এলামন্ডা ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা ও প্রচুর ফুল পাবার উপায়; Allamanda Flower plant Grow & Care.

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • বন্ধুরা
    উর্বর মাটি তৈরির ভিডিওটির লিঙ্ক দিলাম
    • মাটি কিভাবে তৈরি করবেন...
    তরল সার তৈরির লিঙ্ক হলো
    • বাড়িতেই খুব সহজে তৈরি ...
    নিচের লিঙ্ক এ ক্লিক করে জৈব সার তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই
    • জৈব সার (NPK) বানিয়ে ফ...
    সেরা জৈব পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড বানিয়ে ফেলুন নিচের ভিডিওটি দেখে
    • Organic Pesticide & Fu...
    সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের লিঙ্ক হলো
    www.facebook.c...

Komentáře • 312

  • @dolonmukhopadhyay8994
    @dolonmukhopadhyay8994 Před 3 lety +4

    অসম্ভব ভালো টিপস আমাদের সকলের জন্য।অসংখ্য ধন্যবাদ👍👍

  • @jharnadas3762
    @jharnadas3762 Před 3 lety +4

    দাদা আপনার এই ভিডিও থেকে অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছি আমি নতুন বাগান করছি ধন্যবাদ দাদা

  • @nilmonibetal9351
    @nilmonibetal9351 Před 3 lety +3

    অসাধারণ বিবরণ। , খুব ভালো লাগলো , এরপর গাছ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই তারাও খুব ভালো ভাবে গাছ করতে পারবে। ধন্যবাদ , আপনি ভালো থাকুন ।

  • @ashokghosh8809
    @ashokghosh8809 Před 3 lety +4

    রাজু ভাই খুব সুন্দর টিপস দিয়েছেন এবং ভিডিওটা খুব ভালো হয়েছে

  • @MithuChanda-gk6en
    @MithuChanda-gk6en Před rokem +2

    দাদা আপনি নিশ্চয় একজন সৎসঙ্গী। 🙏জয়গুরু

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      হ্যাঁ
      জয়গুরু
      বন্দে পুরুষোত্তমম

  • @abirasinha2415
    @abirasinha2415 Před rokem +1

    খুব উপকারী তথ্য কিছু জানা গেলো। অনেক ধন্যবাদ

  • @biyasghosh3187
    @biyasghosh3187 Před 3 lety +3

    আপনি আমার থেকে অনেকটা ই বয়সে ছোট, তবুও ভাইয়া আপনি আজ থেকে আমার Friend, philosopher and guide.ভাল থাকবেন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      Biyas দাদা
      কি সুন্দর ভাবে আপনি আমাকে আপন করে নিলেন। আমি গর্বিত হলাম আপনার স্নেহ সুধায়।
      এভাবেই যেন জীবনের সকল মুহূর্তে আপনাকে পাশে পাই। আমার আন্তরিক শ্রদ্ধা নেবেন। শুভকামনা নিরন্তর।

  • @krishomanus5220
    @krishomanus5220 Před 3 lety +2

    ভালো হয়েছে ভিডিও টা ভাই জান
    🌹🌹🌹🥀🥀🌹🌷🌷🌷🌹🌹🌹🥀🌹🌹
    কৃষি ও মানুষ চেনেলের পখ থেকে ধন্যবাদ

  • @babitamondal7520
    @babitamondal7520 Před rokem +2

    অনেক বার দেখলাম ভাই
    খুব ভালো লাগে

  • @lndranilmaity4882
    @lndranilmaity4882 Před 3 lety +4

    ভিডিওটা দেখে খুব দারুণ লাগলো। ❤️

    • @Zupp20000
      @Zupp20000 Před 2 lety

      Apni je fertiliser dite bollen ta alamunda chara onno gache jemon jaba champak etc gache deoya jabe.

  • @banineogi6467
    @banineogi6467 Před 3 lety +2

    Khub bhalo bhabe amader bujiyechen ei bhabe amader prosikhon karun 👌

  • @ManjuDutta-lq7qz
    @ManjuDutta-lq7qz Před rokem +3

    Valo laglo many thanks

  • @miragupta4297
    @miragupta4297 Před 2 lety +2

    ami mugdho, ato sundar gach dekhe anonde chokhe jol eshe galo, tomake dhonyobad.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 lety

      আমার প্রণতি গ্রহণ করবেন দিদি।
      পারলে অ্যালামুণ্ড ফুলের গাছ ছাদে লাগিয়ে নিন।
      পাশে আছি সবসময়।

