Kotoi Rongo (কতই রঙ্গ) by Swarobanjo (স্বরব্যাঞ্জো) | Dhaka International FolkFest 2018

Sdílet
Vložit
  • čas přidán 16. 11. 2018
  • #FolkFest #DIFF2018 #Swarobanjo #Bangladesh
    Rajshahi originated folk-fusion band Swarobanjo believes that the depth of music has such value which cannot be negotiated through business. In continuation of that belief, they are the first band of Bangladesh who stared ‘Copyleft Movement’ in Bangladesh. This band has two albums on their banner named ‘Gan-Bajna’ and ‘Haoar Chithi’, but these two albums are not available in market. They shared the albums through internet. They even made the download process free. They performed on the stage of Dhaka International FolkFest 2018.
    An initiative of Sun Foundation; ‘Dhaka International FolkFest’ is a celebration of sheer musical brilliance where myriads of folk artistes from home and abroad perform on a single platform.
    ফোক ফিউশন ব্যান্ড স্বরব্যাঞ্জোর জন্ম রাজশাহীতে। ভিন্নধর্মী এই ব্যান্ডটির বিশ্বাস, সংগীতের গভীরতাকে ব্যবসা দিয়ে বিচার করা যায় না। এই বিশ্বাস থেকেই বাংলা ভাষার প্রথম ব্যান্ড হিসেবে 'কপিলেফট' মুভমেট শুরু করেছে তারা। স্বরব্যাঞ্জোর প্রকাশিত অ্যালবাম দুইটি- 'গান বাজনা' এবং 'হাওয়ার চিঠি', যদিও অ্যালবাম দুটি বাণিজ্যিকভাবে কিনতে পাওয়া যায় না। তাদের গানগুলো মানুষ বিনামূল্যে ইন্টারনেটে থেকে ডাউনলোড করে শুনতে পারে। ২০১৮ সালের ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্টে স্বরব্যাঞ্জোর অংশগ্রহণ উৎসবে আলাদা মাত্রা যোগ করেছিলো।
    সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ লোকসংগীতের এক মিলনমেলা। এ উৎসবে বিশ্বের নানা প্রান্তের লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় অসাধারণ সব লোকগান শোনার সুযোগ পায় বাংলাদেশের মানুষ।
    Find us on:
    / dhakainternationalfolk...
    / dhaka.international.fo...
    www.dhakainternationalfolkfes...
  • Hudba

Komentáře • 1,4K

  • @marufkaisar3079
    @marufkaisar3079 Před 3 lety +79

    আবার না লিখে পারলামনা, গানটা কয়েকদিন যাবত শুনছি।
    কি দারুন গাইলেন, অসাধারন।
    সত্যজিত রায়ের প্রতি শ্রদ্ধা। এমন একটা গান লিখেছেন, বর্তমান সময়ের সাথে কতনা সামঞ্জস্যপূর্ণ।

  • @kyungsoosneckmole
    @kyungsoosneckmole Před 4 lety +145

    স্থান, কাল, দেশ, ধর্মের বাধা পেরিয়ে বোধহয় দুটোই বহমান আছে শুধু, গান আর নদী। ভারত থেকে শুভেচ্ছা

    • @Zabilove
      @Zabilove Před 3 lety +1

      এক্সাক্টলি

    • @tausifshanto2370
      @tausifshanto2370 Před 2 lety +3

      বাংলাদেশ থেকে ভালোবাসা

    • @user-ry4gi7cy3z
      @user-ry4gi7cy3z Před 2 lety +1

      ধর্মের কথা নাই বা বললাম।

    • @bidankobiraj6312
      @bidankobiraj6312 Před 2 lety

      গানটা ও ভারত কলকাতার

    • @haichowdhury242
      @haichowdhury242 Před rokem +1

      নদী?মানতে পারলাম না।আমাদের কোনো নদীতে পানি নেই,সব নদী মরা নদী হয়ে গেছে।

  • @bappyraj27
    @bappyraj27 Před 5 lety +409

    যে যাই বলুকগে... বর্তমান যুগের সাথে গানের এই টোনটাই যায়। এই গানটার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আছে যা গানের ভোকালের গায়কীতে একদম স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। দারুন পারফর্ম করেছে স্বরব্যঞ্জ। অনেক শুভকামনা তাদের জন্য।

  • @amritaroy4377
    @amritaroy4377 Před 4 lety +153

    The Great Satyajit Ray 🙏 creator of this song...গানের প্রতিটি লাইন আজও একইভাবে প্রাসঙ্গিক। মহারাজা তোমারে সেলাম।

  • @sankhasuvraghatak
    @sankhasuvraghatak Před 4 lety +793

    সত্যজিত রায় 1980 সালেই বুঝে গেছিলেন ভবিষ্যতে দেশের অবস্থা কি হতে চলেছে....
    তাতেই তার সৃষ্ট মাস্টার পিস " হীরক রাজার দেশে"...আর এমন বাস্তব ঘ্যাঁসা সেসব গান❤

    • @MauryaSenapati
      @MauryaSenapati Před 4 lety +31

      1977 e emergency chilo, desher ordhek manush na kheye thakto. bhobishyot noy ota oi somoyer gaan.

