Nilanjana (Dulchhe Haoay) with lyrics | Nachiketa Chakraborty | HD Song

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2018
  • Nilanjana with English & Bengali lyrics sung by Nachiketa Chakraborty from the album Best Of Nachiketa Volume 2.
    Song Credits:
    Song: Nilanjana - Iii (Dulchhe Haoay)
    Artist: Nachiketa Chakraborty
    Music Director: Nachiketa Chakraborty
    Lyricist: Nachiketa Chakraborty
    Album Title: Nachiketa - Ke Jai
    Label:: Saregama India Ltd
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook:: / saregamabangla
    Twitter:: / saregamaglobal
    Google+ :: plus.google.com/+saregamabengali
  • Hudba

Komentáře • 780

  • @pallab7238
    @pallab7238 Před rokem +18

    সেই 1994 সাল থেকে নচি দার গানের গুুনোমুগ্ধ শ্রোতা আমি, তখন টেপ রেকর্ডার কিনা তো দূরের কথা ক্যাসেট কেনার পয়সা ছিল না,, পয়সা জমিয়ে ক্যাসেট কিনে বন্ধুর বাড়িতে শুনতে যেতাম নচিকেতা চক্রবর্তীর গান,, উনার প্রতিবাদের ভাষা শুনেই আমার মন প্রতিবাদী হয়েছিল,, অনেকেই বলতো এ আবার শিল্পী নাকি আমাদের পাড়াতে,, আমি খুব তর্ক জুড়ে দিতাম,, দুলছে হাওয়ায় এই অমর গানটি আমি যে কতবার শুনি গুনে শেষ করা যাবে না,, ভালো থাকুন আপনি শিল্পী নচিকেতা 🙏

  • @deepdey6068
    @deepdey6068 Před 2 lety +82

    সত্যি এই গানের কথা গুলো সত্যি মনে লাগে। হ্যা আমরা গর্বিত যে আমরা ৯০ এর দশকে এর ছেলে মেয়ে, তখন মোবাইল ছিলনা, ছিলো এই সকল কালজয়ী গান।

  • @sahityokothika7798
    @sahityokothika7798 Před 3 lety +205

    একটি আত্মহনন এর ঘটনাকে যে এরকম সাঙ্গীতিক রূপ দেওয়া যেতে পারে এ ভাবনা শুধু মাত্র নচিকেতা ই ভাবতে পারেন।🙏❤️

    • @tanimadey9281
      @tanimadey9281 Před 2 lety +2

      Akdam e thik boleche

    • @neerajkumar9198
      @neerajkumar9198 Před 2 lety +1

      ह्म

    • @rahulcreations5817
      @rahulcreations5817 Před 2 lety +3

      একদম ঠিক। নচিদার জায়গা কেউ নিতে পারবে না

    • @englishcartunsworld7595
      @englishcartunsworld7595 Před rokem

      @@tanimadey9281 jg

    • @zafrinarozario2124
      @zafrinarozario2124 Před rokem

      নীলাঞ্জনা কে? উনি কি আদৌ ছিলেন? কেনই বা আত্মহত্যা করলেন? নচি স্যার কিছু বলেনও না তার ব্যাপারে!

  • @kuntalghosh16
    @kuntalghosh16 Před 2 lety +67

    লাশকাটা ঘরে যদি চেরা হয় তার বুক সংগোপনে .......... কি করে lyrics টা মাথায় এসেছে ভেবেই অবাক লাগে।

  • @afjalhossain8934
    @afjalhossain8934 Před 4 lety +213

    সিলিং এর বন্ধনে,মাটির ব্যবধানে
    দুলছে স্থলিত বসনা...!
    অসাধারণ ভাবে আত্মহত্যার বর্ননা তুমিই পারো।

  • @TechFusionBangla
    @TechFusionBangla Před 2 lety +18

    ভয়াবহ একটা গান। জীবনের প্রথম ভালবাসা হারানোর বেদনা মিশে আছে এই গানের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে। ❤️

  • @debinadas7002
    @debinadas7002 Před 4 lety +136

    তোমার গানের মধ্যে অনেক ব্যাথা আছে....আর ব্যাথা গুলোকে এরকম ভাবে বর্ণনা শুধু তুমিই করতে পারো...তুমি সত্যি অসাধারন...

