১৫ আগস্টে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে । Zahed's Take । জাহেদ উর রহমান । Zahed Ur Rahman

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024

Komentáře • 1,2K

  • @saleheentv8742
    @saleheentv8742 Před 26 dny +507

    স্বাধীনতা আপনার অবদান কম নয়,কিন্তু সবাই পিনাকী,ইলিয়াস,কনক,সাহেদ ওদের ভিড়ে এই সাধা সিধা মানুষ টিকে ভুলে গেছে,মনে রাখতে হবে আপনি দেশে থেকে সংগ্রাম করেছেন,অনেক অনেক সম্মান আপনাকে❤❤❤

    • @user-iz7be6sy9q
      @user-iz7be6sy9q Před 26 dny +12

      আপনার কাছে আমি একটি প্রশ্ন যাদেরকে রিমান্ডে নিলো ওদের কি দুমায়া পিটাবে? পিটালে তো অনেক মজাই মজা

    • @kakatua7047
      @kakatua7047 Před 26 dny +16

      অন্যদের থেকে উনার গুরুত্ব বেশি।উনাকে কেউ ভুলবে না।

    • @anikvy
      @anikvy Před 26 dny

      জাহেদ মালেক আর পিনাকী এর মধ্যে এটাই পার্থক্য। মালেক সাহেব যেটা ভুল তার সমালোচনা করেন যেটা পিনাকী করে না। আওয়ামী লীগ ছাড়া যারা সমাজে অরাজকতা সৃষ্টি করে সেটা তার চোখে পড়ে না

    • @zannatultasnim9345
      @zannatultasnim9345 Před 26 dny +21

      গতকালের ১টা ভিডিওতে ইলিয়াস ভাই উনার ইউটিউব চ্যানেলে আলোচনার সময় জায়েদ স্যার কে নিয়ে পজেটিভ কথা বলেছেন।

    • @tanmayhosenratan1157
      @tanmayhosenratan1157 Před 26 dny

      তিনি অবদান রেখেছেন অবশ্যই।
      তবে ওই যে 'ভিড়' কথাটা বলা হলো,আর বলা হলো জাহেদ স্যারকে ভুলে গেছে মানুষ, ওটা ভুল বলা হলো।
      আমাদের পচে যাওয়া মানসে প্রথম সত্যের আঘাত করেছিল যথাক্রমে ইলিয়াস হোসেন, পিনাকী ভট্টাচার্য, কনক সারওয়ার।
      এরা পায়োনিয়ার, কিন্তু সেই দলের পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবী হলেন আমাদের জাহেদ স্যার। এরাই আমাদের স্বাধীনতার চার খলিফা যারা আমাদের মননে চিন্তায় চরম সত্যের তীরের আঘাত করেছেন।
      আবার আরও একজন আছেন, যিনি আমাদের রগে রগে শিরায় শিরায় বিশ্লষণ করেছেন, ইথিক্যাল থিংকিং শিখিয়েছেন তিনি হলেন ফাহাম আব্দুস সালাম তার এপ্রোচ অন্য সবার চেয়ে আলাদা।আমরা কি মেজর দেলোয়ার স্যারের কথা মনে রাখবনা?অবশ্যই তাকে মনে রাখা হবে। নাম মনে থাকতে না ই পারে কিন্তু
      জাহেদ স্যারকে, জাহেদ স্যারদের কেউ ভুলেনি, ভুলবেও না, একজনও না।
      তাদের ইতিহাস লেখা থাকবে। তারা সংখ্যায় ১৫ জনের অধিক নয়, যারা আমাদের সামনে ন্যায় প্রেজেন্ট করেছিলেন।

  • @AbdulAziz-nk9ip
    @AbdulAziz-nk9ip Před 26 dny +145

    স্যার! আমার বাবা নিরিহ নিরাপ্রাধ মানুষ ছিলেন৷ আমার বড়বোনের শশুর জামাত করেন তিনি আমাদের বাড়িতে বেড়াতে আসার অপরাধে আমার বাবাকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করে আমার বাবা তৎক্ষনাত স্পটেই মারা যান৷ থানায় মামলা করতে গিয়ে ছিলাম মামলাতে নেয়-ই নি উল্টো আমাকে দেশ ছাড়তে হয়েছে৷ আজ নয় বছর পর বাড়িতে এসেছি ঢাকার কেরানীগন্জে লুকিয়ে থেকে মসজিদের ধোয়ামোছা খাদেমের কাজ করে নয় বছর কাটিয়েছি৷ আমার বাড়ির দরজায় আমার বাবার কবর দেখে বুকটা ফেটে যায়৷ সেই পিটুনি সহ্য করতে না পেরে বাবা কেমন করছিলো সে দৃশ্য চোখে ভেসে বেড়ায়৷ বলুন স্যার আজো কী আমি চুপ থাকবো? আর পারছিনা৷ আর পারছিনা৷

    • @kawseralam5969
      @kawseralam5969 Před 26 dny

      হাজারো ভয়ঙ্কর অপরাধ করেছে এই হাসিনার দল। তাদের বিচার করতে হবে। মায়া দেখিয়ে লাভ নেই।

    • @ctggeneraltransport2779
      @ctggeneraltransport2779 Před 26 dny +3

      😢😢😢

    • @Dr_ANM_Rasel
      @Dr_ANM_Rasel Před 26 dny +18

      আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আপনার এখন উচিত হবে দ্রুত মামলা করা।

    • @fariduzzamanfahim2026
      @fariduzzamanfahim2026 Před 26 dny +8

      আল্লাহ আপনাদের ইহকাল ও পরকালের সকল কল্যান দান করুন।

    • @saikattelevision5200
      @saikattelevision5200 Před 26 dny +13

      আমি স্পীচলেস। এতো বর্বরতার পর চুপ থাকা সত্যিই অসম্ভব। এদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক বিচার দাবী করছি। আমার শরীর এতটাই কাপছে যে আমার লিখতে কষ্ট হচ্ছে। আল্লাহ আপনার পরিবারকে উত্তম পুরষ্কার দান করুক।