  • @pgrocks10
    @pgrocks10 Před 3 lety +4

    Khub Bhalo laglo dada

  • @paramitabanerjee581
    @paramitabanerjee581 Před 3 lety +2

    Ami bipul der dokane giyechilam khub upokrito hoyechi . Thank you bhai

  • @phanibhushandebnath7561
    @phanibhushandebnath7561 Před 3 lety +4

    খুব ভাল লাগল। ধন্যবাদ

  • @bisakhapramanik2138
    @bisakhapramanik2138 Před rokem +2

    Kub valo laglo

  • @sumandatta8078
    @sumandatta8078 Před 3 lety +3

    দারুণ। এক কথায় অসাধারণ।

  • @kaberikundu7634
    @kaberikundu7634 Před rokem +3

    ভাই আপনার সব গাছের ফুল ই মুগ্ধ হয়ে দেখার মতন.. ❤

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem +1

      অনুপ্রেরণা পেলাম খুব।
      পাশে আছি গাছের যেকোন সমস্যায়।

    • @kaberikundu7634
      @kaberikundu7634 Před rokem

      @@sadherchhadbagan thank you

  • @soumyaparial1657
    @soumyaparial1657 Před 2 lety +2

    Khub valo laglo... Dada.. Thanks🙏

  • @nonigopalgoswami2785
    @nonigopalgoswami2785 Před rokem

    অনেক সুন্দর, ভালো ই লাগল। ধন্যবাদ

  • @THEGAMERBOYT.G.B.J
    @THEGAMERBOYT.G.B.J Před rokem +2

    ভালো লাগলো, ধন্যবাদ

  • @ramadeb5033
    @ramadeb5033 Před 2 lety +1

    খুব ভালো লাগলো ভিডিও টা

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 lety

      আন্তরিক ধন্যবাদ।
      পাশে থাকবেন।

  • @bijayabiswas7704
    @bijayabiswas7704 Před 3 lety +1

    খুব ভালো লাগলো ভিডিও টি ৷

  • @sutapabanerjee4058
    @sutapabanerjee4058 Před 3 lety

    কি অপূর্ব আপনার গাছের ফুলগুলো !

  • @bandanachakraborty1827
    @bandanachakraborty1827 Před 3 lety +2

    Baah khub sundor Flower.... Apurbo 👌😮😍❤️ Thanks for Sharing your knowledge 🙏🙏👌

  • @krlshnatallor3049
    @krlshnatallor3049 Před 3 lety +2

    দাদা খুব ভালো লাগলো

  • @nibeditakundu8556
    @nibeditakundu8556 Před 3 lety +1

    খুব ভালো লাগলো, আমার দুটো alamonda গাছ আছে। লতানো গাছটিতে ফুল আসলেও, ছোটো alamonda গাছটিতে ফুল আসছে না, চারা গাছ কেনার সময় গাছটিতে ফুল ছিল, চার মাস হয় এনেছি..... গাছটি অনেক টা লম্বা ।গাছের পাতার রং একটু সাদাটে, সবুজ টা কমে গেছে। কি করবো? এখনকি ফুল আর আসবে?

  • @ratnadas3197
    @ratnadas3197 Před rokem +1

    খুব ভালো লাগলো

  • @malabikabhattacharjee8370

    ভিডিও টা পেয়ে খুব উপকার হলো ।কদিন আগে একটি এলামন্ডা গাছ উপহার পেয়েছি।অনেক ধন্যবাদ ভাই আপনাকে ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      খুব ভালো লাগলো আপনার Comments পেয়ে।
      আমার তরফ থেকে আপনাকে ও আপনার পরিবারকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। করোনা আবহে, নিজে ভালো থাকুন এবং অপরকে সুস্থ রাখুন মালবিকা দিদি।

  • @rinadey6671
    @rinadey6671 Před 3 lety +1

    রাজু ভাই, দারুন দারুন। এই মুহূর্তে আমার একটু জানার প্রয়োজন ছিলো। সব জেনে গেলাম। দারুন উপকৃত হলাম। অজস্র ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো। শুভ রাত্রি।।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      আন্তরিক শুভকামনা রিনা দি।
      অনেক অনুপ্রেরণা পেলাম।
      সঙ্গে থাকবেন এভাবেই।
      আলামুন্ডা ভীষণ সুন্দর একটা ফুল, একটুযত্নে এটা দারুন সুন্দর হয়।

  • @babitamondal7520
    @babitamondal7520 Před 2 lety +1

    দারুন সুন্দর ভিডিও ভাই।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 lety

      ধন্যবাদ আপনাকে ববিতা দি।

  • @rajatdutta9572
    @rajatdutta9572 Před 3 lety

    খুব ভাল ভিডিও হয়েছে। নতুন জিনিষ শিখলাম। ভগবানের কাছে পার্থনা করি সুস্থ থাকুন আর এরকম নতুন নতুন জিনিষ পরিবেশন করুন। আমি বা আমরা সবসময় সাথে আছি।

