ইমান কি নষ্ট হয়? পর্ব ১: ইমান কখন নষ্ট হয়, কে আপনার ইমান নষ্ট করার ক্ষমতা রাখে?

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • এটি ইমান কখন দুর্বল হয়, কিভাবে হয় এবং কে আপনার ইমান দুর্বল করার ক্ষমতা রাখে সেটি নিয়ে ইনটেলেকচুয়াল আলোচানার প্রথম কিস্তি।
    এই আলোচনায় আমরা দেখবো সত্যি ইমান দুর্বল হয় কিনা। অন্য কারও পক্ষে আসলেই আপনার ইমান দুর্বল করা সম্ভব কিনা।
    আমরা আলোচনা করবো সাইকোলজিকাল থিওরি থেকে, কী কী বায়াস বা মস্তিষ্ক ও মননের ভ্রান্তিমূলক ধারণা আমাদের ইমানকে প্রভাবিত করে। আমাদের বিশ্বাসকে প্রভাবিত করে। আমরা কোরআনের আয়াত থেকে দেখবো সাইকোলজির সেই সূত্রগুলো কতো সুন্দরভাবে কোরআনিক আয়াতের মধ্যে লুকিয়ে আছে।
    আমরা আরও দেখবো ভাষা, ভাষার ব্যবহার, বিশেষত গ্রামার ও উপমার ব্যবহার মানুষের চিন্তাকে ও সিদ্ধান্ত গ্রহণকে কীভাবে প্রভাবিত ও প্ররোচিত করে। আমরা দেখবো কীভাবে রাজনীতিবিদরা ভাষার এই অস্ত্রকে ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করে এবং নির্বাচনে জিতে। আমরা আরও দেখবো, কীভাবে ধর্মব্যবসায়ীরাও রাজনীতিকদের মতো ভাষা ব্যবহার করে, নেরেটিভ তৈরি করে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে, তাদের চিন্তাচেতনাকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। ইমান নষ্ট হয়ে যাওয়ার ভয় দেখিয়ে পুরানো ধ্যানধারণা ও চিন্তাচেতনার মধ্যে বন্দি করে রাখে। আপনি যদি না শুনেন ও গভীর চিন্তাভাবনা না করেন, তবে আল্লাহ ভবিষ্যতদ্বাণী করেছেন, জাহান্নামের আগুন হবে আপনার ঠিকানা: এবং তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতামনা। (৬৭:১০)
    #কোরআন #হাদিস #কোরআনের_আলো #কোরান #ইমান #ঈমান #ইসলামিক_লেকচার #ইসলামিক_ভিডিও #islaminbangla #banglaquran #islamic #ইমান_কেন_নষ্ট_হয়

Komentáře • 23

  • @user-fu7nx1rm1k
    @user-fu7nx1rm1k Před 2 dny +1

    অনেক গভীর থেকে আলোচনা করেছেন। বড়-ই চিন্তার বিষয় । ধন্যবাদ।

  • @user-rf3ux3xz7d
    @user-rf3ux3xz7d Před 2 dny +3

    জী,স্যার উমুক্ত মন নিয়ে সবার কথা শুনা যাবে।
    তবে সেই কথাগুলি
    "" ফুরকান,,,, এর মানদন্ড দিয়ে যাচাই করে করে তা গ্রহণ করতে হবে।

  • @zamaluddin8899
    @zamaluddin8899 Před dnem +2

    সালামুন আলাইকুম। ইসলামের ধর্মীয় বিশ্বাসের আলোচনা ইমান বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এতসব আলোচনায় মানুষ কুরআনের আয়াত থেকে জানার গুরুত্ব উপলব্ধি করেছেন না। যাঁরা কুরআনের আয়াত থেকে বার বার পড়ে বুঝে বিশ্বাস করেন তাঁরা কুরআনের আয়াত অনুসরণ করে আমল করতে পারেন তিনিই প্রকৃত ইমানদার। শিয়া সুন্নি সালাফি ওয়াহাবি আহমাদি আটরশি নিজামি কাদিরী শরীয়তী মারুফতী তরীকতি মারুফতি এভাবে হাজারো দলের কোন না দলে অন্তর্ভুক্ত থাকুক না কেন তারা প্রকৃত ইমানদার যারা একমাত্র আল্লাহর কিতাবের অনুসারী বাকী সবাই ঐসব দলের কিতাবের অনুসরণকারী নন মুসলিম। ইমামদার সৎ কর্ম সম্পাদক নন। আল্লাহ কেবলমাত্র ইমানদার সৎ কর্ম সম্পাদনকারীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন।

  • @abashar3502
    @abashar3502 Před 2 dny +1

    সালামুন আলাইকুম। মাইজদী কোর্ট, নোয়াখালী। ❤️💥

  • @yusufbakhtiar4805
    @yusufbakhtiar4805 Před 2 dny

    Bhalo bolesen.... Dhonnobad.