  • @MdShagarahamedMdShagarbi-yu2ug

    "শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে"।🖤🌸
    ___(সূরা আদ-দুহা-০৫)🇧🇩👈

  • @yousufafendi
    @yousufafendi Před 26 dny +68

    এই দিনে সাধারণ মানুষের কাছ থেকে জুলুমের মাধ্যমে প্রচুর চাঁদা আদায় হত বিষয়টি উল্লেখ করা উচিত ছিল

  • @afsanametal6007
    @afsanametal6007 Před 26 dny +14

    আপনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন,, সব সময় আপনার কথা শুনে ভালো লাগে।ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়,,, ঘৃণা দিয়ে নয়

  • @TStudio-sk6uh
    @TStudio-sk6uh Před 26 dny +63

    শেষ ভালো যার সব ভালো তার । শেখ মুজিবের শেষ ভালো ছিল না । ১৫ অগাস্টকে আমরা বাকশাল থেকে মুক্তির আনন্দে অবশ্যই উদযাপন করতে পারি।

    • @Mirage-ii7xv
      @Mirage-ii7xv Před 26 dny +2

      ঠিক বলেছেন। আমাদের অতি
      মানব হওয়ার নাটক করার
      প্রয়োজন নেই।

    • @user-gj8rb9gw1m
      @user-gj8rb9gw1m Před 26 dny +1

      Shudhu bakshal na Vai. O ar or poribar amon kono oporadh nai j korini.

  • @anaripola4737
    @anaripola4737 Před 26 dny +136

    ১দিন সহ্য হয় না ১৭ বছর কেমনে ছিলো দেশের মানুষ.

    • @SamsunNahar-cg4bs
      @SamsunNahar-cg4bs Před 26 dny +2

      Tai bole ki posuder onusoron korbo tahole amder r tader modded ki partgokko theke

    • @2arif92
      @2arif92 Před 26 dny +4

      Good logic। ডাকাতের ঘরেও তাহলে মাঝে মাঝে ডাকাতি করা যায়

    • @khairulislamanik
      @khairulislamanik Před 26 dny +8

      এই ১ দিন যাতে আবার ১৭ বছর এ না পরিণত হয়, সেই জন্যই এই আলোচনা। নিজে সংস্কার না হলে রাষ্ট্র সংস্কার অসম্ভব।

    • @vitucorleone4125
      @vitucorleone4125 Před 26 dny

      এটা ১৭ বছর ১ দিন হিসেব করলে দুনিয়া সুন্দর হতো। আপনি যদি একজন খুনিকে হত্যা করেন তাহলে পৃথিবীতে খুনির সংখ্যা সমানই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন।

    • @shuvashissenshuva1716
      @shuvashissenshuva1716 Před 26 dny +1

      এমন মন মানসিকতা থাকলে আপনারাও ১৭ বছর এসবই করে যাবেন।

  • @Friend-yn9gn
    @Friend-yn9gn Před 26 dny +69

    স্যার আসসালামু আলাইকুম। আমার মনে হয়, 17 বছর ধরে কোটি কোটি মানুষের উপর তারা যে অবিচার করেছে এজন্য ছাত্র জনতার সকলের মনে ক্ষোভ আছে, ছেলে হারানো বাবা হারানো ভাই হারানোর বেদনা আছে, এখন শিক্ষার্থীদের একক ও বেদনাকে গুরুত্ব ও সম্মান দিয়ে যদি আগে থেকেই কিছু নিয়ম-কানুন করে দেয়া হয় তাহলে ভালো হয়। যেমন 14 ই আগস্ট যদি প্রজ্ঞাপন জারি করে দেয়া হতো, এখানে কোন ধরনের সমাগম বৈধ নয়। কেননা মাজলুম ছাত্র জনতা তা মেনে নেবে না। আবার গান-বাজনা ইত্যাদিও করা যাবে না। তাহলে এমন ভারসাম্যপূর্ণ প্রজ্ঞাপনের ফলে আমাদের মহান আন্দোলনকারী শিক্ষার্থীদের ইমেজ ও জাতি ও বিশ্বের সামনে ভালো থাকতো , আবার পচনশীল আওয়ামী লীগের পক্ষ থেকে যে আশঙ্কা ছিল তা থেকেও বাঁচা যেত। আপনার আলোচনা অনেকেই শুনে। আপনি যদি আপনার দূরদর্শিতার সাথে সামনে এরকম উদ্ভূত হতে পারে ইস্যুগুলোতে আগে থেকেই আমাদেরকে একটি সঠিক পন্থা বাতলে দেন তাহলে আশা করি আমাদের শিক্ষার্থীদের ইমেজ রক্ষা হবে আবার দেশ ও জাতি পচনশীল আওয়ামী লীগের বিপদ থেকে বেঁচে যাবে। স্যারকে অনেক অনেক শুভেচ্ছা ।❤❤❤❤❤

    • @ayashapervin7022
      @ayashapervin7022 Před 26 dny

      সবকিছু প্রজ্ঞাপন জারি করে করতে হবে কেন?নিজেদের বিবেক নেই?কাউকে অসম্মান করলে নিজের সম্মান বৃদ্ধি পায়না।

    • @desayeedcharles5242
      @desayeedcharles5242 Před 26 dny

      ​@@ayashapervin7022 জার্মানিতে ইটলার ও ইতালিতে মুসলিনীকেও অসম্মান করা হয়।। ফ্যাসিবাদের কোনো সম্মান থাকতে পারে না।।

    • @desayeedcharles5242
      @desayeedcharles5242 Před 26 dny

      ​@@ayashapervin7022 ফ্যাসিবাদের কোনো চিহ্নকে সরানো আর কাউকে অপমান দুটো ভিন্ন জিনিস।।

