নিজমীর ফাঁসি নিয়ে আলোচনায় সলিমুল্লাহ খান।

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • নিজমীর ফাঁসি নিয়ে আলোচনায় সলিমুল্লাহ খান।
    সৌজন্যে- একাত্তর টিভি
    #সলিমুল্লাহখান #Salimullahkhan
    *পুরো অনুষ্ঠান থেকে কেবল সলিমুল্লাহ খানের আলোচনার অংশটুকু এখানে একত্রিত করে আপলোড করা হয়েছে।
    যেসকল দর্শক দেখেছেন এবং যারা ভবিষ্যতে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
    ★মননশীল জ্ঞানচর্চার জগতে সলিমুল্লাহ খান একটি পরিচিত নাম। জ্ঞানসাধক সলিমুল্লাহ খান একজন লেখক, গবেষক, আইনজ্ঞ, রাজনীতি বিশ্লেষক ও গণবুদ্ধিজীবী হিসাবে প্রসিদ্ধ। সলিমুল্লাহ খান জন্ম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া গ্রামে ১৯৫৮ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন।
    সলিমুল্লাহ খানের বাবা ছিলেন একজন রাজনীতিবিদ, ৫ভাই ৩ বোনের মধ্যে সলিমুল্লাহ খান চতুর্থ৷ শৈশব থেকেই সলিমুল্লাহ খান ছিলেন অত্যন্ত মেধাবী, ১৯৭৩ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল পরীক্ষায় কুমিল্লা বোর্ড থেকে তিনি ১ম স্থান লাভ করেন। এরপর ১৯৭৫ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও কুমিল্লা বোর্ড হতে প্রথম স্থান লাভ করেন। এরকম অসাধারণ ও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তখনকার বড় মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আনোয়ার পাশা চৌধুরী ও মহেশখালীর সর্বস্তরের জনগণের সম্মলিত উদ্যোগে ১৯৭৬ সালে সংবর্ধানার আয়োজন করে উক্ত সংবর্ধনা সভায় সলিমুল্লাহ খানকে একটি খাঁটি সোনার পদক উপহার দিয়েছিলেন, পদকের উপর দুটি শব্দে লিখা ছিলো 'প্রতিভার স্বীকৃতি'। যা মহেশখালীবাসীর ইতিহাসে আজো অবিস্মরণীয় হয়ে আছে। মহেশখালীবাসী এখনো ১৯৭৬ সালে প্রতিভার স্বীকৃতি পদক নেয়া সলিমুল্লাহ খানের কথা বিশেষভাবে স্মরণ করেন।
    ছাত্র অবস্থায়ই সলিমুল্লাহ খান ছিলেন আত্মবিশ্বাসী ও সৎ সাহসী। লেখক ও অনুবাদক আলম খোরশেদের একটি লেখা থেকে জানা যায় চট্টগ্রাম কলেজে উচ্চমাধ্যমিকে থাকাকালীন সলিমুল্লাহ খান কলেজের সম্ভাব্য প্রথম স্থান পাওয়া শিক্ষার্থীকে চ্যালেঞ্জ করেন যে পরীক্ষায় তিনিই প্রথম স্থান অর্জন করবেন, এ নিয়ে ছাত্র ও শিক্ষার্থীসমাজে হাসাহাসি হলেও ফল বেরুনোর পর দেখা গেলো কলেজের সেরা ছাত্রকে ডিঙিয়ে মানবিক বিভাগ থেকেই সলিমুল্লাহ খান বিপুল নম্বর পেয়ে শুধু কলেজেই নয়, হয়েছেন কুমিল্লাবোর্ডেও প্রথম।
    উচ্চশিক্ষার জন্য সলিমুল্লাহ খান ১৯৭৬সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন, সলিমুল্লাহ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে কৃতিত্বের সাথে ১৯৭৮ ও ১৯৭৯ সালে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
    বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ১৯৭৬ সলিমুল্লাহ খানের আহমদ ছফার সাথে পরিচয় হয়, আহমদ ছফার সূত্র ধরে এরপরে সলিমুল্লাহ খান অধ্যাপক আব্দ্রু রাজ্জাক ও অন্যান্য আরো জ্ঞানী-গুণী ব্যক্তিদের সংস্পর্শে আসেন।
    এক বক্তব্যে সলিমুল্লাহ খান বলেন বিশ্ববিদ্যালয় জীবনে প্রাপ্তি বলতে আহমদ ছফা ও অন্যান্য জ্ঞানী-গুণীদের সাথে পরিচয় ছাড়া আর কোন প্রাপ্তি নেই।
    সলিমুল্লাহ খান কর্মজীবনে প্রবেশ করেন ১৯৮৩ সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্যে দিয়ে।
    পরবর্তীকালে ১৯৮৫ সালে অল্প দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে তে শিক্ষকতা করেন। ১৯৮৬ সালে উচ্চশিক্ষার জন্য বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান পড়াশোনা করতে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের দ্যা নিউ স্কুল বিশ্ববিদ্যালয় তিনি দীর্ঘকাল গবেষণা ও অধ্যয়ন করেন।
    নিউইয়র্কে থাকাকালীন তিনি সেখানকার লাইব্রেরি, সেমিনার, ও পুরোনো বইয়ের দোকানে সময় কাটাতেন।
    তিনি কি পরিমাণ বই পড়েন তা বর্ণনাতীত, উল্লেখ্য যে সলিমুল্লাহ খান অনার্স ও মাস্টার্স করেছেন আইন শাস্ত্রের উপর, কিন্তু পিএইচডি করেছেন অর্থনীতির উপর।
    সলিমুল্লাহ খান ২০০১ সালে দেশে ফিরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক পদে যোগ দেন। একই সঙ্গে আইন ব্যবসায়ের উদ্দেশ্যে নিয়ে তিনি কিছু দিন তিনি ঢাকা হাই কোর্টে যাতায়াত করেন। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন। ২০০৬ সালে তিনি ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটি তে আইন বিভাগের একজন অধ্যাপক হিসেবে যোগ দেন।
    পরবর্তীকালে সলিমুল্লাহ খান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব-এ অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি বর্তমানে সেন্টার ফর এডভান্সড থিওরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত যেমনঃ এশিয়ান শিল্প ও সংস্কৃতি কেন্দ্র, আহমেদ ছফা রাষ্ট্রসভা ইত্যাদি।
    সলিমুল্লাহ খান এপর্যন্ত ১৮টি বই রচনা করেছেন, সলিমুল্লাহ খানের লেখায় আহমদ ছফা, কার্ল মার্ক্স, জাক লাকার প্রভাব দেখা যায়।
    এছাড়াও তিনি মিশেল ফুকো, এডওয়ার্ড সাইদ, শার্ল বোদলেয়ার, ফ্রান্স ফাঁনো, আন্তোনিও গ্রামসি এবং অন্যান্যদের উপর লেখালেখি করেছেন।
    #সলিমুল্লাহখান #salimullahkhan #ytshorts #salimullahkhan1958

