My Favourite Eye Hospital in Bangalore | আমার পছন্দের সেরা চোখের হাসপাতাল | Bhromon India

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • My Favourite Eye Hospital in Bangalore is Narayana Eye Hospital.
    1st main, 1/1, 100 Feet Rd, Binnamangala, Defence Colony, Indiranagar, Bengaluru, Karnataka 560038
    Phone Number 080-66974000
    Website: www.narayanane...
    ডাক্তার দেখানোর ফিস
    সিনিয়র সিটিজেন (৬০+) - ৫০০ টাকা
    ১৮+ মানুষের জন্য - ৬০০ টাকা
    ছোটদের - ১০০০ টাকা
    Narayana Netralaya, a renowned eye hospital in Bangalore, has several videos available that provide insight into their services and patient experiences. Here are some descriptions of their videos:
    "Narayana Nethralaya Eye hospital experience and reviews | Detail information"1: This video, posted by the Life And True Reviews CZcams Channel, offers a detailed account of the hospital’s services and patient reviews. It’s an 8-minute and 31-second video that has garnered over 15,000 views.
    "Latest Narayana Nethralaya Reviews & Testimonials"2: Narayana Nethralaya Eye Hospital has shared a short 1-minute and 19-second video featuring recent reviews and testimonials from their patients.
    "Narayana Nethralaya - Best Eye Hospital in Bangalore"3: In this video, Narayana Nethralaya emphasizes the comfort and care of their patients, showcasing their commitment to treating each patient with the utmost attention. The video is just under a minute long and has been viewed over 17,000 times.
    For more detailed descriptions and to watch these videos, you can visit Narayana Netralaya’s official CZcams channel or their website. They also offer video-based teleconsulting services, allowing patients to receive quality care without compromising safety during difficult times
    bhromon india
    bharat bhromon
    suman
    bangla travel vlog
    Technology and Career

Komentáře • 62

  • @rabindas9575
    @rabindas9575 Před 2 měsíci +2

    দাদা, আপনার সাজেশন খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ।।

  • @shyamasreerakshit5638
    @shyamasreerakshit5638 Před 3 měsíci +1

    আপনার ভিডিও থেকে সেন্ট জোন্স হসপিটালের কাছে একটি ভালো (reasonable) হোটেল পেয়েছিলাম। খুব উপকৃত হয়েছি। অনেক ধন্যবাদ 🙏

  • @samarprasadkoley3184
    @samarprasadkoley3184 Před 3 měsíci +1

    আপনার ভিডিওগুলো বেশ ভালো লাগে এবং তথ্য সমৃদ্ধ। আমাদের অনেক কিছু জানা যায়। ধন্যবাদ।

    • @bhromonindia
      @bhromonindia  Před 3 měsíci

      ধন্যবাদ।

    • @arindamhalder9101
      @arindamhalder9101 Před 2 měsíci +1

      AR Kon department ya dhakhaben tar upora alada alada number acha Amar kacha cornea department yr number acha

  • @tuhin8549
    @tuhin8549 Před 5 dny

    dada bolchi narayana nethrayalaya te ki vasa ei conversation hoi?hindi or english?
    apnar vedio gulo khub ei helpful,dhonnobad apnake

  • @rupeshmajumder
    @rupeshmajumder Před 2 měsíci +1

    luckly first bar e google a ektu research kore ami ekhane e gechilam, amar bhalo legechey, Docter's are very good.

    • @bhromonindia
      @bhromonindia  Před 2 měsíci +1

      ঠিক। তবে বেসরকারি জায়গা বলে এত দিন ভিডিও করিনি। কিন্তু আমি আরো তিন জায়গা গিয়ে দেখলাম এরাই চোখের জন্য বেস্ট তাই ভিডিওটা করলাম

