Ityadi - ইত্যাদি | Munshiganj Episode - July 2023 | Hanif Sanket

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • Ityadi at a glance:
    Program name: Ityadi (ITTADI) - ইত্যাদি
    Shooting place: Idrakpur Fort - Munshiganj (ইদ্রাকপুর কেল্লা - মুন্সীগঞ্জ)
    Writer: Hanif Sanket - হানিফ সংকেত
    Director: Hanif Sanket - হানিফ সংকেত
    Aired on: BTV & BTV World (বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড)
    Production: Fagun Audio Vision (ফাগুন অডিও ভিশন)
    The show was first aired on the screen of Bangladesh Television (BTV) & BTV World on 29 July 2023 after 8PM Bangla news.
    ইত্যাদি এবার প্রত্ননগরী মুন্সীগঞ্জের
    ইদ্রাকপুর কেল্লায়
    দেশকে জানতে এবং জানাতে প্রতিনিয়ত ইত্যাদি যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মা-মেঘনা-ধলেশ্বরী-ইছামতি নদী বিধৌত মুন্সীগঞ্জে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ইছামতি নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে-পুকুরের মাঝখানে। কেল্লার আদলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চ। দূর থেকে দেখে মনে হচ্ছিল কেল্লার সামনে আর একটি ভাসমান কেল্লা। অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৪ জুলাই। ইত্যাদির ধারণ উপলক্ষে মুন্সীগঞ্জে ছিল উৎসবের আমেজ। কেল্লার সামনের পুরো চত্বর এবং পুকুরের চারপাশ ছিলো দর্শকপূর্ণ।
    শেকড়ের সন্ধানে ইত্যাদি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। আর সেই ধারাবাহিকতায় ইত্যাদির এই পর্বেও রয়েছে কিছু মানবিক, সচেতনতা, তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন।
    এবারের অনুষ্ঠানে মুন্সীগঞ্জের সন্তান জনপ্রিয় শিল্পী তাহসান পরিবেশন করেছেন একটি নতুন গান। ‘তুমি চন্দ্র সূর্য জোছনা আমার’ শিরোনামে গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আমাদের লোকগানের সম্রাট আবদুল আলীমের গাওয়া ‘পরের জায়গা পরের জমিন’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত শিশু জাহিদ, বাদশা আর শাহজাহান। গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। রয়েছে মুন্সীগঞ্জ জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। পদ্মাপাড়ে ধারণকৃত গানটির কথা লিখেছেন কবির বকুল ও সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছে পুলক ও তানজিনা রুমা। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল।
    দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান মুন্সীগঞ্জকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন পূর্ব প্রজন্মের শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং বর্তমান প্রজন্মের শিল্পী বালাম। যাদের বাড়িও মুন্সীগঞ্জে। নির্বাচিত দর্শক এবং আমন্ত্রিত শিল্পীদ্বয় গেয়েছেন ফেরদৌস ওয়াহিদের একটি জনপ্রিয় গানসহ তাঁর প্রয়াত ৪ বন্ধু আজম খান, ফিরোজ সাঁই, ফকির আলমগীর এবং পিলু মমতাজের একটি করে জনপ্রিয় গানের অংশবিশেষ।
    এবারের অনুষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সবার সচেতনতা বাড়াতে একটি ছোট্ট নাটিকা করা হয়। এতে অভিনয় করেছেন অভিনয় তারকা মীর সাব্বির, শাহেদ আলী ও শামীম আহমেদ।
    মুন্সীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনস্তাত্ত্বিক যাদু প্রদর্শন করেন প্রবাসী যাদুশিল্পী ফারহানুল ইসলাম। যিনি ব্রাউন ম্যাজিক নামেই বেশি পরিচিত। কানাডা প্রবাসী পেশায় শিক্ষক ফারহান দীর্ঘদিন বিদেশি টেলিভিশনে যাদু প্রদর্শন করলেও দেশের কোন টেলিভিশন পর্দায় এই প্রথম যাদু দেখিয়েছেন।
    আমাদের জীবনে গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচতে সাহায্য করে। ১৫/২০ বছর আগে ইত্যাদিতে দেয়া সেই গাছগুলো দেখতে চেয়ে অনুরোধও করেছেন কেউ কেউ। এবারের পর্বে দেখা গেছে দর্শকপর্বে দর্শকদের উপহার দেয়া গাছের বর্তমান অবস্থা।
    নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, বিদেশি প্রতিবেদন ও চিঠিপত্র পর্ব।
    এছাড়াও এবারের ইত্যাদিতে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ।
    এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, মাসুম বাশার, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, শবনম পারভীন, মিলি বাশার, আমিন আজাদ, কামাল বায়েজিদ, ইকবাল, নিপু, সুজাত শিমুল, মুকিত জাকারিয়া, তারিক স্বপন, সাবরিনা নিসা, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, জামিল হোসেন, আবু হেনা রনি, সজল, সাজ্জাদ সাজু, বেলাল আহমেদ মুরাদসহ আরো অনেকে।
    বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।
    পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।
    রচনা, পরিচালনা ও উপস্থাপনা: হানিফ সংকেত।
    প্রথম প্রচার : ২৯ জুলাই, শনিবার-রাত ৮টার বাংলা সংবাদের পর, একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
    নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
    ___________________________________
    Enjoy & stay connected with us!
    👉 Subscribe to Fagun Audio Vision: / fagunav
    👉 Follow us on Facebook (Hanif Sanket): / hanifsanketfav
    👉 Follow us on Facebook (ITYADI): / ityadi.fav
    👉 Follow us on Facebook (Fagun Audio Vision): / fagunav
    👉 Follow us on Instagram (Hanif Sanket): / hanifsanketofficial
    👉 Follow us on TikTok: / ityadi.fav
    Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.
    Warning:
    This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
    #ityadi #munshiganjepisode #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ইত্যাদি #ittadi #munshiganje #মুন্সীগঞ্জ #ityadimunshiganjepisode2023 #ইত্যাদিমুন্সীগঞ্জপর্ব২০২৩ #তাহসান #বালাম #ফেরদৌসওয়াহিদ #মীরসাব্বির #মুন্সীগঞ্জেরদর্শনীয়স্থান