    • @alchemys6965
      @alchemys6965 Před 4 lety +12

      @@MauryaSenapati etihaser sei danob abar khamotai firbe setao tini janten...
      *** 1977 e mukti esechilo...aaar taar aage naxal period ebong emargency chilo...

    • @Akaseries
      @Akaseries Před 4 lety

      czcams.com/video/L3H6QGkqk-4/video.html
      Please listen this Whistle Cover of the song

    • @debabratadeb2244
      @debabratadeb2244 Před 3 lety +6

      Eta chiro sotto jiniser upor lekha ...he is not astrologer...

    • @jamaluddin4437
      @jamaluddin4437 Před 3 lety +3

      দেশের অবস্তা এর চেয়ে ভাল ছিল কখন

  • @pijushkaran9513
    @pijushkaran9513 Před 4 lety +50

    উফ, কি অসাধারণ কন্ঠ, কি চমৎকার গায়কী...... চরম আপ্লুত এরকম একটি গান শুনে, অনেক উন্নতি করুক "স্বরব্যঞ্জো"। অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল ❤❤❤👏👏👏👏

  • @srijayeedas2160
    @srijayeedas2160 Před 4 lety +137

    সঙ্গীতায়ন এর সাথে instrument combination দারুন মিলেছে...লোকগীতি কে অতিরিক্ত আধুনিকীকরণ এর হাত থেকে বাঁচানোর অভিনব প্রয়াস

  • @wanderingtraveller3016
    @wanderingtraveller3016 Před 3 lety +7

    তোমার গলায় গানের কথা গুলো জীবন্ত হয়ে উঠেছে। এরকম ক্রিয়েটিভ চেহারা আর অভিব্যাক্তি এত অল্প বয়সে। অভিভূত হয়ে গেলাম।

  • @jbpranta4751
    @jbpranta4751 Před 4 lety +181

    অাহ,কন্ঠটা শুনে,মনে হয়েছে কোনো এক বাউল অমৃত ঝাড়াচ্ছে। অসাধারন কন্ঠ।

  • @saikathalder3498
    @saikathalder3498 Před 4 lety +7

    এই গানটি এত সুন্দর করে গাওয়ার পিছনে vocalist এর যতটা ভূমিকা রয়েছে ঠিক ততটাই ভূমিকা রয়েছে Musicians দের। Sorobanjo u r so lucky for get a top quality Musicians.
    Being a Musician, hats off u guys.

  • @shakilhasan4275
    @shakilhasan4275 Před 5 lety +125

    দেখ ভালোজনে রইল ভাঙ্গাঘরে
    মন্দ যে সে সিংহাসনে চড়ে
    সোনার ফসল ফলায় সে তাহার
    দুই বেলা জুটেনা আহার
    ও ভাই হিরার খনির মজুর হয়েও
    কানাকড়ি নাই ! ও ভাই রে!
    ও ভাই কতই রঙ্গ দেখী দুনিয়াই আমি যেই দিকে তাকাই দেখে অবাক বনেযাই!
    কতই রঙ্গ দেখী দুনিয়াই ♥

  • @surajitmajumder1440
    @surajitmajumder1440 Před 3 lety +15

    এই সব গানের কদর যেদিন মানুষ বুঝবে সেদিন থেকে মানুষের আর অভাব থাকবে না।

  • @nilanjannath5059
    @nilanjannath5059 Před 3 lety +18

    অপূর্ব পরিবেশনা
    শরীরে কাটা দিল....... ❤️ from India

  • @ovijitdey1835
    @ovijitdey1835 Před 2 lety +14

    coke studio এর গানের পর কে কে দেখতে আসছেন।হাত তুলেন দেখি।।
    নাকি শুধু আমিই দেখলাম এতো দিন পর

  • @mojahidenjoy8621
    @mojahidenjoy8621 Před 3 lety +20

    সত্যজিৎ স্যারকে ধন্যবাদ এতো সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য। love u From Bangladesh 🇧🇩🥰

