অসময়ে লেবুর ফলন বাড়াতে 5D প্রুনিং | 5D Pruning for the increasing the yield of Lemon at the off time

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • #5D_প্রুনিং #লেবু #প্রুনিং
    অসময়ে লেবুর ফলন বাড়াতে 5D প্রুনিংঃ
    অামাদের দেশে সাধারণত বর্ষাকালে লেবু ফলন দেখা যায় অনেক বেশি কিন্তু এ সময় বাজারে লেবুর বাজার মূল্য কম থাকে এবং এ সময় পোকা মাকড়ের অাক্রমণ ও বেশি থাকে। কৃষক একদিকে মুনাফা কম পায়। কিন্ত কৃষক ভাইয়েরা একটু বুদ্ধি করে সিজনের ফলন নেওয়ার পাশাপাশি অসময়ে অর্থাৎ ফেব্রুয়ারী মাসে ফুল এবং এপ্রিল থেকে মে মাসে ফলন সংগ্রহ করে অধিক মুনাফা অর্জন করতে পারেন।
    5D প্রুনিংঃ
    1.D-Dead
    2.D-Damaged
    3.D-Diseases
    4.D-Deranged
    5.D-Deduction of Water sucker
    প্রুনিংকে সহজ করে উপস্থাপন করার লক্ষ্যে 5D প্রুনিং নামকরন।
    5D pruning to increase the yield of lemons untimely
    In our country, the yield of lemons is usually much higher during the monsoon season, but at this time the market price of lemons is lower and the infestation of insects and spiders is higher. Farmers on the one hand get less profit. But with a little ingenuity, the farmer brothers can earn more profit by harvesting the season as well as harvesting at the wrong time i.e. in February and harvesting from April to May.
    5D pruning
    1.D-Dead
    2.D-Damaged
    3.D-Diseases
    4.D-Deranged
    5.D-Deduction of Water sucker
    Naming 5D pruning to make pruning easier.
    Note: After pruning, copper oxychloride fungicide or Bordeaux paste must be used.
    বিঃদ্রঃ প্রুনিং এর পর অবশ্যই কপার অক্সি ক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক ব্যবহার করা অথবা বর্দুপেষ্ট ব্যবহার করা।

Komentáře • 427

  • @user-so6br5mt4v
    @user-so6br5mt4v Před 4 lety +46

    স্যার আপনার মত নির্ভর যোগ্য বিশেষ করে একজন কৃষিবিদের পরামর্শ সবাই চায়। আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন।

  • @abuhenamostofakamal1813
    @abuhenamostofakamal1813 Před 3 lety +18

    আমিও একজন কৃষিবিদ কিন্তু বর্তমানে ব্যাংকার: আপনার ভিডিওটি খুবই সুন্দর এবং অবশ্যই খুবই উপকারী। যেভাবে ব্যাখ্যা করেন সেটাও সুন্দর।

    • @VlogIsHere
      @VlogIsHere Před 11 měsíci

      হালাল ছেড়ে হারামে গেলেন....

  • @foisolemon2017
    @foisolemon2017 Před 3 lety +3

    অসংখ্য ধন্যবাদ! আপনার পরামর্শ অনুযায়ী 5D পদ্ধতি অনুসরণ করায় আমার ছাদবাগানের লেবুগাছ দুইটিতে প্রচুর ফলন হয়েছে। এবারের রমজানে নিজের গাছের লেবু উপভোগ করতে পেরেছি এবং এখনও প্রচুর লেবু আছে ও আরো ফুল এবং ফল আসছে। আল্লাহ্‌ আপনার উপর রাজি হোউন!