  • @santanubanerjee3327
    @santanubanerjee3327 Před 2 lety +1

    অপূর্ব বর্ণনা। সমৃদ্ধ হলাম।ভাল থাকুন রাজু ভাই

  • @taniaghosh9178
    @taniaghosh9178 Před 3 lety +1

    Amar duto gach kena ache ekhon bosano hoini. Jak valo hoyeche. Khub upokar hobe ai information gulo

  • @deniladri1
    @deniladri1 Před 2 lety +1

    খুব সুন্দর।

  • @surabhimukherjee2142
    @surabhimukherjee2142 Před 3 lety

    খুব ভালো লাগলো। খুব লোভী করে তুলল

  • @dipalisingha160
    @dipalisingha160 Před rokem +1

    To care of the all plants to thanks

  • @ParadiseGardenArt
    @ParadiseGardenArt Před 3 lety +2

    ভীষণ সুন্দর ☘️

  • @manjusharmasom5733
    @manjusharmasom5733 Před 3 lety

    Darun.....aapnar kachhe akta notun ronger ful dekhlam

  • @tanuhalder6784
    @tanuhalder6784 Před 3 lety +1

    অসংখ্য ধন্যবাদ

  • @sushmitachakraborty8062

    Raju vai aylamunda gach ki akhon bsabo ar rngan ful gacher akta vidio krun vidio ti khub valo hoyeche

  • @prantikroy8394
    @prantikroy8394 Před 3 lety +1

    খুব ভাল নাগেছে।আমি নতুন চাঁদ বগানী

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      আপনি নতুন ছাদ বাগানি?
      আপনাকে শুভেচ্ছা।

  • @satyajitchatterjee3713
    @satyajitchatterjee3713 Před 3 lety +3

    Apnar Uposthapona sottii Osadharon. Apni j bhabe dekhalen Sotti onoboddo. Alamonda gacher onekguli videor moddhye eti Best laaglo amar kache. Thanks Dada, Pashe thakben..r amader gach korte suggestion diye help korben ei asha rakhi.. Thanks Again.

  • @amitghosh4991
    @amitghosh4991 Před 2 lety +1

    খুব সুন্দর

  • @pratimadatta7928
    @pratimadatta7928 Před rokem +1

    Daroon লাগলো

  • @jayantikadutta7035
    @jayantikadutta7035 Před 3 lety +1

    Darun laglo Dada

  • @sujatapatra5459
    @sujatapatra5459 Před 11 měsíci +1

    মিনিয়েচার এলামুণ্ডা গাছের কিভাবে পরিচর্যা করবো এবং কি খাবার দেবো, ও কতদিন অন্তর দেবো যদি একটু বলেন তাহলে খুব উপকৃত হব রাজু ভাই।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 11 měsíci

      Alamunda ফুলের ছোট ও বড় ভ্যারাইটির
      একই পরিচর্যা।
      এই ভিডিওটি দেখে করুন।

  • @archanasom1606
    @archanasom1606 Před 3 lety +1

    রাজু ,ভিডিও ভালো লাগছে।
    এবার একটা শুধু কথা আপনাকে জানাই― মানুষের ভুল হতেই পারে কিন্তু ভুলটা সংশোধন করা বোধহয় ভালোমানুষের পরিচয় দেয় ভাই।
    আমি আপনার ভিডিও র ভক্ত।

  • @milisarkar1554
    @milisarkar1554 Před 3 lety +1

    Khub bhalo laglo 🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      আন্তরিক ধন্যবাদ দিদি।
      খুবই ভালো লাগলো আপনার মন্তব্য।
      অনেক অনুপ্রেরণা পেলাম। সঙ্গে থাকবেন *সাধের ছাদ বাগান* এর।
      শুভকামনা নিরন্তর।

    • @aparajitabhowmic6828
      @aparajitabhowmic6828 Před 3 lety

      Thanks

  • @mousumimukherjee4375
    @mousumimukherjee4375 Před 3 lety +5

    ভাল লাগল। লাল এলামন্দা দেখিনি কখনো।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      ধন্যবাদ
      যেকোন নার্সারিতেই পাবেন।

  • @Bijon889
    @Bijon889 Před 3 lety +2

    রাজুভাই,আমি আপনার দেওয়া ভিডিও থেকে সিনেরেরিয়া ফুল সম্পর্কে আগ্রহী হয়ে অনলাইনে বীজ আনিয়ে একটি পাত্রে ছড়িয়েছি।কুড়িদিন হয়ে গেল,এখনো বেরোয়নি।পাত্রটি ছায়ায় রেখেছি,কিভাবে এগুলি অঙ্কুরিত হবে,কিছু বলেদিন pls

