Manna Dey Live with Pulak banarjee.....kathay o shure

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2019
  • Manna dey interview 1

Komentáře • 92

  • @gautamchaudhuri8258
    @gautamchaudhuri8258 Před 3 lety +7

    আহা,গান গাইছেন সুরের যাদুকর মান্না দে, সংযোজনা করছেন অসাধারণ গীতিকার পুলক বন্দোপাধ্যায়,এদিকে কিংবদন্তী শিল্পীরা রয়েছেন যন্ত্রানুসঙ্গে,খোকন মুখার্জি স্প‍্যানিশে, effects এ টোপাদা,আর তবলায় রাধাকান্ত নন্দী !!! আর কি চাই !! পরম সৌভাগ্য আমার, এই নক্ষত্রদের একসাথে মঞ্চে দেখা ও শোনার একাধিক অভিজ্ঞতা হয়েছিল। এখন স্বপ্ন মনে হয়।

  • @lifeliving9353
    @lifeliving9353 Před 4 lety +10

    জানিনা কারা dislike করেছেন।।।তাদের কাছে অনুরোধ like না করতে ইচ্ছা না করলে dislike ও করবেন না।।কারণ মান্না দে র মতো classical দরদী আর বলিষ্ঠ কন্ঠ আর একটাও নেই।

  • @ravswsngo6710
    @ravswsngo6710 Před rokem +4

    Respected Manna Dey &Pulok Bondopadhaya with Radhakanta Nandi can't imagine it.Only emotions.

  • @piyalbanerjee9557
    @piyalbanerjee9557 Před 3 lety +9

    I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you Mr. Sumon for uploading this video. I was present at this recording in old Doordarshan Kendra in Tollygunje.

    • @HRSUMON017
      @HRSUMON017  Před 3 lety +2

      What a surprise.Thank you so much Mr. piyal Banerjee and feel honoured for your valuable speech. I am big fan Both of them. Sumon from Bangladesh.

    • @piyalbanerjee9557
      @piyalbanerjee9557 Před 3 lety

      @@HRSUMON017 Thank you for your comments.

    • @behindthecamera5298
      @behindthecamera5298 Před 2 lety

      czcams.com/video/cta09G5BZyM/video.html
      Jabar belai

    • @dt0597
      @dt0597 Před rokem

      🙏🙏

    • @dt0597
      @dt0597 Před rokem

      Mr. Piyal Banerjee আপনার পিতার কাছে আমরা চিরকৃতজ্ঞ ।
      আপনি তাঁর ভাগ্যবান সন্তান !

  • @shampamajumder9243
    @shampamajumder9243 Před 2 lety +2

    আহা আহা emon asadharan gayak ar paoa jabe na God gift ed excellent excellent asadharan collection 🙏🙏🙏

  • @lifeliving9353
    @lifeliving9353 Před 4 lety +5

    এমন গায়ক আর হবে না।।।।।ভগবানের সুরেলা দূত🌹🌹🙏🙏🙏

  • @srilekhabhattacharyya2656

    The song mesmerized me.The greatest singer Manna Dey and famous Pulok Bandopadhyay gifted us beautiful and melodious songs which are immortal.Thank you for this vdo.

  • @biswas7736
    @biswas7736 Před 3 lety +4

    Melody king Manna Dey is the best singer in the whole world because of his all qualities and Pulak Banarjee is one of the best lyricist for him (Manna Dey). No other singer in the world who has too many high quality like him such as deep heart to realize any types of situation, best quality sense of humor, kind heart. He sang many songs through too many language such as Bengali, English, Gujrathi, Marathi, Urdhu, Hindi. I love him from the deep of my heart. I confirmed that the world will never get this types of legend.

  • @projectmanager-3wecare672

    What a personality of Great Manna Dey!! Intelligent and have great sense of humar. Pulok babu was one the greatest romantic lyricist. The duo is a masterpiece!! ❤❤❤

  • @subhajit0
    @subhajit0 Před 5 lety +8

    Sangeet Samraat Manna Dey's versatility in that he could sing any type of song with "bhaav" (emotion) and of course "sur" (melody) in any Indian language (he sang the Gujarati "Helo" bhajan dedicated to Ramdev Pir) effortlessly made him unique. This is apart from his intense early classical training under many Ustaad singers. All this and his great sense of humor that he got from his "guru" SD Burman. It might be a very long time (perhaps several centuries) before a singer of his caliber will emerge again in India.

