রিয়াযুল জান্নাহ-পৃথিবীতে এক টুকরা জান্নাত|| যেখানে জিব্রাইল ফেরেস্তা নামতেন|| Riazul Jannah Madinah

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #medina #RiazulJannah
    মসজিদে নববী (আরবি: المسجد النبوي‎‎) মুহাম্মদ কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। মুহাম্মদ হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ মসজিদ। মসজিদ দিনরাতের সবসময় খোলা থাকে।
    মুহাম্মদ এর বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণকাজে অংশ নিয়েছিলেন। সেসময় মসজিদ সম্মিলনস্থল, আদালত ও মাদ্রাসা হিসেবে ভূমিকা পালন করেছে। পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন করেছেন। ১৯০৯ খ্রিষ্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়।[২] মসজিদ খাদেমুল হারামাইন শরিফাইনের নিয়ন্ত্রণে থাকে। মসজিদ ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজ্জের সময়ে আগত হাজিরা হজ্জের আগে বা পরে মদিনায় অবস্থান করেন।
    উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে সম্প্রসারণের সময় মুহাম্মদ এবং প্রথম দুই খুলাফায়ে রাশেদিন আবু বকর ও উমরের কবর মসজিদের অংশ হয়।[৩] মসজিদের দক্ষিণপূর্ব দিকে অবস্থিত সবুজ গম্বুজ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।[৪] এটি আয়িশার বাড়ি ছিল।[৩] এখানে মুহাম্মদ এবং তার পরবর্তী শাসক দুইজন খলিফাকে দাফন করা হয়। ১২৭৯ খ্রিষ্টাব্দে কবরের উপর একটি কাঠের গম্বুজ নির্মিত হয়। এটি পরবর্তীতে ১৫শ শতাব্দীতে কয়েকবার এবং ১৮১৭ খ্রিষ্টাব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্য‌বর্ধি‌ত করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] বর্তমান গম্বুজটি ১৮১৭ খ্রিষ্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয়।[৪] এবং ১৮৩৭ খ্রিষ্টাব্দে প্রথম সবুজ রং করা হয় ফলে এর নাম সবুজ গম্বুজ হয়েছে।
    ব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্য‌বর্ধি‌ত করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] বর্তমান গম্বুজটি ১৮১৭ খ্রিষ্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয়।[৪] এবং ১৮৩৭ খ্রিষ্টাব্দে প্রথম সবুজ রং করা হয় ফলে এর নাম সবুজ গম্বুজ হয়েছে।
    ##কাবা শরীফের অলৈকিক ঘটনাসূমহ। জেনে নিন অজানা ইতিহাস। History of Kaaba জানতে ক্লিক করুন • কাবা শরীফের অলৈকিক ঘটন...
    The area between the Sacred Chamber and the Pulpit (Mimbar) is known as the Riadhul Jannah i.e. Garden of Paradise. It is presently distinguished by a green carpet and is also referred to as Rawdah.
    Abu Hurairah (may Allah be pleased with him) narrated that the Prophet (ﷺ) said:
    “Between my house and my pulpit lays a garden from the gardens of Paradise, and my pulpit is upon my fountain (Al-Kauthar).” [Bukhari]
    Scholars have interpreted the above narration as follows: The Garden is parallel to a garden above it in Paradise. Or it is in reality a garden of paradise, which will be returned to paradise in the hereafter. Or it is like the gardens of paradise, because the peace and tranquility which is experienced in it when engaged in the remembrance of Allah resembles that of paradise. [Akhbar Madina tur Rasool, Ibn Najjar]
    The original size Is approximately 22 meters in length and 15 meters in width, part of it is in the
    Disclaimer:
    a small audio part of AwakeningRecordsLTD from Insya Allah(Malay-Vocals only version)-Maher Zain is used as intro section of around 5-6 seconds approximately mistakenly. Credit goes to the owner for that.it was under fair use only.chamber of the Prophet (ﷺ).

Komentáře • 3