Komentáře • 4,2K

  • @Tareq2001
    @Tareq2001 Před rokem +1549

    ইত্যাদি সবসময় আমাদের কৃষ্টি, কালচার,সংস্কৃতি কে প্রাধান্য দিয়ে থাকে।যা অন্য কোনো অনুষ্ঠানে দেখা যায় না। সাথে হানিফ সংকেত স্যার কন্টেন্ট নির্মাণ সব সময়ই কোয়ালিটি গুরুত্ব দিয়েছেন। ছোটবেলা থেকে এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি। দীর্ঘ বিরতির পর আবার ফিরে আসার জন্য ইত্যাদি টিম ধন্যবাদ জানাচ্ছি

    • @primepromusic8492
      @primepromusic8492 Před rokem +35

      যে কীর্তি কালচার বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে মুছে ফেলছে, সেই সংস্কৃতি, কালচার দিয়ে কি করবেন ভাই.? বিক্রমপুর নাম পরিবর্তন করে মুন্সিগঞ্জ রাখা হলো কিসের জন্য বলুন.?

    • @mpa312
      @mpa312 Před rokem +13

      Kristi na dristy

    • @AnuvobMultimedia
      @AnuvobMultimedia Před rokem +6

      @Nazmul Halp teach

    • @prophet-mohammad
      @prophet-mohammad Před rokem +10

      আল্লায় মানুষ বানাইছে প্রমাণ নাই
      তবে মানুষ আল্লাকে বানায় এটা প্রতিটি মানুষের কাছেই প্রমাণ আছে
      ছোট বেলা থেকে পরিবার ও প্রতিবেশীদের মাধ্যমে মানুষের মনে আল্লার ধারণা তৈরি হয়

    • @zonayeddhaly9309
      @zonayeddhaly9309 Před rokem

      ​@@primepromusic8492 ভাই, বোকার মতো কথা বলেন কেন?কালে কালে অনেক জায়গার ই নাম পরিবর্তন হয়েছে। আর এটাই সাভাবিক। বিক্রমপুর গ্রাম কিন্তু এখন বিক্রমপুর নামেই ডাকা হয়। হয়ত জেলা হিসাবে নাম মুন্সীগঞ্জ।

  • @nazmulhasan5312
    @nazmulhasan5312 Před rokem +9

    যেদিন সফল হবেন, সেদিন অনুভব করবেন! কতো সুন্দর ছিলো আল্লাহর পরিকল্পনা...
    "নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।"
    [সূরা আনফাল : ৩০]🌸

  • @biplobshop6563
    @biplobshop6563 Před rokem +32

    যখন ক্লাস 4 এ পড়তাম তখন থেকে ইত্যাদি অনুষ্টান দেখা শুরু করি, তখন আমাদের ঘরে টেলিভিশন ছিল না,তাই রাত এর অন্ধকারে অন্য জনের বাড়িতে গিয়ে ইত্যাদি অনুষ্টান দেখতাম,কতটা আনন্দময় রাত ছিল সেই মুহুর্ত গুলো, আজ ও চোখে ভাসে,কিন্তু মজার বিষয় হচ্ছে ছোটবেলায় দেখার আনন্দটা এখন ও ইত্যাদিতে খুঁজে পাই,তাই যখনই হানিফ স্যার এর ইত্যাদি অনুষ্টান সমপ্রসারিত হয় তখনই দূর দেশে থেকে ও দেখি।আল্লাহ হানিফ স্যার কে সুস্থ রাখুক ভালো রাখুক আমাদের মাঝে।

    • @MiyajiZahir
      @MiyajiZahir Před rokem

      যখন ক্লাস 4 এ খুব ভালো কথা তাহলে ধরে নিচ্ছি আপনি বর্তমানে সাফল্যের সহিত 5এ উঠেছেন...

    • @biplobshop6563
      @biplobshop6563 Před rokem

      @@MiyajiZahir আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ

  • @rimonahmedjuber7163
    @rimonahmedjuber7163 Před rokem +77

    বয়স যখন ৭/৮ তখন আপনাকে যে রকম দেখেছিলাম আলহামদুলিল্লাহ ৩২ বছর বয়সে এসেও ঠিক ওই রকম দেখতেছি ❤
    সুস্থ বিনোদন মানে ইত্যাদি ❤

  • @sohelranashohelrana1696
    @sohelranashohelrana1696 Před rokem +3

    আমি হানিফ সংকেত ও কেয়া কসমেটিকস লিঃ অসংখ্য ধন্যবাদ জানাই আমি প্রত্যেক মাসে অপেক্ষা য় থাকি কখন ইত্যাদি দেখব

  • @milonofficials1432
    @milonofficials1432 Před rokem +173

    দীর্ঘ দেড়-বছর পর প্রবাস থেকে এসে
    বাবা-মার সঙ্গে বসে ইত্যাদি অনুষ্ঠান দেখলাম খুবই ভালো লাগলো!

