HSC Book List | এইচ এস সি বই এর তালিকা । বিজ্ঞান বিভাগ । যে বই গুলো অনুসরণ করা উচিৎ । Fahad Sir

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2022
  • এইচ এস সি (বিজ্ঞান বিভাগ) এর বই এর তালিকা । ফাহাদ স্যার । Fahad's Tutorial
    Physics
    1. ড: আমির হোসেন খান + প্রফেসর মো: ইসহাক + ড: মো: নজরুল ইসলাম
    2. ড: শাহজাহান তপন + মুহম্মদ আজিজ হাসান + ড: রানা চৌধুরী
    3. প্রফেসর এ টি এম সামসুজ্জামান সেলু + জাকারিয়া তৌহিদ
    4. গাণিতিক পদার্থবিজ্ঞান (লেকচার /পাঞ্জেরী পাবলিকেশন)
    Chemistry
    1. ড: সরোজ কান্তি সিংহ হাজারী ও অধ্যাপক হারাধন নাগ (১ম ও ২য় পত্র)
    2. সঞ্জিত কুমার গুহ (১ম ও ২য় পত্র)
    3. ড: গাজী মো: আহসানুল কবীর ও ড: মো: রবিউল ইসলাম (জৈব যৌগ- ২য় পত্র)
    Biology
    1. ড: মো: আবুল হাসান (উদ্ভিদবিজ্ঞান) + গাজী আজমল (প্রাণিবিজ্ঞান)
    2. ড: মো: আব্দুল আলীম (প্রাণিবিজ্ঞান)
    3. রয়েল গাইড (বহুনির্বাচনী অনুশীলন)
    Higher Math
    1. অক্ষরপত্র পাবলিকেশন ( অসীম কুমার সাহা + বি এম ইকরামুল হক + মো: নুরুল ইসলাম)
    2. মো: নজরূল ইসলাম + মো: কেতাব উদ্দীন
    English
    1. নবদূত (জ্ঞানগৃহ প্রকাশনী)
    2. Chowdhury and Hossain
    3. Admission Guide (Master/Apex)
    ICT
    1. মাহবুবুর রহমান স্যার
    2. আাসাদুজ্জামান স্যার + মাসুদ রানা
    3. প্রকাশ কুমার দাস
    4. নাঈমূল হক নাইম
    বাংলা
    1. বাংলা ১ম পত্র- সাহিত্য পাঠ (বোর্ড বই)
    2. বাংলা সহপাঠ (নাটক- সিরাউ-উদ-দৌলা উপন্যাস-লালসালু)
    3. বাংলা ২য় পত্র (আলাউদ্দীন আল আজাদ)
    #SSC #Physics #Chemistry #Biology #FahadSir
    [Faceboook Page] / fahadstutorialofficial
    [Facebook Group] / 1040404816521128
    Thanks in advanced !

Komentáře • 1,1K

  • @PROMI-330
    @PROMI-330 Před 2 lety +824

    আমি একমাত্র মোবাইল কিনেছি ফাহাদ স্যারের ক্লাস করার জন্য। তাই আমি আল্লাহ রহমতে এইবার এসএসসি পরীক্ষায় তার ক্লাস করে A+ পেয়েছি। তাই তার প্রতি আমার পক্ষ থেকে আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জাননোর পরে তাকে কৃতজ্ঞতা জানাই অনেক বার

  • @user-ip4ee7ng5p
    @user-ip4ee7ng5p Před rokem +39

    স্যার, আপনি শেষ মুহূর্তে যে বইয়ের পাশে নোট করে রাখার কথাটা বলছিলেন। ওটা আমি অনেক আগে থেকেই করতাম ।কিন্তু আমার ক্লাস ফ্রেন্ডরা আমার এই অভ্যাস নিয়ে হাসাহাসাহাসি করত। অনেক সময় বলতো যে আমি কৃপণ, কাগজ বাছানোর জন্য বইয়ের মধ্যে লিখি।😔😔
    কিন্তু আমার কাছে এইভাবে বইয়ের পাশে লিখে রাখাটাই বেশি ভালো লাগতো । তাই আমি কখনো ওদের কথায় পাত্তা দিতাম না সব সময় নিজের মতোই লিখতাম।
    পরে দেখতাম যারা আমাকে এসব কথা বলতো তারা নিজেরাই আমার দেখে দেখে বইয়ের পাশে লেখা শুরু করছে। 🙂

