মরিচের পাতা কুঁকড়ানো রোগ দুর করুন খুব সহজে। লক্ষন ও প্রতিকার। How to control chilli thrips and mites

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • মরিচের পাতা কুঁকড়ানো রোগ দুর করুন খুব সহজে। লক্ষন ও প্রতিকার। How to control chilli thrips and mites
    মরিচ গাছের পাতা কুঁকড়ানো রোগ:
    পাতা কোকড়ানো মরিচ গাছের খুবই মারাত্মক একটি রোগ। যদি পাতা গুলো উপরের দিকে নৌকার মত কুঁকড়ে যায় তবে এটা ভাইরাস এবং যদি নিচের দিকে কুঁকড়ে যায় তবে এটি মাকড়ের আক্রমণে হয়।
    ভাইরাস আক্রমনের লক্ষণ সমূহ
    ১. আক্রান্ত পাতা উপরের দিকে নৌকার মত কুঁকড়ে যায়। পাতার নিচে হলুদ শারীরে সাদা পাখাওয়াল মাছি(সাদা মাছি) দেখা যায়।
    ২. পুরোনো পাতাগুলো শক্ত ও ভঙ্গুর হয়ে যায়।
    ৩. পাতার মাঝের শিরাগুলো হালকা হলুদ হয়ে যায়।
    ৪. গাছের বৃদ্ধি কমে যায়।
    ৫. দেখতে মনে হয় থ্রিপস বা মাকড়ের আক্রমণ হয়েছে।
    ৬. ফলন কমে যায় ও এবড়ো থেবড়ো হয়।
    ৭. পাতাগুলো ছোট গুচ্ছাকৃতির হয়।
    ৮. গাছে অতিরিক্ত ডালপালা জন্মায় ও ঝোপের মতো হয়।
    রোগের বিস্তার
    এ ভাইরাটি সাধানণত বীজ থেকে ছড়ায় না। এই ভাইরাসটির নাম Begomo ভাইরাস। এটি সাদা মাছি, থ্রিপস, সংক্রমিত চারা ও আগাছা থেকে ছড়ায়। সাধারাণত সাদা মাছি গুলো তখন পাতার নিচের দিকে থাকে, এরা ১.৫ মিমি লম্বা হয় এবং হালক হলুদ শরীরে সাথে মোম আবৃত সাদা পাখা থাকে। এছাড়া এটি আরো বিভিন্ন কারনে এ ভাইরাস ছড়ায়, যেহেতু এটি ভাইরাস তাই এটি সাধারণ ভাইরাসের মত সংক্রমিত হয়, যেমন বৃষ্টি, পানি, আগাছা, নার্সারি থেকে কোন গাছের মাধ্যমে ইত্যাদি।
    প্রতিষেধক
    এই ভাইরাসের কোন প্রতিষেধক নেই। এই ভাইরাসে আক্রন্ত গাছ যত তারাতারি সম্ভব তুলে পুড়িয়ে বা মাটিতে ফুতে ফেলতে হবে।
    জৈবিক প্রতিরোধ
    মরিচ গাছ লাগানোর সময় থেকে প্রতি ১০-১৫ অন্তর অন্তর নিম তেল স্প্রে করুন। প্রতি লিটার পানিতে ১-২ টেবিল চামচ নিম তেল ও ১-২ চা চামচ ডিশ ওয়াশ ভাল করে মিশিয়ে স্প্রে করবেন।
    রাসায়নিক প্রতিরোধ
    রাসায়নিক নিয়ন্ত্রন পদ্ধতিতে অনেক উপকারি পোকার ক্ষতি হয় তাই জৈবিক পদ্ধতি অনুসরণ করুন। রাসায়নিক নিয়ন্ত্রনের জন্য ডিনোটফুরান বা ইমাডাক্লোরোপিড জমিতে চারা রোপনের পূর্বে চারাতে ছিটিয়ে দিন। যদিও এ ভাইরাস প্রতিরোধের কার্যকর কোন প্রতিরোধ ও প্রতিষেধক নেই।
    মাকড়ের আক্রমণের লক্ষণ
    ১. হলুদ মাকড়ে আক্রান্ত পাতা নিচের দিকে কুঁকড়ে যায়।
    ২. লাল মাকড় আক্রান্ত পাতা নিচের দিকে কুঁকড়ে যায় ও পাতার নিচে সাদা জাল বুনে।
    জৈবিক প্রতিকার
    ১. আক্রমণ কম হলে নিম তেল প্রতি ১ লিটারে ১-২ টেবিল চামচ ও ডিশ ওয়াশ ১-২ চা চামচ করে প্রতি ১০ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। আক্রমণ বেশি হলে নিম তেল ও ডিশ ওয়াশের মাত্রা বাড়াতে হবে।
    ২. ৫ গ্রাম তামাক পাতা বা সাদা পাতা ১০০ মিলি পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে ছেকে নিয়ে ১ লিটার পানিতে মিশিয়ে প্রতিদিন স্প্রে করতে হবে।
    রাসায়নিক প্রতিকার
    ১. থিউভিট/ রনোভিট(সালফার ৮০%) ২গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ৩- ৫ দিন স্প্রে করতে হবে।
    ২. ডাইমেথয়েট (টাফগর ৪০ ইসি)
    প্রতিরোধ ব্যবস্থাপনা
