কীভাবে اَلجُملة الخبرية কে الجملة الإنشائية বানাবো | كيف نغيِّر الجملة الخبرية إلي الجملة الإنشائية

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • কীভাবে اَلجُملة الخبرية কে الجملة الإنشائية বানাবো | كيف نغيِّر الجملة الخبرية إلي الجملة الإنشائية
    ________________
    আরবি প্রভাষক ও সহকারী মৌলভি নিবন্ধন পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষায় اختبار القواعد আসে। মূলত: এ অংশটুকু হলো আরবি ব্যাকরণের বিভিন্ন পরিভাষা বেরকরণ ও আরবি ব্যাকরণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর দক্ষতা নিরূপণ। আরবি প্রভাষক ও সহকারী মৌলভি নিবন্ধন পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষায় اختبار القواعد তে ভালো করার সাথে ভালো রেজাল্ট এর সম্পর্ক ।
    اختبار القواعد এর একটি ভাগ হলো تَغْيِيْرُ الْجُمْلَةِ الْخَبْرِيَّةِ إلَي الْجُمْلَةِ الْإِنْشَائِيَّة বা اَلجُملة الخبرية কে الجملة الإنشائية বানানো। এ অংশে কীভাবে ভালো করা যায়, তা আলোচনা করা হয়েছে এ ভিডিওতে।
    আশা করি , এ ভিডিও পুরোটা দেখার পর এ সম্পর্কিত কাওয়ায়েদ যাচাই নিয়ে তোমাদের আর কোন ঝামেলা থাকবে না।
    আল্লাহ্ আমাদেরকে তার জন্যই কবুল করুন।

Komentáře • 18