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      শুভ বিজয়া দিদি।
      কি বলি বলুন তো??
      Online এ বীজ সবসময় ভালো হবে তার কোনো মানে নেই।
      আপনি এক কাজ করুন।
      অর্ধেক Dispirin ট্যাবলেট এক গ্লাস জলে মিশিয়ে সেটা স্প্রে করে দিন ওই মিডিয়ায় উপর।
      মানে যেখানে বীজ লাগিয়েছেন।
      যদি তাতেও অঙ্করোদগম না হয়, তাহলে আর হবে না।

  • @tanniroy7789
    @tanniroy7789 Před 3 lety

    খুব ভালো লাগলো ভিডিও টি। খুব সুন্দর করে বুঝিয়েছেন। আমার একটা প্রশ্ন আছে । আমার alamonda গাছ এর নতুন যে ডাল বেরোচ্ছে তার একদম কচি পাতা গুলো ব্রাউন হোয়ে যাচ্ছে । ,আর বৃষ্টি জন্য মনে হয় কুড়ি ঝরে গেছে। কি করলে পাতা গুলো আর ব্রাউন হবে না বলে খুব উপকৃত হব

  • @aradhyaroy1584
    @aradhyaroy1584 Před 3 lety +1

    Dada amar alamunda gachta August e kine enechilam.tarpor onekdin flower howar pore ekhon flower hochhe na.ei winter e kibhabe care korbo?jodi ektu bolen.

  • @tapasbhattacharyya8112
    @tapasbhattacharyya8112 Před 3 lety +1

    ভাই খুব ভালো লাগল। লাল এলামন্ডা দিলে কৃতজ্ঞ থাকবো।" ধন্যবাদ" ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      কোথায় থাকেন আপনি তাপস দা?

  • @mousumiash3449
    @mousumiash3449 Před 2 lety

    অপূর্ব

  • @sujatapatra5459
    @sujatapatra5459 Před měsícem +1

    আমার এলামুন্ডা গাছে একদম কুঁড়ি আসছেনা আর ফুলো হচ্ছেনা কি খাবার দেবো এবং কতদিন ছাড়া দেবো একটু যদি বলেদাও তাহলে খুব উপকৃত হব।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před měsícem

      NPK 0-52-34
      5গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন সপ্তাহে একবার করে।
      তাহলেই প্রচুর ফুল পেয়ে যাবেন।

  • @prodipsarkar7991
    @prodipsarkar7991 Před rokem +2

    দাদা ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না কারণ আপনি তার থেকেও অনেক বেশি পাবার যোগ্য। নতুন নতুন গাছ কিনি আর আপনার ভিডিও দেখে প্রতিস্থাপন করি। গাছ কেনার সময় কোন চিন্তাই করিনা আমি জানি দাদা আমার সঙ্গে আছে 🙏🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      সব সময়ই পাশে আছি প্রদীপ দা।
      সময়ের অভাবে অনেক সময় উওর দিতে বিলম্ব হয়ে যায়।
      রোজ রাতে ঘুমাতে যাবার আগে প্রায় 300 থেকে 350 টা মেসেজ এর উত্তর দিতে হয়।
      যদি কখনো উত্তর দিতে বিলম্ব হয়, তাহলে অনুগ্রহ করে, নতুন কমেন্টস এ প্রশ্ন টা আবার জানাবেন plz...

    • @prodipsarkar7991
      @prodipsarkar7991 Před rokem

      @@sadherchhadbagan আমিও সকালে ও রাতে ট্রেনে, বাসে বসে আপনার ভিডিও দেখি অর্থাত অসন্তোষ প্রকাশ করার মত কোন জায়গা নেই।

  • @sanumajumder1781
    @sanumajumder1781 Před 2 lety +1

    Great

  • @babitamondal7520
    @babitamondal7520 Před 2 lety

    বারবার দেখি ভাই

  • @jhumamukherjee7298
    @jhumamukherjee7298 Před 2 lety +1

    দাদা আমার অলকানন্দা গাছ আছে এক বছর হয়ে গেছে গাছটি তে ফুল ফুটেছে না কেন একটু জানাবেন কি সার দেব।

  • @sonaliadhikary9192
    @sonaliadhikary9192 Před 3 lety +1

    নতুন আলামন্দা গাছ তৈরি করবো কোন সময়ে? একটু জানাবেন দাদা।আমি আপনার channel এর একজন সাবস্ক্রাইবার।আপনার viedeo খুব ই informative। আমার বাড়িতে একটি হলুদ alamonda গাছ আছে। কিন্তু ফুল ছোট হয়, কি করলে ফুলের আকার বড় হবে, দয়া করে জানাবেন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      সোনালী দি
      আলামুন্ডা গাছের ডাল কেটে বসালেই হয়ে যায়।
      বর্ষাকাল আদর্শ সময়। ফেব্রুয়ারিতেও করতে পারেন।
      NPK 13 0 45
      5 গ্রাম, 1 লিটার জলে গুলে স্প্রে করে দিন দেখবেন ফুল ফলের Size বড় হবে।

