বৈদিক সন্ধ্যা উপাসনা (মন্ত্র ও অনুবাদসহ) | Vedic Sandhya Upasana Mantra with Bengali meaning

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • ‘সন্ধ্যা’ শব্দটির অর্থ হচ্ছে-‘সন্ধ্যায়ন্তি সন্ধ্যায়তে বা পরব্রহ্ম য়স্যাং সা সন্ধ্যা’ অর্থাৎ যার মাধ্যমে পরমেশ্বরের ধ্যান করা হয়, সেটিই মূলতঃ ‘সন্ধ্যা’। এজন্য রাত এবং দিনের সংযোগকালে দুই সন্ধ্যাবেলায় (সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পর) প্রত্যেক মানবেরই পরমেশ্বরের স্তুতি, প্রার্থনা এবং উপাসনা করা উচিত। বেদে বলা হয়েছে-
    সায়ংসায়ং গৃহপতির্নো অগ্নিঃ প্রাতঃপ্রাতঃ সৌমনসস্য দাতা।
    বসোর্বসোর্বসুদান এধি বয়ং ত্বেন্ধানাস্তন্বং পুষেম।।
    (অথর্ব বেদ: ১৯.৫৫.৩)
    শাস্ত্রে দিনে দুই বেলা উপাসনা ও বিশেষ করে গায়ত্রী মন্ত্র জপের মাহাত্ম্য ধ্বনিত হয়েছে, প্রথমত প্রাতঃকালে সূর্য উদয়ের পূর্বে, আর দ্বিতীয়ত দিনের শেষে সায়াহ্নে, দিন ও রাতের সন্ধিকালে। সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে ওঠে গায়ত্রী মন্ত্র জপ সহ উপাসনা কর্ম করতে হবে এবং দিনের শেষে সূর্যাস্তের পরেও গায়ত্রী মন্ত্র জপ সহ উপাসনা করতে হবে। এই ব্যাপারে মনুস্মৃতির দ্বিতীয় অধ্যায়ে ১০১-১০২ নম্বর শ্লোকে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে-
    পূর্বাং সন্ধ্যাং জপংস্তিষ্ঠেৎ সাবিত্রীমার্কদর্শনাৎ।
    পশ্চিমাং তু সমাসীনঃ সম্যগৃক্ষবিভাবনাৎ।। ১০১।।
    অনুবাদ: প্রাতঃসন্ধ্যাকালে সূর্যোদয় দর্শন পর্যন্ত সাবিত্রী (গায়ত্রী) জপ করতে করতে আসনে স্থিত হবে এবং সূর্যাস্তের পর যে পর্যন্ত নক্ষত্রমণ্ডলের দর্শন না হয়, ততক্ষণ আসনে সমাসীন হয়ে সায়ংসন্ধ্যার উপাসনা করবে।
    পূর্বাং সন্ধ্যাং জপংস্তিষ্ঠন্নৈশমেনো ব্যপোহতি।
    পশ্চিমাং তু সমাসীনো মলং হন্তি দিবাকৃতম্।। ১০২।।
    অনুবাদ: প্রাতঃসন্ধ্যাকালে আসনে বসে গায়ত্রী জপ করলে রাত্রিকালীন মানসিক মলিনতা বা দোষসমূহ দূর হয় এবং আসনে সমাসীন হয়ে সায়ংসন্ধ্যাকালে গায়ত্রী জপ করলে দিনের বেলায় সঞ্চিত মানসিক মলিনতা বা দোষসমূহ থেকে নিষ্কৃতি পাওয়া যায়।
    অভিপ্রায় এই যে, প্রতিদিন দুই সময়ে সন্ধ্যোপাসনা করার মাধ্যমে পূর্ববেলায় সঞ্চিত দোষসমূহের উপর চিন্তন-মনন এবং পশ্চাত্তাপ করার মাধ্যমে ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা হয় তথা গায়ত্রী জপের দ্বারা নিজের সংস্কারকে শুদ্ধ-পবিত্র করা সম্ভব। সন্ধ্যোপাসনা মোট দশটি ধাপে সম্পন্ন হয়। সেই ধাপগুলো হল- (১) আচমন, (২) ইন্দ্রিয় স্পর্শ, (৩) মার্জন, (৪) প্রাণায়াম, (৫) অঘমর্ষণ, (৬) মনসা পরিক্রমা, (৭) উপস্থান, (৮) গায়ত্রী পাঠ, (৯) সমর্পণ এবং (১০) নমস্কার।
    ও৩ম্।

Komentáře • 25

  • @thecyberfact
    @thecyberfact Před 2 měsíci +2

    ❤❤এতো সুন্দর উপসনা, বাংলাদেশের হিন্দুরা কেন যে করছে না। ঈশ্বর সবাইকে তোমার পথে আসার সৌভাগ্য দান করুন

