu dokhol nai
    Dada apni ektu bolben
    Jomi ta ami ki bhabe fire Pete pari🙏🙏🙏🙏

  • @nazrulislamsekh9089
    @nazrulislamsekh9089 Před rokem +1

    আমি নজরুল ইসলাম সেখ আমার পিতা ওয়ারিশ সুত্রে প্জরাপ্মিত হয়ে নিজ নামে রেকর্ডকৃত সম্পত্তি আছে যাহা বর্ত্তমানে অন্যের দখলে আছে এবং একটি ঘর আছে তাহা আমি আমার নামে একটি দানপ্ত্র দলিল করিয়া রেকর্ড করিয়া নিয়েছি এখন ঐ জমি আমি দখল পেতে হলে আমাকে কি করতে যা করলে আমি ঐ জমি ফিরে পাবো আমি আপনার ভিডিও অনেক দিন ধরে দেখছি আপনার কাছে সুপরামর্শ পেতে পারি জানালে উপকৃত হবো।

  • @debasishpanda2007
    @debasishpanda2007 Před rokem

    Ki bole aapnake dhanybad janabo jani na.! Onek onek upokrito holam.......sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.bakashda5217
    @s.bakashda5217 Před rokem +1

    আমি আপনার ভিডিও দেখে অনেক কিছু বুঝেছি এবং শিখেছি❤❤❤

    • @ourprogress4752
      @ourprogress4752  Před rokem

      ধন্যবাদ।

    • @s.bakashda5217
      @s.bakashda5217 Před rokem +1

      @@ourprogress4752 স্যার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পাবো

  • @user-mz7bq9nv9u
    @user-mz7bq9nv9u Před 11 měsíci +2

    Thakuma jami kinechilo Kangaru Halder er kach theke. Oai jami 4/4 dhara koreche kibhave oai jami pabo?

    • @ourprogress4752
      @ourprogress4752  Před 11 měsíci

      ভেস্ট হওয়া জমি উদ্ধার করা মুশকিল। দেওয়ানী আদালতে প্রমাণসহ মামলা দায়ের করুন।

  • @debojyotidas241
    @debojyotidas241 Před 2 měsíci +1

    Thanks!

  • @subhashmondal8755
    @subhashmondal8755 Před rokem +6

    দাদা, আপনি বলছেন,১২ বছরের কথা কিন্তু আজ ৪১ কি ৪২ বছর রিলিফ সম্পত্তি দখল করে রয়েছে, আমি কি সেই সম্পত্তি ফেরৎ পেতে পারি?

  • @suryakumarpaul8190
    @suryakumarpaul8190 Před rokem +1

    নমস্কার,
    আশা করি সবাই ভালো আছেন এবং থাকবেন ।
    আমার একটা জিনিস জানবার ছিল, যদি বলে
    দেন খুব উপকৃত হই ।
    আমার বয়স এখন ৬৬ ।
    উত্তরাধিকার প্রাপ্ত সম্পত্তিতে বসবাস করি ।
    সম্পত্তি এখনো আমার ঠাকুরদার নামে ।
    বাবা, কাকা, জ্যাঠারাও সবাই পরলোক গমন
    করেছেন ।
    আমাদের সম্পত্তি নিজেদের মত মৌখিক বাটোয়ারা করে বসবাস করছি জন্মকাল থেকে ।
    আমি যেখানে বসবাস করি, সেই জমি-বাড়ি কি আমার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারি ?
    কি পদ্ধতিতে সেটা করা সম্ভব ?
    আপনাকে অনেক ধন্যবাদ ।
    শুভেচ্ছা এবং শুভকামনা রইল ।

  • @user-qv8ys5hp4m
    @user-qv8ys5hp4m Před rokem +1

    Dada jamiti amar dhokale acha kinto khatin nai tahole ami ki karbo

  • @uttamsing4763
    @uttamsing4763 Před 6 měsíci +1

    Purba jami dhakul jar Malik tar racod chai

  • @goldentimes7731
    @goldentimes7731 Před rokem +2

    Sir BL&LRO office e record er vitti r application mohori r maddhome joma dile kotodin somoy lagte pare tar reply pete ?