  • @nuru_cu
    @nuru_cu Před 3 lety +84

    সেই স্কুল জীবন ৯৫-৯৬ সাল, এখন ২০২১, দাদা একইভাবে কাপন ধরিয়ে দাও বুকে।

  • @abhra.001
    @abhra.001 Před 10 měsíci +18

    এত সুন্দর বর্ণনা বাংলার আর কোনো শিল্পী দিতে পারেনি কখনো। অসাধারণ সৃষ্টি। 🙏🏻🥹

  • @jannatuljannat9289
    @jannatuljannat9289 Před rokem +18

    লাশকাটা ঘরে যদি চেড়া হয় বুক সঙ্গপনে
    দেখবে সেখানে রাখা এক মুঠো স্বপ্ন যতনে
    যে স্বপ্ন কোন যুবকের দেওয়া উপহার গানের ভাষায়
    যে স্বপ্ন মিথ্যে কপট সংসারের আশায়🙂🙂

  • @mdmasud6310
    @mdmasud6310 Před 3 lety +52

    আসলেই এত হাই থট ভাষা কেউ ব্যাবহার করেনা , অসাধারণ

    • @jamiulislam5089
      @jamiulislam5089 Před 3 lety

      নচিদার গানের ভাষা বোঝা সত্যি সত্যিই খুব টাফ।

  • @ahkwastaken
    @ahkwastaken Před 2 lety +16

    যখন গিয়েছে ডুবে পন্চমীর চাঁদ
    মরিবার হলো স্বাধ।
    শুনেছি লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে
    - জীবনানন্দ দাস।
    নচিকেতা আর জীবনানন্দ দুজনের জন্মই বরিশাল।কি মিল।

  • @user-yt3vp7ir6y
    @user-yt3vp7ir6y Před 2 lety +27

    হয়তো এটা নীলাঞ্জনার গল্প
    কিন্তু কত নীলাঞ্জন এর গল্প ও তো হতে পারে ।
    গানটা যতবার শুনি ততবার গায়ে কাটা দেয়।

    • @dipuwrik8597
      @dipuwrik8597 Před 9 měsíci

      Accha gantar puro mane ta ki?

    • @user-yt3vp7ir6y
      @user-yt3vp7ir6y Před 9 měsíci

      @@dipuwrik8597 নীলাঞ্জনার আত্মহত্যার পরের দৃশ্য বর্ননা করা হয়েছে ।

  • @rakeshbandyopadhyay8955
    @rakeshbandyopadhyay8955 Před 3 lety +49

    অদ্ভুত ভালো লেখা। নচিকেতা চক্রবর্তী সত্যিই অনবদ্য। 🙏🙏🙏

  • @mohammadasaduzzaman5477
    @mohammadasaduzzaman5477 Před rokem +6

    আমি বাংলাদেশী। ১৬ বছর জাপানে প্রবাসী জীবন কাটাচ্ছি। সেই কলেজ জীবনে ১৯৯৬ সালে প্রথম শুনেছিলাম এই গান "দুলছে হাওয়ায় - নিলাঞ্জনা"।
    এখনও পরিষ্কার মনে পড়ে বিজয় দিবসের জাতীয় প্যারেডের অনুশিলন ক্যাম্পের বিএনসিসি তাবুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই (ক্যাডেট) এই গানটা গেয়েছিলেন রাতের বেলা ঘুমুবার আগে।
    কোন গান আমার মনকে এতটা স্পর্শ করেনি, যতটা করেছিল এই গানটা।
    গানটা গাওয়ার পর আমি প্রশ্ন করলাম গানটা কার, উনি বললেন, ভারতের নচিকেতার। তারপর থেকেই নচিকেতার ক্যাসেট মানেই আমার একটা কেনা চাই 🙂
    দোয়া করি নচিকেতা যেন সুস্থ থাকেন, আরও অনেক দিন বেঁচে থাকেন আমাদের মাঝে।