  • @jyotsnabegam3376
    @jyotsnabegam3376 Před 3 lety +1

    দাদা, এটি আমার প্রিয় ফুলের একটি। দারুণ লাগলো। কিন্তু আমার এখানে ভালো ধরনের এলামুন্ডা পাচ্ছি না।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety +1

      কোথায় থাকেন আপনি দিদি?
      কাছাকাছি থাকলে, আমি দিতে পারতাম।

  • @tapasnandi920
    @tapasnandi920 Před 3 lety +2

    Dada amar bagne last year theke ful hoche na pruning karar por jhakra hoche kintu ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety +1

      গাছের গোড়ায় 1 চামচ সুপার ফসফেট ও হাফ চামচ পটাশ সার প্রতি 10 দিন পর পর দিন। 1 মাস দিলেই ফলাফল পাবেন।

  • @pravatidas743
    @pravatidas743 Před 8 měsíci

    রাজু ভাই লাল এলামুন্ডা গাছ কোথায় থেকে কিনেছো বলবে ভাই?অনেক জায়গাতে খুঁজেছি পাইনি।

  • @rekhapaultalukder9294
    @rekhapaultalukder9294 Před 3 lety +1

    Thank u dada🙏🙏🙏

  • @senkajal882
    @senkajal882 Před 3 lety +2

    NPK which you suggest for Allamonda for flowering. Can I use for joba and shol padmo? Plz ur suggestions.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      Yes
      You may used it for hibiscuss along with others plant like Sthal padma and others...

  • @indranighosh4534
    @indranighosh4534 Před 3 lety +1

    Ami 1jon notun bagani 1week agge 1ta Alamonda gach enechi kintu tobe bosaini , vermi compost pachina gobor sar debo ki pls help

    • @Bulbuli_
      @Bulbuli_ Před 3 lety +1

      যেকোনো কম্পোস্ট সার দিন। আর বাগানের সমস্ত গাছের জন্যে একটা মিশ্র সার তৈরি করে রাখুন। মাসে দুবার যেকোনো তরল জৈব সার দিন। নিমতেল, ছত্রাকনাশক স্প্রে করুন মাসে একদফা। আপনার সব গাছ সুস্থ সতেজ থাকবে।

  • @ankanbhattacharjee7777
    @ankanbhattacharjee7777 Před 3 lety +1

    Khub upokar ho lo. Elamonada gach ache amar kintu fool hochilo na. Ebar dekhi apnar kotha moto kaj hoy kina.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      অনেক ফুল পাবেন।
      স্টেপ গুলো একটু ফলো করুন প্লিজ।

  • @krishnadutta5914
    @krishnadutta5914 Před 8 měsíci

    December January te Allamonda gacher ki bhabe poricharja korbo

  • @syedalifarhad6034
    @syedalifarhad6034 Před 3 lety +1

    Dada almonda gach a cutting ta ki uper er dal kete korbo, amer yellow almonda gach er pata nich theke holud hoi jacche, ki korbo, pls reply

  • @sampaghosh1884
    @sampaghosh1884 Před 3 lety +1

    Khub bhalo laglo dada....jodi uttor dan tahole kichu prosno korbo....

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      করুন দিদি।
      যেটুকু পারবো হেল্প করবো।

    • @sampaghosh1884
      @sampaghosh1884 Před 3 lety +1

      আমার ১৫/১৮ মতো জবা ফুলের গাছ আছে। এছাড়া ও অন্য প্রচুর গাছ আছে। কিন্তু এই বছর কেন জানি না, খুব white fly er উপদ্রব হয়েছিল।আমি সবসময় ই নিম তেল ব্যাবহার করি। কিন্তু কোনভাবেই প্রতিকার না করতে পেরে,নানান রাসায়নিক স্প্রে করতে হয়েছে।white flyচলে গেছে, কিন্তু অমন সুন্দর ভরা ভরা ফুলের গাছ গুলো আর ফুল দিচ্ছেনা। কুঁড়ি ঝরে যাচ্ছে,পাতা শুকিয়ে পুড়ে যাচ্ছে। এমন কি গাছ গুলো বার ও কমে গেছে।
      সামনে বর্ষা কাল,এই সময় প্রচুর ফুল দেবার কথা।
      কি পরিচর্যা করলে আমি আবার গড় আগের মত ফুল পাবো ???? অগ্রিম শুভেচ্ছা ও ধন্যবাদ।🙏🙏🙏🙏

