Ore Nil Doriya│Sareng Bou│Farooque│Kabori Sarwar│Bangla Old Movie Song

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2016
  • Ore Nil Doriya is one of the Best and Famous song in Bangladesh from Sareng Bou Movie.
    Sareng Bou is a 1978 Bangladeshi film directed by Abdullah Al Mamun. The story is based on the novel of the same name by Shahidullah Kaiser. The film received critical acclaim, particularly for the performance given by Kabori Sarwar, who won Bangladesh National Film Award for Best Actress.
    Facebook→
    / bdmovielovers1
    🟢Subscribe - / omuktravellers 🟢
    OmuK Travellers - / omuktravellers

Komentáře • 3,1K

  • @sumilama5433
    @sumilama5433 Před 3 lety +1541

    I don't understand language but i love this song from Nepal🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵

  • @nashirranju2293
    @nashirranju2293 Před 3 lety +1917

    ১৯৭৮ সালের গান ! শ্রদ্ধেয় মুকুল চৌধুরীর কথা, শ্রদ্ধেয় আলম খানের সুর ও শ্রদ্ধেয় আব্দুল জব্বারের কণ্ঠ। ৪৩ বছর পরও, নতুন প্রজন্ম গানটি শুনছে ! কি অনবদ্য সৃষ্টি!

    • @poriakter672
      @poriakter672 Před 2 lety +10

      আলম খান‌ লিজেন্ড

    • @coolhello7891
      @coolhello7891 Před 2 lety +10

      অনবদ্য

    • @anunahar6235
      @anunahar6235 Před 2 lety +17

      আরও ৪৩ বছরের বেশি সময় এই গান মানুষ শুনবে এমন একটা গান এটা

    • @rockyar1076
      @rockyar1076 Před 2 lety +7

      চির নতুন লাগে এটা

    • @taharulislam4160
      @taharulislam4160 Před 2 lety +7

      এগুলো কেই গান বলে

  • @thebadboy1636
    @thebadboy1636 Před rokem +339

    যারা ইদানীং আপলোড করা রিমেক সুর বাদ দিয়ে এই গানটা শুনতে এসেছেন তারাই আসল রুচিশীল মানুষ

  • @sumilanhalder5578
    @sumilanhalder5578 Před 4 měsíci +217

    2024 সালে গান টি কে শুনছো সারা দাও

  • @khandakerrony469
    @khandakerrony469 Před 6 měsíci +63

    ৪৫ বছর পরও নতুন প্রজন্ম গানটি শুনছে!!
    কি অনবদ্য সৃষ্টি আহা❤️
    এই গান প্রজন্ম থেকে প্রজন্মান্তর থেকে যাবে

  • @sabyasachinag2325
    @sabyasachinag2325 Před 2 lety +472

    তখন (১৯৭৮?)দশম শ্রেনীর ছাত্র ছিলাম। গান টা প্রথম শুনে পাগল হয়েছিলাম। আজ পঁয়তাল্লিশ বছর পর ও দেখছি সেই অনুভূতি শেষ হয়নি,তেমন ই আছে। সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

    • @akmkarim1
      @akmkarim1 Před 2 lety +8

      Sabyasachi Nagঃ
      আমি তখন ইন্টার পাশ করেছি বন্ধু।
      তখন আমি এই গানটি শুনেছিলাম।
      সে-ই আমার জীবনে কি উন্মাতাল সময় (!)
      আর এ রকম গান,
      সেই সারেং বউ,
      দিন যায় কথা থাকে, সিনেমা (!!)
      সেই রকম সিনেমা জানি না এখন আর তৈয়ার হয় না (!!!)
      কেন হয় না?

    • @mukulkarmakarwb153
      @mukulkarmakarwb153 Před rokem +2

      @@akmkarim1 :: আমি ক্লাশ ৭

    • @mukulkarmakarwb153
      @mukulkarmakarwb153 Před rokem +8

      আপনার চেয়ে ৩ বছরের ছোট হবো আমি.কাছাকাছি বয়সের মানুষজন দেখলে ভালো লাগে.

    • @mdashikhossain8371
      @mdashikhossain8371 Před rokem +3

      uncle পুরোনো দিনের স্মৃতি কাঁদায় না

    • @abdulkadirpanna6401
      @abdulkadirpanna6401 Před rokem

      Amar birth hoy ne that time.

  • @drRownakJahan
    @drRownakJahan Před 3 lety +717

    গান টার প্রচুর কভার আছে। অরিজিনাল টা শুনে বড় হয়েছি। কোনো কভার আর কানে ধরেনা।
    Old is gold. অরিজিনাল সেরা।

    • @md.maniruzzamanpalashpalas5442
      @md.maniruzzamanpalashpalas5442 Před 2 lety +3

      তবে আমার কাছে পান্থ কানাই এর গাওয়া গানটি বেশ ভালো লাগে।

    • @hailfromunderground493
      @hailfromunderground493 Před 2 lety +1

      Ji ekdom

    • @kaosarahmed6560
      @kaosarahmed6560 Před 2 lety +19

      কেও কখনো অরিজিনাল টার থেকে ভালো গাইতে পারবেন না।

    • @taslamazaman3060
      @taslamazaman3060 Před 2 lety +8

      শতভাগ একমত। যতই কভার হোক না কেন, অরিজিনালের কাছে ফিরে আসতেই হয়ে।

    • @jayaghosh1983
      @jayaghosh1983 Před rokem +7

      সম্পূর্ন সহমত। এ শুধু সংগীত নয়, গভীর আবেগ।

  • @zakirhossain8494
    @zakirhossain8494 Před rokem +18

    আমি মহম্মদ জাকির হোসেন মালদা পশ্চিমবঙ্গ ভারত থেকে গানটা শুনছি
    আমাদের এলাকা টা বাংলাদেশ বর্ডার থেকে ৬-৭ কিলোমিটার। আমরা ছোট বেলায় রেডিও তে বাংলাদেশের বাংলা গান ই শুনতাম। আব্দুল জাব্বার, খুর্শেদ আলম, এন্ড্রু কিশোর, বাশির আহমেদ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা সহ প্রায় সব কিংবাদন্তি গায়ক গায়িকাদের গান শুনতাম। বর্তমানে রেডিও নেই। কিন্তু CZcams এর মাধ্যমে এখন ভিডিও গান শুন তে এবং দর্শন করতে পারছি।
    আব্দুল জাব্বার সাহেব ২০১৭ সালে ইন্তেকাল করেছেন কিন্তু ওনার গান যুগ যুগ ধরে বেঁচে থাকবে।