  • @edenmozumder8680
    @edenmozumder8680 Před 26 dny +177

    দুইটা জিনিস মনে করিয়ে দিতে চাই আপনাদের।
    ১. দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে মেহের আফরোজ শাওন সেদিন ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন,
    "কারো মৃত্যুকে এতোটা শান্তি শান্তি অনুভব হবে বুঝিনি! আজ চাঁদের বুড়ি-ও খুশি। আজ থেকে চাঁদ শুধু তার একার দখলে… অন্য কোনো ব*মা*শকে সেখানে আর দেখবে না কেউ 😉"
    কারো মৃত্যুকে এভাবে উদযাপন করা যায় সেটা এই ভদ্র মহিলাকে না দেখলে বুঝতে পারতাম না।
    সাঈদীর সাথে এনার ব্যক্তিগত ঘৃণা, ক্ষোভ থাকতেই পারে তাই বলে এভাবে প্রকাশ্যে মৃত্যু উদযাপন করছেন যা আমার কাছে অমানবিক মনে হয়েছে।
    ২. কয়েক মাস আগে ১৭১জন বিশিষ্ট নাগরিকের ব্যানারে ড. ইউনূসের বিরুদ্ধে যে বিবৃতি দেওয়া হয়েছিলো, সে ১৭১ জনের মধ্যে চঞ্চল চৌধুরী ছিলেন অন্যতম। অথচ এখন এমন ভাব করতেছে যেনো ভাজা মাছটাও উল্টে খেতে জানেনা!
    এদেরকে চিনে রাখেন।
    Copy post

    • @akhtarhossain3234
      @akhtarhossain3234 Před 26 dny

      হুমায়ুন আহমেদ ও তার পরিবার নাস্তিক পরিবার। হাসিনা পতনেও আমাদের শান্তি শান্তি লাগছে।

    • @shahnajantajul
      @shahnajantajul Před 26 dny

      Akta kotha boli apnake delwar Hossain saidi Allahor aroser mehoman kicu nosta manus tar mrittute udjapon korlo na dukkho pelo tate tar somman ak cul poriman kombe na borong bere jabe tai oi nastader kotha alocona na koray valo

    • @user-ru4gr7uv8p
      @user-ru4gr7uv8p Před 26 dny +11

      আমি কিছুই জানতাম না ভাই, শেয়ার দিয়ে ভালো করেছেন। এদের ঘৃণা করি আজকে থেকে। এদের নাটক গান বয়কট।

    • @thecutecultural666
      @thecutecultural666 Před 26 dny

      তোদের কেও চিনে রাখা হচ্ছে

    • @mdtahsin01karim15
      @mdtahsin01karim15 Před 26 dny +2

      egulo sob mone rakha hobe

  • @md.shayem7617
    @md.shayem7617 Před 26 dny +96

    জাহিদ ভাই আওয়ামীলীগের এই দিনটা দেখার জন্য তারাই দায়ী।

    • @safurakhan6671
      @safurakhan6671 Před 26 dny +3

      তারপরও ভাই একজন মানুষ সে যতই খারাপ হোক তার ও তার পরিবারের মৃত্যুর দিনে আনন্দ প্রকাশ করা আমি সমর্থন করি না।।তাহলে তাদের আর আমাদের মতো কি পার্থক্য হলো বলুনতো। আমি কোন দল ই করি না তারপর ও তাকে ও শেখ হাসিনাকে কেন জানি পছন্দ করি না। ।

    • @shadikhossain_
      @shadikhossain_ Před 26 dny

      @@safurakhan6671 বাংলাদেশের মানুষ অসভ্য। তাই আওয়ামীলীগের সমর্থকরা ১৫ই আগস্ট ঘিরে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই এই অবস্থা।

    • @user-cl7ml3cg4n
      @user-cl7ml3cg4n Před 26 dny

      ​1974 সালে দুর্ভিক্ষের সময় কয়েকলক্ষ মানুষ মারা যায়। বঙ্গবন্ধুর তাচ্ছিল্যের স্বরে বলেছিলেন মাত্র ২৭০০০ জন মানুষ মারা গেছে। হিটলার, মুসোলিনির মৃত্যু বার্ষিকী কি পালন করা হয়? তাহলে যেখানে পরিস্থিতি খুবই খারাপ, তখন ১৫ আগস্ট পালন কেন পালন করতে দিবে।

    • @Sarowermahmud
      @Sarowermahmud Před 26 dny

      আওয়ামীলীগ এই কথায় বলতো যে বিএনপি দায়ী,,,,,,। অন্যায় তো অন্যায়

    • @mirzaahanafgamingandothers9841
      @mirzaahanafgamingandothers9841 Před 23 dny

      ঠিক বলেছেন

  • @dilwarhusain8573
    @dilwarhusain8573 Před 26 dny +85

    এক কথায়,আওয়ামিলীগ বিগত দিনে যা করেছিল তার কর্মফল আজ ভোগ করছে। এতে অতি দরদী হওয়ার কিছু নেই।

    • @mohejurrahman8741
      @mohejurrahman8741 Před 26 dny

      সমস্যা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সবাই দেখি তাদের প্রতি দরদে গলে পড়ে। আর এ কারনেই ওরা ক্ষমতায় গেলে এত উদ্যত হয়ে যায়।

    • @greenmango7184
      @greenmango7184 Před 26 dny

      না না এসব করলে মানুষ আবার ক্ষুব্ধ হবে।আওয়ামীলীগের বিচার হবে আইনে।

    • @towfiqsharif8902
      @towfiqsharif8902 Před 26 dny +1

      রাইট ভাই

    • @dilwarhusain8573
      @dilwarhusain8573 Před 26 dny

      @@towfiqsharif8902 ❤️

    • @jas5962
      @jas5962 Před 26 dny

      Right. We have to take revenge. Then they will take revenge. We will take revenge again. And this will go on. After all we all are same. BNP, BAL, Jamayat, Students - we have uncanny similarities.