  • @tasusvlog5840
    @tasusvlog5840 Před rokem +63

    আমি এসএসসিতে বাইরের কোন প্রাইভেট বা কোচিং না করে স্কুলে ক্লাস না করে শুধুমাত্র ফাহার স্যার এবং দেলোয়ার স্যার এর ক্লার করে এ+ পেয়েছি...স্যার আপ্নারা দুইজন এগিয়ে যান..আর আমাদের পাশে থাকুন❣️

  • @frabbiofficial6085
    @frabbiofficial6085 Před 2 lety +259

    স্যার আপনি আমাদের এইচ এস সি শিক্ষার্থীদের পরাইলে অনেক উপকার হইত।। আপনার মত আর কেউ পারে না এতটা ঠান্ডা মাথায় পরাইতে।💞

  • @Versatile_IrinAfrin
    @Versatile_IrinAfrin Před měsícem +4

    Sir,,Jazakallahu Khairan
    Sir,,ami HSC 26 batch ar students.. Onktai help hoyeche😊

  • @rinaakter9719
    @rinaakter9719 Před 2 lety +81

    স্যার আপনার পড়ানো এবং আমরা যেই ধরনের ভিডিও মনে মনে চাই আপনি সেগুলোই দেন😍

  • @chowsweumarma9131
    @chowsweumarma9131 Před rokem +28

    Sir,,,
    I have got Golden A+(SSC 2022). Your classes in youtube was really helpful in lockdown period (2020-2021). For your guidance ,, I have achieve it, Sir. And this video is also really helpful for me , for my college life,, for my career. Thank you thank you thank you soooo much, Sir!!!!☺️💫💫

  • @Nahid_Hasan.23
    @Nahid_Hasan.23 Před 2 lety +90

    প্রিয় স্যার এই শিক্ষণীয় ভিডিও টা আমাদের খুব কাজে লাগবে ।

    • @Nahid_Hasan.23
      @Nahid_Hasan.23 Před 2 lety +2

      @@durjoy.talukder আমি কি বললাম আর আপনি কি বুজলেন ।

    • @abubokkorsiddik6783
      @abubokkorsiddik6783 Před 2 lety

      Please dan

  • @shaon_23
    @shaon_23 Před 2 lety +26

    স্যার,আপনার ভিডিও মানে নতুন কিছু শিখা,আর অনেক সাহায্য পাওয়া।🥰🥰

  • @rjjim3459
    @rjjim3459 Před 2 lety +10

    আসলামুআলাইকুম স্যার অনেকদিন ধরে আপনার ভিডিও দেখছি,, আমি যখন ক্লাস 8 a ছিলাম তখন থেকে।।
    এসএসসি দেওয়ার পরে এত প্যারার ভিতরে ছিলাম।। কলেজ (বিশেষ করে বিভাগ চেঞ্জ করবো কিনা।) সময় প্যারার ভিতরে আছি। । যার কাছেই শুনেছি এইচএসসির বিজ্ঞান অসম্ভব অসম্ভব
    পড়াশোনা ।। তারপর হতাশ হয়ে পড়ছি স্যার ।। আপনার পক্ষ থেকে একটা ভিডিও পাঠালে খুবই উপকৃত হতাম ♥️

  • @arifulislamarif1410
    @arifulislamarif1410 Před rokem +7

    আপনার মধ্যে যে এত সহায়তাপূর্ণ মোটিভেশান কাজ করে, তা কিন্তু বলে শেষ করা যাবে না,,, সত্যি স্যার।। এত ভালোবাসা আপনার মধ্যে আমাদের (শিক্ষার্থী) জন্য।।। অনেক ভালোবাসা রইল স্যার আপনার জন্য 🥰🥰❤️❤️❤️

