জ্বালাময়ী বক্তব্যে ঢাবিতে আন্দোলন । ৭ কলেজ অধিভুক্তি বাতিলের গণদাবী | Dhaka University |

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2019
  • জ্বালাময়ী বক্তব্যে ঢাবিতে আন্দোলন । ৭ কলেজ অধিভুক্তি বাতিলের গণদাবী | Dhaka University |

Komentáře • 687

  • @saifulislam-lm4ye
    @saifulislam-lm4ye Před 5 lety +32

    এই ছেলের কথা শুনে ঢাকা বিশব্বিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা উঠে গেছে।ও বড় হয়ে মানুষকে কস্ট ছাড়া ভালো কিছু দিতে পারবে না।

  • @mhussain156
    @mhussain156 Před 5 lety +86

    ভাই অামরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালে মাস্টার্স শেষ করলাম। এত অহংকারী মনোভাব পোষণ করলে, এই শিক্ষার কোন মূল্য নেই। নিজেকে এত বড় কিছু করার সুযোগ নেই।ছোট ভাই, তোমার বক্তব্য শুনে অামি প্রাক্তন শিক্ষার্থী হিসাবে লজ্জা পাচ্ছি।

    • @MehediHasan-tu6kz
      @MehediHasan-tu6kz Před 5 lety +4

      ভাই আমরা ছাত্র হিসেবে লজ্জা পাচ্ছি,, এই অহংকারী ছাত্রের কথা গুলা শুনে

    • @decidedby786
      @decidedby786 Před 5 lety +3

      ভাইয়া বুয়েটেও একটা অধিভুক্তির ব্যবস্থা করেননা, এতে বেশী মানবিক হলে। ওরা আর সহ্য করতে না পেরে আন্দোলনে নেমেছে, জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে এভাবে বলাটা ওদের অধিকার।

    • @moniruzzamanbabu7715
      @moniruzzamanbabu7715 Před 5 lety +2

      এই ছেলে নিচু মনের

    • @subriaafreen4054
      @subriaafreen4054 Před 5 lety +2

      @@decidedby786 r8

    • @travellersyeed6596
      @travellersyeed6596 Před 5 lety +1

      @@decidedby786 তাই বলে অন্যকে অপমান করে

  • @kayesmahmud9099
    @kayesmahmud9099 Před 5 lety +14

    একজন ইউনিভার্সিটির ছাত্র এমন নিম্ন মানসিকতার হতে পারে বলে বিশ্বাস করতে কষ্ট।।
    এই ঢাবিতে সারা বছর আন্দোলন ছাড়া আর কিছু হয় না

    • @sohailsameer859
      @sohailsameer859 Před 2 lety

      Ei ghotona jodio onek ager..tobe ekta kotha bolte chai ta holo ami sure ei bhai arts er kono low subject e pore..ami 100% sure.. DU niye gorbo kora valo kintu ohongkar na..ami dekhsi jara DU er Engineering or top subject e pore or BUET e tara kokhono eigula niye ohongkar kore na..tara onek humble,onek vodro hoy..tara aru bole dhur ei baler University kisui na..poralekha na korle dam nai..kintu futani ney ei fokinni student gula..ami bohut dekhsi edi..jodi bola jay apnar naam ki, answer dey ami DU te pori🤣

  • @sajedulislam7361
    @sajedulislam7361 Před 5 lety +37

    কি ভাষা রে ভাই। এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।।। ছি ছি ছি

  • @omeghaanna4070
    @omeghaanna4070 Před 5 lety +109

    এত ভাববঙ্গি??? খুব ভালো হত যদি কমেডিয়ান হিসাবে অভিনয় জগতে ঢুকে যান।বেয়াদব।ছি ছি

    • @muntasirabid1320
      @muntasirabid1320 Před 4 lety +2

      পুরাই বাংলা সিনেমার মিশা সওদাগর।

    • @nabinkishor427
      @nabinkishor427 Před 4 lety +1

      Beadobir ki hoiche....onar odhikar uni caitei paren....akta kotha amak bolte paren j ta illogical chilo?

    • @saifulalamsajied3657
      @saifulalamsajied3657 Před 4 lety +2

      Akta shotti kotha ar kotha move dakha mona hochcha hizra

    • @nabinkishor427
      @nabinkishor427 Před 4 lety

      @SUNBEEN AHMED 😍...vodrotar chorom level

    • @HabibTravelling
      @HabibTravelling Před 2 lety

      Right

  • @somiyasomivlog9285
    @somiyasomivlog9285 Před 5 lety +25

    আপনি শিক্ষা অর্জন করে শিক্ষিত হতে পারবেন কিছু সার্টিফিকেট ও অর্জন করতে পারবেন কিন্তু প্রকৃত মানুষ হতে পারবেন না এটা আপনার ব্যবহারই বলে দেয়।

  • @rashelahmedrabbany9711
    @rashelahmedrabbany9711 Před 5 lety +31

    ঢাকা কলেজ কারো পরিচয় নিয়ে চলে না। তোমাদের কে ঢাকা কলেজ জায়গা দিয়েছে কিছু নেয়নি,,,,

  • @Killer-lo3th
    @Killer-lo3th Před 5 lety +26

    ১০ তা ঢাকা বিশ্ববিদ্যালয় এক করলেও ঢাকা কলেজ এর সমান হবেনা

  • @rashelahmedrabbany9711
    @rashelahmedrabbany9711 Před 5 lety +24

    ঢাকা কলেজ কে ভয় পাও তাই না।

  • @mdshahjalalakanda7649
    @mdshahjalalakanda7649 Před 5 lety +11

    প্রশ্ন কিনে চান্স নিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।মনে হয় ঢাবিতে কেউ পড়ে নাই। কি মহৎ কাজ করে ফেলছেন উনি।

  • @md.gaffar5571
    @md.gaffar5571 Před 5 lety +30

    কি বিশ্ববিদ্যালয়,বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয় এর ভিতরে তালিকায় নাই।এই ছাত্র দিয়ে কি......

    • @debashismondal5091
      @debashismondal5091 Před 5 lety +2

      Oisob ranking taka diya hoy

    • @nabinkishor427
      @nabinkishor427 Před 4 lety

      @@debashismondal5091 vai bujhbe na uni...boila lav nai....😂😊

    • @saimaakterbristy1442
      @saimaakterbristy1442 Před 4 lety +2

      আচ্ছা আপনার ভার্সিটি কতো number এ আছে???