  • @fairmounthotelresort
    @fairmounthotelresort Před 26 dny +2

    প্রতিটা অপরাধ এবং প্রত্যেকটা অপরাধীকে যেন সাধারণ জনসম্মুখে উপস্থাপন করা হোক এবং তাদের জন সম্মুখে বিচারিক কার্যক্রম করা হোক,,,,,,,,

  • @MdSelimHossen-jz3uc
    @MdSelimHossen-jz3uc Před 26 dny +65

    যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ

  • @masud1313
    @masud1313 Před 26 dny +8

    আপনার নিরপেক্ষ বিবেচনার জন্য ধন্যবাদ। এই সংগ্রামে আমিও মাঠে ছিলাম সাধারণ জনতা হিসাবে। কিন্তু এই ঘটনাগুলো আমাকে ঘৃণার জন্ম দিয়েছে, দুখ দিয়েছে।

  • @jannatdreams913
    @jannatdreams913 Před 26 dny +22

    তাদের জন্য ইনসাফ এর কথা বলা বেমানান।

  • @Dr_ANM_Rasel
    @Dr_ANM_Rasel Před 26 dny +7

    অসাধারণ বিশ্লেষণ। এই এপিসোডের অপেক্ষায় ছিলাম।

  • @shaikhtahsid8012
    @shaikhtahsid8012 Před 26 dny +110

    ৭২-৭৫ পর্যন্ত শেখ মুজিবের দু:শাসন, দুর্নীতি ও স্বৈরাচারী রাজত্ব নিয়ে আলোচনা করবেন বলে আশা করছি।

    • @JahidHasan-kb5fm
      @JahidHasan-kb5fm Před 26 dny +2

      পিনাকি দাদা সব বলেছেন

    • @shaikhtahsid8012
      @shaikhtahsid8012 Před 26 dny +2

      @@JahidHasan-kb5fm বলেছেন যৎসামান্যই

    • @shaikhtahsid8012
      @shaikhtahsid8012 Před 26 dny

      আরো বিষদভাবে রেফারেন্স সহ বর্তমান বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি পড়া জেনারেশনকে ও ভবিষ্যৎ জেনারেশনকে মুজিবের স্বৈরাচারী ও দু: শাসনের সত্য ইতিহাস জানাতে হবে।সে যে তার কন্যার চেয়ে কোন অংশে কম ছিল না, কেন তাকে সহিংসতার সাথে সরাতে হলো, কেন তিনি নিজেই নিজের কবর খুঁড়েছিলেন, সেটা সবার জানা উচিত।নইলে এই আওয়ামী বুলি আর মায়াকান্নার আশ্রয়ে ভবিষ্যৎ প্রজন্মের সাথে প্রতারনা বন্ধ হবে না।

    • @user-cl7ml3cg4n
      @user-cl7ml3cg4n Před 26 dny +3

      মুভি বা ডকুমেন্টারি বানানো দরকার।

    • @sopnilmegh8818
      @sopnilmegh8818 Před 26 dny

      পিনাকি দাদা বলা লাগে কেন।আপনি কি লেখাপড়া জানেন না।পিনাকি দাদা গু খেতে বললে আপনি খাবেন।​@@JahidHasan-kb5fm

  • @mdmoza4331
    @mdmoza4331 Před 26 dny +30

    আজ ১৫ ই আগষ্ট গনতন্ত্র পুঃ উদ্ধার দিবসে পালিত হয়েছে ডাঃ জাহেদ উর রহমান স্যার ভালো থাকুন এতো তাজা রক্ত বিনিময় এ দেশটাকে পেলাম নতুন বাংলাদেশ

    • @rokeyaanower4212
      @rokeyaanower4212 Před 26 dny +1

      তবে মোবাইল চেক করা হলে সেই আওয়ামী যুগের কথা মনে করিয়ে দিলো এটা ঠিক হয় নাই

  • @nurislam1982
    @nurislam1982 Před 26 dny +22

    ছাত্ররা ছোট মানুষ ভুল করে ফেলছে তাছাড়া ছাত্ররা মনে করছে ৫জন৫জন করে অনেক জমা হয়ে যেতে পারে সেই ভয় ছিল তাদের।

  • @jakirhasan7646
    @jakirhasan7646 Před 26 dny +32

    উচিত কাজ হয়েছে, আমার ব্যাক্তিগত মতামত

    • @Mirage-ii7xv
      @Mirage-ii7xv Před 26 dny +1

      কিছু অতি মানব সাজার ভান
      করা লোক গুলো ছাড়া সবাই
      একমত আমারা ।ধন্যবাদ

    • @PospoPospo-rc9eh
      @PospoPospo-rc9eh Před 26 dny

      2din por abu sayed r mugdo r nam o vule jabe etihas

  • @jannatdreams913
    @jannatdreams913 Před 26 dny +24

    ভাই মানুষের মনে অনেক ক্ষোভ জমে আছে তাই এমন হচ্ছে।

  • @MizanurRahman-sf8jk
    @MizanurRahman-sf8jk Před 26 dny +6

    ডাক্তার জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার সাথে ১০০% একমত এই ব্যাপারে আমাদের নতুন সরকারকে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে আশা করি পরবর্তীতে এই ধরনের কাজ যেন না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন

    • @pramodpradhan3395
      @pramodpradhan3395 Před 25 dny

      Nation who is not respect his history.. It lost everything like Pakistan.. Unfortunate