  • @misteedey8285
    @misteedey8285 Před 3 měsíci +1

    হ্যাঁ দাদা নারায়না নেত্রালয়ে আমি দেখিয়েছি, শুধু আমি ছাড়াও আমার Husband এবং Chele আমরা তিনজন দেখিয়েছি । এতো ভালো system কি বলবো খুব ভালো লেগেছে ওখানে দেখিয়ে। আপনি যেমন ডেসকৃপশন দিয়েছেন একদম মিলে গেছে। চোখে ড্রপটা দেওয়ার পর সব অন্ধকার লাগে, পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে। যাইহোক খুব ভালো লাগলো ভিডিও টা। ভালো থাকুন দাদা 🥰

    • @bhromonindia
      @bhromonindia  Před 3 měsíci

      ধন্যবাদ।

    • @abedhossain3662
      @abedhossain3662 Před 2 měsíci +1

      ​@@bhromonindiaদাদা নমস্কার,, কেমন আছেন,,,দাদা বেঙ্গালুরুতে দেবী শেঠি হাসপাতাল( নারায়ানা) নেএালায়া নারায়ানা আই হাসপাতাল মনে হয় না একই,,,,

  • @chandanaroy3816
    @chandanaroy3816 Před 3 měsíci +1

    দাদা আপনার ভিডিও গুলো দেখে দেখে ব্যংগালুরে ও কর্নাটকে যয়ার খুব ইচ্ছে হলো তাই ব্যংগালুর ও কর্নাটকে বাবা মা ওখান থেকে দুমাস ঘুরে এলাম।

    • @bhromonindia
      @bhromonindia  Před 3 měsíci

      দুই মাস! কোথায় কোথায় ঘুরলেন? অবশ্য কর্নাটকে ঘুরবার অনেক জায়গা সমুদ্র পাহাড় জঙ্গল মন্দির শহর গ্রাম ঐতিহাসিক জায়গা সবই আছে।

  • @Hussain01A
    @Hussain01A Před 2 měsíci +3

    কে কি বলবে তা জানিনা তবে আমার কাছে নারায়ানা নেত্রালয়ই সেরা।।

  • @sharmisthadas3971
    @sharmisthadas3971 Před 2 měsíci +1

    দাদা, আপনার প্রত্যেক ভিডিও সুপার্ব। একটা কথা জানতে চাই ? রাজাজী নগর, নারায়না নেত্রালয় ? ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে যাওয়া যাবে কী ? সময় কী লাগতে পারে ? সম্ভব হলে এপয়েন্টমেন্ট বুকিং নম্বর টা দেবেন। বাকিটা আপনার ভিডিও তে আছে । আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।। 13:36

    • @bhromonindia
      @bhromonindia  Před 2 měsíci

      ধন্যবাদ। ফোন নম্বর , ঠিকানা, ওয়েবসাইট সবই ভিডিওয়ের ডেসক্রিপশন বক্স এ দেয়া আছে। বুকিং এর জন্য ফোন করে নিন। আর দূরত্ব জানবার জন্য বা কীভাবে যাবেন জানবার জন্য ঠিকানা google maps এ দিয়ে কোথা থেকে যাবেন সেটা দিয়ে দেখে নিতে পারবেন।

    • @arindamhalder9101
      @arindamhalder9101 Před 2 měsíci +1

      Majestic thake metro dhore naban mahalaxmi sation ya namben . Okhane dhakben iskon temple acha or pasai

  • @apuchandranath1368
    @apuchandranath1368 Před 3 měsíci +1

    👍

  • @user-mk7nw4qq6w
    @user-mk7nw4qq6w Před 2 měsíci

    Dada spinal problem er jonno alpo khoroch a valo kon ta hbe ..plz blun

  • @souravpramanick2432
    @souravpramanick2432 Před 2 měsíci

    Dada gallbladder stone operation er jonno kon hospital valo hobe st jons na vaydehi

  • @debasishpaul8596
    @debasishpaul8596 Před 3 měsíci +1

    Dada Raj rajeshwari hospital er ekta video banale valo hoy kengeri

    • @bhromonindia
      @bhromonindia  Před 3 měsíci +1

      নিশ্চই আসবে আগামীতে।

  • @dabaprioyabarua9694
    @dabaprioyabarua9694 Před 2 měsíci

    দাদা, নমস্কার।
    বেঙ্গালুরুতে ভালো দাঁতের হাসপাতালের নাম এড্রেস দিলেতে পারলে ভালো হয়। বাংলাদেশ।

