ছোট এই দ্বীপে বাস করেন মাত্র কয়েকজন || রহস্যজনক ব্যবহার || The Mysterious Island

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • হুগলি জেলার বাঁশবেড়িয়া এবং মাঝখানে গঙ্গাবক্ষে গড়ে উঠেছে একটি ছোট্ট চর। চারটি পরিচিত ডানলপচর বা বাঁশবেড়িয়া চর নামে।
    এই চড়ে বসতি খুবই কম। খুব ছোট্ট জায়গার মধ্যে তিনটি পরিবার বসবাস করেন। বাদবাকি জায়গাগুলি ঘন জঙ্গল। এনাদের প্রধান জীবিকা নদীতে মৎস্য শিকার। এছাড়াও চরের কিছু অংশে কৃষিকাজও করে থাকেন এখানকার মানুষ।
    সবমিলিয়ে হাতে গোনা কয়েকজন মানুষ বসবাস করেন এখানে। এদের যাতায়াতের মাধ্যম একমাত্র নৌকা। প্রত্যেকের বাড়িতেই একটি করে নৌকা রয়েছে। কোন বিপদ হলে বিপুল জলরাশি পার করে আসতে হয় এ পাশের বাঁশবেড়িয়া তে।
    এছাড়াও এখানকার মানুষের ব্যবহার বেশ রহস্যজনক। শহর হওয়ার কারণে এবং সাদাসিধে মনোবৃত্তি একটু কম দেখা গেল। গ্রামের চরের মানুষের মত এনাদের একটু কম সারল্য। সব মিলিয়ে এনাদের কঠিন জীবন যাপন এবং আরো বিস্তারিত অনেক বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুক আশা করি ভালো লাগবে।
    #gangariver
    #riverisland
    #gangachar
    #bansberia
    #dunlop
    #dunlopchar
    #bansberiachar
    #travel
    #travelwithrajesh

Komentáře • 96

  • @user-il4yh2kj1b
    @user-il4yh2kj1b Před dnem +2

    হ্যাঁ তুমি ঠিকই বলেছো এলাকার ছেলেহলে কেউ কি মুখে চাপাদিত।প্রশাশনের নজর দেওয়া উচিৎ।

  • @chandrachurdatta6271
    @chandrachurdatta6271 Před 2 dny +2

    তোমার উপস্থাপনা ভাই খুব সুন্দর, ওনাদের জীবনযাত্রা সম্মন্ধে ও জানতে পারলাম। এগিয়ে যাও।

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 23 hodinami

      আপনাকে অনেক ধন্যবাদ জানাই। 🙏🪷

  • @SrishtiGhosh-f3k
    @SrishtiGhosh-f3k Před 21 hodinou +1

    Ader monday keu ashami hota pare ga dhaka debar darun jaiga .....din ar alote ak rup raat a onno........sabdhan

  • @bristyroy5654
    @bristyroy5654 Před 3 dny +5

    Era kara? kotha theke ese ekhane royeche?jini surname bollo Chowdhury , non Bengali accent e kotha bolchilo..sandheho janok...be careful.

  • @karabikundu-yr2mg
    @karabikundu-yr2mg Před 3 dny +31

    তিক্ত মনে করার কিছুই নেই,ওনাদের আর্থিক অবস্থা খুব ই খারাপ,মানুষের আর্থিক অবস্থা খারাপ হলে আপনার সাথে কি গল্পও করবে আসার সময় কি আপনি পরিবার গুলি কে কিছু সাহায্য করে এলেন ,কিছু মাস নিজের পরিবার নিয়ে আর্থিক অনটনে ওই চড়ে বসবাস করুন তাহলে আপনার ব্যবহার টাও ওনাদের মত কঠিন হয়ে যাবে,অর্থ কষ্ট কি কষ্ট সেটা আপনি কি করে বুঝবেন যদি ওদের মতো জীবন কাটাতেন বুঝতে পারতেন জীবনের বেঁচে থাকার তিক্ততা