  • @PROMI-330
    @PROMI-330 Před 2 lety +40

    আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে তোমার কাছে কোন স্যার প্রিয় সবচেয়ে?? আমি এক কথায় বলব তিনি ফাহাদ স্যার।

  • @BasicBro1
    @BasicBro1 Před 2 lety +9

    খুব দরকারি একটা ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনাকে❤️❤️
    শিক্ষা হোক সবার জন্য উন্মুক্ত ✊✊

  • @parvesparves1505
    @parvesparves1505 Před rokem +6

    অনেকটাই টেনশনে ছিলাম বই নিয়ে আপনাকে ফলো করি সেই ক্লাস ৮ম শ্রেণী থেকে। আমি বিশ্বাসী আপনি যে গাইড লাইন দিয়েছেন আমরা অনেক উপকৃত হয়েছি এবং ভবিষ্যতে হব,

    • @mr.jaynalabedin7831
      @mr.jaynalabedin7831 Před 10 měsíci

      স্যার আপনি অফ লাইনে পড়ান না?

  • @muhammadsakib730
    @muhammadsakib730 Před 2 lety +211

    মানবিক বিভাগ এর বই লিস্টটা দিলে অনেক উপকার হতো স্যার।❤️🌸

  • @prosantapaul7360
    @prosantapaul7360 Před 2 lety +15

    অনেক অনেক ধন্যবাদ স্যার।আজ আপনার জন্যই GPA 5.00 পেয়েছি। আপনার ঋণ শোধ করতে পারব না।সালাম নিবেন স্যার 🙏🖤

  • @tahsinshovon916
    @tahsinshovon916 Před 2 lety +11

    ধন্যবাদ শিক্ষক ❤ ভালো থাকবেন অনেক দোয়া ও ভালোবাসা রইলো তোমার জন্য শিক্ষা গুরু ❤

  • @funworld6806
    @funworld6806 Před 2 lety +8

    আমাদের থেকে আপনার চিন্তা বেশি স্যার
    ,সেজন্য আপনাকে ধন্যবাদ

  • @arjina_urmi3224
    @arjina_urmi3224 Před 2 lety +23

    আপনার ভিডিও গুলোতে খুব প্রয়োজনীয় বিষয়গুলো অনেক সহজে তুলে ধরেন। এবং আপনার দেওয়া নির্দেশনা ও পরামর্শ গুলো অনুসরণ করলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো ভবিষ্যতে।

  • @diptiara1757
    @diptiara1757 Před 2 lety +10

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।দোয়া করি আপনি যেন ভালো থাকেন।

  • @mdkamrulislam6599
    @mdkamrulislam6599 Před 2 lety +4

    উচ্চতর গণিত-প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) নির্ণায়ক অনুশীলনী 1(B)

  • @ahmedrabbani99
    @ahmedrabbani99 Před 2 lety +34

    ধন্যবাদ স্যার।🥰
    এই হতাশাময় মুহুর্তে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। 💙
    ভালোবাসা অভিরাম। 🥰

  • @monniakter189
    @monniakter189 Před 2 lety +5

    ভিডিও টার জন্য অপেক্ষায় ছিলাম,, ধন্যবাদ স্যার

  • @sayedsarkar8845
    @sayedsarkar8845 Před 2 lety +12

    ধন্যবাদ স্যার খুব সুন্দর করে উপস্থাপনা করার জন্য 😍

  • @awsaf4739
    @awsaf4739 Před 2 lety +12

    One of the best person
    Fahad sir 🥰🥰🥰

  • @safiasiddika5641
    @safiasiddika5641 Před 2 lety +5

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এরকম একটা ভিডিওর অপেক্ষায় ছিলাম, ধন্যবাদ💕💕💕💕

