ঘনশ্যাম প্রধানের ব্যবসায় সফলতার গল্প | Ghanshyam Prodhan | Bangla Motivational Video

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2018
  • ⭐👇 আপনিও কি জীবনে বড় স্বপ্ন দেখেন? ⭐👇
    সেই স্বপ্নগুলোকে আপনি সত্যি করতে পারেন নতুন App, Josh Skills-এর সাহায্যে!
    DOWNLOAD APP NOW: joshskills.app.link/LmxW5q2yx8
    এই App-এর মাধ্যমে আপনি বিখ্যাত বিশেষজ্ঞদের থেকে Spoken ইংলিশ, Personality Development, Digital Marketing, Time ম্যানেজমেন্ট-এর মত ৫০ টিরও বেশী কোর্স শিখতে পারেন, তাও কেবলমাত্র mobile recharge-r মূল্যে! 😮
    তাহলে আর দেরি না করে, এখনই এই App-এর সাহায্য নিন, এবং JOSHYTB কুপনের সাহায্যে 10% Discount পান!
    ১৯৭৪ সাল। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, মেদিনীপুরের ছোট একটি গ্রামে খুব দুঃস্থ পরিবারে জন্ম ঘনশ্যাম প্রধানের। কাজের তাগিদে দাদা চলে আসেন শহর কলকাতায়, সংঙ্গে আসে ছোট ঘনশ্যাম। খুব কষ্টের মধ্যে থেকেও,পড়াশোনার আবেগে ভাটা পড়েনি কোনোদিন। প্রাইমারি,
    পেরিয়ে মাধ্যমিক, পেরিয়ে রাতের কলেজে ভর্তি। দিনের বেলা কন্সট্রাকশনের কাজ করে রাতের বেলা পড়াশোনা চালিয়ে গেছেন।
    এরপরে ডে জবে প্যাকার্স এন্ড মুভার্সে -এর কাজ করতে করতে, ইনক্রিমেন্টের প্রত্যাশা খারিজ হওয়ার পর, শুরু করেন পারফেক্ট প্যাকার্স এন্ড মুভার্স। একা হাতে তৈরী করলেন গোটা কোম্পানি। আজ সেই টালির ঘর থেকে শুরু করা উদ্যোগ কোটি টাকার নির্ধারণে দাঁড়িয়েছে।
    "আমরা যে পরিবেশে জন্মগ্রহণ করি না কেন, সেটা আমাদের হাতে থাকে না, কিন্তু তারপরে যা হয় সেটা অনেকটাই আমাদের হাতে; যদি ইচ্ছা থাকে সব পরিবেশই পাল্টানো যায়" -এমনই বার্তা দিয়েছেন ঘনশ্যাম বাবু।
    Losing his father at an early age, Ghanshyam Prodhan was born in deplorable conditions, in a small village in Medinipur West Bengal. He shadowed his brother to Kolkata and got admitted to a Primary school with little did his brother earned at that time. Following that, he never let his zeal die, no matter the strife. From there, He studied secondary, did night college while working as a construction worker, subsequently a delivery boy in Packers and Movers Industry.
    After working hard for years, when his request for appraisal was turned down, he decided to open up his own business, Perfect Packers and Movers. With Rs. 300 capital, he started from scratch and today it stands with the value of around Rs.300 Crore.
    His simple message for the youth of the country is that it is not in our hands in which situation will we be born, but it is within our limit how we will turn that to our advantage.
    জোশ Talks প্রাথমিক ভাবে গল্প বলার একটা প্লাটফর্ম | একটু অন্যরকম গল্প | আমাদের আসে পাশে এরকম প্রচুর মানুষ আছেন যারা তাঁদের নিজেদের ক্ষেত্রে অসাধারণ কাজ করছেন | তারা তাঁদের নিজেদের মতো করে পরিবর্তন আনছেন সমাজে | রাজনীতি থেকে শুরু করে খেলাধুলো ,চলচ্চিত্র, নাটক, সামাজিক কর্মকান্ডে তারা ছাপ ফেলে যাচ্ছেন ক্রমাগত | আমরা তাঁদের গল্প বলতে চাই | সেইসব মানুষদের গল্প যারা সাধারণ হয়েও অসাধারণ ,ভিড়ের মধ্যেও আলাদা |
    যা শুরু হয়েছিল একটা শহরে একটা কনফারেন্স দিয়ে আজ সেটা কুড়ি টারও বেশি শহরে ছড়িয়ে পড়েছে | ১৫ মিলিয়ন দর্শক আজ জোশ Talks এর ভিডিও দেখছে ভারতের বিভিন্ন প্রান্তে এবং বাইরে |
    আমরা প্রতি সপ্তাহে নতুন ভিডিও রিলিজ করি | সাবস্ক্রাইব করুন জোশ Talks চ্যানেলে এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকন প্রেস করুন|
    ➡️জোশ Talks Facebook- / joshtalksbangla

Komentáře • 71