  • @anikbasak4558
    @anikbasak4558 Před 3 lety +40

    গানের প্রথম কলির কথা বুঝতে পারলেই শরীরে কাটা দিয়ে যায় ।। নচিকেতা ত নচিকেতা ই

  • @imbapansaha9991
    @imbapansaha9991 Před rokem +12

    গানটা শুনি আর নিজেকে কখন যে সেই গানের চরিত্রে নিয়ে চলেযাই নিজেও বুঝতে পারিনা,,, চোখের জল আর ধরে রাখতে পারিনা,,,, the great nachiketa❤❤❤🙏🙏🙏

  • @sudeshna121
    @sudeshna121 Před 3 lety +61

    আজও যখনই শুনি বুকের ভিতর থেকে হু হু করে ওঠে! সুমন নচিকেতা অঞ্জন স্বর্ণযুগ।

    • @dreamandhopehdh1815
      @dreamandhopehdh1815 Před 3 lety +3

      যখনি নচিদার গান শুনি তখনি মনে হয় যেন বুকের পাজর গুলো খুলে উড়ে যাচ্ছে, মন চায় বুকের উপর খুবি ভারি পাথর তুলে চাপা দিয়ে রাখি।

    • @MaynulRasel
      @MaynulRasel Před 9 měsíci +2

      ওরা তিন জন ক্যাসেট টি গত ২০+ ধরে সযত্নে রেখে দিয়েছি,,

  • @AshrafUddindu
    @AshrafUddindu Před 2 lety +15

    কি মর্মান্তিক!!!!! গায়ের লোম কাঁটা দিয়ে উঠে। মর্মস্পর্শী সুর আর মিউজিক কম্পোজিশন। কল্পনায় কালো রাতের আঁধারে বারান্দায় দুলতে থাকা সাদা জামা পরা একটা লাশ ঝুলতে থাকতে দেখি।

  • @user-zl8cv4mw4f
    @user-zl8cv4mw4f Před 2 lety +7

    এখানে অনেকেই বলছেন যে, এই গানটি Besame Mucho এবং Careless Whisper, এই দুটি গান দ্বারা অনুপ্রাণিত। একেবারে ঠিক কথা। পাশাপাশি একথাও অনস্বীকার্য যে ওই দুটি গানকে এভাবে অ্যামালগাম করে যদি কেউ 'দুলছে হাওয়ায়'-এর মত গান বানায় তবে তার প্রতিভাকে শ্রদ্ধা করা ছাড়া আর কোন উপায় থাকে না। কুর্ণিশ রইল নচিকেতা!

  • @mahirhasanlabir3004
    @mahirhasanlabir3004 Před 3 lety +37

    গানের কথাগুলো শুনলে গাঁয়ের পশম দাঁড়িয়ে যায়।।😞❤️❤️❤️

  • @anirbandeb836
    @anirbandeb836 Před 2 lety +85

    শৈশব থেকে কৈশোর পেরিয়ে জীবনের সন্ধিক্ষণে দাড়িয়ে আজ ও এই গানের শব্দ গুলো মনে দাগ কেটে যায়, thank you Nachi da❤️

  • @SushantaPaulCareerAdda
    @SushantaPaulCareerAdda Před 2 lety +26

    ছোটোবেলা থেকে শুনে আসছি মুগ্ধতা নিয়ে।
    আমার ছেলেও শুনতে শুনতে বড়ো হোক মুগ্ধতা নিয়ে।
    আধটু Careless Whisper, সঙ্গে পুরোটা নচিকেতা! জমে ক্ষীর!!

  • @pabitraghosh4300
    @pabitraghosh4300 Před 2 lety +58

    একাকীত্বের যন্ত্রনা নিয়ে সিকিমের এক পাহাড়ে রাতে তীব্র শীতে গানটা শুনছি.....

