ফিজি দ্বীপে আখক্ষেতের ভেতর কি হয় দেখুনঃ 'Sugary-Slaves' in the world

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2019
  • ইউটিউব থেকে ফেইসবুকে মাইগ্রেশন / theyoutubestar
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন আমি এবং আমার তিনজন একনিষ্ঠ সহযোগী ইউটিউবে নিরন্তর ও একনিষ্ঠ সময় দিয়েছি। তবে এখন ধী-রে ধী-রে আমি সরে আসছি ফেসবুক জগতে। আমার কাছে মনে হচ্ছে জুকার বার্ক এর ফেসবুক সাইবার বিশ্বে এখন মহাশক্তিবান। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শক্তি বেহুদা জায়গায় নষ্ট না করে শক্তিধরের কাছেই ব্যয় করবো। ইউটিউবেও থাকবো তবে সেটা হবে আমাদের দ্বিতীয় প্রায়োরিটি। অনুরোধ করছি আপনারাও ধীরে ধীরে আমার ফেসবুক পেজ এর দিকে এগিয়ে আসুন। সেখানেও আমার একই নাম, শুধু BONI AMIN page লিখে FOLLOW সাইনে একটা টোকা মেরে আমাকে ফলো করতে পারেন নিত্যনূতন ভ্রমণ ভিডিও এবং মাঝে মাঝে আমার 'মনের কথা' শোনার জন্যে। প্লীজ অপরিচিত কেউ আমার ফেসবুকের মূল প্রোফাইলে গিয়ে আমাকে 'ফ্রেন্ড রিকুয়েস্ট' পাঠাবেন না, তাহলে আবার সেই পুরোনো যন্ত্রনা, "ভাইয়া আমার ছবিতে লাইক কেন দিলেন না? আপনি আমাকে লাইক দিন তবে আমিও আপনার ছবিতে লাইক দেব!!!!" অর্থাৎ 'লাইক' লেনদেনের কাহিনী শুরু হবে, আমি ন্যাড়া পুনরায় সেই বেলতলায় যাচ্ছি না। মাথায় হেলমেট লাগিয়ে এবার বেল গাছের তলায় অর্থাৎ ফেসবুকে আসলাম। সুতরাং আপনি শুধু আমার ফেইসবুক পেজ এ গিয়ে একটি টোকা মেরে আমাকে ফলো করতে পারেন। আবারো বলছি অপরিচিত কে-উ-ই আমাকে ফেসবুক মূল প্রোফাইলে কোন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন না, প্লীজ - প্লীজ - প্লীজ।
    আমার করোনা বন্দিজীবন শেষে আল্লাহ বা ভগবান যদি চাহে তবে ২০২১তে আমার পূর্ব ঘোষিত তিনি ট্রিপ বিদেশ ভ্রমণটা সেরে ফেলার আশা রাখি। ১ম ট্রিপ: (মধ্যপ্রাচ্যের দুবাই, কাতার, জর্ডান এবং ইস্রায়েল) ২য় ট্রিপ: (ল্যাটিন আমেরিকার চিলি, ব্রাজিল এবং প্যারাগুয়ে), ৩য় ট্রিপ: (ভিয়েতনাম ও কাম্বোডিয়া), (২০২১ সনের ভেতরেই সারতে চাচ্ছি ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ বা ঈশ্বরের ইচ্ছা) সাথে অবশ্যি ভেরোনিকা থাকছে আমার ক্যামেরার পেছনে। আর বিভিন্ন ট্রিপে সময় ও সামর্থ বুঝে বিভিন্ন সহযোগী আমাদের সাথে থাকবে যাদের শুধু থাকা খাওয়া এবং ডমেস্টিক ট্রাভেল খরচ আমাদের ঘাড়েই থাকবে। আমাদের জন্যে দোয়া/আশীর্বাদ করবেন। ধন্যবাদ - বনি আমিন, মেইন অ্যাডমিন - সিডনী, অস্ট্রেলিয়া
    স্বয়ং 'আল্লাহ' BONI AMIN চ্যানেলটি চালাচ্ছে
    -----------------------------------------------------------------
    উক্ত ইউটিউব চ্যানেলের মালিক স্বয়ং "আল্লাহ", আমি Boni Amin এই চ্যানেলের শুধুমাত্র একজন "খাদেম"।
    অনুরোধঃ আপনি যদি 'মোকসুদুল মুমীন' বা উগ্রবাদী হিন্দু হন বা ইসলাম বিদ্বেষী হন তবে এই চ্যানেলটি কক্ষনো ভিজিট করবেননা। আর যদি ভুলক্রমে চ্যানেলটা সাবসক্রাইব করে থাকেন তবে এক্ষুনি আনসাবসক্রাইব করুন। বঙ্গবাসী হে 'রঙ্গীলা মুমীন, দূরে থাকুনঃ আমীন - সুম্মা আমীন, বনি আমিন

