দেশি শিং মাছের রেণু উৎপাদন প্রক্রিয়া ও বিক্রয় পদ্ধতি,01966348470 এবং 01303823622 ।

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • সম্মানিত মাছ চাষী বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মাছ চাষী রেনু চাষ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই দেশি শিং মাছের রেণু সংগ্রহ করতে পারবেন আমরা সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন রেনু উৎপাদন করে থাকি । আমরা দেশি শিং মাছের রেণু কেজি হিসেবে বিক্রি করে থাকি রেনুর দাম নির্ভর করবে রেনুর পরিমাণ এবং রেনু পরিবহনের ওপর নির্ভর করে মোটকথা আলোচনা সাপেক্ষে । 1 কেজি রেনু থেকে আপনি প্রায় 1 লক্ষ পোনা উৎপাদন করতে পারবেন ।
    দেশি শিং মাছের রেনু থেকে পোনা উৎপাদন করার জন্য আপনাকে প্রথম পুকুর খুব সুন্দর ভাবে প্রস্তুত করে নিতে হবে আমরা যখন মাছ মজুদ করে থাকি শিং মাছ বা অন্যান্য যে কোন মাছের পোনা সে ক্ষেত্রে পুকুরকে আমরা যেভাবে প্রস্তুত করে থাকি তার চাইতেও ভিন্নভাবে রেনু নার্সিং করার জন্য পুকুর প্রস্তুত করতে হবে। সর্বপ্রথম রেনু নার্সিং করার জন্য ৩০ থেকে ৬০ শতাংশ আকারের পুকুর নির্বাচন করাই সবচাইতে ভালো এবং নার্সিং করার ক্ষেত্রে পুকুরের সর্বোচ্চ গভীরতা থাকবে চার থেকে পাঁচ ফিট। আমরা পুনা মজুদ করার জন্য পুকুর যেভাবে প্রস্তুত করে থাকি যেন নার্সিং করার জন্য কিন্তু একটু ব্যতিক্রমভাবে পুকুর প্রস্তুত করতে হবে ব্যতিক্রম বলতে পোনা মজুদের ক্ষেত্রে পুকুর শেষ না দিয়েও চাষ করা যায় কিন্তু রেনু নার্সিং করার জন্য অবশ্যই আপনার পুকুর শেচ দিতে হবে শেচ দেওয়ার পর পুকুরে যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে সেগুলো পুকুর থেকে তুলে ফেলতে হবে এবং পুকুরের অতিরিক্ত ডালপালা থাকলে সেগুলো ছাটাই করে উপরে পর্যাপ্ত পরিমাণে রোধের ব্যবস্থা করতে হবে । পুকুরে যদি ক্ষতি কারক অবাঞ্ছিত কোন মাছ থাকে পূর্বে থেকে তাহলে অবশ্যই সম্পূর্ণ নিধন করার জন্য গ্যাস ট্যাবলেট ব্যবহার করতে হবে গ্যাস ট্যাবলেট ব্যবহার করার একদিন পর পুকুর শুকনো অবস্থায় পর্যাপ্ত পরিমাণে মই দিতে হবে মই দেওয়ার একদিন পর প্রতি শতাংশে আধা কেজি থেকে এক কেজি পরিমাণ পর্যন্ত চুন প্রয়োগ করতে হবে পুকুরের অবস্থা অনুযায়ী চুন প্রয়োগ করার পর পুকুরের যদি বিষাক্ত গ্যাস ট্যাবলেট এর পানি থেকে থাকে তাহলে সেগুলো পুকুর থেকে সেচের মাধ্যমে বের করে দিতে হবে পরবর্তীতে আপনাকে অবশ্যই শুকনো পুকুরে রেনু ছাড়ার জন্য পুকুর প্রস্তুতির পর পানি প্রবেশ করাতে হবে পর্যাপ্ত পরিমাণে রেনু ছাড়ার জন্য সর্বপ্রথম আড়াই থেকে তিন ফিট পানি ভালো হয় পরবর্তীতে আস্তে আস্তে চার থেকে পাঁচ ফিট পানি প্রবেশ করাবেন । রেনু ছাড়ার জন্য পুকুরে পানি হতে হবে সম্পূর্ণ ফ্রেশ এবং ভাইরাস মুক্ত ফ্রেশ পানি বলতে আপনি সম্পূর্ণ পরিষ্কার বা ভূগর্ভস্থ পানি ব্যবহার করবেন না কিছু পানি একদম ফ্রেশ ভূগর্ভস্থ বাকিটা পুরাতন পানি ফিল্টার দিয়ে ছেকে নিয়ে রেনুর পুকুরে প্রবেশ করাবেন । রেনুর পুকুরে পানি প্রবেশ করানোর আরও একটা হিসাব রয়েছে যেটা অনেকেই ভুল করে থাকে রেনু ছাড়ার ১২ থেকে ২৪ ঘন্টা পূর্বে পানি প্রবেশ করাবেন চার থেকে পাঁচ দিন আগে থেকেই রেনুর পুকুরে পানি প্রবেশ করাবেন না যেটা অনেক মাছ চাষী ভাই করে থাকে চার থেকে পাঁচ দিন আগে পুকুরে পানি প্রবেশ করালে জু প্লাংটন নামে একটা প্রাকৃতিক খাবার তৈরি হয় যেটা রেনুর জন্য প্রথম 72 ঘন্টা পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ এবং ৭২ ঘন্টা বা চার থেকে পাঁচ দিন পর থেকে সেই প্রাকৃতিক খাবার মাছের জন্য খুবই উপকারী । কিন্তু শুরুতেই জুপ্লাংকন জন্য খুবই ক্ষতিকর । রেনু ছাড়া 72 ঘন্টা পর্যন্ত রেনুর খাবার হিসেবে ডিমের কুসুম সিদ্ধ করে সারা পুকুরে পানির সাথে গুলিয়ে ছিটিয়ে দিতে হবে । তারপরে ৭২ ঘণ্টা পর রেনুর খাবার হিসেবে পাউডার ফিট নার্সিং করা পর্যন্ত খাবার হিসেবে দিতে পারবেন ।
    সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা মানসম্পন্ন দেশি শিং মাছের রেনু চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ে পাইকারি মূল্যে শিং মাছের রেনু বিক্রয় করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে ।
    ফোন নাম্বার,01303823622 এবং 01966348470 ।
    আমাদের ঠিকানা, ধলা ,ত্রিশাল ,ময়মনসিংহ ।
    শতভাগ মানসম্পন্ন দেশী শিং মাছের পোনা • শতভাগ মানসম্পন্ন 3000 ...
    ৮০০ টাকা কেজি দেশি শিং মাছের পোনা • ৮০০ টাকা কেজি গ্রেডিং ... ।
    সিপি সমমান অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা • সিপি সমমান অরিজিনাল হা... ।
    নতুন বছরের দেশী টেংরা মাছের আপডেট দাম • নতুন বছরের দেশি টেংরা ... ।
    আপনি নিজেই সহজ উপায়ে শতভাগ মানসম্পন্ন দেশী শিং মাছের ফিমেল পোনা উৎপাদন করুন • আপনি নিজেই সহজ উপায়ে ... ।
    #দেশিশিংমাছ ং
    #শিংমাছ
    #শিংমাছের কোন
    #শিংমাছেররেনু
    #শিংমাছচাষপদ্ধতি
    #শিংমাছ
    #শিংমাছেরখাবার
    #শিংমাছেরহ্যাচারি
    #শিংমাছেররেনুরদাম