  • @andrewchisim6709
    @andrewchisim6709 Před 3 lety +24

    আপনার উপস্থাপনা খুব সুন্দর! স্বল্প সময়ে, অতিরঞ্জিত বাক্য ব্যয় ছাড়াই প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে।

  • @gautammukherjee8212
    @gautammukherjee8212 Před 3 lety +2

    খুব সুন্দর বাংলা ভাষার উপর দক্ষতা এবং উপস্থাপনা শক্তি।
    ধন্যবাদ রইলো।ভালো থাকুন, ভালো রাখুন।
    পশ্চিমবঙ্গ,ভারত থেকে গৌতম মুখার্জি।

  • @md.abusufian2507
    @md.abusufian2507 Před 2 lety +1

    গাছ প্রেমিক মানুষ এবং কৃষির সার্বিক উন্নয়নে বিভিন্ন গাছের পরিচর্যায় প্রুনিং করার জন্য আপনার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এবং সহজ,সরল ও নান্দনিক উপস্থাপনা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
    মহান আল্লাহ, আপনাকে সুস্থ, নিরাপদ ও দীর্ঘ জীবন দান করুন। আমীন।

  • @prabirghosh9131
    @prabirghosh9131 Před 3 lety +9

    ভীষন কাজে লাগার একটি উপস্থ্যাপনা, ভারত থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার গ্রহণ করবেন।

  • @user-hu5ow5rx9k
    @user-hu5ow5rx9k Před 3 lety +3

    মাশাআল্লাহ অসাধারণ পরামর্শ অজস্র ধন্যবাদ ভাইজান,,,,, আসলে আপনার ভিডিও অনেক সুন্দর,,,,,

  • @krishiBondhu
    @krishiBondhu Před 4 lety +11

    অসাধারণ স্যার

  • @alauddinala5536
    @alauddinala5536 Před 4 lety +6

    ধন্যবাদ, খুবই উপকারী ভিডিও।

  • @mohammadsislamsishlams5555

    সিংগাপুর থেকে দেখছি মাশাআল্লাহ্।জাযাকাল্লাহু খইরান।

  • @HafizHasan268
    @HafizHasan268 Před 4 lety +4

    ওয়াটার সাকার ডালগুলোর বৈশিষ্ট সুন্দরভাবে ব্যাখ্যা করায় অনেক ধন্যবাদ। বিষয়টা আজ নিশ্চিত হতে পারলাম কোনটা ওয়াটার সাকার

  • @kobirhosen6817
    @kobirhosen6817 Před 3 lety +1

    আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো। বেশ উপকারি একটি ভিডিও। যাযাকাল্লাহু খাইরান।

  • @asmanasir2018
    @asmanasir2018 Před 3 měsíci

    আলহামদুলিল্লাহ্‌!অনেক উপকারী পরামর্শ

  • @KamrulIslam-zl2ly
    @KamrulIslam-zl2ly Před 3 lety +1

    ধন্যবাদ স্যার কে। সুন্দর করে লেকচার দেওয়ার জন্য। 5D প্রুনিং।

  • @abrahim4452
    @abrahim4452 Před 3 lety +2

    স্যার আপনার প্রতিটি ভিডিও অনেক ভালো লাগে। আশা করি আরো পাবো।

  • @sayeedehsanalhaque762
    @sayeedehsanalhaque762 Před 2 lety +1

    খুবই সুন্দর করে বুঝিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @imranlaskar8450
    @imranlaskar8450 Před 3 měsíci

    আপনার তথ্য উপস্থাপন করার পদ্ধতি খুবই সুন্দর ও আধুনিক। আমি আসামের শিলচর থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি। ভবিষ্যতে টবের মাটি তৈরির একটি ভিডিও বানানোর অনুরোধ রহিল। ধন্যবাদ

  • @kalyanikundu7566
    @kalyanikundu7566 Před 2 lety +1

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। এত কম কথায় এত সুন্দর কর বোঝালেন খুব ই উপকৃত হলাম।