    • @md.gaffar5571
      @md.gaffar5571 Před 4 lety

      @@saimaakterbristy1442 তোমার কেন জ্বলে আপু, আমি কি ভুল কিছু বলেছি।

    • @saimaakterbristy1442
      @saimaakterbristy1442 Před 4 lety +1

      @@md.gaffar5571 : আপনি ভুল বলেছেন নাকি ঠিক সেই বিচার আপনি করুন।আমি অবশ্যই এটা মানি যে ওনার আরও বিনয়ী হওয়া উচিত ছিল।আমি তো শুধু আপনাকে একটা প্রশ্ন করেছি..

  • @omeghaanna4070
    @omeghaanna4070 Před 5 lety +94

    পড়াশোনা করতে রাজি নয়???কে বলল আপনাকে???? আপনার মত ছেলে বা ছাত্র আসলেই দেশের ক্ষতি ছাড়া কিছু হবেনা।

    • @aminulhaque4260
      @aminulhaque4260 Před 5 lety +2

      Toder moto goru out of list... Jugotta nai...thakle main stream er exam ei tikti... Goru kuthakar

    • @travellersyeed6596
      @travellersyeed6596 Před 5 lety

      @@aminulhaque4260 বিসিএস ঠিকই টক্কর দেয় বিসিএস ভার্সিটি ভর্তি থেকে আরো কঠিন
      হয়ত তাদের ভাগ্য ছিল না

    • @abdullahesha9605
      @abdullahesha9605 Před 5 lety

      ও তাই নাকি? আপনি ওনাকে চিনেন,

    • @nabinkishor427
      @nabinkishor427 Před 4 lety

      @@abdullahesha9605 cine na vai...ak goaler goru

    • @imranhj.officials417
      @imranhj.officials417 Před 7 měsíci

      বলদ

  • @hafsashapla6735
    @hafsashapla6735 Před 5 lety +54

    অল্প পানির মাছ বেশি পানিতে নামলে এমন করে👾👾👾
    তার কথার ধরণ দেখলেই বোঝা যায় তার পারিবারিক শিক্ষার অভাব। দেশের সেরা বিদ্যাপীঠ এ পড়ে তার এই শিক্ষা।

    • @nithuwanature
      @nithuwanature Před 5 lety +2

      apni ki vule gechen apu ....sushikkhito noi shoshikkhito hote hobe , shoshikkhito koijone hoi bolen ? uni du te poralekha thik e koren kintu kothabarta marjito noi tate shikkhito hoye lav ki machwala ar erokom shikkharthir moddhe parthokko ki?

    • @nabinkishor427
      @nabinkishor427 Před 4 lety

      Ei karonei ei sikkha...nijeder odhikar to nijederi aday korte hobe.....

    • @saifulalamsajied3657
      @saifulalamsajied3657 Před 4 lety

      Protekti poribari valo but chala valo na

  • @user-wahid-908
    @user-wahid-908 Před 5 lety +3

    ছোট বেলা যাতরা পালা দেখছিলাম এই ঢাবির পাগল ভাইয়ের অভিনয় দেখে আবার মনে পড়ে গেল!!! ভাই এখন ও সময় আছে গ্রামে গঞ্জে চলে যান!!!

  • @NureAlamMasud
    @NureAlamMasud Před 5 lety +49

    ২০১০ সালে HSC পাশ করলাম।
    কলেজের বন্ধু-বান্ধবীরা DU, BUET, JU ইত্যাদি ভর্তির জন্য কোচিং করা শুরু করলো। আমার কোচিং করার টাকাই ছিল না!
    আমি ভাবলাম, আমার পড়াশুনা এখানেই শেষ। তারপর --
    ২০১১ সাল। একটা সময় কোনোমতে কিছু জোগাড় করা টাকা দিয়ে খুব সস্তা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসই ভর্তি হলাম। প্রায় প্রতি সিমেস্টারেই ফাইনালের আগেরদিন পর্যন্ত 'টিউশন ফি ম্যানেজ হয় নাই, টাকা দিতে না পারলে পড়াশুনা এখানেই শেষ' -- এই টেনশান নিয়ে পড়াশুনা করলাম, এক্সাম দিলাম বিশেষ অনুমতি নিয়ে নিয়ে। চার বছর পর --
    ২০১৫ সাল। পাশ করে কোনোরকম একটা জবে ঢুকলাম প্রোগ্রামার হিসেবে। পাশাপাশি সেই ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্লাসও নিলাম। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'উইকএন্ড প্রোগ্রাম' -- যার উপরেও আপনাদের অনেক রাগ -- সেখানে মাস্টার্সে ভর্তি হলাম। সেখানে মাস্টার্স করতে থাকা অবস্থায়ই ইউরোপে স্কলারশিপ পেয়ে গেলাম, দুটো ইউনিভার্সিটিতে সফটওয়্যার এঞ্জিনিয়ারিঙে জয়েন্ট মাস্টার্স -- ভার্সিটি দুইটার ranking 300 & 600 এর মত।
    তারপর সেই ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করলাম। কোনোমতে আরেকটা চাকরিও জুটে গেল। এখন সোফায় শুয়ে কোলের উপর ল্যাপটপ রেখে কাজ করতে পারি! মাস শেষে অনেকগুলো টাকা পাই, প্রিয়জনদের জন্যে খরচ করতে পারি!
    আমার ইমিডিয়েট বড় বোনটা -- সে ঢাকা ইউনিভার্সিটিতে পরপর দুইবার এক্সাম দিয়ে দুইবারই চান্স পেয়েছিল। কিন্তু কী করা -- ওসব এমন সাবজেক্ট, যার ছাত্ররা বিসিএস পড়ে। তাই সে ওটা ছেড়ে দিয়ে আমার সাথেই অখ্যাত প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। সেও পাশ করার পর জাবিতে উইএন্ড প্রোগ্রামে মাস্টার্সে ভর্তি হলো। সে-ও মাস্টার্সরত অবস্থায় স্কলারশিপ নিয়ে বিদেশে...। সেই ইউনিভার্সিটির ranking-ও 600 এর মত।
    তার ইমিডিয়েট বড় বোন -- সে বুয়েট থেকে আর্কিটেক্ট হয়ে বেরিয়েছে তারও আগেই।
    তার ইমিডিয়েট বড় বোন -- সেতো কোনো সরকারিতেই চান্স পেলো না, প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ করল। কিন্তু সে এখন বাংলাদেশে মোটামুটি একজন high professional!
    তার ইমিডিয়েট বড় ভাই -- তার তো পড়াটাই ঠিকমত শেষ হলো না, কিন্তু তবুও ব্রিটেনে বউ-বাচ্চা নিয়ে ভালোই বেঁচে-বর্তে আছে!
    আর আমার ছোটটা -- সেও প্রাইভেট থেকে অনার্স মাস্টার্স করে ইউরোপে স্কলারশিপ পেয়েছিল!
    ________________
    এসব গল্প কখনোই বলি না কোথাও, এখানে বললাম -- এইজন্যে যে, অহংকার মানুষকে একাকী করে দেয়। আমাদের সবাইকেই মাটির কাছাকাছি থাকতে হবে। মাটি থেকে এসেছি, মাটিতেই ফিরে যেতে হবে। কিভাবে মানুষ দম্ভ ভরে মাটিতে পা ঠুকে এভাবে চিৎকার করতে পারে!
    আমার বুয়েট-ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বোনেরাও বলে, এবং বাসার সবাই-ই বলে, আমি নাকি ভাইবোনদের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড। এবং আমার কাছেও সেটাকে মিথ্যা মনে হয় না: সবার চেয়ে বেশি ট্যালেন্টেড কিনা জানি না, তবে আমার বুদ্ধিমত্তা এবং বুদ্ধিবৃত্তিক যোগ্যতা নিয়ে আমার কোনো হীনমন্যতা নাই। কারণ আমি 'জানি' আমার দক্ষ একটা ব্রেইন আছে। তবে সেই ব্রেইন দিয়ে আমি মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরির পথে প্রচেষ্টা চালাচ্ছি; সেই ব্রেইন দিয়ে অর্জিত দেশ-বিদেশের সার্টিফিকেট, স্কলারশিপ আর এক্সপেরিয়েন্স ও টাকা-পয়সার অহংকার প্রদর্শনের নয়। ওগুলো তো পেয়েছিই, অহংকারটাকে ত্যাগ করে সবার সাথে মিশে ভালোবাসাটুকু নিতে দোষ কি!
    আমি আশা করি এই 'জ্বালাময়ী' বক্তব্য প্রদানকারী ভাই একদিন 'প্রশান্তিদায়ক' বক্তা হয়ে উঠবেন।