  • @satyajitroy4410
    @satyajitroy4410 Před 3 lety +25

    The most nostalgic... romantic...and mildly magical melancholic voice of his and ahead of his era...grand salute to this legend...NACHIKETA...fantastic voice

  • @nildip723
    @nildip723 Před 3 lety +17

    গানটা নিস্তব্ধ নিঃসঙ্গ রাতে সুন্দর লাগে অসাধারণ গানের সৃষ্টি করেছেন নচিদা আমি বাংলাদেশের হতে দাদা এই বেশ ভালো আছি হতে শুনছি

  • @suryabanerjee6341
    @suryabanerjee6341 Před 6 lety +62

    তোমার গান গুলো জাদু ছাড়া কিছু না......মুগধো হয়ে জাবে জে সুনবে

  • @JyotsnaPakira-hs1jt
    @JyotsnaPakira-hs1jt Před 2 měsíci +3

    এই গানটা দিনে অনেক বার শুনি আর যত বার শুনি হৃতপিণ্ডতে রক্তক্ষরণ শুরু হয 😢

  • @tuhin70
    @tuhin70 Před rokem +8

    জীবন সুতোয় বাঁধা----৯০ দশকে আমরা যারা হিরো ছিলাম, তাদের আনন্দ-বেদনায় মিশে আছে নচিকেতার এই গান।

  • @memergamer312
    @memergamer312 Před 3 lety +8

    যে স্বপ্ন কোন কিশোরের দেওয়া উপহার গানের ভাষায় 💙💙

  • @J-Anonda
    @J-Anonda Před 3 lety +17

    প্রেমিকের স্পর্শ
    আনবেনা শিহরন
    আর ঐ মনে.....

  • @rahmansohan1629
    @rahmansohan1629 Před 6 lety +106

    আজ কমেন্ট করেই দিলাম,,,, দিনে কম করে হলেও ৪বার শোনা হয় 😍😍😍😍

  • @antarachowdhury1531
    @antarachowdhury1531 Před 4 lety +50

    তেলেঙ্গানা তেও এই সব গান মনের খোরাক ♥

  • @sumanbndofficial
    @sumanbndofficial Před 3 lety +6

    একটা মর্মান্তিক গান!
    জীবনের সাথে মিলে যায়!
    নচিকেতা তো নচিকেতা ই।

  • @pasupatichaudhuri4991
    @pasupatichaudhuri4991 Před 2 měsíci +2

    Aajo 2024 e ese jokhon ei kotha gulo suni ...gaaye kanta dei...hats off

  • @nextflx
    @nextflx Před 4 lety +11

    লাশ কাটা ঘরে যদি চেরা হয় তার বুক সংগোপনে
    সেরা লাইন

  • @bibhasparui5193
    @bibhasparui5193 Před 5 lety +38

    হারিয়ে যাওয়া সেই ভালোবাসা আজও মনকে নাড়া দেয় যায়।

    • @sonapal5390
      @sonapal5390 Před 4 lety

      Tai??

    • @sonapal5390
      @sonapal5390 Před 4 lety

      R kichu nore na?

    • @goutambaidya5084
      @goutambaidya5084 Před 3 lety

      Ami ar ki bolbo amar age to sob kichu to bole faleche ? Tobe sudhu atuku bolbo 👍👍🏻🙏🙏❤️❤️😭😭

  • @saptarsighosh4048
    @saptarsighosh4048 Před 6 lety +9

    Just fatafati.osabharon.,Nilanjana, ooo ki osabharon ,speechless.

  • @kherorkhata8157
    @kherorkhata8157 Před 3 lety +21

    His nilanjana series still haunt me ever since it released.

  • @mentalrelaxation7440
    @mentalrelaxation7440 Před 4 lety +37

    তুমি কেন এই গানটি লিখলে নচিকেতা? শুধু আমার জন্য ? এ তো আমার জীবনের কথা। চোখের জলে ভিজে যায় কানের হেডফোন টি...

  • @akashm8
    @akashm8 Před 10 měsíci +1

    প্রায় ১৮ বছর ধরে শুনে যাচ্ছি এই গান,না না এইসব গান রোজ শুনতে নেই,তবে যখন শুনবে লুপে শুনে যেতে হয় ।। আজ কমেন্ট রেখেই গেলাম ।।এখানে কেউ চেনার নেই তাই জাজ করার ও নেই ।।
    ভালো থেকো নচিকেতা।।

  • @bitturocks17
    @bitturocks17 Před 4 lety +27

    Vetore Kotota kosto thakle erokom lekha beray....

