বৃষ্টির দিনে মাছ চাষিদের করণীয় কি, বৃষ্টিতে মাছকে খেতে দেয়া যাবে কিনা! Fish feeding during rain

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2023
  • প্রতি মাছ চাষীই জানেন প্রচন্ড বৃষ্টিতে খাবার দিতে হয় না। তারপরেও অনেকেই এই কাজটি করেন। এই বৃষ্টিতে আপনাদের করণীয়-
    ১. বৃষ্টির কমপক্ষে দুই ঘন্টা পর খাবার দিন।
    ২. বৃষ্টির পর এ্যামোনিয়া টেস্ট করবেন না, বৃষ্টির পর এ্যামোনিয়া এমনিতেই বেড়ে যায়।
    ৩. মাছের খাদ্যের পরিমাণ কমিয়ে দিন, বিশেষ করে যাদের ফিনিশার পর্যায়ে আছে।
    ৪. ভাল প্রোটিনযুক্ত খাদ্য অল্পতেই কাজ করে, তাই খাবারের প্রোটিন লেভেল বুঝে খাদ্যের পরিমাণ নির্ধারণ করুন। মনে রাখবেন, এক দুদিন খাবার না খেলে মাছ মরবে না। কিন্তু অতিরিক্ত খাবারে মাছ মারা যায় বেশি।
    ৫. খাদ্যের সাথে ভিটামিন সি দিন। তাতে বজ্রপাত বা কোন সংকটে মাছ প্রতিকুল অবস্থা এড়াতে পারে।
    ৬. খাবার দেয়ার সময় অবশ্যই একজায়গায় দিবেন না। এতে বন্টন হয় না।
    ৭. বাইরের ময়লাযুক্ত পানি পুকুরে যেন বা ঢুকে তার জন্য পাড় উচু করে দিন এবং পাড়ে নেট ব্যবহার করুন।
    ৮. মেঘলা দিনে মাছ ভাসতে পারে, অপেক্ষা করুন। এটা স্বাভাবিক। তবে পানির রঙ পরিবর্তন হলেই এ্যারেটর ব্যবহার করুন।
    ৯. চাষের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করুন যেন বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো যায়
    আরো বিস্তারিত পরামর্শের জন্য কল করুন-☎ 01318 488 766
    ইকো ফিসক্যল পাওয়ার কম্বপ্যাক এ
    যা যা থাকছে জেনে নিন।
    👉ইকো লাইট ৩ কেজি
    👉ইকো ফিসক্যাল ২ কেজি
    👉ইকো পাওয়ার ২০০গ্রাম
    👉ইকো গ্রোথ প্রমটর ১ কেজি
    📦 মোট ৬ কেজি ২০০গ্রাম 📦
    প্যাকেজ মূ*ল্য 💰 1990/- ৩ মাসে বাম্পার ফলন এবং ৪০% খাবার সাশ্রয়
    👉ইকোফিসক্যাল পাওয়ার কম্বপ্যাক🔻উপকারিতা
    ✅পুকুর অ্যামোনিয়া, নাইট্রাইট অন্যান্য সকল গ্যাস শোষন করে বিষাক্ত তলানী ও কালো মাটি শোধন করে পুকুরের মাটি ও পানি জীবানুমুক্ত রাখে।
    ✅অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং পানিতে ফাইটোপ্লাংক্টন ও জুয়োপ্লাংক্টন তৈরি করে।
    ✅পানির পি এইচ ও এমোনিয়া নিয়ন্ত্রণ করে,পানি এবং মাটি দূষণ মুক্ত রাখে।
    ✅পুকুরের তলদেশের পরিতেক্ত খাবারকে উপরে নিয়ে আসে।
    ✅মাছের রক্তের স্বাভাবিক প্লাজমা ক্যালসিয়ামের মাত্রা নিশ্চিত করে।
    ✅মাছের খনিজ অভাবজনিত রোগ প্রতিরোধ করে,মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধিকরে।
    ✅পুকুরের পরিবেশ মাছ চাষের উপযোগী করে তোলে।
    ✅দ্রুত মাছের ফলন বৃদ্ধি করে। ইনশাআল্লাহ ৬০ দিনে বাম্পার ফলন।
    👉ব্যাবহার মাত্রা ও প্রয়োগবিধি :
    ১ ম দিন 🔷ইকো লাইট ( Eco lite ) : পুকুরের ৬ ফুট গভীর জলাশয়ের জন্য প্রতি শতকে ১০০ গ্রাম অথবা ১ বিঘাতে ৩ কেজি।
    ২য় দিন 🔷 ইকো ফিসক্যাল( Eco Fishcal ): পুকুরের ৬ ফুট গভীর জলাশয়ের জন্য প্রতি শতকে ৬০ গ্রাম অথবা ১ বিঘাতে ২ কেজি।
    ৪র্থ দিন 🔷 ইকো পাওয়ার ( ECO Power ): পুকুরের ৬ ফুট গভীর জলাশয়ের জন্য প্রতি শতকে ৬ গ্রাম অথবা ১ বিঘাতে ২০০গ্রাম ইকো পাওয়ার এর সাথে ২ কেজি চিটা গুর এর সহিত ২০ লিটার পানি দিয়ে ২৪ ঘন্টা ভিজিয়ে রদ্রময় সময়ে পুকুরের পানিতে মিশিয়ে দিন।
    🔷ইকো গ্রোথ প্রমোটর ( Eco Growth Promotor )
    👉প্রতি ১ কেজিতে খাদ্যের সাথে ৩-৫ গ্রাম Eco Growth Promotor মিশিয়ে নিয়মিত ব্যাবহার করতে হবে অথবা পানির সাথে মিশিয়ে ব্যাবহার করতে হবে।
    বি:দ্র: পুকুরের গভীরতা অনুযায়ী ইয়ার মাত্রা কম বা বেশি হতে পারে ।
    মৎস্য বিশেষজ্ঞের ডা: পরামর্শ অনুযায়ী প্রয়োগ করুন।
    📲আজই অর্ডার করুন- ☎ 01318 488 766 অফিস- ☎01705 48 36 70
    🚒সারাদেশে কুরিয়ারে ডেলিভারি দেওয়া হচ্ছে /
    অফিসে এসে সংগ্রহ করা যাবে 🚒
    🏠 হেড অফিসের ঠিকানা: Tm Agro & Fisheries
    ❐নাটোর সদর : ( পচুর হোটেল সংলগ্ন ) ,হাউজ নং (3) চকরামপুর,নাটোর।
    #ইকো_ফিসক্যাল_পাওয়ার_ব্যাবহারের_নিয়ম