    • @ourprogress4752
      @ourprogress4752  Před rokem +1

      7 থেকে 10 দিন । আর অনেক দিনের পুরাতন হলে 1 মাস বা তার বেশি সময় লাগতে পারে।

  • @stanleygomes5528
    @stanleygomes5528 Před 2 měsíci

    How to get old land registration paper of the year 1951,1952 or 1953,I haven't got any old documents of my father? please sir, can I get this document?and how?

  • @pijusshee6944
    @pijusshee6944 Před rokem +18

    স্যার আমার দু তিনটা দাগে বর্গা আছে চাষী কোনদিন ওই জমি চাষ করে নি অথচ বর্গা নামে আছে। কোনদিন দখলীয় নেই এই দাগ গুলোতে এই দাগ গুলো কিভাবে বর্গা কাটানো যাবে

    • @ourprogress4752
      @ourprogress4752  Před rokem +6

      জমির রেকর্ড থেকে বর্গা কাটানো যায় ?বরগাদার জীবিত নেই বা দখলে জমি নেই রেকর্ড থেকে বর্গা কাটানো যাবে

    • @pronabmondal9172
      @pronabmondal9172 Před rokem

      আমাদের বিভিন্ন দাগের বরগা রেকর্ড আছে কিন্ত সেই জমি বিক্রির হয়ে গেছে চাই লে ফেরত পাবো

    • @hridoyahmed3399
      @hridoyahmed3399 Před rokem

      4এ3

    • @sureshmallik4810
      @sureshmallik4810 Před rokem

      ​@Rumpa Sadhukhan 🎉m ❤❤.

    • @amarendramandal8276
      @amarendramandal8276 Před rokem

      O

  • @krishnendupaik601
    @krishnendupaik601 Před rokem +1

    Thanks sir

  • @anowarazim1672
    @anowarazim1672 Před rokem

    আগে যে গুলি নামজারী হয়েছে সেগুলির কি হবে হাতে লেখা আগের নামজারী নথিপত্র দিয়ে অনলাইন নামজারীর ব্যবস্থা করা হোক আগের নামজারীর নথিপত্র তো অফিসে আছে তা হলে সাধারণ মানুষের ভোগান্তি কম হবে খাজনা দিতে সুবিধা হবে ?

  • @Volg-m2v
    @Volg-m2v Před rokem +5

    স্যার, আমার প্রণাম নেবেন,
    আমার পূর্ব পুরুষেরর সকলেই হচ্ছে ST সম্প্রদায় নামে CS record নাম আছে, RS record নাম আছে, LR record অন্যবা General caste ব্যাক্তি দের নাম দেখাচ্ছে। দাগ নং ও ম্যাপ একই আছে। কোনও রকম পরিবর্তন হয় নি। দখল আমাদের নেই। দীর্ঘ ৫০-৬০ বছর ধরে ওই ব্যাক্তি গণ চাষবাস করছে। জানি না কোনও legal documents proof আছে কি না? .... কেনো না সে সময় আমাদের বংশধর কেউ ই শিক্ষিত মানুষ ছিলেন না। .... কেমন ভাবে ঐ জমি গুলো রেকর্ড করে নেয়। তা কেউই সঠিক বলতে পারেন না।
    এছাড়া ওপর একটি জমি ছিল সরকার কেমন ভাবে যে খাস করা হয়েছে? অনেকে ই জানেন না।বর্তমানে পাটআ বন্দোবস্ত করা হয়েছে।..... সুতরাং এই মত অবস্থায় উপরোক্ত বিবরণের ভিতি করে কি কোনও সমাধান পথ খুঁজে পাওয়া যাবে। জানলে একটু ভীষন উপকৃত হব।

