বিসিএস ক্যাডার হতে যেসব বিষয়গুলো পরিহার করতে হবে । গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা !!! BCS Biddabari

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • ✅১০ম থেকে ৪৫ তম BCS সর্বমোট ৩৫ টি পরীক্ষার প্রশ্নোত্তর PDF ডাউনলোড লিংক:
    ln.run/7U9Aer
    ✅প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের সকল পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান ডাউনলোড লিংকঃ ln.run/Kr6_
    ✅১১ থেকে ২০ গ্রেডের সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৩ টি পরীক্ষার সকল প্রশ্নপত্র
    ln.run/Kr6_r
    ✅১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল,স্কুল-০২ ও কলেজ পর্যায়ের সম্পূর্ণ প্রশ্ন সমাধান PDF ডাউনলোড লিংক: ln.run/Va7OS
    ৪৭ ও ৪৮তম বিসিএস-ই হউক আপনার স্বপ্ন পূরণের চূড়ান্ত মাধ্যম‼
    বিসিএস পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলো বুঝতে পারলে যেকোনো বিষয় থেকে এবং যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পড়ালেখা করেই 1st Choice-সহ মেধা তালিকায় নিশ্চিত ক্যাডার হওয়া সম্ভব।
    ✅বিসিএস ক্যাডার হতে কী লাগে❓
    প্রিলিমিনারি বা লিখিত উভয় পরীক্ষাতেই একজন শিক্ষার্থী কোথা থেকে পড়ালেখা করেছে কিংবা রেজাল্ট কি ছিল তা জানার ‍উপায় থাকে না। আর বিসিএস প্রিলি. বা লিখিত পরীক্ষায় নাম্বার বেশি পাওয়া নির্ভর করে ৭ম শ্রেণি থেকে ৯ম-১০ম বা দ্বাদশ শ্রেণির পাঠ্যবই এর উপর। এর সাথে, পরীক্ষার আগের কয়েক মাসের সাম্প্রতিক অতি সামান্য কিছু ধারনা রাখতে হয়। তার মানে , বিসিএস প্রিলি. ও লিখিত পরীক্ষায় ভালো করতে বিশেষ কোন বিশ্ববিদ্যালয়ের জ্ঞান খুব একটা দরকার পড়ে না। এজন্য, একজন প্রার্থী যদি প্রতিদিন নিয়ম করে পড়ালেখা করতে পারে তাহলেই তাকে সঠিক জায়গা গুলোর ধারনা দিয়ে বিসিএস পরীক্ষায় ১ম চয়েজের ক্যাডার বানানো সম্ভব।
    🎯বর্তমান সময়ে বিসিএস প্রার্থীদের শুধু বিসিএস পরীক্ষা নিয়ে পড়ে থাকলেই চলে না, করতে হয় আরও দায়িত্বশীল নানা কাজ। বাস্তবতার কারনে নিয়মিত বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে উপস্থিত হয়ে ক্লাস করে পড়া মনে রাখাও বেশ কঠিন কাজ।
    এক্ষেত্রে, ঘরে বসেই বিসিএস পরীক্ষার মত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার গোছালো প্রস্তুতি নিতে বিদ্যাবাড়ি একটি অভিজ্ঞ ও পরীক্ষিত নাম। গত ৫ বছর ধরে আমাদের এই অনলাইন মাধ্যমে প্রিলি, লিখিত ও ভাইভা কোর্স করে অসংখ্য প্রার্থী বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরি লাভে সফল হয়েছে।
    ৪৭তম বিসিএস পরীক্ষায় একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা এবার নিয়ে এসেছি-
    “৪৭তম বিসিএস স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ-৫”
    🎉৫০% মেগা ছাড়ে ভর্তি চলছে…
    👉প্রস্তুতিমূলক ১ম ক্লাস: ০১ জুলাই, ২০২৪ (রাত ৯ টায়)
    ⭐⭐⭐এই কোর্স যা থাকছে-
    (১) মোট ১৩০টি মেগা লাইভ ক্লাস। যার মধ্যে সলভ ক্লাস- ১০টি; (প্রতিটি Live Class দুই ঘন্টা ব্যাপী)। [এই ক্লাসগুলো Live শেষে ভর্তিকৃত ব্যাচে Record করে দেওয়া হবে। ক্লাসগুলো যখন খুশি টেনে টেনে বারবার দেখা যাবে।]
    (২) মোট পরীক্ষা- ২৮০+টি;
    (i) প্রি ক্লাস টেস্ট- ১২০টি;
    (ii) পোস্ট ক্লাস টেস্ট- ১২০টি;
    (iii) অ্যাসাইনমেন্ট টেস্ট- ২০টি;
    (iv) মাসিক পরীক্ষা- ৬টি;
    (v) সাবজেক্টিভ টেস্ট- ১০টি;
    (vi) মডেল টেস্ট- ৪টি;
    (৩) প্রতিটি ক্লাসের আগে বিগত ক্লাসের উপর একটি 𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞 𝐄𝐱𝐚𝐦 বাধ্যতামূলক দিতে হবে।
    (৪) বাড়িতে পড়ার জন্য সাপ্তাহিক Close Zoom 𝐋𝐢𝐯𝐞 𝐇𝐨𝐦𝐞 𝐀𝐬𝐬𝐢𝐠𝐧𝐦𝐞𝐧𝐭 এবং সে অনুযায়ী 𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞 পরীক্ষা।
    (৫) ১৫-২০ বছরের অভিজ্ঞ সম্মানিত সিনিয়র শিক্ষকদের সাথে Mega Zoom Live Class করার সুযোগ। এর পাশাপাশি বিসিএস ক্যাডার স্যারদের 𝐋𝐢𝐯𝐞 পরামর্শ তো থাকছেই!!!