  • @tech_global
    @tech_global Před 2 lety +1

    Osadharon ye heart touching song... Sei choto bela theke sune jachi, ko eak 100000 bar sunechi, always mone hoi eake bare new n mon ke chuyr jai.

  • @abhijitrakshit7244
    @abhijitrakshit7244 Před 2 lety +4

    ভালোবাসার এক নির্মম হত্যা কে এমন কাব্যিক বর্ণনা...... সত্যি অসাধারণ,, এ আত্মহত্যা নয়,, এ হত্যা,,..... হত্যাকারী হলো,..... সমাজ,

  • @bubaikarmakar9023
    @bubaikarmakar9023 Před 4 lety +10

    Care of footpath নচিকেতার দুটি হাত
    প্রতিটি গানে বাস্তব ভেসে বেড়ায়।
    সংগীত এর সুভাষ চন্দ্র ।

  • @eshaqe360
    @eshaqe360 Před 4 lety +18

    নচিকেতার গান শুনলে আমার ৩ টি স্মৃতী মনে পড়ে ২০০৪ সাল,ক্লাস ৬,SONY ওয়াকমেন

    • @abhisheksaha5545
      @abhisheksaha5545 Před 3 lety +1

      Sei 1993 ke jai cassate er album schoole ei gaan performance kora amake sir era choto nochi bolto

    • @abhra.001
      @abhra.001 Před 10 měsíci

      পুরোনো স্মৃতি মনে করিয়ে দিলেন।

  • @grammocamera2096
    @grammocamera2096 Před 3 lety +10

    আগুনের কোনো ছায়া পড়ে না ,,,,
    আর তোমায় উপেক্ষা করা যাই না,,,
    বাস্তবতা আজও করানারে আবেগের অতীত দরজায়।।।।

  • @madhumitadasgupta9099
    @madhumitadasgupta9099 Před 3 lety +7

    Nachiketa unmatched.এ লেখা সমকালীন আর কারুর হাত থেকে বেড়োনো‌ সম্ভব নয়।👍👍🙏

  • @kumarbishnu5759
    @kumarbishnu5759 Před rokem +2

    আজ এই মুহূর্তে জীবনের শেষ সময় এসে মনে হচ্ছে নচিকেতা চক্রবর্তী-র মত সাহসী গায়ক কখনো হয়নি, হচ্ছে না, হবে না।
    আমার শৈশব জীবন এই জীবনমুখী গান শুনেই কেটে গেছে। আর এখনও কাটছে।
    নচিকেতা চক্রবর্তী তুমি আমার ও আমার বন্ধুদের জীবনপথের এক নতুন পরিব্রাজক।

  • @SouravDey-ls2cz
    @SouravDey-ls2cz Před 3 lety +571

    2021 1st january comments রেখে গেলাম। যখন আমাদের এই যুগের কেউ বেঁচে থাকবো না। তখন ওরা বুঝতে পারবে এই গানটি আমাদের প্রিয় গান ছিল।।।

  • @noone2942
    @noone2942 Před 3 lety +200

    2021 সালে গান টা কে কে শুনেছেন , লাইক দিয়ে জানান👍👍

  • @purbasabiswas962
    @purbasabiswas962 Před 2 lety +2

    প্রেমিকের স্পর্শ আনবে না শিহরণ আর ঐ মনে
    Fav line❤😌

  • @motiveteacher3946
    @motiveteacher3946 Před 2 lety +4

    Commenta টা রেখে গেলাম.... ❤❤dated on👉01/04/2021
    লাশ কাঁটা ঘরে যদি
    চেরা হয় টার বুক সঙ্গ পনে
    দেখবে সেখানে রাখা বিবর্ণ
    এক মুঠো স্বপ্ন যতনে
    যে স্বপ্ন কোনো কিশোরীর দেওয়া
    গানের ভাষায়
    যে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট
    সংসারের আশায়

  • @thehungerdiaries1131
    @thehungerdiaries1131 Před 3 lety +10

    it breaks my heart not for the song that was written but all those people commenting here. I used to think it hurts in love but when I came this comment section I saw what pain is really all about. So many people getting hurt in love and each comment speaks in itself. Pure love is something which is neither calculative or dimensional in explanation. My heart goes to each one of you. Please brothers and sisters. You all did the best you could. You deserve much more better. And if you still are alone don't worry cause you are nothing but special.. This takes a bit of special intelligence to come to this song nonetheless. You should be proud.