  • @nilimasarkar6999
    @nilimasarkar6999 Před rokem +2

    দাদা আমার মায়ের নামে 1982 সালের মাদার রেকর্ডে নাম আছে 1982 সাল থেকে দখল করে আছি কিন্তু দলিল আছে কিনা বের করতে পারছিনা এখন পূর্ব মালিকানা ব্যক্তির দাবি করছে আর এস রেকর্ড ওই ব্যক্তির নাম আছে এখন কি করবো জানতে চাই

  • @himugaming53
    @himugaming53 Před rokem +1

    স্যার,
    আমার মামার নামে দলিল, আমার মা ও আমি বসবাস করছি জমি কেনার পর থেকে (১৯৭০)।
    মামা থাকে বাংলাদেশে, মারা গেছে (২০) বছর আগে। কিন্তু ডেড সার্টিফিকেট নেই।
    মা মারা গেছে (২) বছর হয়েছে,
    এখন আমার নামে কিভাবে দলিল করব।
    দয়াকরে জানাবেন।

  • @ProdipSardar-bl2ks
    @ProdipSardar-bl2ks Před 4 měsíci

    Amar dadu jomi kineche .kintu dag no vul thakay onno jomite bosiyeche.akhon or oaris ra sei jomir dhokhole aste chaiche .Amar koronio ki.

  • @goutammaity4666
    @goutammaity4666 Před rokem

    Please provide a good lawer no in highcourt for same case

  • @shibajidutta18
    @shibajidutta18 Před rokem

    Apnar 10 ta khatian a 4 te borga ache aki dage tahole borga hin khotian theke jomi newa jabe ki

  • @swastika721
    @swastika721 Před rokem

    Dadu Jodi natir name Bari dokan kore Jan. sei dollil Jodi thamma lukie rekhe chele meyeder sign nie new dollil kore ukilke ghus die new proved berkorte parbe?

  • @Bapibio
    @Bapibio Před rokem

    sir cs record r cs pracha ache kintu lr record onno jonar ache ami ki kore pabo please janaben

  • @shriradhesham.741
    @shriradhesham.741 Před rokem

    Thank u dada, ami india te thaki, amar Bangladesh 🇧🇩a thakur da r babar name anek jami ache, kintu kagoz ei, sab loke jabor dakholi kore ache. Ki kore jaiga jami gulor kagoz banabo..

  • @NandKumar-md6lb
    @NandKumar-md6lb Před 8 měsíci

    দাদা প্রণাম নিবেন।
    দাদা একটা কথা ছিলো।
    আমরা ২ ভাই।
    আমার দাদা মামাবাড়ির সম্পত্তি নিচ্ছে।
    R আমি আমার বাবার সম্পর্তি নিচ্ছি।
    এখন ঘটনা হলো।
    আমার দাদার সম্পর্তি রেজিস্ট্রি করা আছে এবং LR এর রেকর্ড আছে।
    কিন্তু আমার দাদার দলিল এ লিখা আছে সে মামবাড়ির সম্পর্তি ভাগ নিচ্ছে বলে সে বাবার সম্পর্তি ভাগ নিবে না।
    এখন আমার বাবা বা মা কেউ নেয়।
    টাই এখন সম্পর্তির ভাগ নিতে চাইছে। কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। একটু যদি রাস্তা দেখান খুব ভালো হয়।

  • @pramitrakarmakar2022
    @pramitrakarmakar2022 Před rokem +1

    Badha ki bhabe saha je katano jabe

  • @ujj564
    @ujj564 Před rokem

    স্যার জমির মালিক অন্য জন
    আর জমির 4 টে দাগ বর্গা আছে আমার বাবার ভাইপো র নামে। কিন্তু আমরা ঐ 4 টে দাগ চাষ করছি 35- 40 এবং আসল মালিক কে ভাগ দিই‌।
    যার নামে বগা সে ঐ 4 টে জমি চাষ করে না আমারা করি ও আমাদের দখল আছে।
    সে ক্ষেত্রে আমাদের নামে কি বগা হবে।

  • @omprakashmaity2822
    @omprakashmaity2822 Před 7 měsíci

    Sir, Charity trast land mutation possible?