  • @user-yq5bn6ho8n
    @user-yq5bn6ho8n Před 3 měsíci +1

    দাদা আমি নিমহান্সে গিয়েছিলাম।আমার দিদির ১২ বছর আগে একটি এক্সিডেন্ট হয়েছিল মাথায় আঘাত লেগেছিল।কলকাতার পিজি এবং bangur nuroscience এ দীর্ঘদিন দেখানো হয়েছিল।মাঝে মাঝে প্রবল খিচুনি হয়।দু মাস আগের কলকাতার M R I রিপোর্ট দেখে তিন মাসের ওষুধ দিয়েছে।আবার তিন মাস পর যেতে বলেছে।নিমহান্সে কোন কিছু রিপোর্ট করেনি।চিকিৎসা টা কি ঠিক হয়েছে, দিদি ঠিক হয়ে যাবে তো।

    • @bhromonindia
      @bhromonindia  Před 3 měsíci

      নিশ্চই সুস্থ হয়ে উঠবেন আপনার দিদি।

  • @ashisdatta4914
    @ashisdatta4914 Před 3 měsíci +1

    Eye drop দিলে চোখের মণি প্রসারিত বা বড় হয়ে যায়। আলো বেশি ঢোকে। ক্যামেরার aperture এর মত একই ভাবে কাজ করে। ডাক্তারবাবুরা চোখের ভেতর ভাল ভাবে পরীক্ষা করতে পারেন। এই হল প্রসারিত হওয়া বা dilation

    • @bhromonindia
      @bhromonindia  Před 3 měsíci

      ধন্যবাদ বিষয়টা বুঝিয়ে বলার জন্য। ফল কী হচ্ছে সেটা দেখে এটাই আমি অনুমান করেছিলাম। নার্ভ , মাসল এসব নিশ্চই ঠিক ভাবে কাজ করে না এই সময় , কিছুতেই ভালভাব দেখা যায় না।

    • @ashisdatta4914
      @ashisdatta4914 Před 3 měsíci +1

      @@bhromonindia
      ঠিকই বলেছেন। ওষুধের প্রভাব কাটতে কয়েক ঘণ্টা লাগে। তারপর মণি আবার আগের অবস্থা ফিরে পেলে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই। চোখের ডাক্তার দেখানোর এই এক সমস্যা।

  • @sonaisheba1837
    @sonaisheba1837 Před 2 měsíci

    দাদা, সেন্ট জোন হাসপাতালের online appointment
    কীভাবে পাব। আমি বাংলাদেশ থেকে appointment নিতে চাই।

  • @sujanhalder1523
    @sujanhalder1523 Před 2 měsíci

    Dada bangalore e valo dental hospital konta aktu janaben plz

  • @sudhangsumitra8777
    @sudhangsumitra8777 Před měsícem +1

    Dilution নয় চোখের মণি বড় করে দেখার জন্য dilator drop অর্থাৎ Atropine drop

  • @sahelasultana7689
    @sahelasultana7689 Před 2 měsíci

    দাদা ৮ই জুলাই নিমহেন্স হসপিটালে চিকিৎসার জন্য যাবো।চোখ দেখাতে চাই।তাই দয়া করে যদি বলেন নিমহেন্স থেকে এই হসপিটালের কোন শাখায় গেলে আমার জন্য কাছে হবে।

    • @bhromonindia
      @bhromonindia  Před 2 měsíci

      @@sahelasultana7689 আমি একমাত্র এটাতেই যাই ফলে বাকি সেন্টার গুলির সম্পর্কে জানি না। তবে সেন্ট জন থেকে এটা কাছেই হবে।