  • @tamimkazi9247
    @tamimkazi9247 Před 2 lety +2

    অনেক উপকৃত হলাম, স্যার। অনেক ধন্যবাদ।

  • @sadiaafrin3039
    @sadiaafrin3039 Před 2 lety +40

    খুব উপক্রিত হলাম স্যার।
    অসংখ্য ধন্যবাদ আপনাকে💝

  • @md.taohidislamtoha3615
    @md.taohidislamtoha3615 Před 2 lety +13

    ফাহাদ স্যার, আশা করি আপনি সবসময় আমাদের এইসব ভিডিও দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ 🥰💛

  • @sourovhalder5803
    @sourovhalder5803 Před 2 lety +12

    স্যার মানবিক বিভাগের কিছু গুরুত্বপূর্ণ বিসার ওপর ভিডিও চাচ্ছি। কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে পড়লে ভালো হবে,,এবং বইয়ের লিস্ট । প্লিজ স্যার🙏 একটি ভিডিও দিয়েন মানবিক বিভাগের জন্য।

  • @Caliber3710
    @Caliber3710 Před 2 lety +15

    Sir, I've started studying for HSC& got too much hard with a lotta pleasure. It's cool. Love it.😍

  • @roshnialam5385
    @roshnialam5385 Před 2 lety +4

    Thank you, Sir. You have helped me a lot. May Allah bless you

  • @bushramaisha6418
    @bushramaisha6418 Před 2 lety +48

    আসসালামু আলাইকুম স্যার।
    সত্যিই অসাধারণ আপনার বোঝানোর ক্ষমতা। এইচ.এস.সি এর এই জার্নিতে সবসময় আপনাকে পাশে চাই স্যার। রেগুলার ক্লাস চাই।😊❤️

  • @sagorikanoor5688
    @sagorikanoor5688 Před 2 lety +37

    স্যার এখনো যে ভুলেন নাই😊।আপনার কথা মত এসএসসি তে পড়েছি। অনেক ভাল হইছে বই গুলোর নাম বলে দিয়েছেন। বিভ্রান্তিতে ছিলাম খুব।
    স্যার সুস্থ থাকেন সুন্দর থাকেন, আমাদের জন্য দুয়া করবেন।😊

  • @deshmia582
    @deshmia582 Před 2 lety +2

    এই উপদেশগুলো দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ Sir

  • @rehnubatabassum6090
    @rehnubatabassum6090 Před 2 lety +1

    স্যার আপনার এই ভিডিও টা অনেক উপকার করছে আমার।অনেকদিন ধরে সমস্যায় ভুগছিলাম

  • @tasniafarin4775
    @tasniafarin4775 Před 2 lety +5

    Wow nice

  • @ishratjahan.23
    @ishratjahan.23 Před 2 lety +4

    আসসালামু আলাইকুম স‍্যার। স‍্যার, আপনি আমার অনেক বেশি পছন্দের একজন শিক্ষক। আপনার প্রতিটি ভিডিও এর মতো এই ভিডিওটি ও একটি শিক্ষণীয় ভিডিও। ধন্যবাদ স‍্যার, এইভাবে আমাদের সাহায্য করার জন‍্য:)

  • @user-gd1oj6yx5j
    @user-gd1oj6yx5j Před 2 lety +10

    👉স্যার, মানবিক বিভাগের বইগুলোর লিস্টটি দিলে অনেক উপকার হতো ❤️🥰

  • @fggcvbvb9920
    @fggcvbvb9920 Před 2 lety +3

    It was very helpful for me, thank you so much sir...☺️

  • @AbirAhmed314
    @AbirAhmed314 Před 2 lety +6

    খুবই উপকার হলো স্যার!🥰

  • @MDRajib-zf9rz
    @MDRajib-zf9rz Před 10 měsíci

    অনেক অনেক অনেক উপকৃত হলাম স্যার, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক❤❤❤

  • @joy3184
    @joy3184 Před 2 lety +2

    স্যার সত্যি আপনার কোন তুলনা হয় না।❤

  • @lamiatulkabir865
    @lamiatulkabir865 Před 2 lety +7

    Lots of thanks to you,,,my beloved Sir.💜💙You are really nonpareil. Take love,Sir.