    • @user-bz3ys5ei7o
      @user-bz3ys5ei7o Před rokem +1

      Matro 1.5 bochor😅😅 aita naki abar dirgo 😅😅

    • @milonofficials1432
      @milonofficials1432 Před rokem +1

      @@user-bz3ys5ei7o Are Pagla Bahire Giye Dekh Baba-Ma Chara Prottek Ta Din Kemon Lage....!...?

    • @strongwind7738
      @strongwind7738 Před rokem

      ​@@milonofficials1432kon country te cilen vai

    • @santomon1660
      @santomon1660 Před rokem

      ​@@user-bz3ys5ei7oমা-বাবা, ছাড়া প্রবাসের মাটিতে প্রতিটি দিন বছরের মতো লাগে! কিন্তু আপসোস আজকে চারটা বছর অতিবাহিত হলো, দেশের যাওয়ার স্বপ্ন দেখিনা শুধুমাত্র পরিবারের মুখের হাসির জন্য৷😅🥺

    • @muradhosain9424
      @muradhosain9424 Před rokem

      Vai der bosor dirgho somoy tao probasi

  • @mdabutaleb1829
    @mdabutaleb1829 Před rokem +25

    অসাধারণ।
    আমাদের মুন্সিগঞ্জ নিয়ে এতো সুন্দর একটা অনুষ্টান করার জন্য ইত্যাদি কে ধন্যবাদ 🤎🖤

  • @user-lt7ox6ko7g
    @user-lt7ox6ko7g Před rokem +1

    সবাইকে ধন্যবাদ যাারা যারা এই ইত্যাদি তে অভিনয় করেছেন খুব সুন্দর

  • @mdabdurroshid3501
    @mdabdurroshid3501 Před rokem +5

    ইত্যাদি সেই ছোট্ট বেলায় দেখেছিলাম বিটিভি তে সাদা আর কালোতে। ইত্যাদি এমন একটি অনুষ্টান যা প্রত‍্যেকটি জেলার ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। যা আমাদেরকে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ স‍্যার হানিফ সংকেতকে।🌹🌷🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩✈✈✈✈✈🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 মালোএশিয়া থেকে।👍👍👍

  • @nurulislamemil5406
    @nurulislamemil5406 Před rokem +115

    ২১ বছর ধরে ইত্যাদি দেখছি। কখনো বিরক্তি আসেনি। বরং সব সময়ই এক্সাইটেড থাকি কখন শুরু হবে, কবে শুরু হবে ইত্যাদি! বেঁচে থাকুক এই মানুষটি, বেচে থাকুক ইত্যাদি!

  • @MehediHasan-nm6tb
    @MehediHasan-nm6tb Před rokem +1134

    দেশের একমাত্র টিভি অনুষ্ঠান যা পরিবার নিয়ে বসে দেখা যায়❤️

  • @ITzmesohan133
    @ITzmesohan133 Před rokem +1

    ধন্যবাদ আপনাকে মুন্সীগঞ্জের ঐতিহ্য নিয়ে ❤❤ গান করার জন্য এবং ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @MdMehediHasan-ku1lm
    @MdMehediHasan-ku1lm Před rokem +1

    ইতিহাস ঐতিহ্যে এক ঐতিহাসিক স্থান বিক্রমপুর।। এই জনপদের ইতিহাস জন্য তুলে ধরার জন্য ইত্যাদিকে ধন্যবাদ।

  • @md.shamsuddin4898
    @md.shamsuddin4898 Před rokem +162

    023 সালে এসেও এখন পযর্ন্ত ইত্যাদিই একমাত্র অনুষ্ঠান যেটা পরিবার নিয়ে এক সাথে বসে দেখা যায়। অসাধারণ! সেই ৯০ সাল থেকে ইত্যাদি তার গুনগত মান অটুট রেখেছে৷ ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যারকে

  • @statusvideo2.0786
    @statusvideo2.0786 Před rokem +39

    আমার প্রাণের প্রিয় শহর মুন্সিগঞ্জ। ধন্যবাদ জানাই ইত্যাদি সকল সদস্যকে আবার আসার আমন্ত্রণ রইল আশা করি সকলের কাছে ভালো লাগবে ❤❤❤

  • @HazratAli-fw5bu
    @HazratAli-fw5bu Před rokem +1

    আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ইত্যাদি আমি সবগুলো পর্ব একসাথে দেখি,

  • @alaminhossain2581
    @alaminhossain2581 Před rokem +2

    ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি মানেই নতুন কিছু। ম্যাজিক টা আমার কাছে অসাধারণ লেগেছে ❤❤

  • @elinagarbi
    @elinagarbi Před rokem +497

    আমাদের মুন্সীগঞ্জের ঐতিহ্যকে ইত্যাদি মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,স্যার❤