    ১. ভাইরাস প্রতিরোধী ও সুস্থ বীজ থেকে চারা তৈরি করুন ও শুধুমাত্র সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করুন।
    ২. নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করুন।
    ৩. রোগাক্রন্ত চারা কোনভাবেই লাগাবেন না।
    ৪. সাদা মাছি প্রতিরোধে হলুদ ফাঁদ ব্যবহার করুন।
    ৫. ভাইরাস আক্রান্ত গাছ পুড়িয়ে বা মাটিতে ফুতে ফেলুন।
    ৬. চারা অবস্থায় বীজতলা মশারি বা নেট দিয়ে ডেকে রাখতে হবে।
    #মরিচের_পাতা_কুঁকড়ানো_রোগ
    #মরিচ
    #How_to_control_chilli_thrips_and_mites
    মরিচের পাতা কুঁকড়ানো রোগ,
    মরিচের পাতা কোকড়ানো রোগ,
    মরিচের পাতা কোকরানো রোগ,
    মরিচের রোগ দমন,
    মরিচ গাছের পাতা কোকরানো রোগ,
    মরিচের রোগ,
    লঙ্কা গাছের পাতা কোকড়ানো রোগ,
    মরিচের পাতা কোঁকড়ানো রোগ,
    মরিচ গাছের রোগ,
    মরিচ গাছের পাতা কোকড়ানো রোগ,
    মরিচের পাতা কোঁকরানো রোগ,
    মরিচের পাতা কোকড়ানো রোগ,
    মরিচ গাছের পাতা কোকড়ানো রোগ,
    মরিচের পাতা কুকরানো রোগ দমন করবো কিভাবে,
    মরিচের রোগ ও প্রতিকার,
    মরিচের পাতা কুকড়ানো,
    মরিচের পাতা পচা রোগ,
    লঙ্কা গাছের পাতা কোকড়ানো,
    মরিচ গাছের রোগ ও প্রতিকার
    Remove leaf curl disease of pepper very easily. Symptoms and Remedies How to control chilli thrips and mites Chilli leaf curl disease: Leaf curl is a very serious disease of pepper plants. Symptoms of viral infection 1. Infected leaves curl upwards like a boat. White winged flies (whiteflies) with yellow bodies can be seen under the leaves. 2. Older leaves become hard and brittle.
    3. The veins in the middle of the leaves turn light yellow. 4. Plant growth slows down. 5. Looks like a thrips or spider infestation. 6. Yields are reduced and stunted. 7.The leaves are in small clusters.8. The tree grows extra branches and becomes bushy. spread of disease This virus is usually not spread by seeds. This virus is called Begomo virus. It is spread by whiteflies, thrips, infected seedlings and weeds.
    Since it is a virus, it is transmitted like a normal virus, like rain, water, weeds, through a plant from a nursery, etc. antidote There is no vaccine for this virus. Trees infected with this virus should be removed as soon as possible and burned or blown to the ground. Biological resistance Spray neem oil every 10-15 minutes from the time of planting. Mix well 1-2 tablespoons of neem oil and 1-2 teaspoons of dish wash per liter of water and spray.
    2. 5 grams of tobacco leaves or white leaves should be soaked in 100 ml of water for 12 hours and then mixed with 1 liter of water and sprayed daily. Chemical remedies 1. Theuvit / Ronovit (sulfur 80%) should be mixed with 2 grams per liter of water and sprayed for 3-5 days. 2. Dimethoate (Tafgar 40 EC) Prevention Management 1. Grow seedlings from virus-resistant and healthy seeds and collect seeds only from healthy plants. 2. Monitor the field regularly. 3. Never plant diseased seedlings.