    • @ashikurrahmanjibon7349
      @ashikurrahmanjibon7349 Před 5 lety +5

      Manus vai akta apni....apnar kotha gulo akhono koto sthir.... Valo laglo khub

    • @mdsahazahan3103
      @mdsahazahan3103 Před 5 lety +2

      love for my part Brother.

    • @NureAlamMasud
      @NureAlamMasud Před 5 lety +1

      ধন্যবাদ ও ভালোবাসা ♥

    • @mdalam8358
      @mdalam8358 Před 5 lety +8

      ভাই আপনি ছোট বেলা থেকেই মনে হয় অহংকারি ছিলেন না বলেই আজকে অাল্লাহ আপনাকে এই পর্যন্ত পৌছিয়ে দিয়েছে। দোয়া করি ভাই প্রবাস ভাল ভাবে কাটুক। আরো উন্নত হোক আপনার জীবন।

    • @NureAlamMasud
      @NureAlamMasud Před 5 lety +3

      @@mdalam8358 আল্লাহ আপনাকেও ভালো রাখুন।

  • @hafejjalalahmed1937
    @hafejjalalahmed1937 Před 5 lety +22

    এতোদিন কি ঘুমিয়ে ছিলেন!!!! এখন জাগলেন যে!!! ঢাবিতে পড়েন অথচ ম্যানার শিখলেননা🤔🤔how funny..

  • @azizurrahman3265
    @azizurrahman3265 Před 5 lety +13

    ডিগ্রি পাওয়ার পর সিভি নিয়ে চলে এসো,চাকরি দিয়ে দিবো।

  • @majorabdullahalmamun
    @majorabdullahalmamun Před 5 lety +22

    কিরে এই প্রতিবন্ধী কোথা থেকে এল ইউটিউব এ???

    • @nahin7871
      @nahin7871 Před 5 lety

      Bonghu bondur department teika🙄,,,,tomader baper bai hoi ei protivondhi,,,so, respect him😍

    • @tamannataher4910
      @tamannataher4910 Před 5 lety

      Mehzabin Chowdhury (protibondhi) word ta cursing word na.apni unak uneducated bolte paren .

    • @mahbubulalam8832
      @mahbubulalam8832 Před 5 lety

      ঐটার অঙ্গ ভঙ্গি তো গে দের মতো,,,

  • @alifahmed7165
    @alifahmed7165 Před 5 lety +79

    তোর ঢাকা কলেজের বাপেরা কখনোই তোদের ঢাবির পরিচয় দেয় না।

  • @kaziabrarfaiyaz9428
    @kaziabrarfaiyaz9428 Před 5 lety +5

    অপরকে সম্মান করতে শিখুন। তাহলেই সম্মান পাবেন। অহংকার পতনের মূল।

  • @raisulislam3470
    @raisulislam3470 Před 5 lety +11

    এইটা ছাত্র? কথা বলার ধরণ এমন কেনো? বেয়াদব কোথাকার।

  • @rehanarakhi1044
    @rehanarakhi1044 Před 5 lety +12

    Roaring Bangladesh আমায় অবাক করে দিলো এই ভিডিও আপলোড করে। সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে অবশ্যই শখ করে না। শিক্ষার্থী হিসেবে সবার উচিত তাদের পাশে থাকা। আর ঢাবির শিক্ষার্থী অবাক করছে তাদের আচরণে। রাস্তার জ্যামে তাদের পথ চলতে কষ্ট হচ্ছে আর ঢাবির প্রশাসনিক জ্যামে ছেলেমেয়েদের জীবন চলে যাচ্ছে। আর Roaring Bangladesh এভাবে সাপোর্ট করছে!!! সেম!!!