    • @juewelkhan119
      @juewelkhan119 Před rokem +14

      আমাদের বিক্রমপুর সবচেয়ে সেরা

    • @abuzuraic7694
      @abuzuraic7694 Před rokem +7

      munshiganj is my life

    • @jovanahmedsabbir695
      @jovanahmedsabbir695 Před rokem +5

      Amar Bari Mawa t. Bhalobashar bikrampur ❤❤❤

    • @nazm101
      @nazm101 Před rokem +6

      আমি ও মুনশিগঞ্জের ছেলে

    • @user-zg7ci4bh2o
      @user-zg7ci4bh2o Před rokem +7

      তাহলে আমি কে 🙋‍♂️আমি তো বিক্রমপুরের লোক বিক্রমপুরের মাটি আমার জন্য খাটি বিক্রমপুরের পোলা আসি টাকা তোলা 🤠🤠🤠👍

  • @user-rx7nk7oe9h
    @user-rx7nk7oe9h Před rokem +9

    আমাদের সিলেটের। কামাল গঞ্জ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রিয় শিক্ষককে সম্মান দেওয়ায় ইত্যাদি কে অভিনন্দন 🌺

  • @elarulia
    @elarulia Před rokem +1

    ইত্যাদি'র এই পর্বটিকে কেমন যেন এলোমেলো,অগোছালো মনে হলো।
    ইত্যাদি'র স্বাদ এখানে সত্যিই অনুপস্থিত।।।
    তবুও ইনফরমেটিভ ইত্যাদি।।

  • @Sum153
    @Sum153 Před rokem +1

    ইত্যাদি একমাত্র অনুষ্ঠান যা খুব মনযোগ দিয়ে দেখি

  • @HelloBangladeshAlone
    @HelloBangladeshAlone Před rokem +47

    সেই ছোটবেলা থেকে এখনো ভালবাসি প্রিয় অনুষ্ঠান ইত্যাদি প্রিয় স্যার হানিফ সংকেত এবং ইত্যাদির সকল দর্শক ভাই-বোন বন্ধুদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা ২৯-০৭-২০২৩ 👍👍

  • @osmangoninoman9582
    @osmangoninoman9582 Před rokem +70

    2023 সালে এসেও এখন পযর্ন্ত ইত্যাদিই একমাত্র অনুষ্ঠান যেটা পরিবার নিয়ে এক সাথে বসে দেখা যায়।

  • @sumonbabu896
    @sumonbabu896 Před rokem +1

    ধন্যবাদ ইত্যাদিকে মুন্সীগঞ্জের ঐতিহ্য তুলে ধরার জন্য

  • @mdmotalib8830
    @mdmotalib8830 Před rokem +1

    দোয়া ও শুভকামনা রইলো হানিফ সংকেত স্যারের জন্য সব সময় ভালো থাকুন
    আই 💙 ইত্যাদি 🌹🌹🌹🌹🌹

  • @md.jewelhossain9491
    @md.jewelhossain9491 Před rokem +253

    প্রাণের জেলা মুন্সিগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান করায় হানিফ সংকেত স্যারকে অসংখ্য ধন্যবাদ ❤️

  • @naimulislam8296
    @naimulislam8296 Před rokem +2

    ইত্যাদি হয়তো মানুষের কাছে নানা কারণে জনপ্রিয়। কারো কাছে ইতিহাস,ঐতিহ্যের ব্যাখ্যা বিশ্লেষণ এর জন্য কারো কাছে সুষ্ঠু বিনোদন এর জন্য। আমার সবচাইতে প্রিয় বিষয়টি হচ্ছে সামাজিক কাজে অনুপ্রেরণা জোগাতে যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, পাশে থাকার খানিকটা প্রচেষ্টা। অসহায় ছিন্নমূলের মানুষদের সমস্যাগুলো তুলে ধরা।মানুষ মানুষের জন্য। সাধ্যের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা সকলের মধ্যে বিরাজমান হোক।

  • @mdiqbalhasan8787
    @mdiqbalhasan8787 Před rokem +1

    ধন্যবাদ ইত্যাদিকে মুন্সিগঞ্জের ঐতিহ্যকে তুলে ধরার জন্য

  • @Tahsin_Sarker
    @Tahsin_Sarker Před rokem +497

    ছোট কালে সাদা-কালো টিভিতে দেখতাম,এখন ফোনে দেখি।
    দেখার আধুনিকতা পাল্টালেও ইত্যাদি কিন্তু ঠিক সেই আগের মতোই রয়ে গেছে।
    Thank You Hanif Sanket Sir❤

    • @nahidsorkar1461
      @nahidsorkar1461 Před rokem +5

      অসাধারণ

    • @prophet-mohammad
      @prophet-mohammad Před rokem +3

      আল্লায় মানুষ বানাইছে প্রমাণ নাই
      তবে মানুষ আল্লাকে বানায় এটা প্রতিটি মানুষের কাছেই প্রমাণ আছে
      ছোট বেলা থেকে পরিবার ও প্রতিবেশীদের মাধ্যমে মানুষের মনে আল্লার ধারণা তৈরি হয়