Komentáře • 993

  • @aslameconomicsstudy6341
    @aslameconomicsstudy6341 Před 5 lety +6

    অসাধারণ প্রাকৃতিক দৃশ্য মন জুড়ানো মনোরম দৃশ্য অসাধারণ গানের বাশির সুর অনেক ভালো লাগলো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ

  • @minhaz90sec
    @minhaz90sec Před 5 lety +3

    গভীর আগ্রহ নিয়ে দেখলাম। মনে হচ্ছিল ফিজিতে আপনার সাথে আছি! জিয়ো প্রিয় বনি ভাই এভাবে দুনিয়ার এপার ওপার দেখানোর জন্য।

  • @md.nazrulislam8275
    @md.nazrulislam8275 Před 4 lety +2

    আমাদের দেশে অসংখ্য অমানুষের ভীড়ে আপনি একজন সত্যিকারের সৎ মানুষ। শ্রদ্ধা অহর্নিশ ভালোবাসা অবিরাম ।

  • @labaram566
    @labaram566 Před 3 lety +3

    বনিদা অনেক ধন্যবাদ ।আমি আসাম থেকে বলছি ।আপনি একজন বাংলাদেশের মানুষ ।এখনকার অস্ট্রেলিয়া দেশের নাগরিক ।আর সেই ভদ্রলোক জনের জন্ম ভারতের পান্জাব রাজ্যের জলন্ধর চহরে ।কোথার মানুষ কোথায় আছেন ! হায় রে বাবা ।আমি আসাম রাজ্যের বরপেটা চহর থেকে ফিজির এত কথা জানলাম ।অনেক ভাল লাগলো ।অনেক অনেক ধন্যবাদ ।নমস্কার ।

  • @matirmanush5404
    @matirmanush5404 Před 3 lety +3

    এই প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দেশটি বনি আমিন ভইয়ের ভিডিওতে দেখে আমরা সত্যি সত্যিই অভিভূত হয়েছি।
    বনি ভাইয়ের ভিডিওতে অস্ট্রেলিয়ারও বিভিন্ন স্থান প্রত্যক্ষ করেছি অনেক অনেক বার।
    অস্ট্রেলিয়ার সবুঝ আর ফিজির সবুঝের মধ্যে একটা দারুণ পার্থক্য রয়েছে।
    উভয়ই সুন্দর।
    কিন্তু এই দুই সুন্দরের মধ্য কতইনা ব্যবধান।
    তদ্রুপ ভাবে অস্ট্রেলিয়ার মানুষ আর পৃথিবীর অন্যান্য স্থানের মনুষের মধেও একটা আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান।
    আমাদে কাছে মনে হয় অস্ট্রেলয়ার মানুষরা যেন খাঁটি সোনার চাইতেও খাঁটি।
    আমদের বনি ভাই একজন খাঁটি অস্ট্রেলিয়ান তাতে কোনই সন্দেহ নাই।
    কিন্তু অস্ট্রেলয়াতে থেকেও যদি কেহ এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান হতে পারেননি তারা আর সময় নষ্ট করবেন না।
    এখনই বনি আমিন ভাইকে অনুসরণ করার চেষ্টা করুন।

  • @Prakriti2022
    @Prakriti2022 Před 4 lety +10

    বনি ভাই আপনার জন্যই এই দেশের মানুষ প্রকৃতির অপার বিস্ময় ও মহিমা উপভোগ করতে পারলাম....সঙ্গে অবশ্য আবাহ সঙ্গীত পরিবেশন...... অত্যন্ত মধুর.......অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি.....আগরতলা, ত্রিপুরা, ভারত

  • @alamgirkabir3104
    @alamgirkabir3104 Před 3 lety +2

    অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে খুব ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সেই কামনাই করি।

