Songs of Rabindranath Tagore by Kalim Sharafi

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2016
  • Songs of Rabindranath Tagore
    Singer : Kalim Sharafi
    Kalim Sharafi (8 May 1924 - 2 November 2010[1]) was a Rabindra Sangeet singer. He gave his ideas in several publications regarding politics, culture, and Tagore. He is regarded as one of the best Rabindra Sangeet singers in the subcontinent
    Sharafi was born in Birbhum district of West Bengal on 8 May 1924. He was from a pir family, a tradition against music, and they came from Sonargaon. He was first influenced by this father who was a singer. His passion for music blossomed at an early age as he came across with renowned artists of pre-independent India. He said, "As a child I used to find Rabindranath’s compositions naturally melodic and heart touching and would grasp them easily".
    Sharafi was awarded Ekushey Padak in 1985 and Shadhinota Padak in 1999. He received the first Rabindra Award 2010 for his contribution in promoting and preserving Rabindra Sangeet.
    Milton music, play the moments, musically
  • Hudba

Komentáře • 102

  • @sheikhabdurrahim8216
    @sheikhabdurrahim8216 Před rokem +6

    ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ঈমান এর নেতৃত্বে গড়া উঠা ঘাতক দালাল নির্মূল ও জাতীয় সমন্বয় কমিটির মহা -সমাবেশ গুলিতে সরাসরি জনাব,কলিম শরাফির কন্ঠে রবীন্দ্র সংঙ্গীত শুনে আমি আবেগ আপ্লূত হয়ে যেতাম।

  • @tarapadamaity6982
    @tarapadamaity6982 Před měsícem +1

    প্রথম যেদিন শুনেছিলাম সেদিন চমকিত হয়েছিলাম।আমার ধারণা ছিল রবীন্দ্রনাথের মতো দ্বিতীয় দেবব্রত বিশ্বাস কোনদিন জন্মাবে না।আবার যখন জানলাম এই দু'জন অকৃত্রিম বন্ধু ছিলেন তখন আবার চমক লাগল।রবীন্দ্রসঙ্গীত ঝর্ণা নয়,নদী নয়, সমুদ্র। এই দুজনের কন্ঠেই একমাত্র সেই সমুদ্রের স্বর শোনা যায়।কোন প্রশংসাই এর যোগ্য নয়।কলিম শরাফীকে নিয়ে তথ্যচিত্রটি এত ব্যাথা দেয়!! এই মহান শিল্পীকে জীবনের আসল সময়টাতেই আমরা প্রায় পাইনি।এই ক্ষতি পূরণ হবে না কোনদিন।এখানেও শেষ পর্যন্ত দেশ ভাগের যন্ত্রণা পেয়ে বসে।মহান শিল্পী এবং মহান মানুষটিকে শতকোটি প্রণাম।🙏

  • @jayasreeghosh4313
    @jayasreeghosh4313 Před 5 lety +20

    দেবব্রত বিশ্বাসের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। দুজনেরই সঙ্গীত জীবন দুঃখের

  • @arijitroy0987
    @arijitroy0987 Před 3 lety +7

    আমার খুব প্রিয় এবং পরমশ্রদ্ধার রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী কলিম শরাফি। উনার গানে আমি মুগ্ধ হয়ে হারিয়ে যাই। একটাই আফসোস উনাকে চাক্ষুষ দেখতে পাইনি। উনাকে আমার প্রণাম 🙏

  • @mitaguha8260
    @mitaguha8260 Před rokem +3

    অপূর্ব।কম বয়সের গানের রেকর্ড শুনতে ইচ্ছে করে।

  • @mirade1698
    @mirade1698 Před 3 dny

    মনপ্রাণ ভরে গেলো। শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ধন্য হলাম।