  • @biswanathdas2030
    @biswanathdas2030 Před 4 lety +91

    2020 আমি এখনো নচিকেতা কে সুনি।

    • @debanjanchowdhury2349
      @debanjanchowdhury2349 Před 4 lety +9

      শুনুন, কিন্তু দয়া করে "সুনবেন" না।

    • @sohomghosh3935
      @sohomghosh3935 Před 4 lety +1

      😂😂😂

    • @salilkantidey7857
      @salilkantidey7857 Před 4 lety +3

      Ekhono mane ki. Jato din bangali thakbe tatodin Nachiketa amader buke thakbe

    • @dinabandhugoswami3410
      @dinabandhugoswami3410 Před 4 lety

      Amiooo

    • @ambikaroy6970
      @ambikaroy6970 Před 3 lety +1

      নাচিদা বড্ড জানতে ইচ্ছা করে, নীলাঞ্জনা কল্পনি না বাস্তব?

  • @ashokechakraborty9873
    @ashokechakraborty9873 Před 3 lety +12

    যেমন মিউজিক কম্পজিশন ,তেমনি গানের কথা ,এক কথায় অনবদ্য। এই গান তাদের জন্য যাদের নিজেদের ভালোবাসা বাস্তবায়িত হয়নি। বা ভালোবাসার কথা জানাতে পারেনি।

    • @atanujana7279
      @atanujana7279 Před 2 lety +1

      খুব প্রিয় একটা গান কিন্তু সুরটা অনেক পুরোনো বিদেশি গান Besame mucho থেকে 'অনুপ্রাণিত'😑
      আধুনিক সময়ে গাওয়া একটা লিংক নীচে দিলাম
      czcams.com/video/fTxcrjBGves/video.html

    • @eatmyassfirst
      @eatmyassfirst Před 8 měsíci

      ​@@atanujana7279hmmmm nam ta mone aschilo na actually oitai sunbo ekbar,

  • @biplabkarmakar1668
    @biplabkarmakar1668 Před 2 lety +5

    ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের মাঠ......নচিকেতার গান... বন্ধুদের সাথে আড্ডা...ভোলা যায়না সালটা 1998

  • @md.almahmudmunna2988
    @md.almahmudmunna2988 Před 8 měsíci +1

    একটা আত্মহত্যার ঘটনাকে এতো সুন্দর রূপ দেয়া যায় সেটা আপনার গান না শুনলে বুঝতে পারতাম না। নচিদা আপনি আমাদের ভালোবাসা নিবেন।

  • @palashpatwari3836
    @palashpatwari3836 Před 3 lety +8

    One of the best creation of Nachiketa Inspired from famous " Besame mucho"

  • @dr.rajibchakroborty3674
    @dr.rajibchakroborty3674 Před 8 měsíci

    মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, গানের কথা গুলো তার প্রমান। এরকম লিরিক্স মাথায় আসে কিভাবে...অবিরাম ভালোবাসা প্রিয় শিল্পীর জন্য।

  • @melodysamrat52
    @melodysamrat52 Před 3 lety +6

    প্রেমিকের স্পর্শ আনবে না শিহরণ আর ওই মনে.....

  • @amit.purkaitamit.purkait1391

    সত্যি কথা গুলো কল্পনার বাইরে পুরো ইতিহাস

  • @user-bw2kc7wv3g
    @user-bw2kc7wv3g Před 6 lety +7

    অসাধারণ। নচিদার জয় হোক

  • @susmitasanjay4281
    @susmitasanjay4281 Před 2 lety +3

    অসাধারণ গান, মন প্রাণ জুড়িয়ে যায়...

  • @sankhasen7051
    @sankhasen7051 Před 4 lety +39

    2020.....anyone?????