  • @baidyanathdatta7113
    @baidyanathdatta7113 Před 2 lety +1

    মূল্যবান পরামর্শ|

  • @user-ni9em9qb5u
    @user-ni9em9qb5u Před 3 lety +3

    ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর ভিডিও আপনি করেন

  • @erfanmunir9727
    @erfanmunir9727 Před 4 lety +2

    ভিডিওটি দেখার আগে কমেন্ট করলাম।
    আপনার ভিডিও গুলো আমাকে অনেক সাহায্য করেছে।
    লেবু গাছের উপর একটা ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  Před 4 lety +2

      ইনশাআল্লাহ

    • @sumonhazary1831
      @sumonhazary1831 Před rokem

      স্যার আপনার নাম্বার যদি দিতেন অনেক উপকার হোতো

  • @rokeyabegum7661
    @rokeyabegum7661 Před 3 lety

    আপনার উপস্থাপন করা খুবই ভালো, আপনি সংখেপে খুব সূন্দর গুরুত্বপূর্ন বিষয় বলছেন।
    আপনাকে ধন্যবাদ মামা।।।।।

  • @sudiptadebnath7993
    @sudiptadebnath7993 Před 3 lety

    আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার। ধন্যবাদ আপনাকে ভারত থেকে। ভালো থাকবেন স্যার।

  • @mohammadidris1733
    @mohammadidris1733 Před 2 lety

    ধন্যবাদ আপনি আমাদের কে সময় দেওয়ার জন্য ইদ্রিছ রাংগুনিয়া

  • @khan-e-dil4753
    @khan-e-dil4753 Před 3 lety +1

    masha Allah bahot achchi jankari di h aapne
    jazak Allah

  • @sultanahossain6419
    @sultanahossain6419 Před 3 lety +1

    খুব সুন্দর, ধন্যবাদ।

  • @mridulshongkhochil5129

    আপনার উপস্থাপনা যথেষ্ট সুন্দর ভাই।

  • @organicfarmingtv28
    @organicfarmingtv28 Před 3 lety +3

    ধন্যবাদ স্যার ।উপকৃত হইলাম ।

  • @Khantunejannatfatema2412

    MashAllah, Alhumdulillah zajakAllah khoiran.

  • @charliestark5111
    @charliestark5111 Před 3 lety +3

    Mashallah ! I will definitely try it bhai ! Love from India

  • @ahmadali2033
    @ahmadali2033 Před 2 lety

    আলহামদুলিল্লাহ ভাই,
    অনেক কিছু জানতে পারলাম।

  • @touhidulislam1372
    @touhidulislam1372 Před 2 lety

    আসসালামু আলাইকুম । কেমন আছেন স্যার?ধন্যবাদ স্যার আপনা এমন ভিডিওর জন্য

  • @greatsalvation362
    @greatsalvation362 Před měsícem

    ধন্যবাদ সহজ আলোচনার জন্য।

  • @riadarefin2994
    @riadarefin2994 Před 3 lety +1

    স্যার পরামর্শ গুলো পেয়ে খুবই উপকৃত হয়েছি।

  • @arrobin5597
    @arrobin5597 Před 3 lety

    ধন্যবাদ জানাই আপনাকে অনেক উপকার হলাম।

  • @fahimpathwary6553
    @fahimpathwary6553 Před rokem

    জাজাকাল্লাহ খাইরান

  • @marvelgamertechnical...5953

    Apnar video ami niyomito dekhi, apni khub sundor kore bujhiye bolen , amr khub e valo lage, thank you

  • @brokenhart5732
    @brokenhart5732 Před 3 lety

    অনেক কিছু জানলাম এবং ভাল লাগলো

  • @syedhamid3103
    @syedhamid3103 Před 4 lety

    এই ভিডিও থেকে অনেক কিছু জানা গেল।যদি লিচু গাছের প্রুনিং সম্পর্কে একটা ভিডিও দিতেন তাহলে অনেক উপকার হতো।