  • @pathikrupokaar4593
    @pathikrupokaar4593 Před 3 lety +9

    শুধুই মুগ্ধতা ! আমার আন্তরিক শ্রদ্ধা জানাই 🙏💞🙏🌿

  • @bhanugupta5420
    @bhanugupta5420 Před rokem +2

    সশ্রদ্ধ প্রনতী রবীন্দ্রস্ংগীতের একনিষ্ঠ সাধক, স্বকীয় সৌকর্যে সংগীতাকাশের দেদীপ্যমান নক্ষত্র, নিভৃতচারী মহান শিল্পী। আজীবন প্রচার- বিমুখ বিধায় চলমান প্রজন্মের প্রায় অজ্ঞাত তাঁর শিল্পপ্রতিভা। সংগীতজগত সংশ্লিষ্টজনদের প্রতি আকুল মিনতি বিদগ্ধ এ অনন্য প্রতিভাকে বিস্মৃতির অতলে তলিয়ে যেতে দেবেন না!

  • @debashischanda403
    @debashischanda403 Před 3 měsíci

    অসাধারণ শিল্পী, কি কন্ঠ ! প্রথম শুনলাম, আমি মুগ্ধ ! দেবব্রত বিশ্বাসের গায়কী র সাথে মিল পাই !

  • @user-gi6xl3pr9f
    @user-gi6xl3pr9f Před měsícem

    বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী কলিম শরাফি আমার বড় খালু শ্বশুর। আমি তার মাগফিরাত কামনা করছি।

  • @siddharthabrahmachari7535
    @siddharthabrahmachari7535 Před 4 měsíci

    এই প্রতিভাবান শিল্পীর কন্ঠের রবীন্দ্র সংগীত গুলী শ্রবণ করে চিত্ত মুগ্ধ হলো ঌ

  • @bikashsanyal5514
    @bikashsanyal5514 Před 6 lety +8

    We had to leave my paternal home under horrible circumstance and i have spent last 70 years and have decided not to visit my home country but suddenly came across witth sri kalim'song and have gone through his history life.now ifeel such a great singer had to leave his ancestor house
    But Rabindra sangeet ls eternal that can serve as bridge between two BENGAL where sri kalim sarafi eternal ambassador
    He one of the best exponent of Rabindra sangeet and to be remembered for ever

  • @tirthankarmitra6792
    @tirthankarmitra6792 Před měsícem

    আমি ২০০০ সালের জুলাই মাসে ঢাকায় ওনার গান প্রথম শুনি এবং মুগ্ধ হই। উনি আদতে সিউড়ীর মানুষ। দেশভাগ হওয়ার পরে, মৃণাল সেন, দেবব্রত বিশ্বাসের পরামর্শে ঢাকায় যান।

  • @mangalbhattacharya1224
    @mangalbhattacharya1224 Před 2 lety +2

    অসাধারণ শিল্পী। প্রথম শুনলাম এবং মুগ্ধ হলাম। অপূর্ব, উদাত্ত কণ্ঠে গাইলেন। দেবব্রত বিশ্বাসকে মনে করিয়ে দিলেন। ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

  • @sheikhabdurrahim8216
    @sheikhabdurrahim8216 Před rokem +2

    মন ছুয়ে যায়।

  • @babukansabanik6292
    @babukansabanik6292 Před 2 lety +4

    One of the most reliable bridges to reach the ambrosia-filled wonderland of Tagore.
    A golden product of the stormy days of Bengali history, a thrilling spark of Bengali aesthetics.

  • @tirthankarmitra6792
    @tirthankarmitra6792 Před 22 dny

    কলিম সাহেবের শতবর্ষে শতকোটি প্রণাম।।

  • @labanyakanungo983
    @labanyakanungo983 Před 3 lety +3

    সশ্রদ্ধ প্রণাম🙏🙏

  • @robidutta4524
    @robidutta4524 Před 5 lety +13

    He had such an amazing base!! Especially in "Neel Akasher Kone Kone" it's unmatched. One of the greatest exponents of Rabindra Sangeet

  • @ziaurda
    @ziaurda Před 4 lety +5

    যতবার শুনি মনে হয় হৃদয়ের ভিতরে থাকা ভারি পাথরটাকে কেউ যেন সমানে নাড়িয়ে নাড়িয়ে হৃদয়টাকেই পিষে দিচ্ছে।

  • @tapashchowdhury3688
    @tapashchowdhury3688 Před 6 lety +11

    extra ordinary voice and extra ordinary presentation. My heartfelt salutation to his feet.

