ছাদবাগানে জাব পোকা নিয়ন্ত্রণ বাAphids pest control

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2024
  • জাব পোকা বা Aphids pest control
    (Brevicoryne brassicae)
    ক্ষতিরলক্ষণ
    পূর্ণবয়স্ক ও নিম্ফ উভয়েই ফুলকপির পাতা, ফুল ও ফলের কুঁড়ি, বোঁটা এবং ফলের কচি অংশের রস চুষে খায়।
    বেশি আক্রমণ হলে গাছের পাতা ছোট ও বিকৃত হয়ে যায়। গাছের বৃদ্ধি ব্যহত হয় ও গাছ খর্বাকৃতি হয়ে যায়।
    গাছ প্রথমে দুর্বল ও পরে হলুদ হয়ে যায়। আক্রমণের মাত্রা বেশী হলে ফুলের কুঁড়ি প্রস্ফুটিত না হয়ে শুকিয়ে যায়।
    দমনব্যবস্থাপনা
    আক্রান্ত পাতা, ডগা, ফুল পোকাসহ সংগ্রহ করে ধ্বংস করা।
    শুকনা ছাই ছিটিয়ে প্রাথমিক অবস্থায় এদের নিয়ন্ত্রণ করা যায়।
    জাব পোকা দমনের জন্য অনুমোদিত কীটনাশক মাত্রানুযায়ী ব্যবহার করতে হবে।
    বিভিন্ন ফসলে জাব পোকা দমনের জন্য একতারা ২৫ ডব্লিউ.জি কার্যকরী ও অনুমোদিত।
    ২.৫ গ্রাম একতারা ১০ লিটার জলেতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন।
    #gardening #reels #gardeningtips #aphids #pestcontrol #pesticides #pest
  • Věda a technologie

Komentáře • 2