    • @wabaydulhaque
      @wabaydulhaque Před rokem +7

      আবেগ অনুভূতির একটি অনুষ্ঠান। হানিফ সংকেত ভাই,আপনি হাজার বছর বেঁচে থাকুন🌹❤️

    • @ShantoNo1
      @ShantoNo1 Před rokem +2

      ​@@prophet-mohammad😶

    • @ShantoNo1
      @ShantoNo1 Před rokem +2

      ​@@prophet-mohammadবুঝি নাই

  • @smtanvir8797
    @smtanvir8797 Před rokem +38

    এমন এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান ইত্যাদি, যাহা সম্পূর্ণ টা দেখে একবার ও বিরক্ত লাগে নি।
    বেঁচে থাকুন হানিফ সংকেত
    বেঁচে থাকুক আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি ❤

  • @salmasejoti4601
    @salmasejoti4601 Před rokem +2

    ♥️ইত্যাদি💯♥️
    যা এমনি করেই সারাজীবন অতুলনীয় সুন্দর একটি অনুষ্ঠান হয়ে থাকবে 💯♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👍💯

  • @user-cj4tb6cv1w
    @user-cj4tb6cv1w Před rokem +2

    অসংখ্য ধন্যবাদ হানিফ ভাইকে।

  • @Masum-Ahmed
    @Masum-Ahmed Před rokem +77

    সেই ছোটবেলা থেকে ইত্যাদি অনুষ্ঠান দেখি।
    কখনো বোরিং লাগেনি।
    🌺🏵️🌼

  • @nissongodrobotara7781
    @nissongodrobotara7781 Před rokem +81

    All time favourite❤❤
    ইত্যাদি
    কখনোই পুরোনো হবে না এই অনুষ্ঠান....
    অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা এই অনুষ্ঠানের জন্য 💗

  • @user-vh6yq7ej9q
    @user-vh6yq7ej9q Před 11 měsíci +4

    আমি একজন সৌদি আরব প্রবাসী,, নাম রাকিব,, নরসিংদী জেলাকে নিয়ে ইত্যাদি অনুষ্ঠান দেখতে চাই,, আমাদের অনেক দিনের আশা,, আপনি পূরণ করবেন আশা করি,,

  • @fjjg6104
    @fjjg6104 Před rokem +2

    ভালবাসা অবিরাম প্রিয় হানিফ সংকেত স্যার

  • @HelloAlone121
    @HelloAlone121 Před rokem +7

    প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রাণপ্রিয় একটি জেলা মুন্সিগঞ্জ সেই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা জীবিকার তাগিদে প্রবাস থেকে দেখছি প্রিয় ইত্যাদি ২৯-০৭-২০২৩ 👍👍

  • @juddinsheikh3698
    @juddinsheikh3698 Před rokem +171

    মুন্সীগন্জের ইতিহাস ও ঐতিহ্য ইত্যাদির মাধ্যমে তুলে ধরার জন্য মুন্সিগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত। অসংখ্য ধন্যবাদ হানিফ সংকেত স্যার আপনাকে

  • @ANNUR93IslamicYTChannel
    @ANNUR93IslamicYTChannel Před rokem +1

    জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে
    আমার জেলা মুন্সিগঞ্জ নিয়ে আরো বেশি কিছু জানতে পারলাম
    অনেক ভাল লাগলো।

  • @ipathhossain868
    @ipathhossain868 Před rokem +1

    হানিফ স্যারকে আমাদের সন্দ্বীপকে নিয়ে আমাদের ঐতিহ্য গুলো তুলে ধরার অনুরোধ রইল

  • @akjonvalosele6017
    @akjonvalosele6017 Před rokem +29

    তাহসান ভাই মানে আগুন. ❤❤
    ইত্যাদি বাংলাদেশের সর্বকালের সর্বসেরা অনুষ্ঠান . ❤

  • @mmhasanmadraji328
    @mmhasanmadraji328 Před rokem +65

    ছোট্ট থেকে এখন পর্যন্ত প্রিয় ইত্যাদি,
    গত ৫বছরে ১টি পর্ব ও মিস নেই।
    প্রিয় হানিফ সংকেত স্যার ♥️🇧🇩♥️

  • @ShahidulIslam-zr4rn
    @ShahidulIslam-zr4rn Před rokem +1

    বতর্মানে সবচেয়ে ভালো চলছে তৈল মর্ধন সেই বিষয় টা ইত্যাদিতে তুলে ধরার জন্য। হানিফ স‍্যার কে ধন্যবাদ

  • @nazemahmed100
    @nazemahmed100 Před 11 měsíci +2

    দেশের একমাত্র অনুষ্ঠান ইত্যাদি খুব ভালো লাগে

  • @debithakim8941
    @debithakim8941 Před rokem +10

    অনেক দিন অপেক্ষায় ছিলাম ইত্যাদি (মুন্সিগঞ্জ)পর্ব দেখার।
    ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে।

  • @nilboss42
    @nilboss42 Před rokem +48

    বাংলাদেশের একমাত্র পুরানো অনুষ্ঠান ইত্যাদি সবার মন জয় করে আছে ❤❤

  • @MdMonir-gf3jl
    @MdMonir-gf3jl Před 10 měsíci +2

    অনেক বছর থেকে একটি অনুষ্ঠান নিয়মিত দেখি,সেটি প্রিয় ইত্যাদি। যার তুলনা হয় না।

  • @ShahAliMedia
    @ShahAliMedia Před rokem +16

    আমাদের গর্বের মুন্সীগঞ্জ,,,মুন্সীগঞ্জ কে আপনার ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বিশ্বের মানুষের মাঝে♥️♥️হানিফ সংকেত স্যার আপনাকে অনেক ধন্যবাদ,,