    • @sampaghosh1884
      @sampaghosh1884 Před 3 lety +1

      আমার ছাদ বাগানে ১৮/২০টি জবা সহ প্রচুর ফুল গাছ আছে।alamonda ও আছে ৩ রকমের। প্রচুর ফুল পেতাম। কিন্তু কি কারণে বুঝলাম না গত বছরের শেষের দিকে white fly এর উপদ্রবে অস্থির অবস্থা। nim oil sprey করি আমি। কিন্তু কিছু তেই তাড়াতে না পেরে রাসায়নিক ব্যাবহার করতে হল।শেষ পর্যন্ত পোকা গেল। কিন্তু গাছের অবস্থা শোচনীয়। কুঁড়ি ঝরে যাচ্ছে, পাতাগুলো নৌকা র মতো হয়ে গেছে। গাছ যেন স্থবির হয়ে গেছে।ফুলে ভরা গাছগুলো যেন হাসতেই ভুলে গেছে।
      সামনেই বর্ষা আসতে চলেছে।কি করলে আবার গাছ ভরা ফুল পাবো???
      অগ্রিম শুভেচ্ছা ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।🙏🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      White fly বা সাদা মাছি খুবই ভয়ানক একটি পোকা।
      এটি চলে যাবার পরেও, গাছ বহুক্ষেত্রে মারা গেছে।
      আপনি যেকোন fungicide (SAAF) powder 2 গ্রাম ও ব্যাকটেরিয়া সাইড ( Plantomycin) 1 গ্রাম 1 লিটার জলে গুলে সপ্তাহে 1 বার করে স্প্রে করুন।
      এর চারদিন পর NPK 20 20 20
      5 গ্রাম 1 লিটার জলে গুলে সপ্তাহে 1 বার করে স্প্রে করুন।
      রোদ্দুর উঠলে প্রচন্ড রোদ্দুর এ দেবেন না।
      NPK স্প্রে করার চারদিন পর 1 ml
      KAKA pesticide 1 লিটার জলে গুলে স্প্রে করবেন।
      অসুবিধা হলে WA এ গাছের ছবি সহ পোস্ট করুন।
      09874066457 আমার নাম্বার।

    • @sampaghosh1884
      @sampaghosh1884 Před 3 lety +1

      Thank you dada...... আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি খুবই আনন্দিত হলাম।আপনি যেমন বলেছেন, আমি চেষ্টা করব।তবে আমার কাছে NPK 19 19 19 আছে।২০২০২০ নেই।
      আমি কি 19 19 19 ব্যাবহার
      করতে পারি ??

  • @bisakhapramanik2138
    @bisakhapramanik2138 Před rokem

    Achha jodi dal kete jole dubie rakhi tahole ki sekor gojabe?

  • @Krishnapal934
    @Krishnapal934 Před 3 lety +1

    Amar almonda gacher pata holud hoye jache ..ki korle thik hobe

  • @banani2987
    @banani2987 Před 3 lety +2

    বর্ষার সময় কি একটা বড় টবে 12" টবে পাঁচ ছয়টা ডাল কাটিং করে বসালে শেকড় বেড়োবে? গাছ হবে? পাঁচ গ্রাম মাপটা কোন চামচে কতটা হবে?

    • @pronatisaha8033
      @pronatisaha8033 Před 3 lety +1

      খুব ভালো লাগছে

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety +1

      বনানী দি
      অবশ্যই বেরোবে।
      আলামুন্ডা গাছ ডাল থেকেই হয়।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety +1

      ধন্যবাদ প্রণতি দি।

  • @sipramondal6484
    @sipramondal6484 Před rokem +1

    Dada amarAlamunda phulgachhta khub. lamba haye. Gechhe tahale akhan falguni. Kete debo ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      czcams.com/video/Qf4rWvv2P9w/video.html
      এই ভিডিওটি দেখে,
      গাছে মিশ্র জৈব সার দিয়ে দিন।
      তারপর February মাসে প্রুনিং করে দিন।
      প্রচুর পাতা ও ডাল পাবেন।
      ফুলে ফুলে ভরে উঠবে গাছ।
      কথা দিলাম।

  • @sujatapatra5459
    @sujatapatra5459 Před 11 měsíci +1

    আমার অপরাজিতা গাছে একদম ফুল আসছেনা কুঁড়ি এসেছে অনেক কিন্তু ফুল আসছেনা একদম এবং এলামুণ্ডা গাছেতো একটা কুড়িও আসেনি, কি করলে এলামুণ্ডা ও অপরাজিতা গাছে ফুল আসবে?..আর করবি গাছে কি খাবার দেবো। আমি কিন্ত ফ্ল্যাটে থাকি আমার ব্যালকনিতে সব গাছ আছে। একটু যদি বলো ভাই তাহলে খুব উপকার হয়।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 11 měsíci