Komentáře • 57

  • @siddiqurrahman8792
    @siddiqurrahman8792 Před 5 měsíci +11

    ইসকন কী ধরণের সংকট, এটা ভাবার ও বলার সময় কী আপনাদের আছে?
    আপনারা বিশ্ব হিনৃদু পরিষদসহ কতটি ধর্মীয় সংগঠনের নাম জানেন?

  • @burhanulaziz5678
    @burhanulaziz5678 Před 4 měsíci +1

    ❤❤❤ সলিমুল্লাহ স্যার দেশের গর্ভ, ভালবাসা।❤❤

  • @user-xu3od8ev2p
    @user-xu3od8ev2p Před 5 měsíci +12

    মনে রাখবেন "রমাদান মাসে কুরআন অবতীর্ণ হয়েছে মানুষের পথ প্রদর্শনের জন্য"। সুতরাং কুরআন মানবতার দিশারী। ইখওয়ানুল মুসলিম, একে পার্টি, হামাস, জামেয়া ইসলামিয়া, জামায়াতে ইসলামী সকলেই এক গাছের বিভিন্ন অংশ মাত্র।

  • @Amzad.mahabub
    @Amzad.mahabub Před 5 měsíci +11

    উপস্থাপক যদি সব কথা আঙ্গুল দিতে হয় তাহলে অতিথিদের কে কেন ডাকা??

  • @sakibahmed8737
    @sakibahmed8737 Před 5 měsíci +26

    নিজামী আমাদের অহংকার।

  • @fakruljaheed9395
    @fakruljaheed9395 Před 5 měsíci +7

    ধারণা করি এটা অনেক আগের অনুষ্ঠান। এর মধ্যে বুড়িগঙ্গায় দিয়ে অনেক জল গড়িয়েছে। এই উপস্থাপক নানা ঘাটের জল খেয়ে এখন অন্য একটি চ্যানেলে কাজ করছে। এখন এ ভিডিও দেয়ার অর্থ কি?

    • @unoworld9126
      @unoworld9126 Před 5 měsíci +1

      আসলেই অনেক পুরনো অনুষ্ঠান।

  • @asadjoni171
    @asadjoni171 Před 5 měsíci +9

    নিজামী জিন্দাবাদ।

  • @thesilentkiller3882
    @thesilentkiller3882 Před 5 měsíci +2

    He always speaks facts!