  • @JesusChrist-ov8mg
    @JesusChrist-ov8mg Před 11 měsíci +1

    Hare Krishna. Excellent, mesmerizing songs of Manna Dey. Hare Krishna.

  • @dibyendubandyopadhyay636
    @dibyendubandyopadhyay636 Před 5 lety +10

    আহা।
    ফিরে আর আসবে কি কখনও, ফিরে আর আসবে কি কখনও।
    অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও টির জন্য।

  • @samratbanerjee6330
    @samratbanerjee6330 Před 5 lety +8

    কথা দাও আবার আসবে....এমনি করেই ভালোবাসবে....দিন যাক সেই ভরসায়..
    মান্না দে ও পুলক বন্দোপাধ্যায় দুজনকে একসাথে দেখতে দেখতে মোহাবিষ্ট হয়ে পড়া যায়..বারে বারে।

  • @subhankarpaul3324
    @subhankarpaul3324 Před 4 lety +3

    মান্নাদে ও পুলক বন্দ্যোপাধ্যায়ের এই অনবদ্য জুটি আর কোনোদিন দেখা যাবেনা। আমার খুব কষ্ট হয়।
    এনারাযেন ইতিহাস।

  • @tufan886
    @tufan886 Před 4 lety +3

    Excellent. One and only the great Manna Dey with other legendary personalities. Thank you very much.

  • @manikjana3273
    @manikjana3273 Před 5 lety +5

    Thanks for upload, অসাধারন সুন্দর মন ভরে গেল 👍❤️

  • @dipaksinha4638
    @dipaksinha4638 Před rokem +1

    আমার বর্তমান বয়স এখন সত্তর বছর কিন্তু কোনদিন মান্না দের গান সামনা সামনি কোন অনুষ্ঠানে শোনার সৌভাগ্য লাভ করতে পারিনি।এই দুঃখ চিরদিন রহে গেল কি আর করা যাবে । এই মহান শিল্পী কে আন্তরিক ভক্তি পূর্ণ প্রণাম জানিয়ে আজকের মতো লেখা থেকে বিদায় নিলাম।

  • @gnghosh1889
    @gnghosh1889 Před 4 měsíci

    মহান শিল্পী শ্র্রদ্ধেয় মান্নাবাবুর সংগীত পরিবেশন করেছিলেন হাওড়া জেলার শিবপুরে একটি জলসা অনুষ্টানে 1978 সালে। উক্ত অনুষ্ঠানে আমি দর্শক ও শ্রোতা হিসাবে উপস্থিত থাকার কারণে ঐ কিংবদন্তী শিল্পীর সংগীত সুধা শ্রবনে আমার হৃদয় এক অনাবিল ও অনির্বচনীয় আনন্দ লাভে পরিপূর্ণ হয়ে উঠেছিলো।
    রাত্রি 12 টা- 230 মি: পর্যন্ত রাধাকান্ত বাবুর তবলার বাদ্য ধ্বনি ও মধুর ছন্দ তৎসহ মান্না বাবুর গায়কী- সৌন্দর্যে ও মাধুর্যে অসাধারণ সুর মূর্ছনায় এক অপূর্ব নান্দনিক সুর লোকের অধিবাসী হয়ে ছিলাম। আমার কাছে রাধা কান্ত বাবু ও মান্না বাবুর এই যুগল বন্দী এক স্বর্ণালি ফ্রেমে বন্দী থাকা চিরকালের শ্রেষ্ট ছবি।
    সেই সব দিন আজ অতীতের গর্ভে বিলীন হয়ে গেছে। অতীত দিনের সেই স্বর্ণালি স্মৃতি আজও স্মৃতির মণি কোঠায় চির উজ্জ্বল হয়ে আছে।

  • @banjayanta
    @banjayanta Před rokem +1

    ঈশ্বর মান্না দে, অমর সঙ্গীত রচয়িতা পুলক বন্দ্যোপাধ্যায় ও চিরকালের শ্রেষ্ঠ কমার্শিয়াল তবলার সম্রাট শ্রী রাধাকান্ত নন্দী,,,,,,,,,,,,,এনাদের লাইভ শোনার সুযোগ পাওয়া আমার এ জন্মের সুকৃতির ফল বলে আমি মনে করি।🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jyotsnamondal7536
    @jyotsnamondal7536 Před 4 lety +4