  • @raktimstar2038
    @raktimstar2038 Před rokem +2

    ২০১০ স্কুল জীবনে শুনে ছিলাম আবার ২০২৩ শুনছি একই অনুভূতি, নচিকেতা চক্রবর্তী ছাড়া এই রকম সৃষ্টি আগামী দিন কেউ করতে পারবেনা।

  • @jamiulislam5089
    @jamiulislam5089 Před 3 lety +23

    ৯৫ সাল থেকে নচিদার গানের ভক্ত কে কে?

  • @arindambanerjee377
    @arindambanerjee377 Před 3 lety +3

    Uff ki sob line, ae line gulo akta amar mto 28 bochorer chele likhe fello,genius ❤

  • @BlueSky-zs4sw
    @BlueSky-zs4sw Před rokem +2

    এভাবেই শেষ হয়ে যাচ্ছে হাজারো নীলাঞ্জনা, তবে তাতে কারও কিছুই আসে যায় না💔😪

  • @bongkrishna9303
    @bongkrishna9303 Před rokem +1

    Nice ai gun kaisore khub suntm year ta 94,ajj 40 bacchara aber sunlm abrr bhalo lglo.. sai samay katha mone pore glo ..

  • @alihossan8896
    @alihossan8896 Před 6 lety +10

    অসাধারন, নচিকেতা দাদা Best of luck...

  • @anupamdeb7161
    @anupamdeb7161 Před 4 lety +2

    Odbhut akta onubhuti gaan tay. Shorire shihoron jege othe..

  • @samarsamaddar2250
    @samarsamaddar2250 Před 3 lety +2

    আমার কাছে এ গানের সেরা লাইন "শিলিং-এর বন্ধনে মাটির ব‍্যাবধানে দুলছে স্খলিত বসনা"। কেন এই গান আর পাইনা

  • @parthachandra6187
    @parthachandra6187 Před 3 lety +3

    দাদা
    সত্যি তুমি গুরু।
    তোমার বিচার ও বিচক্ষণতার মধ্যে তুমি যা গানের মধ্যে তুলে দাও,তা হযত আমাদের বোধগম্য নয়।

  • @tanmoygupta3291
    @tanmoygupta3291 Před 3 lety +2

    প্রেম মানে নচি দার গান আর প্রেমিকার ইন্সপিরিশন ❤️❤️

  • @parthabhattacharjee914
    @parthabhattacharjee914 Před rokem +1

    Exceptional Nochi. E rokom talent rare hoi.

  • @tumparoy2714
    @tumparoy2714 Před 2 lety +1

    Gan ta amar khub priyo gan er modhye ekta. Jatobar sunechi totobar jeno buk ta amar fete jay. Tomar kasto ta ke kibhabe bakto korecho bhablei konthosor atke jay

  • @AjgorLama
    @AjgorLama Před 20 dny

    আমার ফেবারিট সিঙ্গার,ছোটবেলায় টেপরেকর্ডারে এইগানগুলি শুনতাম,আজ ২০২৪ সালে এসেও এখনো শুনি।❤❤❤❤❤

  • @aakashbiswash3205
    @aakashbiswash3205 Před 3 lety +3

    হঠাৎ করেই ২০২১ এ এসে গানটির প্রেমে পড়ে গেলাম

  • @samratsam726
    @samratsam726 Před 10 měsíci

    এ গান শুধু.. হারিয়ে ফেলা মানুষের স্মৃতিকে দৈত্য জাগানোর মতো করে জাগায়।
    এ পৃথিবীর অসংখ্য মানুষ.. অসংখ্য মানুষের কাছে অভ্যাসের মতো।

  • @saibalsadhu2676
    @saibalsadhu2676 Před 3 lety +3

    সেই যেন গান দিয়ে বুকে কেও ছুরি চালালো।। ❤️

  • @sarbarichakraborty
    @sarbarichakraborty Před 6 lety +11

    My one of the Best singer...... Nochiketa.......