  • @sohanikona1809
    @sohanikona1809 Před 10 měsíci +105

    শ্রদ্ধেয় ফারুক, শ্রদ্ধেয় কবরী, উনারা আজ পৃথিবীতে নেই, উনারা সারা জীবন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, শ্রদ্ধেয় আব্দুল জব্বার এর কন্ঠে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি গান!❤

    • @shajidhasan4391
      @shajidhasan4391 Před 7 měsíci +1

      2023 sale ase sune gelam bar bar akta coment kore gelam jeno amar sontanrau ganta sunte ase deke .

  • @litterateur2896
    @litterateur2896 Před 3 lety +549

    একদিন আমি চলে যাবো। কিন্তু চির যৌবনা এই গানটি রয়ে যাবে।যারা গানটি শুনতে শুনতে কমেন্ট পড়তে আসবে তাঁরা একটি লাইক দিয়ে চলে যাবে। শুধু কালের সাক্ষী হয়ে থাকবে এই সুর.......

    • @arakash2318
      @arakash2318 Před 3 lety +5

      আমিও আছি তোমার সাতে ভাই✌️💙🤔

    • @islammohammadmazharul4382
      @islammohammadmazharul4382 Před 2 lety +7

      আমরা সবাই চলে যাব,নব প্রজন্ম জেনে রেখ আমিও ছিলাম,আমরাও ছিলাম।

    • @rockyar1076
      @rockyar1076 Před 2 lety +1

      চির উন্নত এই গানটি

    • @mdyasin7787
      @mdyasin7787 Před 2 lety +2

      আমি তমার কথায় এক মত

    • @halimkha1116
      @halimkha1116 Před rokem +4

      এত সুন্দর কমেন্ট করার জন্য ,, ধন্যবাদ

  • @penmuni3833
    @penmuni3833 Před 3 lety +575

    I am a navy officer, currently floating somewhere in the Gulf of Mexico. Listening to this song and tears trickling down my chin. Longing deeply for a loving desh and her Nil Doriya.

    • @bdmovielovers5642
      @bdmovielovers5642  Před 3 lety +15

      Hats off 💖

    • @ecchaavideos317
      @ecchaavideos317 Před 3 lety +1

    • @tanvirchowdhury2739
      @tanvirchowdhury2739 Před 3 lety +5

      আপনার অনুভূতিকে বোঝার চেষ্টা করছি। আপনি এই গানটা ধারণ করতে পেরেছেন।

    • @Nesa.007
      @Nesa.007 Před 3 lety +2

      Well expressed 💔

    • @dipubiswas8520
      @dipubiswas8520 Před 3 lety +1

      Support from bd

  • @dharmanarayan2136
    @dharmanarayan2136 Před rokem +76

    নায়ক ফারুকের অকাল মৃত্যুতে তার অভিনীত গানটি আজ আবার শুনলাম। ৭০ থেকে ৮০ দশকের দিনগুলি কেমন ছিল আমি জানিনা।তবে মনে হয় সেই দিন গুলি যদি আবার ফিরে আসতো তবে হারিয়ে যেতাম আমি ওরে নীল দরিয়া আমায় দেরে দে ফিরাইয়া।কতইনা হৃদয়ের ভালোবাসা দিয়ে গানটি লেখা

    • @ShakilKhan-bc9om
      @ShakilKhan-bc9om Před rokem +2

      100 bochor bachleo okal mitru?

    • @gfakruddinahmad8316
      @gfakruddinahmad8316 Před rokem

      Mobile phone ar Internet biheen onek shojoh ar shorol chilo amader jeebon. Nirdidhaye kol theke pani khetam, bikale mathey khelte jetam, golir cricket kheltam.

    • @semon5056
      @semon5056 Před rokem

      অকাল মৃত্যু বলতে কিছু নাই সকল জিবকে মরতে হবে

  • @dipakdas7346
    @dipakdas7346 Před rokem +46

    আমি ভারত থেকে শুনছি গানটি❤❤এই ফিল্মের নায়ক পৃথিবীতে আর নেই😢😢আমি কমেন্ট করে গেলাম আগামী প্রজন্মের জন্য,আমি একদিন থাকবোনা কিনতু আমার লেখা থাকবে❤❤28.06.2023 বুধবার❤❤

    • @abu__haiber
      @abu__haiber Před 5 měsíci +2

      ❤ বাংলাদেশ থেকে বলছি 😅

    • @Moffezul
      @Moffezul Před 2 měsíci +1


      তয় একখান কথা আছে
      কথা হ‌ইলো গিয়া টিকটিকি 🦎 কেউ মারবেন না

  • @mdsalimhussain3631
    @mdsalimhussain3631 Před 3 lety +246

    বাংলা ছবির সর্বকালের সেরা গান এইটি।যতোবার দেখি ততোবার মনটা কেঁপে ওঠে। আহা! আবারো যদি বাংলা ছবির সেই মহা যুগ আসত!