    আমার প্রিয় গায়ক ও প্রিয় গীতিকার কে একসাথে দেখে শুধু এটাই মনে হচ্ছে যদি একবার ওদের সামনা সামনি দর্শন করতে পারতাম,ওদের চরণে মাথা স্পর্শ করতে পারতাম,তাহলে নিজেকে ধন্য মনে করতাম।

    • @rudranilchowdhury1668
      @rudranilchowdhury1668 Před 3 lety +1

      ঠিকই বলেছেন। তবে ওখানে আরো একজন কিংবদন্তি উপস্থিত - রাধকান্ত নন্দী, তবলা বাদক

  • @asimkumardatta6591
    @asimkumardatta6591 Před 4 lety +2

    অপূর্ব অনবদ্য অসাধারণ। মোহিত মন্দ্রিত।

  • @debabratabhattacharjee1074

    GOLDEN COLLECTION

  • @senwalter7722
    @senwalter7722 Před 5 lety +4

    Anek anek dhanyabaad. If I am not wrong, Manna Dey will be that last legend male singer. And Pulak Bandopadhyay will be last legend lyrics writer.

    • @rudranilchowdhury1668
      @rudranilchowdhury1668 Před 3 lety +3

      There was another legend Lt Radhakanta Nandi, the legendary tabla player

  • @prasantapati432
    @prasantapati432 Před 2 lety +1

    Manna Dey was a better music director than a singer. Very few people know this.

  • @dwarakanathmazumdar8208

    আজকে আমাদের মধ্যে অনেকেই নেই, কিন্তু এটা আমাদের কাছে একটা সম্পদ।

  • @sumantadasgupta684
    @sumantadasgupta684 Před 4 lety +1

    Bohu bochor porey "Bhogoban Manna Dey" r interview abar dekhlam...shonge nomoshyo Pulak Bandopadhyay ebong Radhakanta Nandi....bhaba jayna....40 years back, I saw them live. Thank you for uploading...

  • @anjanbanerjee1771
    @anjanbanerjee1771 Před 3 lety +1

    অসাধারণ মান্না দে পুলক বাবুর জুটি

  • @anime94443
    @anime94443 Před 11 měsíci +1

    Once a time manna dey was a great popular singer of Bengal and hindi

  • @vyomesh_
    @vyomesh_ Před rokem +1

    आहा, वाह क्या कला है।

  • @MdKorim-tq9bi
    @MdKorim-tq9bi Před rokem

    প্রাণের প্রিয় মান্না দে

  • @d.k.sengupta9612
    @d.k.sengupta9612 Před 4 lety

    Feeling fortunate to be able to see two legends talking together and sharing their extraordinary experiences. Really two of the brightest jewels of whom every Bengali is proud. They are rarely born.🙏🙏🙏

    • @rudranilchowdhury1668
      @rudranilchowdhury1668 Před 3 lety +2

      Not two legends sir, there is another legend - the legend Radhakanta Nandi, the legendary tabla player.

  • @shuklajayant
    @shuklajayant Před 4 lety +1

    What a great singer 🙏

  • @chhayaranisamanta5637
    @chhayaranisamanta5637 Před 4 lety +1

    What a great great great artist he is!

  • @chandranibanerjee9074
    @chandranibanerjee9074 Před 5 lety +2

    Adbhut sundr gola

  • @abhiseksarkar9216
    @abhiseksarkar9216 Před 5 lety +1

    TREMENDOUS....

  • @kabeerahmedakond68akond38

    Greatest ever

  • @manishamukherjee6340
    @manishamukherjee6340 Před 3 lety +5

    আপনার জন্য কোন বিশেষন ই যথেষ্ট নয়, আপনার গান শুনলে কোথায় যেন হারিয়ে যাই , আমি যে আপনার কতবড় ভক্ত সেটা ভাষায় প্রকাশ করতে পারছিনা, আপনি যেখানে ই থাকুন ভালো থাকুন শান্তি তে থাকুন এই‌কামনা করি