  • @twriju2153
    @twriju2153 Před rokem +2

    R. S রেকর্ড বরাবর আমার পূর্ব পুরুষ এর নামে ছিল কিন্তু বর্তমানে 2022 এল আর রেকর্ড এ নাম পত্তন করেছেন। তাহলে আমি কি ভাবে পাইবো জানাবেন প্লিজ ।

  • @monogpay4831
    @monogpay4831 Před rokem +1

    Partion suit niye banan akti

  • @vicktardas713
    @vicktardas713 Před rokem

    Dada amader 1ta barir jaija chilo but ota khash er jomi onek din na thakar karone jaiga ta 1jon dokhal Kore niyeche tau prai 25 years age kintu tar name Kono record hoi ni ekhon ki kora jai

  • @nooralam6551
    @nooralam6551 Před 9 měsíci

    Sir amar babar jomi anno job jal kore dolil kore6e a bapare ki kora jai

  • @arnabbag6400
    @arnabbag6400 Před rokem

    RS Record vul hle take ki change kra jy

  • @sujaysantra8949
    @sujaysantra8949 Před rokem

    vog dhokhol darir deed nai agreement thakle ki hobe?

  • @rampadasamanta1191
    @rampadasamanta1191 Před rokem +1

    অনুমতি দখল উচ্ছেদ করা যায় কিনা ? অনুমতি যে দিয়েছিল যাদেরকে দিয়েছিল তারা কেউ জীবিত নাই ।তাদের নিজস্ব বাস্তু ও অনেক রায়ত জমিন রয়েছে ।

    • @amritmahata280
      @amritmahata280 Před rokem

      এটা আমিও জানতে চাই ?

  • @manikdasbairagya2129
    @manikdasbairagya2129 Před rokem +2

    দাদা এক ব‍্যাক্তির 31 কাঠা জমির মধ‍্যে 10 কাঠা গত 30 বছর আমার দখলে আছে আমি কী মালিকানা দাবি করতে পারি

  • @youtubers9998
    @youtubers9998 Před rokem

    Amader akta problem ache seta janta chai.kichu jomi amader registry ache but aghaker mlik ar chala ra record kore niyacha.akhon amra record korta gala abjaction deche.alhon kee kora jaba.

  • @DebasishMaity-bt9nk
    @DebasishMaity-bt9nk Před 22 dny

    স্যার আমার বাবা 62সালের কেনা জায়গা রেকর্ড করেনি। বর্তমানে যাদের থেকে অংশ পাবে তাঁরা সবাই মৃত কিন্তু তাদের অংশ ছেলে ও নাতির নামে রেকর্ড এবং দানপত্র দলিল বানি নিয়েছে এখন কি করলে বাবার নামে রেকর্ড হবে ।বাবা ও মৃত

  • @fajlurjamadar6633
    @fajlurjamadar6633 Před 7 měsíci

    আমার বাবার নামে দলিল আছে কিন্তু রেকর্ডে নেই। রেকর্ডে দেখছি আমার বড়ো বাবুর নামে আছে, দলিল ও উনার কাছে, উনি মারা গেছেন, ছেলেদের কাছে আছে চাইতে গেলে দিচ্ছে না। সে ক্ষেত্রে আমার করণীয় কী

  • @goutom-royal-blue
    @goutom-royal-blue Před rokem

    DADA 3 JONER JAYGA 2 JON NAMJARI KORTE PARE KE

  • @alonevideono1515
    @alonevideono1515 Před měsícem

    Duplicate certified copy give land right

  • @user-yp9xz8fo1f
    @user-yp9xz8fo1f Před rokem

    নমস্কার স্যার
    আমার একটা নিজস্ব বাস্তু ভিটে সেটা দাদু দিয়েছেন সেই বাড়িতে এখন জোর করে সত মা বসবাস করছেন এখন আমি কি করে এটা আবার ফিরে পাবো?? এটার কি উপায় আছে বলুন

  • @nimaimahato768
    @nimaimahato768 Před rokem +1

    Kaku apnar phone number ta paowa jabe.