  • @sadianazmi821
    @sadianazmi821 Před 2 dny

    Significant discussion.

  • @asmxdnizam3012
    @asmxdnizam3012 Před 2 dny

    স্যার আপনার আলোচনা দেখি খুব ভালো লাগে ,আপনি যথার্থ বলেছেন , নির্ধারিত বিশ্বাসের বাহিরে আমরা যেতে পারব না ,এবং আমরা যাব না ,আমাদের প্রিয় স্কলাররা যখন বলে আইনস্টাইন নিয়মিত কুরআন পড়তেন ,ঠিক কিনা ? আমরা সামনের থেকে বলি ঠিক ঠিক , আমরা আসলে ভয় পাই -কারণ আমাদেরকে ভয়টাই শিখানো হয়েছে , আমরা যাচাই করি না ,যেমন ধরুন সূরা নিসা আয়াত ১১ & ১২ দিয়ে সম্পদ বন্টন করা সম্ভব কিনা ? ধরুন এক ব্যক্তি 75 লক্ষ টাকা রেখে মারা গেলেন, মৃত ব্যক্তি তিন কন্যা, এক স্ত্রী ,বৃদ্ধ বাবা মা রেখে গেলেন, মৃত ব্যক্তির কোন ভাই বোন নেই এবং মৃত ব্যক্তির কোন ওসিয়ত বা লোন নেই, এই 75 লক্ষ টাকা পাঁচজনের মধ্যে ভাগ করে দেন , দেখুন তো মিলে কিনা ? ভালো থাকবেন স্যার , আল্লাহ হাফেজ .

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před 2 dny

      @@asmxdnizam3012 সামনের পর্বগুলো আরও ইন্টারেস্টিং। আসতেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su Před 2 dny +1

    ❤❤🎉🎉 ছালামুন আলা🎉🎉❤❤🎉🎉মানিতাবা🎉🎉❤❤🎉🎉 আলাল🎉🎉❤❤🎉🎉 হুদা🎉🎉❤❤🎉🎉

  • @TamimIqbal...9
    @TamimIqbal...9 Před 2 dny

    ❤❤❤❤❤❤

  • @noyonahmed-rt5eo
    @noyonahmed-rt5eo Před 2 dny +1

    স্যার সূরা আরাফের ২০ নাম্বার আয়াতটি যদি একটু ব্যাখ্যা করতেন

    • @yahmed4274
      @yahmed4274 Před dnem

      AQM CHANNEL টি তে দুইদিন আগে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, দেখতে পারেন!

  • @yahmed4274
    @yahmed4274 Před dnem

    স্যার, আমি বা আপনি এবং বর্তমানে অনেক মানুষকে-ই দেখছি পূর্বের বিশ্বাস থেকে বের আসছে। এটা কীভাবে সম্ভব হলো?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před dnem

      @@yahmed4274 চিন্তাভাবনা, পড়াশোনা আর নিজেকে প্রশ্ন করা।

  • @mdhosen7393
    @mdhosen7393 Před 2 dny

    Hello from the USA. Academic and Intellectual discussion. Thanks for your efforts.

  • @md.mozahedhossain6823

    সালামু আলাইকুম।আপনার আলোচনা শুনলাম। আলোচনা অনেক উচ্চ মার্গের। আপনার আলোচনার বিষয়বস্তু youtubeএর মতে মৃত্যুর পূর্বে জেনে নিন কখন আপনার ঈমান নষ্ট হচ্ছে, আমি অনেক আশা নিয়ে আপনার আলোচনা আলোচনা শুনেছি কিন্তু আমার কাছে বোধগম্য হয়নি। আমি ঈমানহারা হচ্ছি কিনা এই বিষয়টি কিভাবে বুঝব? একজন মন্তব্য করেছে ফুরকান দ্বারা যাচাই করতে. আপনি সহমত প্রকাশ করেছেন। আমার প্রশ্ন ফুরকান কি? হুজুররা বলেন সত্য মিথ্যা পার্থক্যকারী। সাইন্টিফিক তাফসের লেখক জাকারিয়া কামাল বলেছেন, ফুরকান হচ্ছে যুদ্ধের বই। সূরা আল ইমরান থেকে সূরা ইউনুস পর্যন্ত (৩-১০)পবিত্র কুরআনের অংশটি ফুরকান। এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। অনুমতি দিলে আমি আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক। আল্লাহ আপনার মঙ্গল করুন।
    মতে

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před 2 dny

      @@md.mozahedhossain6823 প্রিয় ভাই, ওয়ালাইকুম সালাম। সবগুলো পর্ব দেখুন। তারপর ইনশাআল্লাহ কথা বলা যাবে। ইমেইল করতে পারেন আমাকে dr.anisfaroque@gmail.com