    • @samarkumarnandy9056
      @samarkumarnandy9056 Před 3 lety +2

      চোখের জল ধরে রাখতে পারি না। যখনি ওনার গান শুনি তখনই ভাবি ভগবান আমরা খুব ভাগ্যবন এমন একজন গুনি মানুষের গান সামনে থেকে বসে শুনেছি। ভুলতে পারিনা সেই দিনগুলোর কথা। যদি পূনরায় জন্ম হয় তবে ঈশ্বর কে বলবো ওনার জন্ম যেন এই বাংলা তেই হয় আর আবারও যেন গান গেয়ে মানুষের মন ভরিয়ে দিয়ে মানুষকে আনন্দ দিতে পারেন।

  • @sumitsur6375
    @sumitsur6375 Před 2 lety

    Khub bhalo laglo. S.k.sur

  • @nikunjobiswas4534
    @nikunjobiswas4534 Před rokem

    আহা অসাধারণ মধু র

  • @indianmusicspectrum7616

    Very very nice.

  • @arinchatterjee713
    @arinchatterjee713 Před 4 lety +2

    Ahhhhhhhh..
    Manna dey ...pulok babu...
    Sayong radhakanta nandi...
    Vaba jai???
    Ki combination.
    .....
    Vableo jano ga e sehoron jage.
    Aj mone hoi...janmo ta khub vul soy e hoyeache ...
    Ar aktu age ale bodh hoi .........

    • @anuragdatta3403
      @anuragdatta3403 Před 3 lety

      Finally someone recognised the Legendary Radhakanta Babu. I've been searching for footages of Radha babu's live performances with Manna Dey, Manabendra Mukhopadhyay, etc.
      Pele doya kore link deben ekhane. :)

  • @Sudiptakar1
    @Sudiptakar1 Před 5 lety +4

    আহা..............

  • @ratanpekua8358
    @ratanpekua8358 Před měsícem

    Asadharan anabadya manna babu and radhakanta babu
    38:25 38:27

  • @goutomchatterjee1605
    @goutomchatterjee1605 Před 4 lety +3

    Another Hemanta or Manna ? I dont think it would be possible !

  • @Kakarot.00001
    @Kakarot.00001 Před 4 lety +1

    Manna dey is unparall...

  • @sajalbanerjee3423
    @sajalbanerjee3423 Před rokem

    একমেবম অদ্বিতীয়ম

  • @manindramaji4396
    @manindramaji4396 Před 7 dny +1

    🙏🙏🙏😢😢😢

  • @souravmukherjee4436
    @souravmukherjee4436 Před 4 lety +1

    মন মুগ্ধ হয়ে গেল। আপনাদের প্রনাম

  • @minhajarefinmunna5109
    @minhajarefinmunna5109 Před 26 dny

    which year this interview broadcasted?

  • @anitaghosh9406
    @anitaghosh9406 Před 3 lety

    darun

  • @pronabdas2462
    @pronabdas2462 Před 5 lety +2

    Sundar

  • @manasroy7159
    @manasroy7159 Před měsícem

    Sraddheya radha kanta nandi khokon mukherjee ebong jini parkarson bajalen tander sasrsddha pronam janai suro sadhaksamasta bhayakhar upore

  • @dr.rajatbanerjee
    @dr.rajatbanerjee Před 3 lety +1

    SONGEET SOMRAT

  • @sarwaralam8474
    @sarwaralam8474 Před rokem

    ,w ❤

  • @anjanbanerjee1771
    @anjanbanerjee1771 Před 4 lety

    কোনো তুলনা হয় না।

  • @suvenduparui2546
    @suvenduparui2546 Před 4 lety +1

    Aha !

  • @parnachakraborty4457
    @parnachakraborty4457 Před 4 lety +1

    Kono vasa nei amar!kobe fire pabo abar ei otimanobke?

  • @manasroy7159
    @manasroy7159 Před měsícem

    Eswar ei kantha nibhrite gorechilen ki suro riddha kantha

  • @nandalalhaldar6952
    @nandalalhaldar6952 Před 10 měsíci +1

    এই অনবদ্য শিল্পীর আওয়াজ কোথা‌ থেকে
    বেরুচ্ছে সেটাই শুধু উপলব্ধি করার দরকার আমাদের । আর কেউ হবেন না।
    প্রনাম , আর প্রনাম ।

  • @souravdas3995
    @souravdas3995 Před 4 lety +1

    In which year it was happened ?

  • @ravswsngo6710
    @ravswsngo6710 Před rokem

    Endless imagination