Komentáře • 15

  • @mdabdulkadermolla8770
    @mdabdulkadermolla8770 Před 2 lety +3

    ইনশাআল্লাহ

  • @subhanichowdhury5939
    @subhanichowdhury5939 Před 2 lety

    দেশি শিং মাছের রেনু এক কেজি কত টাকা হবে।শিং মাছ চাষের উপযুক্ত সময় কখন।

  • @mdnazmulhudda8355
    @mdnazmulhudda8355 Před rokem

    Kg koto

  • @vinodyadav-sy3mm
    @vinodyadav-sy3mm Před rokem

    Sprawn kya rate deta hn bhai kya u.p mei supply milengi

  • @mohinuddinchowdhury5417
    @mohinuddinchowdhury5417 Před 3 lety +1

    Ak kg renu te koto pc mas hoy
    And koto taka ak kg renu janaben please

    • @fishbikroybd4694
      @fishbikroybd4694  Před 3 lety +1

      1 কেজি রেনু থেকে 1 লক্ষ 50 হাজার পোনা উৎপাদন সম্ভব যদি ভালো প্রোডাকশন আসে

    • @fishbikroybd4694
      @fishbikroybd4694  Před 3 lety +1

      7000 টাকা কেজি

    • @user-oh2kz4tt9h
      @user-oh2kz4tt9h Před 2 lety

      আসসালামুআলাইকুম ভাই আমার কিছু পরামর্শের প্রয়োজন ছিল আমি কি আপনার সাথে কথা বলতে পারি

  • @prosantabhuniya6862
    @prosantabhuniya6862 Před 3 lety

    1.kg.renur.dam.koto.westbengal
    Deoa.jabeki?

  • @mahirjoy8654
    @mahirjoy8654 Před 3 lety +1

    1kg reno koto

  • @sojibmojumdar4381
    @sojibmojumdar4381 Před 2 lety

    হরমোন ইনজেকশন কোথায় পাওয়া জায়