  • @romantaluckder02
    @romantaluckder02 Před měsícem

    আদাব দাদা ভালো আছেন আপনি?
    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি!
    21 শে জুলাই আমার চোখে পুলিশের গুলিতে তিনটি বুলেট ঢুকে গেছে বাংলাদেশে এটা এখন পর্যন্ত বের করা সম্ভব হচ্ছে না। চোখের কর্নিয়া এবং রেটিনার ইনজুরি হয়েছে। এক চোখে কিছু দেখা যাচ্ছে না।
    আমি তো আপনাকে সাহায্য চাচ্ছি আমি যদি ইন্ডিয়াতে এজন্য ট্রিটমেন্ট করাতে আসতে চাচ্ছি। আপনি যা শুধু আমাকে এতটুকুই জানান সবথেকে ভালো হসপিটাল আপনার জানামতে কোথায় ভালো হবে প্লিজ দাদা হেল্প মি!😢😢😢😢😢😢😢

    • @bhromonindia
      @bhromonindia  Před měsícem

      বাংলাদেশের বীভৎসতা খবরে পড়ছি তবে এভাবে কাউকে জানতে পারব সেটা কখনও কল্পনাও করিনি। আমার মনে হয় আপনি ভাল বেসরকারি হাসপাতালে যান চেন্নাই অ্যাপোলো বা ব্যাঙ্গালোর মনিপাল হাসপাতাল জাতীয় জায়গায়। যেহেতু গুলির ব্যাপার তাই হয়ত সরাসরি চিকিৎসা করতে অসুবিধা হতে পারে হতে পারে আইনি বিষয় থাকতে পারে। আপনি আসবার আগে ওই হাসপাতালগুলির সাথে ফোন এ কথা বলে নিন। ওদের ফোন নম্বর ইন্টারনেটে এ খুঁজে ওনাদের ওয়েবসাইট এ পেয়ে যাবেন।

  • @raajsarkar5420
    @raajsarkar5420 Před 3 měsíci

    Bengal থেকে যাবো ওখানে থাকার, খাওয়ার কি ব্যবস্থা আছে স্যার একটু জানাবেন প্লিজ।

    • @bhromonindia
      @bhromonindia  Před 3 měsíci

      সস্তায় থাকার জায়গা নামক ৫ টা ভিডিও আছে এই একই প্লেলস্ট ই। ওগুলি দেখলে অনেক তথ্য পাবেন।

  • @sanjibmondal855
    @sanjibmondal855 Před 2 měsíci

    দাদা মাজার ডাক্তার সব থেকে ভালো ব্যাঙ্গালোরে হসপিটালে

  • @sohinisardar7505
    @sohinisardar7505 Před 3 měsíci +2

    Sir ENT r jonno Bangalore e kon hospital valo ...pls janaben

    • @bhromonindia
      @bhromonindia  Před 3 měsíci +1

      যে কোনো ভাল জেনারেল হাসপাতাল - সেন্ট জন, মনিপাল, sakra ওয়ার্ল্ড হসপিটাল , vydehi যেখানে আপনার ইচ্ছা। আমি sakra তে দেখিয়েছিলাম আমার ent ot এর জন্য।

  • @prabirroychoudhury7419
    @prabirroychoudhury7419 Před měsícem

    দাদা ওখানে Dr হিন্দি কাথা বলে। একটু যানতা পারলে ভালো হয়। ধন্যবাদ।

    • @bhromonindia
      @bhromonindia  Před měsícem

      হিন্দি সবজায়গায় চলবে

  • @tirthadutta9949
    @tirthadutta9949 Před 2 měsíci

    ছানি অপারেশন লাগবে কত? 13:36

  • @jitumajumder1506
    @jitumajumder1506 Před měsícem

    অল বডি চেকআপ টা কোথায় ভালো হয় ব্যাঙ্গালোরে

    • @bhromonindia
      @bhromonindia  Před měsícem

      অনেক জায়গায়। জানা নেই আপনার কোনটা ভাল লাগবে। মনিপাল , sakra , অ্যাপোলো এসব হাসপাতালে হয়।

    • @jitumajumder1506
      @jitumajumder1506 Před měsícem

      @@bhromonindia Baydahi tahoy?

