কি কি কারনে আপনার জার্মানিতে আসা উচিৎ নয় || Baba Meyer Daily Vlog 101 || 06.07.2024

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • কি কি কারনে আপনার জার্মানিতে আসা উচিৎ নয় তা নিয়েই আমি ভিডিওতে বলার চেষ্টা করেছি।
    #BabaMeyerDailyVlog
    #DailyVlog
    #কি_কি_কারনে_আপনার_জার্মানিতে_আসা_উচিৎ_নয়

Komentáře • 54

  • @mmorshed3855
    @mmorshed3855 Před měsícem +5

    খুব ভালো ইনফরমেটিভ এবং বাস্তব অবিজ্ঞতায় পরিপূর্ণ ভ্লগ! আমি দক্ষিণ কোরিয়া থাকি।মাঝেমধ্যে মনেহয় ইউরোপে মুভ করি কিন্তু আপনাদের ভিডিও দেখে মনে হয় কোরিয়া-ই বেটার!!

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před měsícem

      ধন্যবাদ আপনার কমেন্টস করার জন্য। হ্যাঁ আমিও শুনেছি দঃক্ষিন এশিয়ার উন্নত দেশগুলো এখন পর্যন্ত অনেক ভালো জীবন যাপনের জন্য। ইউরোপকে আমরা বাহির থেকে যেভাবে দেখি তা কিন্তু নয়। এখন অনেক ওবার রেটেড হয়ে গেছে।

    • @mmorshed3855
      @mmorshed3855 Před měsícem

      @@BabaMeyerDailyVlog ইউএসএ, ইউরোপের দেশ,কানাডা প্রভৃতি দেশ গুলোতে বসবাসরত বিভিন্ন ভিডিও ভ্লগারদের ভিডিও এবং নিউজ দেখে যথেষ্ট কিছু ইনফরমেশন এনালাইসিস করে উপনীত হলাম যে এশিয়ার উন্নত দেশ জাপান-কোরিয়া সেইফটি এন্ড টেকনলোজিতে যথেষ্ট এগিয়ে আছে। তাছাড়া রেসিজম,ভাষার সমস্যা(ইংলিশ স্পিকিং দেশ ছাড়া),জব ইত্যাদিতে প্রায়ই সেইম! তেমন কোন পার্থক্য নেই!
      **নিজের মাতৃভূমিতে স্বাধীনভাবে নিজের অধিকার এবং মত প্রকাশের অধিকার নিয়ে বেঁচে থেকে জীবন যাপন করাই শ্রেষ্ঠ জীবন।

  • @annurakter3107
    @annurakter3107 Před měsícem +4

    Sotti kotha bolar jnno onk thanks

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před měsícem

      ধন্যবাদ আপনার কমেন্টস করার জন্য। ভালো থাকবেন।

  • @JahirulIslam-cf8si
    @JahirulIslam-cf8si Před měsícem +1

    Excellent speaking dosto, you have described all bitter truth point blank.

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před měsícem

      ধন্যবাদ বন্ধু তোমার কমেন্টস করার জন্য।

  • @faizahmed7917
    @faizahmed7917 Před 7 dny +1

    ভাইয়া আমি অষ্ট্রিয়ায় মুভ করার প্লান করছি। আপনি তো সেখানেও গিয়েছেন। দেশ হিসেবে পড়াশোনা শেষে চাকুরি ও বসবাসের জন্য অষ্ট্রিয়াকে বেছে নেয়া কতটা ভালো সিদ্ধান্ত বলে আপনি মনে করেন? যদি এ বিষয়ে কিছু পরামর্শ দিতেন...