  • @sudiptachatterjee9457
    @sudiptachatterjee9457 Před měsícem

    Om ❤ Jai shree Krishna 🙏♥️

  • @motirpahas
    @motirpahas Před 11 měsíci +3

    এটি শুনে শুনেই আমি সন্ধ্যোপাসনা আয়ত্ত্ব করেছি।
    বাংলাসহ দেওয়ায় নতুন শিক্ষার্থীদের অনেক কাজে আসবে৷ ❤

  • @BiplobDas-px4my
    @BiplobDas-px4my Před 11 měsíci +5

    ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যহ দুই বেলা উপাসনা করতেন,
    কিন্তু আমরা সনাতনীরা কি উপাসনা করি?
    আমাদের ও উচিত প্রত্যহ দুই বেলা উপাসনা করা।
    শাস্ত্রপৃষ্ঠাকে কৃতজ্ঞতা জানাই,
    এত সুন্দর করে উপাসনা বিধি দেয়ার জন্য।

  • @user-by9bo2hw5y
    @user-by9bo2hw5y Před 6 měsíci +1

    সন্ধ্যা ঊপাসনা মন্ত্রটি বাংলায় অর্থসহ এবং শুদ্ধভাবে উচ্চারণ করে দেওয়ায় "বাংলাদেশ অগ্নিবীর"কে অসংখ্য ধন্যবাদ জানাই।❤❤❤❤❤

  • @dipuchkrbrt2009
    @dipuchkrbrt2009 Před 3 měsíci

    ato sundor kore dewa ache ----just vison valo laglo

  • @arnob.halder
    @arnob.halder Před měsícem

    ও৩ম্🙏

  • @otz2244
    @otz2244 Před 7 dny

    ❤❤❤❤

  • @hridoybhowmik2932
    @hridoybhowmik2932 Před 11 měsíci

    ধন্যবাদ, এতো সুন্দর একটি ভিডিও তৈরি করে আপলোড করার জন্য।

  • @bikashchandra7752
    @bikashchandra7752 Před měsícem +1

    এই ১২ মিনিটে আসি ঈশ্বরের কাছে চলে গেছিলাম

  • @Sajib.1
    @Sajib.1 Před 9 měsíci +1

    প্রণাম

  • @deparanipaul8505
    @deparanipaul8505 Před 7 měsíci

    অনেক ধন্যবাদ

  • @jayantabhattacharyya1837

    গায়ত্রী আবাহন, ত্রিসন্ধ্যার তিনটি ধ্যান, জপ সমাপণ এগুলি বললেন কই?

  • @ratonkumarratonkumar4031
    @ratonkumarratonkumar4031 Před 5 měsíci

    নমস্কার দাদা সুন্দর হইছে। তবে ভিডিও ডাউনলোড হয় না একটু দিলে ভালো হয়।

  • @bksarker3884
    @bksarker3884 Před 9 měsíci

    🙏🙏🙏🙏

  • @user-bo2ch7hg1s
    @user-bo2ch7hg1s Před 11 měsíci

    🏵️🏵️🏵️

  • @brintochakraborty4010
    @brintochakraborty4010 Před 5 měsíci

    এই সন্ধ্যাপদ্ধতিটি সামবেদ, যজুর্বেদ নাকি ঋগ্বেদের?

  • @manikaroy9343
    @manikaroy9343 Před 5 měsíci

    Baidikmate sradher samay danska.ndhe upabitothake

  • @ravinderkumar-dr9cl
    @ravinderkumar-dr9cl Před 4 měsíci

    Sorry sir some time my child on its audio subtital which are VERY nonsenses so I dislike or comment also that's someone BHIMTA CRUPT OUR VIDEO FILES i request you please check and rectify same

  • @nityaUpasonabd
    @nityaUpasonabd Před 11 měsíci

    ও৩ম্
    💮অগ্নিনাগ্নিঃ সমিধ্যতে💮
    ✅ঋগ্বেদ:- ১/১২/৬
    🔻উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ।

  • @jibonchandroray
    @jibonchandroray Před 11 měsíci

    অ‌্যা‌নি‌মিশন আকা‌রে দি‌লে ভা‌লো হয়

    • @ShastraPrishta
      @ShastraPrishta  Před 11 měsíci

      ভবিষ্যতে চেষ্টা করব। এটা কেবল উচ্চারণ শেখার জন্য।

  • @bikashchandra7752
    @bikashchandra7752 Před měsícem

    🇧🇩🇮🇳🕉️

  • @thecyberfact
    @thecyberfact Před 2 měsíci

    ❤❤❤❤