  • @JishanIslam-ft7du
    @JishanIslam-ft7du Před 2 měsíci +3

    প্রায় 30 জন ব্যক্তির মাথার বুদ্ধি এক মাথায় পড়া কীভাবে সম্ভব। শুধু মাত্র আল্লাহ এর সাহায্য চাই। আমিন।❤❤😢

  • @musa17_Official
    @musa17_Official Před rokem +2

    ফাহাদ sir জিন্দাবাদ, i like Fahad sir

  • @fahmidaparvinpriya4604
    @fahmidaparvinpriya4604 Před 2 lety +1

    Thanks via🙂💙 its really gonna be helpful
    In sha allah

  • @saniaakterstudent7169
    @saniaakterstudent7169 Před 2 lety +3

    এই ভিডিওটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার

  • @forhadhossenmamun2565
    @forhadhossenmamun2565 Před 2 lety +13

    ব্যাবসা শিক্ষা বিভাগের বইর লিস্ট দিলে খুবিই উপকৃত হতাম। ❤️

  • @tanjinaakhter8040
    @tanjinaakhter8040 Před 2 lety +1

    আপনাকে ধন্যবাদ, স্যার ata khub dorkar chilo.

  • @mahiajahanjahan9589
    @mahiajahanjahan9589 Před 2 lety +1

    Assalamu Alaikum sir....আমার ভালো ফলাফলের পেছনে আপনার অনেক অবদান আছে। যদিও আমি সরাসরি ফেইসবুক পেইজে ক্লাস করতে পারিনি,,, কিন্তু সবসময় ইউটিউবে আপনার ক্লাস করতাম

  • @AkashKhan-qn6mu
    @AkashKhan-qn6mu Před 2 lety +3

    Your're great sir! May Allah bless you.

  • @Abdullah_Al_Farhan
    @Abdullah_Al_Farhan Před 2 lety +3

    Video er shurute sobsomoy apnar hasita khub valo lage, thanks sir for making such helpful videos regularly for us😌

  • @mdbillal5160
    @mdbillal5160 Před rokem +2

    আপনি কোন সময় একাদশ শ্রেণির অনলাইন ক্লাস করাবেন

  • @snanta9077
    @snanta9077 Před 2 lety +1

    Finally😌apnar videor jonno opekkhay chilam sir😊thank you so much from bottom of my heart😊💜

  • @Abrittikarok
    @Abrittikarok Před 2 lety +7

    স্যার HSC তে কিভাবে পড়লে ভালো হবে সে বিষয়ে একটা ভিডিও দেন দয়া করে🙏

  • @onlyu5968
    @onlyu5968 Před 2 lety +6

    Thanks a lot sir. I was in confutation for a long time. I
    Now I can relax ☺️☺️☺️

  • @studentnewsbd
    @studentnewsbd Před rokem

    Alhamdulillah. Sir onek sundor vabe bojhan ate amra onek upokrito hoi

  • @nocturnalnahad2428
    @nocturnalnahad2428 Před 2 lety

    Apnar moto ekjon bhondhu ase bolei hoyto amra onekei SSC te amader expected result peyechi ar in future eo onekei valo korbe Inshallah.May Almighty Allah bless you.❤❤❤❤❤

  • @mdsofikulislam8367
    @mdsofikulislam8367 Před rokem +2

    Thank you sir,,,fahad sir is my favourite teacher online life a,,,🥰😍

  • @SHARIFULISLAM-gd7kf
    @SHARIFULISLAM-gd7kf Před 2 lety +14

    স্যার পদার্থবিজ্ঞান ও বসায়ন H.S.C এর জন্য অনলাইনে প্রাইভট ব্যাচ শুরু করবেন কবে থেকে please reply 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mdhasanmizi6987
    @mdhasanmizi6987 Před 2 lety +1

    Alhamdulillah....allah apnake nek hayat dan korun😇😇

  • @masudaislamtrisha1769
    @masudaislamtrisha1769 Před 2 lety +1

    Thanks sir thank you so much ei video ta diye apni amader onek upokar korlen sir..We're always greatful to you sotti e boi gula kena niye ektu tensed chilam.