  • @sucharitagupta4355
    @sucharitagupta4355 Před rokem +1

    আহা!!আহা!!মুগ্ধতা আর মুগ্ধতা।

  • @amitganguli1609
    @amitganguli1609 Před 5 lety +4

    erokom sochho sabolil gayoki bhaba jaye na . kothay lukiye rakha hoyechhilo enakey . mon ta bhore uthechhe. i am a probashi bangali and have been a blind admirer of Debabrata and from the last week I am also rooting for Sharafi. Simply brilliant.

  • @s.a.zamansheikh7386
    @s.a.zamansheikh7386 Před 5 lety +5

    আগুনের পরশমণি গানটা সব থেকে আলাদারকম ভাল লেগেছে
    অসাধারণ গায়কি!!ধন্য হলেম।🙏😊

    • @awladhossain7117
      @awladhossain7117 Před 4 lety +2

      Really!

    • @rathinpaul1057
      @rathinpaul1057 Před 2 lety +2

      BHAI . APNI BHUBANESWAR HEY GAN TA SHUNBEN.

    • @s.a.zamansheikh7386
      @s.a.zamansheikh7386 Před rokem +1

      @@rathinpaul1057 হম শুনেছি। এটা বোধ হয় কলিম শরাফিকে গাওয়ানোর জন্যই লেখা হয়েছিল।ভীষন ভালো।

  • @amirulmomin1896
    @amirulmomin1896 Před 10 měsíci +2

    Timeless

  • @MegaSiddharth100
    @MegaSiddharth100 Před 6 lety +11

    অনবদ্য। বড় হতভাগ্য আমরা, যখন জানলাম স্বচক্ষে দেখার অথবা শোনার আর অবকাশ নেই। তবে যেখানেই থাকুন, সশ্রদ্ধ প্রনাম জানাই।।

  • @volagiri
    @volagiri Před 7 lety +14

    What a voice ! Kalim Sharafi, my favourite singer and what a singer this man was ! It took me back to 30 years during my school days. I remember walking on foot crisscrossing Dhaka city to find a Kalim Sharafi Cassette with all these lovely songs ! Thank you for uploading this.

  • @sheikhabulhayat2746
    @sheikhabulhayat2746 Před 4 měsíci

    এক কথায় অসাধারণ।

  • @sambhunathmukherjee2601
    @sambhunathmukherjee2601 Před rokem +1

    অসাধারণ প্রতিভাশালী গায়ক ।

  • @soumyendukar5027
    @soumyendukar5027 Před rokem +1

    অসাধারণ।

  • @sheikhabdurrahim8216
    @sheikhabdurrahim8216 Před rokem +1

    অসাধারণ

  • @nodikotha7313
    @nodikotha7313 Před 4 lety +3

    আগুনের পরশমনি গানটা সবথেকে বেশি আকর্ষণীয়।👌🍓🌴

  • @BiswajitDas-ji4jx
    @BiswajitDas-ji4jx Před 4 lety +3

    Hridayer antasthal theke utsarita, pranamma he,sune jai sudhu sune jai

  • @sharmilasen6738
    @sharmilasen6738 Před 4 lety +2

    পথে যেতে ডেকেছিলে মোরে
    পথে যেতে ডেকেছিলে
    পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে
    পথে যেতে ডেকেছিলে মোরে
    পথে যেতে ডেকেছিলে
    এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশি
    সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে
    পথে যেতে ডেকেছিলে মোরে
    পথে যেতে ডেকেছিলে
    ভয় হয়, পাছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে
    মনে করি আছ কাছে, তবু ভয় হয়, পাছে
    আমি আছি…

  • @anjanguptabiswas451
    @anjanguptabiswas451 Před 2 lety +2

    'ANAYA SADHARAN' VOICE REALLY!!
    Being A LISTENER OF RABINDRA SANGEET, FOR 50 YEARS + I NOT WELL AWARE OF LEGENDARY VOICE OF
    'SADHYEAO KALIM SARAFI'
    Feel Myself Ashamed.
    SALUTE to 'KALIM SHARAFI!!