  • @talukdersaheeb3222
    @talukdersaheeb3222 Před 3 lety +9

    এমন স্টেজে এমন গান গাওয়ার জন্যেও একটা দম লাগে।
    সাব্বাশ ❤️

  • @palashchakraborty1999
    @palashchakraborty1999 Před 5 lety +23

    গানটির এত ভাল কভার কখনো শুনি নি....😍😍

  • @Ashchorjyo10
    @Ashchorjyo10 Před 3 lety +48

    ২০২১ সালে গানটি কে কে শুনছেন হাত তুলুন

  • @md.zahirulalam2302
    @md.zahirulalam2302 Před 4 lety +66

    বর্তমান সময়ের সাথে ১০০ ভাগ মিল আছে।

    • @Akaseries
      @Akaseries Před 4 lety

      czcams.com/video/L3H6QGkqk-4/video.html
      Listen this Whistle Cover

    • @mdhasib8827
      @mdhasib8827 Před 3 lety

      Bhai 100 % bolte paren na
      Karon akhono valo manosh ase

  • @arunchhatui3152
    @arunchhatui3152 Před 3 lety +7

    এই গানটা দিনে দুবার না শুনলে আমার নিজের মধ্যে কেমন একটা শূন্যতা বোধ করি lots love bro এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ❤️

  • @parthosamrat8537
    @parthosamrat8537 Před 3 lety +27

    Bangla folk is on safe hands.Take love স্বরব্যাঞ্জো❤

  • @sabbirkhan5917
    @sabbirkhan5917 Před 3 lety +8

    গায়ক অঙ্গভঙ্গি অতিরঞ্জিত করে ফেলছে আর সুর গুলাও নিজের মতো করে গেয়েছে যেটা দেখতে দৃষ্টি কটু দেখায়। অরিজিনাল গান টাই বেষ্ট😍😍😍😍

  • @tiktokbestvideos7139
    @tiktokbestvideos7139 Před 3 lety +10

    বাংলাদেশেই দেখতে পাই আমার বাংলার আসল রুপ💖

  • @prabhakrsvlogs4030
    @prabhakrsvlogs4030 Před 3 lety +9

    ঈশ্বর প্রদত্ত কণ্ঠ।❤️🔥
    আর গানের লাইন গুলোর জবাব নেই।😍

  • @WhiteView
    @WhiteView Před 3 lety +4

    মজলুম জননেতা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ ১৭ই নভেম্বর । আল্লাহ তিনাকে জান্নাতের একজন সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন । আমীন

  • @kartikdas3828
    @kartikdas3828 Před 3 lety +8

    আহ্ কন্ঠ'টা শুনে আত্মাটা শীতল হয়ে গেলো।। আর গানটা তো অনবদ্য 👌👌❤️❤️❤️

  • @hasibvoddro7163
    @hasibvoddro7163 Před 3 lety +2

    বগা তালিব ভাই ও স্বরব্যঞ্জ আবারও অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন গানটি।

  • @bapisaha9084
    @bapisaha9084 Před rokem +4

    গানটির কথা গুলি এতবছর পরেও আজকের দিনে কি অসাধারণ প্রাসঙ্গিক

  • @JashneUmeedOfficial
    @JashneUmeedOfficial Před 3 lety +22

    i am pakistani ! dont understand what he singing but i am enjoying this ! what a place on earth ! Bangladesh ! PK BD - ❤ JOY BANGLA ❤ JOY PAKISTAN ❤

    • @user-fi3np6wl9s
      @user-fi3np6wl9s Před 2 lety

      A farmer who made rice but this time he have not rice for eat,,,,
      And a another word dimond factory worker don't have money to pay for mill

    • @subhanganpaul8705
      @subhanganpaul8705 Před 2 lety

      The singer is expressing his sorrow for the people who works for the society at base level yet they are the most neglected and are not taken care of by the people of higher authority. Here, the singer wants to tell us, the genuine and kind hearted person are living in a broken hut whereas the corrupted person is sitting on the throne to rule. The farmer who grows crops to feed everyone is not getting proper meal twice a day. The worker who works at a diamond mine doesn't have sufficient money for sustenance. Oh brother, we see so many things (drama) in this world.

    • @JashneUmeedOfficial
      @JashneUmeedOfficial Před 2 lety

      @@subhanganpaul8705 awwww alas ... this is so painfull .. but dont worry god is always with us .. insha ALLAH

    • @pinkfloydhighhopes
      @pinkfloydhighhopes Před rokem

      ​@@JashneUmeedOfficial lol

  • @tonmoysaha5545
    @tonmoysaha5545 Před 5 lety +17

    I don't why people saying he sung it the wrong way 🙄. He did it his way and i think that's all this fest is about. I personally think he did a great job with this song.