  • @nasim6310
    @nasim6310 Před 2 lety +5

    Dear Sir, Make a guide video for those of us who are in the humanities 💖

  • @rakibjony8841
    @rakibjony8841 Před 2 lety +27

    স্যার মানবিক বিভাগ এর লিস্ট দিলে উপকার হত🙏

  • @amsknitfashion
    @amsknitfashion Před rokem

    sir, ami pray 2 year holo apnr vedio gula dekhi...amr physics,chemistry eisob partam na...amr ek freind apnr kotha suggest kore,,amr facebook chilona,,youtube a apnr vedio dekhe Alhamdulillah ,ami ssc 2022 golden A+peyechi....tnx you so much sir

  • @mdsohad853
    @mdsohad853 Před rokem +1

    সবাই সবার অ্যাঙ্গেল থেকে ঠিক হয়। একটা মানুষ যখন কিছু বলে সব সময় তার সাইট থেকে ভেবে দেখার চেষ্টা করবা তবে তুমি বুঝতে পারবে। ❤️

  • @WasimUlBari
    @WasimUlBari Před rokem +3

    @English Moja ই বেস্ট ইংলিশের জন্য। ❤️💚

  • @lokantordas2997
    @lokantordas2997 Před 2 lety +4

    ধন্যবাদ স্যার আপনাকে ❤❤❤

  • @sumehrarahman1743
    @sumehrarahman1743 Před 2 lety +1

    Apni emon vabe guide korchen akhon apnar guidance chara HSC hobei na... Tai sir request roilo HSC o regular poraben.
    Thanks😇

  • @khushiislam8198
    @khushiislam8198 Před 2 lety +1

    Thank you sir
    অনেক উপক্রিত হলাম

  • @viralkitten
    @viralkitten Před 2 lety +36

    আসসালামু আলাইকুম,স্যার।এই বইগুলোর নতুন সংস্করণ না কিনে পুরানো সংস্করণ এর বই পড়লে কি হবে। না,নতুন সংস্করণের বই পড়া লাগবে।স্যার,দয়া করে জানাবেন।এই বিষয়টা আমার বুঝতে সমস্যা হচ্ছে।

    • @lifeisntdattebayoanymore5476
      @lifeisntdattebayoanymore5476 Před 2 lety +20

      As a senior I highly recommend buy and read only latest edition. It’s because the information and details especially biology book change each and every year. So read and buy the latest edition.

    • @mdjehanshakib980
      @mdjehanshakib980 Před 2 lety +4

      নতুন বই পড়া উচিত

    • @ghizibizi5512
      @ghizibizi5512 Před 2 lety +10

      পদার্থ, ১৯ সালের পরের বই পড়লেও সমস্যা নেই। খুব কম তথ্য পরিবর্তন হয়নি বা হয়ই না।
      রসায়নের(হাজারী স্যার) ক্ষেত্রে ২০ এর এডিশন হলেও সমস্যা নেই তথ্য পরিবর্তন হয়নি।
      উদ্ভিদ বিজ্ঞান একদম লেটেস্ট কিনতে হবে।
      প্রাণী বিজ্ঞান(গাজী আজমল স্যার) এইটা প্রত্যেক এডিশনে তথ্য পরিবর্তন করে এবং নতুন তথ্য যুক্ত করে। এক্ষেত্রে অবশ্যই নতুন কিনতে হবে। এমনকি এইচএসসি ও অ্যাডমিশনের আগেও নতুন বের হলে সেটাও কিনতে হবে।
      তবে সবগুলো নতুন কিনা উচিৎ, নতুন এডিশনে বিগত বছরের প্রশ্নগুলো যুক্ত করে দেয়া থাকে। এসব প্রশ্ন কলেজের পরিক্ষাতেও রিপিট করে আবার এইচএসসিতেও রিপিট হয়।

