naba bharatar yuba shakti | নব ভারতর যুবশক্তি | বন্দনা ||

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • নবভারতর যুবশক্তি সমবেত ধ্বনিরে
    গাই যোয়া গান ভারতর ভারতর
    পূণ্যভূমি ভারতর ভারতর
    ধর্মভূমি ভারতর ভারতর
    মাধব পুরুষেও ক'লে -
    ধন্য ধন্য কলি কাল, ধন্য নর তনু ভাল
    ধন্য ধন্য ভারত বরিষে-২ ।।
    বিশ্বর মঞ্চত বিবেকানন্দই,
    ভারতর মহিমা গালে
    হিন্দুত্বই ভারতর পরিচয়,
    বজ্ৰ কণ্ঠেরে ক'লে
    কোয়া সমস্বরে -
    মই হিন্দু, ম‍ই হিন্দু, মই হিন্দু ।।
    হে নবভারতর যুবশক্তি
    ধন্য ধন্য ভারত বরিষে,
    ধন্য ধন্য ভারত বরিষে ৷৷১ ৷৷
    কৃন্বতু বিশ্বমার্যম্,
    বিশ্ব মংগলর বাণী
    গুঞ্জরিত হৈছিল বিশ্বত,
    ব্রহ্মনাদ ওঁম্‌ ধ্বনি
    কোয়া সমস্বরে -
    জয় হিন্দু ভূ, জয় হিন্দু ভূ, জয় হিন্দু ভূ।।
    হে নবভারতর যুবশক্তি
    ধন্য ধন্য ভারত বরিষে,
    ধন্য ধন্য ভারত বরিষে ৷৷২৷৷
    সংঘে শক্তি কলৌ যুগে,
    সংগঠনর ই মূল কথা
    রাষ্ট্ৰভক্তি হওক ধর্ম আমার,
    ত্যাগময় ভাবনার জীবন গাঁথা
    কোয়া সমস্বরে -
    জয় মাতৃ ভূ, জয় মাতৃ ভূ, জয় মাতৃ ভূ ।।
    হে নবভারতর যুবশক্তি
    ধন্য ধন্য ভারত বরিষে,
    ধন্য ধন্য ভারত বরিষে ৷৷৩৷৷
    ,,,,,,,,,,,,,,*******,,,,,,,,,,

Komentáře •