  • @arunsen4017
    @arunsen4017 Před 4 lety +5

    No comment about the depth and divine touch of Sharafi Saab's voice. I am a big fan of Kalim Saab for the flexibility of his voice in terms of changing the notes with ease.

    • @shajedurrahman7509
      @shajedurrahman7509 Před rokem +1

      Very perfect comments .

    • @prabirsaha2660
      @prabirsaha2660 Před rokem

      Eto Guru-Gombhir, Doraj-Udetto, Kanthhoswar Mano-Lobha O Akarshanio. Apni jekhanei thakun aamake ASHIRBAD BORSHAN karun.

  • @mdzafaralambhuiyanassistan5203

    বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে...................................................

  • @prabirsaha2660
    @prabirsaha2660 Před rokem

    Taak lege gelo, etotai mone dhorechhe. *KALIM SHARAFI* Saheb CZcams-er soujonye apnake Pronam arpon korar soubhagyo arjon korlam. Apnar tulona korar sahos aamar nei.

  • @saptaturaga
    @saptaturaga Před 6 lety +6

    I discovered quite late, during my early university days. I instantly fell in love with his singing.

  • @rajasreesarkar9915
    @rajasreesarkar9915 Před 4 lety +2

    পথে যেতে ডেকেছিলে মোরে।
    পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে?।
    এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশি--
    সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে ॥
    ভয় হয়, পাছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে--
    মনে করি আছ কাছে, তবু ভয় হয়, পাছে
    আমি আছি তুমি নাই কালি নিশিভোরে ॥

  • @SyedSharfulAnam
    @SyedSharfulAnam Před 6 lety +5

    Amazing voice from an amazing singer who was not appreciated in the country where he was born because of the religion he and his parents practiced!

    • @tapantoshchakrabarty6971
      @tapantoshchakrabarty6971 Před rokem

      Was he appreciated in the country he moved to? Banned from TV.

    • @saktimoygoswami7982
      @saktimoygoswami7982 Před rokem

      ​@@tapantoshchakrabarty6971ঞঞঞৌঞৌঔ😊ঔঞঞননঞঞ😊ঞঞ😊ঞনঞনঞ

    • @saktimoygoswami7982
      @saktimoygoswami7982 Před rokem

      ঞঞঞঞ😊😊😊ঞ😊ঞ😊😊ঞ😊😊😊😊ঞঞঞঞঞঞ😊ঞঞ
      নঞ😊ঞ😊ঞ😊ঞ😊ঞঞন😊😊😊ঞ😊ঞঞ😊😊😊😊ঞ😊ঞনঞ😊😊😊😊ঞ😊নঞনঞঞঞঞনঞঞঞ
      ঞঞঞ😊ঞঞ😊😊😊😊ঞ😊ঞঞনঞঞঞঞনঞঞ😊ঞষষঞ😊নঞঞঞঞঞঞনঞনঞনঞনঞঞঞনঞনঞ😊😊😊

  • @manabeshchoudhury9478
    @manabeshchoudhury9478 Před 10 měsíci +1

    Splendeed/❤

  • @ashimgoswami529
    @ashimgoswami529 Před rokem +1

    Feeling highly regretted not to have heard Kalim Sharif in earlier days of life.So amazing is his voice that I sometimes wonder who I am listening to, Debabrata Biswas or Kalim Sharafi.

  • @manjariray5732
    @manjariray5732 Před 4 lety +3

    তাঁরে সাজাই তাঁরই ধনে।

  • @kallolbasu2422
    @kallolbasu2422 Před rokem +1

    এত বড় মাপের একজন সঙ্গীতশিল্পী তিনি এটা কিভাবে করলেন! রবীন্দ্রনাথের গানের বাণী বদলে গাইলেন!....."এসো আমার ঘরে" গানে "স্বপন দুয়ার" কে স্বপ্ন দুয়ার বললেন !!

