Video není dostupné.
Omlouváme se.

Amin Jore Bola & Imamer Pichhone Sura Fatiha Patkora মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরি

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2018
  • Mufti Nasiruddin Chandpuri Saheb Qitab Khule Khule Dekhalen Imamer Pichhone Sura Fatiha Patkora & Amin Jore Bolar Bepare

Komentáře • 322

  • @moidulmondal1127
    @moidulmondal1127 Před 3 lety +9

    মাশাআল্লাহ মুফতি নাসির উদ্দিন চাঁদপুরী সাহেব আপনার হায়াত হায়াত বাড়িয়ে দিক আল্লাহ

  • @arejinakhatun9089
    @arejinakhatun9089 Před 2 lety +11

    হে আল্লাহ কার ফতোয়া নেব , কিছু বুঝতে পারছি না, আল্লাহ্ তুমি আমাদের কে সঠিক পথে চলার তৌফক দান করো। আমরা তো মূর্খ মানুষ কিছু জানি ও না আর কিছু বুঝি ও না, মাওলানা রাহুল ব্রাদার আর এদিকে আমাদের মওলানা নাসিরউদ্দিন চাঁদপুর সাহেব দুজনে সহি বুখারী শরীফ খুলে প্রমাণ দেখছেন সব কিছুর , আমার মনে হয় এই রকম দুর থেকে তর্ক বিতর্ক না করে এমন একটা মাহফিল হক যেখানে দুই মুজাফের মওলানা এসে সঠিক টা দেখিয়ে দেক আমাদের মত এই মূর্খ মানুষ দের কে,

    • @imamuddink570
      @imamuddink570 Před rokem +3

      Br. rahul একজন সাধারণ মানুষ, সে কোনো আলেম নয়, এরা বুখারী শরীফের মন গড়া ব্যাখ্যা করে থাকে,
      nasiruddin saheb উনি একজন আলেম(জ্ঞানী), ধর্মের কথা নিশ্চয় আমাদের nasiruddin সাহেবের কাছ থেকে নিতে হবে,,কারণ আল্লাহ্‌ বলেন আমাকে যদি কেউ ভয় করার মত ভয় করে তারা হলেন উলামাগন....
      আল্লাহ বলেন... নিজে আলেম হও বা আলমের ছাত্র হও নাহলে আলেম দের সাথে থাকো
      নিশ্চয় আল্লাহ যার সাথে থাকতে বলেছেন তার কথা মানব ইনশাআল্লাহ

    • @mdkausarahmed2502
      @mdkausarahmed2502 Před rokem +1

      বর্তমানে যারা বলে হাদিস মানে তাদের শায়েক অনেক কথা ভিন্ন একেঅপরের সাথে।।।

    • @samsuraliata4907
      @samsuraliata4907 Před rokem +1

      Br Rahul akjon bangla onubad pora lok !! Or joggota ney Qur'an o hadis theke masla bar korar !! O nije nije Hadis bakkha kore jeta hadiser usul er biporit! Hadis bojhar bapare ager boro boro muhaddis gon er comt o tader okkomoter (ijma) thaka sorto !!

    • @mrsbori4046
      @mrsbori4046 Před 3 měsíci

      বোদার রাহুল হল চটি মুফতি সে এবারত পড়তে পারেনা চটি বই থেকে নাম্বার বলে অার চিল্লা চিল্লি করে অথচ মুর্খরা তা বুঝেনা সে হল ফেতনাবাজ

    • @mdRubel-bz2nr
      @mdRubel-bz2nr Před 3 měsíci

      Attached is the signed copy of the signed copy of
      Ttttttttttttttt to get a new one and it 5tttttttttttttt5t55
      55ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5tt5tt5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5ttttt5t5555tt5t5ttlltt 9:42 the same time I don't and I will be there at the same time I don't and I will be there at the same time I 10:24 I will be there at the same time I don't

  • @mdkawsarahmad8814
    @mdkawsarahmad8814 Před rokem +6

    হে আল্লাহ হুজুর কে নেক হায়াত দান করুন।

  • @skinsan161
    @skinsan161 Před 2 měsíci

    আল্লামা নাসির উদ্দিন চাঁদপুরী হাফেজাহুল্লাহ পশ্চিমবাংলার আইকন

  • @topclips529
    @topclips529 Před rokem +2

    আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি,,,আপনার আলোচনা খুবই ভালো লাগে এবং গুরত্ব পূর্ণ আলোচনা করেন,,,

