হযরত ঈশা (আ:)-এর ক্রুশে চড়ানোর ভ্রান্ত ধারণার খন্ডন / আলহাজ্ব আব্দুল আউয়াল খান চৌদুরী

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2020
  • মসীহ্‌ বিভ্রাট
    গয়ের আহ্‌মদীদের বিশ্বাসঃ
    গয়ের আহ্‌মদীদের বিশ্বাস এই যে, ঈসা (আঃ) আল্লাহর এক নবী ছিলেন। তাঁকে ইহুদীগণ শূলে দিয়ে বধ করতে চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ্ তাঁকে উঠিয়ে চতুর্থ আকাশে নিজের কাছে নিয়ে গিয়েছেন। আর ঈসা (আঃ)-এর আকৃতি বিশিষ্ট অন্য এক ব্যক্তিকে শূলে দিয়ে বধ করেছে।
    আহ্‌মদীদের বিশ্বাসঃ
    আহ্‌মদীগণ বিশ্বাস করেন যে, আল্লাহ্‌র নবী ঈসা (আঃ)-কে ইহুদীরা অভিশপ্ত করে বধ করবার জন্য শূলে দিয়েছিল। কিন্তু তিনি শূলে প্রাণত্যাগ করেন নি। শিষ্যদের চেষ্টা মুর্ছিত অবস্থায় শূল থেকে নামবার পর বহু বৎসর জীবিত থেকে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।

Komentáře • 5