  • @sojibrana954
    @sojibrana954 Před rokem +48

    হাজারো অশ্লীল বিনোদনের মাঝে একটি সুস্থ বিনোদন,যেটি পরিবারের সাথে একসাথে বসে দেখা যায়। ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে আমাদের শৈশব থেকে এই পর্যন্ত একটি সুস্থ বিনোদন দিয়ে যাবার জন্য,,ভালোবাসা অবিরাম স্যার আপনার জন্য।

    • @noornoo2054
      @noornoo2054 Před 9 měsíci

      Mashallah Very nice video All

  • @mdkodhor3599
    @mdkodhor3599 Před rokem

    আনন্দ,,,ইতিহাস,,,অনুপ্রেরনা,,প্রতিভা,,,পরিবেশ,,বিশ্ব,,,এক কথায় সয়ংসমপূূর্ন একটা অনুষ্টান

  • @KamalHossain-ft8sk
    @KamalHossain-ft8sk Před rokem +11

    একটি "ইত্যাদি" অনুষ্ঠান হাজারো রকমের শিক্ষার জন্ম দেয়।
    বেঁচে থাকুক হানিফ সংকেত, বেঁচে থাকুক ইত্যাদি ❤😍

  • @Mijanurrhamanjony2-se8sx
    @Mijanurrhamanjony2-se8sx Před rokem +101

    মুন্সীগঞ্জ এর ইতিহাস ও ঐতিহ্য ইত্যাদির মাধ্যমে তুলে ধরার জন্য মুন্সীগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত।। অনেক অনেক ধন্যবাদ হানিফ সংকেত স্যার আপনাকে ও আপনার টীম এর জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা।।

  • @sumonsheikh8986
    @sumonsheikh8986 Před rokem +1

    আগেরমত ইত্যাদি দেখে আর আনন্দ পাইনা। আধুনিকতার ছোয়ায় পুরানো দিনের ইত্যাদি ও ইত্যাদির আনন্দও হারিয়ে গেছে।

  • @shakil6843
    @shakil6843 Před rokem

    পৃতিবীতে কালের তরে সবই বদলায় শুধু একটা জিনিস ছাড়া, তা হলো ইত্যাদি। সেই ছোট থেকে আমরা দেখে আসছি এই জনপ্রিয় অনুষ্ঠান। শৈশবের একমাত্র জীবন্ত স্মৃতি হলো এই ইত্যাদি আর তার স্টার্টিং মিওজিক। আর হানিফ সংকেত নিজেই একজন ব্রান্ড।

  • @mdmominhowlader426
    @mdmominhowlader426 Před rokem +7

    শত বছর বেঁচে থাকুক ইত্যাদি অনুষ্টান।

  • @mrsohel1294
    @mrsohel1294 Před rokem +20

    প্রতীক্ষার প্রহর শেষ হলো অবশেষে ইত্যাদি😊 দেখতে পেলাম
    কে অনেক প্রতীক্ষার পরে মুন্সীগঞ্জে এই পর্বটি দেখছেন

  • @sujoykumar6002
    @sujoykumar6002 Před rokem

    আমাদের গ্রামে যখন মাত্র কয়েকটি টেলিভিশন তার মাঝে আমাদের সাদাকালো নিপ্পন টেলিভিশন ছিলো তখন থেকেই ইত্যাদি দেখি।
    ঈদ বা বিশেষ উপলক্ষে ইত্যাদি প্রচার হত তখন থেকেই অনেক আগ্রহ নিয়ে ইত্যাদি দেখি❤❤❤

  • @afzalbhuiyan4956
    @afzalbhuiyan4956 Před rokem

    অনেক ধন্যবাদ মুনশীগন্জের ছোটবেলায় ফিরিয়ে নেওয়ার জন্য। এই কেল্লার পুকুরে শীতের দুপুরে বসে সদ্য স্বাধীন বাংলাদেশের যুদ্ধের ঘটনা শোনার ভাগ্য হয়েছিল মুনশীগন্জের মুক্তিযুদ্ধাদর কাছ থেকে। সময়ের ডাকে হয়ত অনেকেই চলে গিয়েছেন কিন্তু স্মৃতি জ্বল জ্বলে সারা জীবনের। আমাদের কোর্ট গাঁও যেন মুক্তিযুদ্ধের ইতিহাসের একই পাতায় স্বর্ণাক্ষরে লেখা। অনেক ধন্যবাদ।

  • @roryuxhida3985
    @roryuxhida3985 Před rokem +69

    শৈশবের স্মৃতি একমাত্র ইত্যাদি এবং আগের বাংলা সিনেমাতেই দেখা যায় আর কিছুতে না।

  • @zielectric2023
    @zielectric2023 Před rokem +45

    এবারের পুরো ইত্যাদি অনুষ্ঠানটা শিক্ষনীয়। ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে.....