  • @MdsohelRana-tw8lg
    @MdsohelRana-tw8lg Před 26 dny +32

    আওয়ামী লীগের সাথে এরকম আচরণ করে 100% সঠিক

    • @rasheedh7043
      @rasheedh7043 Před 26 dny +1

      Awami league theika bhaloi shoiracharir shikkha niyechen apne. 😂😂

    • @sabbirytstudio9564
      @sabbirytstudio9564 Před 26 dny

      ​@@rasheedh7043jemon kormo temon foll

  • @Tfc4hk
    @Tfc4hk Před 26 dny +2

    সময়ের বাস্তবিকতা বিবেচনায় জমায়েত হতে না দেওয়াটা ঠিক আছেl কিন্তু কারো ব্যক্তিগত মোবাইল, নাটক করা, প্রাইভেসি নষ্ট করা, সেটা মনে হয় ঠিক হয়নিl আমাদের ছাত্রদের আর একটু সতর্ক হতে হবে❤

  • @alinoor5039
    @alinoor5039 Před 26 dny +4

    ওদেরকে না পেটালে ওরা কি করে বুঝবে অন্যকে পিটালে কেমন কষ্ট হয় ব্যাথা লাগে।

  • @mst.shirinakter4624
    @mst.shirinakter4624 Před 26 dny +9

    আজকের ঘটনা যা হয়েছে সব ঠিক আছে । এতো বছর যে মানুষের জোর করে এগুলো দিন পালান করাইছে এটাই আর বহিঃপ্রকাশ 🙂

  • @zinnatara6169
    @zinnatara6169 Před 26 dny +38

    ঠিক ই করেছে । না হলে বলবে কয়েক দিন আগে বাঘ ছিল এখন বিলায় হয়ে গিয়েছে । রাস্তায় থাকতে হবে ।

    • @user-er6oq6zr8v
      @user-er6oq6zr8v Před 26 dny

      স্বাধীনভাবে মিটিং মিছিল করতে দাও তারপরে না বুঝবা মফিজ আমরা কি জিনিস

  • @hossainimam4665
    @hossainimam4665 Před 26 dny +4

    এখন একটা যুদ্ধ চলছে এবং এটা অনেক দিন চলমান থাকবে আর যুদ্ধে অনেক কিছুই জায়েজ।

  • @farzindigital4794
    @farzindigital4794 Před 26 dny +11

    ঠিক কথাই বলেছেন, ওদের মত অন্যায় কাজ আমরা যেন না করি।

  • @quoteschannel6391
    @quoteschannel6391 Před 26 dny +5

    শ্রদ্ধেয় জাহেদ ভাই আপনার সব খবরের বিশ্লেষণ অসাধারণ

  • @fazleahmed7215
    @fazleahmed7215 Před 26 dny +22

    শেখ সাহেব কি আদৌ স্বাধীনতা চেয়েছিলেন ? উনি ২৫শে মার্চ পর্য়ন্ত পাকিস্তানের ক্ষমতা হস্তান্তরের আলোচনা করেছিলেন ।

    • @mohammadjakaria9603
      @mohammadjakaria9603 Před 26 dny +1

      যুদ্ধ লেগে যাবে উনি বুঝতে পারেন নাই আগে । উনি চেয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ । উনি মেঘ না চাইতেই জল পেয়েছেন । তবে এটা সত্য উনি মুক্তিযুদ্ধের আগে অনেক কাজ করেছেন - যা প্রশংসনীয় ।

    • @badhonpaul3295
      @badhonpaul3295 Před 26 dny

      আপনি কোঠা আন্দোলনে ২,৪,৬,৮ দফা চেয়েছিলেন কেন??? প্রথমে এক দফা চাইতেন...

  • @momotajmohol9605
    @momotajmohol9605 Před 26 dny +2

    কিছু দিন জন মানুষ এমন করবেই তাদের সাথে এসব তাদের পাওনা,পনেরো বছরের কষ্টের প্রতিদান,আফসোস নয়।ওদের কষ্ট দেয়া বান্চিত।

  • @shakhawatsujon6170
    @shakhawatsujon6170 Před 26 dny +3

    আপনাকে অসংখ্য ধন্যবাদ সকল কিছুরই লিমিট বজায় রাখা উচিত। আইন আসলে নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। তারা ডিম মারতে পারতো লাঠি না।

  • @minhasuddinopi3951
    @minhasuddinopi3951 Před 26 dny +2

    স্যার, আমি একজন পুলিশ সদস্য, গত একবছর জাবত আপনার ক্লিপ দেখতে ছি জখন আপনার ফলোয়ার ছিল ৩৭ হাজার, এগিয়ে জান স্যার।

  • @babulahamed3080
    @babulahamed3080 Před 26 dny +62

    উচিত কাজ হয়েছে

    • @anikvy
      @anikvy Před 26 dny +2

      আচ্ছা তাহলে জুলাই মাসে আন্দোলন যেসব ছাত্রদের প্যাদানী দেয়া হইছিলো সেটাও ঠিক হয়েছে 😆

    • @jgvbklvh
      @jgvbklvh Před 26 dny

      @@anikvy setar jonno hasinar fasi deya hobe

    • @mamunmia-ig2dr
      @mamunmia-ig2dr Před 26 dny +5

      @@anikvy students were innocent , awami league is guilty ,understand the difference

    • @Mirage-ii7xv
      @Mirage-ii7xv Před 26 dny

      ভাল হত তাদের কে যদি ঐ
      বাড়ীর সামনে কান ধরে
      উঠ বস করানো হত।

    • @jas5962
      @jas5962 Před 26 dny

      If someone is guilty they should be punished according to law. Supporting bnp or awamileague isn't a crime. But if any supporter commits any crime then they should be punished. Understand the difference.