  • @srikantakhan7590
    @srikantakhan7590 Před rokem

    আমাদের জমি রেকড আছে চার কাটা।দলিল হিসাবে আছে চার কাটা তিন ছটাক মতো।কিন্তু আমাদের জমি মেপে দেখা যাচ্ছে পাঁচ কাটা আছে।তাহলে আমার এখন কি করে জানব বাকি জমিটা কার ও কি করে আমরা বাকি জমিটার দলিল করবো।আমরা এই জমিতে1961'1976সাল থেকে আছি।কি করলে পুরো জমিটা আমাদের হবে বলেদিবেন।

  • @atishnayek1469
    @atishnayek1469 Před rokem

    Dada amar daliltate dag number gulo sab ulto hoe royeche, jemon dharun 123/145 er paribarte 145/123 abostate royeche se janye ami khajna dite ba mutation korte parchi na Ami ki korbo

  • @snowjhu
    @snowjhu Před rokem

    Sir, amar dadu amar babar name 7½ satak jomi gift deed kore diye jay, kintu 7 satak jomi record hoy r ½ satak jomi dadur name record theke jay, akhon amar kaka sei ½ satak jomi niye mamla koreche, tahole amader ai mohurte ki korte hbe... R ora ki ½ satak jomi pbe ?

  • @saraswatikalakendra9452

    স্যার আমার বাবার নামে জমি ২০ কানি ছিল, আমাদের কোনো কাগজপত্র নেই অন্যরা সকলে মিলে দখল করে আছে, আমরা কোন দাবী করতে পারছি না। কি ভাবে করব, সবাই বলে আর পাওয়া যাবে না। এখানে কিছু করা যাবে কিনা।

  • @monoranjanbari937
    @monoranjanbari937 Před rokem

    দাদা আামাব বাবায় এক খতিয়ান দাগ ২ টি এস এ খিতয়ান য়ে দাগে যায়গা িকনছেন দাতার সেই দাগে জমি নাই তার নামে আনন যমি ছিল তা বেচে ভারত চলে গেছ এখন কি করব

  • @mahadebroy9329
    @mahadebroy9329 Před měsícem

    Ami mahadeb Roy nabalok ei Bisaya anek prsner uttar janar janno kintu paini

  • @allclass2514
    @allclass2514 Před 10 měsíci

    আগে যে 25 বছর জমি ভোগ করেছে। সে যদি দখল নিতে চায় যে কেস করবে তা কি ইনজেকশনের জারি বলে?

  • @santoshpaul3958
    @santoshpaul3958 Před rokem

    Sir, আমার বাবার তিন কাটা জমির উপর দোতলা বাড়ী, বাবার নামেই জমির মিউটেশন এবং খাজনা জমা হতো। বাবা, মা জীবিত থাকাকালীন দুই ছেলের নামে একতলা ও দোতলা রেজিস্ট্রি করে দিয়েছেন। বর্তমানে বাবা মা দুজনই মারা গিয়েছেন। এখন দুই ছেলের নামে আলাদা ভাবে অনলাইনে কি ভাবে মিউটেশন এর জন্য apply করবো সেটার ভিডিও করে দেখালে খুবই উপকৃত হব। জমির পরিমাণ টা কিভাবে ভাগ করা হবে। তিন কাটা জমি কিভাবে ডিভাইড করবো সেটা জানাবেন।

  • @gobindagiri2097
    @gobindagiri2097 Před rokem

    দাদা আমার শ্রদ্ধা নেবেন, আমার দাদুর বাবার নামের জায়গার রেকর্ড ফ্রেস ছিল, দাদুর সময়ে বর্গা ঢুকে গেছে ,তারপর ঐ জায়গায় 19b ধারা হয়েছে, এখন ঐ জায়গা থেকে বর্গা কিভাবে তুলে ফ্রেস জায়গা করা হবে ,তার পরামর্শ দয়া করে বলবেন