    • @mdmostofakamalrajj4667
      @mdmostofakamalrajj4667 Před 2 lety

      same to u

    • @MoLLaMoFFez
      @MoLLaMoFFez Před rokem +1

      এতো আমার হৃদয়ের কথা
      ওরে আমার বুকে আয় ভাই

    • @ef3510
      @ef3510 Před 8 měsíci

      😭😔🧡💚

  • @MorsalinKhanPranto
    @MorsalinKhanPranto Před 2 lety +175

    এখনকার কভার গানগুলোতে ইন্সট্রামেন্ট উন্নত হলেও ইমোশন শতকরা ০ ভাগ! আর এই অরিজিনাল গানে ইন্সট্রামেন্ট উন্নত না হলেও, ইমোশন ১০০%!❤

    • @Moffezul
      @Moffezul Před 2 měsíci

      এ এ তুই একটা ফাগল

  • @RimadasDas-bv9fq
    @RimadasDas-bv9fq Před dnem

    আমি প্রতি নিয়ত এই সুরের কাজে পুরোনো দিনের সৃতি পাই। আমার জন্ম সে সময় হয়নি। তবু যানিনা সেই পুরোনো গান আমার কাছে এত ভাল লাগে। ধন্যবাদ জানাই সেই দিনের মহান শিল্পীদের।

  • @azizulislam3295
    @azizulislam3295 Před měsícem +2

    বাংলাদেশ চলচ্চিত্রের একটি কালজয়ী গান ।গানটি সূচনালগ্নের মিউজিক অপূর্ব ।এরফলে সংগীতের শুরুতে আপনাকে সজাগ করে আপনাকে শুনার আকৃষ্ট করছে । আর করবে না বা কেন ? আব্দুল জব্বার সাহেবের এই দরাজ গলা আর কখনও পাওয়া যাবে না । কারন আবদুল জব্বারা পৃথিবীতে একবারই আসেন ।

  • @armanhossain2491
    @armanhossain2491 Před 3 lety +154

    এই গান গুলা শুনলে কলিজা জুড়ায় যায়। নেই কোনো অশ্লীলতা নেই কোন খারাপ কথা , প্রতিটি লাইন ই সুন্দর সাবলীল হৃদয় জুড়ানো। অতি দুঃখের বিষয় এখন আর এই রকম কোনো গান তৈরী হয় না।

  • @ranajitdeb7657
    @ranajitdeb7657 Před rokem +3

    ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া"
    এমন আকুল করা সুর আর কন্ঠে
    পরাণ যে যায় ভরিয়া।
    এ শুধু গান নয় হৃদয়ের উচ্ছ্বাস
    তাইতো আমার প্রিয় আব্দুল জব্বার,
    ভাবরসে ডুবে গিয়ে শুনে যাই বারবার।

  • @razwanhossain7481
    @razwanhossain7481 Před rokem +25

    বাংলাদেশের ইতিহাসে এমন কালজয়ী গান আর কোনো দিন হবে....আগের গান গুলা জীবনের বাস্তবতা নিয়ে লিখা ছিল..... ❤❤❤❤❤❤❤❤

  • @rahmanmoti
    @rahmanmoti Před 3 lety +204

    কালজয়ী গান।
    স্ত্রী স্বপ্নে দেখছে তার স্বামী ঘরে ফিরছে। গানটাতে ট্রেন, নৌকার বৈঠার আওয়াজ আনতে এনালগ প্রযুক্তি দিয়েই সুরকার আলম খানকে অনেক কষ্ট করতে হয়েছে। গল্পটা তিনি শুনিয়েছিলেন একটা প্রোগ্রামে। ফারুকের অভিনয় হৃদয় ছোঁয়া। আব্দুল জব্বারের কণ্ঠে অপরিসীম দরদ।

    • @sawonsarker5781
      @sawonsarker5781 Před rokem +2

      সেই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন শ্রদ্ধেয় আসাদুজ্জামান নুর।আলম খান সেই অনুষ্ঠানে তার জীবনের অনেক অজানা গল্প বলেন।

    • @rahmanmoti
      @rahmanmoti Před rokem

      ​@@sawonsarker5781 না। এটা 'স্বর্ণালী সুর' নামে একটা গানের অনুষ্ঠানে শুনিয়েছিলেন তিনি।

    • @extolwithsreyash3052
      @extolwithsreyash3052 Před 11 měsíci

      😊amar age 25 but I love dis song so much

  • @mdkhorshedalam496
    @mdkhorshedalam496 Před 3 lety +582

    2021সালে জারা গানটি শুনতেছেন,,তারাই লাইক দেন😍😍

    • @PRIYA-cp4nz
      @PRIYA-cp4nz Před 3 lety +2

      Gk porchilam...hotat gan tar nam dekhlam....abdul jobbar er gan....tai search diye dekhtechi....🥰🥰🥰🥰

    • @emonbormon249
      @emonbormon249 Před 3 lety +2

      Kolijata tanda hoyegelo amar Mon karap hole shuni

    • @farhanahossain609
      @farhanahossain609 Před 3 lety +3

      শুধু ২০২১ না,যত দিন বেচে থাকব এই গানটার মায়া ছাড়তে পারব না।

    • @shoyebrahman7211
      @shoyebrahman7211 Před 3 lety +2

      July 2021💕

    • @tanvir_official_1m
      @tanvir_official_1m Před 2 lety +1

      ami

  • @Riyad_65
    @Riyad_65 Před 4 měsíci +4

    আনুমানিক ৪৪ বছর আগের গান, তবুও বর্তমানে ২০২৪ এ এই আধুনিক যুগে এসেও রুচিসম্মত লিরিক্স শুধুমাত্র রুচিবান মানুষের কাছে।
    আহহহ 💝

  • @sadiafarhana8392
    @sadiafarhana8392 Před rokem +35

    ছোট বেলায় যখন এই গানটা শুনছিলাম তখন অনেক ভালো লাগছিল
    আর আজ এখন ২০২৩ সালে শুনেও অনেক ভালো লাগতাছে ❤❤

  • @mdnezamulhaque9524
    @mdnezamulhaque9524 Před 3 lety +487

    প্রায় ১৪০০ জন মেয়াদোত্তীর্ণ গান্জাখোর গানটিতে ডিসলাইক দিয়েছে। এরা নিশ্চয় হিরু আলম আর মাহাফুজুর রহমানের ভক্ত 🙀🙀🙀🙀।

    • @worldcricketchampionship3335
      @worldcricketchampionship3335 Před 3 lety +2

      Se Abar ke Mahafujur Rahaman Ami Ajke Protom Sunlam - very good Song love old 1968