  • @starsatar9866
    @starsatar9866 Před 3 lety

    অতি সুন্দর খুব চমৎকার লাগলো ধন্যবাদ।।

  • @HAMTVHAMTV
    @HAMTVHAMTV Před 4 lety +4

    আপনি একজন ভালো মানুষ, আপনি পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকেন এটাই কামনা করি,

  • @moni9033
    @moni9033 Před 5 lety +28

    আপনি একজন ভাল মানুষ! আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি! আরো অনেক অনেক ভিডিও বানিয়া যান

  • @onemillion2349
    @onemillion2349 Před 5 lety +5

    আবারও বলতেই হলো আপনার শিশুর মত আচরণ আমার অনেক, অনেক ভালো লাগে। (এই যে ভেরনীকার কথা মনে আসাতাই গান ধরলেন) অনেক ভালো লাগলো

  • @MdMonir-on4eb
    @MdMonir-on4eb Před 4 lety +2

    বনি আমিন ভাই মরিসাস থেকে দেখলাম, এখানেও অনেক আখের চাষ হয়,অনেক ভাল লাগল ফিজি র সাথে মরিসাসের অনেক মিল আছে,ধন্যবাদ ভাই

  • @MdMamun-ik7zj
    @MdMamun-ik7zj Před 5 lety +4

    ভাই যতই বিদেশি বাঝনা শুনি, আমার দেশের বাঁশির সুর অসাধারণ মন টানে ভাই। মন টানে।

  • @khaledahmed-ob6rq
    @khaledahmed-ob6rq Před 4 lety +5

    অসাধারন, সত্যিই আপনার প্রতিটি ডকুমেন্টারি দেখে মুগ্ধ হই

  • @ashrafzaman7035
    @ashrafzaman7035 Před 3 lety +2

    বনি আমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ওইসব স্থানের কালচার যেগুলো আমরা পয়সা খরচ করে কখনও দেখার সুযোগ পেতাম না।

  • @sorejominmultimedia
    @sorejominmultimedia Před 4 lety

    অনেক ভাল লাগল আপনার ভিডিওটি দেখে অনেক কিছু দেখলাম শিখলাম

  • @SultanMahmudOpu
    @SultanMahmudOpu Před 5 lety +3

    আমি প্রতিনিয়ত দেশভ্রমন নিয়ে ভিডিও বানাতে বানাতে যে আপনার মত একজন মানুষ কে খুজে পেয়ে যাব সেটা বুঝতে পারিনি।
    আমার লক্ষ হল প্রথমে বাংলাদেশের প্রতিটি জেলা ভ্রমন করা এবং এরপরই এ পৃথিবীর সকল দেশে ভ্রমন করা ।
    তবে এটা সত্য যে সৃষ্টিকর্তা কোন না ভাবে খুঁজে পাওয়ার একটি মাধ্যম রেখেছে।
    আপনি যে এ পৃথিবিতে অভিজ্ঞতা নেওযার জন্য এসেছেন তা আপনার কথার মাঝে উপলব্দি করা যায়।
    আর গুরুত্বপুর্ন বিষয হল - আমি আপনার কথার মাঝে অভিজ্ঞতার এমন সব ভান্ডার খুঁজে পেয়েছি যা আমার কল্পনা বা চিন্তার বাহিরে।
    অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @sentoacharjaj1435
    @sentoacharjaj1435 Před 5 lety +7

    অনেক সুন্দর একটা দেশ ,,,,, খুব ভালো লাগলো দেখে, আপনাকে অনেক ধন্যবাদ জানাই এত কষ্ট করে ঘোরে ঘোরে দেখানোর জন্য ,,,,,,,, ভালো থাকবেন সবসময় ,,,,,,,,,,❤

  • @NoMad_ZiYaN
    @NoMad_ZiYaN Před 5 lety +2

    মনোমুগ্ধকর দৃশ্যায়ন,
    অসম্ভব ভালোলাগা রেখে গেলাম।
    ভালো থাকুন,ভালো রাখুন।

  • @navkumarsinha8163
    @navkumarsinha8163 Před 3 lety

    মনোরম দৃশ্য,
    খুব ভাল লাগল,
    অনেক অনেক ধন্যবাদ 👌👌👌👌

  • @Dalim_Tv
    @Dalim_Tv Před 5 lety +14

    বনি আমিন ভাইয়া, বিদেশ বিভুই সুদুর অস্ট্রেলিয়ায় অবস্থান করে আপনি যে পৃথিবীর বিখ্যাত এলাকাগুলো ঘুরে ঘুরে তার বিভিন্ন ভিডিওগুলো তৈরী করছেন তা আমার জন্য এক পরম উপহার পাওয়া! ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা। বেচে থাকুন হাজার বছর এই আর্শীবাদটুকু করি অবিরাম! ভাবীকেও আমার শুভেচ্ছা জানাবেন!!