  • @mohammaddoliluddin1694
    @mohammaddoliluddin1694 Před rokem +1

    পঞ্চাস বছর আগের জমি ফিরে পাবো

  • @ayushsingha1256
    @ayushsingha1256 Před rokem

    Dada Jomi khas dokhal amar AK hon pas her jomir malik bole Jomi taher

  • @nandymusicplayer7414
    @nandymusicplayer7414 Před rokem

    দাগ নট ফাউন্ড দেখাল কি করা উচিত, দলিলে দাগ নম্বর রয়েছে,সার্চ করলে অন্য লোকের নাম দেখাচ্ছে।

  • @sisopirulkhan3846
    @sisopirulkhan3846 Před rokem

    আমার প্রশ্ন টা reply করবেন plz আমি দেখতে আসবো কথা হলো আমার দাদু জমি কিনে ছিলো কিন্তু রেকর্ড করে নি শুধু দলিল আছে কিন্তু দাদু এখন মারা গেছে সেটা কি আমার রেকর্ড করতে পারবো

  • @shantinandi8706
    @shantinandi8706 Před rokem

    Jadi false deed korea
    Thakea ki hobey?

  • @sksaifuddinali2009
    @sksaifuddinali2009 Před rokem

    দাদা আমার একটা কথা জানার ছিল, নতুন কেনা জমি কার নামে দলিল করা উচিৎ স্বামী না স্ত্রীর.

  • @gautamchakraborty3668

    Jodi will korey diye jay baba tar mrittur age ?
    Aamar baba mara jaoar aage. Will korey diyechilen 50:50.
    Tar por aamar didi barite jhi vjakor dite voriyeche diyeche .
    Ki koroniyo ?

  • @biplabbarman7739
    @biplabbarman7739 Před rokem

    আমাদের রেকর্ড আছে ,কিন্ত ওদের যে কবলা আছে ওরা রেকর্ড করতে পারে না কেন এর পিছনে কি হতে পারে একটু বলবেন

  • @shivamdassong5126
    @shivamdassong5126 Před rokem

    Sir, Dolil & Porcha amer babar name, baba 3 mas holo mara gachen. Warisen cirtificate municipality theke nite gele ora bolche pray 1,00,000/- taka lege jabe. Kichu bujte parchi na. Kindly help me. Apnar sathe contact kora jabe ?

  • @supratimmitra6905
    @supratimmitra6905 Před rokem

    সার্টিফিকেট কপি পরচা ও খাজনা সব পিতা নামে । কিন্তু বাহিরের স্বাখী নিয়ে একটা কোবলা পত্র করে নিয়েছে । কি করতে হবে? 1991 পর্যন্ত সব কাগজ আছে ।

  • @twriju2153
    @twriju2153 Před rokem

    ব্যাক্তিগত সম্পত্তির নিজেরাই নিজেদের সম্পত্তি তে সেবাইত কিন্তু জোর পূর্বক এখন দখল করছে তা হলে আমি কি দখলের জন্য মামলা দায়ের করতে পারব।

  • @ferozgazi2664
    @ferozgazi2664 Před rokem

    ভাই আমার দাদার নামে সি এস খতিয়ানে নাম আছে কিন্তু SA করে নিছে আরেক জন্য এবং যে, SA রিকর্ড করে নিছ সে আরেক জনের কাছে বিক্রি করে দিছে এবং বি আর এস তার নামে করে নিছে তা হলে কি যার নামে সি এস খতিয়ান আছে তাহলে কি CS যার নামে আছে সে কি পাবে যদি একটু বলতেন

  • @user-bn9oe9qb6j
    @user-bn9oe9qb6j Před 4 měsíci

    জমিতে বর্গাদারের অংশ ভাগ কত জমি যদি 11শতক হয়।

  • @mohjnsarkarsarkar5378

    স্যার আমার বাপের ঠাকমার সম্পত্তি একটি জমি দলিল বাবা ঠাকুর মার নামে পড়ে আছে কিন্তু জমির দাগ নম্বর সার্চ করলে জমিটি ফতেয়া দোয়াজ দাম লেখা আছে এই জমিটি বিক্রি করিনি কি ভাবে ফতেয়া দোয়াজ দাম নামটি এল এবং কি কি করনীয় দয়া করে বলবেন