    • @abirnily4031
      @abirnily4031 Před 3 lety +14

      এইসব কুত্তার বাচ্চাদের কাজই হল যে কোনো কিছুতে ডিসলাইক দেয়া।

    • @dipubiswas8520
      @dipubiswas8520 Před 3 lety

      Rubish

    • @user-em9vd8jv2l
      @user-em9vd8jv2l Před 3 lety +2

      আমার ওদের মন্তব্য জানার খুব ইচ্ছে হয়।

    • @user-em9vd8jv2l
      @user-em9vd8jv2l Před 3 lety +11

      @@abirnily4031 দুম করে বাপ-মা তুলে গালাগাল করা উচিত নয়।

  • @pavelkhan8020
    @pavelkhan8020 Před 2 lety +26

    কতোজে বাংলা গান শুনি। কিন্তু আমাদের বাংলাদেশের পুরনো দিনের গানগুলো শুনে যে তৃপ্তি সেই তৃপ্তি নতুন গানে পাই না। লিজেন্ডরা বেচে থাকবে যুগে যুগে এই সব গানের মধ্য দিয়ে।

  • @shakhtlounda7313
    @shakhtlounda7313 Před rokem +35

    Masterpiece Song 💖 Love from INDIA 🇮🇳🇮🇳🇮🇳

  • @pareshmalakar4654
    @pareshmalakar4654 Před rokem +15

    I am class 1 officer in Delhi. Listening this song and remembering my boyhood and all others Memories with tears...P. Malakar, Delhi

    • @sadman1005
      @sadman1005 Před měsícem

      Are you bengali, living in delhi?

  • @ishanraiyan114
    @ishanraiyan114 Před 4 lety +96

    এই গান আমকে আমার কৈশোর জীবনে নিয়ে যায়। তাই ১৯৭৮ সাল থেকে এখনো আমার প্রিয় একটি গান শুনি।

  • @rafiqnkhan6317
    @rafiqnkhan6317 Před 2 lety +36

    আহারে !!! কত প্রানের গান , চোখে পানি চলে আসে। কত সুন্দর ছিল ঐ সময়! রেডিও তে সৈনিক ভাইদের জন্য অনুস্তান "দুর্বার" এ সবচেয়ে জনপ্রিয় গান ছিল এই গান গুলো !! সেই সময় আর নাই; নাই গায়ক আব্দুল জব্বার,নাই কবরী, অসুস্থ ফারুক ।নাই এক মাত্র টিভি চ্যানেল বিটিভি। না ফেরার দেশের চলে যাওয়াদের জন্য দোয়া করবেন।

    • @mdsaifulkhan1338
      @mdsaifulkhan1338 Před rokem +2

      দুই দিন আগে নায়ক ফারুক সাহেব ও চলে গেলেন না ফেরার দেশে।

  • @sagor860
    @sagor860 Před rokem +10

    কঠিন জীবনের অধিকারী ছিলেন এই শিল্পী, আগুনে পুড়লে যেমন সোনার শুদ্ধতা বৃদ্ধি পায় তেমনি দুঃখ আর যন্ত্রণা মানুষকে ধীরে ধীরে রত্ন করে ফেলে,,

  • @xplorr0369
    @xplorr0369 Před rokem +11

    ওই প্রজন্ম থেকে এই প্রজন্ম সবকিছুই পালটে গেছে।কিন্তু গান গুলা আজো সেই মনের মাঝে দোলা দিয়েই যাচ্ছে

  • @makjilany
    @makjilany Před 2 lety +24

    ১৯৭৮ সালের গান ! শ্রদ্ধেয় মুকুল চৌধুরীর কথা, শ্রদ্ধেয় আলম খানের সুর ও শ্রদ্ধেয় আব্দুল জব্বারের কণ্ঠ। ৪৩ বছর পরও, নতুন প্রজন্ম গানটি শুনছে ! কি অনবদ্য সৃষ্টি.... 🙌🙌💖💖💛💛💚💚🆗🆗✅✅👍👍💗💗

  • @HopeOfVoiceless
    @HopeOfVoiceless Před 3 lety +82

    এতো সাধের মন বধূয়া চলে গেলেন ।
    তাঁর এই সরল ন্যাচারাল অভিনয় বাঙালির শিল্প সংস্কৃতিতে চিরকাল তাঁকে বাঁচিয়ে রাখবে

  • @mihrimacandle2023
    @mihrimacandle2023 Před rokem +2

    কালজয়ী বাঙালি গান...!!!💖
    একজন ক্যানাডিয়ান প্রবাসী আপুর চ্যানেলের ভিডিওতে দেখলাম উনি আর উনার হাজবেন্ড ক্যানাডার লেকে নৌকায় চড়ে বৈঠা হাতে নিয়ে এই কালজয়ী গানটা গাইছেন!!! উনার হাজবেন্ডের গলায় গানটা শুনে ভীষণ রকমের ভালো লাগলো! ইউটিউবে সার্চ দিয়েই পেয়ে গেলাম।
    আহ!! কত সুন্দর আমার দেশের শিল্পীর গান! কত সুন্দর সুর! কত সুন্দর কন্ঠ! কত সুন্দর গানের লিরিক্স! চোখে পানি এসে যায়! 🥺
    আর আমরা আমাদের নিজের দেশের গান না শোনে ইন্ডিয়ার গান নিয়ে পড়ে থাকি!😑

  • @JAHANGIRALOM-cu5mk
    @JAHANGIRALOM-cu5mk Před 2 měsíci

    খুবই চমৎকার এবং হ্নদয় ছুয়ে যাওয়ার মতো একটি গান,এই ধরনের গান আর কখনোই হবেনা❤❤❤

  • @riyanroy6755
    @riyanroy6755 Před 3 lety +45

    গানটা শুনে ছোট্ট বেলার কথা মনে পরে গেল, রেডিওতে শুনতাম গান গুলি, তখন কার শৈশব টাই ছিল খুব মজার, আজকাল সেই দিন গুলো যেন কোথায় হারিয়ে গেছে।

  • @arunadhikary1380
    @arunadhikary1380 Před 5 lety +361

    ভারত থেকে এই গানের প্রতি অনেক ভালবাসা

    • @bivasdas4880
      @bivasdas4880 Před 3 lety +1

      TNX

    • @jannatnadia6539
      @jannatnadia6539 Před 3 lety

      আমার চ্যানেল ঘুরে আসার অনুরোধ রইলো ❤

    • @mrbivasroy
      @mrbivasroy Před 3 lety +1

      কণ্ঠটি কার একটু জানাবেন?