  • @lifemeansagriculture8876
    @lifemeansagriculture8876 Před 4 lety +1

    স‌্যার, ভাল হ‌য়ে‌ছে। সহজ ও তথ‌্যবহুল

  • @irfanulislamemon3976
    @irfanulislamemon3976 Před 2 lety

    ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা স্যার আপনার থেকে পাচ্ছি, জাযাকাল্লাহ খাইরান

  • @Faisalbd145
    @Faisalbd145 Před 4 lety +1

    ধন্যবাদ।
    আপনার কাছে বিভিন্ন বিষয় শিখতে পারি।

  • @shahjabbaria1868
    @shahjabbaria1868 Před 3 lety

    আমার সালাম নিবেন ভাইজান আপনার ভিডিও গুলা খুভ অগুরুত্বপূর্ণ ভাল লেগেছে ধন্যবাদ 🌹👍

  • @dipankarchakraborty2648

    Khub valo laglo

  • @itsmemasud
    @itsmemasud Před 2 měsíci

    উপস্থাপনা খুব সুন্দর

  • @jahangirdewan9560
    @jahangirdewan9560 Před 3 lety

    ভিডিওটা ভাল লাগলো

  • @manasbhattacharyya5588

    Khub sahoj bakhya good

  • @user-ue9cw4mu7h
    @user-ue9cw4mu7h Před 3 měsíci

    সত্যিই অসাধারণ

  • @asmanasir2018
    @asmanasir2018 Před 3 měsíci

    জাযাকাল্লাহ্

  • @tarekthm3150
    @tarekthm3150 Před 2 lety

    সত্যি আপনার উপস্থাপনা খুবই ভালো

  • @mdanwarulislam4291
    @mdanwarulislam4291 Před 3 lety

    আস সালামো আলাইকুম, দারুণ একটা ভিডিও। ধন্যবাদ।

  • @habunursery8330
    @habunursery8330 Před 2 lety

    আপনার বোঝানো টা আমার খুবই ভাল লাগল।

  • @mdalauddin8357
    @mdalauddin8357 Před 2 lety

    অনেক অনেক ধন্যবাদ ভাই

  • @TanvirAhmed-wv4fi
    @TanvirAhmed-wv4fi Před 3 lety

    কৃষক ভাইদের জন্য অনেক উপকারী তথ্য,,

  • @ZakirHossain-jd1gc
    @ZakirHossain-jd1gc Před 3 lety

    ধন্যবাদ আপনাকে।গূরুত্বপূর্ণ কিছু শিখতে পারলাম।

  • @humayunrashid6115
    @humayunrashid6115 Před 2 lety

    অনেক ভালো পরামর্শ ছিলো।

  • @MomtazGarden
    @MomtazGarden Před 4 lety +1

    ধন্যবাদ অনেক সুন্দর একটি ভিডিও উপহার দেয়ার জন্য:)

  • @zamanz726
    @zamanz726 Před 3 lety

    আপনার উপস্থাপনা সুন্দর।।

  • @mizanbonpara3601
    @mizanbonpara3601 Před 3 lety

    খুব ভালো লাগলো

  • @yeaminali9998
    @yeaminali9998 Před 2 lety

    جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا
    May Allah reward you [with] goodness.

  • @alindeepbiswas4359
    @alindeepbiswas4359 Před 4 lety +3

    Thank you sir, for this informative Vedio.I have learned many things from your previous vedios and eagerly waiting for your next Vedio.

  • @syedfaisal3495
    @syedfaisal3495 Před 4 lety +1

    বেশ ভালো বলেছেন, ধন্যবাদ ও সালাম

  • @user-en6dc9pz4j
    @user-en6dc9pz4j Před 2 lety

    Khub valo vaiya apnar bhasha

  • @zitmondal3130
    @zitmondal3130 Před 3 lety +1

    Donnobat baihh
    Onek kisu shikte parlam....😊

  • @sulusharangi8977
    @sulusharangi8977 Před 2 lety

    Asadharan

  • @knowledgeispower7814
    @knowledgeispower7814 Před 3 lety +2

    আসসালামু আলাইকুম স্যার। আপনার ভিডিও আমার খুব ভাল লাগে।নভেম্বের কি কোন গাছে গুটি কলম করা যাবে?