  • @udayarfin
    @udayarfin Před 26 dny +1

    একমাত্র ব্যক্তি যিনি দেশে বসেই স্বৈরাচার এর বিরুদ্ধে কথা বলে এবং রাজনৈতিক বিষয় গুলো মার্জিত ও শালীন ভাষায়, ❤

  • @Bdmylove2255
    @Bdmylove2255 Před 26 dny +6

    জাহেল ভাই আপনার কথায় যুক্তি আছে কিছু এই পেশিষ এত কষ্ট দিয়েছে বিএনপি জামায়াত ও আলেম সমাজকে এই কষ্ট ভুলতে হলে অনেক সময় লাগবে ✌

    • @mdmahfuzurrahman1312
      @mdmahfuzurrahman1312 Před 26 dny

      জাহেদ ভাই।আর শব্দটা হবে ফ্যাসিস্ট।

  • @khandokernazrulislam7050
    @khandokernazrulislam7050 Před 26 dny +3

    অতি আবেগ নিয়ন্ত্রণ করা,‌ যে কোন অবস্থায় ন্যায় সঙ্গত সংযত ও শিষ্ঠতা পূর্ণ শালীন আচরণ করা সবার জন্যই আবশ্যক। ‌

  • @mdmithu2028
    @mdmithu2028 Před 26 dny +7

    রোকিয়া প্র্যাচি সুমিকায়সার এদের চেতনা জাগে শুধু এই জায়গায়। তাই ক্ষোভ সামলানো কষ্ট হয়ে যাই।

  • @ayshanesa1434
    @ayshanesa1434 Před 26 dny +3

    আমাদের দেশের মানুষকে civilized হওয়ার জন্য বড় আকারে বাধ্যতামূলক training / counselling এর ব্যবস্থা করা উচিত। Root লেভেলে

  • @Alphastorm81
    @Alphastorm81 Před 26 dny +6

    Gratitude for your critically sound coverage of the situation in Bangladesh, Mr. Zahed. It is refreshing to have a counter -balance to the emotionally charged rage on other well-meaning coverage and related 'analysis' on CZcams.

  • @JahidHassan-qj5bo
    @JahidHassan-qj5bo Před 26 dny +3

    ছাত্র ছাত্রীরা সবার মোবাইল চেক করে নাই শুধু সহিংসতা ছরাতে পারে এমন কাউকে সন্দেহ হলে তাদেরকে চেক করেছে

    • @shohelanwar8086
      @shohelanwar8086 Před 26 dny

      কারো মোবাইল চেক করার অধিকার তাদের নেই।

  • @tanjinakhanam904
    @tanjinakhanam904 Před 26 dny +5

    জাযাকাল্লাহু খইরন

  • @tofazzolakash5515
    @tofazzolakash5515 Před 26 dny +2

    অনেক দিন পরে এমন দারুণ আলোচনা শুনলাম 🎉

  • @mohiuddinahmedrobin7764
    @mohiuddinahmedrobin7764 Před 26 dny +33

    এত সুশীল হওয়ার সময় না এখন

    • @anikvy
      @anikvy Před 26 dny

      এতো সুশীল সুশীল সোদাও ক্যান? সমালোচনা করলে জ্বলে কেনো? তোদের আর আওয়ামী লীগের শু য়ো র দের মধ্যে আসলেই কোনো পার্থক্য নাই।

  • @gulmohammad7352
    @gulmohammad7352 Před 26 dny +3

    আপনার অভিমত যুক্তি যুক্ত। তবে দেশ বিদেশের নানা ষড়যন্ত্রের কথা মাথায় রেখে হয়তো তারা এমন কর্মসূচি নিয়েছে।

  • @MdTohidulIslam-fn9rl
    @MdTohidulIslam-fn9rl Před 26 dny

    জনাব, আপনি যেমনটি বলেছেন, তেমনটি হলেই ভালো হোতো। আপনার আলোচনা নিশ্চয় ঠিক পথে চলতে সাহায্য করবে।

  • @mdtoslimuddin3477
    @mdtoslimuddin3477 Před 26 dny +9

    ডঃ আলী রিয়াজ, ডঃ সলিমুল্লাহ খান, ডঃ শাহদিন মালিক, ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য ও ডঃ মাহমুদুর রহমান আমারদেশ পত্রিকার সম্পাদক স্যারদেরকে উপদেষ্টা পরিষদে স্থান দিলে অনেক ভালো হতো।

    • @imannalisardar
      @imannalisardar Před 26 dny

      দেবপ্রিয় ভট্টাচার্য কেনো? উনি কি ভারত বিরোধী, উনিও মোদির লোক বলে মনে হয়। ভারতে ৩০ কোটির উপরে মুসলমান, মোদির মন্ত্রীসভায় ১ জনও মুসলিম মন্ত্রী নেই। বিজেপিতে একজন মুসলিমকে এমপি পদের জন্যও নমিনেশন দেয়নি বিজেপি।

  • @emranvelen1283
    @emranvelen1283 Před 26 dny +3

    শুনতে ভালো না লাগলেও, আওয়ামী লীগের উপরে যে কোন ধরনের জুলুম সাধারণ মানুষকে আনন্দ দেয়।

  • @JalalUddin-zh9ps
    @JalalUddin-zh9ps Před 26 dny +3

    পুরানো পদ্ধতিই ফিরে আসবে। ছাত্র হাতে আর আন্দোলনের লাগাম নেই। একটা পক্ষ ক্ষমতায় যাওয়ার আনন্দে আত্মহারা।

  • @sadikulislam1981
    @sadikulislam1981 Před 26 dny +9

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিধি আরও বড় হচ্ছে। নতুন করে ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এর মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে.ক. (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান।
    প্রিয় স্যার এদের পরিচয় বের করে একটা ভিডিও করবেন প্লিজ

  • @rezaurrahman3035
    @rezaurrahman3035 Před 26 dny +1

    চমৎকার আলোচনা। এরকম সহমর্মিতা আর সহযোগিতার মনোভাব পোষণ করলে দেশটা একদিন সোনার দেশে পরিনত হবে।

  • @AliAl-ov8uq
    @AliAl-ov8uq Před 26 dny +9

    আনন্দ করেছে ভালো লাগলো, কিন্তু আপনার ব্যাক্তিগত মনে করা নিয়ে কিছু যায় আসে না

    • @jas5962
      @jas5962 Před 26 dny

      Crime is a crime. Do you know that? Do you guys want to make this country a revenge land or something like that?