  • @user-pg9fx8px4d
    @user-pg9fx8px4d Před 5 měsíci +2

    Jamat🎉🎉🎉r islame jindabad

  • @ibnerayhan2051
    @ibnerayhan2051 Před 5 měsíci +3

    আমি ডঃ সলিমুল্লাহ খানের সাথে দেখা করতে চাই, কিভাবে দেখা করা যাবে পরামর্শ চাই।

  • @golammostafa6785
    @golammostafa6785 Před 5 měsíci +1

    শুধু পাকিস্তান নিয়ে এতো কথা কই তারা আমাদের দেশ নিয়ে কোনো কথাই তো বলে না।

  • @farhanmahmud57
    @farhanmahmud57 Před 5 měsíci +1

    আমি আপনার সব কথা খুব মনযোগ দিয়ে শুনি।।

  • @mofazzalhosen5823
    @mofazzalhosen5823 Před 5 měsíci +1

    পানি যে দিকে গড়ায় ভাসমান বস্তু সেদিকেই চলে।

  • @todaysinfo7826
    @todaysinfo7826 Před 5 měsíci +5

    রাতের ভোটকে আঁড়াল করার জন্য এসব টিকটক শো

  • @sohel2130
    @sohel2130 Před 5 měsíci +4

    এতদিনে ৭১ টিভিতে একটা গঠনমূলক আলোচনা শুনলাম বিশেষ করে সলিমুল্লাহ খান এর মত বিদগ্ধ বুদ্ধিজীবী যখন প্রাঞ্জল ভাষায় যুক্তি উপস্থাপন করেন।

  • @mdtashrifurrahman5294
    @mdtashrifurrahman5294 Před 5 měsíci

    Good Analysis

  • @tapankumarsaha7525
    @tapankumarsaha7525 Před 4 měsíci

    50 million HINDUS who FORCED to left Bangladesh their FATHERLAND after 1947 (after 1971 also) and today.

  • @osamamonsi287
    @osamamonsi287 Před 5 měsíci +2

    #ভারতখেদাওদেশবাঁচাও

  • @tarekahmed2321
    @tarekahmed2321 Před 5 měsíci +3

    why are you not talking about modi .what is his politics ?

  • @unique_banking
    @unique_banking Před 5 měsíci +1

    Nijami kamrujjan saidi kader molla mujahid Azhar ki rajakar cilen xxx tader nam ki government registration khatay ace??? Jodi thake Tobe prokas kora houk

  • @AtaurrahmanAli
    @AtaurrahmanAli Před 5 měsíci

    Love Pakistan love Afghanistan

  • @rafee7129
    @rafee7129 Před 5 měsíci

    Salimullah now need to search his own soul that how he stood up for supporting facist injustice.

  • @mbsaddam3463
    @mbsaddam3463 Před 5 měsíci +1

    Great

  • @user-yx5si1wr6y
    @user-yx5si1wr6y Před 5 měsíci

    জীবন্ত অভিধান সলিমুল্লাহ খান

    • @user-ty8bo4dy7n
      @user-ty8bo4dy7n Před 5 měsíci

      সত্য কে কতো সুন্দর করে গোপন করে মিথ্যাকে সামনে আনা যায় তার উত্তম উদাহরণ হচ্ছে সলিমুল্লা সাহেব।

  • @smnurulalamfounder7311
    @smnurulalamfounder7311 Před 5 měsíci

    Mar 13 , 2024 . Assalam

  • @nurmohammed2103
    @nurmohammed2103 Před 5 měsíci +1

    boycott 71 tv

  • @musaansary5415
    @musaansary5415 Před 5 měsíci

    O ! I see! ইহাকে বলা হয় বেকাত্তর টি ভি? ছি ছি ছি!

  • @muhammadrentuali4895
    @muhammadrentuali4895 Před 5 měsíci +1

    ৭১ টিভি না বয়কট হয়েছিল!

  • @AkramAkram-ls8sd
    @AkramAkram-ls8sd Před 5 měsíci

    ধন্যবাদ মারহাবা

  • @mdmoniruddin4514
    @mdmoniruddin4514 Před 5 měsíci

    Criminal tv

  • @pikachu-ys9me
    @pikachu-ys9me Před 5 měsíci +2

    Madrasad nokol😂niye kisu bolen! Jekhane madrasar sir ra nokol dei students der ke.

    • @user-ec8tz7vu3n
      @user-ec8tz7vu3n Před 5 měsíci +5

      আপনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পতিতাবৃত্তি নিয়ে কিছু বলবেন নাকি?

    • @ticler
      @ticler Před 5 měsíci +3

      যুক্তি তর্কে না গিয়ে প্রসংগ পাল্টানো