  • @nirmalyaonwheels5525
    @nirmalyaonwheels5525 Před 5 lety +9

    খুবই ভালো লাগলো। অসাধারণ videography.

  • @smsumon69
    @smsumon69 Před 5 lety +2

    অসাধারণ,,,,, ধন্যবাদ বনি আমিন ভাই সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য।

  • @Diamond-Tour_Behala
    @Diamond-Tour_Behala Před 3 lety +2

    বনি ভাই, অনেক দিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগলো। আপনার কাছে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাই। ফিজি দ্বীপের এই ভিডিওটি অসাধারণ। যদিও আমি কোনোদিন বাংলাদেশে যাইনি, তবুও বলছি যে, আপনার প্লেন থেকে তোলা ভিডিও দেখে মনে হলো যে ফিজি দেশটা যেন বাংলাদেশের মতোই সুন্দর সবুজ একটা দেশ।

  • @nanigopalmandal798
    @nanigopalmandal798 Před 3 lety +4

    বাজনা টা অদ্ভূত । প্রাণকাড়া বাজনা। জনাব বমি আমিন কে অসঙখ্য ধন্যবাদ বিরল কিছু দেখানোর জন্য।

  • @nokibislamicmedia5046
    @nokibislamicmedia5046 Před 5 lety +9

    আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম একটি কাজে। সকালেও সময় পাইনি দেখার মাত্র দেখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন।

  • @MdSumon-uf3gy
    @MdSumon-uf3gy Před 4 lety

    বাজনা টা খুব খুবই।ভালো লেগেছে অমাইক

  • @monirhusseia1567
    @monirhusseia1567 Před 3 lety +1

    অসাধারণ খুবই সুন্দর চমৎকার লাগছিল

  • @sohelaman6884
    @sohelaman6884 Před 5 lety +5

    Your presentation , discussion is very nice . Thanks my brother for upload this video .

  • @vobogure5142
    @vobogure5142 Před 5 lety +3

    ধন্যবাদ স্যার এত কষ্ট করে সুন্দর ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য।

  • @ramdevghosh5804
    @ramdevghosh5804 Před 3 lety

    খুবই সুন্দর উপস্থাপনা।বণি আমিন কে অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @logbook7175
    @logbook7175 Před 3 lety +1

    খুব সুন্দর ভিডিও আপনার মাধ্যমে ফিজি দেখতে পারলাম

  • @mohammadabdulalim4815
    @mohammadabdulalim4815 Před 4 lety +3

    আমিন ভাই,আপনি আসলেই একজন উন্নত রুচিবান লোক।

  • @zantoshil9977
    @zantoshil9977 Před 3 lety +3

    অনেক সুন্দর ভিডিও ধন্যবাদ দাদা

  • @ApurbaMahata318
    @ApurbaMahata318 Před 4 lety +1

    অমানুষ.......
    এরকম একটা প্রাকৃতিক, অকল্পনিয়, মনমোহিক,আন্তরিক,প্রবাসিক দৃশ্য সৌন্দর্য আমাদের নিকট উপহার দেওয়ার জন্য ভারতীয়দের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ।
    আমার মনে হয়, আপনার এই ভিডিওটি "ফিজি কে নিয়ে একটি ডোক্যুমেন্টরি" তৈরী হয়েছে।
    এগিয়ে চলুন ভাই, আপনার জন্য প্রশংসার দুয়ার প্রসারিত আছে।