  • @mukhlesurrahaman602
    @mukhlesurrahaman602 Před 4 lety +4

    আল্লাহ তুমি হুজুরের হায়াতকে বাড়িয়ে দাও

  • @irfanbrother3257
    @irfanbrother3257 Před 3 lety +7

    মাশাআল্লাহ এত সুন্দর ভাবে দলিলসহ আমাদেরকে বুঝিয়ে দিলেন , এবং আমরা সকলেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামীন যেন হযরতের প্রতিটি ভিডিও দেখার তৌফিক দান করেন আমিন ,

    • @yousufali9306
      @yousufali9306 Před 2 lety +1

      মাশাল্লাহ। আল্লাহ এই হুজুরের নেক হায়াত দান৷ করুক, আমিন।

  • @md.humayunkabir3792
    @md.humayunkabir3792 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @najimpurkait1189
    @najimpurkait1189 Před 3 lety +3

    1রাকাত বেতের নামাজ বুখারি শরিফ 990

  • @creativeweb9542
    @creativeweb9542 Před 2 lety +1

    MashaAllah... zajakallah khaairan ya sheikh

  • @MdAlom-xy9lk
    @MdAlom-xy9lk Před 6 měsíci

    জর্দা খুর ওয়াজ শুনে কারা

    • @jikirullhaislam5779
      @jikirullhaislam5779 Před 5 měsíci

      তুই গানজাকোর বেয়াদব কুলাংগার আলেম ওলামা বিরদি আহলে কবিছ

  • @najimpurkait1189
    @najimpurkait1189 Před 3 lety +3

    বুকে হাত বাঁধার হাদিস আবু দাউদ শরিফ 759

  • @musafir476
    @musafir476 Před 3 lety +5

    باب مَا جَاءَ فِي الْوِتْرِ
    حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى ‏"‏‏.‏
    وَعَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يُسَلِّمُ بَيْنَ الرَّكْعَةِ وَالرَّكْعَتَيْنِ فِي الْوِتْرِ، حَتَّى يَأْمُرَ بِبَعْضِ حَاجَتِهِ‏.‏
    পরিচ্ছেদঃ ৬২৮. বিতরের বিবরণ।
    ৯৩৭। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট রাতের সালাত (নামায/নামাজ) সম্পর্কে জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের সালাত দু’দু’(রাকা’আত) করে। আর তোমাদের মধ্যে কেউ যদি ফজর হওয়ার আশংকা করে, সে যেন এক রাকা’আত মিলিয়ে সালাত আদায় করে নেয়। আর সে যে সালাত আদায় করল, তা তার জন্য বিতর হয়ে যাবে।
    নাফি (রহঃ) থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বিতর সালাতের এক ও দু’ রাকা’আতের মাঝে সালাম ফিরাতেন। এরপর কাউকে কোন প্রয়োজনীয় কাজের নির্দেশ দিতেন।
    সহীহ বুখরী, ইসলামী ফাউন্ডেন।
    হাদীস ৯৯০,৯৯১।
    বিতর সলাত অধ্যায়।

  • @whitegreen318
    @whitegreen318 Před 6 měsíci

    Mohan Allah jeno haqqani alim der hefajot korun ya Allah amader ke shoytto islamer bedan onujaye cholar tawfik Dan koren Ameen 🇧🇩🙏