    • @PrabirSaha-hd4ik
      @PrabirSaha-hd4ik Před 8 měsíci

      Oneksamoy kichhu kshetre bhul na dharatai thhik boole, nirobotai shreo. 🙏

  • @jugalghosh2608
    @jugalghosh2608 Před 5 lety +7

    A magnificent voice has immense emotion attached

  • @prithasett3595
    @prithasett3595 Před rokem +1

    Apurba. Mugdho hoye sunchi.

  • @amaljyotidasgupta4405
    @amaljyotidasgupta4405 Před 4 lety +6

    আমাদের দুর্ভাগ্য যে কালিম সরাফি সাহেব সেই অর্থে একজন প্রতিভাবান রবীন্দ্র সঙ্গীত গায়কী হিসেবে প্রতিষ্ঠা পাননি। এবং শ্রোতা হিসেবে আমরা বঞ্চিত হয়েছি।এটা আমাদের লজ্জা।আমার মতে দেবব্রত বিশ্বাস এর সঙ্গে এক ই পংক্তিতে বসার যোগ্যতা উনার আছে।

    • @quadermahmud7690
      @quadermahmud7690 Před 4 lety +3

      আমি যত দূর বুঝি, কলিম শরাফীর প্রতিভার স্বীকৃতির অভাবের পেছনে কাজ করেছে বাঙালির বড় রোগ- সাম্প্রদায়িকতা। আর বরীন্দ্রসংগীতের উপরতলার মানুষের উন্নানিকতা।

    • @rathinpaul1057
      @rathinpaul1057 Před 3 lety +1

      ONARA DUI JONE BANDHU CHHILEN.

    • @rathinpaul1057
      @rathinpaul1057 Před 3 lety +2

      @@quadermahmud7690 DEAR BROTHER SHILPIR KONO JATI NAI DHARMA NAI. DESH NAI. KI AMRITA KANTHER ADHIKARI. GAN SHUNBO NA CHOKH DIE JALPARA MUCHBO. .

    • @PrabirSaha-hd4ik
      @PrabirSaha-hd4ik Před 8 měsíci

      Uportalar unnashikata r Manusher jater name bajjati ki konodin Ghuchbe ? Jodi sabai Bhai-Bhai hoye jetam tobei prokrito anando o Shanti petam. 🙏

    • @mirade1698
      @mirade1698 Před 21 dnem

      অসাধারণ শিল্পী। স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আই পি টি এ,র শিল্পী ছিলেন। সশ্রদ্ধ প্রণাম জানাই তাঁকে

  • @beautyproductsunboxing4321

    What a amazing singer

  • @jyotirmayharh4794
    @jyotirmayharh4794 Před 3 lety +1

    🙏🙏 pronam...

  • @anitadatta1303
    @anitadatta1303 Před rokem +1

    তিনি সারা জীবন রবীন্দ্র সংগীতের চর্চা করেছেন , প্রসার ঘটাতে পাকিস্তান আমলে বাঙালীদের মধ্যে কাজ করে গেছেন নির্ভীক ভাবে। তাঁকে রবীন্দ্র সংগীত গাওয়ার জন্য পাকিস্তান সরকার জেলেও পুরেছিল । তঁর জন্ম পশ্চিম বঙ্গে , যৌবন কালের প্রথম ভাগ কেটেছে এপার বাংলায়।

  • @jyotiprakashmitra5377
    @jyotiprakashmitra5377 Před rokem +1

    Agraganya Rabindrasangeet shilpider ekjon Kalim Sharafi. Onar kanthe Rabindragaan ek anya mejaj aane, ek anya aboho tairi kore.

  • @lottoashulia7369
    @lottoashulia7369 Před 4 lety +1

    khub bhalo akjon manus

  • @debprasadmukherjee7978
    @debprasadmukherjee7978 Před 4 měsíci

    শ্রদ্ধা

  • @pravakarmajumder5100
    @pravakarmajumder5100 Před 4 lety +3

    আমাদের দেশের দুর্ভাগ্য তার নবীন বয়সের গান শুনতে পেলাম না , দেশ ভাগের অভিশাপ

  • @soyonmalik3485
    @soyonmalik3485 Před 3 lety +2

    i.love you kalim sharafi ?