  • @ShahAlam-ud7wq
    @ShahAlam-ud7wq Před 3 lety +4

    You are enthusiastic human being. May be from your all videos some of the method or part of work could be learn of a men. I see many of your video so I mind that these are very useful for me. Have many horticulturists in our country but many of horticulturists are not actual work. Thank you for your work/video though it is your personal channe.

  • @ajoymanna22
    @ajoymanna22 Před 3 lety +1

    Extraordinary your scientific research.Thank you.

  • @mdredwan8096
    @mdredwan8096 Před 3 lety

    পারফেক্ট

  • @blackcobrabite2023
    @blackcobrabite2023 Před 3 lety +1

    *খুবই পরিষ্কার আলোচনা। এইজন্যই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। আজ যেমন Water Sucker এর ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা হল। ধন্যবাদ Sir. কলকাতা থেকে অনেক ভালোবাসা জানালাম আপনাকে। একটা প্রশ্নের উত্তর চাইছি। আমার টবের লেবুগাছে এখনও ফল আছে। তাহলে শীতের আগে কখন শেষবারের মতো সার প্রয়োগ করবো? কারন এই ফল তৈরী হতে হতে শীত প্রায় এসে যাবে। পরে সার দিলে বসন্তে ফল পাবোনা, শুধু গাছের বৃদ্ধিই হবে। June আর August মাসের শেষে সার দিয়েছিলাম।*

  • @rokeyabegum7661
    @rokeyabegum7661 Před 3 lety

    আপনাকেও ধন্যবাদ,,,,,

  • @moonroman625
    @moonroman625 Před rokem

    খুবই সুন্দর

  • @roisuddin4425
    @roisuddin4425 Před 2 lety +1

    ধন্যবাদ

  • @ahmedranal7407
    @ahmedranal7407 Před 2 lety

    ভাল লাগলো ভাই।

  • @mirzatradelink7150
    @mirzatradelink7150 Před 3 lety

    Dear farmer, thanks.

  • @tdsgaming6194
    @tdsgaming6194 Před 3 lety

    অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @jahangir_alam_sagir44
    @jahangir_alam_sagir44 Před 2 lety +1

    সত্যি অসাধারণ স্যার 👌🥰

  • @sayedkalins5874
    @sayedkalins5874 Před 4 lety +1

    Very useful Post. Thank you

  • @rukonuddinkasemi7486
    @rukonuddinkasemi7486 Před 4 lety +1

    সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  Před 4 lety

      রোকন ভাই ধন্যবাদ। পেঁপে এবার দেওয়া লাগবে অামাকে।

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  Před 4 lety

      রোকন ভাই ধন্যবাদ। এবার অাপনার বাগানের পেপে দেওয়া লাগবে কিন্তু।

  • @theharekrishnaboy
    @theharekrishnaboy Před rokem

    thanks , ata sotti kaj kore ami fol paichi

  • @romaprosadhalder689
    @romaprosadhalder689 Před 2 lety +1

    দারুণ।

  • @sabyasachidasexp3586
    @sabyasachidasexp3586 Před 3 lety

    Bah onek kichu sikhlam. Thank you so much 😊

  • @rifatrafi8425
    @rifatrafi8425 Před 4 lety

    অনেক informative একটা ভিডিও☺️☺️

  • @tajul639
    @tajul639 Před 4 lety

    Sir, you are the father of 5D method. Very important and new method.👌👌👌

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  Před 4 lety

      Thank u.

    • @tajul639
      @tajul639 Před 4 lety +2

      @@krisokerdorpon8573 , From today we aren't called prunnig!! We should established 5D of plant.