  • @mobarakmia853
    @mobarakmia853 Před 2 lety +1

    Masaallah khub valo laglo

  • @torikaymohammadiajindabad7506

    Allah ho akbar kabira Alhamdulillah kacira subhanallah buk rothaw o sila

  • @rofsunjani7015
    @rofsunjani7015 Před rokem +2

    حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ، أَنَّ أَبَا السَّائِبِ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ صَلَّى صَلاَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ ‏"‏ ‏.‏ فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ فَإِنِّي أَكُونُ أَحْيَانًا وَرَاءَ الإِمَامِ ‏.‏ فَغَمَزَ ذِرَاعِي وَقَالَ يَا فَارِسِيُّ اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ ‏.‏
    আবূস সায়িব, আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
    রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি কোন সালাত পড়লো এবং তাতে উম্মুল কুরআন (সূরা ফাতিহা) পড়েনি তার সালাত অসম্পুর্ন। আবূস সাইব (রাঃ) বলেন, আমি বললাম, হে আবূ হুরায়রা! আমি কখনো কখনো ইমামের সাথে সালাত পড়ি। তিনি আমার বাহুতে খোঁচা দিয়ে বলেন, হে ফারিসী! তুমি তা মনে মনে পড়ো। [৮৩৬]
    ফুটনোটঃ
    [৮৩৬] মুসলিম ৩৯৫, তিরমিযী ২৯৫৩, নাসায়ী ৯০৯, আবূ দাঊদ ৮১৯-২১, আহমাদ ৭২৪৯, ৭৭৭৭, ৭৮৪১, ৯২৪৫, ৯৫৮৪, ৯৬১৬, ৯৮৪২, ৯৯৪৬; মুওয়াত্ত্বা মালিক ১৮৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৭৭৯।
    সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৮৩৮
    হাদিসের মান: সহিহ হাদিস

    • @c2khaker604
      @c2khaker604 Před 11 měsíci

      ভাই সালাফি মানহাজ এ সালাত এ মনে মনে পড়ার কোনো সুযোগ নেই

  • @Esodeenerpothe
    @Esodeenerpothe Před 2 lety +5

    আমার প্রিয় শিক্ষক, আল্লাহ আপনার হায়াত দীর্ঘজীবী করুন, আমীন সুম্মা আমীন

  • @JahangirAlam-og4mi
    @JahangirAlam-og4mi Před 2 lety +1

    Mash allah 💖 suban Allah

  • @mdnizam7823
    @mdnizam7823 Před 2 lety +1

    I Love this big Alame

  • @moznusaheb4619
    @moznusaheb4619 Před 4 lety +9

    মহান আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, আর কোরআনের হক কথা বলার তৌফিক দান করে আমিন।

  • @tahiraparvin2786
    @tahiraparvin2786 Před 4 lety +2

    Allah hujur amar vaiyer ostad.allah hujur k susthotar sathe nek hayat dan korun.parokale jannat ul firdaush dan koriben.amin summa amin

  • @rajababuyoutube3238
    @rajababuyoutube3238 Před 6 lety +5

    আলহামদুলিল্লাহ

  • @anarulhaque4205
    @anarulhaque4205 Před 3 lety +7

    বুকে হাত বাধার হাদীস যঈফ হলে হানাফি মাযহাবের মহিলারা কোন হাদীসের ভিত্তিতে বুকে হাত বাধে, জবাব চাই।

    • @aftabuddinlaskar1562
      @aftabuddinlaskar1562 Před 2 lety +1

      রসুল(স:)বলেছেন আমাকে যেমন ভাবে নমাজ পরতে দেখছ তমরা তেমন ভাবে নমাজ পড়বে,

    • @rajumd8782
      @rajumd8782 Před 2 lety

      @@aftabuddinlaskar1562 I'm
      Cc
      Ffffffffffff.m

    • @mrsbori4046
      @mrsbori4046 Před 3 měsíci

      @@aftabuddinlaskar1562 কুত্তার লেজ অার অাহলে খবিস নামের শুয়োর এক কথা

  • @2in1_town
    @2in1_town Před 3 lety +1

    Allah apnake nek hayat dankoruk

  • @MDALAMIN-tq1hw
    @MDALAMIN-tq1hw Před 4 lety +2

    জাযাকাল্লাহ।

  • @Moazzemsardar1
    @Moazzemsardar1 Před 2 lety

    আল্লাহ যেন এনার হেদায়েত দান করেন।

  • @saddamhossain-qs3ok
    @saddamhossain-qs3ok Před 4 lety +32

    আমি একটা জিনিস জানতে চাই, হুজুরের মা, বোন, স্ত্রী ও মেয়েরা কোথায় হাত বেধে নামাজ পরেন? যদি বুকের উপর হাত বাধেন তাহলে উনার মতে এতো দুর্বল হাদিসের উপর আমল করছেন কেন?