      Alamunda গাছের পরিচর্যা ঠিক যেভাবে বলেছি এই ভিডিওটিতে সেভাবেই করুন।
      অপরাজিতা গাছের গোঁড়ায় 1 চামচ হাড়ের গুঁড়ো দিন ফুল পাবেন প্রচুর।

  • @anupompaul3606
    @anupompaul3606 Před rokem

    amar allamonda gach ti porshu tobe lagia chilam.kintu aj dekchi pata gulo holud hoye pore jache ki korbo jodi bolen.

  • @sujitdey7064
    @sujitdey7064 Před rokem +1

    আমার একটি হলুদ আ্যলামুন্ডা হবে বসিয়েছি।আর একটা বেগুনি রঙের গাছ তবে বেগুনি রঙের যেটা ফুল আসছে না কি সার দেবো। আমি দিদি এই ফুলের রং টা তোমার মতো সুন্দর কি সুন্দর মিষ্টি কালার।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      একই পরিচর্যা করুন।
      কালার নানা রকম হলেও যেহেতু গোত্র এক তাই পরিচর্যাও একই হবে।
      কয়েকদিন অপেক্ষা করতে হবে, নিশ্চয়ই ফুল আসবে।

  • @indranildas2117
    @indranildas2117 Před 3 lety +2

    রাজু দা, বলছি খাবার দেবো না ঠিক আছে।
    তবে, মাসে একবার করে যে এগ্ৰোমিন গোল্ড ও মিরাকুলান দিচ্ছিলাম, সেটাও বন্ধ করে দেবো ???

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety +1

      শুধু
      পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড দিতে হবে নিয়ম করে।
      বাকি সব বাদ।
      গাছটির খিদে বাড়লে, পরের বছর খাবার খাওয়া মাত্র ডাল পাতা মেলে দেবে।

    • @indranildas2117
      @indranildas2117 Před 3 lety

      @@sadherchhadbagan অনেক ধন্যবাদ জানাই 🌹🙏।
      এভাবেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও আপলোড করে দর্শকদের সমৃদ্ধ করো।

  • @sudiptamondal8941
    @sudiptamondal8941 Před 3 lety +1

    আমার ২০ লিটার জারে অনেক বড় গাছ আছে কিন্তু ফুল হয় না। দা দা

  • @subhosrisom4895
    @subhosrisom4895 Před rokem +1

    Amar gachher erakom kichhu dal Tobe lagano chhilo gato bochhor,ami saaf lagiye rekhechhilam,kata dal e

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      আপনার গাছের ডালে Die Back হয়েছে।
      Saaf এ কাজ হবে না।
      মেটালাক্সিল আর ম্যানকোজেব সমৃদ্ধ fungicide (TATA mastar) দিন।
      2.5 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন সপ্তাহে একবার।

  • @malabanerjee4537
    @malabanerjee4537 Před 3 lety +1

    tomar bojhano khub sundor.akhne oi duto co
    lo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      আন্তরিক ধন্যবাদ মালা দি।
      শেষের লাইনে কি বললেন বোঝা গেলো না।

  • @tumpasaha9032
    @tumpasaha9032 Před 2 lety +1

    Punning korar time kokhn??? Kon mase?? Ami ki akhn krte parbo??

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 lety

      ফেব্রয়ারি থেকে এপ্রিল মাস।
      অবশ্যই করে দিন।

  • @SOURAVSINGH-jb4zu
    @SOURAVSINGH-jb4zu Před 3 lety +1

    dada amar holud alamondai ful asche na ki korbo????

  • @arunavachakraborty3239

    দাদা npk 19 19 19 গাছের গোড়ায় দেওয়া যাবে লিকুইড করে

  • @architapal4669
    @architapal4669 Před 2 lety +1

    Dada koto inch r tob alamonda gacher jonno dorker?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 2 lety

      মিনিমাম 10 ইঞ্চি
      Maximam যত খুশি

  • @mchowdhury192
    @mchowdhury192 Před 2 lety +1

    দাদা, আমি একটা ছোট এলামুন্ডা গাছ কিনেছি।কত দিন পর ফুল আসে? জানাবেন

  • @sanghamitraray173
    @sanghamitraray173 Před 3 lety +1

    Koob valo laglo baba tomar kotha suna kintu aj kato din holo amar alamonda ta ful fota ta parlam na.Tomar bari kacha hola tomar bagan dekà astam.Ami akjon senior citizen.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      আমার বিনম্র প্রণাম নেবেন কাকিমা।
      আলামুন্ডা গাছে ফুলে ফুলে ভরে উঠবে যদি আপনি NPK 0 52 34 ফার্টিলাইজার টি apply করেন।
      দেখুন আমি ভিডিও তে বলেছি।
      Sorry for late reply কাকিমা।
      ভালো থাকুন।
      সুস্থ থাকুন।
      শুভকামনা নিরন্তর।

  • @haimantisaha4375
    @haimantisaha4375 Před 2 lety

    Cutting theke gach korechi....ful ase ni sob e daal ta theke pata berocche r lomba ho66e...seta k jhakra korte ki korbo?