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 3 dny +1

      আপনার কথা সবই বুঝতে পারলাম। কিন্তু যেই টাকায় চুক্তি হয়েছিল সেটা দেওয়ার পরেও যখন মাঝনদীতে এসে মাছ ধরা দেখানোর জন্য আরও তার প্রায় ২-৩ গুণ টাকা চাইলো তখনই বুঝতে পারলাম বিষয়টা।

    • @bindasroy6748
      @bindasroy6748 Před 3 dny +3

      Kichhu bojho ni vai. Avav r khudhar jala kake bale jar hay sei bojhe.

    • @a.chakraborty6024
      @a.chakraborty6024 Před 2 dny

      ​@@bindasroy6748❤❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏

    • @a.chakraborty6024
      @a.chakraborty6024 Před 2 dny

      ❤❤❤❤🙏🙏🙏

    • @tarunpradhan9365
      @tarunpradhan9365 Před dnem

      একদম ঠিক কথা বলেছেন। উনি তো ভিডিও করে টাকা কামানোর ধান্দায় গেছেন। ওনাদের আর্থিক কষ্টটা উনি বুঝবেন কি করে? লোকের নামে যা হোক কিছু বলে ভিউয়ার্স বাড়িয়ে পয়সা কামানোর ধান্দা। এদের সঙ্গে যে লোক কথা বলে কেন সেটাই বুঝতে পারিনা।

  • @shajalshill3377
    @shajalshill3377 Před dnem +1

    দাদা ভাই আমি বাংলাদেশ থেকে দেখছি,, দেখে খুব ভালো লেগেছে, এটা ভারতের কোন যাইগা, ঠিকানাটা দিন।

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 23 hodinami

      এটি ভারতের বলাগরের কাছের একটি জায়গা। বর্তমানে যা সম্পূর্ণ সিইএসসি তাপবিদ্যুৎ সংস্থার অধীনে।

  • @AHMFood03
    @AHMFood03 Před 4 hodinami +1

    যেখানে যাবেন সাবধানে থাকবেন দাদা । আজকাল মানুষ চিনা বড় কষ্ট ।

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 3 hodinami

      ঠিক বলেছেন মানুষ চেনা সবচেয়ে বেশি কষ্ট।

  • @see3vlogs363
    @see3vlogs363 Před 3 dny +6

    তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে নানান জায়গার সন্ধান পাচ্ছি তোমার ভিডিওর মাধ্যমে ♥️👌

  • @susantasutrishna
    @susantasutrishna Před 3 dny +6

    ভালো করেছো নেমে গিয়ে আমার একটু খারাপ মনে হচ্ছিল ছেলেটিকে দেখে

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 3 dny

      এই কারণেই নেমে গিয়েছিলাম। প্রথম থেকেই ছেলেটির ব্যবহার ছিলো রহস্যজনক।

    • @mitachoudhury6399
      @mitachoudhury6399 Před 2 dny +1

      ভগবান যা করেন মঙ্গলের জন্য

    • @sanjitkumardebnath4253
      @sanjitkumardebnath4253 Před 2 dny

      ঞঝ দে থ্যথথ্যথ্যথ্যথথ্যথথথ্যথ্র টা শ কে শ্ব‌​@@travelwithrajesh5605

  • @debkumarneogi5402
    @debkumarneogi5402 Před 3 dny +4

    Okhane samajbirodhider lukonor valo jayga

  • @anusuakarmakar5899
    @anusuakarmakar5899 Před dnem +2

    Chinshurar sambabur ghaar উল্টো দিকে akta char aha .