    • @dolon9597
      @dolon9597 Před 3 lety +4

      @@mrbivasroy Abdul jabbarer kontho, amader desher onek name kora akjon manush, Allah JANNAT bashi koruk.

    • @mrbivasroy
      @mrbivasroy Před 3 lety

      @@dolon9597 অনেক ধন্যবাদ 🙏

  • @ABDUSSALAM-cw2oi
    @ABDUSSALAM-cw2oi Před 8 měsíci

    এসব গান রেডিওতে শুনে শুনে আমরা বড় হয়েছি। আজ আবার শুনলাম। বুক ধড়ফড়াইয়া উঠল। আমি পচিমবঙ্গের মানুষ। গাঁয়ের মানুষ। ৫৫+...

  • @jyotiprakashbarman6463
    @jyotiprakashbarman6463 Před 2 měsíci +1

    আমি কোলকাতা!পশ্চিমবঙ্গ থেকে বলছি!এ গান ওল্ড ইজ গোল্ড সোনার থেকে দাম বেশি খুব ভালো লাগলো!

  • @Autoland3333
    @Autoland3333 Před 3 lety +58

    অন্তর ছুয়ে যাওয়া এই গানগুলি অমর হয়ে থাকবে,,,,, জীবনের শেষ লগনেও যেন এই গানগুলো শুনে যেতে পারি ,,,,,, মিডিয়াকে অনেক ধন্যবাদ এই গানগুলো আবার ফিরিয়ে আনার জন্য

  • @sajibhosen819
    @sajibhosen819 Před rokem +2

    ফারুকের মৃত্যুর সংবাদ শোনার পরে গানটি শুনতে আসলাম,,সত্যিই অসাধারণ,, এই গান শুনলে গ্রামের কথা মনে পড়ে যায়।

  • @mdhridoykhanrk5937
    @mdhridoykhanrk5937 Před rokem +1

    মন জুড়িয়ে যায় প্রশংসা না করে পারলাম না। সত্যি এটা হৃদয় কে জাগিয়ে তোলে। অসাধারণ এক অনুভূতি স্বরণ করিয়ে দেয়।

    • @mdhridoykhanrk5937
      @mdhridoykhanrk5937 Před rokem +1

      2023 সালে মারা যারা গানটি শুনছেন তারা লাইক করুন।

  • @hasanhasan-pf2bs
    @hasanhasan-pf2bs Před 2 lety +9

    এই গানের মানে যারা বুঝেনা তারাই শুধুমাত্র Dislike দিয়েছে। গান শুধু শুনলেই হয় না, কখনও কখনও অনুধাবন করতেও হয়। খোঁজ নিয়ে দেখেন এই ধরনের গানের সঙ্গে মানুষের জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে। আগামী শত বছরেও এই গান পুরাতন হবে।

  • @fahzamineva5909
    @fahzamineva5909 Před 2 lety +41

    আহা আমার দেশ❣
    বাংলা গান❣
    প্রাণ শীতল করা সুর❣
    আলম খান❣
    মুকুল চৌধুরী❣
    আব্দুল জব্বার ❣
    সারেং বৌ❣
    শহীদুল্লাহ কায়সার❣
    কবরী❣
    ফারুক ❣

  • @nomanhossain1034
    @nomanhossain1034 Před rokem +3

    এ গানের গীতিকার মুকুল চৌধুরী, সুর ও সংগীতকার আলম খান, গায়ক আব্দুল জব্বার, গানের সঙ্গে অভিনয় করা নায়ক ও নায়িকা কেউ আজ আর নেই।
    এ গানের সিনেমার পরিচালক আব্দুল্লাহ আল মামুন, গল্পকার শহীদুল্লাহ কায়সারও নেই।
    অদ্ভুত একটা সৃষ্টি রেখে তারা চলে গেছেন। আর আমরা গেয়েই চলেছি ঘরে ফেরার গান.....
    @লিমন আহমেদ

  • @khanrahim5457
    @khanrahim5457 Před rokem +2

    রিয়েলি মনে রাখার মত ছবির গান + অভিনয়। সারাজীবন মানুষ স্মরণ করবে।এমন পরিচালক + অভিনয় আর বাংলার মানুষ দেখবেনা। দোয়া করি মহান আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুন, আমিন

  • @sritamasaha6457
    @sritamasaha6457 Před 2 lety +23

    আজ প্রথম আসল গানটা শুনলাম !! অন্য কোনো Singer এনার emotion র ১% ও গানে আনতে পারেনি!! যন্ত্রনা যেন নিংড়ে আনছেন সুর কথা গায়কীর মাধ্যমে

  • @hasnainahamed9316
    @hasnainahamed9316 Před 2 lety +11

    "এগুলো হচ্ছে মানুষের হৃদয়কে স্পর্শ করা কালজয়ী গান। যখন যে শুনতে আসবে তখনই তার মনকে নাড়া দিবে💞👈

  • @HabiburBur-jt2ss
    @HabiburBur-jt2ss Před měsícem +1

    আহ দাদার আমলের গান।কতো সুশীল আর পরিমার্জিত গানগুলো

  • @ratulhasan4980
    @ratulhasan4980 Před rokem +3

    গানটির সুর এবং কথা এত মধুর জীবনে প্রথম যেদিন শুনেছিলাম সেদিন মনে গেথে গেছে।
    বর্তমানের শিল্পীরা এত মধুর ভাবে কোন গান করতে পারবে বলে আমার মনে হয় না❤️❤️
    আব্দুর জব্বার স্যারের প্রতি রইল ভালবাসা❤️

  • @anirbankhan7879
    @anirbankhan7879 Před 3 lety +10

    বাংলাদেশের মানুষ শুধু একজন কন্ঠশিল্পীকে হারায়নি একজন কন্ঠযোদ্ধাকে হারিয়ে ফেললো!