Komentáře • 8

  • @MotiyaJahan
    @MotiyaJahan Před 7 měsíci +2

    সুন্দর তথ্য সহ বিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।

  • @farukhossin3539
    @farukhossin3539 Před 11 měsíci +1

    ❤❤❤❤

  • @BusLoverab
    @BusLoverab Před 11 měsíci +1

    জাজাকাল্লাহ খাইরান

  • @NurAhmed-gq3ho
    @NurAhmed-gq3ho Před 11 měsíci +1

    ভাট আমার নতুন একটা পুকুরে পানি অতিরিক্ত গোলা যার কারণে মাছ গুলো মারা যাচ্ছে,, এবং বাড়ির পানিও পুকুরে গিয়ে দূষিত হয় এখন কি করতে হবে,,

    • @tmagrofisheries2745
      @tmagrofisheries2745  Před 6 dny

      বিস্তারিত পরামর্শের জন্য কল করুন-01705483689

  • @shorifpatwory2799
    @shorifpatwory2799 Před 11 měsíci

    খাবারে সাথেই ভিটামিন দিব?

    • @md.ashrafulhaqueshaun9431
      @md.ashrafulhaqueshaun9431 Před 8 měsíci

      অবশ্যই খাবারের সাথে দিবেন। যেগুলো পানিতে দেয়া হয় সেগুলো আমরা বলেই দেই