Komentáře • 51

  • @md.shafiulkarimranju5061
    @md.shafiulkarimranju5061 Před měsícem +3

    আপনাকে ধন্যবাদ, অল্প কথায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাবলীল উপস্থাপনায় ' মরিচের পাতা কু৺কড়ানো রোগ ও তার প্রতিকার ' সম্পর্কিত প্রতিবেদনটি মরিচ চাষীরা সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ...!!!!!

  • @jamessabber710
    @jamessabber710 Před 5 měsíci +2

    ভালো কাজকে বাহবাহ দেওয়া উচিৎ। ধন্যবাদ আপনাকে এবং আপনার টিম কে

    • @Agriculturewithshohag
      @Agriculturewithshohag  Před 5 měsíci

      ধন্যবাদ আপনাকে ভিডিওটি দোখার জন্য

  • @md.rezaulkarim8036
    @md.rezaulkarim8036 Před rokem +2

    ধন্যবাদ ভাই। উপকৃত হলাম।

  • @ekramulss4778
    @ekramulss4778 Před rokem +3

    আমি একজন নতুন চাষি। আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম। ধন্যবাদ ভাই!

  • @orobinduroy855
    @orobinduroy855 Před rokem +1

    ভালো লাগলো অনেক ধন্যবাদ

  • @5minutesbeautifulnaturalof982
    @5minutesbeautifulnaturalof982 Před 5 měsíci +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @uzzalkobir2504
    @uzzalkobir2504 Před 2 měsíci +1

    আমার গাছ গুলো , কুকডা হয়, কি দিলে ভালো হবে

    • @Agriculturewithshohag
      @Agriculturewithshohag  Před 2 měsíci

      ফিপ্রোনিল (রিজেন্ট/এসেন্ড/গুলি/অন্য নামের) বা ডাইমেথয়েট (বিস্টারথোয়েট/টাফগর/অন্য নামে) ১০ লিটার পানিতে ১০ মিলি হারে বা সাকসেস ১০ লিটার পানিতে ১২ মিলি হারে ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে।

  • @zahidulhaque6606
    @zahidulhaque6606 Před rokem +1

    অনেক সুন্দর

  • @sabrinshila8151
    @sabrinshila8151 Před rokem +2

    Good work,Go ahead ❤️❤️

  • @donsk2601
    @donsk2601 Před 5 měsíci +1

    মরিচের আরও ভিডিও চাই

  • @AminulIslam-jv7pl
    @AminulIslam-jv7pl Před rokem +1

    মরিচের আরও ভিডিও চাই।

    • @Agriculturewithshohag
      @Agriculturewithshohag  Před rokem

      অবশ্যই আরো ভিডিও বানাবো,ধন্যবাদ সার্পোট দেয়ার জন্য।

  • @lailaparvin6481
    @lailaparvin6481 Před rokem +1

    খুব চমৎকার ভিডিও মাশাল্লাহ। আপনার দেখানো পদ্ধতি ফলো করে কৃষি কাজে উপকার পাবে ইনশাল্লাহ। 🌿🌿
    আপনার কথা বলার ধরন খুবই সু্ন্দর এবং শালিন। 👌👌
    বর্ণনা যেমন interesting তেমনি উপকারী 👍👍

  • @herazihad5562
    @herazihad5562 Před 5 měsíci +1

    ❤❤❤❤

  • @shirajuddin9013
    @shirajuddin9013 Před rokem +2

    উপরের দিকে কুঁকড়ে গেলে কি করতে হবে জানাবেন।ধন্যবাদ

    • @Agriculturewithshohag
      @Agriculturewithshohag  Před rokem +1

      মাকড়নাশক ওমাইট ৫৭ ইসি প্রতি লিটার পানিতে ২.০ মিলি বা ভার্টিমেক ১.৮ ইসি প্রতি ১০ লিটার পানিতে ১২ মিলি মিশিয়ে পাতা ভিজিয়ে স্প্রে করবেন।ধন্যবাদ