    • @Whack-j2y
      @Whack-j2y Před 3 lety

      Mine and all bengali youths

  • @avijitmondal8792
    @avijitmondal8792 Před 5 lety +3

    Nachida jio hazaro saal. Amra agunpakhira bachie rakbo... Ajo kasto pele kothao theme gele tomar gaan suni

  • @chitranikundu9426
    @chitranikundu9426 Před 20 dny

    কিছু গান শুনলে চোখের জল ধরে রাখা যায়না, এটি তার মধ্যে একটি

  • @debajyotibej2856
    @debajyotibej2856 Před 3 lety +2

    সত্যিই আপনার গান শুনলে একটা অন্য জগৎ এ থাকি যেন

  • @jonokontho2339
    @jonokontho2339 Před 3 lety +3

    অসাধারণ নচি দা💐😥❤

  • @CS-ed6js
    @CS-ed6js Před 3 lety +4

    ভালোবাসা অবিরাম 🇧🇩🇧🇩🇧🇩

  • @bukuburi
    @bukuburi Před 2 lety

    এই গানটা শুনলে নিজেথেকে মনের মধ্যে কান্না শুরু হয়ে যায় আর গায়ে কাটা দিয়ে ওঠে। Thank you নচি দা। বাস্তব ঘটনাকে গানের মধ্যে লেখার জন্য

  • @mohammadsharifhossain7854

    Ai song tar main subject ta bojhte onek koshto hobe.khub meaningful song nice song

  • @graphicspoint5473
    @graphicspoint5473 Před 4 lety +1

    Gaan gulo nachiketar galay lageo asadharan. Salute boss. Love you.

  • @naimulIslam503
    @naimulIslam503 Před 5 lety +11

    I have been listening to his music since I was a child.
    Though this music of this song is from Careless whisper, its very good.

  • @saurav20123
    @saurav20123 Před 3 lety +1

    NACHIKETA ar dwitiyo hobe na kono din..
    Ek ebong adwitiyo tumi amar prothom SuperHero

  • @a.sabbir3023
    @a.sabbir3023 Před 2 lety +1

    Legend dada tumi.

  • @AMITBISWAS1984
    @AMITBISWAS1984 Před rokem +1

    জানিনা আর কোনো গান এরকম ভাবে মর্মান্তিক একটা আত্মহনন এর বর্ণনা করতে পেরেছে কিনা! গায়ে কাটা দেয়, তাও শুনি! একমাত্র নচিকেতা ই পারে!

  • @salehrizwansamin.6569
    @salehrizwansamin.6569 Před 10 měsíci

    shei 2010 theke gaan shuna shuru kori tar.... osthir lyrics ans shei vocal.. jome shei... ❤️❤️❤️ miss those days

  • @smcreativestudio1993
    @smcreativestudio1993 Před 3 lety +1

    এই গান টি যতবার শুনি মনে হয় আমি অন্য জগতে চলে গেছি ।
    অসাধারণ গান ।।

  • @alomgirhossain-ez4lp
    @alomgirhossain-ez4lp Před rokem +1

    নচিকেতা ভাইয়ের গান মানেই মানুষের মনের গভীরে থাকা ভাষার প্রকাশ

  • @Sudebair
    @Sudebair Před 9 měsíci +1

    হয়তো একদিন আমরা এই পৃথিবীতে থাকব না, থেকে যাবে শুধু আমাদের এই কমেন্ট গুলো । ছোটরা পড়বে আর ভাববে বড় ভাইদের কাছে এই গানগুলো কতই না প্রিয় ছিল। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @susanta3230
    @susanta3230 Před 2 lety

    2022 er March.. Ei gaan ta Ekta Milestone.. Er porer generation ba tar porer.. Ei gaan ta Ekta dusswapner maton sobar hridoy e daag kete jabe.. One of my all-time favourite. Thank you Nachiketa, being a 80's kid all I can say is that my boyhood was meaningful because of you ❤️

  • @asmaakter-xq4px
    @asmaakter-xq4px Před 9 měsíci +1

    একদিন হয়তো আমিও এভাবেই ঝুলবো। কিছু বলে যাবোনা।যেভাবে কষ্ট গুলো বুকে চেপে রেখেছি নিরবে। ঠিক একি নিরবেই চলে যাবো।