  • @tonoyrahman160
    @tonoyrahman160 Před 3 lety +2

    মায়া & ভালোবাসার সর্বোচ্চটা দিয়ে গাইলেন, আহা কি মধুর! আর লিরিকস তো 👌

  • @mdsumon-ty6od
    @mdsumon-ty6od Před 2 lety +2

    আবার না লিখে পারলামনা, গানটা কয়েকদিন যাবত শুনছি।
    কি দারুন গাইলেন, অসাধারন।

  • @antarulislam7887
    @antarulislam7887 Před 3 lety +4

    আমরা কমিউনিস্ট হিসেবে এই গুলো বিলোপের দাবি করি।মানুষ পৃথিবীতে সকলেই সমান, তাই ন্যায্য অধিকার দেওয়া হোক সকলকেই।

    • @Trueseeker005
      @Trueseeker005 Před 3 měsíci

      কমিউনিস্টরা ভারতের এদেশিও দালালের চামচা।

  • @aviksaha9438
    @aviksaha9438 Před 5 lety +4

    satyajit ray 🙏🙏🙏🙏🙏...ay gan gulo juge juge sobar mukhe ghorar moto gan.. darun gayeche.. awsm...
    with love from kolkata

  • @rakibulraihan3275
    @rakibulraihan3275 Před 2 lety +1

    এগুলা আসলে গান নয়,অমর কিছু সৃষ্টি, যেগুলো যুগের পর যুগ ধরে বহমান নদীর মত বহমান 👌

  • @mohammoderahim9403
    @mohammoderahim9403 Před rokem +1

    এই গান আর এই গানের মুভি আমার জীবনে কখনো পুরোনো হবার নয়।অসংখ্য ধন্যবাদ এই দুইয়ের স্রষ্টাকে 🌺🙏

  • @rabindra_kundu
    @rabindra_kundu Před 3 lety +18

    A master piece of Satyajit Roy, amazing voice 👍👍🔥

  • @sayem_murshed
    @sayem_murshed Před 5 lety +119

    কতই রঙ্গ দেখি দুনিয়ায়
    ও ভাইরে ও ভাই
    কতই রঙ্গ দেখি দুনিয়ায়
    আমি যেই দিকেতে চাই
    দেখে অবাক বনে যাই
    আমি অর্থ কোন খুঁজে নাহি পাই রে
    ও ভাই অর্থ কোন খুঁজে নাহি পাই রে
    ভাইরে ভাইরে
    আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়
    দেখ ভাল জনে রইলো ভাঙ্গা ঘরে
    মন্দ যে সে সিংহাসনে চড়ে
    ও ভাই সোনার ফসল ফলায় যে তার
    দুই বেলা জোটে না আহার
    হিরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই
    ও ভাই হিরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই
    ও তার কানাকড়ি নাই
    ওরে ভাইরে ভাইরে
    কতই রঙ্গ দেখি দুনিয়ায়

  • @mehedihassan7033
    @mehedihassan7033 Před 3 lety +47

    এই গানটার অরিজিনাল ভার্সন এই গান থেকে কত গুণ উত্তম বলে শেষ করা যাবে না,অথচ ঐ গানের ভিউ কত আর এই গানের ভিউ কত? সত্যিই ভালো জনে রইলো ভাঙা ঘরে মন্দ যে সে সিংহাসনে চড়ে। গানের কথা এই গানের বেলাতেই সত্য 😆

    • @outspokenenayet2377
      @outspokenenayet2377 Před 3 lety

      লিংক দেন

    • @afzalhossain2373
      @afzalhossain2373 Před 3 lety +4

      অরিজিনাল গানের ১৩ টা বাজাইসে। তাও মানুষ ভালো বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো!