    • @arshashamini
      @arshashamini Před 5 lety

      আপু কিছু মনে করবেন না। এই সাত কলেজে সাম্প্রতিক সময়ে কিছুদিন পর পর একটা কলেজে ফলাফল প্রকাশ হয় আর ছাত্র ছাত্রীরা নীলক্ষেত রাস্তায় নেমে পড়ে। রাস্তা আটকে রাখে।তখন সেটা আপনাদের চোখে পড়ে না অথবা দোষের কিছু হয় না? উনারা ফল বিপর্যয়ের জন্য রাস্তা অবরোধ করে আমাদের শিক্ষকদের দায়ী করেন, যেখানে আমাদের শিক্ষকরা তাদের ক্লাস নেন না। আর আমাদের অনেক বিভাগেই রেজাল্ট আটকে থাকে, সময় মতো রেজাল্ট হয় না। এর সাথে যোগ হচ্ছে 7 কলেজ। এই খাতা দেখার চাপে আপনারাও তো আবার নতুন করে সেশনজটে পড়ছেন আর আমাদেরও ঝামেলা বাড়ছে। তাই ঢাবি আন্দোলন করলে খুব দোষের আর 7 কলেজ কিছুদিন পর পর আন্দোলন করে সেটা বুঝি খুবই যৌক্তিক তাই না? আশ্চর্য চিন্তাভাবনা আপনাদের।

    • @rehanarakhi1044
      @rehanarakhi1044 Před 5 lety +2

      @@arshashamini আমি সাত কলেজের কেউ না। আমার কাছে যেটা যৌক্তিক সেটা বলেছি। শুনেন আপনি হয়ত তাদের সমস্যা বা দাবি সম্পর্কে জানেননা। তারা আপনাদের শিক্ষকদের ক্লাস করার জন্য রাস্তায় যায়নি। তারা প্রশাসনিক একাধিক জটিলতার ভিতর দিয়ে যাচ্ছে। আর নীলক্ষেতের রাস্তা দিয়ে কি শুধু ঢাবির স্টুডেন্টরা চলাফেরা করে? আর কেউ করেনা? তাদের সমস্যা শোনবার কেউ নেই বলেই তারা রাস্তায় যায়। তা না হলে সাধ করে কেউ আন্দোলন করে না। আর আপনারা অযথা তাদেরকে বিরোধিতা করছেন। আন্দোলন করলে আপনাদের সম্মানিত শিক্ষকগণের করার কথা। আপনাদের না।

  • @mohsinworld
    @mohsinworld Před 5 lety +3

    ২০১৬ সালে ভর্তি হয়ে ২০১৯ এ এসে প্রথমবর্ষ পরীক্ষার অর্ধেক দিলাম 🙄এই অধিভুক্ত আমাদের জীবন শেষ করে দিয়েছে। আমি চাই প্রতি তিন মাস পর পর পরীক্ষা আয়োজন করে আমাদের বিদায় করে দেয়া হক। আপনারা থাকুন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। আর হ্যাঁ, আমি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করিনা। আমি বলি আমি বাংলা কলেজে ডিগ্রি তে পড়ি। এবার শান্তি? এবার শান্তিতে থাকেন।

  • @mousumi2930
    @mousumi2930 Před 5 lety +45

    Your every speech has proved your personality,education and ur background. You are not eligible for Dhaka university

    • @popypakhi2392
      @popypakhi2392 Před 5 lety

      Right

    • @usamaadol4203
      @usamaadol4203 Před 5 lety +1

      So, you are eligible for dhaka university! 😆

    • @pachmisali123
      @pachmisali123 Před 4 lety +1

      @@usamaadol4203 একজন অহংকারীকে সাপোর্ট দিয়ে নিজে অহংকারী প্রমানিত হয়েন না। এত অহংকার কিসের? কাফনের কাপড়ের তো পকেট থাকেনা। ঢাবির তাবিজ কোথায় রাখবেন?

    • @usamaadol4203
      @usamaadol4203 Před 4 lety

      @@pachmisali123 সেই তো কবরেই যাইতে হবে, তাহলে এত চুলকানি কিসের!!! আমরা অধিভুক্তি বাতিল নিয়ে দাবী করি নাকি গাজা খেয়ে পড়ে থাকি, নাকি সন্ত্রাসবাদই করি তাতে আপনাদের কেন চুলকায়!!! সবাইকে তো কবরেই যাইতে হবে, নিজেরটা নিয়েই চিন্তা করেন 😊 আর হ্যাঁ, শুনেন । অহংকার থেকে নয়, আক্ষেপ আর ক্ষোভ থেকে এই আন্দোলন । আপনি নিশ্চয়ই চাইবেন না স্বীয় প্রতিষ্ঠানের পরিচয় বিলুপ্ত করে দিতে । সেটা ঢাবিই হোক আর রাবিই হোক আর যে বিশ্ববিদ্যালয়ই হোক । এমনিতেই স্বকীয়তা দিনকে দিন হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী, ইতিহাসের স্বাক্ষী থাকা প্রতিষ্ঠানটি । আপনি কি জানেন কত অধিভুক্ত কলেজের শিক্ষার্থী বাইরে বিভিন্ন অরাজকতা করে পরিচয় দেয় ঢাবির? আপনি কি জানেন এই অধিভুক্তি কলেজের রেজাল্টও ঢাবির সাথে কাউন্ট হয় আর তাতে করে বিশ্বখাতায় ঢাবি পিছিয়ে পড়ছে? আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা টিকিয়ে রাখতে আন্দোলন করতেই পারি, আপনাদের কোন যুক্তি চুলকাচ্ছে এতটুকু শুধু বলেন

    • @pachmisali123
      @pachmisali123 Před 4 lety

      @@usamaadol4203 শুনেন যখন প্রাচ্যের অক্সফোর্ড খেতাব পেয়েছিল তখন ঢাবি অধিভুক্তি কলেজের অভাব ছিলোনা। উচ্চ শিক্ষার বিকল্প বলতেই ভাবা হতো সারা বাংলাদেশের সব সরকারি কলেজগুলোকে। তখন সেই কলেজগুলোর দেহভাল একক ঢাবিই করেছে তখন রেংকিং এ ও থাকতো। অার এখন থাকেনা কেনো?? ৭ কলেজ অধিভুক্তি অার কয়দিন থেকেই বা হলো?? অার পরিচয় পরিচয় করতেছেন যে মানুষ ঢাবির নাম ব্যবহার করে পেট চালায়। হেন তেন৷ এগুলোতো খুড়া যুক্তি৷ একজন দাবী করলো সে বুয়েটিয়ান। তাতেই হয়ে গেলো?? ফেসবুকে বাংলাদেশে যত ফেইক অাইডি অাছে সবগুলিতে ঢাবি সহ বড় বড় বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া। তা কি কেউ ঠেকাতে পারে?? নাকি তারা ঐ বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করেছে বলে সত্যি ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্র??

  • @mdudoyhossain7249
    @mdudoyhossain7249 Před 5 lety +48

    এই ছাগলের কথা শুনে মনে হচ্ছে,ঢাবিয়ানরা মনে হয় এলিয়েন।

  • @nusrattina2996
    @nusrattina2996 Před 2 lety +2

    Bah!!! Khub valo mon manoshikota!!! Dhabian ra exam diye vorti hoy 7 college er student ra mone hoy churi kore vorti hoy bahh!!!!👏👏👏 Manner lessons comes from family an university can't repair one's bad manners and behaviors

  • @worldschemistry8645
    @worldschemistry8645 Před 5 lety +11

    বেয়াদ্দবরে আর কি বলব,,,,,
    ওরে সিফাতুল্লাহ র কাছে পাঠাও।

    • @muntasirabid1320
      @muntasirabid1320 Před 4 lety +1

      মদ খাবে মানুষ হবে 😃😃😃😃😃

  • @al-aminsarkar5874
    @al-aminsarkar5874 Před 5 lety +28

    সাত কলেজের টাকার লোভে পরছে তোমার বাপরা।

  • @maududahammedmithu1075
    @maududahammedmithu1075 Před 5 lety +9

    Hey bro u dont know the number of students of national university....