  • @shihabentertainment4309
    @shihabentertainment4309 Před 4 lety +3

    হুজুরের কথার সাথে একমত

  • @pigeonracerbd1359
    @pigeonracerbd1359 Před 4 lety

    massallah khub gurrutto ponno alochona

  • @mdazimkhan3231
    @mdazimkhan3231 Před rokem

    সুবহানাল্লাহ

  • @bablu0601
    @bablu0601 Před 4 lety +6

    নাসিৱ উদদিন চাদপুৱী আল্লা তোমাকে হেদাযেত দান-কৰুন আমীন ।তোমাৱ কুৱআন হাদিসেৱ জ্ঞান খুবেই কম

  • @creativeweb9542
    @creativeweb9542 Před 2 lety +1

    Ai bar mujaffor bin Mohsin Koy jaabego?

  • @anarulhaque4205
    @anarulhaque4205 Před 3 lety +9

    আহলেহাদীস আলেমগন আস্তে- জোরে উভয় ভাবে আমিন বলার পক্ষে। কিন্তু বেশীরভাগ হানাফি মাসজিদে আমিন বলে কিনা বুঝাই যায়না।

    • @anamuslim627
      @anamuslim627 Před rokem +1

      bojhar dorkar noi
      bllei hbe

    • @monirulhoque8562
      @monirulhoque8562 Před rokem

      @@anamuslim627 তোমার বোঝার দরকার কি ,যাকে বলেছে ঠিক সে বুঝতে পারে

  • @amenul9370
    @amenul9370 Před rokem +1

    আল্লাহ এদের মতো মুফতী কে হেদায়েত দেন

  • @rofsunjani7015
    @rofsunjani7015 Před rokem +2

    আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
    নাবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি সলাত আদায় করল অথচ তাতে উম্মুল কুরাআন (সূরাহ্‌ ফা-তিহা) পাঠ করেনি তার সলাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হল না। এ কথাটা তিনবার বলেছেন। আবূ হুরায়রা্(রাঃ)-কে জিজ্ঞেস করা হল, আমরা যখন ইমামের পিছনে সলাত আদায় করব তখন কী করব? তিনি বললেন, তোমারা চুপে চুপে তা পড়ে নাও। কেননা আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেনঃ আমার এবং আমার বান্দার মাঝে আমি সলাত কে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। বান্দা যখন বলে, (আরবী) (সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য), আল্লাহ তা’আলা তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে। সে যখন বলে, (আরবি) (তিনি অতিশয় দয়ালু এবং করুণাময়); আল্লাহ তা’আলা বলেনঃ বান্দা আমার প্রশংসা করেছে, গুণগান করেছে। সে যখন বলে, (আরবি) (তিনি বিচার দিনের মালিক); তখন আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। আল্লাহ আরো বলেনঃ বান্দা তার সমস্ত কাজ আমার উপর সমর্পন করেছে। সে যখন বলে, (আরবি) (আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি); তখন আল্লাহ বলেনঃ এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। (এখন) আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। যখন সে বলে, (আরবি) আমাদের সরল-সঠিক পথে পরিচালনা করুন। যেসব লোকদের আপনি নি’আমাত দান করেছেন, তাদের পথে নয় যাদের প্রতি আপনার গযব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, তখন আল্লাহ বলেনঃ এসবই আমার বান্দার জন্যে এবং আমার বান্দার জন্যে রয়েছ সে যা চায়।
    সুফ্‌ইয়ান বলেন, আমি ‘আলা ইবনু ‘আবদুর রহমান ইবনু ইয়া’কূবকে জিজ্ঞেস করলে তিনি আমাকে এ হাদীস বর্ণনা করে শুনান। এ সময় তিনি রোগশয্যায় ছিলেন এবং আমি তাকে দেখতে গিয়াছিলাম। ( ই. ফা. ৭৬২, ই. সে. ৭৭৪)
    সহিহ মুসলিম, হাদিস নং ৭৬৪
    হাদিসের মান: সহিহ হাদিস

  • @maadnan7989
    @maadnan7989 Před 4 lety +5

    হানাফি কেল্লা নামক কিতাব টি কোথায় পাইতে পারি যদি ঠিকানা পাইতাম তাহলে সংগ্রহ করতাম,অথবা আমার ঠিকানায় পাঠানোর নির্দেশ দিতেন, উপকার হতো।

  • @morselimakhon7910
    @morselimakhon7910 Před rokem

    এইসব মৌলানার কথা শুনলে ইমান চলে যাবে।বুখারী হাদীস কোন দিন পড়েনি।

  • @LRI7415
    @LRI7415 Před rokem +1

    মক্কা ও মদীনায় জরে আমিন বলে বুকে হাত বাঁধে??? তাদের কি ফতুয়া দেবেন???

