তেরা দেখনা ইবাদত তেরি ইয়াদ বন্দেগি হে Aminul Islam | Qawwali | | ভান্ডারী গান || Vandari songs |

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2023
  • হাদিসে পাকে হযরত আয়েশা হইতে বর্ণিত আছে-
    হযরত রাসূলে পাক (সা:) একবার কোন এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে গিয়াছিলেন এবং যুদ্ধ তিনি বিপদহীন ভাবে তাসরিফ আনিলে এক কাল মহিলা হুজুরের দরবারে শ্রদ্ধাবশত আবেদন করে, হুজুর আপনি যুদ্ধক্ষেত্রে গেলে আমি আল্লাহর দরবারে নিয়ত করি আছি যে আল্লাহ তাআলা আপনাকে যুদ্ধক্ষেত্র হইতে বিপদহীন ভাবে আরামের সহিত ফিরিয়ে আনেন তবে আপনার সম্মুখে আমি দফ বাজাইব এবং গান করিব।
    তার উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি নিয়ত করে থাকো তবে আদায় করো।
    তাহাতে প্রশ্ন জাগে যদি ইহা নাজায়েজ হয় তাহইলে এই নাযায়েজ কাজের জন্য হুজুর হুকুম করিলেন কেন,
    অতএব ইহাতে বোঝা যায় যে ইহা উদ্দেশ্য স্থান কাল পাত্র ভেদে জায়েজ।
    হালালাছ্ তেরকছ বর ইয়াদে দুছত
    অর্থ: আল্লাহর স্মরণে প্রেমানন্দে বিভোর হইয়া নৃত্য করা অঙ্গভঙ্গি করা হালাল (শেখ সাদী র:)
    #রহমানিয়া_নিজামিয়া_চ্যানেল
    #RAHMANIA_NIZAMIA_CHANNEL

Komentáře •