    • @user-il4yh2kj1b
      @user-il4yh2kj1b Před dnem +1

      শুধু কিছু গাছ গজিয়ে উঠেছে আর কিছু নেই আমরা আগে পিকনিকে যেতাম। ওপার ঘেঁষে চরাটা।

  • @sumana285
    @sumana285 Před 3 dny +1

    💐❤️in WORLD MOST OF HUMAN LIFE V MUCH WONDER DENGER SO what u see don't be think to much anything can possibly NAGATIVE are POSSITIVE WAY beautiful video 💐👍

  • @ichhesafar
    @ichhesafar Před 3 dny +3

    Khub sundor video

  • @Mallika-xn6xe
    @Mallika-xn6xe Před dnem +1

    Ai lokgulo subidhar noi rahasyajanak sarkarer adike nazar deoa darkar nischai kono kharap kajer sange era julto bhai apni sabdhane thakben bhalo thakun

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 23 hodinami

      আপনাকে অনেক ধন্যবাদ রইল। 🙏🪷

  • @saifurdulal9698
    @saifurdulal9698 Před hodinou

    আপনি সেখানে যাওয়ার সময় কিছু শুকনো খাবার নিয়েও তো যেতে পারতেন।অল্প ক'জন মানুষের জন্য বেশী কিছুতো লাগতো না।

  • @user-gi1bw5mw7x
    @user-gi1bw5mw7x Před 3 dny +2

    Bhai tomi shavdan a thako notoon jayga te jao bhalo thako Bhai

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 3 dny

      আপনাকে অনেক ধন্যবাদ জানাই।,🙏🪷

  • @MadhuriRoy-tj2pb
    @MadhuriRoy-tj2pb Před 2 dny +1

    জায়গা গুলো দেখতে খুব ভালো লাগলো কিন্তু তার থেকে বেশি কষ্ট হয়

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 2 dny

      এখানকার মানুষগুলি খুব দরিদ্র। শুধুমাত্র নদীর মৎস্য শিকারই এদের জীবিকা। আমার ভিডিও কলের উদ্দেশ্য যাতে কোন সাহায্য পেলে এই অঞ্চলের মানুষগুলির অবস্থা একটু উন্নতি হয়। 🙏🪷

    • @MadhuriRoy-tj2pb
      @MadhuriRoy-tj2pb Před 2 dny

      @@travelwithrajesh5605 ❤️

  • @devashispalodhydevashispal4095

    Oder theke sabdhan.

    • @Ashok-lf3bc
      @Ashok-lf3bc Před 3 dny +2

      মানে কি বলতে চাইছেন, আসলে যে যেমন ওপর কেও সেইরকম ভাবে, আমার বাড়ি কাছেই, আপনার মতো ছোটোলোক না ওনারা, বুঝে কথা বলবি, বুঝতে পারলি.... তোকে গালাগালি দিলাম না, তাতে গালাগালির অপমান হবে......

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 3 dny

      সাবধানের কোনো ব্যাপার নয়। ওনার খুব দরিদ্র মানুষ, ওনাদের জীবন যাপন কষ্টকর। ওই গ্রামের ওই দাদা এবং দিদিরা খুব সুন্দর ব্যবহার করেছেন। কিন্তু ওই ছেলেটির ব্যবহার আমার কাছে অন্যরকম লেগেছে।

  • @papiyachatterjee9027
    @papiyachatterjee9027 Před 2 dny +1

    Eto mone hicche mishorer nil nader sabbhota

  • @kajalsarkar5162
    @kajalsarkar5162 Před 2 dny +7

    রাজেশ বাবা তোমাকে বলেছি ঝুঁকি নিয়ে কোনো কাজ করবে না।সত্যি ওরা যদি জলের মাঝখানে ফেলে দিত।তবে তোমরা কি সাঁতার কেটে উপরে আসতে পারবে ? কেনো এতো ঝুঁকি নিয়ে কাজ করো।আবার ও বলছি আর করবে না বাবা।খুব চিন্তা হয়।

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 2 dny +1

      আপনাকে অনেক ধন্যবাদ রইল। আপনার কথা আমি মনে রাখব। 🙏🪷

  • @saonapahan4598
    @saonapahan4598 Před 3 dny +5

    এরা কারা। এরা কি ভারতীয় নাগরিক?