    • @mehedihassan7033
      @mehedihassan7033 Před 3 lety

      @@outspokenenayet2377 czcams.com/video/xwgWU3_99pI/video.html

    • @mehedihassan7033
      @mehedihassan7033 Před 3 lety

      @@afzalhossain2373 😁😁😁 কথা সত্য

    • @somnathdasbiswas2557
      @somnathdasbiswas2557 Před 3 lety +15

      এখানে বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই যে বগা তালেবের পরিবেশনের গুণে গানটা একটা ভিন্ন মাত্রা পেয়েছে, আমরা যারা গানটা ছোটবেলা থেকে শ্রদ্ধেয় অমর পালের কণ্ঠে শুনতে অভ্যস্ত, সেটাও আমাদের ভীষণ তৃপ্তি দেয় এবং যখনই শুনি ভালো লাগে। আবার একবার রূপম ইসলামের গলায় গানটা শুনেও খুব ভালো লেগেছিলো তাঁর গলার স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য ও ঝাঁঝের জন্য। তাই বার বার মনে হয় একই গান ভিন্নমাত্রিক পরিবেশনের গুণে শ্রোতার ভালোবাসা পাচ্ছে দেখে ভালোই লাগে কারণ গানটার বাণী চিরসত্য। প্রথম ও মূল গায়ক স্বর্গতঃ অমর পাল মহাশয়ের গানটি যখন বেরোয় তখন ইন্টারনেটের ব্যবহারই জানা ছিল না তাই আবার ইউটিউব! আমিও চাই লোকে তাঁকে জানুক, তাঁর গানও সবার প্রিয় হোক।

  • @learnandrun5366
    @learnandrun5366 Před 3 lety +19

    I love his expression man..😍😍 You can clearly see that he is enjoying the song from his core of the heart as well as singing the song very nicely..

  • @mahdikaabir6700
    @mahdikaabir6700 Před 3 lety +3

    এই গানটা এতো সুন্দর রূপ দেওয়ায় ব্যান্ডকে ভালোবাসা জানাচ্ছি

  • @alzizaakter2731
    @alzizaakter2731 Před 3 lety +10

    অক্টোবর, ২০২০-- কে শুনছেন? অসাধারণ এই গানটি।
    I am from Rajshahi.

    • @shafin7204
      @shafin7204 Před 3 lety +1

      রাজশাহী থেকে ☺️

  • @rajibdas4533
    @rajibdas4533 Před 11 měsíci +2

    অসাধারণ লাগলো । ভারতের বাঙালি হিসেবে অমর পালের এই গানটি মনের মধ্যে অমর হয়ে আছে।

  • @prancholmugdha
    @prancholmugdha Před 7 měsíci

    হৃদয় চুপসিয়ে টেনে নেয়ার মতো একটি গান । শোনা মাত্রই এক অদ্ভুত অনুভূতি কাজ করে ।
    আরও একবার, মহারাজা তোমারে সেলাম ❤❤
    মহারাজা, মহারাজা______।

  • @manabidas2128
    @manabidas2128 Před 3 lety +5

    গান টি তে একদম বাস্তব কথা তুলে ধরেছেন । এই রকম গান আরও শুনতে চাই ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @shreyabasak07
    @shreyabasak07 Před 4 lety +64

    His expression🤩 voice also♥️.

  • @pspsdan
    @pspsdan Před 5 lety +1538

    গান টা যার লেখা তার নাম টা দেওয়া উচিত। এটা সত্যজিত রায় র লেখা গান, হীরক রাজার দেশে সিনেমার । ওরা যে এটা cover করছে সেটাও লিখে দেওয়া উচিত।

    • @anikahmed6461
      @anikahmed6461 Před 4 lety +21

      হিরক রাজা ছবির লিংকটা দিতে পারেন দয়া করে

    • @halimrony4748
      @halimrony4748 Před 4 lety +41

      অমর পালের!

    • @snehasishdas6896
      @snehasishdas6896 Před 4 lety +5

      সঠিক

    • @KhalidKhan-lg2id
      @KhalidKhan-lg2id Před 4 lety +9

      @@anikahmed6461 সত্যজিৎ রায় এর অসাধারণ মুভি,,

    • @mddhmunna9352
      @mddhmunna9352 Před 4 lety +1

      Right

  • @alekshai9629
    @alekshai9629 Před 5 lety +21

    This is truly a fantastic rendition of the lovely song 'kotoi rongo'. Well done Boga Taleb and the swarobanjo!

  • @outspokenenayet2377
    @outspokenenayet2377 Před 3 lety +3

    আহা! প্রথম লাইনে প্রাণ জুড়িয়ে গেল❤️

  • @EmonBangaali
    @EmonBangaali Před 2 lety +7

    সেই নেতা আমলাদের দ্বারা হওয়া কনসার্ট এ তাদের তাচ্ছিল্য করেই গান।। 😂😂😂

  • @litonchowdhury32
    @litonchowdhury32 Před 4 lety +3

    warobanjo (স্বরব্যাঞ্জো) অসাধারন গায়কী ঢং..এরা বাংলাদেশের বাউল গানকে বাঁচিয়ে রাখবে...