  • @sanatkarmakar1818
    @sanatkarmakar1818 Před rokem

    অনুমতি দখল আছে 1365 সন থেকে। দুই পুরুষ মারা যাওয়ার পর তাঁর ছলেরা ঐ জায়গায় বসবাস করছে। জায়গায় মালিক কি তাদের কে তুলে দিতে পারে কি? জানাবেন। নাম - অসিত দাস

  • @azizurrahaman7162
    @azizurrahaman7162 Před rokem

    দাদা বলছি পার্টিশন হওয়ার পর ওয়ারিশ অনুযায়ী জমি পায়নি, record আমার দিদিমার নামে, অন্য শরিক রা ভাগ নিয়েছে but আমার দিদিমাকে দেয় নি

  • @skfiroj9821
    @skfiroj9821 Před 14 dny

    Bakti ta mora gacha sair aktu sajasan din

  • @chinmoybiswas4921
    @chinmoybiswas4921 Před rokem

    CHUKTI POTRO R NOTARY R KI VALUE ACHEA

  • @user-sg2qu1wj1f
    @user-sg2qu1wj1f Před rokem

    দাদা আদিবাসী জমি দীর্ঘদিন ধরে জবড় দখল করে রেখেছে।
    কোন কাগজপত্র নেই কিভাবে পাবো

  • @avijitmondal3477
    @avijitmondal3477 Před rokem

    Barga thakle land sell korte hole ki korte habe please ganan

  • @muhammadsaleh2640
    @muhammadsaleh2640 Před rokem

    স্যার আমার নামে 5 শতক পাট্টা জমি আছে কিন্তু অন্যজন সেখানে জোর করে ঘর করে নিয়েছে এখন কি করা যায় একটু জানাবেন দয়া করে

  • @asimdas6575
    @asimdas6575 Před rokem

    স্যার অার এস পাটা অাছে ২শতক অন্য নামে কিন্তু সম্পুর্ন সারে১০শতক অামরা ঘর বাড়ি অাছে আামাদের কিন্তু ২শতক ভূয়া মালিক দাবি করে অাবার ওয়ারিশন পৌরসভার অভিযোগ করছি বাতিল করে একটা সাটিফিকেট কপি দেয় আমাদেরকে দয়া করে।জানা বেন

  • @amarexpresspurulia
    @amarexpresspurulia Před rokem +2

    আমার দাদুর জমি বাস্তু অন্য লোকে দখল করে আছে ,পুরোটা আমাদের অংশ টা ও দখলে রেখেছে

    • @sisopirulkhan3846
      @sisopirulkhan3846 Před rokem

      আমার প্রশ্ন টা reply করবেন plz আমি দেখতে আসবো কথা হলো আমার দাদু জমি কিনে ছিলো কিন্তু রেকর্ড করে নি শুধু দলিল আছে কিন্তু দাদু এখন মারা গেছে সেটা কি আমার রেকর্ড করতে পারবো

    • @abulkhayer2415
      @abulkhayer2415 Před rokem

      @@sisopirulkhan3846 অবশ্যই রেকর্ড হবে ঐ দাগটা যার নামে রেকর্ড আছে তার থেকে সমস্ত চেন দলিল লাগবে এবং আপনাদের সমস্ত ওয়ারিশা গণ দের ফারাজ কষে সেটা রেকর্ড করা যাবে।

  • @SefaliDutta-qz8kc
    @SefaliDutta-qz8kc Před 3 měsíci +1

    আমি একজন সিনিয়র সিটিযেন

  • @sanirammurmu9446
    @sanirammurmu9446 Před rokem +1

    Krishnamurti mamla koi milllo dada

    • @ourprogress4752
      @ourprogress4752  Před rokem

      Justice জাস্টিস দীপক গুপ্তা ও অনিরুদ্ধ বোস এর এজলাসে মৃত কৃষ্ণমূর্তি বনাম ও.বি নরসিংহ শেট্টি মামলা।