  • @skinsan161
    @skinsan161 Před 2 měsíci

    নাভির নিচে হাত বাধার অনেক অনেক সহিহ হাদিস আছে

  • @rajkhan4341
    @rajkhan4341 Před 4 lety +3

    নাভির নীচের হাত বাধার হাদীস টা দিন।

  • @AliAhmad-hv9ju
    @AliAhmad-hv9ju Před rokem +2

    এই কিতাব টি আমার বিশেষ ভাবে দরকার। কোথায় পাওয়া যাবে?

  • @shaikhnurjamal7452
    @shaikhnurjamal7452 Před rokem

    এই হুজুর কি বেচে আছে

  • @MDAbdullah-ov7nz
    @MDAbdullah-ov7nz Před 3 lety +8

    সহীহ বুখারী হাদিস নং০৭৮০ জুড়ে আমিন আবু দাউদ হাদিস নং ৭৫৯ বুকে হাত বাদার ইমান ফাতেহা আবু দাউদ নং ৭২১ এসপ গেন পাপিষ্ঠ আল্লাহ আপনি সবাইকে বুজার তৌফিক দান করুন

    • @islamicmedia3039
      @islamicmedia3039 Před 2 lety

      তাহলে দম থাকলে ওনার সাথে মোনাজারা একবার বসে দেখাও তোমাদের লা মাযহাবীদের কত আলেম ওনার নাম শুনে আর মোনাজারা তে আসে নাই উনি তো বলল তোমরা কিতাব টাকে দু'কলম লিখে ভুল প্রমাণ করে দেখাও তাহলে বোঝা যাবে তোমাদের ইলম কত আছে আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমীন

    • @abdullahbinsirajul5740
      @abdullahbinsirajul5740 Před 2 lety

      @@islamicmedia3039 ওনাকে বলো কোতাই বসবে

    • @mohammadnabi6595
      @mohammadnabi6595 Před rokem

      বুকে হাত বাধা দলিল সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৭৫৯

    • @mohammadnabi6595
      @mohammadnabi6595 Před rokem

      জুড়ে আমিন দলিল সহীহ বুখারীতে আছে হাদিস নাম্বার ৭৮০,৭৮১,৭৮২

  • @MonirulIslam-ub4hk
    @MonirulIslam-ub4hk Před 3 lety +1

    Nice

  • @Atozislamicgyan
    @Atozislamicgyan Před 4 měsíci

    Huzurer kitab tar nam ki?

  • @kironhassain5513
    @kironhassain5513 Před 4 lety +3

    জসিমউদদীন রাহমানি বাইরে থাকলে বুঝতে ঠেলা 🔝😇😇😇😇😇

  • @mirajulislam157
    @mirajulislam157 Před 2 lety +1

    হুজুর কিয়াম করা কি জায়েজ

  • @muslimvideo2433
    @muslimvideo2433 Před 3 lety +1

    Tahole meyera kothai badhe?

  • @jahikhan8279
    @jahikhan8279 Před 4 lety +1

    Hanafi mohilara kothai hat badhe?

  • @asikulrahamannaskar6242
    @asikulrahamannaskar6242 Před 5 lety +2

    Masha Allah

  • @mirazsk5546
    @mirazsk5546 Před 5 lety +6

    আস সালামু আলাই কুম চাঁদপুরী শুনেন ফাঁকা মাঠে সবাই গোল দিতে পারে । মানুষ কে এইভাবে আর কত দিন গোমরাহী মধ্যে রাখবেন । আল্লাহ তা'আলা একটু ভয় করুণ ।

  • @MdHasem-sz9vf
    @MdHasem-sz9vf Před rokem +1

    হোজের আবার নেকা পরা করতে হবে

  • @comedyiscomedy9873
    @comedyiscomedy9873 Před 2 lety +1

    Hadis nambar 740 sohi bakhari , 102 pista, bohu ache hujur je kosom korche keno uni ki . Ki bolbo buche ashena.