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 3 dny

      হয়তো, জানার চেষ্টা করেছিলাম। জানা হয়ে ওঠেনি।

    • @spendcuber1199
      @spendcuber1199 Před dnem

      ​​@@travelwithrajesh5605 kichhu ekta gandogol royechhe. Gramer pratyeker byabohar-e ektu aswavabik lagchhe.
      Hote pare kichhu ekta lukonor janyoi takar demand kore onyo pare niye chole eseche!! Prashasoner najore niye asa uchit.

  • @user-il4yh2kj1b
    @user-il4yh2kj1b Před dnem +1

    আমার বারির খুবই কাছে ওই চর। এরা বাঁশবেরিয়ায় এসে কাজ করেও খেয়ে থাকতে পারে কিন্তু করেনা কেনো। কিছু তো ব্যপার আছে।

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 23 hodinami

      ফাঁকা জমিতে চাষবাস, পশুপালন এবং গঙ্গা নদীতে মাছ ধরা। এতে উপার্জন কম হয় বলে মনে হয় না। 🙏🪷

  • @see3vlogs363
    @see3vlogs363 Před 3 dny +2

    দাদা তোমার সাথে একদিন আমি জাবো সারাদিনের খরচা আমার কি ভাবে সরাসরি কথা বলতে পারবো

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 3 dny

      খরচার চিন্তা করতে হবে না। আমায় মেল করুন। প্রোফাইলে আইডি দেওয়া আছে।

  • @ParbotiBiswas-zy9ew
    @ParbotiBiswas-zy9ew Před 3 dny +3

    ❤❤❤❤

  • @SamorkumarDas-hd3ms
    @SamorkumarDas-hd3ms Před dnem +1

    NAOUKAR MAJHIR MUKH DHAKA KANO ??

  • @user-gb6ce6le5z
    @user-gb6ce6le5z Před dnem +1

    উনি সাহায্য চাইলেন - কিন্তু আপনি কি কোনো সাহায্য করেছেন?

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před dnem +1

      সাহায্য করার সময় পাইনি। মাছ ধরার পর এসে ঐ বৃদ্ধা যিনি একা থাকেন তাকে আর এই বৃদ্ধ মানুষকে কিছু দেওয়ার কথা ছিলো। কিন্তু হঠাৎ আমাদের নামিয়ে দেওয়ায় তা হয়নি। ইচ্ছে আছে কিছুদিনের মধ্যে আবার যাওয়ার ইচ্ছে আছে ঐ মানুষগুলিকে কিছু দেওয়ার জন্য।

  • @NurulIslam-ef7xi
    @NurulIslam-ef7xi Před 3 dny

    এত ঘন ঘন বাচ্চার মত প্রশ্ন করলে সবাই বিরক্ত হবে।

  • @Faithful54
    @Faithful54 Před 20 hodinami +2

    আপনারা এতো লোকের সঙ্গে মেলামেশা করেন , অসংলগ্ন আচরণ চেনা উচিৎ। প্রথম থেকেই সাবধান হয় উচিৎ। এরা কোনো অপরাধমূলক কাজের সংগে যুক্ত। বড়ো বিপদ থেকে বেঁচে গেছেন। দরিদ্র বা গ্রাম্য লোক হলেই ভালো হয়ে যায় না।

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 19 hodinami

      এপাশে আসার পরে পুরো বিষয়টা যখন ভাবছিলাম তখন সত্যিই একটু ভয় লাগছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। 🙏🪷

  • @papiyachatterjee9027
    @papiyachatterjee9027 Před 2 dny +2

    Gramer lokera sobai sohoj hoye na

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 2 dny

      এখানে এসে এই বিষয়টি উপলব্ধি করলাম।

  • @manika7002
    @manika7002 Před 2 dny +1

    Apnak jodi dhore rekhe dito apnar khoj kue peto ?