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 6 dny

      ভালো দেশ, জার্মানির মতো স্ট্রেস নাই। যদিও আমার নিজের কোন অভিজ্ঞতা নাই কিন্তু ঘুরতে যাওয়ার পারপাসে যতোটুকু দেখেছি, মানুষ অনেক ফ্রেন্ডলি।
      পড়াশোনা এবং চাকরির ব্যাপারে আমার নিজের কোন অভিজ্ঞতা নাই।

  • @user-jq7lr9vb7u
    @user-jq7lr9vb7u Před 23 dny +2

    ভাই আমি বাংলাদেশ থেকে। অর্নাস ১ম বর্ষের স্টুডেন্ট। দয়া করে আউসবিল্ডিং নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে একটা ভিডিও তৈরি করেন।
    অপেক্ষা রইলাম।❤

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 22 dny

      ভাই, আমি নিজেও আউসবিল্ডুং নিয়ে বিস্তারিত জানি নাহ তাই আমি এই সম্পর্কে ভিডিও বানাবো নাহ। দুঃক্ষিত আমি যদি বেপারে বিস্তারিত জানি নাহ সেই ব্যাপারে ভিডিও বানাই নাহ। কিছু জিনিস আমি জানি যেটা আউসবিল্ডুং করতে লাগে।
      ০২. B2 পর্যন্ত ভাষা জ্ঞ্যান। C1 করতে পারলে খুবই ভালো।
      ০৩. ভাষা শেষ করার পর কম্পানিতে আউসবিল্ডুং এর জন্য এপ্রোচ করা।
      ০৪. সবচেয়ে বেশি ভালো হয় কারো ভিডিওর জন্য অপেক্ষা নাহ করে রিসার্চ করে বের করা কারন যারা ভিডিও বানায় তারা নেগেটিভ দিকগুলো আপনাকে বলবে নাহ এবং ডীপ রিসার্চ নাহ করেই একট ইনফরমেশন দিয়ে দিবে।
      ০৫. ভালো করে সারভাইব করতে চাইলে নিজে নিজে ইনফরমেশন খুজেন ইন্টারনেটে।

  • @user-mq3gx3kr2u
    @user-mq3gx3kr2u Před 15 dny +2

    ভাইয়া আপনার মতে ইউরোপের কোন দেশে সেটেল হওয়ার জন্য বেস্ট। জানাবেন প্লীজ।

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 14 dny

      জার্মানি ভালো হবে যদি আপনি সবকিছু মেনে নিতে পারেন?

  • @shakboom8866
    @shakboom8866 Před 9 dny +2

    Masters program er por ki job pawa easy hobe? Ami akjon average student .. ielts 6.5 ache. Suggest korben plz bhaiya.

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 9 dny

      মাস্টার্স এবং চাকরি খুজে পাওয়া সম্পূর্ন ভিন্ন দুইটা জিনিস। মাস্টার্স শেষ করা অতটা কঠিন নয় কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফেক্টর কাজ করে। আপনি কোন সেক্টরে চাকরি করতে চান, সেই সেক্টর সম্পর্কে আপনাকে ব্যাপক রিসার্চ করতে হবে এবং একটা সিদ্ধান্ত নিতে আপনি জার্মানি আসবেন কিনা। কিন্তু এটা বলতে পারি চাকরি পাওয়া এতো সহজ নয়।

    • @shakboom8866
      @shakboom8866 Před 9 dny

      @@BabaMeyerDailyVlog thank u. Bhaiya r akta question j ami jei subject e masters korbo same subject e ki job korte hobe na jekono field e permanent job hole o hobe citizenship er jnno

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 8 dny

      @@shakboom8866 জব পাইলে যেকোন সেক্টর এ করতে পারবেন কিন্তু বেতন একটা মার্জিনের নিচে হইতে পারবে নাহ।

  • @bodrulalamsheikh7270
    @bodrulalamsheikh7270 Před 21 dnem +2

    ভাই, এখন বাংলাদেশে আড্ডা দেয়ার সময় নেই; আপনার বাংলাদেশ এখন নেই

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 21 dnem

      হ্যাঁ শুনেছি ভাই কিন্তু জার্মানিতে আসার পরে বুঝতে পারবেন কতো জিনিস মিস করেছেন। কোনদিন আর ঐ জীবনে ফেরত যেতে পারবেন নাহ, এমকি চাইলেও নাহ।

  • @mohammadalim4285
    @mohammadalim4285 Před měsícem +1

    ভাই আমার একটা প্রশ্ন আছে
    আমি বাংলাদেশে হিসাববিজ্ঞান সাবজেক্ট নিয়ে অনার্স করতেছি।
    বাংলাদেশে যে বিষয়ে অনার্স ছিলো জার্মানিতে কি সে বিষয়ের সাবজেক্ট নিয়েই মাষ্টার্স করতে হবে নাকি চাইলে ইচ্ছা মতো অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যায় ?????