    • @krisokerdorpon8573
      @krisokerdorpon8573  Před 4 lety +1

      Ha ha...5d i.e very easy to remember.

    • @hozoraelahy6102
      @hozoraelahy6102 Před 4 lety

      @@krisokerdorpon8573 assalamo alai kum. I love your pruning scissor! Daaroon quality! I am sure it is expensive.

  • @tahminaparvin5857
    @tahminaparvin5857 Před 3 lety

    ভাই, আসসালামু আলাইকুম। সব ভিডিওতে ছাদ বাগানিদের জন্য ও পরামর্শ একটু উল্লেখ করলে ভালহয়। আর একটা অনুরোধ করছি, খুব ভালো হয় যদি একটা ভিডিও তে সব রকম গাছের কেবল প্রুনিং টাইম ও পরবর্তী করনীয় যদি বলে দেন তবে ভাল হয়। বিশেষ করে ছাদ বাগানিদের জন্য। দুটি ভিডিও হতে পারে-একটা প্রুনিং ও একটা পরবর্তী পরিচর্যার।
    ড্রামের ডালিম গাছের পরিচর্যা সম্পর্কে ও জানতে চাই, প্লিজ। আল্লাহ আপনার উপর রহমত বরষণ করুন।

  • @azharsaif1428
    @azharsaif1428 Před 3 lety

    মাশাআল্লাহ,,, হযরত যদি আমাদেরকে শাসা কিভাবে চাষ করবো,, এ বিষয়ে একটা বিডিও বানালে,, আমরা অনেক উপকৃত হতাম

  • @superpopogamesaad4229
    @superpopogamesaad4229 Před 2 lety

    যাযাকাল্লাহ

  • @adilahmed143
    @adilahmed143 Před 4 lety +1

    Sir, আরো বেশী বেশী ভিডিও চাই

  • @taposh100
    @taposh100 Před 3 lety

    Very very happy to know this important tips.

  • @abulmiah6201
    @abulmiah6201 Před 3 lety +1

    অাপনাকে ও ধন্যবাদ

  • @anowerhossain6438
    @anowerhossain6438 Před 3 lety +1

    Assalamualaikum.hazrat..begun.gac niye.details.ekti video.banaile.ami upokrito.hoitam

  • @mohammadrobiul3864
    @mohammadrobiul3864 Před 3 lety

    আমার ও আপনাদের সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে, শান্তি ,রহমত ও বরকত, বষিত হোক .এবং আমাদের সবাই কে আসমানি ও জমিনি বালা মুছিবত থেকে, আল্লাহ তায়ালা হেফাজত করুক, আল্লাহুম্মা ‌ আমিন

  • @md.aminulhaque
    @md.aminulhaque Před 3 lety

    আমি এই চেনেলের ভক্ত হয়ে যাচ্ছি।

  • @jaharlalbhowmik2054
    @jaharlalbhowmik2054 Před 3 lety

    Sir ,Thanks for your easy & clear information.It is really helpful.

  • @aminsharif1746
    @aminsharif1746 Před 3 lety +1

    Very useful post.

  • @mahmudhasan9973
    @mahmudhasan9973 Před 2 lety

    Valobasa roylo vai

  • @munshikhalilurrahman8486

    Thank you brother

  • @yaKaiZen
    @yaKaiZen Před 4 lety +2

    আপনার সুন্দর পরামর্শের পাশাপাশি আমরা আপনার সরাসরি তত্বাবধায়নে গুনগত মানসম্পন্ন চারাও পেতে চাই! কোন ব্যবস্থা আছে কী?

  • @subrav43
    @subrav43 Před 3 lety

    Ami Kolkata theke. Khub sundor bojhan apni. Thank You. Tob e Mango r upor akta video holee bhalo hoi. Monthly fertilization r chart , medicine r hormone er chart o lagbe.