  • @user-zh7sf3dv7b
    @user-zh7sf3dv7b Před rokem +1

    ইত্যাদি অনুষ্ঠান কে অনেক অনেক ধন্যবাদ আমার জন্মভূমি বিক্রমপুর❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ym7yw2uh3l
    @user-ym7yw2uh3l Před rokem +1

    আমাদের চুয়াডাঙ্গা জেলায় একটা ইত্যাদি দেখতে চাই❤❤❤

  • @fansclub-wu9fw
    @fansclub-wu9fw Před rokem +41

    বাংলাদেশের একমাত্র বিনোদন ও শিক্ষামূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে,ইত্যাদি যুগ যুগ ধরে বেঁচে থাকুক হাজারো মানুষের ভিড়ে

  • @bmjoy4204
    @bmjoy4204 Před rokem +6

    অনেক অনেক ধন্যবাদ আমাদের গর্ব মুন্সিগঞ্জ , তথা বিক্রমপুরের ঐতিহ্য, উপস্থাপন করার জন্য

  • @Sachu147
    @Sachu147 Před rokem

    কিছু দিন নাটক দেকার পর নাটক আর ভালো লাগে না👍 কিছু দিন মুভি দেখার পর মুভি আর ভালো লাগে না কিন্তু এক মাত্র ইত্যাদি যত দেখি ততই ভালো লাগে 👍👍

  • @user-rl9nf1ry1t
    @user-rl9nf1ry1t Před rokem +5

    আগে জানতাম না আমার মুন্সীগঞ্জ এত গৌরবে ভরা।ধন্যবাদ ইত্যাদির সকল সদস্য কে❤❤❤

  • @gulamrabbani5232
    @gulamrabbani5232 Před rokem +63

    অসাধারণ! সেই ৯০ সাল থেকে ইত্যাদি তার গুনগত মান অটুট রেখেছে৷ ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যারকে।

  • @mdatikulislam5432
    @mdatikulislam5432 Před rokem +12

    আমি ইত্যাদি প্রতিটি পর্বই দেখি,,একমাত্র ইত্যাদিই হলো সামাজিক,শিক্ষনীয় ম্যাগাজিন অনুষ্ঠান,,❤❤❤

  • @abujaformahmud
    @abujaformahmud Před rokem

    এটা একমাত্র অনুষ্ঠান যা দেখলে শৈশবের কথা মনে পড়ে যায়।।

  • @RomanaAkter-qk5wn
    @RomanaAkter-qk5wn Před měsícem +1

    ফ্যামিলি সবাই মিলে দেখো ইত্যাদি হবখুশি

  • @nasimulislam8999
    @nasimulislam8999 Před rokem +28

    আর কত মুগ্ধ হবো হানিফ সংকেতের পরিবেশায়।। ধন্যবাদ স্যারকে এমন একটা অনুষ্ঠান অটল রাখার জন্য।।❤❤❤

  • @shabbir71
    @shabbir71 Před rokem +15

    আহা কি সাউন্ড!!
    ছোট সময়ের কথা মন পড়ে গেলো 😢
    কতো সুন্দর ছিলো সেই জীবনটা

  • @jsjhumur6023
    @jsjhumur6023 Před rokem +4

    আমি কেরানিগঞ্জে র হয়েও মুন্সিগঞ্জ গ্রাম অনেক ভাল লাগে।কিছু দিন পর পর গুরতে জাই❤❤😊

  • @shahalamkk5442
    @shahalamkk5442 Před 10 měsíci +1

    এই অনুষ্ঠানটি সারা জীবন টিকিয়ে রাখার জন্য বর্তমানে আরেকজন উপস্থাপক তৈরি করা দরকার ।

  • @smsaddamhossain649
    @smsaddamhossain649 Před rokem +12

    যতই অতি আধুনিক নাটক, সিরিয়াল, মুভি আসুক। এ দেশে ইত্যাদির জনপ্রিয়তা কোনদিন একটুখানি ও কমবে না।

  • @azharulislamrasel0652
    @azharulislamrasel0652 Před rokem +12

    সেই ছোটবেলা থেকে দেখছি,, যতই দেখি ততই মুগ্ধ হই প্রিয় একটি অনুষ্ঠান ইত্যাদি ❤️👍

  • @user-md1so9qt6n
    @user-md1so9qt6n Před rokem +1

    কেয়া কসমেটিক্স এর আয়োজনে ইত্যাদি অনুষ্ঠান অনেক আগে থেকে খুব ভালো লাগে ।

  • @mdmonirulislam8732
    @mdmonirulislam8732 Před rokem

    দেশের একমাত্র টিভি অনুষ্ঠান যা পরিবার নিয়ে বসে দেখা যায় love you

  • @busrabintanasir9734
    @busrabintanasir9734 Před rokem +6

    আমাদের ভালোবাসার মুন্সিগঞ্জ জেলা❤️🥰❤️। নিজ জেলার ইত্যাদি কে কে দেখছেন?🤔

  • @mdsufian1823
    @mdsufian1823 Před rokem +62

    একটা জিনিস খেয়াল করলাম স্যার হানিফ আস্তে আস্তে প্রবীন হয়ে যাচ্ছে।।কে দিবে আমাদের এরকম বিনোদন।।ছোটবেলায় যখন বিটিভিতে স্যারকে দেখতাম কত ইয়াং দেখা যেতো।।স্যারের জন্য দোয়া ও শুভকামনা সবসময়ই থাকবে ❤

