আজমির শরিফ দরগাহ, Ajmer Sharif Dargah

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2023
  • ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত শ্রদ্ধেয় সুফি সাধক মইনুদ্দিন চিশতির সুফি সমাধি (দরগাহ)। মাজারে মইনুদ্দিন চিশতির কবর (মাকবারা) আছে।
    মইনুদ্দিন চিশতী ছিলেন ১৩ এ শতকের একজন সুফি সাধক ও দার্শনিক। সানজার (আধুনিক ইরানের) বা সিজিস্তানে জন্মগ্রহণ করেন,। তিনি বিখ্যাত সুন্নি হাম্বলী পন্ডিত এবং রহস্যবাদী খাজা আবদুল্লাহ আনসারির লেখার দ্বারা ক্রমবর্ধমানভাবে প্রভাবিত হন, যার প্রথম দিকের ইসলামী সাধকদের জীবনের উপর বিখ্যাত কাজ তাবাকাত আল-সুফিয়া, সম্ভবত মইনুদ্দিনের বিশ্বদর্শন গঠনে ভূমিকা রেখেছিল। আজমীরে থাকাকালীনই মইনুদ্দীন একজন ক্যারিশম্যাটিক ও করুণাময় আধ্যাত্মিক প্রচারক ও শিক্ষক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন;

Komentáře • 7