চন্দ্রমল্লিকা বাড়ছে না ? এই পদ্ধতিতে পরিচর্যা করলে বৃদ্ধি হবে দ্বিগুণ

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • চন্দ্রমল্লিকা গাছ দ্রুত বৃদ্ধি করতে এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে চন্দ্রমল্লিকা গাছের দ্রুত বৃদ্ধি করা যায়। বিশেষ করে যারা দেরিতে গাছ বসিয়েছেন তারা গাছের বৃদ্ধি কিভাবে বাড়াবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে গাছের বৃদ্ধি বাড়ানোর জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হল খুব ভালোভাবে চন্দ্রমল্লিকার মাটি তৈরি করে রাখতে হবে ভার্মি কম্পোস্ট বা গোবরেশ্বর এর সাথে মাটি হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল লেদার মিল স্টেরামিল এগুলি একসাথে মিশিয়ে রাখতে হবে প্রায় দেড় মাস আগে
    এই মাটিতেই চন্দ্রমল্লিকার সেকেন্ড পার্টি এবং ফাইনাল প্রোটিন করতে হবে এর সাথে অ্যাডিশনাল খাবার হিসেবে দিতে হবে সরষের খোল প্রতি সপ্তাহে এছাড়া এনপিকে সুফল ১৫-১৫১৫ আর যোগ করতে হবে এর সাথে সামান্য পরিমাণ ইউরিয়া ও ডিএপি। এগুলো ব্যবহার করলে গাছের গ্রোথ বাড়বে
    দশ দিন অন্তর একবার করে এপসম সল্ট ব্যবহার করতে হবে সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে, গ্রোথ রেগুলেটর বা পিজিআর সেই সাথে সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে যে কোন ধরনের ভিটামিন যেমন এক গ্রমিন গোল্ড অথবা এগ্রো মিন ম্যাক্স
    সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে চন্দ্রমল্লিকা যাবতীয় তথ্য

Komentáře • 61