I_ visited _the 200-year-old zamindar's house

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা মুড়াপাড়া জমিদার বাড়ি। ইতিহাস বলে 200 বছরের পুরাতন এই জমিদার বাড়ি। যা বর্তমানে এটা ব্যবহৃত হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে।
    মুড়াপাড়া জমিদার বাড়ি (Murapara Jamidar Palace)
    রাজধানী ঢাকার সায়েদাবাদ, গুলিস্থান অথবা যাত্রাবাড়ি থেকে মেঘলা, গ্লোরী, আসিয়ান পরিবহন অথবা নরসিংদী ভৈরবগামী যে কোন বাসে চেপে রূপসী বাসষ্টান্ড অথবা ভুলতা। তারপরে রিকশাযোগে জমিদার বাড়ি। রূপসী বাসস্টেশন থেকে সিএনজি করে ( ২০ টাকা জন প্রতি ভাড়া ) মুড়াপাড়া জমিদার বাড়ি।
    রাজধানীর ডেমরাঘাট হয়ে উত্তর দিকের রাস্তা ধরে মাঝিনা ঘাট পাড় থেকে নৌকায় শীতলক্ষ্যা নদী পার হলেই রূপগঞ্জের এই প্রাচীন ঐতিহ্যের স্মৃতি বিজড়িত কালের সাক্ষী হয়ে আজো দাড়িঁয়ে আছে এই জমিদার বাড়ি।
    আমি মোঃ আজিজুর রহমান
    ভালো লাগে গান শুনতে গল্পের বই পড়তে আর ভালো লাগে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে এবং তার ছবি তোলা এবং ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরতে
    ভালো থাকবেন আল্লাহ হাফেজ

Komentáře • 50