  • @RomelAhmed-if7pw
    @RomelAhmed-if7pw Před 26 dny +12

    আগস্ট মাসটা বাংলাদেশের ক্যালেন্ডার থেকে বাদ দিয়ে ৬২ দিনে জুলাই দেয়া দরকার।

  • @mdyousufahmed8928
    @mdyousufahmed8928 Před 26 dny +3

    আপনার মুখ দিয়ে সত্য কথা বের হয়েছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ

  • @titusarker390
    @titusarker390 Před 26 dny

    বঙ্গবন্ধু, মুক্তি যুদ্ধ, বাংলাদেশ।

  • @bhossain7902
    @bhossain7902 Před 26 dny +6

    আপনার মত দেশে থেকে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে এতো কঠোর সমালোচনা করার সাহস কাউকে করতে দেখিনি।

  • @mijanurrahmanraju6817
    @mijanurrahmanraju6817 Před 26 dny +2

    আপনাকে ধন্যবাদ আপনার সৌন্দর্য সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য আমিও আপনার সাথে একমত মানুষকে তার স্বাধীনতা দিতে হবে কোনভাবেই স্বাধীনতা হরণ করা যাবে না।

  • @mdakterhossain8622
    @mdakterhossain8622 Před 26 dny +4

    Zahed Vai Amar Allah Uttom Porikolponakari Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah ❤

  • @mithunali8264
    @mithunali8264 Před 26 dny +4

    ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য

  • @jonyasraful3994
    @jonyasraful3994 Před 26 dny +2

    দারুণ বলেছেন। এরকম সচেতনতা বেশি বেশি তৈরি করতে হবে।

  • @momotazrahman3006
    @momotazrahman3006 Před 26 dny +4

    কথায় কথায় যেই মানুষগুলো ছাত্রদের সমালোচনা করছে, বিশ্বাস করেন এই মানুষগুলো কখনো কোনো কাজ করে না।কারো বিপদে সাহায্য করে না।এরা শুধু সমালোচনাই করে।

  • @citizenofbd7124
    @citizenofbd7124 Před 26 dny +1

    ভাই পশ্চিম্বঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করেন, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করা

  • @user-no2mz3kp9r
    @user-no2mz3kp9r Před 26 dny +6

    স্যার আপনার সাথে আমি একমত কিন্তু ওদের উপর রাগের কারনে এগুলো হচ্ছে।

  • @muhammadmozammelhossain9444

    আনসার বাহিনীকে পরিপূর্ণ পুলিশে উন্নীত করা হোক।

  • @bakibillah2832
    @bakibillah2832 Před 26 dny

    শ্রদ্ধেয় স্যার,, ৭১ এ রাজাকারের শান্তি কমিটি,২৩ এ আওয়ামী এর শান্তি কমিটি আর ২৪ এ ছাত্রজনতার শান্তি কমিটি। এটাই হল গনতন্ত্রের মুল মন্ত্র। আমার টেইক।

  • @imamhossen1909
    @imamhossen1909 Před 26 dny +12

    কি করবো স্যার, সব কিছু ওরাই শিখায়েছে।

  • @infinitesolutions2602
    @infinitesolutions2602 Před 26 dny

    Ma sha Allah. Alhamdulillah.

  • @user-te4et5hv7e
    @user-te4et5hv7e Před 26 dny +3

    এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ দায়ী
    এটা সত্যি | কিন্তু এই বিষয়ে সমালোচনা জরুরি | অন্যথায় আমরা আমাদের ভুল বুঝতে পারবো না |

  • @mohd.jasimuddin431
    @mohd.jasimuddin431 Před 26 dny +2

    আপনার সমৃদ্ধ উপস্থাপনাকে শ্রদ্ধা করি!

  • @user-rg9mz4xb4d
    @user-rg9mz4xb4d Před 26 dny +8

    Valoi hoice

  • @mahfuzrahman4000
    @mahfuzrahman4000 Před 26 dny

    সহমত ভাই, একই চরিত্র প্রকাশ দুঃখজনক

  • @zackrivers4249
    @zackrivers4249 Před 26 dny +8

    ১৫ আগস্ট ২য় বিজয় দিবস, ৫ আগস্ট ৩য় বিজয় দিবস। পার্টি হপ্পে পার্টি ... আপনারা জ্বলতে থাকেন।

    • @jas5962
      @jas5962 Před 26 dny

      You guys are no different than dictator. Same mentality. Because this country is full of people like you, dictators always come in power in this country. Keep it up and watch this country fall while having a party 🤡

  • @kaiumprodhan5590
    @kaiumprodhan5590 Před 26 dny +1

    আগষ্ট মাস ছাত্রদের বিজয়ের মাস। সদ্য স্বাধীন দেশের মানুষ কে আনন্দ উৎসব করতে দিন।
    যাদের শোক প্রকাশ তারা তাদের বাসায় করতে পারে।

  • @SohelRana-dg1np
    @SohelRana-dg1np Před 26 dny +3

    অতিরিক্ত কোনো কিছুই ভালো না । কুকুর মানুষ কে কামড়াতে পারে কিন্তু মানুষ কি করে কুকুর কে কামড়ায়।