  • @mahmudhasan190
    @mahmudhasan190 Před 2 lety +1

    ওনার সাথে যোগাযোগ করার কোন উপায় আছে ?

  • @mahabubmurshid4688
    @mahabubmurshid4688 Před rokem

    আপনার বইয়ের ভ্রান্ত কথাগুলির জবাব নিশ্চয় পেয়ে গেছেন

  • @musafir476
    @musafir476 Před 3 lety +1

    www.hadithbd.com/hadith/link/?id=70089
    বুকের উপর হাত বাঁধার দলিল।

  • @KuwaitKuwait-hv5to
    @KuwaitKuwait-hv5to Před 7 měsíci

    আমিন সশব্দে আসতে বলা সম্মিলিতভাবে আসতে বলা আওয়াজ এক হতে পারে না। আওয়াজ হয়। কিন্তু বাংলাদেশের মসজিদগুলোতে দেখেছি নিঃশব্দে আমিন বলে। আসতে বলাটাও একটা শব্দ হয়। বা আওয়াজ হয়। নিঃশব্দে বললে সেটা মনে মনে হয়। আল্লাহ সুবহানাতায়ালা সূরা হিজরে ৮৭ নম্বর আয়াতে বলেছেন আমি তোমাকে দিয়েছি পুনঃ পুনঃ আবৃত্ত সপ্ত আয়াত আর মহা কুরআন। সাবা মাসানি মাছানি অর্থ বারবার পঠিত হয় নামাজের মধ্যে বারবার পড়িতে হয়। শেখ নাসির উদ্দিন চাঁদপুরী আল্লাহ সুবাহানাতায়ালা কুরআনুল কারীমে সূরা হিজরে। বারবার সূরা ফাতিহা পড়ার কথা উল্লেখ করেছেন।

  • @MdBillal-db2kz
    @MdBillal-db2kz Před 3 lety +3

    ভাই জানেরা,, এই আলেম যাই বলুক,,আপনারা accept করলে করবেন, আর না করলে plz তাকে গাল মন্দ করবেন না,,,কারন সেও একটা আলেম,আর তাদের অনুসরণ বা সম্মান করেই আমরা জান্নাতের পথচারী হতে পারবো,,, কিন্তু তাদের গাল মন্দ করে সেটা পারা কিন্তু সম্ভব না।। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৈফিক দান করুক আমিন।।।

  • @mw.nesari5846
    @mw.nesari5846 Před 3 lety +1

    Amsr boi dorkar. Kivabe pabo?

  • @Doctorgaming4321
    @Doctorgaming4321 Před 2 lety +1

    Bukhari 791 no hadtih dekhe neben

  • @sotterprotiahoban6445
    @sotterprotiahoban6445 Před 2 lety +1

    বুখারী তে রফালাদাইন টাও মনে পাননি

  • @iqra6324
    @iqra6324 Před 2 lety +1

    Tahole munajat er dua jore koren keno

  • @mdsaddamhossaindewan141

    NICE

  • @torikaymohammadiajindabad7506

    Alhamdulillah alhamdulillah alhamdulillah Hojur

  • @rahimabdur190
    @rahimabdur190 Před rokem

    সাউন্ড ঠিক নয় ।

  • @ajijabdul551
    @ajijabdul551 Před 4 lety +1

    Ami hanfi amibolsi tahole ki nobiji(s)mittha bolse?

  • @mdshofi818
    @mdshofi818 Před 4 lety +1

    حضور آپکا کتاب کس طرح پاونگا

  • @TRTBOYWAZ
    @TRTBOYWAZ Před 2 lety

    হুজুর জেঁ কেতাব রাখতে বললেন কেতাবের নাম টাকি

  • @mdhasiburrahamankhan2579
    @mdhasiburrahamankhan2579 Před 3 lety +1

    হুজুর আপনার ওই বইটির নাম কী ?বইটি কীভাবে পাওয়া যাবে

  • @hdmdch416
    @hdmdch416 Před 3 lety +1

    Rahul brotherer phone kete kano paliyechhilen, bitorko ti akhono internete achhe

    • @ALIMULAMAYOUTUBECHANNEL
      @ALIMULAMAYOUTUBECHANNEL  Před 3 lety

      আপনি মনে হয় ভিডিওটি ভালোভাবে দেখেননি বা শুনেননি , অডিও টি শুনে যেটা মনে হলো রাহুল গণ্ড মুরখের মত তর্ক করে ছে, আর আপনি যদি উনার মত হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝিয়ে লাভলি