    (৬) অত্যাধুনিক ও তথ্যসমৃদ্ধ এবং সম্পূর্ণ নতুন আঙ্গিকে রচিত রঙিন লেকচার শিটের 𝐏𝐃𝐅 সম্পূর্ণ ফ্রি। [এই লেকচার শিট গুলো থেকে বিগত বিসিএস পরীক্ষায় ১৪০+ প্রশ্ন কমন এসেছে এবং এই শিটগুলো শুধু ভর্তিকৃত শিক্ষার্থী ব্যতীত বাইরে কোথাও বিক্রি করা হয় না]
    (৭) 𝐒𝐮𝐛𝐣𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐄𝐱𝐚𝐦, 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐌𝐨𝐝𝐞𝐥 𝐄𝐱𝐚𝐦, 𝐆𝐫𝐚𝐧𝐝 𝐅𝐢𝐧𝐚𝐥 𝐌𝐨𝐝𝐞𝐥 𝐄𝐱𝐚𝐦 সহ প্রায় ২৮০টির বেশি পরীক্ষা।
    👉ওরিয়েন্টেশন ক্লাস: ০৯ জুলাই, ২০২৪ (রাত ৯ টায়)
    🟥কোর্স ফি: ৮০০০ টাকা। তবে, এককালীন পেমেন্টে ৫০% বিশেষ ছাড়ে মাত্র ৪ হাজার টাকায় ভর্তি হতে পারবেন। এককালীন পেমেন্ট করতে অসুবিধা হলে প্রথমবার ২ হাজার টাকা এবং কিস্তির মাধ্যমে পরবর্তী ৩ মাসে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সর্বনিম্ন ১০০০ টাকা করে বকেয়া পরিশোধ করতে হবে।
    📌[বি:দ্র: আজ এবং আগামীকালের মধ্যে ভর্তি হলেই পাচ্ছেন পূর্ণাঙ্গ লাইভ কোর্সের মেগা ১০টি রেকর্ডেড ক্লাস সম্পূর্ণ ফ্রি।]
    ☎ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য বা পরামর্শ পেতে এখনই কল/হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন:
    📞0189 60 60 800
    📞0189 60 60 801
    📞0189 60 60 802
    📞0189 60 60 803
    📞0189 60 60 804
    📞0189 60 60 805
    আপনার সফলতার শুরু হোক বিদ্যাবাড়িতেই💯
    বিসিএস ক্যাডার হতে যেসব বিষয়গুলো পরিহার করতে হবে । গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা !!! BCS Biddabari
    #biddabari #allgovtjob #jobpreaparation #bcs
    Follow Our Other's Social Media Account:
    ➤ Facebook Page : / biddabaribcs
    ➤ Visit Our Website : biddabari.com
    ➤ Download Our App : cutt.ly/N8edvmF
    Other's Query.....
    বিসিএস প্রস্তুতি : শূন্য থেকে যেভাবে শুরু করবেন
    How to Start BCS Preparation
    BCS প্রস্তুতি কখন থেকে এবং কিভাবে?
    বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করবো
    Guide to efficiently cracking the BCS
    কোচিং ছাড়া বিসিএস প্রস্তুতি
    অনার্স থেকে বিসিএস প্রস্তুতি
    বিসিএস প্রস্তুতি নিতে কতদিন লাগে
    বিসিএস প্রস্তুতি বই তালিকা
    বিসিএস প্রস্তুতি রুটিন
    ৪৬ তম বিসিএস প্রস্তুতি
    বিসিএস এর জন্য কোন বই ভালো
    অনার্স শেষ করে বিসিএস দেওয়া যায়

Komentáře • 44