  • @mrchecu
    @mrchecu Před 4 lety +6

    গানটির কথাটাই মনকে স্পর্শ করে। এই গানের কথার মানে, কখনোই পুরান হবে না। গানের কথার মানে আরো বেশী করে বাস্তবতা লাভ করছে এই আধুনিক যুগে।
    মুকুল চৌধুরী কে আমার শ্রদ্ধা 🙏🙏🙏🙏

  • @sombiswas6310
    @sombiswas6310 Před rokem +3

    আহারে!!! জীবন!!!
    সোনালী অতীত,
    আর স্মৃতিকাতরতা😥😥,,
    একদিন সময়টা তাদের ছিলো,
    যৌবন তাদের ছিল,
    তখনকার সময়ের টগবগে প্রানগুলোর দীপ্ত অভিনয়,

    আজ সময় আর তাদের, চলেছেন দুজনে পরপারে😥(কবরী, :ফারুক)..
    আহারে জীবন!!!
    ভাবতেও অবাক লাগে

  • @SushantasekharRoy-fj8vc
    @SushantasekharRoy-fj8vc Před 11 měsíci +3

    শ্বাশত প্রেমের চিরন্তন আবেদন, কৈশর যৌবন অতিক্রম করে মরার মত হয়ে গেলাম, কিন্তু গানটা পুরণো হলো না।
    আলম খান ও আঃ জব্বার , মুকুল চৌধুরী, ফারুক আজ আর কেউ নেই ,রয়ে গেছে অমর সৃষ্টি।

  • @saronsarker3395
    @saronsarker3395 Před 4 lety +413

    2020 সালেও যারা গানটি শুনতিছো শুধু তারা লাইক দাও❤❤❤

  • @arafchowdhury1288
    @arafchowdhury1288 Před 2 lety +50

    I am 17, but I can say I have a special place for old bangladeshi music in my heart. When I was little, I always listen to this music in BTV whenever it's playing. Old is gold❤️

    • @Tanvirrussel1374
      @Tanvirrussel1374 Před rokem +1

      Then u r lucky & gifted

    • @sultanac.6936
      @sultanac.6936 Před rokem

      কেউ কি আছেন যদি ভালো লাগে কমেন্ট করবেন কেমন

    • @ferdousyrahman4921
      @ferdousyrahman4921 Před rokem

      Cxd 4:04

    • @muntakajannat7932
      @muntakajannat7932 Před rokem

      Same. My mother always suggests me to listen old bengali songs and I listened this several times .I am 16 yrs old but I always listen old bengali songs ,gives me magical vibes .

  • @kohinoorakter8556
    @kohinoorakter8556 Před 2 měsíci

    অসাধারণ সুর সৃষ্টি।যতবার শুনি ততবার ভালো লাগে। মিউজিক অসাধারণ।

  • @CreativeMind-xh1ny
    @CreativeMind-xh1ny Před 10 měsíci +2

    ছোট বেলা থেকেই গানটি শুনে অভ্যাস্থ বাবা খুব শুনতো গানটি।গানটির মধ্যে আবেগ, ভালোবাসা, সৃতি জরিয়ে রয়েছে। গানটি শুনলে এখনো চোখে জল চলে আসে 😢😢পৃথিবীতে বাবা-মা ছাড়া কেউ আপন না।

    • @masudkhan9910
      @masudkhan9910 Před 9 měsíci

      আমার মনের কথা বলছেন ভাই 👏

  • @mistihashi7624
    @mistihashi7624 Před 3 lety +52

    আমাদের -- বাঙালির বাংলার পরিচয় বহনকারী গান।

  • @shariargalib3463
    @shariargalib3463 Před 6 lety +369

    বাংলা গানের স্বর্ণ অক্ষরে লিখা থাকবে এই গানগুলো

  • @md.hasan-uj-jamanhasan4591

    ১৯৭৮ সালের গান এখনো তার জনপ্রিয়তা হারায়নি।কি অনবদ্য সৃষ্টি।

  • @user-uy6yh9sh6l
    @user-uy6yh9sh6l Před měsícem +1

    Unparalleled brilliant singer nice performance famous in Bangladesh ❤❤❤😢

  • @meghlamoni8054
    @meghlamoni8054 Před 4 lety +329

    2020 shale keo ki shunsen shunle like koren 👍

  • @rehanasultanapanna6195
    @rehanasultanapanna6195 Před 3 lety +13

    দুজনকেই করোনার মৃত্যু থাবা কেড়ে নিলো😭মিষ্টি মেয়ে,সারেংবউ, মন বধুয়া হারিয়ে গেছে।বাংলার আকাশ,বাতাস,সাগর,পাহাড় সব কাঁদছে তোমার জন্য। শুনতে কি পাও....😥😥

    • @mdmofijulislam8485
      @mdmofijulislam8485 Před 2 lety +1

      বারবার গানটা শুনলেও খারাপ লাগে না

  • @rokonuzzaman9792
    @rokonuzzaman9792 Před rokem +1

    সেই ছোট বেলায় শুনতাম। কখনও পুরনো হয়নি, হবেওনা। আমি নিজেও গাই, গাইতে ভালো লাগে।
    শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আব্দুজ জব্বার, ফারুক ও কবরীর প্রতি❤🙏। তাদের আত্মার শান্তি কামনা করছি 🙏।

  • @hamidurrahman3115
    @hamidurrahman3115 Před rokem +1

    গান তো নয় এ যেন আত্মার হাহাকার!
    শুনলেই অনূভুতি গুলো নাড়া দিয়ে উঠে 😐🥺
    প্রজন্মের পর প্রজন্ম আসবে কিন্তু এ গান কখনো পুরনো হবে না। আমার পরে প্রজন্ম এসে ও গান টা শুনবে, এ গানে মগ্ন হবে, এ গানে নিজেকে হারিয়ে ফেলবে। 😍😍