  • @pritomroy2465
    @pritomroy2465 Před 5 lety +9

    Dont mock on them. Dont loose the class a university student should be. Word should be against the authority. Not against them. We all aer students. So the speaker's word should be more refined. Dont pretend to be a scolar, be a scolar. Supporting the protest but we cant measure the entire dhaka collage students' society based on equivalent measurement scale..
    Pritom du15.

  • @mdnahidhasan5551
    @mdnahidhasan5551 Před 5 lety +30

    আন্দোলন করতেছেন করেন, সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাজে মতো মন্তব্য না করলে ভাল হতো।। আর ঢাকা কলেজের নামে যে বাজে কথা গুলা বললা, ভাই ঢাকা কলেজ যদি আক্রমণে দিলে তোমার ঢাবিয়ান রা পালাবার রাস্তা খুজে পাবা না

    • @mimahmed8168
      @mimahmed8168 Před 5 lety

      Perfect vai

    • @rumimahmud4289
      @rumimahmud4289 Před 5 lety +1

      চোদে
      ঢাবির ২হলের পোলাপান আসলে ঢাকা ত্যাগ করবে ঢাকা কলেজের পোলাপান।

    • @azizulhakimakash4766
      @azizulhakimakash4766 Před 5 lety

      চোদে তোর নানীরে খানকির পোলা।
      ঢাকা কলেজ মুতলে তর ঢাবি ডুইবা মইরা জাইব।
      ইতিহাস জানস খানকির পোলারা মদ খা

    • @rumimahmud4289
      @rumimahmud4289 Před 5 lety +1

      ঢাবি তে পরিক্ষাও দিছিলি
      তোর চোদ্দ গুষ্টি দিছিলো
      বালডা ফালাইতে ঢাকা কলেজে গেলি ক্যা।
      জবি,জাবি,রাবি,চবি থাকতে

    • @mahbubulalam8832
      @mahbubulalam8832 Před 5 lety

      ঢাবি তে পড়লেই যে সব ছিড়ে ফেলে এমন তো নয়,,, ঢাকা কলেজে পড়ে কি কেউ চাকুরী পায় না, বিসিএস হয় না?
      যে দিন কোত্তা চোদন দেওয়া হবে সেদিন তোদের মতো ঢাবিয়ান কিন্তু পালানোর রাস্তা পাবি না,,,

  • @userhafsa158
    @userhafsa158 Před 5 měsíci

    ঢাকা ইউনিভার্সিটি তে এইরকম মেন্টালিটির স্টুডেন্ট পড়ে জানতাম না তো 😔

  • @irfanjoni3137
    @irfanjoni3137 Před 4 lety +2

    আমি সাত কলেজ নিয়ে কথা বলায় এই লোকটাই আমাকে ব্লক করেছে

  • @podcastingnetwork519
    @podcastingnetwork519 Před 5 lety +1

    Right..I'm from another campus.. But I know about the system of DU University. It’s too tough to get chance the DU University.Appriciate...

  • @aanmoolsabofxbyfka5112
    @aanmoolsabofxbyfka5112 Před 5 lety +3

    হিংসা হয়ে... এতো তুলনামূলক মন্তব্য করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যাবস্থা উপর কালো দাগ মেরে দিয়েছো

  • @mollasabbir7398
    @mollasabbir7398 Před 5 lety +1

    ভাই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো মলম বিক্রি করতে পারেন। আমি সাত কলেজের বাহিরে।

  • @jibonjibon3319
    @jibonjibon3319 Před 4 lety +1

    মানুষ হ মানুষের মত,,,,,,সম্মান কর সবার,,,,,ঢাবিতে পড়ে এত অহংকার,,,,,

  • @tanishaafrinliza3624
    @tanishaafrinliza3624 Před 4 lety +2

    এই ছেলে আমরা কি এডমিশন টেষ্ট দেই নাই? আমরা কি প্রতিযোগিতা করি নাই?

  • @jonvivo1263
    @jonvivo1263 Před 4 lety +2

    বাঘের বাচ্চা !!! স্যালুট

  • @hardlabour2239
    @hardlabour2239 Před 5 lety +1

    যদিও আমি ঢাকার বাহিরে পড়ি কিন্ত ছেলেটার কথা বার্তা ঢাবিয়ান মনে হল না। তার উজ্জলদৃষ্টান্ত হল, নুরু ভাই কি সুন্দর কথা দিয়ে প্রশাসনকে দুর্বল করে দেয় কিন্তু এই ছেলেটা ভাইরাল হওয়ার জন্যই মনে হয়...........

  • @AGoogleUser-hf6hb
    @AGoogleUser-hf6hb Před 5 lety +1

    Who is this person who gave him micro phone?

  • @towhidurrahmankhan6413
    @towhidurrahmankhan6413 Před 2 lety +1

    এই ভাইয়ার কথা শুনে শিক্ষাটাকে এখন তুচ্ছ মনে হয়।কারণ শিক্ষা মানুষকে সম্মান দিতে শিখায় অসম্মান নয়। আপনি যেখানেই পড়াশুনা করেন না কেনো বা যতই বড় হননা কেনো আসলে সবকিছুই সমান । অহংকার পতনের মূল। খুব খারাপ লাগলো একজন স্টুডেন্ট হয়ে আরেকজন স্টুডেন্টের বিরোধিতা করা।

  • @rashelahmedrabbany9711
    @rashelahmedrabbany9711 Před 5 lety +7

    তোমারা সাত কলেজ নিয়ে কথা বল না নাই ঢাকা কলেজ নিয়ে লাগ কেন

  • @bdcaptainn
    @bdcaptainn Před 5 lety +4

    অহংকার এর ঠ্যালায় কথা বলার স্টাইলই চেঞ্জ হয়ে গেছে।

  • @sanaulkobir4897
    @sanaulkobir4897 Před 5 lety +7

    আজকাল ঢাবিতে ক্যাম্পাসার ডুকে গেছে😁😁
    আবাল গরুর মতো হাম্বা হাম্বা করতেছে আবালটা

  • @md.monsuralmahmudchowdhury6297

    He is so crazy & movement seems incendiary!! Shameful Leadership at all !!