  • @vajravairochoni
    @vajravairochoni Před 3 lety +3

    এই গায়কী নিয়ে কি কথা বলবো !? এই কণ্ঠের কিই বা বর্ণনা দেব ?! সমুদ্রের বর্ণনা লিখে বলা যায় না। তাকে স্বচক্ষে দর্শন করতে হয় ।

  • @rathinpaul1057
    @rathinpaul1057 Před 2 lety +2

    A PAR BANGLAI GEORGE BISWAS. O PAR BANGLAI KALIM SHARAFI. GEORGEDA KISHOR GANJE ER. AR KALIM SAHEB BIRBHUMER. DUI JONEI GHANISHTHA BONDHU CHHILEN. DUI JONER KANTHE SAT TI SUR SAT TI POSHA PAKHI HOE KHELA KORTO. ISWAR SWANG EDER GAN SHUNTEN.

  • @fantasticthings9611
    @fantasticthings9611 Před 5 měsíci

    প্রাণঢালা কন্ঠ

  • @sanjaykundu748
    @sanjaykundu748 Před 6 lety +6

    I find similarity with Debabrata Biswas.

  • @nirmalkumarlahiri1304
    @nirmalkumarlahiri1304 Před 4 měsíci

    No it is wrong , he is in still in our heart. We hear his song . We love him.

  • @dona3693
    @dona3693 Před rokem +1

    Apnake pronam...apnar gaan Debabrata Biswas ke mone koria dicche.

  • @goutamdutta6884
    @goutamdutta6884 Před 4 lety

    Bangladesher Henanta pranam

    • @quadermahmud7690
      @quadermahmud7690 Před 4 lety

      তুলনা করা ছাড়ুন মশায়! তুলনায় কোনো শিল্পীর গুণ কীর্ত ন হয় না। ভালো গান উপভাগ করুন, ভাই!

  • @rabindranathsen6038
    @rabindranathsen6038 Před 2 lety +1

    Jalado mandro gombhir galaxy swar khub com shipping galaxy sona jai!!

  • @mehdihassan5332
    @mehdihassan5332 Před 5 měsíci

    তাঁর গাওয়া " মেঘের পরে মেঘ জমেছে " গান-টির কোন রেকর্ড থাকলে দয়া করে আপলোড করুন।

  • @lottoashulia7369
    @lottoashulia7369 Před 4 lety

    amar pc te dowanload dite pari na kar ki jana ase ki

  • @shajedurrahman7509
    @shajedurrahman7509 Před rokem +1

    Style of all songs comparable with esteemed Debobroto Biswas .

    • @pradyotbanerjee7943
      @pradyotbanerjee7943 Před rokem +1

      I am really amazed! I heard he was sometime a student of our school in khidderpore -- St.barnabas' high 🏫 school in early forties... myself not born then. What a wonderful singer .....and a person!!!

  • @yasminbegum3919
    @yasminbegum3919 Před rokem +1

    Thik moto kodor holona. Opurbo konthho.

  • @pijusmandal7306
    @pijusmandal7306 Před 4 měsíci

    মনে হয় পরে কিছু যন্ত্র সঙ্গীতের ব্যবহার হয়েছে।না হলে আরো ভালো লাগতো।যদি না হয় তবে ক্ষমা করবেন।

  • @SyamalenduGuha-go7bz
    @SyamalenduGuha-go7bz Před rokem

    No

  • @shajedurrahman7509
    @shajedurrahman7509 Před rokem

    Over (high) music, intolerable !

  • @jababhattacharya2040
    @jababhattacharya2040 Před 5 lety +2

    অসাধারণ

    • @uttammajumdar7554
      @uttammajumdar7554 Před 4 lety +1

      Legendary
      Voice

    • @manjariray5732
      @manjariray5732 Před 4 lety +1

      প্রকৃত রবীন্দ্র সঙ্গীত শিল্পী। প্রণাম।