শুভ রথযাত্রার প্রথম দিনেই সকাল বেলাতেই কবি সুব্রত মিত্র বেরোচ্ছেন কিছু বৃক্ষরোপণের উদ্দেশ্য নিয়ে|

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • গড়িয়া গঙ্গাজোয়ারা, পাটুলী এইসব অঞ্চলের মধ্যে বেশ কিছু জায়গা আমি সন্ধান করে রেখেছিলাম কিছু গাছ লাগাবো বলে। ইতিমধ্যে কিছু জায়গায় ফলের দানা ছড়িয়ে দিয়েছি। আমি যে পাড়ায় বসবাস করি এই পাড়ার প্রত্যেকটি বাড়িতে আমার নিজের খরচায় একটি করে গাছের চারা প্রদান করার অঙ্গীকার নিয়েছি।তবে আজ আর দানা নয়, সরাসরি বৃক্ষরোপণ করতে নেমে পড়লাম। নিজের বাড়িতেই ধীরে ধীরে বেড়ে ওঠা আমার সন্তান সমতুল্য বেশ কয়েকটি চারা আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের হাতে তুলে দিলাম। কয়েকটি গাছের চারা নিজেও রোপন করলাম। আসুন এভাবেই আমরা একে একে সবাই মিলে একে একে সবাই মিলে দায়িত্ব সহকারে বৃক্ষরোপণ করি। আজ শুভ রথযাত্রার দিনে সকাল বেলাই এমন একটি ভাবনা নিয়ে বাড়ি থেকে বেরোনা। আমার এই কর্মকাণ্ডটি ক্যামেরাবন্দি করেছে আমার পুত্র সুপ্রতীম মিত্র।

Komentáře • 2