সে চলে গেলেও ( Shey Chole Geleo ) performed by Arko Mukhaerjee & Koustav De | বৃক্ষ মঙ্গল Live

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2019
  • an original song by Kabir Suman.
    A humble tribute to one of the greatest song writers of bengal. Arko humbly sings this song paying his respect to Suman Da ,who have been a teacher and a pathfinder to many artists from our state.
    যশোর রোডের পাসের গাছ গুলিকে বাঁচানো নিয়ে দীর্ঘ দিন ধরে যে লড়াই চলছে কোর্টে তার খরচের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে এই অনুষ্ঠান টির মাধ্যমে ।
    আয়োজক ঃ যশোর রোড গাছ বাঁচাও কমিটি [ ভারত ]
    চিত্রায়ান ঃ Language of Music
    সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়
    নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।
    সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল
    স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হয় অনন্তকাল।
    সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা
    চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা।
    সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ
    স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ।
    উপস্থাপনা - অর্ক মুখার্জি ও কৌস্তভ দে
    চিত্রায়ন - সবুজ গাঙ্গুলি , অমিত বিশ্বাস , সত্যজিৎ হালদার , অর্ঘ দেব মিত্র , গৌতম ঘোষ
    সম্পাদনা - অমিত বিশ্বাস
    our facebook page : / languageofmusicindia
    Like , Comment , Share , Subscribe
    Stay Tuned

Komentáře • 189

  • @sanjoybepari8126
    @sanjoybepari8126 Před 4 lety +75

    কবীর সুমন বাংলা ভাষায় গান না লিখলে এবং না গাইলে জীবন এতটাও মুগ্ধতায় পূর্ণ হতো না।

  • @sudeshnabhattacharya9789
    @sudeshnabhattacharya9789 Před 4 lety +88

    আমার বাড়ির সামনে একটি গাছ আছে।ছোটবেলা থেকে দেখছি।বসন্তকালে লাল ফুলে ঢেকে যায়। এখন কিছু লোক গাছটা কাটতে চাইছে কারন গাছে উইপোকা লেগেছে। আমার প্রশ্ন -মানুষের রোগ হলে চিকিৎসা করা হয় না তাকে মেরে ফেলা হয়? আমি চেষ্টা করছি পোকা মারার ওষুধ দিয়ে গাছটাকে বাঁচাতে। অর্কদা তার গানের মধ্যে দিয়ে একটা বক্তব্য রেখেছেন। তাই এত কথা বললাম।

  • @chandrima991

    মোটেই ভালো লাগলো না

  • @sudakhinadas1386
    @sudakhinadas1386 Před 2 lety +11

    শুরুতেই তো থামিয়ে দিলেন.... "মানুষ ক্ষতির বোধন বোঝে বিসর্জনের পর..." - অভীক রায়

  • @AvishekMazumder
    @AvishekMazumder Před 4 lety +14

    এখন দুপুর, হঠাৎ এইটা খুঁজে পেলাম; জানি বিকেল অব্দি সময় এবার থেমে থাকবে, ভালোবাসা নিও। <3

  • @riddhorajarshi9802
    @riddhorajarshi9802 Před 4 lety +39

    " সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায়না আসলে কেউ " ❤️

  • @sujankhan4040
    @sujankhan4040 Před 2 lety +1

    পৃথিবীতে দেখে এবং শুনে আসছি মানুষ নারীর প্রেমে পরে.. আমি পরে গেছি ব্যক্তির প্রেমে ‘ যেমনটা অর্কদা পরেছে তার গুরুর প্রেমে…আমিও ঠিক তেমন ❤️🙏

  • @kazikamruzzaman8033
    @kazikamruzzaman8033 Před 4 lety +14

    গাছেরাও বিপ্লব করে কিন্তু সেটা তাদের কাঁটার পরে।

  • @jamesdas3375
    @jamesdas3375 Před rokem +1

    ঐ গাছটা আর নেই কেন? 😢

  • @chandrima991

    কবীর সুমনের নাম করা জরুরী। তার নাম উল্লেখ করা সম্মানের। ।

  • @shivsays24
    @shivsays24 Před 2 lety +21

    অর্ক দা আপনার যিনি গানের মুর্শিদ, তিনি অনেকের বেঁচে থাকার সম্বল। ওরকম একজন মানুষ অনেকের ই বেঁচে থাকার অনুপ্রেরণা।

  • @santudasankora3192
    @santudasankora3192 Před 4 lety +28

    অর্ক দা,আপনিও নীরবে বিপ্লব করে যান,আপনার কথন আপনার গানের মধ্যে দিয়ে,

  • @Soumojit500
    @Soumojit500 Před 4 lety +14

    কী ভীষণ মনের গভীরে ছাপ রেখে যাওয়া আকুতি।অসাধারণ অর্কদা...কুর্নিশ।

  • @ziaahasanrana7629
    @ziaahasanrana7629 Před 4 lety +10

    নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে...

  • @sajeebjamsherali
    @sajeebjamsherali Před 4 lety +37

    মুর্শিদ কবির সুমন, গানওয়ালা, নাগরিক কবিয়াল-

  • @hrmunna1034
    @hrmunna1034 Před 4 lety +10

    জানি না কেন যে গানটি শুধু উনার কণ্ঠে প্রতিদিন শুনতে হয়।

  • @g.a.kerobani2191
    @g.a.kerobani2191 Před rokem +1

    বরাবরই মুগ্ধ হ‌ই। অর্ক দা তুমি সেরা। সেলাম জানাই এমন মুর্শিদকে। ❤️❤️

  • @turab6368
    @turab6368 Před 4 lety +7

    এমন সুন্দর গল্পকার গায়কও আমি আর দেখিনি,অর্ক দা।

  • @mahmudulhasanrussel2673
    @mahmudulhasanrussel2673 Před 4 lety +11

    সে চলে গেলেও..., নুয়ে পরবেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়

  • @sohambhattacharya3120
    @sohambhattacharya3120 Před 4 lety +34

    জয় সুমন❤❤।।