  • @subaldas4045
    @subaldas4045 Před 3 lety +37

    চির অমর হয়ে থাকুক গান টি। যত শুনি ততোই ভালো লাগে।

  • @syamalmajumdar5037
    @syamalmajumdar5037 Před 2 lety +38

    My pranaam to Lyricist, Music director & singer of this 40 yrs old 🎵song.. Song gives the smell of Bangladeshi heritage & it's culture.. In one word, simply wonderful. .Best wishes to all of you..Thank you..This is from DADA ( Mumbai))

  • @nimaichandraroy9956
    @nimaichandraroy9956 Před 2 měsíci

    I am Indian, when I was 6,then ,listening it song from Radio of my father
    Now 41
    Old is gold

  • @rasadulislam5188
    @rasadulislam5188 Před 9 měsíci

    খন (১৯93?)দশম শ্রেনীর ছাত্র ছিলাম। গান টা প্রথম শুনে পাগল হয়েছিলাম। আজ পঁয়তাল্লিশ বছর পর ও দেখছি সেই অনুভূতি শেষ হয়নি,তেমন ই

  • @kushaldeb8057
    @kushaldeb8057 Před 2 lety +30

    I am speechless.Couldn't control tears.Proud to be a bengali.

    • @miaad84
      @miaad84 Před rokem

      Bangali not Bengali. The latter is not anglicized like Calcutta instead of Kolkata and Dacca instead of Dhaka. Please help spread correct verbiage.

    • @myshanabila2487
      @myshanabila2487 Před rokem

      Nice song

  • @istiaksabuj5324
    @istiaksabuj5324 Před 3 lety +91

    চলে গেলেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে কবরী,উনার মৃত্যুর পর কে কে আসছেন😥??

  • @PradipDas-zm3ep
    @PradipDas-zm3ep Před 3 měsíci +1

    ১৯৭৮সন থেকেই আমি এই গানটি শুনে আসছি।আমার পছন্দের গানের মধ্যে এটা একটা। কি যে ভালো লাগে এই গানটি বলে বুঝাতে পারবো না। আজকের দিনে ও এক ই রকম ভাবে ভাল লাগে। হৃদয় বিদারক একটি গান।

  • @glossytown9329
    @glossytown9329 Před rokem +1

    এই একটা গান কতদিন যে আমাদের কে আবেগ আপ্লুত করে যাবে, কে জানে...!!!
    পরবর্তী প্রজন্মও আমাদের মত এই গানে বুঁদ হয়ে থাকবে আশা করি...❤️

  • @mazarulkabir4656
    @mazarulkabir4656 Před 3 lety +59

    শুধু মনকে নয়, মনের ভেতর যে মন আছে তাকেও স্পর্শ করে।

  • @khairulbasar7771
    @khairulbasar7771 Před 3 lety +8

    ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র কিন্তু সময়ের কাছে পরাজিত এবং বাস্তবতার কাছে অবহেলিত!.....

  • @monzurhossan3975
    @monzurhossan3975 Před rokem +2

    ফারুক সাহেব আজ আর নেই কিন্ত গানটা ঠিকই রয়ে যাবে যুগ থেকে যুগে আল্লাহ আপনাকে বেহেস্ত নসিব করুক

  • @sharmin-fq9fc
    @sharmin-fq9fc Před 6 měsíci +2

    আহা সেই পুরোনে দিনের গান যা শুনলে এখন ও বুকে রক্ত খরন হয় চমৎকার❤️🥰

  • @VivoY-ne6zl
    @VivoY-ne6zl Před 3 lety +6

    এই গানটা প্রবাসী ভাইদের মনের সাথে মিশে আছে 💞
    আমিও এক জন প্রবাসী ✈️
    2021, 4 , 22

  • @al-islamsn8291
    @al-islamsn8291 Před 6 lety +125

    ও রে নীল দরিয়া
    আমায় দে রে দে ছাড়িয়া...
    ও রে নীল দরিয়া
    আমায় দে রে দে ছাড়িয়া...
    বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
    কান্দে রইয়া রইয়া...
    বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
    কান্দে রইয়া রইয়া...
    কাছের মানুষ দূরে থুইয়া
    মরি আমি ধড়পড়াইয়া রে...
    কাছের মানুষ দূরে থুইয়া
    মরি আমি ধড়পড়াইয়া রে...
    দারুণ জ্বালা দিবানিশি
    দারুণ জ্বালা দিবানিশি
    অন্তরে অন্তরে...
    আমার এত সাধের মন বধুয়া হায়রে
    কি জানি কি করে...
    আমার এত সাধের মন বধুয়া হায়রে
    কি জানি কি করে...
    ওরে সাম্পানের নাইয়া
    আমায় দে রে দে ভিড়াইয়া...
    ওরে সাম্পানের নাইয়া
    আমায় দে রে দে ভিড়াইয়া...
    বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
    কান্দে রইয়া রইয়া...
    বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
    কান্দে রইয়া রইয়া...
    “বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে- Arnob & Nazia Ahmed
    হইয়া আমি দেশান্তরী
    দেশ বিদেশে ভিড়াই তরী রে...
    হইয়া আমি দেশান্তরী
    দেশ বিদেশে ভিড়াই তরী রে...
    নঙর ফেলি হাটে ঘাটে
    নঙর ফেলি হাটে ঘাটে
    বন্দরে বন্দরে...
    আমার মনের নঙর পইড়া হইছে হায়রে
    সারেং বাড়ির ঘরে...
    আমার মনের নঙর পইড়া হইছে হায়রে
    সারেং বাড়ির ঘরে...
    এই না পথ ধরিয়া
    আমি কত যে গেছি চলিয়া...
    এই না পথ ধরিয়া
    আমি কত যে গেছি চলিয়া...
    একলা ঘরে মন বধুয়া আমার
    রইছে পথ চাইয়া...
    একলা ঘরে মন বধুয়া আমার
    রইছে পথ চাইয়া...
    ওরে নীল দরিয়া
    আমায় দে রে দে ছাড়িয়া...
    ওরে নীল দরিয়া
    আমায় দে রে দে ছাড়িয়া...
    বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
    কান্দে রইয়া রইয়া...
    বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
    কান্দে রইয়া রইয়া...
    বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
    কান্দে রইয়া রইয়া...