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před měsícem +1

      আপনি ইচ্ছা করলে রিলেটেড সাবজেক্ট এ মাস্টার্স করতে পারবেন। টোটাল ভিন্ন সেক্টরেও করতে পারবেন কিন্তু খুব কোয়ালিফাইড মোটিভেশনাল লেটার লাগবে।

  • @mdSha-ti7sf
    @mdSha-ti7sf Před dnem

    ভাই আমি রোমানিয়া তে আছি এখনো আড্ডা দিতে পারি না 😢

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před dnem +1

      ধন্যবাদ আপনাকে সত্যটা বলার জন্য, এটাই বৈদেশ।

    • @mdSha-ti7sf
      @mdSha-ti7sf Před dnem +1

      @@BabaMeyerDailyVlog জি ভাই জান

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 16 hodinami

      @@mdSha-ti7sf আপনি কতাও বছর যাবৎ রোমানিয়া আছেন?

    • @mdSha-ti7sf
      @mdSha-ti7sf Před 16 hodinami +1

      @@BabaMeyerDailyVlog চার মাস হইছে ভাই জান হেভি গাড়ির মেকানিকের কাজ করি ভাই জান

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 15 hodinami +1

      @@mdSha-ti7sf আচ্ছা ভাই, ভালো করে কাজ করেন। এটাতে লেগে থাকলে ইউরোপে ভালো ক্যারিয়ার আছে।

  • @maisaraislam7701
    @maisaraislam7701 Před 18 dny +1

    ভাইয়া আমার হাসবেন্ট ম্যাথে 1st class পেয়ে অনার্স মাস্টাস করা জার্মানি যেতে চাচ্ছে স্টুডেন্ট ভিসায় এ সর্ম্পকে একটু জানতে চায় প্লিজ

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 18 dny +1

      ০১. প্রথমে ইউনিভার্সিটি খুজতে হবে।
      ০২. তারপর বেসিক রিকোয়েরম্যান্টগুলো পূরন করতে হবে।
      ০৩. তারপর এডমিসন লেটার পেতে হবে।
      ০৪. তারপর ভিসার জন্য আবেদন করতে হবে।
      ০৫. উপরের প্রত্যাকটা পয়েন্ট ধরে ধরে আপনার হাসবেন্ডকে রিসার্চ করতে হবে নিজে নিজে, তাহলে উনি নিজেই বুঝতে পারবে কিভাবে কি করতে হবে।
      ০৬. কারো সাহায্য বা দালাল এর প্র‍য়োজন নাই। সবকিছু নিজেই করা যায়।
      ০৭. সবচেয়ে বন্ধু বন্ধু ইন্টারনেট।

  • @DeadXNinja0
    @DeadXNinja0 Před měsícem +1

    Vai, German er ausbildung programe niye apnar ekta motamot diyen.

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před měsícem +1

      ফ্রেসার হইলে আউসবিল্ডুং এর জন্য আমি উৎসাহ প্রদান করি কিন্তু বয়স ২৩-২৪ বছরের উপরে হইলে আমি উৎসাহ প্রদান করি নাহ। আমার ব্যক্তিগত মতামত, অন্যদের মতামত ভিন্ন হতে পারে। আউসবিল্ডুং অনেকটা চাকরি নিশ্চিত কিন্তু নিজের দক্ষতা থাকতেই হবে কারন জার্মানিতে প্রচুর জার্মান আউসবিল্ডুং করে তাই তাদের সাথে কম্পিট করতে হবে। ভালো ভাষা দক্ষতার বিকল্প নাই আউসবিল্ডুং এর জন্য। আপনি কি আউসবিল্ডুং করতে আসবেন?