    • @satishchandra6411
      @satishchandra6411 Před rokem

      hi

  • @RittimaGhosh
    @RittimaGhosh Před měsícem

    Taka khaiye sob palte dile ki hobe

  • @abhijitdas5982
    @abhijitdas5982 Před rokem +2

    আপনার ফোনে নং টা ইন বকসে দিন

  • @ApurbaDas-tq7xs
    @ApurbaDas-tq7xs Před 8 měsíci

    আমার পুকুরের একংশ বুজিয়ে বাড়ি করে বসবাস করছে। কোথায় অভিযোগ করবো ?

  • @swapanghosal9174
    @swapanghosal9174 Před 4 měsíci

    আপনার সাথে কন্টাক্ট কি ভাবে করবো

  • @srimantadas8060
    @srimantadas8060 Před rokem

    আমার বাবা অন‍্যের কালা বাড়ি চাষ বাস করতো। সেই মোতাবেক বাবার নামে উক্ত কালা বাড়ি(ভরাটী বাড়ি /জমিন) রেকর্ড হয়েছে। এখনো ও বাবার নামে রেকর্ড আছে। কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমাদের চাষাবাদ করতে দিচ্ছে না। এ ক্ষেত্রে আমাদের কি করনীয় যদি বলেন উপক্রীত হতাম।

  • @gunadharkhotal7444
    @gunadharkhotal7444 Před 4 měsíci

    আপনার সাথে কি ভাবে কোথায় যোগাযোগ করবো? বিশেষ প্রয়োজন। দয়া করে জানাবেন।

  • @rakeshbiswas8622
    @rakeshbiswas8622 Před rokem

    কোনো মৌহরি কেউ ধরবেন না । ৩০ থেকে ৫০ টাকা নেবে সার্টিফাইড কপি পেয়ে যাবেন

  • @ranjitkumarmahanta9175

    স্যার 1932-1950 সালের দলিল কোথাই পাব

  • @nobinobie328
    @nobinobie328 Před rokem

    দাদা আপনার সাথে কথা বলা জাবে আপনার নাম্বাটা দিয়া জাবে আমার দাদুর জমি নিয়ে জামিলায় আছি

  • @sanjibmukherjee704
    @sanjibmukherjee704 Před rokem +1

    ভাই বোনকে deprived করে নিজের নামে রেকর্ড করেছে। কি করবো?

    • @ourprogress4752
      @ourprogress4752  Před rokem

      ফৌজদারি ও দেওয়ানী দুই আদালতে মামলা করা যেতে পারে।

  • @mujafforsk7078
    @mujafforsk7078 Před rokem

    Hi

  • @SefaliDutta-qz8kc
    @SefaliDutta-qz8kc Před 3 měsíci

    দাদা আমার সমপত্তির ব্যাপারে জানতে যদি দয়া করে আপনার ফোন নম্বর বা কি ভাবে যোগা যোগ করতে পারি?

  • @sisirnag618
    @sisirnag618 Před rokem

    Confused

  • @RaghunathMahato-ll3iv
    @RaghunathMahato-ll3iv Před 11 měsíci

    Kena Jami 50 Bachar Dhare EKTANA Chas Kare Aschhi Kintu Ekhan Dekchhi Oi Jamir Kichhu Pariman AnnyerTader DalilltiAmader.ThekeAger Ekhan KARANYIA Ke Name RECORD Haechhe Ebang

  • @souvikghosh1842
    @souvikghosh1842 Před rokem

    খতিয়ান এর সাল কিভাবে জানবো অনলাইনে জানা যাই ?

  • @arifrhodiumshiek8007
    @arifrhodiumshiek8007 Před rokem

    স্যার আমার বাবার দাদুর সম্পতি আমার বাবার নামে আসবে কি

  • @syedanafisha3501
    @syedanafisha3501 Před rokem

    Boner name RS record(ragoto proja bosot) kintu nijer Dada dokhol kore ache sir a bapare kichu bolun