  • @anamuslim627
    @anamuslim627 Před rokem

    hanafi fiqah er samne oder kno joggotai nei

  • @saharulgharami3010
    @saharulgharami3010 Před 6 lety +1

    Masaallah

  • @mohammadmonirmohammadmonir7995

    নতুন আমধানি আপনি যাদের বলছেন তারা কিবুঝে হাদিস সম্পর্কে

  • @MijanurRahman-kj6yy
    @MijanurRahman-kj6yy Před 4 lety +4

    হজরতের বইগুলার নাম কি???

  • @adil-molla
    @adil-molla Před 7 měsíci

    পবিত্র কুরআন আল্লাহর রাসূল সাঃ নিকট নাযিল হয়েছিল, কুরআন রসুল সাঃ বেশি বুঝতেন, তাঁর সময় যখন করে আমীন বলা হতো, সূরা ফাতেহা ছাড়া সালাত হয় না যখন তিনি বলছেন, তখন আপনার কথা কিভাবে নেয়া যাবে?

  • @mdkausarahmed2502
    @mdkausarahmed2502 Před rokem

    হুজুর মহিলারা কি বাধে তার একটি হাদিস জানালে উপকৃত হতাম

  • @skmdsalimahammad8695
    @skmdsalimahammad8695 Před 4 lety

    O Allah amader sohonsil sathe sodhik din bujhar taufik Dan koro . A mufti amr samne sodhik din lokaeto kore lok der ak torofa boyan kore

  • @fakrulislam7170
    @fakrulislam7170 Před rokem

    নাসিরুদ্দিন চাঁদ পুরী জি কে আরও পড়াশুনা করতে হবে , এত বড় বক্তা হওয়া সত্ত্বেও মানুষের সামনে এখনো ভুল তথ্য দিচ্ছেন।

  • @mohammademran9860
    @mohammademran9860 Před 3 lety

    Brother, I like you very much. But Amin say silent or loudly, I can not accept your explanation.

  • @monayemsarker3669
    @monayemsarker3669 Před 4 lety

    পরের হাদিস গুলো পড়তে হবে।

  • @nayansha3677
    @nayansha3677 Před 2 lety

    Dr Zakir Naik amin jore bolar jonno bolechen tahole ki uni bhul bolechen ?

  • @sirajuddinpiyada6665
    @sirajuddinpiyada6665 Před 4 lety

    Hujur phone number den meherbani Kore.

  • @sheikhshofiqulislam3235

    মাযহাব কি মানতেই হবে দয়া করে বলবেন হুজুর

    • @sajahansekh2507
      @sajahansekh2507 Před 2 lety

      A hujur to agaaa bolba majab monta hobaa ara to say vondo jara nobir hadis pora aga abu hanifaa

  • @altabhosenaltab8067
    @altabhosenaltab8067 Před 4 lety +2

    তাহলো আপনি হাদিস নাম্বার ব'লে দেন

    • @hosainsk6183
      @hosainsk6183 Před 4 lety

      কোন হাদীসের no lagbe

    • @hosainsk6183
      @hosainsk6183 Před 4 lety

      সালা তুই কানা নাকি দেখতে পাচ্ছিস্না হাদীস খুলে পড়ছে আহলে হাদীসরা তো হাদীস পড়তেই পারে না

  • @munshikamruzzaman3524
    @munshikamruzzaman3524 Před 3 lety +1

    Hanafi alemder kachha saab hadish rahit hoyagachha, ur ahlahadish ra bala eta na maanla ota na manla namaz hoyna, kolkata

  • @MDALAMIN-tq1hw
    @MDALAMIN-tq1hw Před 4 lety +1

    কী সুন্দর আলোচনা!!!