  • @biplobhasan3262
    @biplobhasan3262 Před 3 lety +14

    Huge respect to this legendary singer👏
    - take love brother ❤️

  • @abhradeepchatterjee8046
    @abhradeepchatterjee8046 Před 4 lety +25

    Love from India 🇮🇳 joy bangla

  • @sankarghosh1485
    @sankarghosh1485 Před 4 lety +545

    এইরকম একটি প্রোগ্রাম পশ্চিবঙ্গেও হলে মন্দ হতোনা

  • @bhaborbc3879
    @bhaborbc3879 Před rokem +1

    আহা রে কি যে লাগে ❤❤❤ঠিক ঠিক 31/07/2023.....

  • @nsroy4u
    @nsroy4u Před 3 lety +2

    এই মাঝখান থেকে গান গেয়ে কিযে নতুন সৃষ্টি হচ্ছে বোঝা যায় না। আসল গানটা অনেক সরল ও সাদাসিধা। হৃদয় ছুঁয়ে যায়। অমর পাল আর সত্যজিৎ রায়ের গানটাতে অনেক সারল্য ছিল। এত গলা কাপানি ছিল না। অন্য সৃষ্টি নিয়ে ছেলেখেলা না করে, নিজেই নতুন করে গান লিখলে ভাল হয়। মনে পড়ে আমাদের একজন খ্যাতনামা শিল্পী বাংলাদেশের জাতীয় সঙ্গীত মাঝখান থেকে গিয়ে বিশাল বিপাকে পড়েন। এরকম কিম্ভূতকিমাকার খিচুড়ি বানিয়ে আমার মনে হয় স্রষ্টাকে অপমান করা হলো।

    • @nmo3148
      @nmo3148 Před 2 lety

      most people will beg to differ. you have your opinion. Ray was a modernist. he would be thrilled that a new generation is adopting and experimenting with his creation so beautifully.

  • @mufassilislam
    @mufassilislam Před 3 lety +73

    Song and music unite all ! Beautiful !!

    • @Turjoddhoni
      @Turjoddhoni Před 3 lety +1

      অবাক হলাম! আপনি গানও শোনেন!!

  • @Shainton17
    @Shainton17 Před 3 lety +3

    সত্যজিৎ রায় সেই কবেই বলে গেছেন, তিনি ভবিষ্যৎতের নির্দেশ।
    আজ প্রতি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।

  • @litonchowdhury32
    @litonchowdhury32 Před 4 lety

    Swarobanjo (স্বরব্যাঞ্জো).....Excellent...Jotobar dekhi totobaree bhalo lage...Thanks Swarobanjo (স্বরব্যাঞ্জো)

  • @souravchakraborty6506
    @souravchakraborty6506 Před 5 lety +29

    1848 কমিউনিস্ট ম্যানোফেস্টা,এঙ্গেলস & মার্কস ❤

    • @ayondash2761
      @ayondash2761 Před 4 lety +2

      ধুর খানকির পুলা মাকু তোর মায়রে চুদি।এখানে রাজনীতি নিয়ে আসলি কেন?

    • @souravchakraborty6506
      @souravchakraborty6506 Před 4 lety +20

      @@ayondash2761 এই কথাটা মার্কস ও এঙ্গেলস 1848 সালে বলে গেছে শুধু সেটাই বললাম।। এতে আমার রাজনৈতিক পরিচয় প্রকাশ পায় না।। আপনার মুখের অশ্লীল ভাষা প্রয়োগ সত্যি অবাঞ্ছিত।।

    • @abulkashem364
      @abulkashem364 Před 4 lety +1

      কমেন্টে বংশের পরিচয়,,,,,

    • @sagnikbanerjee279
      @sagnikbanerjee279 Před 4 lety +1

      সাম্যবাদ বিরোধিতা ও রাজনীতিই। তাই রাজনীতির ওপর কেউ না।

  • @kowshikdas7082
    @kowshikdas7082 Před 4 lety +10

    What a wonderful voice you got!!!! Love the song.

  • @dipayannandi5979
    @dipayannandi5979 Před 8 měsíci +1

    One of the best folk song written by Indian legend Satyajit Ray.....This song is one of my favorite❤🔥

  • @ripvanuinkel3088
    @ripvanuinkel3088 Před 2 lety +1

    গানটা আপনার সাথে ভাল মানিয়ে গেলো, আমি ভাঙ্গা ঘরেই রয়ে গেলাম তাকে অট্টালিকায় রেখে।

  • @kamrulhasan-xe8yd
    @kamrulhasan-xe8yd Před 3 lety +4

    অসাধারণ কথাগুলো,,,বাস্তবতার সাথে সব মিল,,,,,গেয়েছেন ও দারুণ 💜♥️♥️

  • @sanjaymukhopadhyay3326
    @sanjaymukhopadhyay3326 Před 5 lety +10

    Perfect perfect...love your imagination...create more beautiful melodies... particular ly the background ensemble was extremely touching