  • @leokaziemamofficials5966
    @leokaziemamofficials5966 Před 5 lety +7

    ভাইরে আমরা তোদের কিছুই চাই না,শুধু ১ বছর ফিরত দে

    • @jobayerahmmednoman7606
      @jobayerahmmednoman7606 Před 5 lety

      ভাই এই সব গুলাই ICC = Indian cricket Council এর চক্রান্ত।।
      চুর চুর

    • @shakibalhassan2362
      @shakibalhassan2362 Před 5 lety

      @@jobayerahmmednoman7606 হাস্যকর। আমাদের ছাড়া একমুহূর্ত চলে আপানগো??

  • @sajalhossen7013
    @sajalhossen7013 Před 5 lety +1

    Speciality of Dhaka University ♥

  • @Professor_quotex
    @Professor_quotex Před 5 lety +3

    সস্তা বক্তব্য শুনতে ভালো।।

  • @luckysview
    @luckysview Před 2 lety +2

    পেরেছে কি সাত কলেজ বাদ দিতে 🤣🤣🤣🤣🤣🤣

  • @mdfarhadsajid3711
    @mdfarhadsajid3711 Před 5 lety +19

    New mone hoi,sune Khub hasi pelo.dc theke du er jonmo,bapre Vuila jai.ki pola

    • @SportsSports
      @SportsSports Před 5 lety +1

      তোর বাপরে যে তোর দাদায় জন্ম দিয়ে সেটা ভুলে গেছোস?

  • @utpaulkhan9709
    @utpaulkhan9709 Před 5 lety

    আসুন আমরা নিজেরা কামড়া কামড়ি করি এবং নিজেদেরকে আরও পাতালে নিয়ে যাই। আর অন্যান্য দেশ এগিয়ে যাক। আমরা আম জনতারা রোজ নিজেদেরকে কাঁটাকাঁটি করবো আর পত্রিকায় অন্য দেশগুলো এগিয়ে যেতে দেখবো আর বলবো, "এই দেশ দিয়ে কিছুই হবে না।"👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @Bdstudents
    @Bdstudents Před 5 lety +24

    এটা কি একটা ছাত্রের বাচন-ভঙ্গী???
    অার ৭ কলেজের ছাত্ররা অাপনাদের মতো শিট পড়ে না সম্পূর্ন বই পড়ে পরীক্ষা দেয়।

  • @md.saneurrahman8498
    @md.saneurrahman8498 Před 5 lety +7

    এত অহংকারী মনোভাব পোষণ করলে, এই শিক্ষার কোন মূল্য নেই। নিজেকে এত বড় কিছু করার সুযোগ নেই।

  • @mdfazlayrabbie3067
    @mdfazlayrabbie3067 Před 5 lety +1

    আমি এইচএসসি তে GPA পাওয়ার মতো পরীক্ষা দিছি এবং আমি শিউর ছিলাম আমি পাবো। রেজাল্ট এর দিন দেখি ২.১৭ what the fuck man এটা কি করে সম্ভব। আমি ২.১৭ পাওয়ার পরীক্ষা দেই নাই ভাই। আমি এর প্রতিবাদ চাই। আমার শিক্ষা জীবন ওরা ডুবাইয়া দিছে। আমি প্রতিবাদ চাই

  • @mdshaalom2626
    @mdshaalom2626 Před 5 lety

    ভাই আপনা কথা গুলো খুব ভালো লাগলো

  • @bdpola8053
    @bdpola8053 Před 11 měsíci +1

    আমার পরিচিত কেউ ৭ কলেজে পড়ালেখা করে না। তাউ বলি এদের চেয়ে ৭ কলেজের ছেলেরা যথেষ্ট ভদ্র ও ভালো।

  • @samx560
    @samx560 Před 5 lety +1

    7 college je result krse tate 7 college asolei DU er jnne opoman....Delhi Uniiversityr under e 30 tk college ache....sei collegegulor resulto Delhi Universityr studentder mto...ar amader 7 college er chelemeyeder result dakho r DU er result dekho :)

  • @saimaakterbristy1442
    @saimaakterbristy1442 Před 4 lety +1

    ভাইয়া অপমান না করে ও ভাষণ দেয়া যেতে পারতো।ঢাবিয়ানরা মেধাবী কিন্তু বিনয়ী নয় কেন??অন্যকে সম্মান না করলে নিজেও সম্মান পাওয়া যায় না..

  • @muhammadshakil909
    @muhammadshakil909 Před 5 lety +1

    Eita thik Dhaka university 7college k bat dite hobe

  • @kayesmahmud9099
    @kayesmahmud9099 Před 5 lety +1

    এই ছাত্র ঢাবির হলে,, ঢাবির উদার মানসিকতা প্রশ্নের সম্মুখীন

  • @khadijaakter5251
    @khadijaakter5251 Před 5 lety +2

    কোথায় যে দেশ যাচ্ছে

  • @decidedby786
    @decidedby786 Před 5 lety

    এ-ই ধরনের অধিভুক্তি রাখতে হলে বুয়েট, চুয়েট সহ সব বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কলেজ গুলো নিয়ে যেন ঐসব ভার্সিটিও এইধরনের অধিভুক্তি ব্যবসায় নেমে পড়ে। তবে ঢাবিতে অধিভুক্তি থাকবে। বুয়েটে কি এইধরনের কোন অধিভুক্তি টুক্তি আছে?

  • @russellkhan7471
    @russellkhan7471 Před 5 lety +1

    এনার কথাগুলো শুনে খারাপ লাগলো প্রাচ্যের অক্সফোর্ডে তাহলে এই শিক্ষা দেওয়া হয়।

  • @khadijaakter5364
    @khadijaakter5364 Před 5 lety

    National a pora sele Bcs a 3rd hote pare tahole Dhaka University te na porle ki hobe?

  • @royalhoneybd.93
    @royalhoneybd.93 Před 5 lety +6

    Vaggis tui oxford er student na.