    • @shaonsiddikasuheli4307
      @shaonsiddikasuheli4307 Před 2 lety +2

      tnx sir

    • @halimakhatun4812
      @halimakhatun4812 Před 2 lety

      @@ghizibizi5512 thankssss

  • @msjakia875
    @msjakia875 Před 2 lety +3

    Assalamualaikum. Sir you are a unique teacher. All your massages inspire us. I pray a lot for you.❤️❤️🥰🥰

  • @Nusrathumyra_1275
    @Nusrathumyra_1275 Před 3 měsíci +2

    HSC 2026 Sir...! আপনার এফআরসির স্টুডেন্ট...!

  • @ayeshamoni7305
    @ayeshamoni7305 Před rokem +1

    Thank you so much sir. It's really helpful for me. ☺️☺️

  • @mahmudhasanriyad2860
    @mahmudhasanriyad2860 Před 2 lety +3

    আমরা চাই ২০২১ SSC(HSC 2022 Admission) দের সাথে আজীবন থাকেন পাশে

  • @mujeebvillagio5602
    @mujeebvillagio5602 Před 2 lety +49

    SIR LIKE ALWAYS YOU ARE JUST DIFFERENTLY AWESOME AND PLZ GAVE US A LIST FOR THE ENGLISH VERSION❤️🙏

  • @sanjidaislam22
    @sanjidaislam22 Před 2 lety +1

    Thank you so much sir. I will try my best to study hard🙂🙂

  • @mdkaium8419
    @mdkaium8419 Před 2 lety +1

    sir apner kotha golo shonte onk valo lage.....thank you so much sir for this vedio.....🥰🥰🥰

  • @user-hv4ge6lq5j
    @user-hv4ge6lq5j Před 2 lety +3

    ❝ নিজের জীবনের চেয়ে বেশি কাউকে চাইলে উপহার হিসেবে চোখের জল ব্যতীত আর কিছুই হয় না প্রাপ্তি ❞

  • @mmarfinislam3522
    @mmarfinislam3522 Před 2 lety +9

    স্যার দোয়া কইরেন ...
    আল্লাহতালা যেন আমাদের উপর রহমত বর্ষিত করে.?
    সবকিছু যেন বুঝে মনোযোগ সহকারে পড়তে পারি...!🙂

  • @lizayeasmen3848
    @lizayeasmen3848 Před 2 lety +1

    Thank you sir.....onk sundor kore bujeyechen

  • @shakhinakhatun252
    @shakhinakhatun252 Před 2 lety +1

    খুবই ভালো লাগলো। ধন্যবাদ স্যার।

  • @iisatisfied5818
    @iisatisfied5818 Před 2 lety +6

    60% dependend on your videos sir🙂❤️

  • @shanto1741
    @shanto1741 Před 2 lety +5

    পদার্থ - তপন হাসান চৌধুরী
    রসায়ন - হাজারী - নাগ
    জীববিজ্ঞান - আবুল - গাজী আজমল
    গণিত - অসীম কুমার সাহা
    এগুলো আপাতত কিনেছি স্যার এখন।

    • @freefireyt2116
      @freefireyt2116 Před 2 lety

      কত খরচ হইছে?