  • @SubhojitPaul-vv6sz
    @SubhojitPaul-vv6sz Před 8 měsíci +1

    1978 song! The words of respected Mukul chowdhury, the tune of respected alam khan and the voice of respected Abdul Jabbar Even after 43 years, the new generation is listening to the song! What a wonderful creation!

  • @sanzidasarkar5084
    @sanzidasarkar5084 Před rokem +1

    নতুন প্রজম্ম আমরা , গানটা সৃ‌ষ্টির সময় হয়ত ছিলাম না , কিন্তু এই গানটা আব্বুর অ‌নেক পছ‌ন্দের অ‌নেক বার গাই‌তেও শুন‌ছি । চাচ্চুরাও বল‌ছিলও এটা তুমার আব্বুর পছ‌ন্দের গান । প্রথম গানটা শু‌নে আ‌মিও এই গানটার প্রেমে প‌ড়ে গে‌ছি । ৫০ বছর পরও , এই গানটা এই রকম জন‌প্রিয় থাক‌বে ।🇧🇩(sunamganj)

  • @anjelvai7582
    @anjelvai7582 Před rokem +9

    ১৫/৫/২০২৩ আজকের এই দিনে বিদায় নিলেন ফারুক স্যার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে তাকে জান্নাতবাসী করুক আমি। 😢😢

  • @areebprottoy17
    @areebprottoy17 Před rokem +7

    গানটা শুনলে বাংলা গানের প্রতি শ্রদ্ধা জেগে উঠে

  • @bulbulahmad1001
    @bulbulahmad1001 Před 2 měsíci

    অমর সংগীত যার তুলনা নাই ❤❤❤

  • @janatibikashchakma-yg9jj
    @janatibikashchakma-yg9jj Před 5 měsíci +1

    আমি এক দিন মরে যাব,কিন্তু, এই গান আজীবন প্রিয় থেকে প্রিয় সবার কাছে থেকে যাবে✌️✌️✌️

  • @googlesarchp.biplobshorkar7102

    ১৯৭৮ সালের গান ! শ্রদ্ধেয় মুকুল চৌধুরীর কথা, শ্রদ্ধেয় আলম খানের সুর ও শ্রদ্ধেয় আব্দুল জব্বারের কণ্ঠ। ৪৩ বছর পরও, নতুন প্রজন্ম গানটি শুনছে ! কি অনবদ্য সৃষ্টি!CY

  • @nazuakter8331
    @nazuakter8331 Před rokem +11

    ২০২৩ সালে কে করে শুনছেন তারা লাইক দেন

  • @LiMon714
    @LiMon714 Před rokem +1

    এত পুরাতন গান আর video দেখে আগের যুগে হারিয়ে গেলাম। যদিও আমার জন্ম তখন হয়নি।👍👍

  • @TanvirMahmudHansadhani

    শ্রদ্ধেয় আব্দুল জব্বার সাহেবের কন্ছ পুরো একটা দরিয়াকে ধরেছিল গানটিতে। দরিয়ার ঢেউ, দরিয়ার হাহাকার, উদারতা, গভীরতা সব একেকটা শব্দে ওনার কন্ঠ থেকে নিজেদের ব্যক্ত করছিল। এমন সৃষ্টি খুব কম হয়েছে পুরো উপমহাদেশেই। শ্রদ্ধেয় আলম খান কেবল এই সুরটি করলেও চিরস্মরণীয় থাকতেন।

  • @alehsanalok3119
    @alehsanalok3119 Před 6 lety +197

    এমন দরদি গলা।কানে নয় ,পুরাই কলিজায় লাগে।

  • @anismoral4678
    @anismoral4678 Před rokem +4

    যতদিন মানুষ বাংলা ভাষায় কথা বলবে, ততদিন এই গান বেঁচে থাকবে।

  • @AkramAli-bp4dh
    @AkramAli-bp4dh Před 7 měsíci

    কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করব বুঝতে পারছি না। just awesome.

  • @daoudhossaindaoudhossain-sn9sy
    @daoudhossaindaoudhossain-sn9sy Před 9 měsíci +1

    গানটা এত ভালো লাগে যে বারবার শুনি ভাই একটা কমেন্ট না করে পারলাম না বাংলা গানের অনবদ্ধ সৃষ্টি

  • @bis200
    @bis200 Před rokem +3

    লিজেন্ড আকবার পাঠান আজ সদ্য প্রয়াত,,,,,❤️🇧🇩
    কিন্তু তার রেখে যাওয়া গান মানুষের হৃদয়ে হাজার হাজার বছর ধরে বেঁচে রইবে!
    কমেন্ট রেখে গেলাম! লাইক পেলে আবারও আসবো শুনতে👉

  • @mjhjabed52
    @mjhjabed52 Před 11 měsíci +6

    A timeless masterpiece in Bangla music. Unparalleled melody and sound effects. Only one single such piece is enough for a musician to be immortal in a nation’s music history!

  • @pareshmalakar4654
    @pareshmalakar4654 Před měsícem

    It is evergreen song. Generation by generation will hear this song with eagerly...ISpecially it is asset of Bangladesh. I think....

  • @differencesshahid2145
    @differencesshahid2145 Před 6 měsíci +1

    সেইদিন ৯০ দশকের সৃতি গুলো খুবই মনে পরে শক্রবার আসলেই বিটিভি পর্দার বসে থাকতাম ছবি দেখার জন্য সেই দিন আর ফিরে পাবো না খুব মিস করি সেই সোনালী দিন গুলো

  • @moktaruzzaman9934
    @moktaruzzaman9934 Před 3 lety +16

    Mesmerising. What a composition! One of the best song Bangladeshi music industry ever produced. Rest in peace respected singer Mohammed Abdul Jabber.