  • @ShermahammadSekh-qc7cu
    @ShermahammadSekh-qc7cu Před rokem +1

    Dada amir lonkka akta somadhan pata kukrano apna ki product asechay

    • @Agriculturewithshohag
      @Agriculturewithshohag  Před rokem

      দাদা আমার কাছে তো কোন প্রোডাক্ট নেই,আমি সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে ভিডিও বানিয়ে থাকি।

  • @m.d.ajijurmondal3
    @m.d.ajijurmondal3 Před 2 měsíci +1

    আমার গাছ পেরাই 90% গাছ ভাইরাস আক্রান্ত হয়েছে এখন কি করো নিয়

    • @Agriculturewithshohag
      @Agriculturewithshohag  Před 2 měsíci

      আপনার নিজ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেন।তারা সরজমিনে গিয়ে কি পরামর্শ দেয়।

  • @mtrafiulgallery.1134
    @mtrafiulgallery.1134 Před rokem +1

    sigaret ba birioto tamak pata dia toiri. oita dile hobe.

    • @Agriculturewithshohag
      @Agriculturewithshohag  Před rokem

      সেখানে তো তামাকের পরিমান খুবি কম থাকে।

  • @mamunurrashid2802
    @mamunurrashid2802 Před rokem

    Nice video

  • @dcom2694
    @dcom2694 Před rokem +2

    ভাই আমার মরিচ গাছের পাতা উপরের দিকে কুকরে গেছে এখন কি কি কিটনাসক বেবহার করলে গাছ ভালো হবে প্লিজ ভাই।

    • @Agriculturewithshohag
      @Agriculturewithshohag  Před rokem +1

      আক্রমণ বেশি হলে ফিপ্রোনিল (রিজেন্ট/এসেন্ড/গুলি/অন্য নামের) বা ডাইমেথয়েট (বিস্টারথোয়েট/টাফগর/) ১০ লিটার পানিতে ১০ মিলি হারে বা সাকসেস ১০ লিটার পানিতে ১২ মিলি হারে স্প্রে করে করুন।
      আর পোকা দেখা দিলে এডমেয়ার ২০ এসএল ০.৫ মিলি./লি হারে পানিতে শিশিয়ে স্প্রে করুন ঠিক হয়ে যাবে।ধন্যবাদ।

    • @md.altabali9090
      @md.altabali9090 Před 2 měsíci

      জমির পরিমাণ ২০ শতক ১১০০ গাছ গাছে ফুল আসে কিন্তু মরিচ ধরে না গাছ হালকা হল এবং কোকড়ানো পাতা কি ওষুধ দিলে ভালো হবেদয়া করে যদি বলতেন তাহলে উপহার হত আপনার ফোন নাম্বার দিলেআরো বেশি উপকৃত হতামধন্যবাদ স্যার

  • @Alifamirabubokker7650
    @Alifamirabubokker7650 Před rokem +2

    Assalamualaekum apner shatha Mobil a kotha bolta chai

  • @KamalUddin-ci3ug
    @KamalUddin-ci3ug Před rokem +1

    আমার নতুন মরিছের গাচ উপর দিকে কুকুডে গেছে কি ঔষধ দেব

    • @Agriculturewithshohag
      @Agriculturewithshohag  Před rokem +1

      আক্রমণ বেশি হলে ফিপ্রোনিল (রিজেন্ট/এসেন্ড/গুলি/অন্য নামের) বা ডাইমেথয়েট (বিস্টারথোয়েট/টাফগর/অন্য নামে) ১০ লিটার পানিতে ১০ মিলি হারে বা সাকসেস ১০ লিটার পানিতে ১২ মিলি হারে স্প্রে করে এদের নিয়ন্ত্রণ করা যায়।

  • @shadhinhi9380
    @shadhinhi9380 Před 11 měsíci +2

    ভাই আপনার মোবাইল নামবারটা দিবেন

  • @jountokumarbarmon3493
    @jountokumarbarmon3493 Před rokem +1

    ডিশ ওয়াশটা কি ভাই

    • @Agriculturewithshohag
      @Agriculturewithshohag  Před rokem

      বাসন মাজার জন্য যেটা ব্যবহার হয় সেটা

  • @user-jm7zx1ml2v
    @user-jm7zx1ml2v Před rokem +1

    Viai apner nmber dan