  • @Tusher445
    @Tusher445 Před 26 dny +1

    এতো দ্রুত এত ভালো আশা করা কঠিন। তবে বলে যেতে হবে।

  • @jacenhorn403
    @jacenhorn403 Před 26 dny +5

    Oshadharon bolechen

  • @nadimtareq
    @nadimtareq Před 26 dny

    সঠিক এবং হক কথা বলেছেন।

  • @MdsohelRana-tw8lg
    @MdsohelRana-tw8lg Před 26 dny +6

    স্বৈরাচারের জন্য এত মায়া কান্না দেখাবেন না

  • @tanpapiasohe6575
    @tanpapiasohe6575 Před 26 dny +2

    সঠিক কথা বলেছেন, ধন্যবাদ।

  • @anwarul581
    @anwarul581 Před 26 dny +1

    জাহেদ ভাইকে বলতে চাই আমি একজন চট্টগ্রামের লোক আমি এই স্বাধীনতা জন্য রোজার দোয়া নামাজ ইত্যাদি অনেক কিছু করেছি আপনার কাছে একটা অনুরোধ ওইখানে গিয়ে যে তারা যে হিন্দি গানের তালে তালে নাচানাচি করছে আমাদের শহীদ আবু সাঈদ মুগ্ধ অসংখ্য শহীদের আত্মা কষ্ট পাবে।

  • @tuhidulapu8272
    @tuhidulapu8272 Před 26 dny +3

    জাহিদ ভাই এই বছরটা শোক পালন না করলেই হতো কারণ জনগণ তো সবকিছুর বিপক্ষে এখন আওয়ামী লীগের ব্যাপারটা তাদের বোঝা উচিত ছিল

  • @saklimaakther9596
    @saklimaakther9596 Před 26 dny +16

    জ্বি স্যার,কিছু অমানবিক ঘটনা ঘটেছে আজকে, এগুলোর পিছনে অন্য দলীয় গোষ্ঠীর হাত আছে বলেও মনে হচ্ছে

  • @user-rk3gn4gq2w
    @user-rk3gn4gq2w Před 26 dny +3

    স্যার ১ দিন আয়না ঘর এ থাকলে আপনার এই সুশীলতা থাকতো না , এর পরের বসরে হয়তো পালন করতে দেয়া হবে , এই দিন হয়তো এমন টা না করলে ওরা আবার উল্টা পাল্টা কিছু করতো , আমার মত এ যা হইসে ঠিক হইসে

  • @hossainrifat9203
    @hossainrifat9203 Před 26 dny +4

    মোবাইল চেক করা খুবই জঘন্য হইছে...

  • @khalidaafsarzaman6824
    @khalidaafsarzaman6824 Před 26 dny

    I agree with you, Sir, that we should not apply the same injustice we protested against.

  • @কিছুকথা-২৪

    ভাই আপনার জন্য শুভকামনা রইলো

  • @mohammadjahid1733
    @mohammadjahid1733 Před 26 dny

    Well said... They should monitor rather than harassment

  • @MdJobuar-k8p
    @MdJobuar-k8p Před 26 dny +10

    ভাই প্রথমে সালাম দিয়ে শুরু করবেন প্লিজ

    • @jas5962
      @jas5962 Před 26 dny

      It's not a religious video bro.

    • @user-wh9gk7yn3u
      @user-wh9gk7yn3u Před 26 dny

      জাহেদ ভাই তো কমিউনিষ্ট
      বিসমিল্‌লাহ .সালাম ,এর দারে কাছেও নাই,,

  • @Rafsanhisexcellency
    @Rafsanhisexcellency Před 26 dny

    Dr Zahed, i am so thankful for the video.

  • @lailakhan4454
    @lailakhan4454 Před 26 dny +5

    স্বাধীনতার নামে স্বেচ্ছাচারীতা চলছে। এটা অবশ্যই কেন্দ্রীয় ছাত্র সমন্বয়কদের নজরে আনা দরকার এবং যেকোন কর্মসূচীতে তাদের পক্ষ থেকে করনীয় এবং বর্জনীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকা দরকার।

  • @dewanafzal9857
    @dewanafzal9857 Před 26 dny

    Situation is volatile and very emotional please give time and allow new government to do its reforming work this is the right way

  • @Mostafabhuiyan-xg7xv
    @Mostafabhuiyan-xg7xv Před 26 dny +2

    ❤ALLAHA ❤ALHAMDULILLHA ❤BANGLADESH ✅️ 🇧🇩 ZINDABAD
    KHUNI HASINAR DOLL BANGLADESH 🇧🇩 NEYA SROJRONTOO KORTASA. ❤BANGLADESH AR SOKOL 🇧🇩 KA SOJAG THAKTA HOVAY

  • @shimashimi8644
    @shimashimi8644 Před 26 dny +2

    শেখ মুজিবের ছবি পারিয়ে বিরিয়ানি র ভাগাভাগি হতো

  • @mohammadeusoofi4469
    @mohammadeusoofi4469 Před 26 dny

    চমৎকার কিছু কথা। একমত পোষণ করছি। বর্তমান সিচুয়েশন আমাদেরকে অনেক স্মার্টলি ডিল করতে হবে। আন্দোলনকারীদের মধ্যে স্বার্থাম্বেষী মহলের কেউ ঢুকে এসব অরাজকতা সৃষ্টির পায়তারা করছে কি-না খেয়াল রাখতে হবে।

  • @babusabbir5926
    @babusabbir5926 Před 26 dny

    জাহেদ ভাই আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত

  • @tanzilandtahsin5385
    @tanzilandtahsin5385 Před 26 dny +1

    এটাই আমাদের নতুন স্বাধীনতার ভবিষ্যত।

  • @VigilanteMian
    @VigilanteMian Před 26 dny

    You are absolutely right

  • @rabiulawaltagor
    @rabiulawaltagor Před 26 dny +2

    সবকিছু আপনার মনের মত হবে এমন ভাবাও ঠিক না।

  • @muztabaahmedali7322
    @muztabaahmedali7322 Před 26 dny

    একদম সঠিক বলেছেন জাহেদ ভাই