  • @romanticvedio913
    @romanticvedio913 Před 5 lety +2

    Sifat ar chamra tule nebo amra 😂😂😂😄

  • @rakibulhasanlinkan
    @rakibulhasanlinkan Před 4 lety +2

    এই ছেলেটা ফ্রাস্টেশনে আত্নহত্যা করছে,
    RIP

  • @tonmoyvai2285
    @tonmoyvai2285 Před rokem +1

    ঢাবি।।ভাই আমি ৭ কলেজের ইস্টুডেন্ট,কিন্তু আমি এই ঢাবির অধিভুক্ত হয়ে খুশি না।কারন এই অধিভুক্ত হবার কারনে আমরা রেসিজম এর শিকার হচ্ছি, যা ৭ কলেজে সবাই জানে।আরে ভাই আমরা নিজেরাই তো চাই না ঢাবি অধিভুক্ত থাকতে,তবে এই ব্যক্তির যে ব্যবহার মনে হয় যেন আমরা ইচ্ছাকরে আছি...🤣🤣।যাই হোক ভাই ৭ কলেজের পোলাপাইন ও আলাদা হলে বাঁচে।আর ঢাবি তে পরীক্ষা যে কেমন হয় তা ভালো করেই জানা,কারন ভর্তি পরীক্ষা আমিও দিছি। যাই হোক ভাই কাউকে এভাবে খোচা মেরে কথা বলা ঠিক না,আমরা সবাই ছাত্র যদি এটা একটু মাথায় রাখতেন।

  • @yourlegendTom220
    @yourlegendTom220 Před 22 hodinami

    Sarabochor Fail kora Backbencher Jokhon Vul kore Chance peye jai 😂😆

  • @wahidj4773
    @wahidj4773 Před 5 lety

    আমি ঢাবি কেন, কোন পাবলিক ইউনিভার্সিটির ই ছাত্র নই।
    আমি নিরপেক্ষ ভাবে এটা বলতে চাই, আজ যারা ঢাবিতে সিলেক্টেড হয়েছে, তারা সাত কলেজ স্টুডেন্টদের থেকে "extra" hard work করেছে। আবার যারা সাত কলেজে সিলেক্টেড হয়েছে, তারা আমার মত যারা কোন বিশ্ববিদ্যালয়েই চান্স পায় নি তাদের থেকে "extra" hard work করেছে বলোই টিকেছে।
    সো ঢাবির শিক্ষার্থীরা যদি ৭ কলেজ স্টুডেন্ট থেকে দিনে "extra" ২ ঘন্টা পরিশ্রম করে, "extra" sacrifice করে, extra practice করে, over all, যদি সবকিছুতেই "extra" এগিয়ে থেকে সিলেক্টেড হয়, তবে তারা extra respect, pride deserve করে।
    আমাদের দেশের মানুষের সমস্যা হল, যারা যতটুকু সম্মান deserve করে সেটা তাদের দেওয়া হয় না। কেউ আমার থেকে ১ বিন্দু পরিশ্রম করলে তাকে সেই পরিমান respect টা দেওয়া উচিৎ। এটা বলছি না, তাদের জীবনের সর্বোক্ষেত্রেই মাথায় তুলে রাখতে হবে। বরং এটা বলছি, তারা একটি sector এ extra- ordinary হয়ে একটি extra ordinary বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। so, পড়া-লেখার এই sector টিতে যথাযথ সম্মান তাদের প্রাপ্য।
    এবং ঢাকা ইউনিভার্টির একটি আলাদা pride, legacy থাকা দরকার। যাহোক, বলতেই হয় ভাইয়ার দম আছে, এবং পয়েন্ট বরাবর হিট করতে পারেন।

  • @shofiqahmed9926
    @shofiqahmed9926 Před 5 lety +1

    job to national university student rai kora.Dhaka University student der dekhe na

  • @bdpola8053
    @bdpola8053 Před 11 měsíci

    এদের কথা শুনে ৭ কলেজের ছাএদের সাথে এক হওয়ার ইচ্ছে হল।

  • @muntasirabid1320
    @muntasirabid1320 Před 4 lety

    পুরাই বাংলার সিনেমার মিশা সওদাগর।

  • @md.rezwanurrahamanniyaz7130

    সারা ভিডিও খালি ভুগ ভুগ করতেই শুনলাম৷ 🙄
    আমার ইয়ারফোনে সমস্যা নাকি আসলেই ভুগ ভুগ করতেছিল ভাইটি?

  • @farhadsam2913
    @farhadsam2913 Před 5 lety +1

    ধন্যবাদ ঢাবিয়ান আমি আগেও এটার বিরোধী ছিলাম।লাভ ইউ ঢাবিয়ান। আমি একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের।

  • @kairunnessakhanam1170
    @kairunnessakhanam1170 Před 5 lety +2

    ভাষন শুনতে পযন্ত বিরক্ত লাগতেছে।। ড্রাক এডিক্টেট মনে হচ্ছে।। হে আমরাও বলি ভর্তি মেধাবী ছাত্তদের প্রায়োরিটি দিতে, সকল ক্কেত্তে।।

  • @khadijaakter5251
    @khadijaakter5251 Před 5 lety +1

    টিচাররা টিচিং ছেড়ে দেওয়া,উচিৎ এইসব ছেলেদের শিক্ষক্ষতাকরতে দিলেই হয়,

  • @samiyasumaiya5789
    @samiyasumaiya5789 Před 5 lety +4

    ভাই!দারুন হেসেছি!
    আসলেই,অধিকার আদায়ের এই অভিনেয় মুখর আন্দোলনই প্রমান করে,যে এই ঢাবিয়ানরাই যুগে যুগে সর্বময়ী মুক্তি আন্দোলনকে চুড়ান্ত রুপ দান করে।
    ঢাবির স্বাধীনতা চাই আমিও।

  • @jasimuddin2906
    @jasimuddin2906 Před 5 lety +17

    পাগলে কি না বলে,, আর ছাগলে কি না খাই!!! ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে ঢাবির স্টুডেন্টরাই শুধু পড়াশোনা করে, আর কেউ করে না,, ভুল বলছেন ভাই,,,
    ফ্রান্সের কথাটা মনে নাই ভাই আপনার??
    কখনো কাউকে ছোট করে দেখবেন না,
    আর আপনার মত একজন স্টুডেন্টের আড়াই লাখ শিক্ষার্থীদের সম্পর্কে বাজে মন্তব্য দেওয়ার কোন প্রয়োজনবোধ নাই।

    • @jannatpritu
      @jannatpritu Před 5 lety

      Nijer dr k xfod r sate tolona korelol xfod r payer kase jsibo ni r mone hoi nije rai aka pore 7 clg r tara pore na.ddu e 7 clg k nese jor koira 7 clg k nu dete j chai nai j ta jani abal r moto abr boro kotha koi ai cheler mentality prblm ase deklai buja jai

  • @shaidimran619
    @shaidimran619 Před 5 lety +1

    তুই কিভাবে চান্স পেলি!!!

