ক্রিয়েটিভ আইটির শিক্ষার্থী, পরিশ্রম গুণে আজ সফল

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ক্রিয়েটিভ আইটির শিক্ষার্থী, পরিশ্রম গুণে আজ সফল-
    উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে প্রয়োজন মানসিক দৃঢ়তা ও পরিশ্রম। পাড়ি দিতে হয় বন্ধুর পথ। ক্রিয়েটিভ আইটির বহু শিক্ষার্থী নিজেদের প্রতিষ্ঠিত করেছেন সফল উদ্যোক্তা হিসেবে। কোর্স করেই তারা ক্ষান্ত হয়ে যাননি বরং নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে করে গেছেন পরিশ্রম। অধ্যাবসায় ও পরিশ্রম গুণে নিজেদের ভাগ্যােন্নয়নের পাশাপাশি কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আরও অনেকের। উদ্যোক্তা হতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন Success Meetup Season-1 এসে বলেছেন সেই গল্প।
    ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দেশের জনগোষ্ঠীকে আইটিতে দক্ষ করে তোলার উদ্দেশ্যে দীর্ঘ ১৫ বছর যাবত কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের দক্ষ করে তোলার উদ্দেশ্যে ক্রিয়েটিভ আইটিতে আসেন। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে বেশিভাগ শিক্ষার্থীই সফল ক্যারিয়ার গড়ে তোলেন। যার ফলশ্রুতিতে আমাদের সফল শিক্ষার্থীর সংখ্যা ৯১%। বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যেতে বিশেষ অবদান রাখছেন আমাদের এই সফল শিক্ষার্থীরা। ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
    ক্রিয়েটিভ আইটির কোর্স এবং সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে,
    কল করুন - 01777308777, 01624666000, 01624888444
    ইনবক্স করুন:- m.me/creativeitinstitute
    অথবা সরাসরি চলে আসুন -
    ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট (মেইন ক্যাম্পাস)
    মমতাজ প্লাজা (৫ম তলা),
    ল্যাব এইড হাসপাতালের বিপরীত পাশে
    বাড়ি- ৭, রোড- ৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫
    #CREATIVEITINSTITUTE #CIT15Years #CareerInIT #entrepreneur #successstudent

Komentáře • 4