  • @AbbasAli-qw8on
    @AbbasAli-qw8on Před 4 lety

    Salaehudirdalal

  • @skfiroj3265
    @skfiroj3265 Před 2 lety

    ৭৬৪-(৩৮/৩৯৫) ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি সালাত আদায় করল অথচ তাতে উন্মুল কুরআন (সূরাহ ফা-তিহাহ্‌) পাঠ করেনি তার সালাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হল না। এ কথাটা তিনবার বলেছেন। আবূ হুরাইরাহ (রাযিঃ) কে জিজ্ঞেস করা হল, আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করব তখন কী করব? তিনি বললেন, তোমরা চুপে চুপে তা পড়ে নাও। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেনঃ আমার এবং আমার বান্দার মাঝে আমি সালাতকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। বান্দা যখন বলে, الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য), আল্লাহ তা'আলা তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে। সে যখন বলে, الرَّحْمَنِ الرَّحِيمِ‏ (তিনি অতিশয় দয়ালু এবং করুণাময়); আল্লাহ তা'আলা বলেনঃ বান্দা আমার প্রশংসা করেছে, গুণগান করেছে। সে যখন বলে, مَالِكِ يَوْمِ الدِّينِ (তিনি বিচার দিনের মালিক), তখন আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে আল্লাহ আরো বলেনঃ বান্দা তার সমস্ত কাজ আমার উপর সমর্পণ করেছে। সে যখন বলে, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি) তখন আল্লাহ বলেন। এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। (এখন) আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। যখন সে বলে,اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ (আমাদের সরল-সঠিক পথে পরিচালনা করুন। যেসব লোকদের আপনি নি'আমাত দান করেছেন, তাদের পথে নয় যাদের প্রতি আপনার গযব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে; তখন আল্লাহ বলেনঃ এসবই আমার বান্দার জন্যে এবং আমার বান্দার জন্যে রয়েছে সে যা চায়।
    সুফইয়ান বলেন, আমি 'আলা ইবনু আবদুর রহমান ইবনু ইয়াকূবকে জিজ্ঞেস করলে তিনি আমাকে এ হাদীস বর্ণনা করে শুনান। এ সময় তিনি রোগশয্যায় ছিলেন এবং আমি তাকে দেখতে গিয়েছিলাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৭৬২, ইসলামিক সেন্টারঃ ৭৭৪)

  • @sheikhshofiqulislam3235
    @sheikhshofiqulislam3235 Před 2 lety +1

    কোরআন এবং হাদীসে যেগুলো আছে তাই আমরা মেনে চলি অযাতা ঝগড়াঝাটি করে লাভ কি আসেন আমরা সবাই ইসলামের একই পতাকা তোলা 80

  • @alifkhan8657
    @alifkhan8657 Před 4 lety +1

    সুরা ফাতিয়া কি দোয়া নয়?

  • @skborkatulla9290
    @skborkatulla9290 Před 4 lety

    Namajer par duya ta aste korte bolen kuran anusare amin amin kore masjid fatiye dei.akta korben akta korben na eta thik nai

  • @tjgazi2832
    @tjgazi2832 Před 5 lety

    ওলামায়ে কেরাইম

  • @alemran7409
    @alemran7409 Před rokem

    দোয়া গোপনে করার জন্য যদি আমিন আস্তে বলতে হয় তবে ফরজ নামাজের পর মে সম্মিলিত মোনাজাত করা হয় মাইকে /উচ্চস্বরে তাহলে সেটা কিভাবে সঠিক হয়। আপনার দুই ফতোয়া কন্টাডিক্টরি হয়ে গেল না?

  • @muhiminulmaruf8360
    @muhiminulmaruf8360 Před 4 lety +1

    Ore beta Imam Bukhari (Rah) ekta baab/ chapter write korse jae Imam er Sho shobdae amin bola. Sho sobdae amin bola onuchched-111

    • @anamuslim627
      @anamuslim627 Před rokem

      are bador or oi babe te ekta o hadees jore bolar nei amin bolar fozilot bornito hyeche

  • @user-kk8nf4ho3t
    @user-kk8nf4ho3t Před 2 měsíci

    Hozor apnar Maa bay era hat koray bandha

  • @ziaurrahaman3282
    @ziaurrahaman3282 Před 3 lety +2

    মিথ্যা বলে নিজেকেই ধোঁকা দিও না ।

  • @MdIsmail-pd7dd
    @MdIsmail-pd7dd Před 4 lety

    Oltah patah bollen ka hogur.

  • @digitalpagol6399
    @digitalpagol6399 Před 4 lety +2

    কাজ্জাব

  • @user-kk8nf4ho3t
    @user-kk8nf4ho3t Před 2 měsíci

    Mettuk mwlabe