    • @musfiqashima6441
      @musfiqashima6441 Před rokem +2

      আমিও ওনাকে দেখে ভাবি প্রিয় মানুষটারও বয়স হয়ে যাচ্ছে 😢

  • @user-pr8wy3su5r
    @user-pr8wy3su5r Před rokem +1

    ইত্যাদি সকল সময়ের সেরা অনুষ্ঠান। ইত্যাদিতে মজে মণপ্রাণ।

  • @nutribangla
    @nutribangla Před rokem +3

    সেই ছোটবেলা থেকে ইত্যাদি যেমন ছিল, যেভাবে সবকিছু দেখানো হতো, ঠিক সেইরকমই আছে এখনো। অনেকদিন পর ইত্যাদি দেখে আমি অনেক বেশি অবাক। বিন্দু মাত্র কিছুই পরিবর্তন হয়নি। আধুনিকতায় গা ভাসিয়ে না দিয়েও যে মানুষের মনে আনন্দ দেয়া যায় তা হানিফ সংকেত স্যার দেখিয়ে দিয়েছেন। পুরাই নস্টালজিক।। ❤

  • @rakibahmed3522
    @rakibahmed3522 Před rokem +20

    দেশের ঐতিহ্য, সংস্কৃতির ধারক বাহক ইত্যাদিই একমাত্র সামাজিক বিনোদনমূলক অনুষ্ঠান যেটা পরিবার নিয়ে বসে একসাথে দেখা যায়, ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে " ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।💚💚❤️

  • @mr.valobasha9607
    @mr.valobasha9607 Před rokem +19

    আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যকে ইত্যাদির মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার 🥰E❤️‍🔥r

  • @mdthamidhosaintajim3015
    @mdthamidhosaintajim3015 Před rokem +1

    আমার প্রিয় মেগাজিন অনুষ্ঠান গুলোর মধ্যে ইত্যাদি অন্যতম

  • @chyafrin
    @chyafrin Před 8 měsíci +1

    অসাধারণ,সব দৃশ্য, তুলে, ধরেছেন,
    তা একমাত্র, হানিফ সংকেত, ধারায়,
    সম্ভব, খুব সুন্দর, ইত্যাদ্বী, অনুষ্ঠান,
    মাস আল্লাহ,

  • @tanadhirdey3049
    @tanadhirdey3049 Před rokem +8

    হানিফ সংকেত স্যার er প্রতিটি কনটেন্ট অসাধারণ।

  • @mahedevlogbd
    @mahedevlogbd Před rokem +8

    তিনজন শিশুদের গান আর তাহসিন ভাইয়ের গান শেষে চারটি পরিবারকে হেল্প করা অত্যান্ত ভাল লেগেছে.🌹💗💗

  • @user-dj2up5sl4d
    @user-dj2up5sl4d Před rokem +1

    অনেক ভালোবাসা ইত্যাদি❤আমিও মুন্সীগঞ্জের😊❤❤

  • @Minto-uv2jj
    @Minto-uv2jj Před 11 měsíci +1

    চিরকাল মানুষের মাঝে বেঁচে থাক ইত্যাদি

  • @iliasjamader6812
    @iliasjamader6812 Před rokem +49

    শেষ সিন দেখে মনের অজান্তে পানি চলে আসলো, আল্লাহ সবাইকে ভালো রাখক,ধন্যবাদ ইত্যাদি কে❤❤

  • @MdLimon-tk6rj
    @MdLimon-tk6rj Před rokem +45

    ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে❤️
    প্রানের শহর মুন্সীগঞ্জকে এত সুন্দর ভাবে ইত্যাদির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য 😍

  • @user-ow2uc1bi5c
    @user-ow2uc1bi5c Před rokem +2

    সব সময় দেখি ইত্যাদি

  • @MdAlamin-bs4ru
    @MdAlamin-bs4ru Před rokem +1

    আমি মুন্সীগঞ্জের ছেলে। আমি একজন প্রবাসী। কিন্তু বাড়িতে থেকেও ইত্যাদি প্রোগ্রামটা মিস করছি। যাইহোক আমাদের মুন্সীগঞ্জ জেলার ইতিহাস ঐতিহ্য ইত্যাদির মাধ্যমে দেখে খুশিতে মনটা ভরে গেল

  • @AbuBakkar-ie7gg
    @AbuBakkar-ie7gg Před rokem +11

    আমাদের বিক্রমপুর কে এতে সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ❤

  • @MuhammadNirjon
    @MuhammadNirjon Před rokem +14

    অনেকদিন পর আবার ইত্যাদি দেখলাম, ধন্যবাদ হানিফ সংকেত আপনাকে, আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যকে তুলে ধরার জন্য❤️

  • @Herag-gt8kx
    @Herag-gt8kx Před rokem +1

    একমাত্র এই অনুষ্ঠান ই পরিবারের সবাই মিলে দেখা যায়

  • @shhasan456
    @shhasan456 Před rokem +1

    এক কথায় অসাধারণ। ইত্যাদি জার কোনো তুলনা হয়না❤️❤️

  • @smtowarhossain8291
    @smtowarhossain8291 Před rokem +2

    আমাদের মুন্সিগঞ্জে ইত্যাদি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ ইত্যাদির টিম কে।

  • @Mdfaiyaz-ru4925
    @Mdfaiyaz-ru4925 Před rokem +1

    আমার চৌদ্দ বছর এখন ইত্যাদি দেখি ছোট বেলা থেকে দেখি😊