অ্যাডেনিয়ামের বাছাই করা ৪০০ প্রজাতি নিয়ে সাম্রাজ্য বিস্তার করেছে।

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • অ্যাডেনিয়ামের বাছাই করা ৪০০ প্রজাতি নিয়ে সাম্রাজ্য বিস্তার করেছে গ্ৰীন ভিউ নার্সারি।
    এই নার্সারিতে আপনারা যদি আসতে চান তাহলে শিয়ালদা থেকে রেলপথে ডায়মন্ড হাবরা তে আসতে হবে। সেখান থেকে কলকাতা যাবার যে কোন বাসে দোস্তি পুড়ে নাড়তে হবে তারপর অটো বা রিক্সা দিঘিরপাড় বাজারে আসতে হবে সেখানে এই নার্সারিটি অবস্থিত । আবার কলকাতা থেকে আসতে গেলে প্রথমে ধর্ম তলায় থেকে ডায়মন্ড হাবরা যেকোনো বাসে আপনাদেরকে দোস্তি পুড়ে আসতে হবে তারপর অটো বা রিক্সা করে দিঘীর পাড় বাজারে আসতে হবে সেখানেই এই নার্সারি টি কে পেয়ে যাবেন। এই নার্সারি টি প্রায় ২২ বিঘা জমি উপর তৈরি হয়েছে। এখানে আপনারা বাছাই করা ৪০০ প্রজাতির অ্যাডেনিয়াম গাছ পেয়ে যাবেন। বিভিন্ন পোকা সিঙ্গেল প্রজাতি ডবল পেটাল ও রোজী ভ্যারাইটি অ্যাডেনিয়াম মূলত এখানে পাবেন বিভিন্ন প্রকার মডেল যেগুলি অ্যাডেনিয়ামের উপর তৈরি হয়েছে সেগুলি এখানে পাবেন আপনারা। এখানে খুচরো ও পাইকারি উভয়প্রকারে গাছ বিক্রয় করা হয়। এই নার্সারিতে অনলাইন পরিষেবা আছে। তবে আপনাকে মিনিমাম ৫০ পিস গাছ কয় করতে হবে। তার কমে যদি আপনারা গাছ ক্রয় করতে চান তাহলে আপনাকে সরাসরি নার্সারি থেকে নিয়ে যেতে হবে।
    বন্ধুরা গাছপালা কয় বিক্রয় আপনাদের মর্জি উপর নির্ভর করে ।আপনারা যখন গাছ ক্রয় বা বিক্রয় করবে তখন আমি বা আমার চ্যানেল উপস্থিত থাকবো না সুতরাং গাছ ক্রয় বিক্রয় করবেন নিজেদের দায়িত্বে। কোন কারণে জন্যে আমি বা আমার চ্যানেল দায়বদ্ধ থাকবো না। কেবলমাত্র চ্যানেলে প্রচার স্বার্থে এই নার্সারি টি কে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে।
    Nursery Address is:- Green View Nursery And Seeds.
    Prop. Sanjay Kr. Monday
    Vill.Basudebpur, Near Dighirpar Bazar.
    P.O. : Pairachali, South 24Parganas.
    West Bengal.Mob.: 9933311850/9933133192.
    Email : greenviewnursery@gmail.com
    #nursery#nursery_visit#adenium#adenium_nursery#adeniumplant#desertrose#desertroseplants#desertrosevarieties#desertrosetypes#varietieadenium#adeniumdesertrose#adeniumcare#adeniumplantcare#adeniumsoil#adenium_report#adenium_progagation#adenium_disease#adeniumbonsai#greenviewnurseryandseeds#sanjaykumarmondal#dostipur#dighipar#diamondhabra#nearkolkata#sout24pargan#garden#gardening

Komentáře • 9