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 2 dny

      আমরা দুজন গিয়েছিলাম। এতটা ভয় করলে তাহলে অজানা জায়গায় যাওয়া হয়ে উঠবে না। 🙏🪷

  • @user-gi1bw5mw7x
    @user-gi1bw5mw7x Před 3 dny +1

    Hy Bhai tomi kyamon aachho

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 3 dny

      আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

    • @user-gi1bw5mw7x
      @user-gi1bw5mw7x Před 3 dny

      @@travelwithrajesh5605 amio bhalo achi Bhai

    • @simaray6192
      @simaray6192 Před 2 dny +1

      Aamader dekhte khub vlo lagchhe;kintu kajta jhukipurno.

  • @rathichatterjee7553
    @rathichatterjee7553 Před 3 dny +1

    No doubt they suffer financial crisis. Again, in towns and cities, many families die in starvation. Extracting money anyhow is not an exclusive style of those living in towns - naturally, village folk, pressed with poverty, is no exception - perhaps, bread never compromise with culture or formalities. Hence poverty -stricken people doing justice to them that whatever unscrupulous activities they might be.

  • @user-us4iv9ck1e
    @user-us4iv9ck1e Před 3 dny +1

    Ami offi duty te giye chilam........ Kintu kano bolbo na....... Are gabe na okhane..... Khub kharap.....

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 3 dny +1

      আপনার অভিজ্ঞতাও হয়তো এইরকম হয়েছিলো। যাই হোক সাবধানে থাকবেন।🙏🪷

    • @user-us4iv9ck1e
      @user-us4iv9ck1e Před 3 dny +1

      @@travelwithrajesh5605 khub baje behavior.........

  • @sukamaldey6269
    @sukamaldey6269 Před 3 dny +1

    WA no dio tomar ......

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 3 dny

      আমার প্রোফাইলে ইমেইল আইডি আছে। আমাকে মেইল করুন।

  • @sb.sarkar
    @sb.sarkar Před 3 dny +3

    🛶 দারুন ভিডিও।

  • @MadhuriRoy-tj2pb
    @MadhuriRoy-tj2pb Před 2 dny +1

    একটা কথা না বলে পারলাম না যখন ওখানে গিয়েছে ভিডিও করতে তখন থেকে দেখছিলাম যে ওখানকার African ব্যবহারটা একদমই অন্যরকম মানে।তোমাদেরসাথে কেউই ভালো করে কথা বলতে চাচ্ছিল না

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 2 dny

      ক্যামেরা অফ করে সাধারণ কথাবার্তার সময়ও এরকমটা লক্ষ্য করেছিলাম। কারণটা জানার চেষ্টা করেছিলাম কিন্তু জানা হয় ওঠেনি।

    • @MadhuriRoy-tj2pb
      @MadhuriRoy-tj2pb Před 2 dny

      @@travelwithrajesh5605 এরপর আর এইরকম জাযগায় videoকরার দরকার নেই

    • @MadhuriRoy-tj2pb
      @MadhuriRoy-tj2pb Před 2 dny

      @@travelwithrajesh5605 আর দরকার নেই এই সমস্ত জায়গায় ভিডিও করার

  • @RameshBarman-vv3xj
    @RameshBarman-vv3xj Před 2 dny +1

    সাহায্য করতে পারলে নিজেই করুন । অন্যকে কেন বলছেন?

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  Před 2 dny

      আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকু করি। তার সাথে অনেক দর্শক বন্ধু আছেন যারা সাহায্য করেন এবং তার জন্য ওনাদের জীবন একটু সুবিধাজনক হয়। এই কারণেই কথাগুলি বলা।

  • @arijitmukherjee2963
    @arijitmukherjee2963 Před 2 dny

    হাগে কোথায় ।সৌচালয় আছে কি? জিগ্যেস করেছেন কি? টিয়ুবওয়েল কারা বানিয়েছে। খোঁজ করুন। সরকারের ডিজিটাল ব্যাবস্থা এখানে কি কাজে লাগে।