  • @Md_Arif_Hossan
    @Md_Arif_Hossan Před 2 lety +1

    জানি কোক স্টুডিও থেকে অনেকে আসবে বগা তালেবের গান শুনতে 🥰😊 খুব ভালো লাগছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের রত্নগুলো সবাই জানুক দেখুক …..
    🥰❤

  • @rnnishad2493
    @rnnishad2493 Před 3 lety

    ধন্যবাদ Folk fast ..... Amon akjon manus ke daueat deuear jonno...ar borabori amader deser program Folk Fast er juri nai...notun kore bole kisu bujanor khomota amar nai🙏🙏

  • @shawankhan6037
    @shawankhan6037 Před 4 lety +7

    One of the best covers ever! Worth listening to.

  • @IndranilGayen
    @IndranilGayen Před 4 lety +7

    Really great.. different take on old song.. both are great in their own way.. I think we should remake and cover all old songs.. this is the way we should carry our great ancestors work..

  • @dipakbiswas
    @dipakbiswas Před 2 lety +1

    জাঁক জমক আর কায়দাবাজিতে গানটির অনুভুতি এবং সারল্য দুটোই চাপা পড়ে গিয়েছে।

  • @nishamondal7541
    @nishamondal7541 Před rokem +1

    আজ কালকার জেনারেশনে থেকে এই গান টা শুনছি পুরো মন ছুঁয়ে গেলো ❤️💯

  • @dr.swapnalichetiaphukan3800

    U got an amazing style! Much more love n power from অসম

  • @rajupanday5664
    @rajupanday5664 Před 3 lety +3

    দাদা আপনার কন্ঠটা সত্যি অসাধারণ,,, গানটা খুব ভালো লাগছে,👉❤❤

  • @juthi3568
    @juthi3568 Před 5 dny

    অসাধারন লাগলো। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।

  • @muradchowdhary5270
    @muradchowdhary5270 Před rokem +1

    আহা আহা অসাধারণ 🌷সোনার ফসল ফলায় যে দুই বেলা জোটেনা আহার 😢

  • @sudeshnadas3997
    @sudeshnadas3997 Před 2 lety +4

    অসম্ভব একটি ভালো গান, খুব সুন্দর!! 😍😍❤❤

  • @arijitgarai6660
    @arijitgarai6660 Před 2 lety +3

    যেমন তাল,তেমন সুর!!আহা মন ভরে গেলো 😊

  • @soumenbiswas106
    @soumenbiswas106 Před 3 lety

    সত্যি অসাধারণ একটা অনুষ্ঠান ,এই রকম অনুষ্ঠান আমি দেখেছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আইটিএফ গ্রাউন্ডে আন্দামান ট্যুরিজম ফেস্টিভেল এক কথায় বগা তালেব অসাধারণ অসাধারণ শিল্পী তুলনাহীন যতবার শুনি যতবার শুনি ততই মনে হয় আরো শুনতে ইচ্ছে করে।

  • @monirhossain-hl5rg
    @monirhossain-hl5rg Před 3 lety +2

    অসাধারণ! অনেকবার শুনেছি.
    কথাগুলি আজীবন সত্য ছিলো সত্য থাকবে

  • @Sharkmaester
    @Sharkmaester Před 4 lety +5

    1:10 the music started awesomely

  • @megharnomondol6671
    @megharnomondol6671 Před rokem +1

    গানটিতে বর্তমান সময়ে সমাজের চরম বাস্তবতা ফুটে উঠেছে 🥀🥀

  • @Bangla01
    @Bangla01 Před 2 lety

    আাহা আমার দেশ আহা দেশের গান আর তার রুপ সত্যি পাগল করা। #Bangla01

  • @shmusicworld8186
    @shmusicworld8186 Před 5 lety +6

    এইটা যে শুধু গান নই। প্রতিবাদের ভাষা!