  • @mohammadkabir921
    @mohammadkabir921 Před 2 lety

    মিউজিক অসাদারন ভাল লেগেছে

  • @sahinmiah2150
    @sahinmiah2150 Před 5 lety +4

    ,, ধন্যবাদ। বনি।আমিন।ভাইয়া।আরও। নতুন। কিছু। দেখার।আশায়। রহিলাম

  • @asimpal3325
    @asimpal3325 Před 5 lety +11

    আমি কোলকাতায় থাকি। ফিজির ভিডিও দেখলাম।মনে ‌হচেছ এখন ও ফিজিতে আছি। ধন‍্যবাদ।

  • @gopalmondal6907
    @gopalmondal6907 Před 2 lety

    খুব সুন্দর খুব সুন্দর উপস্থাপনা দাদা।আমি অভিভূত এই রকম ভিডিও দেখে।ধন্যবাদ।ভারত থেকে

  • @redmii1822
    @redmii1822 Před 2 lety +1

    ভাই আপনি ৪০ বসর ব্যক রাউন্ডে আমাকে নিয়ে গেলেন আমারা দর্শনা চিনি কল এলাকার আখ চাষি।এই কাজটি আমি খুব ভয় পেতাম আখ কাটার দিন হলে ইসকুল বন্ধ থাকলেও আমার জন্য খোলা থাকতো। আপনার ভিডিও দেখে মৃত বাবা মার কথা মনে পড়ে গেল আখ কাটার দিন বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি। ধন্যবাদ আরো সুন্দর ভিডিও আশা করি।

  • @moktarkuwait4220
    @moktarkuwait4220 Před 5 lety +3

    বনি আমিন আনেই অজানাকে জানা অ দেখাকে দেখা অসাধারন লাগলো।

  • @ponkozcv9657
    @ponkozcv9657 Před 5 lety +5

    ধন্যবাদ আপনাকে, ভালো কিছু শেখানোর জন্য।

  • @mizankhan9716
    @mizankhan9716 Před 4 měsíci

    সত্যি ভাই আপনার ভিডিওগুলো এত ভালো লাগে এত সুন্দর করে উপস্থাপন করেন যে জায়গায় আপনি যান সবার সাথে ভালোভাবে মিশেতে পারেন

  • @MdHalim-uo6oq
    @MdHalim-uo6oq Před 5 lety +2

    বনি ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো দেখলে আমাদের দেশের কথা মনে হয় আমি একজন সৌদি প্রবাসী আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে আমার মন চায় বিভিন্ন দেশ ঘুরে দেখার জন্য

  • @nazimahmed3938
    @nazimahmed3938 Před 4 lety +7

    Nice. Really appreciate that we are getting lots of important information through your show. God bless you.

  • @030abhi
    @030abhi Před 5 lety +15

    Bony Sir.. Greetings from IIT Kanpur (India).. I am a Bengali from West Medinipur district (West Bengal). I am your big fan.

  • @farukahmed7250
    @farukahmed7250 Před 4 lety +2

    খুবই মনোরম সুন্দর দৃশ্য আর ড্রোন ক্যামেরার দৃশ্য গুলো আরোও সুন্দর

  • @tie7546
    @tie7546 Před 3 lety +1

    Boni Amin Vai, apnar dharonkrito pratiti driswai monomugdhakar. Thank you very much for presenting these scenes to us.

  • @mdjohirulislam2171
    @mdjohirulislam2171 Před 2 lety +4

    ধন্যবাদ বনি আমিন ভাই সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য ♥️

  • @bdmusic5862
    @bdmusic5862 Před 5 lety +7

    Once again. I heard the fragrance of my mother Bangla in the sound of my beloved bashi
    Thanks you
    Love you 😘 BOSS

  • @subratashil9394
    @subratashil9394 Před 4 lety

    ভিডিও টা দেখে বেশ ভালো লাগলো।

  • @jibonrahmanbabu2424
    @jibonrahmanbabu2424 Před 3 lety +2

    ভাই , আসলেই আপনি একজন genius ! আপনার কথায় সত্যের দাবানল ছড়িয়ে আছে !