    • @shanto1741
      @shanto1741 Před 2 lety +1

      @@freefireyt2116 ১৫০০ টাকা।

  • @rashfariha
    @rashfariha Před 2 lety

    Tricks r idea ta onk bhalo thank you for the whole information sir

  • @md.bulbulahmedmd.bulbulahm927

    Sir er sob kothar majhei bujher alada lojik asee🥰🥰🥰

  • @givemeaname460
    @givemeaname460 Před rokem +3

    স্যার আমার এই প্রশ্নটার উত্তর টা খুবই দরকার। আশা করি আপনি আপনার ব্যস্ততার মাঝে একটু সময় দিতে পারবেন।
    স্যার, আমি ২০২২ এসএসসি পরীক্ষার্থী। এ মাসে পরীক্ষা শেষ করলাম।
    এখন আমি যদি একটু আগাম প্রস্তুতি নিতে ২০১৯ সালের এইচএসসি বই কিনি তাহলে কি সমস্যা হবে? অর্থাৎ, পুরাতন বই এর থেকে নতুন বই-এ অধ্যায় বা বিষয়ের পার্থক্য হবে?

  • @AshrafulIslam-vp6ud
    @AshrafulIslam-vp6ud Před 2 lety +3

    ধন্যবাদ স্যার🖤🖤🌺

  • @asmaakhatun8993
    @asmaakhatun8993 Před 2 lety +2

    অনেক ধন্যবাদ, স্যার 🙂

  • @sksabbir8025
    @sksabbir8025 Před 2 lety

    Sir apner proti bissas niyei sob video dekhi..etai bissas j apni niscoi i onk sir er theke best kicu share korben... r ekta kotha apner bojanor style ta MashALLAH🙃

  • @rouhankhandokar9883
    @rouhankhandokar9883 Před 2 lety +6

    ব্যবসা বিভাগের জন্য বইয়ের লিস্ট দিলে খুব উপকার হতো স্যার।

  • @nocturnalnahad2428
    @nocturnalnahad2428 Před 2 lety +10

    I think the key of mastering English is to practice vocabulary more and more.

    • @sheikh3605
      @sheikh3605 Před 2 lety +2

      English is just language. So there's no need to mastering it . Rather give that time in science or arts ( creative field) field . Like Russia china etc

    • @nocturnalnahad2428
      @nocturnalnahad2428 Před 2 lety

      @@sheikh3605 Stop talking nonsense.

    • @sheikh3605
      @sheikh3605 Před 2 lety +1

      @@nocturnalnahad2428 Wise things never make sense to dumb people

    • @mszsk6238
      @mszsk6238 Před rokem +4

      @@sheikh3605 and dumb ppl always thinks what they are saying is "WISE"

  • @mdsiam-CR7
    @mdsiam-CR7 Před 2 lety +1

    thanks a lot sir.please pray for us. Allah hafez

  • @mdshahed5284
    @mdshahed5284 Před 2 lety +2

    Sir apnake ssc end follow korcilam but jode apne hsc subject gola class koraten tahole khob valo hoto...sir i really miss you💝💝
    Your Lecture amr dakha best lecture 💝💝
    Love you always sir💝💝🥰

  • @ramisafaiza2394
    @ramisafaiza2394 Před 2 lety +3

    অনেক ধন্যবাদ স্যার!❤
    আচ্ছা স্যার আমি এখন শুধু HSC র জন্য বইগুলা পড়লাম আর আপনি যেগুলো বললেন অ্যাডমিশনে সাহায্য করবে ঐগুলা আরো পরে পড়লাম- এমন করলে তো অসুবিধা হবে না, না?

  • @shafayetshourov8268
    @shafayetshourov8268 Před 2 lety +5

    সার, ssc2021 এর শিক্ষার্থীদের জন্য hsc তে কোন শিক্ষাবর্ষের বই কিনতে হবে, 2020-2021 না কি 2021-2022?

  • @jakiahmed4439
    @jakiahmed4439 Před rokem +1

    আসসালামু আলাইকুম। স্যার খুব উপকৃত হলাম।

  • @SJJKRMNNS
    @SJJKRMNNS Před 3 měsíci +1

    جزاك الله خيرا ❤❤❤

  • @Abnourislamnilav123
    @Abnourislamnilav123 Před 2 lety +4

    স্যার ২০২২ সালের এসএসসি শিক্ষার্থীদের জন্য ক্লাস কবে থেকে দিবেন ।