  • @malabanerjee4537
    @malabanerjee4537 Před 3 lety +1

    amra akhane ae gach pai ni sob colour guloy khub sundor. gach gulo ki vabe pete pari?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      দিদি
      আমার তো নার্সারি নেই।
      আপনি কোথায় থাকেন???

  • @dipak854
    @dipak854 Před 3 lety

    যে কেমিক্যাল সার গুলো দেখালেন ওগুলো কি অনলাইনে কিনতে পাবো ? যদি অনলাইনে পাওয়া যায় please কোন সাইটে পাবো বলবেন ??

  • @wahidarahaman4969
    @wahidarahaman4969 Před rokem +1

    আমি তো প্রায় ৫ বছর ধরে এই গাছ লাগিয়েছি এখনো ফুল আসেনি, কি সার দিলে ফুল আসবে?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      ভিডিওটি খুব ভালো করে দেখে পরিচর্যা করুন।
      অবশ্যই ফুল পাবেন।

  • @biyasghosh3187
    @biyasghosh3187 Před 3 lety +1

    আপনি ম্যাগনেসিয়াম সালফেট মাসে ১বার স্প্রে করতে বলেছেন, আবার মোবোমিন ও মাসে ১বার স্প্রে করতে বলেছেন।এই দুটো পদার্থ এবং সারখোল এক ই মাসে কদিন ছাড়া দেওয়া হবে সেটা যদি Explain করে।দ্যান তাহলে আমরা যারা গাছ লাগাই তারা ভালো বুঝতে পারবে।আর বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা নেবেন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 3 lety

      শ্রদ্ধেয়া দিদি
      প্রথমেই বলি
      একটা ডায়েরি মেন্টেন করতে হবে।
      যে কোনো কিছু যেমন ফার্টিলাইজার বা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড অথবা মাইক্রোনিউট্রেন্ট তিনদিন এর গ্যাপে গ্যাপে দিতে হবে।
      উদাহরণ স্বরূপ বলি,
      ধরাযাক,
      আপনি 1 তারিখে মোবোমিন দিয়েছেন
      তাহলে তিনদিন পর বা 72 ঘন্টা পর 4 তারিখে আপনি সার বা ফার্টিলাইজার দিলেন।
      তার তিনদিন পর অর্থাৎ 7 তারিখে আপনি ম্যাগনেসিয়াম সালফেট দিলেন এই ভাবে দিতে হবে।
      যে গুলো মাসে 1 বার দেবেন সেগুলো পরের মাসে ওই তারিখে আবার দেবেন।
      এই ভাবেই চলবে।

  • @priyankabiswas7418
    @priyankabiswas7418 Před rokem +1

    Dada akhun borshate pruning kor jabe gach ??

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      না।
      এখনই প্রচুর ফুল আসবে।
      প্রুনিং করা যাবে না।

    • @priyankabiswas7418
      @priyankabiswas7418 Před rokem

      @@sadherchhadbagan amar gach 1bochor er beshi boyosh,gach er pata shob yellowish,ful kom futche,size choto. . Bujhte parchina karon ki. . Ki korle thik korte parbo. .

  • @nanditatarafdar507
    @nanditatarafdar507 Před 3 lety +1

    Dada ei November a storoberry gach niye ekta video banan

  • @protimaroy9395
    @protimaroy9395 Před 3 lety

    খুব ভালো লাগলো। লাল এলামন্ডা কোথায় পাবো?

  • @priyodarshiniroy9998
    @priyodarshiniroy9998 Před 3 lety

    Apni jekota fertilizer dekhalen sob guloi kinte hobe? Ar ami bipul dar sathe kora apnar video dekhe sob likhechi .... Fertimax er ak akta packet er ration gulo toh bivinno ache, sob kena toh somvob noy ar oto mone kore maintain korao hobena, jamon aj e Joba gacher video r detail tao likhechi..... Konta chere konta kinbo ?

  • @devendranathchoudhary3359

    Sami ranchi he hanu enhance alamunda Bach paws jai ba,alibi hi as make Lal I holed alamunda diet paren?