    • @jitumajumder1506
      @jitumajumder1506 Před měsícem

      Koto khorcha hoy

    • @bhromonindia
      @bhromonindia  Před měsícem

      @@jitumajumder1506 ওদের সাথে যোগাযোগ করুন বা ওয়েবসাইট দেখুন। বিভিন্ন ধরনের হয় খরচ ৪০০০-১০,০০০ টাকার মধ্যে হয়।

  • @tapasghosh4774
    @tapasghosh4774 Před 2 měsíci

    Amar age 65 yrs. Chhani operation r kharach koto .

    • @bhromonindia
      @bhromonindia  Před 2 měsíci

      ছানির ক্ষেত্রে তো লেন্স এর দামের পর নির্ভর করে। আমার বর্তমান খরচ সঠিক জানা নেই , ২০১৭ সালে আমার বাবার অপারেশন এর জন্য ৩৫ হাজার মতো লেগেছিল , ইন্সুরেন্স কভার পেয়েছিলাম।

  • @priyankabasak8743
    @priyankabasak8743 Před 2 měsíci

    Dada please ektu bolona sukra world hospital r kache kom e bhalo hotel r nam ba phn on

    • @bhromonindia
      @bhromonindia  Před 2 měsíci

      আশেপাশে অনেক হোটেল আছে তবে সস্তা হবে না বেশি একটা। ওই এলাকায় প্রচুর it কোম্পানি , ব্যাঙ্গালোর মেন ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটা ফলে হোটেল এর রেট একটু বেশি। পিজি পাবেন অনেক। আর একটু এসে খোঁজ নিয়ে দেখতে পারেন আশেপাশে বা মারাঠালি তে যদি ভাল কিছু পেয়ে যান।

    • @priyankabasak8743
      @priyankabasak8743 Před 2 měsíci

      @@bhromonindia অসংখ্য ধন্যবাদ🙏দাদা বলছি একটু দূর হলেও যদি খোঁজ থাকে অন্য কোন হটেল এর বলো না নাম আসলে আমি আর মা একা যাচ্ছি, আর একটা কথা, আমার কানের সার্জারি আছে কোথায় ভালো হবে কোন ডাক্তার বলো না, কোনো ইন্সুরেন্স নেই আমার।

    • @bhromonindia
      @bhromonindia  Před 2 měsíci

      @@priyankabasak8743 ইন্স্যুরেন্স না থাকলে সেন্ট জন যেতে পারেন তুলনামূলক কম খরচে ভাল চিকিৎসা পাবেন। তবে একটু সময় বেশি লাগবে ডেট পেতে। আর থাকবার হোটেল এর জন্য আমার সস্তায় থাকার হোটেল ভিডিও ৪ ও ৫ নম্বর ভিডিও দেখুন।

    • @priyankabasak8743
      @priyankabasak8743 Před 2 měsíci

      @@bhromonindia আপান অনেক গুলো ভিডিও দেখা তুলনা করেছেন যেখানে, হাসপাতাল গুলোর কিন্তু দাদা ent ভালো পেলামনা অনলাইনে সেন্ট জন এ😞

  • @sadamhossain4723
    @sadamhossain4723 Před 2 měsíci

    দাদা একটা সেনজন হসপিটাল একটা ভিডিও বানান

    • @bhromonindia
      @bhromonindia  Před 2 měsíci

      দুটি ভিডিও ইতিমধ্যেই রয়েছে। মেডিকেল প্লেলিস্ট এ পাবেন।

    • @bhromonindia
      @bhromonindia  Před 2 měsíci

      czcams.com/play/PLAJfUEuzaaZsEjdMUdFO8qjQzaVaeFPPy.html&si=SMqCwI2MS9cmnyyh

  • @NasimIqbal-mg6pg
    @NasimIqbal-mg6pg Před 2 měsíci

    দাদা, আপনার WhatsApp নম্বর পাওয়া যাবে?
    একটু help দরকার।
    আমি একজন বাংলাদেশী।