  • @theconfusedgirl9816
    @theconfusedgirl9816 Před 5 lety +7

    Overwhelming...And speechless

  • @kamrozzaman5146
    @kamrozzaman5146 Před 4 lety +1

    অসাধারণ অনন্য সুর সত্যিই হীরার খনি সরব্যান্জ ব্যান্ড আপনাদের কে শুভকামনা ও সবাইকে অন্তরের গহীন থেকে শুভেচ্ছা। এরকম সুর সত্যিই বিড়ল😘 যিনি গেয়েছেন তার প্রতি অনেক শুভ কামনা সবসময় এরকম কিছু উপহার আমাদের দিয়ে যাবেন।

  • @ahmedshawun3008
    @ahmedshawun3008 Před 3 lety

    ভাই,,,গানের প্রেমে পড়ে গেলাম,,,,অমায়িক গাইছেন ভাই,,কথা গুলো অসম্ভব সুন্দর ❤️
    অনেক ভালবাসা আর দোয়া রইলো আপনার জন্য।

  • @rubelhossen7628
    @rubelhossen7628 Před 4 lety +6

    কতই রঙ্গ দেখি দুনিয়ায়
    ও ভাইরে ও ভাই
    কতই রঙ্গ দেখি দুনিয়ায়
    '
    আমি যেই দিকেতে চাই
    দেখে অবাক বনে যাই
    আমি অর্থ কোন খুঁজে নাহি পাই রে
    ও ভাই অর্থ কোন খুঁজে নাহি পাই রে
    ভাইরে ভাইরে
    আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়
    '
    দেখ ভাল জনে রইলো ভাঙ্গা ঘরে
    মন্দ যে সে সিংহাসনে চড়ে
    ও ভাই সোনার ফসল ফলায় যে তার
    দুই বেলা জোটে না আহার
    হিরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই
    ও ভাই হিরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই
    ও তার কানাকড়ি নাই
    ওরে ভাইরে ভাইরে
    কতই রঙ্গ দেখি দুনিয়ায়

    • @mdshafee9675
      @mdshafee9675 Před 3 lety

    • @rubelhossen7628
      @rubelhossen7628 Před 3 lety

      @@mdshafee9675 লিরিক টা ভাল লাগলো তাই আর কিছু না

  • @rakibulhasan3531
    @rakibulhasan3531 Před 3 lety +6

    দারুন গেয়েছে ভাই আমার❣️❣️❣️

  • @ARIFHOSSAIN-xf1ni
    @ARIFHOSSAIN-xf1ni Před 3 lety +1

    এই গান বর্তমানের সাথে অবুক্ত।
    কৃষক এর জীবন এর সাথে গাথা।

  • @rahatahmed468
    @rahatahmed468 Před 4 lety

    আহা!
    শান্তি পেলাম।
    কি চমৎকার গায়কি 💐💐💐

  • @NeloyLaw
    @NeloyLaw Před 2 lety +4

    One of my most favourite song
    Pride of our University of Rajshahi 🖤

  • @mahinhasan8745
    @mahinhasan8745 Před 5 lety +4

    মাহিন আর রূপকের প্রিয় গান
    --আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই..

  • @rajatchakraborty7228
    @rajatchakraborty7228 Před 11 měsíci

    অপুর্ব।।
    আগামী প্রজন্মকে বলি, সাধনা চালিয়ে যান,আরো ভালো ভালো গান বৃদ্ধ বয়সে শুনতে চাই।।

  • @smrubelhossain2033
    @smrubelhossain2033 Před 4 lety +2

    এত মুগ্ধ হয়েছি যে ভয়েস ও গায়কির প্রেমে পড়ে গেলাম, রিসেন্টলি প্রায়ই প্রতিদিন শুনি।

  • @rickbarrington
    @rickbarrington Před 3 lety +4

    Can’t understand a word but love it. Dude totally channels his inner the samurai with that man bun and voice

    • @walidsgamingworld8654
      @walidsgamingworld8654 Před 3 lety

      Please listen the folk and lalon song of my country (Bangladesh). Hope all touch your soul.

  • @parichayghorai4826
    @parichayghorai4826 Před 4 lety +3

    Really love this song ..lots of love from w.b

  • @DXoker007
    @DXoker007 Před 2 lety

    কালজয়ী এক গান । যুগে যুগে শাসক আর শোষক শ্রেণীর চরিত্রের বাস্তব প্রতিফলন এই গান । গান টা শোনার সময় নিজের দেশের মানুষ এর আর্তনাদ শুনতে পাই ।

  • @funchannel7351
    @funchannel7351 Před 3 lety +2

    Thanks very much. You sang the song nicely. It is my favourite song. Hirak rajar deshe is my favourite movie.
    Salute to you.

  • @caphaddock5355
    @caphaddock5355 Před 5 lety +24

    proud of rajshahi 😍😍😍😍😍

  • @Suranjan_Malik
    @Suranjan_Malik Před 4 lety +4

    বলছি এই অসম্ভব সুন্দর গানটা যে ব্যক্তিটির সৃষ্টি তাকে তো দেখছি কোনো ক্রেডিটই দেওয়া হয়নি গানে ,।
    উচিত ছিল না কি ????