  • @pampabachar6118
    @pampabachar6118 Před 5 lety +7

    Boni Amin ji Zindabad. " 18+ Age I don't understand " . Very nice video dear sir take care and God bless. Indian Panjab Fujian people also very nice... Thankyou very much all 🇦🇺🇧🇩🇫🇯🇮🇳

  • @ahmedlennin9743
    @ahmedlennin9743 Před 5 lety +5

    সবে মাত্র ৩টি ভিডিও দেখে আপনার সাথে পরিচয় হলো, অসাধারন লেগেছে। অপনাকে অসংখ্য ধন্যবাদ Boni Amin।

  • @AbdulMannan-my4pz
    @AbdulMannan-my4pz Před 3 lety +1

    কি সুন্দর দৃশ্য ভালো লাগলো বাংলাদেশ

  • @dalowerhossain8388
    @dalowerhossain8388 Před 5 lety +1

    ভিডিওটি সব বয়সের মানুষের (মানে আদম এর) জন্য উন্মুক্ত ছিল তাই খুব ভালো লাগলো। এতটাই ভাল লাগল যে কিবোর্ড গুতিয়ে গুতিয়ে কষ্ট করে দ্বিতীয় বার একই ভিডিওতে ( অমানুষের ভিডিওতে) কমেন্ট( মতামত) দিলাম। আহা কি ভিডিও এক কথায় অসাধারণ এর আগের অসাধারণ ভিডিও গুলোও আমি দেখেছি। বারবার দেখতে মনে চায,,,,,,,,,,,,,🔛⌚🏪🐽

  • @zillur050
    @zillur050 Před 5 lety +6

    ভাই আপনার ভিডিও আমার হৃদয় ছুঁয়ে যায় কেন জানি না যদি সময় হত আর এরকম যদি সিস্টেম থাকতো আপনার সাথে 2-4 টা দিন কাটাতাম ভাই আপনার মনটা মনে হয় অনেক ভাল দোয়া করি আপনার জন্য

  • @tuhinahmed5267
    @tuhinahmed5267 Před 5 lety +3

    I love you boni Amin sir Apnaka Amar anak valo laga sir Apne anak valo manush

  • @ashisdas5635
    @ashisdas5635 Před 4 lety

    > সুন্দর উপস্থাপনা। ভাল লাগলো। ধন্যবাদ​।

  • @masudulkarim8513
    @masudulkarim8513 Před 2 lety +1

    বনি আমিন গ্রেড! ফিজিতে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @MoinuddinHassan
    @MoinuddinHassan Před 4 lety +10

    আপনার এই ভিডিওটি খুব সুন্দর হয়েছে আপনাকে ধন্যবাদ।

  • @WBSchoolOfMaths
    @WBSchoolOfMaths Před 4 lety +5

    আপনার সঞ্চালনা অসাধারণ এবং খুব সুন্দর।

  • @protikkhatv752
    @protikkhatv752 Před 2 lety +1

    Osadaron dada. apne pareno- beautiful

  • @jobayerahmed6670
    @jobayerahmed6670 Před 5 lety +2

    খুব খুব ভালো লাগলো बोहोत खूब

  • @anindyamusic8192
    @anindyamusic8192 Před 5 lety +22

    চলে যেতে যেতে দিন বলে যায় আধাঁরের শেষে ভোর হবে, হয়ত পাঁখির গানে গানে,কিন্তু কবে হবে ভোর? আসে দিন যায় দিন বিরাম বিহীন, পাওয়া না পাওয়ার ব্যাথা নিস্তব্দ কত কথা, বুকে ফোটে মূখে ফোটে না।

    • @sbkhankhan4937
      @sbkhankhan4937 Před 5 lety +1

      অনেক ভাল লাগল আপনার লেখা পড়ে।

  • @subirkumarde1312
    @subirkumarde1312 Před 5 lety +3

    সত্যি দাদা মন ভরে গেল ! কি সুন্দর সব জায়গা গুলো ! আপনার সঙ্গে এই ইন্টারনেট এর মাধ্যমে যোগাযোগ না হলে এই জীবন টায় ব্যর্থ হয়ে যেতো ! ভগবান আপনার মঙ্গল করবে ! খুব ভালো থাকুন সুস্থ থাকুন ! নমস্কার নেবেন ॥

    • @BoniAmin
      @BoniAmin  Před 5 lety +1

      Subir Kumar De @ I am simply honoured by your lovely comment. Please stay in contact

  • @mdjonayet5810
    @mdjonayet5810 Před 4 lety +1

    MAMA KHUB SUNDOR DRISSHO.

  • @zahidmilon2041
    @zahidmilon2041 Před 5 lety +2

    এই পর্বে ধর্মীয় বিষয়ে ইতিবাচক ও নেতিবাচক মূলক মন্তব্য না করার জন্য অনেক অনেক ধন্যবাদ।অনেক সুন্দর ছিলো এই পর্বো কোন প্রকার বিদ্বেষের সুর ছিলো না।
    বনি আমিন কে এমন উপস্থাপনায়ই বেশি ভালো মানায়।

    • @tusharhalder3597
      @tusharhalder3597 Před 5 lety

      সত্যি কথা বলছে এই গুলি বলার দরকার আছে

  • @ssikdar9314
    @ssikdar9314 Před 4 lety +8

    এর আগেও বলেছি বনী দা...
    অজানা তথ্য গুলো জেনে সত্যি ভাল লাগছে।
    আপনার প্রতিটি ভিডিও সত্যি অসাধারণ 👌👌👌

  • @pantudas7712
    @pantudas7712 Před 4 lety +3

    Thank you amin bhai apnar jonnoi ghore bose ai rohosso moyee prithibi ta ke dekhte parchi thank u so much from India (west Bengal) r o onek onek sundor video banan.

  • @saydulnazim7929
    @saydulnazim7929 Před 4 lety +1

    খুব ভালো লাগলো।

  • @mafthahul3267
    @mafthahul3267 Před 4 lety +1

    নতুন কিছু জানলাম এবং শিখলাম। ধন্যবাদ আপনাকে।

  • @saifulislam9181
    @saifulislam9181 Před 4 lety +3

    এই রকম চমৎকার ভিডিও উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ

  • @BappiChakma
    @BappiChakma Před 4 lety +7

    excellent description!! love you.

  • @AbdulKadir-ye5jr
    @AbdulKadir-ye5jr Před rokem

    গানের সুরে মন কাঁদে আহা কি মধুর।

  • @Halim-mm4ys
    @Halim-mm4ys Před 4 lety +2

    ভিডিও টা দেখে খুবিই ভাল লাগলো

  • @abedali2539
    @abedali2539 Před 4 lety +4

    অপুর্ব সুন্দর একটি দেশ এবং আর অপুর্ব লাগলো আমার দেশের মিউজিক একদম ফাটা ফাটি হয়েছে ধন্যবাদ বনিআমিন।

  • @farukhossain-jv7th
    @farukhossain-jv7th Před 5 lety +17

    অমানুষের ভিডিওগুলো সত্যি খুব মজা দেয়, আবার মাঝে মাঝে মজার ছলে মানবতার যে বিবেক সেটাকেও নাড়া দেয়!!

  • @bubunghosh3091
    @bubunghosh3091 Před 3 lety +2

    খুব ভালো লাগলো... বনি আমিন ভাই, love from india.

  • @sanjibnatta2976
    @sanjibnatta2976 Před 4 lety +1

    Darun laglo

  • @growingupgarden3649
    @growingupgarden3649 Před 5 lety +3

    মহোদয় সপ্তাহ খানেক আগে ইউটিউব ঘাটতে গিয়ে আপনার একটি ভিডিও দেখে আপনার ভক্ত হতে হলো। বিশেষত ‘অমানুষ’ শব্দটি আমাকে ভীষণ আকৃষ্ট করেছে।আমার বাড়িতে ইন্টারনেট সংযোগ না থাকায় আমি অফিসে বসেই এই কাজটি করি। ইতিমধ্যে আপনার বেশ কয়েকটি ভিডিও আমি দেখেছি। বাংলার এবং বাঙালীদের বিষয়ে রূঢ় বাস্তবের যে কতগুলি কথা বলেছেন কিংবা বলেন আপনার সাহস দেখে আমি অবিভুত; আপনাকে প্রশংসা না করে পারছি। তাই, আজ আপনার চ্যানেলে সদস্য হলাম। আপনি এগিয়ে যান অন্তত আমি আছি আপনার সাথে।

    • @BoniAmin
      @BoniAmin  Před 5 lety

      Thank you my dear. Welcom aboard. Please stay in touch.

  • @smrahman7339
    @smrahman7339 Před 4 lety +7

    এই একটা ভিডিও দেখেই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। অসাধারণ

  • @shishirpaul4017
    @shishirpaul4017 Před 3 lety +2

    khub valo laglo apnar ai video dekha, india & bangladesh nia kotha bola.I am so proud of U sir

  • @SaleemSaleem-gm4zz
    @SaleemSaleem-gm4zz Před 3 lety +1

    অনেক গুরুত্বপূর্ণ ও সুন্দর ডকুমেন্টারি

  • @amrit5179
    @amrit5179 Před 4 lety +4

    আপনার ভিডিও গুলো দেখে আপনাকে বোঝার চেষ্টা করছি। আজ এই ভিডিও দেখে আপনাকে বুঝলাম আপনার ভিতর একটি বাংলাদেশ আছে যার সীমানা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা দেয়নি অসীম দেশপ্রেমিক এবং অপরকে কিছু দেয়ার অসাধারণ মানসিকতা। আর আপনার বয়স তারুণ্যে থেমে গেছে, অদম্য উচ্ছাস আপনাকে চিরকাল যুবক বয়স হিসেবে মানব কল্যানে বেশি করে নিবেদিত থাকুন আমিন।

    • @BoniAmin
      @BoniAmin  Před 4 lety

      AMR@ Thank you, loved your comment.

  • @fayzulahsan8661
    @fayzulahsan8661 Před 4 lety +3

    Oh My God. This is an excellent and extra ordinary documentary that I never seen before. Thanks a lot.

  • @alamgirmiya2757
    @alamgirmiya2757 Před 2 lety

    ভাই আপনি আমার কাছে এক অসাধারণ ভালো মানুষ খুব মজা করে সত্যি কথা বলেন♥️♥️🇧🇩

  • @samirchakraborty2224
    @samirchakraborty2224 Před 4 lety

    ধন্যবাদ বন্ধু, বেহালা, বাঁশী আর খোলের সংমিশ্রণে মনটা খুব খারাপ হয়ে গেলো। প্রকৃতির, আশীর্বাদ ফিজিকে দুহাত ভরে দিয়েছে। আপনার উপস্থাপনার জন্য অজস্র ধন্যবাদ পুনরায়। ভালো থাকুন এই কামনা করি ঈশ্বরের কাছে।

  • @ahmedtaher6270
    @ahmedtaher6270 Před 5 lety +4

    Thank you Boni Amin for your awesome vedio.

  • @fujicorporation3
    @fujicorporation3 Před 5 lety +5

    In one word “ Excellent “

  • @mdedris1353
    @mdedris1353 Před 4 lety +2

    ফিজি নাম শুনেছি কিন্তু এত সুন্দর জানতাম না।ধন্যবাদ আপনাকে।

  • @NahidaRose
    @NahidaRose Před 4 lety +1

    Chokh jurie gelo.. er Bangladeshi ganer shur ta eto valo laglo... kotokkhon dekhchi mone nai harie giechilam... thank you so much bhia...

  • @asitdas4470
    @asitdas4470 Před 4 lety +3

    Your video is exceptional and very lovely. Also interesting in every aspect. Thanks a lot 🙏🙏🙏🙏👏👏👌👌👍👍

  • @bayzidbostami7972
    @bayzidbostami7972 Před 5 lety +27

    বনি আমিন ভাইয়া! আপনার প্রত্যকটি পর্বেরই ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। যা প্রত্যকটি ভিডিও খুব প্রশান্তি নিয়ে দেখতে সহায়তা করে। শুধু একটা শব্দই যথেষ্ট.... "অসাধারণ"।

  • @prodyotkumarmaitra6079

    আপনার এই ভিডিও গুলো দেখলে মন ভরে যায়।

  • @mohammednazrulislam7210

    ভিডিওটি দেখে খুব ভালো লাগলো।
    অসাধারণ অসাধারণ অসাধারণ।

  • @mostafakamalsl6556
    @mostafakamalsl6556 Před 5 lety +5

    Watched. Thank you very much.

  • @MahmudulHasan-fz3fu
    @MahmudulHasan-fz3fu Před 5 lety +8

    How can i say about you and your video, I just saying that's too much Wonderful wonderful and wonderful.

  • @devkumarghosh8967
    @devkumarghosh8967 Před 4 lety +1

    Bony sir you are very good human and a good anchor,stay healthy and well. Please comment.

  • @sharifmanshi7863
    @sharifmanshi7863 Před 3 lety +1

    Boni amin bhai emon sundor sundor video amader upohar dewar jonne aapnake asonghkho dhonnobad