    • @DeadXNinja0
      @DeadXNinja0 Před měsícem +1

      @@BabaMeyerDailyVlog ধন্যবাদ আপনার মতামত এবং reply এর জন্য।
      হ্যা, ausbildung সম্পৰ্কে জানার পর কিছুদিন যাবৎ আমি ausbildung নিয়ে অনলাইনে ইনফরমেশন কালেক্ট করতেসি। এই বছর আমি অনার্স ১ বর্ষে ভর্তি হইসি, কিন্তু আমি চাচ্ছি ausbildung করতে।

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před měsícem +1

      @@DeadXNinja0 হ্যাঁ অনলাইনে খুজে দেখেন। আমাদের মতো ইউটিউবারের সুগার কোটিং কথা শুনে বিভ্রান্ত হবেন নাহ কারন বেশিরভাগ নেগেটিভ দিকগুলো তুলে ধরতে চায় নাহ।

    • @user-jq7lr9vb7u
      @user-jq7lr9vb7u Před 23 dny +1

      ,দয়া করে ভাই আপনি আউসবিল্ডিং নিয়ে বিস্তারিত একটা ভিডিও করেন।অপেক্ষায় রইলাম।❤

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 22 dny

      @@user-jq7lr9vb7u ভাইরে আপনাকে অন্য একটা কমেন্টে রিপ্লাই দিয়েছি। ভালো থাকবেন।

  • @amaafm2978
    @amaafm2978 Před měsícem +1

    Vai apon bou aber ki

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před měsícem

      যাকে আপনভাবে বিয়ে করা হইছে🤣😂😅।

  • @JannatChayti
    @JannatChayti Před 26 dny

    Assalamualikum,
    ভাইয়া আমি তৃতীয় বর্ষের একজন নার্সিং স্টুডেন্ট, ভাইয়া আমি চাই ওয়ার্ক ভিসায় জার্মান যেতে, আমি জানি আমার ভাষা শিখতে হবে আমি কখন থেকে ভাষা শিখা শুরু করতে পারি ভাইয়া যদি একটু বিস্তারিত বলতেন, খুব উপকৃত হতাম।

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 26 dny

      আপ এখন থেকেই ভাষা শুরু করেন। C2 লেভেল পর্যন্ত করবেন। B1 করার পরেই আউসবিল্ডুং এর জন্য এপ্লাই শুরু করবেন। তাহলে খুব ভালো জব পাবেন। জার্মানিতে নার্সির এর জন্য মানুষের খুব অভাব। অনেক অপুরচুনিটি আছে।

  • @kazihasan5910
    @kazihasan5910 Před 17 dny +1

    ফালতু আলোচনা

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 17 dny

      আপনি ফালতু? আমিতো ফালতু আলোচনা করেছি ফালতু মানুষের জন্য। যদি মিলে যায় প্লিজ পারসোনালি নিবেন নাহ🤣😂😅।

  • @shibsrashthabiswas1014

    Vai apni kno asen ekhono Germany te???…. Eto koster por thaka ki uchit??... Ghorer cele ghore asun... Desh e firey asun.

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 29 dny +1

      আপনার একমুখি রাস্তা সম্পর্কে ধারনা নাই, তাই উলটা পালটা বলছেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন, এই দোয়াই করি। ডাক্তার যা ঔষধ লিখে দিবে, কষ্ট হলেও প্লিজ নিয়মিত খাবেন।

    • @shibsrashthabiswas1014
      @shibsrashthabiswas1014 Před 28 dny

      Wish u come round soon.... !!!!

  • @haranmunda2992
    @haranmunda2992 Před 25 dny

    আপনি কুঁড়ে মনে হয় ।

  • @code71
    @code71 Před 21 dnem +1

    আপনেও দেশে চলে আসেন ভাই প্লিজ

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 21 dnem

      কোন দেশে? সবগুলোইতো দেশ।

    • @BabaMeyerDailyVlog
      @BabaMeyerDailyVlog  Před 21 dnem

      ঔষধ ঠিক মতো খাবেন প্লিজ তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আশা করি।