  • @bdcaptainn
    @bdcaptainn Před 5 lety +2

    যত বেশি শিক্ষিত তত হবে বিনীত। আর তোমরা কি লেখাপড়া শিখছ- যত উচ্চ শিক্ষিত হচ্ছ তত বেশি বেয়াদব আর অহংকারী হচ্ছ। ছিঃ ছিঃ ছিঃ....

  • @shahinrahman849
    @shahinrahman849 Před 5 lety +1

    ঢাকা কলেজের বাপেরা তোগো পরিচয় দেয়না।

  • @nusrattonny5190
    @nusrattonny5190 Před 5 lety +2

    হয়তো এই ভিডিও দেখে এখন আমার বাবা-মা আফসোস করবেনা কেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি।

  • @ArifulIslam-ti6ur
    @ArifulIslam-ti6ur Před 5 lety +1

    পুরাই অসুস্থ একটা চিন্তা।

  • @raaaa7705
    @raaaa7705 Před 4 lety +1

    Good

  • @oyshiaktermeem5440
    @oyshiaktermeem5440 Před 5 lety +5

    The most expected speech..lots of love..his every single sentence express the reality..😍❤❤

  • @SabbirHossain-rb1ih
    @SabbirHossain-rb1ih Před 5 lety +2

    Tumi j ladies kothar ste dance maro ...so mohila asked you ....are you from mohila eden clg ?

  • @rafidajmain276
    @rafidajmain276 Před 5 lety +1

    জোস

  • @rakibjr4767
    @rakibjr4767 Před 2 lety +1

    ভাই পারলেন না তো🙃

  • @mdarifulislam4289
    @mdarifulislam4289 Před 11 měsíci

    ঢাকা বিশ্ববিদ্যালয় কি একজন শিক্ষার্থী কে এগুলা শিখায়
    যে ঢাকা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষক 😢
    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনেক অধিভক্ত প্রতিষ্ঠান আছে তারাও অক্সফোর্ডের পরিচয় দেয় তাতে সমস্যা হয় না?
    আমি হলফ করে বলতে পারব তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু কিছু ডিপার্টমেন্ট থেকে এখনো ভালো স্টুডেন্ট ঢাকা কলেজে আছে ইনশাল্লাহ ভবিষ্যৎ এ ও থাকতে তোমাদের থেকে টপ লেভেলের চাকরি করে দেখিয়ে দিচ্ছে ঢাকা কলেজের পোলাপান ❤২০২৩
    তোমরা মেধাবী শিক্ষার্থী হয়ে বলে কাউকে তুচ্ছ করিও না ব্যাপারটা খুব কষ্ট লাগে
    আপনার বক্তব্যে শিক্ষার্থীদেরকে উস্কানি দিচ্ছেন 🚫

  • @MehediHasan-xk4od
    @MehediHasan-xk4od Před 5 lety +1

    লাইফে ফার্স্ট টাইম মাইক হাতে পাইলে যা হয়৷!!

  • @rumanarosh3040
    @rumanarosh3040 Před 5 lety +4

    sikkito beyktir moto comment korun

  • @infoj
    @infoj Před 5 lety +2

    Ai university maximum Polapan admission test questions out koira borty hoi talent polapain rare admitted hoi ai university bolte Gale building ase hall ase but student quality poor tobu ai versity Nia sobai nacha nachi kore r brilant ra chance pai na cause AI university negative marking rakhe r negative marking er jonno Polapan question out Kore jate sob correct answer Dia merit position Aisha borty hoi Bangladesh lokte pare. Akon 7 college du certificate pabe dekhe higsha hoi j tara tk Kori Dia question out Kore ato kosto kore certificate nibe r 7 college Normal vabe NU theke chance paia du ontorvukto hoia same certificate pabe tai tara du administration k bias korte Chai and kisuta korse j karone 7 college student der maximum fail koraia dise DU so tik ase but kisu 2 number student ase teacher ase hoito agulare ber koren taile sob tik hoye jabe

    • @risaju1662
      @risaju1662 Před 5 lety +1

      আপনেরা এত ট্যালেন্ট তাহলে এত ফেল মারেন কেন,,তার উপর আবার পাশ করানোর জন্য আন্দোলন করেন!,,ছি! ছি! ছি!

    • @md.shawpanmia5918
      @md.shawpanmia5918 Před 5 lety

      @@risaju1662 তোর বাপেগো জিগা পরিক্ষা না দেয়ার পরও তোর বাপেরা আমাদের এক ভাইরে ২ বিষয় ফেল আর এক বিষয় ৩.৭৫ দিলো কেমনে?
      গাঁজা খোর DU

    • @risaju1662
      @risaju1662 Před 5 lety +1

      @@md.shawpanmia5918 রেজাল্ট তৈরি করে তো তোদের বাপেরা,, ঢাবি তো মাত্র খাতা মুল্যায়ন করে দেয়!!
      সে পরিক্ষা না দিলেও তোদের বাপেরা টাকা খেয়ে পরিক্ষা দিয়েও তো দিতে পারে!!😂🤣😂🤣😂

    • @arshashamini
      @arshashamini Před 5 lety

      @@risaju1662 🤣🤣🤣🤣🤣🤣

  • @mdmusa1305
    @mdmusa1305 Před 5 lety

    একপাইলেই সমাধান , দাম কত?কবিরাজ সাহেব।

  • @nusaifaislam7582
    @nusaifaislam7582 Před 4 lety

    Moja pailam...akhane ki bhai show hoitece naki......

  • @mimiaislammumu9185
    @mimiaislammumu9185 Před 5 lety +1

    akdom right

  • @antikbiswas1494
    @antikbiswas1494 Před 4 lety +1

    পেশাদার জীবন সবাই ই পাই কিন্তু অবমূল্যায়ন কখনই কাম্য নয়,চাকরি সবথেকে বড় অর্জন নয়। পেশা যাই হোক বিশ্ববিদ্যালয় আর কলেজ আলাদা। লাভ ইউ ভাই😍

  • @md.shafiqulislamrajuhawlad276

    আমাদের৷ জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো ছিলো, আমরা ৭ কলেজের ছাত্র ছাত্রী কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চাই নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় থাকলে অনার্স পাঁচ বছর শেষ হয়ে। ৭ কলেজ করাতে ছয় সাত বছর লেগে গেছে এতে

  • @afrinahossain2513
    @afrinahossain2513 Před 5 lety +2

    *Ohonkar potoner mul *
    R vaia please kotha bolar style ta change koren "hijra types" lage 😥
    Publicity pawar jnno emne acting korlei hobe bujhsi 😆
    Amder scholar pawa vaia 😆😆