Kichchu Chaini Ami (কিচ্ছু চাইনি আমি) Lyrics | Anirban Bhattacharya | Shah Jahan Regency |

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Song : Kichchu Chaini Ami
    Movie : Shah Jahan Regency
    Singer : Anirban Bhattacharya
    Music : Prasen
    Lyrics : Dipangshu Acharjya
    Directed by : Srijit Mukherji
    Music Label : SVF
    Lyrics :
    কিচ্ছু চাইনি আমি
    আজীবন ভালবাসা ছাড়া,
    আমিও তাদেরই দলে
    বারবার মরে যায় যারা,
    না না কিচ্ছু চাইনি আমি,
    আজীবন ভালবাসা ছাড়া,
    আমিও তাদেরই দলে
    বারবার মরে যায় যারা।
    সময়ের ঘষা লেগে
    শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,
    আমি একা বসে থাকি
    প্রেমিকের অপেক্ষা হয়ে।
    বাতাসে প্রবাদ আর
    আকাশে আদিম ধ্রুবতারা,
    বাতাসে প্রবাদ আর
    আকাশে আদিম ধ্রুবতারা,
    কিচ্ছু চাইনি আমি
    আজীবন ভালবাসা ছাড়া।
    বাসতে বাসতে ভালো
    তোমারি দুহাতে গেছি মরে,
    বাসতে বাসতে ভালো
    তোমারি দুহাতে গেছি মরে,
    আবার এসেছি ফিরে
    নেভা নেভা ছায়াপথ ধরে,
    খুঁজেছি তোমার মুখ
    সমস্ত উপকথা খুলে,
    রাজকুমারীর মায়া
    পৃথিবী যায়নি আজো ভুলে।
    না না কিচ্ছু চাইনি আমি
    আজীবন ভালবাসা ছাড়া,
    আমিও তাদেরই দলে
    বারবার মরে যায় যারা,
    কিচ্ছু চাইনি আমি
    আজীবন ভালবাসা ছাড়া,
    আমিও তাদেরই দলে
    বারবার মরে যায় যারা।
    নীল প্রাসাদের সিঁড়ি
    ঢেকে রাখে ধূসর কুয়াশা,
    বারবার মরে গিয়ে
    আমাদের ফিরে ফিরে আসা।
    দেখেছি তোমার বাড়ি
    নগরের প্রতি বাঁকে বাঁকে,
    দেখেছি তোমার বাড়ি
    নগরের প্রতি বাঁকে বাঁকে,
    চেনা কিশোরীর মত
    আমাকে নানান নামে ডাকে।
    আমাদের পথ চেয়ে
    মানুষেরা দিন গোনে তাই,
    আমাদের পথ চেয়ে
    মানুষেরা দিন গোনে তাই,
    তোমাকে ভাবে যেন
    আজীবন ভালবেসে যাই।
    না, না, কিচ্ছু চাইনি আমি
    আজীবন ভালবাসা ছাড়া,
    আমিও তাদেরই দলে
    বারবার মরে যায় যারা।
    Copyright Disclaimer :
    video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře •