In Memory Of Feroza Begum | Shafin Ahmed | Interview | 2021

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2021
  • Interviewee: Shafin Ahmed
    Recording Year: 2019
    Producer: Shusmita Anis
    Production: Saturday Digital & Advertising
    Copyright: ACI Foundation
    Shafin Ahmed is the youngest of the three sons of the Nazrul sangeet legend Feroza Begum and the legendary music composer of the Indian subcontinent, Kamal Dasgupta. Shafin himself is a famous musician and a founding member of rock band Miles. .
    In this recording, Shafin Ahmed reminisced about his loving mother, late Feroza Begum.
    Legendary Nazrul Sangeet singer Feroza Begum was born in a Muslim family in Faridpur, British Raj (now Bangladesh) on 28 July 1930 to the Zamindars of Ratail Ghonaparha. She became drawn to music in her childhood and started her music career in 1940s.
    Feroza Begum first sang in All India Radio, while studying in sixth grade. She met poet Kazi Nazrul Islam at the age of 10. In 1942, she recorded her first Islamic song by the gramophone record company HMV in 78 rpm disk format. She lived in Kolkata from 1954 until she moved to Dhaka in 1967. In 1956, Feroza Begum was married to the legendary music composer and director of the Indian subcontinent, Kamal Dasgupta.
    Feroza Begum died on 9 September 2014 in Dhaka at the age of 84. She left behind three sons.
    The Feroza Begum Archive: 73R12X232021
    For listening pleasure only. No intention to infringe copyright.
  • Hudba

Komentáře • 117

  • @KonaBegum-ol8cw
    @KonaBegum-ol8cw Před 11 hodinami

    আমি সাধারণ একজন গৃহিণী ওনার গান আমার খুব পছন্দ সব সময় শুনি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমীন 🤲

  • @buddhadebsarkar7962
    @buddhadebsarkar7962 Před 2 lety +13

    সাফিন ভাই আপনি আমার খুবই প্রিয়। এর কারণ আপনি প্রখ্যাত পিতা মাতার সন্তান যারা আমাদের খুবই প্রিয়। আপনি আপনার বাবার বিষয়েও যদি কোনো ভিডিও করেন খুবই ভালো লাগবে। সেই সাথে মায়ের ভিডিও করলেও খুব খুশি হব। আপনারা সর্বদাই মনে রাখবেন আপনার পিতা ও মাতার স্থান প্রতিটি বাঙালির মনের মণিকোঠায় চিরকাল অক্ষয় হয়ে থাকবে। আরেকটি কথা, আসাদুদ্দিন নূর ভাইয়ের আপনার মাকে নিয়ে ইন্টারভিউ মারফত আপনার বাবার বিষয়েও অনেক সুন্দর অভিজ্ঞতা হোল। আগে অনেক ভুল ধারণা ছিলো, যা কিনা, সত্য নয়। সেজন্য নূর সাহেবকেও অনেক অনেক ধন্যবাদ । আপনাদের সকলের জন্য শুভ কামনা রইলো।

  • @niluferfouzy3252
    @niluferfouzy3252 Před 2 lety +13

    ফিরোজা বেগম ছিলেন বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। শুধু বাংলাদেশ কেন এই উপমহাদেশের একটা বড় সম্পদ। কেন যেন মনে হয় তাঁর যোগ্য সম্মান আমরা দিতে পারিনি। উনার জন্য অনেক অনেক দোয়া।

  • @FerdousNahar
    @FerdousNahar Před 2 lety +9

    আমার প্রিয়তম শিল্পী ও ভালোবাসার মানুষ ফিরোজা বেগমের প্রতি গভীর শ্রদ্ধা। তাঁকে নিয়ে আমারও কিছু অপরূপ স্মৃতি ও স্মরণ রয়েছে। প্রায়ই মনে পড়ে সেসব, যার কিছু কিছু লিখেওছি।
    অনেক ধন্যবাদ শাফিন আহমেদ তোমাকে, খুব সুন্দর করে গুছিয়ে বলেছ। অশেষ শুভকামনা রইল।

  • @m.a.moslemmondal-w.b.1510
    @m.a.moslemmondal-w.b.1510 Před 2 lety +12

    আমি এক জন সঙ্গীত প্রিয় মানুষ। কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমকে যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান করি।

  • @subhasisbanerjee9178
    @subhasisbanerjee9178 Před 2 lety +9

    তাঁর কাজ আমাদের সংস্কৃতির সম্পদ। তিনি আমাদের গর্ব। অধিকাংশ আজও আছোঁয়া রয়ে যাওয়া আমাদের 'নজরুলগীতি' সম্পদের পরিবেশন জগতে এক অনন্যসাধারন আলোকবর্ত্তিকা তিনি।
    আপনাকে অভিবাদন তাঁর জীবনের কিছু সময়'কে আমাদের কাছে তুলে ধরার জন্য। আপনার অসাধারণ বাবার সম্বন্ধেও আমরা প্রায় কিছুই জানিনা ! সন্তানদের নিয়ে ওনাদের জীবনসংগ্রাম আমাদের সংস্কৃতি জগতের এক বিশিষ্ট অংশ; লিখুন না, আমাদের সকলের জন্য।
    আপনাকে অনেক অনেক শুভেচ্ছা!

    • @mithunyou
      @mithunyou Před 2 lety +2

      উনি কোনো সময় নজরুল-গীতি বলতেননা; বলতেন নজরুলসংগীত |

  • @sajedurrahman8859
    @sajedurrahman8859 Před měsícem +1

    আশাকরি, শাফিন ভাই প্রতিটি প্রোগ্রামে একটা করে নজরুল সংগীত গাইবেন।

  • @abirlalkhan7644
    @abirlalkhan7644 Před 2 měsíci +1

    শিশু বয়সে সুর সম্পর্কে ধারণা হয় আমার মায়ের কাছে,আর সংগীতে নাটকীয়তা সম্পর্কে ধারণা হয় কিশোর বয়সে ফিরোজা বেগমের গান শুনে!! 🥰

  • @tufan886
    @tufan886 Před 2 lety +13

    I had the opportunity to see these three brothers mostly his elder brother who I think used to be called Bapi and he used to play football with us in a small ground opposite their house in 91 plot, at Tollygunge in West Bengal.

  • @salehtanveer9432
    @salehtanveer9432 Před rokem +3

    thank you. I grew up listening to her songs. It is good that you took the initiative to archive her incomparable collections.

  • @sugandharobi6229
    @sugandharobi6229 Před 11 měsíci +3

    অসাধারণ!!
    ফিরোজা বেগম একবারই আসেন। আল্লাহ্ তাঁর সকল ভালো কাজ কবুল করে নিন। ভুল ত্রুটি মাফ করে জান্নাতবাসী করুন। সন্তান হিসেবে মাকে নিয়ে অনবদ্য বলেছেন আপনি।

    • @bananimukharjee2007
      @bananimukharjee2007 Před 5 měsíci

      অনেক অনেক শ্রদ্ধা ।ভালোবাসা জানাই।

  • @kaziqumruzzaman3247
    @kaziqumruzzaman3247 Před 3 lety +27

    শাফিন সাহেব,আমার মনে হয় আমি আপনার সমবয়সী, ৭১বা৭২ সালের দিকে বড়দের মুখে আপনার মা বাবা সম্পর্কে যা শুনেছি সেগুলো ভুল ছিল, আপনি অনেক ভুল ভাঙ্গিয়েছেন,তখন বলা হতো কমল দাস গুপ্ত নজরুলের জনপ্রিয় গান গুলো ওনার নাম দিয়ে চালিয়ে দিয়েছেলেন, এখন বুঝতে পারছি সেগুলো মিথ্যে, আপনার কাছে এটকা অনুরোধ আপনার মা বাবা সম্পর্কে বিভিন্ন চ্যনেলে বিস্তারিত আলোচনা করুন, তাহলে আমাদের মতো অনেক সঙ্গীত পিপাসুদের অনেক ভুল ভেঙে যাবে,আর ওনাদর ওপর অনেক শ্রদ্ধা বেরে যাবে।

    • @kaziqumruzzaman3247
      @kaziqumruzzaman3247 Před 2 lety +4

      @Butterfly Name মিথ্যা তথ্য দিয়ে একজন বড় মাপের মানুষকে যারা হেয় প্রতিপন্ন করতে চেস্টা করেছে, সত্য প্রকাশ করে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে কেও কারও বিরুদ্ধে কুৎসা রটনা করতে না পারে।

    • @kaziqumruzzaman3247
      @kaziqumruzzaman3247 Před 2 lety +2

      @Butterfly Name ভাই আপনি ঠিকই বলেছেন, তবে চেষ্টা করতে হবে আধুনিক রুচিশীল শ্রোতা তৈরি করতে।

    • @utpalbanerjee382
      @utpalbanerjee382 Před 2 lety +2

      আপনি শুনতে পারেন ফিরোজা বেগমের সাক্ষাৎকার আসাদুজ্জামান নূরের সঙ্গে। অনেক না জানা তথ্য পাবেন।

    • @subalsarkar9770
      @subalsarkar9770 Před 2 lety +1

      মুসলিম মুর্খ দের মুখে শুনেছি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে কে বিয়ে করেছিলেন। আবার রবীন্দ্রনাথের অনুসারী রা নজরুল কে পাগল করে ছিলেন। সব ইসলামী তাকিয়া বাজি পরে বুঝতে পারছি।

    • @Rishitor20
      @Rishitor20 Před 2 lety +1

      Kamal das gupta was my grandfather ( cousin)

  • @Sandy-tw8ru
    @Sandy-tw8ru Před 2 lety +4

    ফিরোজা বেগমের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালবাসা। আপনার মহত উদ্যোগের সফলতা কামনা করি।

  • @sankarkrbose3913
    @sankarkrbose3913 Před 2 lety +10

    Kamal dasgupta...and his beloved wife both they are jeneus in all respect we are great loss for both of them.we all ways remembrance both of them

  • @banum8445
    @banum8445 Před 2 lety +5

    Khub valo laglo. Both legend r porom valobashar sontan apnara. Really appreciating for the work you are doing for Firoja Begum. Please do some for Komodo ji also

  • @manjuli301
    @manjuli301 Před 2 lety +5

    Namashkar 🙏
    Apnar maa baba je amader ki amulya dhan diye gaichhen ta bhashay bojhate parbo na. Amar ma baba Dhakar kintu amra ekhane jonmechhi tao gyaan howa theke ghore shob shomoy ashadharon songstress Firoza Begum, Adwitiyo atuloniyo music director-singer Kamal Dasgupta r Nazrul Sangeet,Rabindro Sangeet o tokhonkar Adhunik gaan shunei boro hoyechhi.Aaj o shey shob gaan shunle onyo jogote chole jai. Tobe apnader videos gulo dekhe onek na jaana tothyo jante parlam,aro bhalo laglo,aro bismito holam.....jamon Firoza Begum er 1hr er akta interview, Dr Kamal Dasgupta r 100 yr anniversary celebration in Dhaka etc 🙏🙏
    Onara manush not,amader kachhe God of Music 🙏. Aik debi aik debotar shaathe swarga create korechhe 🙏🙏
    Kaji Nazrul Islam to amar kachhe Parameshwar 🙏🙏Uni amar kachhe Nobel Laureate 🙏🙏
    May God bless you n your family 🙏🙏💐💐💐💐

  • @kalidasnandan1032
    @kalidasnandan1032 Před rokem +3

    আপনার মায়ের(ফিরোজা বেগম)সমন্ধে অনেক কিছু শুনলাম এবার আপনার বাবা (কমল দাশগুপ্তের) কথা আপনার মুখ থেকে শুনতে চাই এবং জানতে চাই এক মহান সুরকারের কথা।ভাল থাকবেন।

  • @mujibulquader6325
    @mujibulquader6325 Před 2 lety +3

    We need a full Mooviey on Legend Feroza Begum and Kamal Das Gupta.

  • @tarunghatak2679
    @tarunghatak2679 Před 2 lety +7

    ফিরোজা বেগম আমাদের অন্তরে চিরকাল থাকবেন।

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff Před 10 měsíci +1

    অসাধারণ বক্তব্য ❤❤❤❤❤❤❤

  • @TariqueMahmud313
    @TariqueMahmud313 Před 2 lety +4

    ভাবতে অবাক লাগে...শাফীন ও হামিন আহমেদের বাবা কমল দাশ গুপ্ত, যিনি ছিলেন আধুনিক বাংলা গানের জনক ও মুকুটহীন রাজা। উনাকে নিয়ে খুব কম মানুষকেই কথা বলতে দেখি।

    • @pujatv8613
      @pujatv8613 Před 2 lety +2

      আমার খুব কষ্ট লাগে ফিরোজা বেগমের তিন ছেলে তারা কেউ তার বাবা কমল দাসকে নিয়ে খুব বেশি স্মৃতিচারণ করেন না।তারা তিনভাই আমার খৃব পছন্দে শিল্পী। আশাকরি মুকুহীন সম্রাট কমল দাশকে নিয়ে তার ছেলেরা কথা বলবে।

    • @TariqueMahmud313
      @TariqueMahmud313 Před 2 lety +1

      @@pujatv8613 সহমত

    • @SagorBloge-sb
      @SagorBloge-sb Před 6 měsíci

      ​@@pujatv8613ভাই শাফিন হামিন আর এক ভাই এর নাম কি বলবেন প্লিজ

  • @sukdevsardar8649
    @sukdevsardar8649 Před rokem

    Thanks...khub valo laglo...India

  • @karunasikder4360
    @karunasikder4360 Před 2 lety +1

    Thank you

  • @afahmid
    @afahmid Před 2 lety +1

    What an insightful interview.

  • @mohsinzaman199
    @mohsinzaman199 Před 11 měsíci +1

    Firoza Begun and Kamal Das Gupta were our legends

  • @nasreenzinia8664
    @nasreenzinia8664 Před 2 lety +3

    Allah give her Jannah ♥️cannt But fall in love with feroza begum 💕

    • @yeacinhossain103
      @yeacinhossain103 Před 4 měsíci

      কিভাবে জাননাতের আশা করেন করছে হিন্দু কে বিয়ে

  • @Scruples1
    @Scruples1 Před 2 lety +5

    অসম্ভব শ্রদ্ধা আর ভালোবাসা আপনার প্রয়াত মার জন্য। আপনি নিজেও অনেক ভালো শিল্পী এবং খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। বলতে বাধ্য হচ্ছি আপনার বাবা এবং মা বাংলাদেশে প্রকৃত স্বীকৃতি পেয়ে যান নি। পশ্চিমবঙ্গ ছাড়ে যাওয়া উনাদের ভুল হয়েছিল। আমি বাংলাদেশের লোক।

  • @KRNandi
    @KRNandi Před rokem

    আমি সেই ছোট্ট বেলা থেকেই তার গান শুনে আসছি । একতো আমি নজরুল গীতি ভালোবাসি তার উপর ফিরোজা বেগম সুতরাং বুজতেই পারছেন । এখন অন্য অনেক গান শুনলেও আগে ফিরোজ বেগমের নজরুল গীতি আর ভূপেন হাজারিকার গান ই কেবল শুনতাম ।তাই তার গানের ডিজিটাল archaive এর ব্যাপারটা খুশির খবর বইকি।

  • @namitadutta2295
    @namitadutta2295 Před 10 měsíci

    অন্তরে তুমি আছো চির দিন, শিল্পী কে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম 🌷👃🌷👃

  • @user-wn8py7rc6u
    @user-wn8py7rc6u Před 2 lety +4

    আল্লাহ তুমি ফিরোজা বেগমকে জান্নাতুল ফেরদৌস দান কর।আমিন।

    • @yeacinhossain103
      @yeacinhossain103 Před 4 měsíci

      উনি হিন্দু কে বিয়ে করছেন জান্নাতের আশা করেন আফসোস

  • @petsnaturelove
    @petsnaturelove Před 10 měsíci

    This is a beautiful loving story

  • @sankarkrbose3913
    @sankarkrbose3913 Před 2 lety +7

    We have lost òur be loved great. Singer riroja begum we never. Forget her we are West. Bengal fellow in Indian. We heartily salute to her

  • @taposirabeyaruma7722
    @taposirabeyaruma7722 Před 7 měsíci

    নজরুল সংগীতের সাথে যে নামটি সর্বাগ্রে আসে সেটি ফিরোজা বেগম...অনেক শ্রদ্ধা। ❤ আল্লাহপাক উনাকে জান্নাত দান করুন।

    • @yeacinhossain103
      @yeacinhossain103 Před 4 měsíci

      জান্নাত নয় জাহান্নাম

  • @maheennoor
    @maheennoor Před rokem +1

    ছোটবেলা যখন বিটিভিতে ফিরোজা বেগমের গান দেখতাম ভাবতাম উনি বুঝি কোন পরী।সাদা কালো যুগের বিটিভি। উনার হালকা রঙের পোশাক। এখনো সে মেমোরি আছে যদিও খুব ঘোলা ঘোলা। সবাই মিলে গান শুনতাম, মহবিষ্ট হয়ে থাকতাম।

  • @salahuddinahmed2360
    @salahuddinahmed2360 Před rokem

    FIROZA APA a lot of thanks and salaam for you.

  • @faruqueahmed4363
    @faruqueahmed4363 Před 2 lety

    Yes, your decision of archiving is nice and I hail.OK.

  • @zubairahmed5181
    @zubairahmed5181 Před 2 lety +1

    Shafin Bhai unar maa r voice abd accent paisen mashallah

  • @smritisikharoy2966
    @smritisikharoy2966 Před 2 lety +2

    Amar khub khub priyo shilpi

    • @indranibhattacharya3515
      @indranibhattacharya3515 Před 2 lety +1

      Apnar maar gaan ami alpa bayas thake sunchi kiapurba gala nasunle bojha jabena apni ki koren

  • @faisalahmed7796
    @faisalahmed7796 Před 2 lety +2

    Tribute to Firoza Begum

  • @jagyaseniproductions1031
    @jagyaseniproductions1031 Před 2 lety +3

    Amra bharatiyo ra....specially.....e parer bangali ra khub I lojjito....amader Uchit chhilo......esab excellent quality r artist o creator der proti aro careful hoa....apnaar maa o baba k sothikvabe rakhte pari ni.....ei regrets konodin jabe na

  • @tusarkantipalodhy4775

    আমার আরাধ্যা দেবী ফিরোজা বেগম কে আমার ভালবাসা ও প্রণাম জানাই।❤

  • @tufan886
    @tufan886 Před 2 lety +1

    Felt a bit sad not to hear much about his father Sri Kamal Dasgupta. Has he made any plan to work on his father’s songs?

  • @jharnakiranchowdhury5174
    @jharnakiranchowdhury5174 Před 3 lety +22

    কমল দাশগুপ্ত সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা জানতে চাই ।

    • @wallmakers6386
      @wallmakers6386 Před 2 lety +5

      Nijeder jonmo data Baba Komol Dash Gupta somporkee Shafin & Hameen are not very interested to talk much.We want to know more about Komol Dash Gupta & his life.

    • @alamnur2934
      @alamnur2934 Před 2 lety +4

      @@wallmakers6386 শাফিন আহমেদ সাহেব বলেছেন তার বাবা সম্পর্কে এক অনুষ্ঠানে, আমি শুনেছিলাম

    • @pranabmitra5241
      @pranabmitra5241 Před 2 lety

      Yes

  • @anowershahid3063
    @anowershahid3063 Před 5 měsíci

    Komol das gupto was a great musician and producer but we did not give him our price full honour.

  • @rinayesmin6886
    @rinayesmin6886 Před 2 lety +1

    Assalamualyakum, your mom is one of my favorite singer. I salute her, May Allah grant her Jannatul ferdous Ameen. However, brother during an interview you mentioned that her supporter Salamed by bowing down with their head on her directed down towards her feet. According to Islam that’s not right. We are only allowed to bow down to Allah. I think you try to tell that her supporter Salam by touching her feet. I hope I was able explain it well. Again I really respect your both parents. May Allah grant them jannatul ferdous. Ameen 🤲🤲🤲

  • @lalinrock8700
    @lalinrock8700 Před 11 měsíci

    Protidin Suni . Komol Dus sir er sure unar gaan.

  • @manikachowdhury7075
    @manikachowdhury7075 Před 2 lety +9

    এত বড় একজন বাবার সন্তান, কমল দাশ গুপ্তের কথা বলেন না কেন ??

    • @pranabchowdhury5398
      @pranabchowdhury5398 Před 2 lety +2

      আপনি তো আপনার বাবা সমন্ধে কিছুই বললেন না। আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। আপনার বাবা তো বিনা চিকিৎসা মারা গেছেন। আপনার মা তো অনেক গান থেকে রোজগার করা সত্ত্বেও বাবা বিনা চিকিৎসা মারা গেছেন। আপনার বাবা যতটা জানি আপনার মা কে খুব ভালো বাসতেন। আপনি বাবার কথা না বলে মায়ের কথা বলেছেন।

  • @bharatpathik9036
    @bharatpathik9036 Před rokem +1

    সঞ্চালকের অজ্ঞতা এই দীর্ঘ অনুষ্টানের পূর্ণতা দানে বাঁধা সৃষ্টি করলো। প্রতিথযশা পিতামাতার সন্তান, সত্যি বলতে পিতা যদি সূর্য, মা তাঁকে ঘিরে আবর্তিত কোন গ্ৰহ। এহেন পিতা এই দীর্ঘ আলাপচারিতায় একেবারে অনুচ্চারিত থেকে গেলেন, এমনকি পুত্রের কাছেও, অবিশ্বাস্য।

    • @user-ke6tv3ku7d
      @user-ke6tv3ku7d Před 6 měsíci

      সে তো ফিরোজা বেগমকে নিয়েই স্মৃতিচারণ করেছে এখানে!

    • @bharatpathik9036
      @bharatpathik9036 Před 6 měsíci

      @@user-ke6tv3ku7d ,
      ফিরোজা বেগমকে নিয়ে স্মৃতিচারণ কিন্তু তাঁকে যিনি গড়েপিঠে পাদপ্রদীপের আলোয় নিয়ে এলেন, তিনি সম্পূর্ণ অনুচ্চারিত থেকে গেলেন। স্মৃতিচারণ সম্পূর্ণ হলো কি ?

  • @mnopqrst7284
    @mnopqrst7284 Před 2 lety +2

    Kolkatar manush onk ruchishil. Tara valo gan sonen. Mohan shilpir jatajoto somman dite janen

  • @ajitchandrabardhan8376

    Dada kore jan.uni bonga jonani.

  • @bivadas2404
    @bivadas2404 Před 2 lety +1

    Kamal Dasgupta er choto chele ki kore kothai ache janaben??

    • @ogrohayan
      @ogrohayan Před 2 lety +1

      Google e Shafin Ahmed likhe search dile peye jaben

  • @minatipaul3076
    @minatipaul3076 Před 2 lety +1

    W e want to know about your father kamaĺ dasgupta in your life.

  • @reamsiamilushai3433
    @reamsiamilushai3433 Před rokem

    ওনাকে প্রনাম , ওনাকে কিছুই দিতে পারেনি বাংলাদেশ, উনি যে যুদ্ধটা করেছিলেন নিজের দেশে ফেরত আসার জন্যে তার মূল্য কি আমরা দিয়েছি?

  • @shaikhabdulahmahmud8790
    @shaikhabdulahmahmud8790 Před 21 dnem

    আপনি বাবা মা র নাম কি উজ্জ্বল করতে পেরেছেন ?

  • @kmrashid4807
    @kmrashid4807 Před 2 lety

    Kamal Dashgupta ke jantaam na tobe Feroaza Begum amader legend ebong taar Bangladesh ei move Kora sresta decision cilo kenona tini ei Bangla er meye aar Joy Bangla er Manush.

    • @abcde1646
      @abcde1646 Před 4 měsíci +1

      এই বাংলায় কিন্তু দুজনই একরকম জনপ্রিয় । কারুর ধর্ম কিন্তু বাধা হয়ে দাড়ায় নি।। অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে কমল দাশগুপ্তের মত বাংলার শ্রেষ্ট সঙ্গীতকার ওপার বাংলায় বোধ হয় ধর্মের কারণেই উপেক্ষিত। ভালোবাসার জন্য এটা ওনার বিরাট sacrifice।

    • @kmrashid4807
      @kmrashid4807 Před 4 měsíci

      @@abcde1646 but legends never forgotten! Ei banglaii ou ekhon tini porichito enong shonmanito! Ei banglai ou onek shilpii aase jader jibon ei dharma Kono badha hoye darai ni, tader shamay karon ta hoi to bhinno cilo!

  • @sabujsarker4877
    @sabujsarker4877 Před 5 měsíci

    মায়ের মত হতে পারলেন না

  • @lilygoswami4352
    @lilygoswami4352 Před 3 lety +3

    কমল দাশগুপ্ত ছেলে সাফিন আহমেদ এটা একটা ডোমিনেট নয় তো।

    • @mahedihasan5276
      @mahedihasan5276 Před 2 lety +5

      He was converted to Islam name: Kamal Hossain. Maybe 😏

    • @jagyaseniproductions1031
      @jagyaseniproductions1031 Před 2 lety

      @@mahedihasan5276 na....kamaluddin.....we.....from west bengal.....are v unfortunate.....ei bharat r to uchit chhilo.....ekhane ei family r proti aro careful hoa.....chole gelen o deshe

    • @utpalbanerjee382
      @utpalbanerjee382 Před 2 lety +2

      @@jagyaseniproductions1031 কামাল উদ্দিন আহমেদ

  • @subalsarkar9770
    @subalsarkar9770 Před 2 lety +4

    আপনি কি কমল দাশগুপ্তের ছেলে নন? তাহলে আপনার নামের শেষে দাশগুপ্ত কৈ? নজরুল ইসলামের ছেলে অনিরুদ্ধ বাঙলা ভাষার শব্দ কিন্তু সাফিন আহমদ কেন? মুসলিম নয় মানুষ হিসেবে দেখতে চাই আপনাকে। আব্বা কেন বাঙলা শব্দ বাবা মা বলবেন।

    • @alamnur2934
      @alamnur2934 Před 2 lety +6

      দাশগুপ্ত নয় কেননা কমল দাশগুপ্ত বিয়ের সময় মুসলিম হয়েছিলেন

    • @subalsarkar9770
      @subalsarkar9770 Před 2 lety +1

      @@alamnur2934 মুসলিম হওয়া কৃতিত্ব নয় । প্রতিভা বিকাশের সুযোগ হলো না এটাই দুঃখ এর। এরা মানুষ হয়ে ভারতে জীবন যাপন করতে পারলে বাংলা সিনেমা সঙ্গীত জগতের আরো সমৃদ্ধি হতো। নজরুল ইসলামের প্রমিলা র জীবন যাপন সঙ্গীত সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। কট্টর মুসলিম উম্মাহ তাকে ঘাড়ে মাথায় না মারলে হয়তো নোবেল পুরস্কার বিজয়ী তিনি ও হতেন। ঐ কট্টর মুসলিম রা ইসলাম তথা মানুষ জাতির দুশমন অথচ ওতেই ওদের আনন্দ

    • @subalsarkar9770
      @subalsarkar9770 Před 2 lety

      @@alamnur2934 foul speech it's. None change their ism. It's muslim community s self satisfaction nothing else.

    • @alamnur2934
      @alamnur2934 Před 2 lety +1

      @@subalsarkar9770 উনি ধর্মান্তরিত হয়েছিলেন,নাম রেখেছিলেন কাজী কামাল উদ্দীন, এখন আপনি অস্বীকার করতে চাইলে করেন

    • @subalsarkar9770
      @subalsarkar9770 Před 2 lety

      @@alamnur2934 তাহলে ফিরোজা বেগম কমল দাশগুপ্ত বলে সম্বোধন করছেন কেন? ফলে সত্য হলে মরার আগেই মেরে ফেলে ছিলেন। এটাই ইসলামের বড় দোষ, মানুষ কে মানুষ নয় মুসলিম বানাতে চান। যা হত্যা র সামিল।

  • @priankabose9803
    @priankabose9803 Před 2 lety +3

    Komol Dasgupta r kono protibha e tar chele ra pay ni . 😪😪

  • @sanjitaparna7656
    @sanjitaparna7656 Před rokem

    This is not shafin Ahmed

  • @subalsarkar9770
    @subalsarkar9770 Před 2 lety +8

    কমল দাশগুপ্তের প্রতিভা বিকাশের ক্ষেত্রে বাধা ঢাকায় আসা। তাঁর সাফল্য অনিবার্য হয়ে ওঠতো কোলকাতায় থাকলে। তাঁর চিকিৎসা পেতে বাধা ঢাকা। কোলকাতা থাকলে উভয়ের শিল্প প্রতিভা বিকাশের সুযোগ হতো।

    • @MrProloy1234
      @MrProloy1234 Před rokem

      যথার্থ বলেছেন। কমল দাশগুপ্ত ঢাকা যেয়ে যেন হারিয়ে গেলেন। কলকাতা থাকলে কমল দাশগুপ্ত এ ভাবে বিস্মৃত হতেন না।

    • @ritaghosh6570
      @ritaghosh6570 Před 4 měsíci

      Right

  • @SagorBloge-sb
    @SagorBloge-sb Před 6 měsíci

    আপনার বাবা কি হিন্দু ছিলেন

  • @subalsarkar9770
    @subalsarkar9770 Před 2 lety +4

    কোলকাতা শহরে সঙ্গীত শিল্প নৃত্য বাদ্য এর অধিক সুব্যাবসহা সত্ত্বেও হিংসুটে সাম্প্রদায়িক শহর ঢাকায় ফেরার তাগিদ কেন? ৭১ সালের ঝুঁকিপূর্ণ ঢাকা আসার কি দরকার ছিল?

  • @MizanurRahman-sh9rs
    @MizanurRahman-sh9rs Před 2 lety

    Vai, apnar mar Jonno doa korben. The best life is the life of Islam. A Muslim lady cannot marry a non Muslim. This is pathetic..

    • @asrana9919
      @asrana9919 Před 2 lety

      Brother, He was converted into Muslim named Kamal Uddin Ahmed

  • @nspbdyoutube6627
    @nspbdyoutube6627 Před 2 lety

    Uni hocheen bangladesh er ekmatro english man with bangladeshi parents. Unar vab shab hoche britain er raj poribar er moto… a complete MAL uni.

  • @samirsen8955
    @samirsen8955 Před 2 měsíci

    একটা সময় নজরুল সঙ্গীত শিল্পী হিসাবে ফিরোজা বেগমের নাম ছাড়া আর কারও নাম জানতাম না। পরে এইহ এম ভি তে চাকরির সুবাদে কমল দাশগুপ্ত কে দেখেছি অত্যন্ত বেশি পান খেতেন। সব সময় মুখে পান। এখন নজরুল সঙ্গীতে কত শিল্পী।।

  • @khansaheb.7860
    @khansaheb.7860 Před 4 měsíci +1

    ভারতের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি জলপাই গুড়ি বাকালি হাউস প্রধান বঙশো ইত্যাদির সাথে আপনাদের কোন সম্পর্ক আছে?

  • @bdhis24
    @bdhis24 Před rokem

    bdhis24